এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কান্তি | 113.24.191.65 | ২১ অক্টোবর ২০১৪ ২১:২৪654503
  • তাঁর অসংখ অনুরাগীর মধ্যে আমিও একজন ছিলাম। কিন্তু তাঁর সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যে আমি হতচকিত এবং
    বিভ্রান্ত বোধ করছি। গুরু জনেরা এবিষয়ে কি ভাবছেন জানতে চাই।
  • Ekak | 24.96.228.27 | ২১ অক্টোবর ২০১৪ ২১:৪৭654614
  • সুমন ঠিকই বলেছেন তবে শুনলে ডাহা ভুল হবে ।
  • cm | 37.57.209.105 | ২১ অক্টোবর ২০১৪ ২১:৫৩654667
  • অস্থিরমতি বালকের মন্তব্যে মনোযোগ দিবেন না।
  • avi | 113.24.84.152 | ২১ অক্টোবর ২০১৪ ২১:৫৯654678
  • "এক ভস্ম আর ছার, দোষ গুণ ক'ব কার?"
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ২২:০৫654689
  • সুমনের বক্তব্য শুনলাম। উনি "ঠিক" বলেছেন? ঘেন্না লগল যুক্তিপরম্পরা শুনে। বিজেপি আর যাই হোক মমতর গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য অফ অল প্লেসেস বর্ধমানে জামাত পুষছে, এসব শুনলে ঘোড়াতেও হাসবে। সুমন ঘোড়াদের চিন্তাশক্তির থেকেও নিচুমানের কথা বলেছেন। জাস্ট ডিসগাস্টিং।
  • PM | 233.223.159.125 | ২১ অক্টোবর ২০১৪ ২২:২০654700
  • কবীর সুমন কল্লোলদার মতো নৈরাজ্যের পুজারী মনে হয়। যেখানে যত বেআইনী মারামারী সে মাওবাদী বা সন্ত্রাসবাদী যাই হোক না কেনো---নৈরাজ্য হলেই হলো ঃ)।

    কিন্তু কবীর সুমনের গানের ভক্ত আমি আজো। সেত অস্বীকার করলে নিজের টিন এজ টাকেই অবীকার করা হয়।

    কিন্তু বুজীদের রাজনৈতিক মতকে বাঙালী আজও গুরুত্ব দেয়? এতো কিছুর পরেও? ন্যাড়া কবার বেলতলায় যায়? বাঙালী ন্যাড়াদের অবশ্য বিশ্বাস নেই। "বন্যেরা বনে সুন্দর " এই আপ্ত বাক্যটা কবীরবাবুকে শুনিয়ে দেবার সময় এসেছে।

    অবশ্য পুরো ব্যাপরটাতে আমিও কন্ফিউস্ড। তিনো আর একটা টার্ম থাকলে পঃবঃ কোথায় যাবে সেত বাবতেই আতন্ক হয়। তার পরিবর্ত হিসেবে যদি বিজেপি আসে তাহলে পঃবঃ এর মতো রাজ্যে (২৮% মুসলিম) সেটা আরেক ক্যওস হতে পরে। এদিকে বামেরা বাজারেই নেই। পুরো "শাখের করত" কেস। যেদিকেই যাক বাঙালীর কাটা পড়া মোটামুটি নিশ্চিত।

    সমস্যা হলো , চয়েস যদি শুধু তিনো আর বিজেপির মদ্যে হয় সেক্ষেত্রে কোনো পক্ষকেই। পঃবঃ এর সমর্থন করা বেশ চাপের। সুমন একটা পক্ষ নিয়েছেন এক্ষেত্রে, উল্টো পক্ষ নিলে কি বেশী খুশী হতাম। বোধ হয় না। এক্ষেত্রে অন্তত সুমনকে খুব দোষ দিতে পারছি না। এই জন্যেই একটা ৩য় বিকল্প খুব দরকার।
  • Arpan | 125.118.78.98 | ২১ অক্টোবর ২০১৪ ২২:৩১654711
  • অ্যায় অ্যায় অ্যায়, পিএমের লাস্ট লাইনটা প্রকাশ্যে উচ্চারণ করায় গুরুর রেসিডেন্ট সিপুয়েমরা পরিশ্রম করে আমাকে শঙ্খ ঘোষ শুনিয়েছিলেন।

    এদ্দিনে তক্কে তক্কে থেকে সেটা পিএমকে ফেরত দিলাম। আহ, কী শান্তি এবার!
  • shishu | 127.194.39.131 | ২১ অক্টোবর ২০১৪ ২২:৩৪654733
  • সে বই কেমন ধারার আরবি ভাষার আখর শেখায়
    যে বই মুজাহিদিন , চেচেন জঙ্গি হিরো বানায়
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ২২:৩৪654722
  • :)

    পক্ষ নিতেই হবে কেন? বেশ তো ছিলেন নিজের ঘরে আরামসে বসে গান গাইছিলেন, সাইটে আপলোড করছিলেন। আচমকা কী চুলকুনি জাগল, যে প্রেস মীট ডেকে এইসব আনতাবড়ি বলতে হল? উনি কোন পক্ষ নিলেন সেটা কি ব্রডকাস্ট করা খুব জরুরি ছিল?
  • PM | 233.223.159.125 | ২১ অক্টোবর ২০১৪ ২২:৪৮654515
  • অর্পন ঃ)

    সেই জন্য-ই বলছিলাম পঃবঃ এ বামেরাই সবচেয়ে স্টেবল আর ফিসিবল বিকল্প ঃ)। সেই বাম বিকল্পে এপিডিয়ার-ও আসতে পরে ঃ)
  • PM | 233.223.159.125 | ২১ অক্টোবর ২০১৪ ২২:৪৮654504
  • অর্পন ঃ)

    সেই জন্য-ই বলছিলাম পঃবঃ এ বামেরাই সবচেয়ে স্টেবল আর ফিসিবল বিকল্প ঃ)। সেই বাম বিকল্পে এপিডিয়ার-ও আসতে পরে ঃ)
  • Arpan | 125.118.78.98 | ২১ অক্টোবর ২০১৪ ২৩:০২654526
  • সেই, বামেরা এতদিনে পঃবঙ্গে সত্যি সত্যি তৃতীয় বিকল্প হতে চলেছে।

    এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার ইত্যাদি প্রভৃতি।
  • কান্তি | 113.24.191.156 | ২১ অক্টোবর ২০১৪ ২৩:২৬654537
  • রানীমার রানী --রত্ন-সভায় সু-মহান রাজ/রানী-কবি বরন-মালা গলায় আগেই পরেছেন।
    আশা রাখি অনতিবিলম্বে রত্ন-সভার মহান সু-গায়কের নির্বাচন সম্পন্ন হবে। তিনি অচিরেই গলায়
    বরন-মালা পরবেন। আপোনারা কুলো হাতে উলু দিবেন।
  • PT | 213.110.246.230 | ২১ অক্টোবর ২০১৪ ২৩:৩১654548
  • সাধু সাবধান!
    বা-বুজি ও ধা-বুজিরা বিজেপি-বাহানা তুলে আবার তিনোদের পক্ষে রাস্তায় নামতে চলেছে। অতিবদ অতিবামেরাও এল বলে।
    বিজেপি যত সাম্প্রদায়িক কথা বলবে তিনোদের তত সুবিধে হবে। বিজেপি-ই এখন তিনোর বাঁচার ও ভেসে থাকার একমাত্র উপায়।
  • sm | 233.223.159.253 | ২১ অক্টোবর ২০১৪ ২৩:৫০654559
  • কমরেড PM তো দেখছি আতঙ্কেই জর্জরিত! তিনো আরেকটা টার্ম থাকলে কি হবে, সেটা ভেবে আতঙ্ক, বি জে পি আসলে দাঙ্গা হবে, তার আতঙ্ক আর নৈরাজ্য এলে তো আতঙ্ক হি আতঙ্ক। শুধু সি পু এম ফিরে এলেই, ছায়া সুনিবিড় শান্তির নীড়!
  • cm | 116.208.121.119 | ২২ অক্টোবর ২০১৪ ০০:০৩654570
  • সেই এবারের স্লোগান যেকোন মূল্যে বিজেপি আটকাও। আর আমার মতে যেকোন মূল্যে তিনো হঠাও।
  • Atoz | 161.141.84.164 | ২২ অক্টোবর ২০১৪ ০০:০৫654581
  • একটা কাঁটা দিয়ে আরেকটা কাঁটা তুলে ফ্যালো। তারপরে দুই কাঁটাই আগুনে ফ্যালো। ঃ-)
  • dd | 132.172.33.66 | ২২ অক্টোবর ২০১৪ ০০:২৯654592
  • কিছুদিন আগেই অক্ষ লিখেছিলো। কবীর সুমন আর মহাশ্বেতা দেবী - দুজনকেই এবার ছাড়ান দেওয়া উচিৎ।

    আম্মো একমত।
  • h | 127.194.253.200 | ২২ অক্টোবর ২০১৪ ০৭:২৭654603
  • লোকে ছোটো থেকে কতো ভাট দেয়, লোকটা এই বয়সে একটু ভাট ও দিতে পারবে না, মাইরি একটা চাহিদার লিমিট আছে।
  • - | 109.133.152.163 | ২২ অক্টোবর ২০১৪ ০৮:৩০654615
  • "কবীর সুমনের রাজনীতি"? উনি রাজনীতিও করেন্না কি?? কি আশ্চয্যি!!
  • roktim | 125.112.74.130 | ২২ অক্টোবর ২০১৪ ১১:১৭654626
  • উনি আগেও সিদিকুল্লার সঙ্গে ছিলেন ( লক্ষ্যনীয় ঠিক যে সময় সিদিকুল্লা তসলিমার মুন্ডু চেয়ে মিছিল করতেন ) , ডাক দিয়েছিলেন রোজ পাচটা সিপিএম মারার । এখন আবার মন চল নিজ নিকেতনে । যিনি তির্যক কলমে লিখতেন "ভগবান কত ভালো" উনি ই নিজেকে নামাজি বলে জাহির করেন ,এবার বৈষ্ণবঘাটা বালক সমিতির দুর্গাপুজোর থিম ও করেছেন ।
  • Ekak | 24.96.180.55 | ২২ অক্টোবর ২০১৪ ১১:৫০654637
  • কবির সুমন পাগল না ছাগল না শয়তান সেটা দিয়ে বক্তব্যের বিচার হয়না । যেটা বলেছেন কথাটা ভুল না । সময় ও প্রাওরিটি বিচার করে একদল শক্তিশালী ও ক্ষমতাবান ফ্যাসিস্ট এর বিরুদ্ধে আরেকদল তুলনামূলক ভাবে অনেক কম ফ্যাসিস্ট এর পক্ষ নিয়ে লড়তে বলছেন । বাকিটা নাটক । কথায় কথায় দ্বিতীয় বিশ্বযুধ্ধু টেনে শান্তিগোপাল সাজা টা বাঙালির মজ্জাগত ওটা বাদদিয়ে দেখুন :)

    আমি এই বিপদটা জেনে বুঝেই ঘাড়ে নেওয়ার পক্ষে । কুমির দরকার জেনেই খাল কাটছি । কেও উল্টোবাগেও চলতে পারেন । ন প্রবলেম । কিন্তু সুমন এর ইতিহাস ভূগোল নিয়ে গাল পেরে আজকের দিনের এই ক্রাইসিস টা ঢাকা যাবেনা । সুমন যা মনে করেন তা অনেকেই মনে করেন ।
  • d | 144.159.168.72 | ২২ অক্টোবর ২০১৪ ১১:৫৫654648
  • এদিকে কারো কারো মত হল চতুর্থ বিকল্প দরকার। কিন্তু তৃতীয়ই জুটছে না আবার চতুর্থ কোদ্দিয়ে আসবে!?
  • কল্লোল | 125.242.153.85 | ২২ অক্টোবর ২০১৪ ১২:২১654659
  • আমি সুমনকে যদ্দুর জানি, তাতে নৈরাজ্যের ধারে কাছেও সে নেই। খুবই স্ট্রাকচার্ড ভাবনাচিন্তার মানুষ।
    যে পুরুষ শুধু বিয়ে করার জন্য ইসলাম গ্রহন করে, যেমতি ধর্মেন্দ্র, উৎপলেন্দু চক্র ও সুমন - তারা আর যাই হোক নৈরাজ্যবাদী নয়।
    মনে পড়লো, হেমা মালিনীও তো মুসলমান। ক্যাবাৎ।

    খুব দুর্ভাগ্যজনক কিন্তু তৃণমূল এই বিপাকে তবু পবয়ের মানুষ সিপুয়েমকে বিকল্প হিসাবে ধরছে না। বিজেপির দিকে পা বাড়াচ্ছে।

    আর হ্যাঁ, এপিডিআর বিকল্প বলা মানে বিরাট কোহলীর জায়গায় প্রীতমকে খেলানো, বা উল্টোটা বিরাট কোহলীকে বরফির সঙ্গীতের দায়িত্ব দেওয়া।
    দুটোই পারফরমেন্স।
  • Ekak | 24.96.180.55 | ২২ অক্টোবর ২০১৪ ১২:৪০654662
  • সিপিএম উঠে না এলে ভাববে কী করে ? ভ্য়ান্গার্দ পার্টি মানে তো বেসিকালি এন্তার্প্রেনীয়র । প্ল্যান বেচতে হবে । মার্কেটিং করতে হবে । কোয়ালিটি খারাপ হলে খিস্তিও শুনতে হবে । আইদীয়লোজি ফজি সব প্ল্যান ছাড়া কিছু না । এই শাঁখালুর বিচি সিপুএম এর মার্কেটিং কোথায় ?
  • কল্লোল | 111.59.24.32 | ২২ অক্টোবর ২০১৪ ১২:৪৬654663
  • আহা। শাঁকালু শুনে মনে পড়লো। শীতকালে সেন্ট লরেন্সের দুষ্টু ছেলেরা গাইতো -
    প্রভু তুমি পরম দয়ালু
    তোমার কৃপায় দাড়ি গজায়
    শীতকালে খাই শাঁকালু
  • dd | 132.172.214.73 | ২২ অক্টোবর ২০১৪ ১৪:৫০654664
  • ও আমার ঠাকুর, আমার ঠাকুর।

    অক্ষের সাথে একমত হবো, এটাও ভাবতে পারি। কিন্তু,কিন্তু,কিন্তু..... তাই বোলে কল্লের সাথেও একমত? এ তো নৈরাজ্যের সাথে একমত। আমার মতো লরেন পার্টী ও?

    "যে পুরুষ শুধু বিয়ে করার জন্য ইসলাম গ্রহন করে, যেমতি ধর্মেন্দ্র, উৎপলেন্দু চক্র ও সুমন - তারা আর যাই হোক নৈরাজ্যবাদী নয়।" কল্লোল উবাচো। আমি, অসম্ভোব একমত।

    বাকীটা, মানে কল্লোলের পোস্টিং হচ্ছে সুস্থ স্বাভাবিক এক সুন্দর সমাজের পক্ষে।

    আমার দু চোক্ষের বিষ।
  • PR | 213.110.246.25 | ২২ অক্টোবর ২০১৪ ১৫:৪২654665
  • কসুর কথাকে পাত্তা দেওয়া যেত বা তাতে কোন সারবত্তা আছে ধরে নেওয়া যেত যদি গত তিন বছরে তিনোরা পব-তে পরিচ্ছন্ন সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করত। তিনোরা ভোট পাওয়ার জন্য সংখ্যালঘু তোষণ করে নিজেদের আরেকধরণের সাম্প্রদায়িক দল হিসেবে প্রতিষ্ঠা করেছে। তাই তিনোর পক্ষ নেওয়া বালখিল্যতার চূড়ান্ত হবে। আমি নিশ্চিত যে বিজেপির বড় বাড়্ন্ত দেখে তিনোরা আপাততঃ খুশীই হচ্ছে।

    অন্যদিকে, আপাতঃ দৃষ্টিতে তারা পরস্পরের বিরুদ্ধে লড়ছে ঠিকই কিন্তু এই দুটো দলেরই লক্ষ্য একঃ যেকোন ধরণের বাম আন্দোলনকে সম্পুর্ণ বিনষ্ট করা। কাজেই তিনোর জন্য কুম্ভিরাশ্রু বিসর্জন করার কোনই মানে হয়্না।
  • PT | 213.110.246.25 | ২২ অক্টোবর ২০১৪ ১৫:৪৬654666
  • এটা PT-র পোস্টিং।
  • hmm | 125.112.74.130 | ২২ অক্টোবর ২০১৪ ১৫:৫৫654668
  • তাই ভাবি কেন উনি যাদবপুর কান্ডে হিরন্ময় নীরবতা অবলম্বন করেছেন !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন