এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ব্যাঙ্কের এটিএম ব্যবহারে শুল্ক নিয়ে মামলা

    কল্লোল
    অন্যান্য | ২৫ ডিসেম্বর ২০১৪ | ৩৩৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shibir | 113.16.71.21 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:১২655018
  • এটিএম একটা সার্ভিস তার জন্য ব্যাঙ্ক টাকা চাইছে । সার্ভিস যদি ভালো না লাগে তবে একাউন্ট ক্লোজ করে দাও । অথবা চেক কেটে টাকা তোলো। হয়ে গেল । ব্যাঙ্ক এটিএম থেকে বেশি টাকা চাইছে লস রিকভার বা ভালো সার্ভিস দেবার জন্য নয় সিম্পলি বেশি মুনাফা করার জন্য । ব্যাঙ্ক এর বেশি মুনাফা করার অধিকার নেই ?
  • সিকি | 131.241.127.1 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:২৭655019
  • আজ্ঞে, বেশি মুনাফা করার অধিকার সকলেরই আছে। পাড়ার তেলেভাজাওলারও আছে। তাই বলে সে ফুলুরির দাম পাঁচ থেকে বাড়িয়ে পনেরো টাকা করে দিতে পারে?
  • jhiki | 121.95.121.45 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৩৭655020
  • ফুলুরির প্রাইস রেগুলেটেড না থাকলে অবশ্যই পারে, আর পাড়ার মোড়ের ফুলুরি তো ডিজাইনার আইটেম। এসবের প্রাইস বোধহয় রেগুলেটেড হয়না ঃ)

    বাকী ক্রেতার ইচ্ছে.....
  • * | 131.241.218.132 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৩:৪৪655021
  • স্টেট ব্যাঙ্ক এ খালি কার্ড আটকে যায়
  • কল্লোল | 125.242.174.232 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৪:১৩655022
  • মুনাফা করতে কে বাধা দিয়েছে। নিজের কোর বিজনেসে মুনাফা করুক। অনাদায়ী ঋণ আদায় করুক। নিজেরা ধার দিয়ে টাকা আদায় করতে পারবে না আর ঝাড় খাবো আমি? খেটে খাক না ব্যাঙ্ক।

    * - স্টেট ব্যাঙ্কে তো কার্ড গিলে ফেলা মেশিন নেই!
    আটকে যায় কোংকোয়ে?

    স্পাইস জেট তবে সিটের জন্য, বেল্টের জন্য, টয়লেটের জন্য পয়সা নিক। লাভ করতে হবে তো। কবে বলবে হোস্টেসদের মেকাপের পয়সাও চাই। সব তো খদ্দেরের জন্যেই সার্ভিস।
  • lcm | 183.197.107.15 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৪:১৪655023
  • সেটা এখানে অনেক ছোট ব্যাংকের আছে, তাদের গাতে গোনা গুটিকয়েক এটিএম, তাদের কোনো মোবাইল অ্যাপ নাই... ইত্যাদি - তো না পোষালে অন্য ব্যাংকে যান। তা বলে তারা তো আর লস করে কাস্টমারের উবগার করতে যাবে না।

    যাদের এটিএম কাজ করে, কোনো চার্জও নেয় না - তাদের ব্যাংকে অ্যাকাউন্ট খুললেই তো ঝামেলা মিটে গেল। রিমোট এলাকার কাস্টমারদের এত বাহানা নাই। শহুরে বাবুদের হল এই যত্ত ইয়ে।
  • কল্লোল | 125.242.174.232 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৪:২৭655025
  • লসাগু।
    এটা অনেকটা কলকাতায় ভিড়, বা ব্যাঙ্গালোরে ট্রাফিক জ্যাম, তো হরগোবিন্দপুরে গে থাকুন - সে রকম হয়ে গেলো।
  • * | 131.241.218.132 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৪:২৭655024
  • চিল্কার কাছে বালুগাঁও বলে একটা জায়গাতে বেড়াতে গিয়ে স্টেট ব্যাঙ্ক এর মেশিনে কার্ড আটকে গেছিল। আমার চেনা অনেকের কার্ডও গেছে। এখন maximum মেশিন এ কার্ড ভরে দিতে হয় না বটে, কিন্তু অনেক মেশিন এ এখনো হয়।
  • trx | 125.112.74.130 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৪:৪৪655026
  • আমরা খালি নিজেদের দিয়ে অ্যানালিসিস করি। আমাদের নিজেদের প্লাস বউয়ের অ্যাকাউন্ট মিলিয়ে খান দশ/পনেরোবার ফ্রী উইথড্রয়াল হবে - তাতে চলে যাবে, বা মাসে পাঁচবার দশ হাজার করে তুলে নিলাম - হয়ে গেলো - এগুলো সবই আমাদের জন্যে হয়তো খাটে। কিন্তু সকলের জন্যে খাটে কি? আগে দেখলাম একজন জনধন যোজনার কথাটা এনেছেন - একেবারে ঠিক। একদিকে জনধন যোজনার কথা বলে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, এটিএম কার্ডকে প্রোমোট করা হচ্ছে - অ্যাপারেন্টলি তাতে গ্রামের লোকের সুবিধা হবে, যখন "দরকার" তখন যাতে টাকা তুলতে পারে। অন্যদিকে, টাকা কাটার মতলবও তৈরী হচ্ছে। কার্ডের সুবিধাটাই তো এইটা - যে যখন দরকার তখন টাকা তুলবো।

    আমেরিকাতে মনে নেই, সম্ভবতঃ কখনো চার্জ দিতে হয়নি (২০০২ সালের কথা), এবং বিলেতে তো হয়ই নি কখনো। বার্কলেজের কার্ড নিয়ে দিব্যি ন্যাটওয়েস্ট বা আরবিএস থেকে টাকা তুলেছি। হ্যাঁ ওখানে এটিএম সিকিউরিটি পুষতে হয় না, দিব্যি রাস্তার ওপরে পোস্টবক্সের মত খোলামেলা এটিএম।
  • সিকি | 135.19.34.86 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৫:১৫655028
  • আমি অবিশ্যি বেশি এক্সপেরিমেন্টে যাই নি - অ্যাদ্দিন তো হাতে টাকা দিত, এইবারেই প্রথম সিডনি যাবার আগে দেখলাম থমাস কুক একটা কার্ড দিল, বর্ডারলেস প্রিপেইড কার্ড, মাল্টিকারেন্সি মাল্টিকান্ট্রি। তো সিডনি পৌঁছে একটা এএনজেডের এটিএম থেকে টাকা তুললাম, ঠিকঠাক বেরোল, ঘরে এসে অনলাইনেও চেক করলাম, কোনও বাড়তি টাকা কাটে নি। এদিকে ঘরে বাকি যে দুটো মনিষ্যি, তারা এসে থেকেই ঘ্যানঘ্যান করে চলেছে যে এটিএম থেকে টাকা তুলতে গেলেই তাদের দু ডলার করে কেটে নিচ্ছে। তাদেরও ঐ একই বর্ডারলেস প্রিপেইড বাই থমাস কুক। কেসটা কী বুঝি নি, আমি তার পরে আর সাহস না করে এএনজেডের ঐ এটিএম থেকেই টাকা তুলেছি, কখনও কিছু কাটে নি। কেবল চারপাশের লোকজনের ঘ্যানঘ্যান বেড়ে গেল, তাদের নাকি টাকা কাটছেই প্রতিবার এটিএম ট্র্যানজ্যাকশনে।
  • সিকি | 131.241.127.1 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৫:১৬655029
  • ও হ্যাঁ, তুর্কি, ডেনমার্ক বা সিডনি-মেলবোর্নে দেখেছি পাতি দু ডলারের চকোলেট কিনেও কার্ডে পেমেন্ট করা যায় দোকানে। আমাদের পাড়ার ডিপার্টমেন্টাল স্টোরে অন্তত দুশো টাকার বিল না হলে কার্ড নিতে চায় না।
  • kc | 198.71.217.154 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৩২655030
  • প্রতি ট্রানজাকশনে কুড়ি টাকা এমন কিছু বেশী না। যাঁদের মাস খরচ পঞ্চাশ ষাট হাজার (এখানেই হিসেব দেখলাম) তাঁদের কাছে কিছুই না। আর সরকার যদি মনে করে এতে নিম্নবিত্তদের অসুবিধে হবে তাহলে তাঁদের অ্যাকাউন্টে টাকাটা আবার ফেরত দিয়ে দেবে। গ্যাসের সাবসিডির মত। এনিয়ে একটা লেখাও সেদিন পড়লাম।

    ব্যাঙ্কতো না বলেই সুদের হার কমিয়ে দেয়, তাতেতো আরও বেশী লস হয়। সব কিছুতেই দ্রোহসি হলে হব্যা?
  • Arpan | 233.227.134.22 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৯655031
  • দুটো জিনিস মোটেও এক না। এক্সট্রা চার্জ সরকার না, ব্যাঙ্কের কাছে যাচ্ছে। সরকার সেস বসিয়ে টাকা তুললে অন্য কথা ছিল। দ্বিতীয়ত জমা টাকার ওপর সুদ কমালে লোনের ওপরও সুদ কমে।

    দুটো জিনিস মোটেও এক না।
  • kc | 198.71.217.154 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৬655032
  • ল্লেহ!
  • Ekak | 24.99.195.113 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৬:০১655033
  • এই toi টা তো প্রথম থেকেই জনস্বার্থ মডে চলছে। একটু অন্য দিকে দেখা যাক এবার ?

    সার্ভিস চার্জ নেওয়া নিয়ে সমস্যা না । ঘটনা হলো অতিরিক্ত সা চা দেবার ভয়ে লোকে যদি দু-তিন ত্রান্সাক্সনে একটা লাম্পসাম এক্স এমাউন্ট তুলে রেখে দেওয়ার অভ্যেস করে ? সেক্ষেত্রে মিনিমাম সাইকল না থাকার কারনে ব্যান্ক কিন্তু লাভ হারাচ্ছে । তাহলে যে স্টাডি টা দরকার তা হলো সা:চা কত হলে অপটিমালি সেই লোকসান ব্যাঙ্কের গায়ে লাগবে না !

    আমি একটা প্রপার এলগরিদম বেসড সাঃ চাঃ আশা করেছিলুম ব্যাঙ্কের তরফে । এই লিনিয়ার মডেল টা মাথায় ঢুকছেনা । এনি ইনসাইট ?
  • kc | 198.71.217.154 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৬:০৪655034
  • এলগরিদম আসবে। ব্যবহারের প্যাটার্নটা এস্টাবলিশ্ড হলেই অ্যালগোরিদম আসবে। ততক্ষণ টিংটং।
  • dc | 213.187.246.82 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৭:৪৫655035
  • Ekak, কয়েকদিন আগেই খবরের কাগজে দেখলাম নতুন সার্ভিস চার্জের ফলে এটিয়েম ইউসের ফ্রিকুএন্সি কমে গেছে। লোকে একেকবারে বেশী টাকা তুলছে। তো এসব হিসেব নিকেশ করে কয়েক মাস পর ব্যাংকগুলো নিশ্চয়ই একটা অপটিমাম উপায় বের করবে। যদি দেখে যে সার্ভিস চার্জ বসিয়ে আলিটিমেটলি ওদের ক্ষতো হচ্ছে তাহলে নিশ্চয়ই আবার অন্য কিছু ভাববে।

    তবে বেটার সার্ভিস পেলে একটা নমিনাল সার্ভিস ফি সত্যিই দেওয়া যেতে পারে। আর কল্লোলবাবুকে আমিও বলতে চাই, সার্ভিস চার্জ না দিতে চাইলে ব্যাংকে গিয়ে সেল্ফ চেক দিয়ে টাকা ওঠানোর অপশান তো আছেই! ধরুন কেউ সার্ভিস চার্জ দিতে চায় না, তাহলে সে কেন এটিয়েম সার্ভিস ব্যবহার করবে?
  • sm | 233.223.154.39 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৯:২৩655036
  • আমরা ব্যাঙ্কে টাকা রাখি, এতে কে বেশি উপকৃত হয়? গ্রাহক না ব্যান্ক। অবশ্যই পাল্লা ভারী ব্যাঙ্কের দিকে ।ভাবুন আপনি ১০ হাজার টাকা ব্যাঙ্কে রাখলেন, আর সেই এমাউন্ট টাকা ধার নিলেন। যদি পার্সোনাল লোন নেন তবে ইন্টারেস্ট প্রায় ১১-১২ শতাংশ , আর কার্ডে নিলে বাত্সরিক প্রায় ৩০ শতাংশ। আর টাকা জমা রাখলে,এফ ডি তে সর্বমোট ৯ শতাংশ, সেভিংস হলে ৪ শতাংশ হারে সুদ পাবেন ।
    অর্থাত প্রতি ক্ষেত্রেই ব্যাঙ্কের বিশাল লাভ।
    এবার আসি ব্যাঙ্কের টাকার সোর্স কি? আমানত কারী এবং রিসার্ভ ব্যান্ক।রিসার্ভ ব্যান্ক যে সুদে ব্যান্ক কে ধার দেয়, ব্যান্ক সব সময় তার থেকে ২-৩ শতাংশ মার্জিন লাভ রেখে গ্রাহক কে টাকা ধার দেয়। বিদেশেও তাই। ব্যান্ক অফ ইংল্যান্ড এর বেস রেত ০।৫ শতাংশ হলে মর্টগেজ রেট্ ২-৩ শতাংশ থাকে।সুতরাং যখন কোনো ব্যান্ক সেভিংস এর উপর ।০০৫ শতাংশ সুদ দেয়, সেই ব্যান্ক কে জরিমানা করা উচিত। সম্প্রতি বার্ক্লেজ ব্যান্ক, লাইবর রেট্ গুপি করার দরুন কয়েকশ মিলিয়ন পাউন্ড জরিমানা খেয়েছে।
    সুতরাং ব্যান্ক গ্রাহকের টাকা রেখে কোনো মহান কাজ করছে না। উল্টো দিকে গ্রাহকের টাকায় তাদের কর্মচারীদের বেতন হচ্ছে।
    এ টি এম পরিষেবা টিও বিনি পয়সায় দেওয়া ব্যাকের কর্তব্য।
    ব্যান্ক যদি কোর্ট কে দেখাতে না পারে, তার অপারেশনাল কস্ট (এ টি এম বনাম সাবেক পদ্ধতি)বেশি হচ্ছে না, তাহলে কোর্টের উচিত জরিমানা করা।
    অনাদায়ী ঋণ এর কথা একমাত্র কল্লোল বাবু তুললেন, এজন্য ধন্যবাদ।
  • dc | 213.187.246.82 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৯:৪২655037
  • যাব্বাবা ব্যাংক গ্রাহকের টাকা রেখে মহান কাজ করছে, একথা কে বললো? ব্যংক তো ব্যাবসা করছে, প্লেন অ্যান্ড সিম্পল! যদি লাভ রেখে ব্যবসা করতে পারে তো করবে, না পারলে করবে না। অন্যদিকে গ্রাহক যদি মনে করে ব্যাংকে টাকা রেখে তার লাভ হবে তো রাখবে, না হলে রাখবেনা। এর মধ্যে মহান কাজ আবার কোত্থেকে এলো?
  • sm | 233.223.154.39 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২০:০২655039
  • আরে সেটাই তো বলা হচ্ছে। এটা গিভ এন্ড টেক পলিসি । এখানে ব্যাঙ্কের দিকে প্রাপ্তির ভাড়ার অনেক বেশি।এটা হোটেল নয় যে,গ্রাহক কে বলা হবে, দাম পসন্দ না হলে আপুনি, মানে মানে সড়ে পড়ুন। পাবলিক সেক্টর ব্যাঙ্কের মালিকানা, সরকারের হাতে। সুতরাং লাভ ,ক্ষতি, পরিষেবা কড়ায় গন্ডায় কাস্টমার কে, ব্যান্কেই বুঝিয়ে দিতে হবে।
    প্রসঙ্গত ক্যাচাল টা সুরু করেছিল একটি পাবলিক সেক্টর ব্যান্ক।
  • কল্লোল | 111.63.214.107 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২০:০৪655040
  • ডিসি। একটা সময় ছিলো(১৯৮০ থেকে প্রয় ২০০০) হপ্তায় একদিন টাকা তুলতাম (শনিবার)। এটিএম হবার দরুন যখন যেমন দরকার টাকা তুলেছি। সেটাই এখন অভ্যাস। এতে খরচ (আমার ব্যক্তিগত) কম হয়। হঠাৎ সন্ধ্যে ৭টায় বাসায় ইয়ারদোস্তো এলে কিঞ্চিত জলপথ ভ্রমণের সাধ হলে পাড়ার এটিএম থেকে কিছুমিছু তুলে নেওয়া যেতেই পারে। সেটি সেল্ফ চেকে তোলা সম্ভব নয়।
    এই অভ্যাসটি ব্যাঙ্ক আমাদের ধরিয়েছে। আমরা ব্যাঙ্কের মাথায় বন্দুক ঠেকিয়ে এটিএম আদায় করিনি।
  • sm | 233.223.154.39 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২০:০৫655041
  • যেমন পাবলিক সেক্টর ব্যান্ক বলতে পারেনা, ১০ হাজারের কম অংকে টাকা রাখলে সেই কাস্টমার কে , একাউন্ট খুলতে দেবনা কারণ এতে আমার লাভ হচ্ছে না।তাদের সরকারী নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হয়।
  • dc | 213.187.246.82 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২০:৫২655042
  • sm, কল্লোল, আমি পাবলিক বা প্রাইভেট সেক্টর হিসেবে বলিনি, সব ব্যাংক মিলিয়েই বলেছি। স্টেট ব্যাংক যেমন পাবলিক সেক্টর, তেমনি আইসিআইসিআই বা স্ট্যানচার্ট প্রাইভেট সেক্টর। সার্ভিস চার্জ নিয়ে যদি আরো ভালো পরিষেবা দিতে পারে তো আপত্তির কিছু নেই, এই কথাটা যেকোন ব্যংক হিসেবেই বলেছি। তবে যে সেক্টরই হোক না কেন আমার মনে হয় যেকোন অর্গানাইজেশনে প্রফিট মোটিভটাই প্রধান মোটিভ হওয়া উচিত। কাজেই স্ট্যানচার্ট বা এসবিআই যদি কুড়ি টাকা নিয়ে বেটার এটিয়েম সার্ভিস দিতে পারে তো আমার আপত্তির কিছু নেই। এবার হাই কোর্ট বা সরকার কি বলে দেখা যাক।
  • sm | 233.223.154.39 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:০৫655043
  • অযথা,অনাবশ্যক ভাবেও তো টাকা কাটতে পারে।কোনো প্রাইভেট ব্যান্ক বলতেই পারে, চেক বুকের জন্য আলাদা টাকা চাই,মোবাইল এলার্টের জন্য টাকা চাই,অনলাইন পরিষেবার জন্য টাকা চাই। সবকিছু কি মানতে পারবেন বা পারা উচিত? এই সব কিছুরই দেখার জন্য সরকারী টিম থাকা দরকার। অন্যায় ভাবে কিছু ডিমান্ড করলে যাতে করা জরিমানা করা হয়।

    এই জন্যই ইংল্যান্ডে লাইবর রেট্ গুপি করার কথা লিখেছিলাম। কোনো কাস্টমার কিছু জানতেই পারেনি। কিন্তু কতিপয় ব্যান্ক মিলে চুপে এই ইন্টার ব্যান্ক লেন্ডিং রেট্ বাড়িয়ে রাখত।এতে করে গ্রাহক কে বেশি সুদ গুনতে হত। ব্যাঙ্কের লাভ হয়েছিল কয়েক বিলিয়ন। সুতরাং বুঝতেই পারছেন।
  • dc | 213.187.246.82 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:২৬655044
  • মোবাইল এলার্টের জন্য অ্যাক্সিস ব্যাংকের বেসিক অ্যাকাউন্টে বছরে পঞ্চাশ টাকা করে কাটে। বেসিক মানে মাসে অ্যাভারেজ দশ হাজার ব্যালেন্স। কিন্তু অ্যাডভান্সড অ্যাকাউন্টে এই টাকাটা কাটেনা। স্ট্যানচার্টেও বেসিক অ্যাকাউন্টে (পার কোআর্টার পঁচিশ হাজার অ্যাভারেজ) পঞ্চাশটার বেশী চেকলিফ চাইলে বছরে একশো না কতো একটা নেয়, কিন্তু অ্যাডভান্সড অ্যাকউন্টে এই ফি টা নেই। ডেবিট কার্ডের একটা অ্যানুয়াল ফি সব ব্যাংকেই আছে, স্টেট ব্যান্কেও আছে। কাজেই নানান ব্যাংকে নানানরকম অ্যাকাউন্টে গ্রেডেড ফি স্ট্রাকচার কিন্তু অলরেডি আছেই।

    তবে আমার মতে আরবিআই বা কোর্ট বা সরকারের অবশ্যই দেখা উচিত যে সার্ভিস ফি নিলে তার বিনিময়ে পরিষেবার উন্নতি হচ্ছে কিনা। উন্নতি না হলে PIL ফাইল করাই উচিত। আর লিবর গুপির কথা যেটা বললেন, বা আরেকটু আগের হাউসিং বাবল, যেটা লেয়ার্ড ইনস্ট্রুমেন্ট বানাতে গিয়ে হয়েছিল, এগুলো যাতে না হয় তার জন্য রেগুলেটরি অথরিটিকে সজাগ থাকা উচিত। সরকারের কাজ হওয়া উচিত সব নিয়মকানুন মেনে সবাই খেলছে কিনা সেটা দেখা, তার বেশী কিছু না।
  • 4z | 208.231.20.20 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২২:৩৯655045
  • এদেশে চেকবুক ফ্রী নয়।

    আর দুটো ব্যাংকের মধ্যে এটিএম ট্রানজ্যাকশন যতদুর মনে আছে থার্ড পার্টি নেটওয়ার্কের থ্রু হয়।
  • Arpan | 125.118.148.229 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২৩:০১655046
  • কল্লোলদা, হঠাৎ খরচের জন্য ডেবিট/ক্রেডিট কার্ড আছে তো। তাছাড়া ঘরে কিছু কন্টিঞ্জেন্সি রিজার্ভ তো থাকে, আপাদে বিপদে দরকার পড়তে পারে ভেবে।

    তাছাড়া দেখো, বেশ কিছু রাষ্ট্রায়্ত্ত ছোট ব্যাঙ্ক বলেছে তারা এরকম কোন সার্ভিস চার্জ বসাবে না। এরকম চয়েস গ্রাহকের জন্য তো ভালোই। আমার পাড়ায় যেমন কারুর বৈশ্য ব্যাঙ্কের এটিএম আছে। অ্যাদ্দিন খোঁজ করিনি, এবার দরকার পড়লে দেখব ওরা চার্জ বসিয়েছে কিনা।

    এটা আমি লিখলাম কাস্টমার হিসেবে আমার রেস্পন্স কী হবে। ব্যাঙ্কের সার্ভিস চার্জ বসানোর সপক্ষে/বিপক্ষে কিছু বলিনি।

    তাছাড়া ভেবে দেখলাম ইদানীং ইকমার্স সাইটগুলোর দৌলতে আমাদের কার্ডের খরচ বেশ কমে গেছে। সবই সিওডি অপশনে পেমেন্ট করে থাকি। কাজেই ক্যাশের ব্যবহার আগে থেকে অনেক বেড়েছে ইন জেনেরাল।
  • shibir | 113.16.71.21 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০১:২৩655048
  • "মুনাফা করতে কে বাধা দিয়েছে। নিজের কোর বিজনেসে মুনাফা করুক। অনাদায়ী ঋণ আদায় করুক। নিজেরা ধার দিয়ে টাকা আদায় করতে পারবে না আর ঝাড় খাবো আমি? খেটে খাক না ব্যাঙ্ক।"

    প্রথমেই একটা assumption ঠিক ধরে নিচ্ছি যে ব্যাঙ্ক (সরকার এবং বেসরকারী) শুধু মুনাফার জন্য সার্ভিস দিচ্ছে কোনো জনসেবার জন্য নয় । ব্যাঙ্ক একটা প্রফিট মেকিং অর্গানাইজেশন, ngo নয় । এখন ব্যাঙ্ক কোর বিজনেস থেকে মুনাফা করবে না ভেলু এডেড সার্ভিস থেকে মুনাফা করবে সেটা কাস্টমার এর কথা ভেবে ঠিক হয়না। তাহলে এখন বলতে হয় sms এর জন্য কেন পয়সা দেব ।
    অনাদায়ী ঋণ একটা অন্য সমস্যা । ব্যাঙ্ক সেটা আদায় করুক কিন্তু আদায় করার পরেও যদি বলে আমি আরো বেশি মুনাফা করবো এবং আমাদের এটিএম এর জন্য সার্ভিস চার্জ দিতে হবে তো কিছু বলার নেই। কারণ এপেক্স ব্যাঙ্ক থেকে কোনো রেগুলেশন নেই । পুরোটাই আইনি ।জরিমানার কোনো প্রশ্নই নেই ।

    "পাবলিক সেক্টর ব্যাঙ্কের মালিকানা, সরকারের হাতে। সুতরাং লাভ ,ক্ষতি, পরিষেবা কড়ায় গন্ডায় কাস্টমার কে, ব্যান্কেই বুঝিয়ে দিতে হবে।"

    এখানে দেখতে হবে ব্যাঙ্ক publicly announce করে টাকা কাটছে কিনা । এক্ষেত্রে সেটা হযেছে তাই সুতরাং লাভ ,ক্ষতি, পরিষেবা কড়ায় গন্ডায় কাস্টমার কে, ব্যান্কেই বুঝিয়ে দিয়েছে ।

    "কোনো প্রাইভেট ব্যান্ক বলতেই পারে, চেক বুকের জন্য আলাদা টাকা চাই,মোবাইল এলার্টের জন্য টাকা চাই,অনলাইন পরিষেবার জন্য টাকা চাই। সবকিছু কি মানতে পারবেন বা পারা উচিত? "

    এগুলো সব ভালু এডেড সার্ভিস তাই টাকা চাইতে পারে যেমন sms বা কলার টিউন এর জন্য চায় ।

    "এই অভ্যাসটি ব্যাঙ্ক আমাদের ধরিয়েছে। আমরা ব্যাঙ্কের মাথায় বন্দুক ঠেকিয়ে এটিএম আদায় করিনি।"

    এইভাবেই বিজনেস চলে । প্রথমে addicted করে দেবে তারপর পয়সা চাইবে । যেমন whtsapp প্রথম ১ বছর ফ্রি তারপর পয়সা গুনতে হবে । এগুলো বেসিক বিজনেস স্ট্রাটেজি । এইভাবেই কাস্টমারের পকেট থেকে টাকা বের করে নেওয়া হয় যেতে ব্যবসার আসল উদ্দেশ্য ।

    এটিএম কোনো নিত্য প্রয়জনীয় পরিষেবা নয় তাই প্রাইস রেগুলেশন অতটা জরুরি নয় যেটা খাদ্য বা ওষুধের ক্ষেত্রে দরকার ।

    অনেক রাত হলো, ঘুমাতে যাই ।
  • . | 59.207.231.109 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৮:০৫655050
  • আসলে এই দরকারে ১০০-৫০০ টাকা লোকেদের জন্যই এই নিয়মটা হয়েছে। কোথাও পড়েছিলাম যে এটিম এর এই খুচরো বিনিময় বন্ধ করতেই এই পদক্ষেপ কারণ প্রতিটি বিনিময়ে একটি খরচ হয় এবং এই ছোট ছোট টাকা তোলার পরিমাণ এত বেশী যে তাতে এই ব্যব্স্থার খরচ বেড়ে যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন