এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.114.148 | ২৫ অক্টোবর ২০১৪ ১৭:৪৬654702
  • মহাশ্বেতা দেবী এক নতুন অভিযোগ এনেছেন। খবরে নজর রাখুন।
  • কল্লোল | 111.63.199.226 | ২৫ অক্টোবর ২০১৪ ১৮:২৬654703
  • সে। আমার সুমনএর ক্ষেত্রে আপাত্তি মুসলমান ধর্ম গ্রহন কারার জন্য নয়, যে উদ্দেশ্যে সে মুসলমান হতে চেয়েছে সেই কারনে। এবং তারপর সেটাকে জাস্টিফাই করার জন্য সংখ্যালঘা দরদী সাজা - খুবই আপত্তিকর। ও নাকি উড়িষ্যায় স্টেইন্স্দের হত্যার পর এই সিদ্ধন্ত নেয়!!

    ধর্মেন্দ্র-হেমা, উৎপলেন্দু-শতরূপা বা করিনা, শর্মিলা কেন মুসলমান নাম ব্যবহার করেন না, তার কারন খুব পরিষ্কার - ব্যান্ড ভ্যালু।

    আমি তো কলকাতায় আমাদের পাশের মুসলমান পাড়ায় শবে-বরাতের দিন প্রাক্তন ব্রাহ্মণ মুসলমান মৌলভীর ভাষণ শুনেছি। বাসায় ফিরছিলাম। ঘোষনা শুনে দাঁড়িয়ে যাই। না, ভাষণে আলাদা কিছু ছিলো না।
  • - | 109.133.152.163 | ২৫ অক্টোবর ২০১৪ ১৯:০২654704
  • না, কল্লোল ৬টা২৬ পিএম, কেন শর্মিলা করিনা মুসলিম নাম ব্যবহার করেন না, সেটা জিজ্ঞাসা করিনি ৬টা১৫-র পোস্টে। জানতে চেয়েছিলাম, ওদের তো একজন বর/বৌ থাকা সত্ত্বেও ২য় বিয়ে হয় নি। তবে ওদের মুসলমান নামের কথা আসছে কোথা থেকে?
  • কল্লোল | 111.63.206.5 | ২৫ অক্টোবর ২০১৪ ২২:৪১654705
  • ড্যাশ।
    আপনি হয়তো জানেন না যে শর্মিলা আর করিনা, যথাক্রমে মনসুর আলি খান ও সঈফ আলি খানকে বিয়ে করার আগে মুসলমান ধর্ম গ্রহন করেন। তাই তাদের মুসলমান নামের কথা আসছে।
    ওঁদের ক্ষেত্রে ওঁরা প্রথমবার বিয়েতেই সেটা করেন। সংখালঘুদের সাথে "একাত্ম" বোধ করার জন্য নয়।

    অন্য একটা টইতে একজন মানুষের কথা ছিলো যিনি বাবরী মসজিদ ভাঙ্গার প্রতিবাদে মুসলমান না হয়েও রোজা রাখেন।
  • - | 109.133.152.163 | ২৬ অক্টোবর ২০১৪ ১০:৩০654706
  • হিন্দু থাকলে ওঁরা কি বিয়েটা করতে পারতেন না?
  • বুড়া | 113.18.171.121 | ২৬ অক্টোবর ২০১৪ ১১:৩২654707
  • স্পষ্ট মনে আছে আনন্দবাজারে সুমন লিখেছিলেন, সম্ভবত রিজানুর ঘটনার সময়, যে হিন্দু মুসলমানে আরো আরো বিয়ে হোক। পড়ে যারপরনাই আনন্দ পেয়েছিলাম। লেখককে বেছে নেওয়া হয়েছিল কারণ তিনি সেই কর্ম করেছেন,যদিও সুমন সেকথা ঐ লেখাতে বলেননি। আমার বক্তব্য সুমন নিজে কেন হিন্দু মুসলমানে বিয়ে করেননি, করেছেন তো মুসলমানেমুসলমানে বিয়ে। আর তাই করতে ইঙ্গিত দিয়ে থাকলে ঝেড়ে কাশলেই পারতেন।
    আর যতদূর জানি, রেজিস্ট্রি ছাড়া হিন্দু বা মুসলমান কোনো ধর্মেই অপর ধর্মাবলম্বীকে তার ধর্ম অক্ষুণ্ণ রেখে বিয়ে করার অনুমতি দেয়না।
    সুমনের বিশ্বাস, সব লোকই তাঁর অপেক্ষা ছাগল, যা তিনি বক্তব্য ও আচরণে বার বার প্রকাশ করেন।
  • সিকি | ২৬ অক্টোবর ২০১৪ ১২:৩৬654708
  • রেজিস্ট্রি সব রকম বিয়েতেই হয়। বুড়া বোধ হয় বলতে চাইছেন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রি।
  • কল্লোল | 125.242.134.243 | ২৬ অক্টোবর ২০১৪ ১৬:১৬654709
  • ড্যাশ।
    না হিন্দু থাকলে সুমন বিয়ে করতে পারতো না। কারন মারিয়া ওকে ডিভোর্স দেন নি। তহলে হিন্দু হিসাবে আইনে আটকায়।
    মুসলমান হয়ে গেলে সেই আইনী বাঁধা থাকে না। ধর্মেন্দ্র-হেমা, উৎপলেন্দু-শতরূপাও ঐ একই কেস।

    আর করিনা বা শর্মিলা ইসলামী মতে বিয়ে করেছেন। আমি যতদূর জানি ধর্মমতে বিয়ে করলে কোন সেমেটিক ধর্মেই অন্য ধর্মের কাউকে বিয়ে করা যায় না। ধর্মান্তরিত হতে হয়।
    হিন্দু ধর্মে এরকম কোন নিষেধ নেই। শুধু অন্য ধর্মের মানুষটিকে বিয়ের আচার আচরণ মানতে হয়। তাতে যদি আপত্তি না থাকে তো গোত্র পরিচয়ের জন্য কেউ একজন অন্য ধর্মের মানুষটিকে দত্তক নিয়ে তার গোত্র পরিচয় দিতে সম্মত হলেই হলো। যেমন - ইন্দিরা-ফিরোজ। ফিরোজ ধর্মমতে পার্সী ছিলেন। ওঁকে বিয়ের আগে মহত্মা গান্ধী, নেহেরুর অনুরোধে দত্তক নেন ও নিজের গোত্র পরিচয় দেন। যদিও এই তথ্যটি নিয়ে নানান বিতর্ক আছে।
  • সিকি | ২৬ অক্টোবর ২০১৪ ১৭:২২654710
  • পার্সী মানে জোরাস্ট্রিয়ান, তাই তো?
  • - | 109.133.152.163 | ২৬ অক্টোবর ২০১৪ ২১:১৫654712
  • কল্লোল ৪টে১৬পিএমঃ "... কোন সেমেটিক ধর্মেই অন্য ধর্মের কাউকে বিয়ে করা যায় না। ধর্মান্তরিত হতে হয়।
    হিন্দু ধর্মে এরকম কোন নিষেধ নেই।"
    এটুকু উদারতা হিন্দু ধর্মের আছে জেনে ভালো লাগল। ঃ-)
  • কল্লোল | 125.242.189.191 | ২৬ অক্টোবর ২০১৪ ২২:২২654713
  • এই উদারতা সমস্ত প্রাচীন ধর্মেই ছিলো। যাদের পাগান/বুৎপরস্ত নাম দিয়ে বিনষ্ট করা হয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে।
  • - | 109.133.152.163 | ২৬ অক্টোবর ২০১৪ ২২:৫৯654714
  • ঠিক্কথা ১০টা বাইশ পিএম। কিন্তু তবু হিন্দু ধর্মটি বিনষ্ট করা যায়নি। নিশ্চয়ই এমন কিছু এতে আছে, যেটি ন হন্যতে।
  • কল্লোল | 111.63.70.100 | ২৭ অক্টোবর ২০১৪ ০৬:২৪654715
  • ড্যাশ। এ নিয়ে প্রচুর লেখাপত্তর আছে। হিন্দু ধর্ম বলে যাকে আজ বলা হয় তার এমন কোন নাম আদিতে ছিলো না। সনাতন ধর্ম বলে উল্লেখ আছে নানান জায়গায়। এই ধর্ম কোন একটি ধর্ম নয়। নানান অঞ্চলের নানান গোষ্ঠীর আচার আচরণকে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এই ধর্ম। সেই অর্থে এটি religion নয়। এটা করো বা ওটা কোরো না নয়।
    এই ধর্ম নিয়ে খুব কৌতুহলোদ্দীপক পর্যবেক্ষণ আছে ভারতের প্রথম জনগনণাকালে(১৮৭২ সম্ভবতঃ)। একটা লেখা ছিলো গুরুতেই। এখন খুঁজে পাচ্ছি না। আমার অনুসন্ধান কাজ করছে না।
  • সিকি | 135.19.34.86 | ২৭ অক্টোবর ২০১৪ ০৯:৩৬654716
  • হিন্দু ধর্ম কোনও ডকুমেন্টেড ধর্ম নয়। ইহা একটি পাঁচমিশেলি জগাখিচুড়ি।

    যাক, এ নিয়ে অনেক অনেক আলুচানা হয়ে গেছে। আর " নিশ্চয়ই এমন কিছু এতে আছে, যেটি ন হন্যতে।" - এমন কথা সব ধর্মের বিশ্বাসীরাই নিজেদের ধর্ম সম্বন্ধে বলে।
  • - | 109.133.152.163 | ২৭ অক্টোবর ২০১৪ ১০:০১654717
  • সব ধর্মের বিশ্বাসীরা কি করে বলবে, সিকি ৯টা৩৬? কল্লোলের হিসেবে উদার ধর্মরা, যারা নেই হয়ে গেছে তারা তো বলতে পারবে না! আর, নতুন যারা তারা তো উদার নয়, সেও তো উনিই বল্লেন।
    তাই জগা খিচুড়ি হোক আর পোলাও হোক, সত্যিটা মানতে কি সমস্যা?
  • সিকি | 135.19.34.86 | ২৭ অক্টোবর ২০১৪ ১০:০৮654718
  • সমস্যা কীসে? যে ধর্মে বিশ্বাসী মাত্র কয়েকশো লোক বেঁচে আছে, তারাও বলবে, আমাদের ধর্ম বিলুপ্ত হবার নয়। টিকে গেছে।

    জগা হোক খিচুড়ি হোক পোলাও হোক, খেতে কেউ না চাইলে নিশ্চয়ই তাকে জোর করে খাওয়াবার নিয়ম নেই?
  • - | 109.133.152.163 | ২৭ অক্টোবর ২০১৪ ১০:১৭654719
  • খেতে তো কেউ বলছে না! খিচুড়ি আর পোলাও যে এক জিনিস না শুধু সেইটুকুই স্বীকার করা উচিত বলছে। ঃ-)
  • সিকি | 135.19.34.86 | ২৭ অক্টোবর ২০১৪ ১০:২৭654720
  • গোলপোস্ট সরে গেল মনে হচ্ছে :-)
  • - | 109.133.152.163 | ২৭ অক্টোবর ২০১৪ ১১:৩৫654721
  • মনে হওয়াটা ভুল ঃ-)
  • সিকি | 131.241.127.1 | ২৭ অক্টোবর ২০১৪ ১২:৩৭654723
  • পর পর স্মাইলি দিলেই কি কথা সহজবোধ্য হয়? একটু প্রাঞ্জল করে বোঝানো হোক তা হলে। পোস্টের পারম্পর্য বুঝতে অসুবিধে হচ্ছে।
  • সে | 203.108.233.65 | ২৭ অক্টোবর ২০১৪ ১২:৫৭654724
  • একটা ইসলামোফোবিয়া আমাদের মধ্যে অল্প বিস্তর আছে। হয়ত উদ্বাস্তু হবার ইতিহাস, ঘৃণা, ইত্যাদি এর পেছনে কারণ। সেই কারণেই আলোচনাগুলো ঠেকে যায় হিন্দু ভার্সেস মুসলমানে। মুখে যতই ধর্মনিরপেক্ষ ভাব দেখাই না কেন, ইসলামোফোবিয়া মাঝে মাঝেই চেগে ওঠে।

    টিভিতে এমপায়ার বলে একটা প্রোগ্রাম দেখছিলাম কাল, তখন আবার করে মনে পড়ল।
    http://www.aljazeera.com/programmes/empire/2014/10/guests-war-terror-war-muslims-20141022124053435954.html
    অবশ্য উপরোক্ত টিভি শো তে কবীর সুমনের বিয়ে ঘটিত কোনো তথ্য পাবার সম্ভাবনা নেই।
  • সে | 188.83.87.102 | ২৭ অক্টোবর ২০১৪ ১৭:২০654726
  • কল্লোলদা,
    হিন্দু যে হওয়া যায় সেটা লিখেছিলাম, কিন্তু সেইটে অ্যাকসেপ্ট করেছেন কিনা জানা হোলো না।
  • dd | 132.171.98.192 | ২৭ অক্টোবর ২০১৪ ১৭:৫৭654727
  • কল্লোলের লেখাটা খুব ইন্টেরেস্টিং। আগেও পড়েছিলেম আর ভাল ও লেগেছিলো।

    মাস খানেক আগে নেটে নানান বই পড়তে পড়তে গিয়ে দেখি এরকম একটা তথ্য। প্রায় দেড়শো বছর আগে এরকম একটি সার্ভে (সরকারী সেন্সাস নয়)করতে গিয়ে বৃটীশেরা কাহিল হয়ে পরেছেন। বাংলা দেশে হিন্দু কারা?

    অমুসলমান লোকেদের মধ্যে যদ্দুর মনে পরছে সার্ভে বলছে ২৫% লোক হচ্ছে "একেবারেই যাদের হিন্দু বলা যায় না। অন্ত্যজ শ্রেণী, আদিবাসী । এদের ঠাকুর দেবতাও হিন্দু প্যানথিওনের বাইরে। আরো ও রকম ২৫% মতন - তারাও ব্রাহ্মণ ধর্মের অনুগত নয় (সাহেব কনক্লুড করেছিলেন এরা তন্ত্র বা গ্রমীন ঠাকুর দেবতার ভক্ত)। বাকীদের টেনে টুনে "প্রকৃত হিন্দু ঃ বলা যায়।

    ধুর। লিং কোথ্থেকে দিবো? কিছুই মনে আছে না কি বইটার? খুব ভেগলি মনে পরছে সুমিত সরকারের একটা প্রবন্ধ সংকলন (ইংরেজীতে) কিন্তু আদৌ সিওর নই।
  • dd | 132.171.98.192 | ২৭ অক্টোবর ২০১৪ ১৮:০২654728
  • @ সে

    হিন্দু হওয়াটা অ্যাকসেপ্ট করবে কে? দেশে বিদেশে নগরে, সাহেব হিন্দুদের লোকে মেনে নেয়। আম্রিগাতে শুনেছি বাড়ীর কাজে পুরোহিত ও আসেন সাহেব (কনভারটেড ইন্টু হিন্দুইজম। ইসকন ইঃ)। এটা দেখলে মনে হয়,হ্যাঁ, দিব্বি হিন্দু হওয়া যায়।

    কিন্তু মন্দিরে ঢুকতে দেয় না। বছর খানেক আগেই ইসকনের সাহেব ভক্তকে ঢুকতে দেয় নি পুরীর মন্দিরে। অন্য মন্দিরেও দেয় কি না জানি না।

    হিন্দু ধর্মটা এতই নেবুলাস যে কেউ অ্যাকসেপ্ট/রিজেক্ট করছে এটার কোনো সেন্ট্রালাইজড স্বীকৃতি নেই। আর হিন্দু হলে কাস্টই বা কি হবে ? আমি জানি না।
  • সে | 188.83.87.102 | ২৭ অক্টোবর ২০১৪ ১৮:৩৫654729
  • কাস্ট নিয়ে লিখিনি। ধর্ম আর কাস্ট তো এক জিনিস নয়। কাস্টের দুটো দিক আছে। ধর্মান্তরিত হয়ে শিডিউলড কাস্ট অবলম্বন করবার কোনো চান্স নেই (সেইসঙ্গে যাযা সুবিধে পাওয়া যায় সেসব ভুলে যেতে হবে), দুই গোত্র ফোত্র বাগিয়ে হাইকাস্ট হওয়াও হয়ত যাবে না যদিনা আগে থাকতেই কোনো হাইকাস্ট পদবী থেকে থাকে। সেক্ষেত্রে ভেরিফাই করবার কোনো অথরিটি নেই। কিন্তু এতে ক্ষতি ই বা কোথায়?
    আমরাই না কাস্ট সিস্টেমহীন সমাজের কথা বলি? তাহলে কাস্ট না পেলে অসুবিধেটা কোথায় হচ্ছে?
    অ-ভারতীয় চেহারাদের পুরীর মন্দির ঢুকতে দেয় নি। হতে পারে মন্দির কর্তৃপক্ষের বদমাইসী। কিন্তু পুরীর মন্দিরে ঢোকাটাই কি হিন্দু হবার মূল উদ্দেশ্য?
    আমি ধর্মান্তরিত হওয়া হিন্দু (ভারতীয় চেহারার মানুষ) কে নিয়ে পুরীর মন্দির এমনকি লিঙ্গরাজ মন্দিরেও ঘুরে এসেছি, পুজো ফুজো দিয়েই। কোনো বাধা ছিলো না।
    এখানে তো অনেক হিন্দু আছেন। কাস্ট দিয়ে কী করেন তাঁরা, খান না মাথায় দেন? কেবল শিডিউল্‌ড্‌ কাস্ট হয়ত কিছু কোটার সুবিধে পান। আর কোনো কিছু?

    হিন্দু হওয়াটা অ্যাকসেপ্ট করবে যাবতীয় লিগ্যাল ডকুমেন্ট। বিয়ে, মৃত্যু, উত্তরাধিকার আইন, আদমসুমারী।
  • সে | 188.83.87.102 | ২৭ অক্টোবর ২০১৪ ১৮:৩৭654730
  • আরেকটা আইন ও এটা অ্যাকসেপ্ট করে। অ্যাডপশান ল।
  • কল্লোল | 125.240.7.236 | ২৭ অক্টোবর ২০১৪ ১৯:২১654731
  • সে। বিষয়টা মানা না মানার নয়।
    যেমন ডিডি লিখেছে, ইসকনের সায়েবরা তো হিন্দু বলে দাবী করছে নিজেদের।
    কিন্তু তারা যদি হিন্দু মতে বিয়ে করে তো পুরুষ হলে গোত্র তো লাগবেই কারন মেয়েটি গোত্রান্তরিত হবে। তো ছেলের গোত্র জানা না থাকলে গোত্রান্তরিত হবে কি করে?
    হিন্দু হওয়া কেউ মারা গেলে হিন্দু মতে তার শ্রাদ্ধ করতে গেলেও গোত্র লাগবে, এমনকি জাতও লাগবে। ব্রাহ্মণ বা বৈদ্য হলে একরকম (বোধহয় ১০ না ১৩দিনে শ্রাদ্ধ) কায়স্থ,হলে আরেক রকম। নীচু জাত হলে দিনের সংখ্যা বেশী হবে।
    কাজেই আইনতঃ হয়তো হিন্দু হাওয়া যায়, কিন্তু ধর্মতঃ হওয়া যায় কিনা জানি না।
    ইসকনের সায়েবদের জন্য নতুন কোন জাত বা গোত্র চালু হয়েছে কি?
  • sm | 233.223.159.253 | ২৭ অক্টোবর ২০১৪ ১৯:৫৪654732
  • ওদের কাছে কনফার্ম করলেই হয়। প্রত্যেকেই দশ উপাধি পায়। কাস্ট ব্যাপার তা এখানে উঝ্য থাকে।অনেক টা সন্যাসীদের মত, যেখানে কাস্টের প্রয়োজন সীমিত। বিয়ে মন্দিরে হলে গোত্র চেঞ্জ করার দরকার নেই। আর সম্ভবত গয়ায় শ্রাধ্হ করলে গোত্র ছাড়াও যেকোনো লোক করতে পারে।
  • sm | 233.223.159.253 | ২৭ অক্টোবর ২০১৪ ১৯:৫৫654734
  • দাস হবে দশ নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন