এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩০ অক্টোবর ২০১৪ ২১:৫০654628
  • এইটা আমি ভাটে লিখেছিলাম পাই। আগে মানে প্রি-শ্যাম্পু যুগে আমাদের ছোটবেলায়, তোমাদের জন্মের আগে, যখন রিঠা কিম্বা কাপড়কাচা বার সাবান দিয়ে মাথা ঘষা হত, সে বেশ সময় ও পরিশ্রমসাধ্য ব্যপার ছিল আর সবাই সাধ্যমত লম্বা করার চেষ্টাও করত চুল। ফলে ঐ সময় ও পরিশ্রম। তো, তখন মাসে একবার কি দুইবার মাথা ঘষা হত, তার বেশী নয়। নিয়মিত কেশচর্চা ছিল তেলে ও জলে। তো এইসময় উকুনদের বেশ বাড়বাড়ন্ত ছিল। তিনটে ঘনচুলো মাথা থাকলে তার একটাতে উকুন থাকবেই প্রায় নিশ্চিত বলা যেত।

    তারপর শ্যাম্পু আসার পর মাথাঘষা অনেক সহজ হয়ে যায়, কিন্তু তখনও বড় চুলের চল বেশী আর তখনও শ্যাম্পু নিয়মিত করা হত না। মানে এক সপ্তাহে একাধিকবার তো কখনই নয়। খুব স্টাইলিশরা সপ্তাহে একবার। এদিকে বাজারে লাইসিল সহজলভ্য তখন। বিজ্ঞাপনেও তাই প্রত্যেক সপ্তাহে একবার লাইসিল লাগানোর কথা। আর হেয়ার ড্রায়ারও সহজলভ্য বহুলপ্রচলিত হয় নি তখনও। ফলে মাথা শ্যাম্পু করলেও চুল শুকানো, বিশেষ করে বর্ষাকালে একটা সমস্যা ছিল।

    এরপর এলো অজস্র অজস্র নানারকম দামের শ্যাম্পু, সবচেয়ে বড় কথা একটাকার স্যাশে, আস্তে আস্তে ছোট চুলের চল হতে থাকল, ফলে নিয়মিত মথা ঘষা আর তেমন সমস্যা নয়। আর তারপরে যখন হেয়ার ড্রায়ার শজে এবং সস্তায় পাওয়া যেতে লাগল, তখন তো অনেকে বিকেলে এসেও শ্যাম্পু করে নিতে শুরু করল, তারপর ড্রায়ারে শুকিয়ে নেওয়া।

    ব্যাসস! উকুন এখন তাই আর খুব একটা দেখতে বা শুনতে পাওয়া যায় না।
  • Atoz | 161.141.84.164 | ৩০ অক্টোবর ২০১৪ ২১:৫৪654629
  • ছেলেদের তখনো বিশেষ উকুন হতো না, কারণ ছোটো চুল ও টাক(বড় বয়সে)। ঃ-) এখন ছোটো মেয়েরা আর বড় মহিলারাও চুল ছেঁটে বব কাট করে ফ্যালেন বলে উকুন বিশেষ সুবিধা করতে পারে না।
  • dd | 132.171.82.85 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:০৬654630
  • আমাদের ছোটোব্যালায়( সিংগুল ডি তখনো জন্মায় নি) রীঠার চলও ছিলো না। পুরুষেরা জটাজুট রাখতো , মহিলারা পাখীর বাসার মতন খোঁপা করতো। কালে ভদ্রে হত্তুকি দিয়ে চুল ঘষা হতো, আদার ওয়াইজ ভৃংগরাজ তেলে মুক্তাভষ্ম আর ১ নং,কস্তুরী দিয়ে রেতের ব্যালায় চুলে মাখানো হতো।

    তখন ,বাপ রে বাপ, ক্ষী উক্ষুন ছিলো। গোঁ গোঁ করে আওয়াজ করতো। মাখে মধ্যে বড় বড় দাঁত বার করে ভয় দ্যাখাতো। খুব হিংস্র টাইপের ছিলো।
  • Atoz | 161.141.84.164 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:০৭654631
  • তখন কি ছেলেদের টাক পড়তো না বুড়ো বয়সে? ঃ-)
  • pi | 24.139.221.129 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:১১654633
  • হুম্ম্ম।
    তবে আবছা মনে পড়ে, রিঠা ঘষাঘষি পর্ব আম্মো দেখেছি।

    আর শুধু দাঁত না, নখও বের করে ভয় দেখাতো বলে শুনেছি।
  • PM | 193.89.97.182 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:১১654632
  • শ্যাম্পু ছিলো না তো কি হইছে। আমরা ছোটোবেলায় সাবান আর সোডা মিশিয়ে মাখতুম। শ্যাম্পুর থেকে অনেক কার্যাকারী ঃ) গুছিয়ে ফেনা হতো। একবার ত্রাই করে দেখতে পারেন ঃ)

    মধ্যে মাঝে হ্যালো শ্যাম্পু মাখতাম। মনে আছে বোধ হয় সে জনপ্রীয় অ্যাডটা " হে দেয়ার!! হ্যালো গার্ল"
  • ranjan roy | 132.176.221.35 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:২২654634
  • b,
    টাকমাথায় কি করে উকুন হবে? কিন্তু ওই মহিলা সহকর্মীর পাশে বসে ঘ্যাঁস ঘ্যাঁস করে বাঁদরের মত মাথা চুলকানো--যা তা!
  • | ৩০ অক্টোবর ২০১৪ ২২:২৩654635
  • টাকে চাম-উকুন হতে পারে।
  • rabaahuta | 172.136.192.1 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:৪০654636
  • সোহাগদের (চার বছর বয়স্ক শিশু) স্কুল থেকে মাঝে মাঝে অজ্ঞাতপরিচয় বাচ্চার মাথায় উকুন আবিস্কারের তথ্য ও নিজ নিজ বাচ্চাকে সাবধানে রাখার পরামর্শ জানিয়ে চিঠি আসে। আমার আগের আপিসের এক সাহেবের তিন মেয়ে তার মধ্যে দুটি বোধয় টিনেজার। সে মাঝে মধ্যেই মেয়েদের অবিবেচনা নিয়ে ঘ্যানঘ্যান করতো, তার মধ্যে একবার ছিল উকুন হওয়া ও তার পরবর্তী কার্যকলাপ।
  • ranjan roy | 132.176.221.35 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:৪৭654638
  • দ,
    ঃ)))।

    উকুন অনেক হল। এবার তক্তপোষের পোক্ত ছারপোকা নিয়ে একটু হোক। পাখার ডাঁটি, তোষকের সেলাইয়ের ভাঁজে ঘাপটি মেরে বসে থাকা রক্তচোষারা!
    তাদেরও দেখিনা বহুকাল।
  • | ৩০ অক্টোবর ২০১৪ ২২:৪৯654639
  • আম্রিকায় খুব ছারপোকা। আম্রিকাবাসীদের প্রায়ই ফেবুতে বিভিন্ন গ্রুপে এর সমাধান চাইতে দেখি।
  • pi | 24.139.221.129 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:৫৪654640
  • তাইলে দেখা যাচ্ছে, আম্রিগায় উকুন, ছারপোকা দুয়ের উৎপাতই বেশি। অতএব আর্থসামাজিক প্রেক্ষিত, স্তর থেকে স্তরান্তরের থিয়োরি নাকচ।
  • dd | 132.171.82.85 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:৫৬654641
  • ছাড়পোকারা আমায় এভয়েড করে চলে। আর্লি যইবনে সেলসে চাকরী(সিগ্রেট কোম্পানী) কতো ছোটো মোটো শহরের অখাদ্য হোটেলে থাকতেম। সকাল ব্যালা দেখতাম সহকর্মীরা কিরম ফ্যাকাসে হয় গ্যাছে, কিন্তু আমার কোনো কিছু হোতো না। টেরও পেতাম না।

    তবে ভুতে চাঁটি মারতো সেন্নাইতে। সেটা ঠিক।
  • jhiki | 149.194.228.39 | ৩০ অক্টোবর ২০১৪ ২২:৫৯654642
  • আমাকে কেউ ছারপোকার ছবি দেখাবেন? অনেকবার অনেকরকম ছোটপোকাকে ছারপোকা বলে আওয়াজ খেয়েছি ঃ)
  • pi | 24.139.221.129 | ৩০ অক্টোবর ২০১৪ ২৩:০০654643
  • গুরুর পাতায় পোকার ছবি দেবোনা। বেডবাগ দিয়ে সার্চ করো।
  • jhiki | 149.194.228.39 | ৩০ অক্টোবর ২০১৪ ২৩:০৪654644
  • কেন? পাতাগুলো খেয়ে নেবে?
  • সে | 203.108.233.65 | ৩০ অক্টোবর ২০১৪ ২৩:০৫654646
  • শারদীয় দেশ পত্রিকায় নবনীতা দেবসেনের একটা বড়ো গল্পে ("মিসেস দেবসেনের বিদেশযাত্রা" বোধহয় এই লেখাটার নাম ছিলো) পড়েছিলাম ওঁর মাথায় উকুন হয়েছে এবং উনি উকুন মারার উষুধ্হ মাথায় লাগিয়েছেন, ওষুধ পেয়ে উকুনেরা মরণ কামড় কামড়াচ্ছে, ত্খন আবার কে যেন দেখা করতে এসেছে বাড়ীতে, তাকে বলে ফেললেন যে মাথায় উকুন হয়েছে, তারপরে বাথরুমে গিয়ে শ্যাম্পু করবার আগে ভুল করে এক মগ ফিনাইল ঢেলে ফেললেন মাথায়। এটা আশির দশকের উপন্যাস।
  • pi | 24.139.221.129 | ৩০ অক্টোবর ২০১৪ ২৩:০৫654645
  • না, অনেকে বারণ করেছিল না?
  • সে | 203.108.233.65 | ৩০ অক্টোবর ২০১৪ ২৩:০৬654647
  • তবে তো আমার ফোটো ও দেয়া যাবে না হেথায়।
  • jhiki | 149.194.228.39 | ৩০ অক্টোবর ২০১৪ ২৩:১১654649
  • তোমার ডাকনাম কি পোকা?
  • d | 116.66.192.132 | ৩০ অক্টোবর ২০১৪ ২৩:১৮654650
  • ভাগী আরো কার কার জেনো মাকড়সা র ছবিতে ফোবিয়া আছে। ছারপোকায় কারো আছে কিনা জানা নেঈ অবশ্য
  • Atoz | 161.141.84.164 | ৩০ অক্টোবর ২০১৪ ২৩:৪৩654651
  • আমি জীবনেও ছারপোকা দেখিনি, ছবিতেও না। উপোসী ছারপোকা বলে একটা আলঙ্কারিক ব্যাপার অবশ্য একবার বুঝেছিলাম। এক বড়োলোক মহিলা কেবলই বড়োলোক ছেলেপিলে হ্যান্ডল করে করে উপোসী ছারপোকার মতন হয়ে গিয়েছিলেন কাউকে ঠিকমতন নাক সিঁটকাতে না পেরে। শেষে এক গরীব এলোঝেলো ছাত্র পেয়ে উপোসী ছারপোকার মতন ঝাঁপিয়ে পড়লেন। ঃ-)
  • জটাশঙ্কর ওঝা | 99.0.146.90 | ৩১ অক্টোবর ২০১৪ ০১:১৩654652
  • স্তর হতে স্তরান্তরের তত্ত্বের দেশকাল নিরপেক্ষতার কথা কে বলল?
  • bhagidaar | 106.2.241.35 | ৩১ অক্টোবর ২০১৪ ০২:৫৩654653
  • -- ছারপোকার গল্প সোসেনের কাছে ভালো শোনা যাবে।
  • Atoz | 161.141.84.164 | ৩১ অক্টোবর ২০১৪ ০৭:২০654654
  • তবে ছারপোকার ব্যাপারটা খাটিয়াওয়ালারা ভালো বলতে পারবে। খাটিয়া পেতে যারা শোয়। ছারপোকা আর ডামাবানু-এই দুটি ব্যাপার খাটিয়ার সঙ্গে ওতোপ্রোতো জড়িত।
    ডামাবানু হলো একরকম সুন্দরী ভুতনি, খাটিয়ার নিচে এসে শোয়। ধরতে গেলেই বিড়াল কুকুর হরিণ ইত্যাদি নানা প্রাণীর রূপ ধরে পালায়।
    ভেবে দেখুন, ঐ গপ্পের ছেলেটা যদি খাটিয়া পেতে না শুয়ে মেঝেতে খড় বিছিয়ে তার উপরে চাদর দিয়ে শুতো, তাইলে ওকে ছারপোকাও কামড়াতো না, ওর খাটিয়ার তলায় ডামাবানুও আসতো না। ও বেচারা মাঝরাতে অত ভয়ও পেত না।
  • Atoz | 161.141.84.164 | ০১ নভেম্বর ২০১৪ ০৩:০২654655
  • ও হো বুঝলেন্না বুঝি? ওটা ছিল "আরণ্যক" এ। ডামাবানুর গপ্পো।
    ঃ-)
  • Abhyu | 109.172.117.178 | ০১ নভেম্বর ২০১৪ ০৫:০৫654656
  • খুব ভুল না হলে নবনীতা দেবসেনের ও গল্পের নাম বন ভঁইয়াজ। ১৯৯৪ সালে বেরিয়েছিল। প্রথম ক্লাস কেটে নরেন্দ্রপুরের লাইব্রেরীতে বসে পড়া বড়গল্প। সে বছরের দেশ পুজো সংখ্যায়।
  • Abhyu | 109.172.117.178 | ০১ নভেম্বর ২০১৪ ০৫:০৭654657
  • আচ্ছা উকুন কি এখন এন্ডেনজার্ড স্পিসিস?
  • Atoz | 161.141.84.164 | ০১ নভেম্বর ২০১৪ ০৫:১৩654658
  • হ্যাঁ, আমিও পড়েছিলাম। ১৯৯৪ এর পূজোসংখ্যায়। ঐখানেই ছিল মিত্রা চপ খেতো সবাইকে দিয়ে থুয়ে, এদিকে তার চপ খাওয়া বারণ। নবনীতা শুনে বললো আমাকে তো দেয় না?
    তখন তাড়াতাড়ি তাকে বোঝায় সবাই, আরে তোমাকে দেবে কি, তোমার থেকেই তো কথাটা লুকানো আছে। ঃ-)
  • সে | 188.83.87.102 | ০৩ নভেম্বর ২০১৪ ০১:০৫654660
  • ঠিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন