এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • খাগড়াগড় ও প্রতিরোধকামনা

    Somnath Roy লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ২৩৬৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SJ_GW | 28.238.2.85 | ১৩ অক্টোবর ২০১৪ ১২:৪৭650375
  • Bnara, Eisob ata-kyalane maal (samrajyobaadi USA theke PhD ta obossyo korte hoyeche) IIT te professor ki kore hoy ke jaane.
  • PT | 213.110.246.22 | ১৩ অক্টোবর ২০১৪ ১৩:১৪650376
  • আফ্গানিস্থান যতদিন সোভিয়েতপন্থীদের দখলে ছিল বা সাদ্দাম যতদিন ক্ষমতায় ছিল ততদিন তো এইসব জঙ্গীরা নিয়ন্ত্রণেই ছিল। যারা নাজিবুল্লা বা সাদ্দামের হত্যার পরে "পরিবর্তন" আসবে বলে গোটা বিশ্বকে বুঝিয়েছিল তারা এখনকার জঙ্গিপনার কি কোন দায়িত্ব নেবেনা?
  • bendabon | 24.96.100.245 | ১৩ অক্টোবর ২০১৪ ২১:৩৩650377
  • জঙ্গি রা নিয়ন্ত্রণে থাকে রাম ক্যালান ক্যালালে - যেমন রাশিয়া ক্যালায় চেচেন , চীন ক্যালায় উইঘুর দের । শ্যামচাচা বা লালকাকু যে কেউ ক্যালালেই হবে ।
  • দেব | 111.210.152.163 | ১৩ অক্টোবর ২০১৪ ২২:৪৭650378
  • কোরাণ পড়ে মগজধোলাই হওয়া এক জিনিস আর কোমরে বোমা বেঁধে নিজেকে ওড়ানো আর এক জিনিস। ধর্মসংস্থাপনায় অতদূর কোন কালে কেউ যায় নি যাবেও না। ৯/১১ এর আগে এবং পরে বিন লাদেন একাধিক ভিডিওতে খুব পষ্টাপষ্টি বলেছেন তার উদ্দেশ্য কি। ধাহরাণ (সৌদি আরব) থেকে মার্কিন সেনাঘাঁটি সরাও। সোজাসাপটা পলিটিক্যাল দাবি। সেটার ভাষাটা ধার্মিক বুলি জড়ানো, উদ্দেশ্যটা নয়। এই কনটেক্সটটাকে লুকিয়ে এইসব আগডুম বাগডুম গপ্পো দিলে এইরকমই চলবে। পলিটিক্যাল কনফ্লিক্টকে পলিটিক্যালি ট্যাকল না করে আপনি যদি ধর্ম টেনে আনেন উলটোদিকের রেটোরিকটাও একই রকম হওয়াই স্বাভাবিক।

    একটা ভৌগোলিক কোইনসিন্ডেন্স। দুনিয়ার সবচেয়ে বড় তেলের যোগান যে অঞ্চলে সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। যদি এখানকার লোক বৌদ্ধধর্ম মানতেন তাহলে আমরা এখন প্রাচীন বৌদ্ধধর্মগ্রন্থ চেবাতাম আর ঘাড় নাড়তাম হ্যাঁ এই লাইনটা বুঝলে শত্রুকে মারতে বলেছে! কি খারাপ!

    আর আইসিসের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই -
  • ... | 177.124.124.21 | ১৩ অক্টোবর ২০১৪ ২২:৫৭650379
  • প্রাচীন বৌদ্ধধর্মগ্রন্থে একটা লাইন দেখান না যেখানে শত্রু দের নিকেশ করে দিতে বলেছে।
  • ranjan roy | 24.97.210.71 | ১৩ অক্টোবর ২০১৪ ২৩:৩৬650380
  • দুটো ব্যাপার হরদম গুলিয়ে দেওয়া হয়।
    এক, জঙ্গীদের জেহাদ। এর সঙ্গে মিলিয়ে বলা হয়---
    দুই, ইসলাম ধর্মই অন্য ধর্মের থেকে আলাদা। একেবারে অন্যদের সহ্য করতে পারে না। বিধর্মীদের কাফির বলে মেরে ফেলতে বলে।
    প্রশ্ন হল ইসলামে কি সত্যিই অন্যধর্মের থেকে বেশি অসহিষ্ণুতা আছে? অথবা বিধর্মী বা ইনফাইডেলদের প্রতি যুদ্ধ ও বিনাশের শিক্ষা সব প্রাচীন ধর্মেই আছে, কমবেশি।
    কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছু কিছু দেশের ইস্লামিক সংগঠন বিচ্ছিন্ন ভাবে কিছু ব্যাখ্যা করে জেহাদের জঙ্গীরূপকে জাস্টিপ্জায়েড বা মুক্তির উপায় বলে প্রচার করছে?
  • ranjan roy | 24.97.210.71 | ১৩ অক্টোবর ২০১৪ ২৩:৫৪650381
  • পিএম,
    আপনাকে অনেক ধন্যবাদ।
    আপনার দেওয়া প্রথম লিংকটাই আমার বইয়ে আছে।
    এটা পড়ে কি মনে হয় না যে চার স্ত্রী রাখা পরমকর্তব্য আদৌ বলা হয় নি? বরং চার কেন , শুধু এককেই নিয়ম বলা হয়েছে। বাকি ব্যতিক্রমী, বিশেষ পরিস্থিতির নিদান। আর ঈশ্বরচন্দ্রের আগে হিন্দুধর্মে বহুবিবাহটাই তো নিয়ম ছিল। কুলীনদের কয়টি করে বিবাহ হত?

    আর বিধর্মীদের নিকেশ করা? ক্রিশ্চানদের ক্রুসেড?
    হিন্দুদের ধর্মযুদ্ধে বীরদের জন্যে গীতায় " হতো বা প্রাপ্সসি স্বর্গং, জিত্বা তু ভোক্ষ্যসে মহীম।" ( ক্যাঁক করে ম্যাক্সি ধরবে বানান ভুলের জন্যে!)
    --- মারা গেলে স্বর্গে যাবে, জিতলে ধরার সুখ ভোগ করবে।

    বিধর্মীদের নিকেশ করা? বিধর্মী তো দূর কী বাত, গীতায় কৃষ্ণ ধর্মযুদ্ধে আত্মীয়বন্ধুদের মারাও পাপ নয়, অন্যায় নয় বলে অর্জুনকে ওসকাচ্ছেন।

    য্খন অর্জুন কাতর হয়ে বলছেন-- মাতুলাশ্বশুরাশ্চৈব্শালাসম্বন্ধীন্স্তথা।
    --কাকে মারব? যারা আমার প্রতিপক্ষে দাঁড়িয়ে সবইতো আমার মামা-শ্বশুর-শালা-ভায়রা ইত্যাদি।
    কৃষ্ণ তখন-- ময়ৈবৈতে নিহতাপূর্বমেব, নিমিত্তমাত্রং ভব সব্যসাচীং।
    --- তুমি আসলে হত্যা করছ না, এদের তো আমি ভগবান আগের থেকে মেরে রেখেছি। এরা অলরেডি মৃত, তুমি তো নিমিত্ত মাত্র। ধর্মপালন করছ শুধু।
  • ... | 177.124.124.21 | ১৪ অক্টোবর ২০১৪ ০০:০৭650382
  • জানতাম গীতার রেফারেন্স আসবে। কিন্তু বাস্তবে কজন গীতার ওসব ছাইপাশ গিলে বিশ্বাস করে সেই মতো নিজের এবং দুনিয়াশুদ্ধু সবার ভবিষ্যত নিয়ন্ত্রণ করতে চায়?
  • কল্লোল | 125.242.141.207 | ১৪ অক্টোবর ২০১৪ ০০:১৭650383
  • নাহলে গুজরাটের মুসলমান গণহত্যা কারা কি বিশ্বাসে করলো?
    বাবরী মসজিদ ভেঙ্গে আনন্দে নাচছিলো কারা, কোন বিস্বাসে?
  • ... | 177.124.124.21 | ১৪ অক্টোবর ২০১৪ ০০:২৭650187
  • দাঙ্গার মুখ কুতুব-উদ-দীন আনসারি সেই গুজরাত এই ফিরে গেল।

    দু দুটো রাম রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেলো তবু রাম মন্দির আজও হলোনা।
  • ranjan roy | 24.97.210.71 | ১৪ অক্টোবর ২০১৪ ০০:২৭650186
  • ___,
    তাহলে দেখা যাচ্ছে কথিত ছাইপাশ ইসলাম ছাড়া অন্য ধর্মগ্রন্থেও আছে। আর সেটা আপনি আগে থেকেই জানতাম।
    তবু আপনি একটি হেট স্পীচ লিং দিয়ে আমাকে জিগ্যেস করলেন এইধরণের কথাবার্তা কোরানে আছে কি না? কেন?
    এখন মুসলিম জনসাধারণ কি মনে করে যে বিধর্মীদের হত্যা করলে পুণ্য হবে? বেহেশ্তে যাবে? তাহলে আর বিশাল ভারতে এত্গুলো পরিবার পাশাপাশি ঘর বেঁধে দোকানপাট করে উ১ত্সবে ব্যসনে একসঙ্গে থাকত না।
    আর গোটা উত্তরভারতে হিন্দুদের কাছে গীতা প্রায় ক্রিশ্চানদের কাছে বাইবেলের মত।
    গোটা দুনিয়া না হোক, আর এস এস অখন্ড হিন্দুস্থানের কল্পনা বলতে আফগানিস্থান থেকে কাম্বোডিয়া অবধি ভাবে, কয়েকবছর আগে ওদের শ্রমিক না কোন সংগঠনের ডায়রিতে সেই ম্যাপ দেখেছিলাম। গেরুয়া রঙে রাঙানো বৃহত্তর ভারত।
  • ranjan roy | 24.97.210.71 | ১৪ অক্টোবর ২০১৪ ০০:৩২650188
  • সে তো আমার এক দাদু এক পিসি ও পিসেমশায় ময়মনসিং শহরে রয়ে গেলেন। পিসি আজও সেখানে (বাংলাদেশে) আছেন। দাদু গতবছর ও পিসে কয়বছর আগে মারা গেছেন। আমরা ভারতে আছি।
    তা থেকে কি প্রমাণ হয়?
    গুজরাতে মুসলমান নিধন হয় নি?
    পূর্ব পাকিস্তানে ( বাংলাদেশে) হিন্দুনিধন হয় নি?
  • দেব | 111.210.152.163 | ১৪ অক্টোবর ২০১৪ ০০:৩৫650189
  • "প্রাচীন বৌদ্ধধর্মগ্রন্থে একটা লাইন দেখান না যেখানে শত্রু দের নিকেশ করে দিতে বলেছে।" -

    এই পেপারটা দেখুন - http://blogs.dickinson.edu/buddhistethics/files/2010/04/bartho991.pdf

    এটা শ্রীলঙ্কায়। এখানে ভিকটিম অবশ্য মূলত হিন্দু তামিলরা। আপনি যদি লাইন খুঁজতে চান বৌদ্ধধর্মেও পাবেন। কাশ্মীরে হিন্দু পন্ডিতদের সাথে যা হয়েছে তার দশগুণ হয়েছে এই দেশটাতে।

    "বাস্তবে কজন গীতার ওসব ছাইপাশ গিলে বিশ্বাস করে সেই মতো নিজের এবং দুনিয়াশুদ্ধু সবার ভবিষ্যত নিয়ন্ত্রণ করতে চায়" -

    এক্স্যাক্টলি। আর সেটাই কোরাণের ক্ষেত্রেও সত্যি। আর যে ইউরোপ সত্যি সত্যিই দুনিয়া শাসন করত এককালে সেও ধর্মের জন্য করেনি। প্যাকেজে ওটা থাকে। আসল গপ্পো ওটা নয়। আরএসএস মুসলমানদের ওপর খাপ্পা তার মূল কারণ হিন্দু ধর্ম নয়। ভারতে ৫০০ বছরের মুসলিম শাসনের প্রতিক্রিয়ায় জন্মানো ক্ষোভ। সেটা বাদ দিয়ে যদি কেঊ হিন্দু স্ক্রিপচার ঘাঁটতে বসে তাহলে লুপে ঘুরেই যেতে হবে।
  • ... | 177.124.124.21 | ১৪ অক্টোবর ২০১৪ ০১:২৯650190
  • গুজরাত এ একতরফা নিধন হয় নি। দাঙ্গা হয়েছে। প্রচুর মুসলিম এর সাথে প্রচুর হিন্দু ও নিহত হয়েছেন। কিছুদিনের মধ্যে প্রশাসন দাঙ্গা নিয়ন্ত্রণ করে ফেলেছে। বহু ঘরছাড়া ঘরে ফিরেছেন। হায়, বাংলাদেশে ও সব কিছুই হয় নি। সেখানকার হিন্দু জনসংখ্যা ক্রমে বিলীয়মান হয়েছে। যারা মাটির টানে রয়ে গেলেন, রয়ে গেলেন। যারা চলে এলেন তারা কি শখ করে চলে এলেন?
  • ... | 177.124.124.21 | ১৪ অক্টোবর ২০১৪ ০১:৪৪650191
  • কিন্তু বাস্তবে কোরানের ওসব ছাইপাশ গিলে বিশ্বাস করে সেই মতো নিজের এবং দুনিয়াশুদ্ধু সবার ভবিষ্যত নিয়ন্ত্রণ করতে চাওয়া লোকেদের সংখ্যা তো ক্রমেই বেড়ে চলেছে দেখতে পাচ্ছি।
  • ... | 117.193.242.2 | ১৪ অক্টোবর ২০১৪ ০৬:২৪650192
  • আর গুজরাত এর দাঙ্গা টা ঠিক সেরকম কোন বিশ্বাস এর ওপর (আমার ধর্মগ্রন্থ বলে অন্য ধর্মের লোকেদের নিকেশ করতে তাই করছি) ভিত্তি করে হয়নি বলেই তো জানি। অত্যন্ত ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছিলো বা মতান্তরে ঘটানো হয়েছিলো একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে। "ওরা আমাদের লোকেদের জ্বালিয়ে মেরেছে, এই বার বড্ড বাড় বেড়েছে ব্যটাদের অতএব শিক্ষা দেওয়া দরকার" এই রকম কিছু একটা। এদের সাথে বোধ্হয় আইসিস কে এক করে ফেলাটা ঠিক হবে না। যারা চোদ্দোশো বছর আগের এক আরব মরুভুমি দস্যুদলের অনুশাসন জোর করে সারা বিশ্ববাসীর ওপর চাপিয়ে দিতে চায় তাদের কে নিয়ে যারা ফ্যান্টাসি রচনা করে, কি বলবো একটাই কথা বলতে ইচ্ছে করে - বোকা।

    পুনঃ আমি সো কলড চাড্ডি নই। অরোরা জী আমার ডোরবেল বাজিয়ে গীতা বেচতে এলেও আমার এক ই রকম জ্বলবে।
  • - | 109.133.152.163 | ১৪ অক্টোবর ২০১৪ ০৭:০০650193
  • কিন্তু গীতার গপ্পটা তো অন্য। সেখানে অর্জুনের বাসনা আছে রাজত্ব ফিরে পাবার। সামর্থ্য আছে যুদ্ধ করার। যারা জন্মাবধি পান্ডবদের অত্যাচার করেছে। বহুবার প্রাণে মেরে ফেলতে চেয়েছে, তাদেরই সামনে দাঁড়িয়ে শুধু ক্ষণিকের দুর্বলতায় কাকে মারব ইত্যাদি বলছে অর্জুন। এতো অনেকটা পরীক্ষার আগে ভয় পেয়ে যেমন বহু ছাত্র বলে "ওরে বাবা, এই বছরটা ড্রপ দিই"। তখন টিচাররা তো বলেন, "সে কি! তুমি সারাবছর পড়েছ এই পরীক্ষা ঠিকই পাশ করবে। চেষ্টা কর, যদি পাস করে যাও তবে তুমি নতুন ক্লাসে, যদি ফেল কর তবে এমনিই দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে। ইত্যাদি।"
    তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষকের মতই যোগ শিক্ষা দিয়েছেন।

    এর সঙ্গে জেহাদি বইয়ের নিরীহ মানুষ মারার কথা সম্পর্কিত হল কেমন করে?
  • PT | 213.110.246.22 | ১৪ অক্টোবর ২০১৪ ০৮:০০650194
  • ...
    যদি না দেখে থাকেন তাহলে "গর্ম হাওয়া" ছবিটি দেখুন।
  • সিকি | 135.19.34.86 | ১৪ অক্টোবর ২০১৪ ০৯:২৫650195
  • বাহ। সকালে এসে বেশ প্রাণ খুলে হাসার মত উপাদান পেলাম।
  • ইস | 103.115.84.195 | ১৪ অক্টোবর ২০১৪ ০৯:৫৭650197
  • "ক্যাঁক করে ম্যাক্সি ধরবে বানান ভুলের জন্যে!" এসব কি, অ্যাঁ? মানে কি এর? আপনি ম্যাক্সি পরে বসে থাকেন আর বানান ভুল করলেই কেউ গিয়ে ক্যাঁক করে সেটা টেনে ধরে? ইস!
  • jhiki | 121.95.121.109 | ১৪ অক্টোবর ২০১৪ ১০:০২650198
  • ইস, একটু ছড়িয়ে ফেললেন, ম্যাক্সি বা ম্যাক্সিমিন একজন সংস্কৃত বিশেষজ্ঞ গুরু ঃ)
  • একক | 24.99.148.254 | ১৪ অক্টোবর ২০১৪ ১০:২১650199
  • বৌদ্ধ ধর্ম মেনে দিব্য কচুকাটা করা যায় । হয়েছেও । তবে যতরকম ধর্মীয় শিল্ড হয় তারমধ্যে বৌধ্হ সবচে টাফ এন্ড কোল্ড । ফিউচার অফ ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড । পুরো ভেতর থেকে ডিটাচ করে ।
  • b | 135.20.82.164 | ১৪ অক্টোবর ২০১৪ ১০:৩৩650200
  • গীতা-র কিছু ফিলোসফি নিয়ে দাড়িদাদুর-ও কিছু অসোয়াস্তি ছিলো। যাকে মারছো তাকে আমি আগেই মেরে রেখেছি, আমি তোমার সমস্ত পাপ মুছে দেবো, তুমি শুধু মেরে যাও (তা অবশ্য হয় নি, অর্জুনকে নরকদর্শন ও কৃষ্ণের বংশ ধ্বংস হয়ে গিয়েছিলো)ঃ এ ধরণের উপদেশের ভালগার ইন্টারপ্রিটেশন মারাত্মক হতে পারে।

    বিশ্বরূপদর্শন, ক্ষেত্রক্ষেত্রজ্ঞবিভাগ, আর গুণত্রয়বিভাগ এগুলো পার্সোনালি খুব ফেভারিট।

    গীতা নিয়ে একটা টই খুলুন না। চোয়াল বাগিয়ে তর্ক করি।
  • PM | 120.168.229.109 | ১৪ অক্টোবর ২০১৪ ১০:৩৫650201
  • একক আপনার লস্ত পোস্ত টা খুব ইন্তারেস্টিং । একটু ব্যাখ্যা করবেন?
  • chi | 125.112.74.130 | ১৪ অক্টোবর ২০১৪ ১৩:১২650202
  • গীতায় অর্জুন যুদ্ধ করেছিল সশস্ত্র সবল প্রতিপক্ষর সাথে -এর সাথে জঙ্গি দের দুর্বল নিরীহ মানুষ কোতলের জাস্টিফিকেশন ! যত্ত কুযুক্তি !
    টোল উঠে যাচ্ছে যুগের সাথে সাথে , মাদ্রাসা এখনো রমরম করে চলছে । হিন্দু দের বহুবিবাহ এখন আর হয় না , কারণ সামাজিক কুপ্রথা গুলো দূর হচ্ছে সময়ের সাথে সাথে ।খ্রীস্চান সমাজ আরো আলোকপ্রাপ্ত ,আরো এগিয়ে। ইসলামে যুগোপযোগী পরিবর্তন হয়েছে কি ? বরং রুশদী তসলিমা মালালার মত আলোকপ্রাপ্ত মানুষ দের ফতেয়ার শিকার হতে হচ্ছে ।
  • PT | 213.110.246.25 | ১৪ অক্টোবর ২০১৪ ১৩:২৫650203
  • In 1974, a government survey found Muslims to account for 5.6% of all bigamous marriages and upper-caste Hindus accounting for 5.8%. The difference may appear to be small but it is big, in real terms. The 1971 census records 45.3 crore Hindus and six crore Muslims. Allowing for women and children to make up 65% of each group, as many as one crore Hindu men had more than one wife in 1971, compared to 12 lakh Muslim men......

    .....Engineer says that bigamy is not as rampant among Muslims as believed. The Quran only offers conditional permission for a man to take four wives: in times of war or a crisis that sees women outnumber men. "The 2001 census found 935 females for every 1000 males in India. Among Muslims, it was 930: 1000. So it would be difficult to find even one wife for every man," he says.
    http://timesofindia.indiatimes.com/home/stoi/Bigamy-An-issue-of-one-too-many/articleshow/5004493.cms
  • dd | 132.171.76.158 | ১৪ অক্টোবর ২০১৪ ২০:২৯650204
  • এই যেঃ, b স্যার। গীতাটীতা নিয়ে আপুনে নিজেই লিখুন্না। শুরু করুন। চোয়াল বাগিয়ে লিখুন। টান টান কনুই।

    পড়ি। আর গুচ'র রেসিডেন্ট উকিল কাম দার্শনিক (কখুনো একসাথে হয় না, বাট দিস ইজ এক্ষেপশন) রঞ্জন ও লিখবে। ও আবার সাংখ্য কপিল এই সব দেখলেই লালে ঝোলে একাক্কার হয়।
  • bhagidaar | 106.2.241.35 | ১৫ অক্টোবর ২০১৪ ০৩:২৭650205
  • -- সত্যি আমরা কত কম জানি!
  • dd | 132.172.169.68 | ১৫ অক্টোবর ২০১৪ ০৮:২৮650206
  • ইতোমধ্যে এ ভি বি পি মানে মোদী পার্টীর ছাত্র উইং দিল্লীতে লিভ ইনের বিরুদ্ধে মানব শৃংখল গড়েছেন, গতো কাল রাত্রে সেন্নাইতে এক হোটেলে ঢুকে "বীয়র ফেস্ট" বানচাল করে দিয়েছেন। আরেক নেতা মে' মানুষদের জীন্স পরতে বারন করেছেন, একা একা মুদীর দোকানেও না যেতে কয়েছেন।

    এর আগে শ্রী মুথালিকের কর্ম কান্ডো ও কারুর অজানা নয়। বা রেজ্জাক মোল্লার অমৃত ভাষণ।

    ভাবুন একবার। আম্রিগান সাম্রাজ্যবাদকে কেলিয়ে পাট পাট করে দিতে ,শপিং মল কলচারকে কবর দিতে আই সিস,রেজ্জাক মোল্লা,বিদ্যার্থী পরিষদ কিরমটা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। জয় আমাদের হবেই।

    আম্রিগা ! তুমি হুঁসিয়ার।
  • ~ | 208.7.62.204 | ১৫ অক্টোবর ২০১৪ ১৯:২৪650208
  • ধনতন্ত্রের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে লিপ্ত আইসিস আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে। তাদের মুখপত্র "দাবিক" ম্যাগাজিনে তারা জানিয়েছে য়াজিদি জনগোষ্ঠীর পুরুষ, নারী ও শিশুদের তারা কৃতদাস/দাসী হিসেবে ইস্লামিক স্টেটের নির্ভীক ফৌজিদের মধ্যে বিক্রি করে দিয়েছে। এই য়াজিদি জনগোষ্ঠী শুধু যে ধনতন্ত্রের একনিষ্ঠ পুজারী ছিল তাই নয়, এরা সিআইয়ে এবং ন্যাটোর এজেন্টও ছিল। আসুন আইসিসের নিজের লেখনীতে দেখে নি তাদের সাফল্যের খতিয়ান -

    Accordingly, the Islamic State dealt with this group as the majority of fuqaha have indicated how mushrikin should be dealt with. Unlike the Jews and Christians, there was no room for jizyah payment. Also, their women could be enslaved unlike female apostates who the majority of the fuqaha say cannot be enslaved and can only be given an ultimatum to repent or face the sword. After capture, the Yazidi women and children were then divided according to the Shariah amongst the fighters of the Islamic State who participated in the Sinjar operations, after one fifth of the slaves were transferred to the Islamic State’s authority to be divided as khums. This large-scale enslavement of mushrik families is probably the first since the abandonment of this Shariah law. The only other known case – albeit much smaller – is that of the enslavement of Christian women and children in the Philippines and Nigeria by the mujāhidīn there.
    The enslaved Yazidi families are now sold by the
    Islamic State soldiers as the mushrikin were sold
    by the Companions before them.

    http://media.clarionproject.org/files/islamic-state/islamic-state-isis-magazine-Issue-4-the-failed-crusade.pdf

    পশ্চিমের দেশগুলির মুখপাত্ররা জানিয়েছেন আইসিসের প্রতিরোধের মুখে তারা দিশেহারা বোধ করছেন। ধনতন্ত্রের ধারক ও বাহক আমেরিকায় বহুজাতিক কর্পোরেশনের মালিকরা ঘন ঘন মিটিং করছেন। ব্যব্সায়ে মন্দা এড়াতে ইতিমধ্যেই অনেকে মঙ্গলগ্রহে চলে যেতে আগ্রহী বলে খবরে প্রকাশ। ধনতন্ত্র আজ গভীর সংকটের মুখে। জয়তু আইসিস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন