এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 230.225.0.38 | ২২ অক্টোবর ২০১৪ ১৬:১৩654669
  • এই আইডিয়াটাই, 'কার বিরুদ্ধে আছি' ভোটারদের জন্য ফালতু আইডিয়া। দলেরা আঁতাত করুক এই নিয়ে। কিন্তু ভোটার এত চালাক হয়ে উঠলে, কেউ জিতবে ধরে নিয়ে তাকেই ভোট দেবার চিন্তা করলে - বহুদলীয় রাজনীতির এক্সপেরিমেন্টটাই অর্থহীন হয়ে যায়।
  • কান্তি | 113.24.191.24 | ২২ অক্টোবর ২০১৪ ১৬:৫৩654670
  • সুমন এখন কি গান বাঁধছেন বা বাঁধলেন কেউ কি জানেন? তিনি গানেই বরাবর নিজের কথা বলেছেন তো।
  • ranjan roy | 24.99.189.167 | ২২ অক্টোবর ২০১৪ ২২:৩৫654671
  • রাজনৈতিক ব্যক্তিত্ব?
    দুজনেরই গতি বানপ্রস্থ।
  • SC | 34.3.22.185 | ২৩ অক্টোবর ২০১৪ ০৬:২২654672
  • বয়স বড় নিষ্ঠুর।
  • lcm | 60.242.74.27 | ২৩ অক্টোবর ২০১৪ ০৬:৫৭654673
  • "রাজনিতি" উল্টে এখন "তিনি জরা" গ্রস্ত
  • aajkaal | 127.194.36.247 | ২৩ অক্টোবর ২০১৪ ০৮:২৩654674
  • "বাংলা বর্ণ পরিচয়ের ছ-এ ছড়া শেখো আল জেহাদের৷‌ জ-এ জেহাদই পথ জন্নতের (স্বর্গ) শেখানোর সঙ্গে ‘ভালো মৃত্যুর উপায়ের’ (এই নামে একটি বইও শিমুলিয়া মাদ্রাসা থেকে বাজেয়াপ্ত হয়েছে) পাঠও অসামান্য দক্ষতায় দিত আয়েষা৷‌"
    http://www.aajkaal.net/22-10-2014/news/230787/
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৪ ১৪:৩৮654675
  • লসাগুদা :)

    পারফেক্ট!
  • kc | 204.126.37.78 | ২৩ অক্টোবর ২০১৪ ১৫:৩০654676
  • সুমন বিয়ে করার জন্য ইসলাম ধর্ম নিয়েছেন? ক্ষী ক্ষরে জানা গেল এই পরম সত্যটি? কারুর বিরোধিতা করতে হলে তার নমে কিছু একটা ট্যাগিয়ে দিলেই হল, তাই না?

    সেই ট্র্যাডিশন ......... ঃ-((
  • Ekak | 24.99.230.100 | ২৩ অক্টোবর ২০১৪ ১৫:৪৭654677
  • আমার কাছে রেকর্ড নেই এইমুহুর্তে তবে এই নিয়ে সুমনের বক্তব্য আছে । কিন্তু প্রশ্ন টা অন্য ।

    ধর্ম মানুষ কে এবিউস করে । কেও ধর্ম কে এবিউস করলে এত চাপ কিসের ? আমি যদি বৌদ্ধ ধর্মের কাওকে ভালোবেসে বৌদ্ধ ধর্ম নি সমস্যা কি ? এটা কিন্তু পারসনাল মরালিটি দিয়ে অন্যের ইন্টিগ্রিটি বিচার করা হচ্ছে ।
  • cm | 127.247.114.167 | ২৩ অক্টোবর ২০১৪ ১৬:৪৭654679
  • এটাই তো আদত নৈরাজ্যবাদ সিস্টেমের লুপহোল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হল। অসাম্যের কি সমস্যা হাড়ে হাড়ে বুঝুন!
  • সিকি | ২৩ অক্টোবর ২০১৪ ১৭:৪১654680
  • অনেকবার আলোচনা হয়েছে। প্রশ্ন উঠেছিল। সুমনকেই প্রশ্ন করা হয়েছিল। সুমন উত্তর দিয়েছিলেন, তিনি সংখ্যালঘুদের একজন হয়ে থাকতে চান, তাই ইসলাম নিয়েছেন। তাই নিয়েও বিস্তর আলুচানা হয়ে গেছে।
  • কল্লোল | 125.185.151.79 | ২৩ অক্টোবর ২০১৪ ১৯:২৯654681
  • সুমন মারিয়াকে ডিভোর্স না দিয়েই সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে। এ নিয়ে প্রচুর কথা হয়ে গেছে। ভারতীয় হিন্দুদের এক স্ত্রী বর্তমান থাকতে তাকে ডিভোর্স না দিয়ে আরেকজন কে বিয়ে করার সবচেয়ে সহজ এসকেপ রুট ছিলো ইসলাম গ্রহন করা। সেভাবেই ধর্মেন্দ্র-হেমা মালিনী ও উৎপলেন্দু চক্র-শতরূপা সন্যাল। সুমনের সাবিনাকে বিয়ের পরপরই আইন পাশ হয় ইসলাম গ্রহন করার পর কমপক্ষে x বছরের আগে বিয়ে করা যাবে না।
  • PM | 233.223.159.125 | ২৩ অক্টোবর ২০১৪ ২১:৩১654682
  • কল্লোলদার উল্লেখিত লাস্ট আইনটার কথা জানতাম না। এটা কোন আইন? শরিয়ত , মুসলিম পারসোনাল আইন, না ভারতীয় সিভিল কোড?
  • ranjan roy | 24.96.53.171 | ২৩ অক্টোবর ২০১৪ ২১:৫৪654683
  • আমার যদ্দূর মনে আছে এটা বোধহয় নতুন কোন বিল এনে আইন পাশ বা সংশোধনী নয়। এটা কোন একটা কেসে ( ধর্মেন্দ্র-হেমা, মহেশ ভট্ট- খলনায়িকা আগরওয়াল ইত্যাদি মডেল ঘন ঘন রিপিট হওয়ার পর) বিয়ের জন্যে ইসলাম নিয়ে ফের হিন্দু হওয়া -কুমির তোর জলকে নেমেছি খেলা- দেখে তিতিবিরক্ত সুপ্রীম কোর্টের রুলিং। কোর্টের মত এগুলো ধর্মের অপব্যবহার। ফলে এই সব বিয়ে অসিদ্ধ, এদের সন্তানেরা ইলেজিটিমেট ( ডিমড্‌-- নট বর্ন অফ ল'ফুল ওয়েডলক্‌।)
    কিন্তু এই নিয়ম কি সুমনের ক্ষেত্রে প্রয়োজ্য? উনি তো আজও কনসিস্টেন্টলি মুসলিম। কুমির তোর জলকে নেমেছি করেন নি।
  • Ishan | 202.43.65.245 | ২৩ অক্টোবর ২০১৪ ২২:০১654684
  • বিয়ে তুলে দেওয়া হোক। নৈরাজ্য অসুক নেমে। এককের কাছে আমার প্রস্তাব।
  • PM | 233.223.159.125 | ২৩ অক্টোবর ২০১৪ ২২:০৮654685
  • এই প্রস্তাব গুরুতে পুরনো। এ ব্যাপারে গুরুতে বিপ পালের IPR আছে
  • কল্লোল | 125.242.189.161 | ২৩ অক্টোবর ২০১৪ ২২:২৩654686
  • ইয়ে মানে, হিন্দু বোধহয় হওয়া যায় না।
    আর্য সমাজীরা একটা ধর্মান্তকরণ চালু করেছিলেন বটে। সেটা খুব ধোপে টেঁকেনি। জন্মসূত্রে হিন্দু হতে হয়।
    আর উৎপলেন্দু বা ধর্মেন্দ্র বা হেমা মালিনী বা শতরূপা কেউই হিন্দু হয় নি। মুসলমান নামটা ব্যবহার করে না। যেমন করিনা ওর মুসলমান নাম ব্যবহার করে না। শর্মিলাও ব্যবহার করেন না।
  • সে | 188.83.87.102 | ২৩ অক্টোবর ২০১৪ ২২:২৫654687
  • বিয়ের রাজনীতি?
  • সে | 188.83.87.102 | ২৩ অক্টোবর ২০১৪ ২২:২৬654688
  • কল্লোলদা,
    আগেও বহুবার লিখেছি, এখন আবারো লিখছি - হিন্দু হওয়া যায়।

    আমার নিজের হাতে গরম প্রমাণ আছে। ডিটেল চাই?
  • সে | 188.83.87.102 | ২৩ অক্টোবর ২০১৪ ২২:৪৭654690
  • ভারতে ডিভোর্স যদি সহজে করা যেত, তবে হয়ত এইরকম ধর্মান্তরিত হয়ে বিয়ে করবার প্রয়োজন হতো না।
    পশ্চিমের দেশগুলোয় ডিভোর্স করা অপেক্ষাকৃত সহজ। যেকোনো একটি পার্টি বিবাহবন্ধন থেকে বেরিয়ে আসতে চাইলে অন্য পার্টি জোর করে সেই ডিভোর্স ঠেকিয়ে রাখতে পারে না। অনিচ্ছুককে জোর করে একটা ভেঙ্গে যাওয়া সম্পর্কের মধ্যে আটকে রাখতে চাইলে সে বেরোনোর পথ খুঁজবেই, তাই হয়ত মুসলমান হয়ে গিয়ে ফের বিয়ে করে।
    ডিভোর্সের আইন সবার আগে সংশোধনের দরকার।
  • cm | 127.247.114.143 | ২৩ অক্টোবর ২০১৪ ২৩:০৫654691
  • তার আগে মেয়েদের সব সুযোগসুবিধের ব্যবস্থা করতে হবে। নইলে কেলেঙ্কারি হয়ে যাবে।
  • sm | 122.79.38.22 | ২৩ অক্টোবর ২০১৪ ২৩:১০654692
  • সে, ঠিক বুইলাম না। যদি সেই ব্যক্তি হিন্দু ও বিবাহিত হয় এবং ডিভোর্স না দিয়ে ধর্মান্তরিত হয়ে কিভাবে বিয়ে করবে? কারণ তার পত্নী ধমান্তরিত হয়নি। তাহলে সেই হিন্দু স্ত্রী বর্তমান থাকতে, কিভাবে দ্বিতীয় বিবাহকরবে? কারণ ডিভোর্স দিতে গেলে স্ত্রীর মত লাগবেই।
    আর কোর্টের রুলিং সম্মন্ধে কিছু জানা থাকলে বলুন।
  • Ekak | 24.96.118.163 | ২৪ অক্টোবর ২০১৪ ০৩:৪২654694
  • ঈশান

    ম্যারেজ না থাকলে কোনো না কোনো লেভেলে একটা প্রাইভেট কন্ট্রাক্ট থেকেই যাবে ।ওটাকে বরং দায়ভার্স করেদেওয়া হোক । এই মিন্দু ম্যারেজ-মুসলিম ম্যারেজ -জিউ ম্যারেজ নিয়ে সমস্যা আসলে লেফট এনার্কির সমস্যা কেই ইঙ্গিত করে । ধর্ম না থাকলেও কমিউন এ ,বি,সি এইভাবেই ক্যাচাল করবে নিজেদের্মধ্যে । বরং লেট আস সী ম্যারেজ অর হওয়াতএভার নেম এস প্রাইভেট কন্ট্রাক্ট । সেই প্রাইভেট কন্ট্রাক্ট টুকু শুধু মেইন্তেইন হুচ্ছে কিনা দেখা স্টেট এর কাজ । আর কিচ্ছু না । এবার যে যার খুশি মত কন্ট্রাক্ট বানাক । ইত'স মোর ফিউচারিস্টিক । রোড টূ রাইট এনার্কি :)
  • SC | 34.3.22.185 | ২৪ অক্টোবর ২০১৪ ০৫:২৫654695
  • কবীর সুমন তসলিমা নাসরিনের বই ব্যান করাকেও সমর্থন করেছিলেন, তারাতে তখন কি একটা অনুষ্ঠান করতেন।
    অন্য বিষয়ে সুচিন্তিত মতামত রাখা একটা মানুষ নিজের ধর্মের কথা উঠলে কেমন কট্টর হয়ে যেতে পারেন, তার একটা উদাহরণ।
    ধর্ম কতখানি স্পর্শকাতর ও ব্যক্তিগত একটা জায়গা, সেটা আরেকবার বোঝা গেল নিশ্চয়।
    irony এইখানে, যে ei কবীর সুমন সাহেবী বাঙালি লিবারাল দের নয়নের মণি ছিলেন, কথায় কথায় বামপন্থী লিবারালরা ওনাকে কোট করত।
  • সে | 203.108.233.65 | ২৪ অক্টোবর ২০১৪ ১২:৪১654696
  • sm,

    আপনার প্রশ্নটার উত্তর জানি না। ওটার কিছু উদাহরণ (নাম সহ) দেখ্লাম এখানেই।
    কোর্টের রুলিং বলতে ঠিক কী জানতে চইছেন? আমি লিখেছি হিন্দু হওয়া যায়। হ্যাঁ এটা ঠিক। কোর্টের রুলিং ইন্টারনেটে কোথায় পাওয়া যায় আমার জানা নেই। আমিতো ভারতে নেই, ভারতে যারা আছে তাদের পক্ষে কোর্টের রুলিং বা আইন সরাসরি উকিলদের থেকে জেনে নেয়া সম্ভব।
    ---------------------------------------------------------

    এই পার্টাটা sm কে নয়।
    এইটুকুই বলেছি যে হিন্দু হওয়া যায়। এবং এটা সত্যি কথা। বারবার করে হিন্দু হওয়া যায় না, হিন্দু হওয়া যায় না, করে বললেও জিনিসটা উল্টে যাবে না।

    ভারতের ডিভোর্স আইনের সংশোধন দরকার, নইলে যে পার্টি ডিভোর্সে অমত করে, সে ই আবার মোটা ক্ষতিপূরণ চেয়ে বসে বা আন্ডার দ্য টেবল প্রচুর টাকা/সম্পত্তি দাবী করে, তারপরে "মিউচুয়াল" ডিভোর্সে রাজি হয়ে যায়।
  • lcm | 118.91.116.131 | ২৪ অক্টোবর ২০১৪ ১২:৪৮654697
  • ধুস, কবীর সুমোন কারোর নয়নের মনি-ফনি কিছু ছিল না। ওর গান খুবই জনপ্রিয় হয়েছিল।
  • - | 109.133.152.163 | ২৪ অক্টোবর ২০১৪ ১৮:১৫654698
  • কল্লোল, ২৩ অক্টো, ১০টা২৩, "যেমন করিনা ওর মুসলমান নাম ব্যবহার করে না। শর্মিলাও ব্যবহার করেন না।" শর্মিলা বা করিনার মুসলমান নাম হবে? ওদের ক্ষেত্রে তো ডিভোর্সের আগে ২য় বর/বৌ হয় নি!
  • tabote | 24.96.6.44 | ২৪ অক্টোবর ২০১৪ ২১:৩২654699
  • তিনি সংখ্যালঘুদের একজন হয়ে থাকতে চান তাই বৌদ্ধ না , শিখ না , খ্রিশ্চান না , জৈন না , পারসী না ইসলাম নেন এবং তারপরেই সাবিনা কে বিয়ে করেন ।
    শর্মিলা ঠাকুরের মুসলিম নাম বেগম আয়েশা সুলতানা কিন্তু উনি তা ব্যবহার করেন না
  • সে | 203.108.233.65 | ২৪ অক্টোবর ২০১৪ ২২:১৪654701
  • একজন হিন্দু ধর্মান্তরিত হয়ে মুসলমান হলে সেখানেই কি আমাদের আপত্তি? তখন খুঁজছি ধর্মান্তরিত হবার মূল কারণটা আসলে কী হতে পারে। বিয়ে? বিয়েটা খুব স্বার্থপরের মত কারণ আগের বিয়ের ডিভোর্স না হয়ে থাকলে। অথচ কতগুলো পয়েন্ট আমরা দেখতে চাইছি না।
    ডিভোর্স এত ডিফিকাল্ট কেন? মিউচুয়াল ডিভোর্স পেতে গেলেও অনিচ্ছুক পার্টিকে প্রচুর খেসারত দিয়ে তবে মিউচুয়াল ডিভোর্সে রাজি করাতে হয়। এক পার্টি ডিভোর্সে রাজি না হলে অন্যজনকে সারাজীবন ঐ বিয়েতে ঝুলিয়ে রাখতে পারে। ধর্মাবতার হুজুর যদি চান ডিভোর্স নাকচ করে দিতে পারেন। ডিভোর্সের মামলা ১২-১৩ বছর অনয়াসে চলতে পারে। কোনো মীমাংসা হয় না। হয়ত একজন পার্টির মৃত্যুও হয়ে যায়। তাই লোকে আউট অফ কোর্ট সেট্‌ল্‌মেন্টে যেতে চায়, তখন আন্ডার দ্য টেবল প্রচুর টাকা পয়সার লেনদেন হয়। আমাদের ভারতবর্ষে অসহায় হিন্দু স্ত্রী করুণভাবে জজের সামনে উপস্থিত হয়ে ডিভোর্সে মত দিতে অস্বীকার করতে থাকে। বিয়ে টিঁকিয়ে রাখতে সবরকম আর্জি জানাতে থাকে। সেই বিয়েটা টিঁকিয়ে রাখা যতই অসম্মানের হোক না কেন জজসাহেব এসব ক্ষেত্রে ডিভোর্সের আবেদন খারিজ করে দিতে পারেন। এক্ষেত্রে বিয়েটা তো শাস্তি স্বরূপ। তারচেয়ে যদি পরিষ্কার আইন থাকে যে একপার্টি ডিভোর্স চাইলে ডিভোর্স হবে, বিয়ের পর থেকে দুজনের যা যা সঞ্চয় হয়েছে সেই মোট সঞ্চয়ের সমান দুই ভাগ করে প্রত্যেকে সমান ভাগ পাবে, নাবালক সন্তান থাকলে তার খরচের দায়িত্বও নিতে হবে, তাহলে এত সমস্যা হয় কি? দেশে যদি সুস্থ আইন থাকত তবে এতকিছু হতো না মনে হয়।
    আমরা এত লিবারাল অথচ মুসলমান হলে তার নাম কেন হিন্দুর মতো এই সমস্ত খুঁটিনাটিতেই আটকে আছি।
    আমি ব্যক্তিগতভাবে মনে করি বেশ করেছে। দুজন মানুষ পরষ্পরকে ভালোবাসে, বিয়ে করতে চায়, অথচ একটা বিয়ে রয়েছে - সেটা ভাঙতে গেলে ডিভোর্সের যা নিয়ম তাতে সারাটা জীবন কেটে যাবে কোর্টের দ্বারস্থ হতে হতে, কোনো সমাধান হবে না। বৌ যদি চায় শুষে নিংড়ে নিতে পারে সমস্ত টাকাপয়সা, চাই কি চরিত্রহীনতার অভিযোগও আনতে পারে জীবন দূর্বিষহ করবার জন্যে, দ্শে আবার কোনো কমন বিয়ে আইন ও নেই, কমন ডিভোর্স আইনও নেই। তাহলে হিন্দু হয়ে থাকার চেয়ে মুসলমান হওয়ায় ক্ষতি কী?
    সেই ধর্মে বহুবিবাহ পুরুষদের জন্যে বেআইনী নয়। আবার ধর্মান্তরিত হয়ে গেলে আগের বিয়েটা হয় অসিদ্ধ, নয় দুটো বিয়েই সিদ্ধ। ডিভোর্সের ঝামেলায় যেতেই হচ্ছে না।

    হ্যাঁ, সংখ্যালঘু না হতে চেয়েও বৌদ্ধ হওয়া যায়। বিয়ে করবার জন্যেই। ফার্স্ট কাজিন কে বিয়ে করবার জন্যে বৌদ্ধ হয়েছেন এমন কাপলও জানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন