এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ব্যাঙ্কের এটিএম ব্যবহারে শুল্ক নিয়ে মামলা

    কল্লোল
    অন্যান্য | ২৫ ডিসেম্বর ২০১৪ | ৩৩৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | 218.107.71.70 | ২৬ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৩654986
  • আমেরিকাতেও নিজের ব্যান্কের এটিএম থেকে যতখুশি তুলতে পারেন, চাপলেস। অন্য ব্যান্ক থেকে তুলতে গেলে ৩ ডলার

    মোবাইলে ইনকামিং কাটে - আমেরিকাতেও, কিন্তু রোজ রাত নটা থেকে ভোর ছটা আর পুরো উইকেন্ড ইনকামিং এবং আউটগোয়িং সব ফ্রি। তবে কম্পিটিশন এর চোটে সব মেজর প্রভাইডার আসতে আসতে আনলিমিটেড টক্ ও টেক্সট এ চলে যাচ্ছে।
  • Arpan | 233.227.225.160 | ২৭ ডিসেম্বর ২০১৪ ০৯:০৯654987
  • আমি আর আমার বউয়ের দুটো অ্যাকাউন্ট থেকে আইসিআইসিআই দশ বার আর অন্য ব্যাঙ্ক ছ বার - এ দিয়ে চলে যাবে।

    কিন্তু কোশ্নটা হল এর ফলে সার্ভিস কোয়ালিটি ভালো হবে কি? আমার দরকার ২৫০০০ কিন্তু ব্যাঙ্কের এটিএম একবারে ২০০০০- এর বেশি টাকা বের করবে না (যদিও সেটা কোথাও লেখা নেই) - এসব বদামো কে রুখবে?
  • নির্মাল্য | 135.22.55.2 | ২৭ ডিসেম্বর ২০১৪ ১৫:১৫654988
  • লাইন দিয়ে টাকা তোলার দিন ফিরে এল বলে মনে হয় না। ব্যাঙ্কে যাতায়াতেরও একটা খরচ আছে তো। সময় যে নষ্ট হত তারও একটা দাম আছে বইকি। বলা যেতে পারে যে সেই খরচগুলো বেঁচে যাচ্ছিল, এখন আবার সে এসেছে ফিরিয়া।
  • সে | 188.83.87.102 | ২৭ ডিসেম্বর ২০১৪ ১৬:২৪654989
  • অথবা এরা চাইছে একবারে থোক টাকা তুলে এনে পাব্লিক ঘরে রেখে দিক। তাতে লোকের খরচ বেড়ে যাবে। হাতে বেশি টাকা থাকলে খরচা করতে ইচ্ছে হয়।
    এটিএম যতদিন থাকবে, ততদিন সিকিওরিটি গার্ডও রাখতেই হবে। সেই খরচ ব্যাঙ্কের কমবে না।
    আবার এখন কোনো ব্যাঙ্ক যদি ঘোষণা করে যে তাদের এটিএম থেকে আনলিমিটেড সংখ্যক বা ৫ এর বেশি (ধরা যাক ২০টা) ট্র্যানজাকশান ফ্রি, তখন লোকে সেই ব্যাঙ্কেই অ্যাকাউন্ট খুলতে ছুটবে।
  • sch | 233.223.131.253 | ২৭ ডিসেম্বর ২০১৪ ১৮:৫৭654990
  • ATM এ গার্ড রাখতে হবে এই মাথার দিব্যি কে দিল। বললেই হয় যে ATM থেকে যে যার দায়িত্বে টাকা তুলবেন। তাহলেই তো খরচা নেই
  • dc | 133.201.213.38 | ২৭ ডিসেম্বর ২০১৪ ১৯:২০654991
  • Arpan, এটিয়েম থেকে একবারে কুড়ি হাজারের বেশী তোলা যাবেনা, এটা তো বেশীরভাগ মেশিনের ওপরেই লেখা থাকে! বেশীরভাগ ব্যাংকের নিজের এটিএম থেকে দিনে কুড়ি আর অন্য ব্যাংকের এটিয়েম থেকে দিনে দশ হাজারের বেশী তোলা যায়্না। তবে স্টেটব্যাংকের নিজের এটিএম থেকে দিনে চল্লিশ হাজার তোলা যায়।

    আর পরিষেবার উন্নতি না হলে অবশ্যই কুড়ি টাকা করে কাটা উচিত না। কোর্টের রায় যদি হয় যে কুড়ি টাকা করে নিয়ে পরিষেবার উন্নতি করতে হবে তাহলে তো ভালই হয়। আর পরিষেবা মানে শুধু টাকা তোলার লিমিট বাড়ানো না, এটিয়েম মেশিনটাও ইমপ্রুভ করা উচিত। এটিয়েম রুমটাকেও আরো পরিষ্কার করা উচিত, সিসিটিভি যে কাজ করছে ব্যাংকের সেটা নিশ্চিত করা উচিত, টাকা জমা দেবার জন্য আলাদা এটিএম মেশিন বসানো উচিত (এটা রিসেন্টলি অ্যাক্সিস ব্যাংক বেশ কিছু জায়্গায় বসিয়েছে), এটিয়েম রুমে ফোন রাখা উচিত যাতে সেই ব্যাংকের আইভিআর অ্যাক্সেস করা যায় (যেমন সিটিব্যাংক আর স্ট্যানচার্টের বেশীরভাগ এটিয়েমে থাকে)। এগুলো করলে আর এর বদলে কুড়ি টাকা করে কাটলে বোধায় অনেকেই আপত্তি করবেনা।
  • Arpan | 127.216.174.106 | ২৭ ডিসেম্বর ২০১৪ ১৯:৩২654992
  • এটিএমের ওপর লেখা থাকে নাকি? পরের বার খেয়াল করে দেখতে হবে।

    আমার ধারণা ছিল উইথড্রয়াল লিমিট কাস্টমার পিছু সেট করা থাকে আর সেই পরিমাণ টাকা ঐ ব্যাঙ্কের এটিএম থেকে একবারে বেরোন উচিত।
  • dc | 133.201.213.38 | ২৭ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৪654993
  • নানা এটিয়েম মেশিনের ওপর বা দেওয়ালে নোটিস থাকে। প্রচুর এটিয়েমে দেখেছি।
  • সিকি | ২৭ ডিসেম্বর ২০১৪ ২১:৫৭654995
  • আইসিআইসিআইয়ের এটিএমে একসাথে কুড়ি হাজারের বেশিও তুলেছি।
  • shibir | 59.206.186.143 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৯654996
  • hdfc তে একবারে ২০ এর বেশি বেরোয়না । আর দিনে ৪০ হাজার লিমিট ।
  • shibir | 59.206.186.143 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৪:০৩654997
  • সরকার যখন কোনো কিছুকে discourage করে তখন তার দাম বাড়িয়ে দেয় অথবা ট্যাক্স বসায়। আমার মনে হয় সরকার চাইছে এটিএম এর ব্যবহার কমুক তারমানে এই নয় যে লোকজন কে ব্যাঙ্ক এ ছুটতে হবে। হয়ত কার্ড এর ব্যবহার বেশি হোক তাই চাইছে। ওই যেরকম USA এর মত ক্রেডিট ড্রিভেন ইকোনমি টাইপ । আর কার্ডের খরচ এটিএম পোষার থেকেও কম। এখন কার্ড দিয়ে প্রায় সব কিছুই কেনা যায় তাই শহুরে মধ্যবিত্তর মনে হয়না খুব একটা অসুবিধে হবে। তবে এই পলিসি দিয়ে কালো টাকা কন্ট্রোল করা যাবে বলে মনে হয়না।

    আর আমার টাকা আমি ব্যাঙ্ক এ রাখব আর ব্যাঙ্ক সেই টাকা সুদে খাটিয়ে মুনাফা করবে তাই আমি ব্যাঙ্ক কে আর কোনো এক্সট্রা সার্ভিস চারজ দেবোনা এই যুক্তি খুব একটা ঠিক মনে হয়না। এটিএম সার্ভিস এর জন্য ব্যাঙ্ক আলাদা সার্ভিস চারজ দাবি করতেই পারে কারণ এটিএম এর কিছু এক্সট্রা সুবিধা আছে যেমন দেশের যে কোনো শহরের এটিএম থেকে ইচ্ছা মত টাকা তোলা যাবে। ব্যাঙ্ক না থাকলে আমাকে পুরো টাকা বয়ে নিয়ে বেড়াতে হত। এতদিন ফ্রি ছিলো এবার ভাড়া গুনতে হবে বাস্।
  • lcm | 118.91.116.131 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৮:০৫654998
  • এটিএম মেশিন-এর ঠিক কোনো একটি ব্যাংকের নিজেদের মেশিন নয়। এতে অন্য ব্যাংকের কার্ড দিয়েও টাকা তোলা যায়। এক ব্যাংকের পাশবই দিয়ে অন্য ব্যাংকে ক্যাশ তোলা যায় না বোধহয় সর্বত্র। এটিএম মেশিন ইন্টারব্যাংক নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। সংশ্লিষ্ট ব্যাংকের নামের সঙ্গে অন্য নেটওয়ার্কের নামও কার্ডে দেওয়া থাকে - যেমন, প্লাস (ভিসা কার্ডের কোম্পানী), সাইরাস (মাস্টারকার্ডের কোম্পানী)... ইত্যাদি।

    আমরা যখন দেখি সিটিব্যাংকের এটিএম মেশিন, তার মানে ঐ মেশিনটি বসানোর খরচ বহন করেছে সিটিব্যাংক। অন্য ব্যাংকের কাস্টমারদের ট্রানস্যাক্শন ফি দিতে হয়। আবার অনেক সময় দিতে হয় না। কোন ব্যাংক, কি ধরনের অ্যাকাউন্ট ইত্যাদি অনেক কিছুর ওপর নির্ভর করে। বেসিক্যালি খরচা একটা আছে, সেটা ব্যাংক বহন করে, ঠিক যেমন ব্রাঞ্চ চালানোর খরচ ব্যাংক বহন করে।

    ATM usage fees are the fees that many banks and interbank networks charge for the use of their Automated Teller Machines (ATMs).

    এবার এই ফি নিয়ে বিতর্ক আছে --
    Many people oppose these fees because ATMs are actually less costly for banks than withdrawals from human tellers.

    এই ফি পৃথিবী জুড়ে বাড়ছে, তার একটা কারণ ইউজার বাড়ছে। যত বেশী ইউজার বাড়ছে, নেটওয়ার্কের ব্যাকএন্ড ইনফ্রাস্ট্রাকচারে খরচ তত বাড়ছে। আর কানেক্টিং নেটওয়ার্কটায় অনেক কোম্পানী যুক্ত। তারা ট্রানস্যাক্শন রেট বাড়ালে, ব্যাংকগুলোর ওপর চাপ হয়।

    ভারতের হিসেব ধরলে,
    The number of ATMs, which stood at a little over 27,000 as at end-March 2007, has increased to over 160,000 across the country by end-March 2014.

    In 2014, the Reserve Bank of India(RBI) the banking regulator for the country issued a directive on request from large ATM network and card issuer banks which expressed concern that,growing cost of ATM network operational cost, large amount of cash outgo and it's reconciliation as well as and huge outflow of acquiring fee outgo need to be controlled by removing free transactions from other bank ATMs by the customers. In fact, customers of same bank withdrawing more than 5 times in month were sought to be charged. Present directive reduces Free transaction per month from as 5 to 3 with revised charges of INR 20 plus taxes levied per transaction as ATM transaction fee.

    ইউএস-তে অনেক ব্যাংকেই এমন মান্থলি ফ্রি এটিএম ট্রানস্যাক্শন লিমিট আছে। মাসে ৫ বা ১০ টা এটিএম ট্রানস্যাক্শন ফ্রি। আবার বেশী টাকার বিশেষ অ্যাকাউন্টের গ্রাহকদের অনেক ব্যাংক আনলিমিটেড ফ্রি এটিএম অ্যাকসেস দেয়, অনেক বড় অ্যাকাউন্ট হলে আনলিমিটেড ফ্রি ইন্টারন্যাশনাল অ্যাকসেস-ও দেয় শুনেছি।
  • a | 213.219.201.58 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৮:০৬654999
  • কথাটা সেটা নয়, কথাটা সার্ভিস দিচ্ছে কি না। যদি সার্ভিস দিয়ে পড়্তায় না পোষায়, তো তুলে দিক, যদি কোন ব্যান্কের সেই দম থাকে। সেটা পারবে না কারণ একদিনে খালি হয়ে যাবে কাস্টমার বেস। এরপর তো বলবে আমি টাকা রাখি সেটাও সার্ভিস তার জন্যেও টাকা দাও!! বেসিকালি, এটিএম সুবিধা রিটেল ব্যান্কিংএর ন্যূনতম সুবিধাগুলির ভিতর একটা, তার জন্যে পয়সা কাটা উচিত নয়।
  • lcm | 118.91.116.131 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৮:১৩655000
  • এখানে আর একটা ব্যাপার আছে যেতা জাপানে হয়েছিল। ব্যাংকের সুদের হার কমতে কমতে এমন হয়েছিল, যে ব্যাংকে টাকা রাখতে গেলে কিছু টাকাও দিতে হয় প্রায় টাকার রক্ষণাবেক্ষণের খরচ হিসেবে।
    যেমন, এখানে এখন ব্যাংকে (চেকিং/সেভিংস মিলিয়ে ) সুদ দেয় ধরো 0.2 থেকে 1.0 রেঞ্জে। একটা মিনিমাম অ্যামাউন্ট (১৫০০-২০০০ ডলার) এর নীচে ব্যালান্স চলে গেলে মাসে মাসে ১০-২০ ডলার মেইন্টেন্যান্স ফি কাটবে... ইত্যাদি।
    এর ওপর, ছোট কাস্টমারকে যদি আনলিমিটেড এটিএম ট্র্যান্সস্যাকশনের সুবিধে দিতে হয় তাহলে বেসিক্যালি ব্যাংকের লস হয়।
  • সে | 188.83.87.102 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৮:২০655001
  • এখানে ইন্টারেস্ট আরো কম। দশ হাজারের নীচে রাখলে প্রতি মাসে কুড়ি করে কাটে। বাৎসরিক ইন্টারেস্টের ওপর কাটে ৩৫% ইনকাম ট্যাক্স। এবং মূল টাকার ওপরে কাটে প্রপার্টি ট্যাক্স। এর ফলে ব্যাঙ্কে টাকা কখনই সুদে বাড়ে না, বরং হিসেব করলে দেখা যাবে কমে যায়।
    টেলর মেশিনের ট্র্যানসাকশান ফি নেই, কিন্তু ইন্টারনাল অর্ডার প্রত্যেকটার জন্যে কাটে ৫০ পয়সা (দেশের ভেতরে), দেশের বাইরে হলে আরো বহু বহুগুণ বেশি। এদেশে চেকবই পাওয়া যায় না ফ্রীতে। প্রত্যেকটা চেক কিনতে হয়। তার ফি আলাদা।
    একদিনে টেলর মেশিন থেকে কতো টাকা তোলা যাবে সেটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ভ্যারি করে। কোথাও চার হাজার তো কোথাও চারহাজার নশো পঞ্চাশ। খুব বেশি ক্যাশ হাতে রাখা বেআইনী।
  • lcm | 118.91.116.131 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৮:৪৬655002
  • সে-র সঙ্গে এখানেও অনেকটা একরকম।
    ইন্টারেস্ট রেট একটু ভুল দিয়েছি। BoA-তে চেক করলাম (চেজ বা সিটি ব্যাংকে একই প্রায়) - ১০ হাজার ডলারের কম হলে 0.01% সুদ, তার ওপরে 0.02 । ডেইলি এটিএম উইথড্রয়াল লিমিট ২৫০-৩৫০ ডলার।
  • a | 213.219.201.58 | ২৮ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৬655003
  • ব্যাংকের লস হলে ব্যাবসা তুলে দিলেই পারে!! এদের লস হবার একা মেন কারণ তো নিজেদের ব্যার্থতা, তো সেটা কস্টমরকে কেন পাস করবে?
  • dc | 213.187.246.122 | ২৮ ডিসেম্বর ২০১৪ ২০:০৫655004
  • "এরপর তো বলবে আমি টাকা রাখি সেটাও সার্ভিস তার জন্যেও টাকা দাও!!"

    a, কিন্তু ব্যাংকে টাকা রাখা সার্ভিসই তো! ব্যংকে আপনি টাকা রাখছেন, তার বদলে পাচ্ছেন সুরক্ষা আর ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা ব্যাংক দিতে পারছে কারন সেই টাকাটা খাটিয়ে ব্যাংক আরো বেশী রোজগার করছে। মানে এটাই ব্যাংকিং ব্যবসার বেসিক মডেল আরকি।

    "ব্যাংকের লস হলে ব্যাবসা তুলে দিলেই পারে!!"

    এটা যদি উল্টোভাবে দেখি, আপনার ট্র্যানস্যাকশন কস্ট দিতে ইচ্ছে না হলে ঘরে টাকা রাখলেই পারেন! নিজ দায়িত্ত্বে নিজের টাকা ঃ-)

    "এদের লস হবার একা মেন কারণ তো নিজেদের ব্যার্থতা, তো সেটা কস্টমরকে কেন পাস করবে?"

    লস খাওয়ার জন্যই যে এই ট্রানসাকশন ফি নিচ্ছে সেটা নাও হতে পারে। সার্ভিস ইমপ্রুভ করার জন্য নিচ্ছে, এরকম যদি হয়?
  • সে | 188.83.87.102 | ২৮ ডিসেম্বর ২০১৪ ২১:১৮655006
  • ব্যাঙ্কে টাকা না রেখে ঘরে টাকা রাখলে দেশের অর্থনীতির জন্যে খুবই খারাপ। ইন্টারেস্ট যদি না ও দেয় ব্যাঙ্ক, তা ও উচিৎ ব্যাঙ্কে টাকা রাখা। ম্যাক্রো ও মাইক্রো ইকোনমিকসের লোকেরা এব্যাপারে ভালো বোঝাতে পারবেন।
    ইন্টারেস্ট রেট অনেকটাই নির্ভর করে দেশের কারেন্সির ইন্‌ফ্লেশনের ওপরে। যত বেশি মুদ্রাস্ফীতি তত বেশি ইন্টারেস্ট। খুব বেশি ইন্টারেস্ট খুব একটা ভালো খবর নয়।
  • নির্মাল্য | 135.22.55.2 | ২৯ ডিসেম্বর ২০১৪ ০৭:২০655007
  • অত হিসেব-কিতেব কি অামরা বুজি। ভাড়া নেওয়া যাবে না, সব ফ্রিতে দিতে হবে, ব্যস । চল ১৯ টা এটিএম-এ অাগুন লাগাই।
  • কল্লোল | 111.63.212.188 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১০:৩০655008
  • সার্ভিস ইমপ্রুভ? স্টেট ব্যাঙ্ক অন্য এটিএম থেকে মাসে ৫বারের বেশী টাকা তুললে লেনদেন প্রতি ৫টাকা করে কাটে বহু দিন ধরে। কিন্তু আমি যেখানে থাকি সেখানকার স্টেট ব্যাঙ্ক এটিএম বেশীরভাগ সময়েই খারাপ থাকে বা টাকা থাকে না। তখন বাধ্য হয়ে পাশে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে হয়। এটা নিয়ে বহু অভিযোগ করেছি। কিছুই হয় না।

    ব্যাঙ্ক আমার টাকা রেখে ব্যাবসা করে। লাভ না করতে পারলে আমার দায় নয়। সেটা ব্যাঙ্কের দায় নিতান্তই। আমি টাকা রাখি পরিসেবা পাবার জন্য। সেগুলোর খরচা আমার টাকা বিনিয়োগ করেই তুলে নেওয়ার কথা। না পারলে সেটা আমার ঘাড়ে চাপানো কেন?

    আজ স্পাইস জেট উড়ান বন্ধ করে দিচ্ছে। সেটাও খুবই খারাপ। তবু টাকা ফেরত দিচ্ছে। সেটা না করে যদি ওরা উড়ান চালু রেখে যাত্রীদের কাছে প্লেনে উঠবার আগে বেশী টাকা দাবী করতো - ওদের লোকসান হচ্ছে এই অজুহাতে - বেশী টাকা দিলে প্লেনে চড়তে দেবো, না দিলে ক্যানসেলেসন ফি কেটে নিতো - তো সেটা কি ঠিক হতো?
  • Arpan | 125.118.104.15 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১১:০০655009
  • কল্লোলদা, এর একটাই উপায়। স্টেট ব্যাঙ্কের থেকে সার্ভিস নেওয়া বন্ধ করা। অন্য বাঙ্কের থেকে সার্ভিস নাও - যাদের এটিএম তোমার পাড়াতে বেশির ভাগ সময় চালু অবস্থায় পাওয়া যায়, বাড়ির কাছাকাছি ব্র্যাঞ্চ আছে এবং সেখানে সার্ভিস ভালো, স্যালারি অ্যালাউন্ট খুললে নানারকম সুযোগ সুবিধা দেয়।

    রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে বড়দা এসবিআইকে বাদ দিলে দেখেছি অন্যান্য ছোট ব্যাঙ্ক যেমন অন্ধ্রা ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, বিওআই এদের সার্ভিস খারাপ না।
  • কল্লোল | 111.63.212.188 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১১:০৮655010
  • সেটা কথা নয়। আমার স্যালারী একাউন্ট অন্য ব্যাঙ্কে। এইচডিএফসি। সে আরও সরেস। আমার পাড়ার এটিএমটি এসটিএম হয়ে গেছে। অল টাইম আর নেই ওটা সাম টাইম হয়ে গেছে। কেউ বা কারা নাকি ভ্যান নিয়ে এসে এটিম মেশিনটাকেই তুলে নিয়ে যেতে এসেছিলো। তাই রাত ১১টা থেকে সকাল ৭টা অবধি ওটা বন্ধ থাকে। আমি মাইরী এরকম ঘটনা কোত্থাও শুনিনি।
  • jhiki | 121.95.121.45 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১১:২০655011
  • স্টেট ব্যাঙ্কের সার্ভিস নিয়ে কোন কথা হবেনা, সুপার সার্ভিস। আমরা মাচ মোর দ্যান হ্যাপি উইথ এসবিআই। তবে ইচ্ছেকৃত ভাবেই আমরা এসবিআই-এর এটিএম/ডেবিট কার্ড ব্যবহার করিনা, কোনদিন অ্যাকটিভেটই করাইনি।
  • কল্লোল | 111.63.212.188 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১১:৪৫655012
  • অন্ততঃ ব্যাঙ্গালুরুতে স্টেট ব্যাঙ্ক এটিএম বেশ ঝামেলার। ব্র্যাঞ্চ লেভেলে সার্ভিস নিয়ে(লুরুতে) কথা হবে না।
  • একক | 24.99.70.249 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১২:৫৮655013
  • হে ম্যান , সিরিয়াসলি ; মোবাইল এটিএম করলে কেমন হয় ? গুট গুট করে ঘুরে সার্ভিস দেবে । রুরাল এরিয়া স্পেশাল । কল্লোলদার কথা শুনে মনে হলো !
  • সিকি | 131.241.127.1 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:০৫655014
  • স্টেট ব্যাঙ্কের আছে তো। প্রগতি ময়দানে ট্রেড ফেয়ারের সময়ে সারা ময়দান ঘুরে ঘুরে সার্ভিস দেয়।
  • একক | 24.99.70.249 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:০৬655015
  • নাহ ,ডাকাতি হয়ে যাবে । এখনো ইন্ডিয়াতে এটিএম ডাকাতি বেশ কমন ।
  • একক | 24.99.70.249 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:০৯655017
  • মেলার ময়দান সেফ জায়গা । কিন্তু প্রত্যন্ত গ্রামে ঢুকলে জাস্ট পুরো গাড়ি শুদ্ধু লুটে নেবে ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন