এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • খাগড়াগড় ও প্রতিরোধকামনা

    Somnath Roy লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৯ অক্টোবর ২০১৪ | ২৩৭৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ... | 177.124.124.21 | ১৫ অক্টোবর ২০১৪ ২০:১৯650209
  • মাল-এ-গনিমত কারে কয়? তার মধ্যে কি কি ইনক্লুডেড? জ্ঞানীরা একটু আলোকপাত করতে পারেন?
  • dd | 132.171.71.226 | ১৭ অক্টোবর ২০১৪ ০৮:৫০650211
  • এই লেখাটা আমারো ভালো লাগলো।

    আসোলে যদ্দিন না "কোরাণ আল্লহর সৃষ্টি, সুতরাং সিলেকটিভলি গ্রহন করা যাবে না" এই চিন্তাটা চলবে ততোদিন মুসলিম সমাজের জংগীপনার বিরাম হবে না। কমবেও না। বরং বেড়ে যাবে।

    তালিবান যদি বেঞ্চমার্ক হয়ে গেছিলো, তার পরে এলো বোকা হারাম আর এখন আইসিস। এর পরে আরো উন্নততর আইসিস ও হবে। হতেই হবে। কারন ক্কোরাণকে আক্ষরিক ভাবে আর ১০০% মানলে - এ ছাড়া আর কোনো উপয় নেই।
  • Ekak | 24.99.235.117 | ১৭ অক্টোবর ২০১৪ ১১:৩৬650212
  • যদ্দিন না নাস্তিক স্কুল এর বিকাশ ঘটবে মুসলিম দের মধ্যে (মানে ওয়েস্টার্ন সেন্স এথেইস্ট নয় , বেদবিরোধী এই ফ্লেভারে ) তদ্দিন এই চলবে । আর প্রথমে বেশ কিছু এপলোজিস্ট দরকার যারা শরীয়াত টাকে বাদদিয়ে কুরআন ভালো বলবে । পরের স্টেপ কুরআন অস্বীকার । এসব হতে দেরী আছে । অনেক দেরী ।
  • - | 109.133.152.163 | ১৭ অক্টোবর ২০১৪ ১২:৪১650213
  • দেরী না। কোনও দিনও হবে না। বেদেই বেদোত্তীর্ণ হবার কথা বলা আছে। তাই বেদকে অস্বীকার করার স্পেস আছে। সেটা আলোচ্য ধর্মে অসম্ভব।
  • Ekak | 24.99.235.117 | ১৭ অক্টোবর ২০১৪ ১২:৪৯650214
  • ওসব বলা ফলাকিছু থাকেনা । ব্রাহ্মী লিপি আসছে বৌদ্ধ এরা তে । তার্পর্সব লেখালেখি । নাস্তিক স্কুল এর বিকাশ না থাকলে কিছুই কোথাও উত্তীর্ণ হত না । ধর্মের উত্তরণের একটা যোগ থাকে সমাজের বিকাশের সঙ্গে । ইসলাম একে তো নতুন ধর্ম তার ওপর এত দ্রুত ইন্দাস্ত্রিয়াল রেভেলুসনের প্রভাব সারা পৃথিবী তে পরেছে যে ধাপে ধাপে এগোবার কোনো চান্স নেই ইসলামের কাছে । এখন কেস টা হয় ইসলাম নয় সভ্যতা এই জায়গায় চলে গেছে ।
  • সিকি | 131.241.127.1 | ১৭ অক্টোবর ২০১৪ ১৩:১৩650215
  • http://zeenews.india.com/bengali/zila/kirnahar-poster-raising-questions_121386.html

    যত পড়ছি, তত ভয় বাড়ছে। তত ভাবছি, ভাগ্যিস বোমাটা ফেটেছিল।

    এককের অবজার্ভেশন সত্য। কোরান হাদিস গুলে খাওয়া মডারেট মুসলমানদের হাত দিয়ে না এলে এই শুদ্ধিকরণের কাজ কোনওদিনই শুরু হবে না, যেমন একদিন বেদ স্মৃতি গুলে খেয়ে বিদ্যাসাগর নেমেছিলেন ময়লা পরিষ্কার করতে। অসম্ভব ময়লা জমে আছে মুসলিম ধর্মগ্রন্থ এবং তার অ্যাসোসিয়েটেড বইপত্তরগুলোয়, মূলত অশিক্ষিত মৌলবীদের হাতে এর উত্তরাধিকার বজায় থাকার ফলেই এতটা ডিগ্রেডেশন ঘটেছে। দুদিন আগেই পড়লাম, একজন মৌলবীকে ডেকে এনেছিল এনএসজি, উদ্ধার হওয়া আরবী বই পড়ে দেবার জন্য - দেখা গেছিল তিনি আরবী পড়তে পারেন, কোরানের প্রতিটা প্যারা একেবারে ঠোঁটস্থ, কিন্তু মানে বলতে পারছেন না। ইনি স্থানীয় এক মাদ্রাসার টিচার।
  • - | 109.133.152.163 | ১৭ অক্টোবর ২০১৪ ১৩:১৬650216
  • একক ১২টা৪৯ঃ "বলা" আর "লেখালিখি" আলাদা। ব্রাহ্মী লিপি পরে আসলেই বা কি? বেদ বহু যুগ ধরেই "শ্রুতি"। সেই জন্যই "বলা" আছে কথাটা লিখলাম।
    চার নং সেন্টেন্স থেকে সেশ পর্যন্ত একমত।
  • - | 109.133.152.163 | ১৭ অক্টোবর ২০১৪ ১৩:২৩650217
  • বিদ্যাসাগর তো যাস্ট একটামাত্র সামাজিক সংস্কার করেন। অনেক আগে শাক্যমুনি এই কাজটা করেন ও খোলনলচে পাল্টে দেন। শঙ্কর এসেও তাইই করেন। বৈদিক ধর্মের সংস্কার ফিলসফিতে দরকার হয় না। সমাজের অ্যাপ্লিকেশনে হয়। এদের তো ফিলসফিতেই গড়বড়। তাই এই দুটির তুলনা করার থেকে আপেলে-কমলায় তুলনা সোজা।
  • b | 135.20.82.164 | ১৭ অক্টোবর ২০১৪ ১৫:০৮650219
  • ভাবছি মুসলমান হয়ে যাবো, দেখি আমার জঙ্গীপনা বাড়ে কি না।
  • kc | 198.71.202.248 | ১৭ অক্টোবর ২০১৪ ১৫:৩৯650220
  • "এদের তো ফিলসফিতেই গড়বড়। " --- কিরকম? একটু ভাবসম্প্রসারণ করবেন?
  • > | 103.115.84.195 | ১৭ অক্টোবর ২০১৪ ১৫:৫০650221
  • লুজ বল পেয়েই ব্যাটসম্যান একটি ছক্কা হাঁকিয়ে দিয়েছেন। এবার ধাপে ধাপে সমাধান ও শেষে একটি নিটোল ফর্মুলা।
  • Ekak | 24.96.62.177 | ১৭ অক্টোবর ২০১৪ ১৭:১২650222
  • "ব্রাহ্মী লিপি পরে আসলেই বা কি? বেদ বহু যুগ ধরেই "শ্রুতি"।"

    এটা জাস্ট একটা হাইপোথিসিস যেটা বেদ বাদীরা প্রচার করে । একটা জিনিস স কোল্ড হাজার হাজার বছর ধরে মুখে মুখে চলার পর এন+ওয়ান টাইম পিরিয়ড থেকে লেখা শুরু হলো অথচ তার অরিজিনালিটি অক্ষুন্ন , সমসাময়িক নাস্তিক স্কুলের প্রভাব নেই এগুলো হতে পারেনা । আদৌ হাজার বছর ধরে চলেছিল কিনা তাই নিয়েই সন্দেহ আছে ।

    " বৈদিক ধর্মের সংস্কার ফিলসফিতে দরকার হয় না। সমাজের অ্যাপ্লিকেশনে হয়। এদের তো ফিলসফিতেই গড়বড়। "

    একটু তই খুলে ব্যাখ্যা করবেন ইচ্ছে থাকলে । অবস্যই মন্ডল-সূক্ত চ্যাপ্টার এসব দিয়ে । কি এমন অসাধারণ জিনিস আছে যার ফিলসফিক সংস্কারের দরকার হয়না জানার ভারী ইচ্ছে । উত্তরমীমাংসা বাইরে রেখে এবং ইন্ক্লুদ করে এই দুধাপে এগোলে ভালো । এই তই টা ঘাঁটার ইচ্ছে নেই । অন্য toi তে ।
  • dd | 132.172.130.7 | ১৭ অক্টোবর ২০১৪ ১৮:০৩650223
  • আমি লিখবো,অমি লিখবো। ভেদ ফেদ নিয়ে আমি লিখবো।

    কিসু জানি না, তাও ও আমি লিখবো।থামবো না।

    আপনেরা রুদ্ধশ্বাসে ওয়েট করুন। ক্যামোন?
  • de | 69.185.236.52 | ১৭ অক্টোবর ২০১৪ ১৮:০৭650224
  • এতোক্ষণ শ্বাস রুদ্ধ রাখা যাবে তো?
  • শ্রী সদা | 212.142.112.6 | ১৭ অক্টোবর ২০১৪ ২০:০৪650225
  • ধর্মকারীর লেখাটা খুব লজিক্যাল লাগলো।
  • capitalist | 24.96.36.18 | ১৮ অক্টোবর ২০১৪ ২০:৪৮650226
  • ধর্মকারী র লেখা টা খুব ভালো কিন্তু কাজে কি হবে কতটা হবে কবে হবে ?
    SJ_GW মূল লেখক সম্পর্কে যে তথ্য দিলেন (যদিও নিন্দাজনক বিকৃত ভাষায় )তা কিন্তু কৌতুক জাগায়। অবশ্য দেশের কত বিপ্লবী জনতার দেখা যায় নিজের সন্তান দের পাসপোর্ট টি ক্যাপিটালিস্ট দেশের । ক্ষতি নেই - কবি বলেছেন "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে "
  • anirban | 172.238.29.100 | ১৮ অক্টোবর ২০১৪ ২১:৩৭650227
  • ধর্মকারীর লেখাটা খুলছে না। সাইটটা বন্ধ করে দিল নাকি?
  • anirban | 172.238.29.100 | ১৮ অক্টোবর ২০১৪ ২১:৪৯650228
  • ধর্মকারী ডট নেট থেকে খুলছে। ঃ)
  • | ১৮ অক্টোবর ২০১৪ ২২:১৭650231
  • ওব্বাওয়া! দশ বছরেও আক্রোশ মেটে নি!!!
  • π | ১৮ অক্টোবর ২০১৪ ২২:১৭650230
  • এটাও এখানে থাক। কোথায় যে কোন লেভেলে কী খেলা চলে ! হিন্দু আর ইসলামী মৌলবাদীরা সব এক খুঁটিতে বাঁধা বেরোলেও আশ্চর্য হবোনা। সেরকম কিছু বোধহয় একসনয় বেরিয়েছিলও।

    Former Inspector general of police SM Mushrif, who demanded a reinvestigation into the 26/11 incident through his controversial book 'Who killed Karkare? The Real Face of Terrorism in India' published in October last year, alleged that the Ram Pradhan committee report was a distorted and incomplete version of the facts. Mushrif, present in city on Sunday to address a meeting at Dhanwate National College, told TOI that he had highlighted in his book how former ATS chief Hemant Karkare was killed in a conspiracy hatched by Intelligence Bureau (IB) to pave way for the appointment of their favoured KP Raghuvanshi as ATS chief to thwart investigations against the Hindu hardliners allegedly involved in Malegaon blast of 2006. Mushrif had taken voluntary retirement from the force. "My book clearly exposed how IB conducted a parallel operation to eliminate Karkare in the lane of Rangbhavan.
  • | ১৮ অক্টোবর ২০১৪ ২২:২৩650232
  • ওব্বাওয়া! দশ বছরেও আক্রোশ মেটে নি!!!
    আহা 'দেশে ফিরবে না, ওসব মিথ্যে কথা' আপ্তবাক্যটি নাল এন্ড ভয়েড হয়ে যাবার পর অগত্যা 'সন্তানের পাসপোর্ট' কুটোটিকে আঁকাড়নোর চেষ্টা।
  • dd | 132.171.66.195 | ১৮ অক্টোবর ২০১৪ ২২:২৬650233
  • কারকারে,এমন নয়,শুধু হিন্দু মৌলবাদীর কেসটা নিয়েই মেতেছিলেন। তাঁর প্লেটে অনেকগুলি কেসের একটি ছিলো মালেগাঁও কেস। এমন দেশ কাঁপানো কেসও যে ছিলো - সেরকম নয়। এবং কারকারে মারা যাবার পরে সেটা ধামাচাপার কোনো সীনও ছিলো না। অভিযুক্তদের অনেকেই এখনো বেইল পান নি।

    খুব আনফরচুনেট যে কারকারে অমন শহর জুড়ে দেশ জুড়ে গন্ডগোলের মধ্যে মারা পরবার সাথে সাথেই আনতুলে এবং আরো কিছু মুসলিম এম পি এই নিয়ে শোরগোল শুরু করে। আনফর্চুনেট যে শুধুমাত্র মুসলিম এম পি (কাটিং অ্যাক্রস অল পার্টী লাইন, বামেরাও ছিলো) এটা নিয়ে হাল্লাগোল্লা শুরু করেন।

    ধোপে টেঁকে নি।

    দেখছি আবার শুরু হয়েছে।
  • রাউল | 208.7.62.204 | ১৮ অক্টোবর ২০১৪ ২২:৩৩650234
  • মৌলবাদী ইসলামী হোক কি হিন্দু, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লড়ছে ধনতন্ত্রের বিরুদ্ধে। জয়তু আইসিস! এগিয়ে যাও হিন্দু মৌলবাদীরা! হিন্দু-মুসলমান মৌলবাদী জয়েন্ট খুঁটিকে জানাই লালে লাল লাল সালাম।
  • গুরুচন্ডালি | ১৮ অক্টোবর ২০১৪ ২২:৪৩650235
  • এই কেসটার কী হল ?
    RSS leader Shyam Apte has alleged two RSS leaders, including general secretary Mohan Bhagwat
    were funded by Pakistan`s ISI, Malegaon blast accused Dayanand Pandey said in his confessional statement to the police.
    "In August 2008, I had gone to Pune where I met with
    RSS leader Shyam Apte who told me about (Indresh) Kumar (Muslim wing leader of RSS) and Bhagwat taking money from ISI.
  • π | ১৮ অক্টোবর ২০১৪ ২২:৪৬650236
  • আরে সরি , এটা আমি।
  • π | ২৪ অক্টোবর ২০১৪ ০৮:৫২650239
  • এটিও অবশ্যপাঠ্য।

    Malay Tewari

    'হায়দার কয়েক বছর যাবত্‌ কাশ্মীরে কাজ করতে যায়। জুলফিকর মাস ছয়েক আগে প্রথমবার গেছিল। বীরভূমে ওদের গ্রাম থেকে এরকম আরো অনেক যুবক কাজ করতে যান। মূলত টাইলস বসানর কাজ করেন, নির্মাণ শ্রমিক। জুলফিকরের দাদা রবিউল প্রায় এক দশক কাজ করেন ওখানে। এঁরা তিনজন কাশ্মীরের কানিশপুরায় গৌসিয়া কলোনিতে যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে গত ৭ অক্টোবর রাতে সাধারণ পোষাক পরিহিত পুলিশ গিয়ে জুলফিকর ও রবিউলকে ঘর থেকে ডেকে পুলিশ ভ্যানে তুলে বারমালা থানায় নিয়ে যায়। কোন কোন বন্দুক চালাতে জানে তা নিয়ে জেরা করে পুলিশ। ভ্যাবাচ্যাকা খাওয়া দুই ভাইকে চরথাপ্পড় মারধোর করা হয়। তারপর পুলিশ রবিউলকে আবার বাড়িতে রেখে যায় এবং যাবার সময় একটা উর্দু ফর্মে সই করিয়ে নেয়। জুলফিকরের খোঁজ নিতে পরদিন টাইলস দোকানের টিপু, ইঞ্জিনিয়ার বরকত সাহেব ও এলাকার তশিলদার ও আরো কয়েকজনের মাধ্যমে রবিউল জানতে পারে যে ‘ওয়েস্ট বেঙ্গলের কেসে’ জুলফিকরকে পুলিশ নিয়ে গেছে, ফোন নাম্বারের সুত্রেই গ্রেপ্তার। আতঙ্কিত রবিউল বীরভূমে ফিরে এসে গৌসিয়া কলোনির মানুষদের কাছ থেকে খবর পান যে হায়দারকেও পুলিশ নিয়ে গেছে।
    বীরভূমে তাঁদের পরিচিতরা স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করে বারমুলা থানায় ফোন করালে উত্তর আসে “ আমরা কিছু করিনি, আমরা কেবল আইবি-কে এসিস্ট করেছি”। এরপর থেকে জুলফিকর ও হায়দারের আর কোনও খোঁজ পায়নি পরিবারের মানুষ। কেবল রবিউল খেয়াল করতে পারে যে একটু আধটু কাশ্মীরী ভাষা জানার সুবাদে থানার আলোচনা থেকে সে বুঝেছিল যে শ্রীনগরের ‘এয়ারকার্গো’তে জুলফিকরকে চালান করার কথা হচ্ছিল বারমুলা থানায়।
    গত ২১ অক্টোবর মুরারই-এর নয়াগ্রামে জুলফিকরদের বাড়িতে বসে এইসব বিষয় জানতে পেরেছি। জুলফিকরের মা আরো জানায় যে তার এই ছেলেটি খুবই ভিরু নিরীহ প্রকৃতির, গ্রামেই কাজ করে মূলত এবং গ্রামের গম্বুজওয়ালা মসজিদটি নির্মাণের মূল রাজমিস্ত্রি সে-ই, মসিজিদটি আমরা ফেরার পথে দেখতে পেয়েছিলাম।
    হায়দার ও জুলফিকরকে যে খাগড়াগড় বিস্ফোরণের সাথেই জড়ান হয়েছে তা ধরে নেয়া যায়। এই বিস্ফোরণে রাজ্য পুলিশ তথ্য লোপাট করেছে রাজ্যের শাসকদলকে আড়াল করতে। কেন্দ্রের সংস্থা কেন্দ্রের শাসকদলকে সুবিধা দিতে তথ্য সৃজন করবেনা এমন গ্যারান্টি নাই, আইবি-র মত সংস্থায় হিন্দুত্ববাদী নেতাদের যোগসাজসটা কেমন তা আইবি কর্তৃক মহারাষ্ট্রের এটিএস প্রধান হেমন্ত কারকারে হত্যাতেই স্পষ্ট। কিন্তু এসব হায়দারের জ্যাঠা বা জুলফিকরের মা জানেননা। তাঁরা এটাও জানেননা যে ২০০২ সালে গুজরাটের অক্ষরধাম মন্দিরে বিস্ফোরণের কেসে গ্রেপ্তার হওয়ার পর পাঁচ মুসলিম যুবকের তিনজন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে ও বাকি দুজন জাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়ে দশ বছর জেল খেটে অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে সম্পূর্ণ নির্দোষ বলে ঘোষিত হন এই বছরই ১৬মে, যেদিন নরেন্দ্র মোদি ক্ষমতায় আসে। একথা তাঁদের জানার প্রশ্নই নেই যে সেই রায়ে সুপ্রিম কোর্ট পুলিশের সমস্ত প্রমাণকে ভূয়ো আখ্যা দিয়ে গুজরাট পুলিশকে ঘৃণ্য, দুর্নীতিগ্রস্ত ও অকর্মণ্য বলার সাথে সাথে তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিরষ্কার করে। জুলফিকর ও হায়দারের বাড়ির সন্ত্রস্ত মানুষেরা কেবল ব্যাকুলভাবে বারবার বললেন যে তাঁরা শুধু জানতে চান তাঁদের ছেলেরা এখন কোথায় আছে, কী অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়েছে, কেন লোকাল থানার মাধ্যমে তাঁদের এসব জানানো হবেনা, তাঁদের ছেলেরা কি আদালতে উকিল দিতেও পারবেনা?
    ২৩ অক্টোবর ২০১৪। বীরভূম।'
  • π | ২৪ অক্টোবর ২০১৪ ০৯:০১650241
  • রোহণ কুদ্দুসের লেখাটাও থাক।

    Rohon Kuddus

    টিভির চ্যানেলে চ্যানেলে নানা মাদ্রাসায় জঙ্গিদের আস্তানার সন্ধান পাওয়া যাচ্ছে দেখছি। সেই সঙ্গেই দেখছি চারদিকে নানা পরিচিত-অপরিচিত মানুষ নড়েচড়ে বসেছেন 'মুসলমান মানেই সন্ত্রাসবাদী নয়' এই তত্ত্ব প্রতিষ্ঠা করতে। ধর্ম নির্বিশেষে সবাই মোটামুটি একমত যে, এই কাজটা করতে মুসলমানদেরই এগিয়ে আসতে হবে। খুবই হাস্যকর লাগছে এইসব কথাবার্তা। লাদেনের সূত্রে মুসলমান মানেই যদি সন্ত্রাসবাদী হত, তাহলে হিন্দু মানেই পরমহংসদেব হয়ে যেত। আমরা গড়পড়তা 'দিন আনি দিন খাই' বাঙালি। নিজেদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে বড়জোর কয়েক ওয়াক্ত নামাজ পড়ে থাকি। এসব ছেড়ে ঠিক যে নিয়মে একজন ছাপোষা বাঙালি দেশের কল্যাণে জান লড়িয়ে দেন না, সেই একই সূত্র ধরে সাধারণ বাঙালির মতোই দেশ টুকরো করার বা নিরীহ মানুষ মেরে জিহাদ করার সময় বা ইচ্ছা কোনোটাই পশ্চিম বাংলার মুসলমানদের নেই। এই সহজ সত্যিটাও যদি বুঝিয়ে বলার দরকার হয়, তাহলে বৃথাই আমরা ছটা দশকের বেশি সময় পাশাপাশি কাটালাম।
    বিজ্ঞানীরা বলেন, আমরা যা শুনি তা ছবির মাধ্যমে মগজে চালনা করি। যখনই বারবার কানের গোড়ায় গাওয়া হবে 'মুসলমান মানেই সন্ত্রাসবাদী নয়'; তখন মগজ এভাবে বুঝবে।
    'মুসলমান' শব্দে টুপিওয়ালা দাড়িধারী পাজামা পাঞ্জাবী পরা মানুষের ছবি মাথায় আসবে (দুর্ভাগ্যজনকভাবে এই ছবিটা সত্যি। অনেকেই প্রশ্ন করেন "তোমায় দেখে তো মুসলমান বলে মনে হয় না।" যাই হোক, যা বলছিলাম।) 'মানেই' শব্দে মগজের কোনো হেলদোল হবে না, কারণ এর কোনো ছবি নেই। 'সন্ত্রাসবাদী' শব্দে রকেটলঞ্চার, মেসিনগান, গ্রেনেড শুদ্ধু একজন লোকের ছবি মাথায় আসবে। কিন্তু তারপর 'নয়' শব্দেরও কোনো ছবি মাথায় আসবে না। বারংবার এই বাক্য কানে ঢুকতে থাকার ফলে দেখা যাবে টুপি দাড়িওয়ালা মুসলমানের অঙ্গে রকেটলঞ্চার, বন্দুক ইত্যাদি উঠে আসছে।
    তাই মুসলমানের সন্ত্রাসবাদী না হওয়ার সাফাই গাওয়া খুব বিপজ্জনক একটা প্রক্রিয়া, বিশেষত যে সময় ধর্মকে রাজনৈতিক মেরুকরণের হাতিয়ার হিসাবে বেছে নেওয়া হচ্ছে। সাঁকো নাড়িয়ে দয়া করে এই প্রক্রিয়ায় ইন্ধন জোগাবেন না।
    হিন্দু ও মুসলমানের ধর্মীয় ব্যবধানকে মূলধন করে যে সমস্ত রাজনৈতিক দল ফায়দা লুটতে চাইছে, তাদের চুপ করানোর দায়িত্ব প্রত্যেক বাঙালির। এই সহজ সত্যটা ভুলে গিয়ে সম্প্রীতির অজুহাতে শুধুমাত্র মুসলমানদেরই অগ্রণী হয়ে তাদের গা থেকে সন্ত্রাসবাদী স্টিকার ওঠাতে বলাটা অপমানজনক ও নিন্দনীয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন