এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজের ব্যাঙ্কের এটিএম ব্যবহারে শুল্ক নিয়ে মামলা

    কল্লোল
    অন্যান্য | ২৫ ডিসেম্বর ২০১৪ | ৩৩৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.157.239 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৯:২৪655051
  • শিবির আপনার ভুল হচ্ছে।ব্যান্ক চলে, আমানাত কারীর টাকায়।সুতরাং কোনো ব্যান্ক যদি ভ্যালু এদেদ সার্ভিস থেকে বেশি লাভ করতে চায়, তাহলে কাস্টমার ডিমান্ড করতে পারে, কোর্ সার্ভিস এ যে অর্থ লাভ হচ্ছে, তার সমানুপাতিক টাকা কাস্টমারের একাউন্টে প্রদান করা হোক।
    এতে আপনি কোনো আপত্তি খুঁজে পাচ্ছেন?
    যদি আই সি সি আই ব্যাঙ্কের লাভ হয় বছরে ৫ হাজার কোটি টাকা,সেটা কেনই বা শেয়ার হোল্ডার রা মিলে মিশে খাবে?
    যেমন ধরুন গ্যাসের সিলিন্ডারের দাম ১০০০ টাকা; আপনার পাড়ার ডিলার ১৫০০ চাইলে দিয়ে দেবেন? আপনি দেবেন না ;কারণ ডিলার খালি বিক্রি করার অনুমতি পেয়েছে। যথেচ্ছ দাম বারবার অনুমতি পায়নি সরকারের কাছে।
    কিন্তু কোন রেস্টুরান্ট মালিক বলতে পারে, আমার এখানে, বিরিয়ানি প্লেট ২০০ টাকা; খেলে খান নয়তো বাড়ি যান। পার্থক্য টা নিশ্চয় বুঝতে পারছেন।
    ব্যাঙ্কে টাকা রাখছেন ; এতে কুন্ঠিত হবার কিছু নেই।কারণ এটা হার্ড ক্যাশ।ব্যান্ক এই টাকা বাজারে খাটাবে। দেশের অর্থনীতির চাকা ঘুরবে।
    অত এব ওসব ভ্যালু এদেদ গপ্প শুনে লাভ নেই। যেকোনো অছিলায় টাকা কাটলে ব্যান্ক কে করা জরিমানা করা হোক, এদিক টাই কোর্টের দেখা উচিত।আর লক্ষ্য কোটি টাকা অনাদায়ী ঋণের জন্য ও বড় কর্তাদের কড়া শাস্তি দেওয়া হোক।এরা সহজেই রাজনৈতিক নেতা এবং ইউনিয়ন কে ধরে পার পেয়ে যায়।
  • shibir | 113.16.71.21 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১০:৫২655052
  • কোনো ব্যাঙ্ক অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসা করতে আসেনা । তাই ওই গপ্প বাদ দিন । "ব্যান্ক চলে, আমানাত কারীর টাকায়।"। এটা ভুল । ব্যাঙ্ক চলে তার ইন্কমের টাকায় যেটা ব্যাঙ্ক এর আমানাত থেকে আসেনা । আসে প্রফিট থেকে ।
    ব্যাঙ্ক এর প্রফিট = (লেন্ডিং রেট্ - দেপসিট রেট্) + ইনকাম ফরম সার্ভিস চার্জ। ব্যাঙ্ক আমানতের একটা অংশ (CRR ) জমা রেখে বাকিটা লোন দিয়ে দেয় বা দিতে চেষ্টা করে।

    "সুতরাং কোনো ব্যান্ক যদি ভ্যালু এদেদ সার্ভিস থেকে বেশি লাভ করতে চায়, তাহলে কাস্টমার ডিমান্ড করতে পারে, কোর্ সার্ভিস এ যে অর্থ লাভ হচ্ছে, তার সমানুপাতিক টাকা কাস্টমারের একাউন্টে প্রদান করা হোক।এতে আপনি কোনো আপত্তি খুঁজে পাচ্ছেন?"

    আপত্তি নেইতো। লেন্ডিং রেট্ এর সাথে সাথে দেপসিট রেট্ ও তো বাড়ে কমে । fd এর রেট্ বাড়ে কমেতো । ব্যাঙ্ক ও তো আপনাকে এক্ষ্ত্র সুদ দিচ্ছে । সব ইন্দাস্ত্রীতেই প্রফিটের ভাগ শেয়ার হোল্ডাররাই খায় । প্রফিট একুএসন এ কাস্টমার কোই? আর ব্যাঙ্ক এ আপনি যে টাকা রাখেন সেটা সেভিংস, ইনভেস্টমেন্ট নয় । তাই আপনি প্রফিট চাইতে পারেননা ।

    ব্যাঙ্ক এর সাথে গ্যাস সিলিন্ডারের পার্থক্য টা বুঝতে পারছেন না । গ্যাস সিলিন্ডারের এর বাজার রেগুলেটেড বাজার । এখানে সরকার সাবসিডি দেয় তাই যা খুশি দাম চাওয়া যায়না । খোলা বাজারে এসে সিলিন্ডার কিনুন আপনাকে ১৫০০ তাকায় দিতে হবে আর লোকে তাই দিয়েও থাকে ।

    "যেকোনো অছিলায় টাকা কাটলে ব্যান্ক কে করা জরিমানা করা হোক" । যেকোনো অছিলায় মানে কি ? এপেক্স ব্যাঙ্ক (RBI ) তো বলেই দিয়েছে ৫ অব্দি ফ্রি । কোনো আইন না ভাঙলে তো জরিমানা করা যায়না । যদি ৫ টার কমেও টাকা কাটে তবে জরিমানা করা যেতে পারে ।
  • jhiki | 121.95.121.45 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১১:০৩655053
  • ৫ টা নিজের ব্যাঙ্কের আর ৩ টে অন্য ব্যাঙ্কের এটিএমে ট্রানজাকশন ফ্রি। এর মানে কী? ৫+৩= ৮ টা ফ্রি ট্রানজাকশন?
  • dc | 213.109.107.219 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১২:০১655054
  • বোধায় না। আমি যেটা জানি, মাসে আপটু ৫টা ট্রানজাকশন ফ্রি। এর মধ্যে আপটু ৩টে অন্য ব্যাংকে করতে পারবেন। মানে অন্য ব্যাংকে এক মাসে তিনটে করলে নিজের ব্যাংকে বাকি দুটো করতে পারবেন।
  • সিকি | 135.19.34.86 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১২:২১655055
  • না। ৫টা প্লাস ৩টে।
  • dc | 213.109.107.219 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১২:২৪655057
  • আচ্ছা এটা জানতাম না। তাহলে তো দুটো অ্যাকউন্ট থাকলে মাসে ষোলটা ফ্রি! তাহলে আর এতো তর্ক কিসের? আমি তো বোধায় এমনিতেই মাসে ষোলবার টাকা তুলিনা!
  • সিকি | 135.19.34.86 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১২:৩৪655058
  • However, if you maintain an average monthly balance of more than Rs 25,000, then you will not be charged for using the bank's ATM even beyond five transactions.

    এটা বিজনেস স্ট্যান্ডার্ড থেকে পেলাম। আইসিআইসিআইয়ের জন্য।
  • Bhagidaar | 218.107.71.70 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৪:২৭655059
  • (W.e.f. Jan 1, 2015 First 5 transactions (inclusive of financial and non financial) in a month - Free

    Thereafter, Rs.20 (exclusive of service tax) per financial transaction and Rs. 8.50 (exclusive of service tax) per non financial transaction)

    নন-ফিনান্সিয়াল মানে কি ব্যালান্স চেক করা ইত্যাদি? তাহলে তো বলছে সেসব ধরে ৫ টা।
  • সিকি | 131.241.127.1 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৮654882
  • হ্যাঁ। ব্যালান্স চেক করা, মিনি স্টেটমেন্ট, চেক বুক রিকোয়েস্ট ইত্যাদি।
  • . | 59.207.231.109 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৫:২৭654883
  • আই-সি-আই ব্যাংকের যারা ওয়েলথ ম্যানেজমেন্ট কাস্টমার তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় - এখুনি জানা গেল।
  • sm | 53.251.89.236 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২১:৩২654884
  • ব্যাঙ্ক চলে তার ইন্কমের টাকায় যেটা ব্যাঙ্ক এর আমানাত থেকে আসেনা । আসে প্রফিট থেকে ।
    ব্যাঙ্ক এর প্রফিট = ব্যাঙ্ক চলে তার ইন্কমের টাকায় যেটা ব্যাঙ্ক এর আমানাত থেকে আসেনা । আসে প্রফিট থেকে ।
    ব্যাঙ্ক এর প্রফিট = (লেন্ডিং রেট্ - দেপসিট রেট্) + ইনকাম ফরম সার্ভিস চার্জ। ব্যাঙ্ক আমানতের একটা অংশ (CRR ) জমা রেখে বাকিটা লোন দিয়ে দেয় বা দিতে চেষ্টা করে।।
    ---
    সিবির,একেবারে বিভ্রান্তিকর তথ্য দিলেন । যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হলো ব্যাঙ্কের আয় ।ব্যাঙ্কের আয় হলো= আমানত কারী দের টাকা+(লেন্ডিং রেট্ - দেপসিট রেট্) + ইনকাম ফরম সার্ভিস চার্জ। অবশ্যই ডিপোসিটের একটি অংশ CRR রাখতে হয় ; বোধ হয় ৫ শতাংশ মতন।অর্থাত বাকি টাকা টা ব্যান্ক ইচ্ছে মত খাটায়।এই ক্ষেত্রে ব্যান্ক কে পঞ্জি স্কিমের সঙ্গে তুলনা করা যেতে পারে।কাস্টমারের টাকাই ঘুরিয়ে কাস্টমার কে এফ ডি ম্যাচুর করলে ফেরত দেওয়া হয়।ব্যান্ক যে আমানত কারীদের টাকায় চলে , সেটা বোধ হয় বোঝা গেল। এক প্রবীন ব্যান্কারের কোথায়, যদি ১০ শতাংশ আমানতকারী, রাতারাতি তাদের টাকা তুলে নেয়, তাহলে একটি ব্যান্ক কোলাপস করতে পারে।একবার গুজবের ভিত্তিতে গ্রাহক রা টাকা তুলতে থাকে আই সি এই সি আই ব্যান্ক কে এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। পরে দেশের তত্কালীন প্রধান মন্ত্রী মনমোহন সিং কে বিবৃতি দিয়ে জানাতে হয় ব্যাঙ্কের সাস্থ্য ভালো এবং সরকার নিশ্চয়তা দিচ্ছে।ব্যান্ক তার ইনকামের টাকায় চললে নিশ্চয় এমন পরিস্থিতি হত না?
    আর সাধারণ ভাবেই প্রফিট একুএশোনেও গ্রাহকের কথা আসবে কারণ গ্রাহক টাকা গচ্ছিত রেখেছে।এটা দোকান থেকে মাল কেনা নয় যে গ্রাহক টাকা দিল আর মাল নিয়ে চলে গেল।
    আপনি নিজেই তো বললেন ব্যান্ক কে রিসার্ভ ব্যাঙ্কের কাছে টাকা গচ্ছিত রাখতে হয় ও তার নির্দেশিকা মেনে চলতে হয়। অর্থাত ব্যান্ক কোনো খোলা বাজার নয়।কত টা সুদ দেবে বা নেবে, সেটার লিমিট করে দেওয়া আছে।যেমন এখন কোনো ব্যান্ক বা ফিনান্সিয়াল ইন্স্তিতুশন ১২ পার্সেন্ট এর অধিক সুদ দিতে পারবে না।অর্থাত চেষ্টা করলেও বেশি সুদ দিয়ে গ্রাহক কে প্রলোভিত করা যাবে না।সুতরাং নানা অছিলায় টাকা কাটা কেও বন্ধ করা যায়।
  • cm | 122.79.37.73 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২১:৫৯654885
  • ব্যাঙ্ককে পঞ্জি স্কিমের সাথে তুলনা করার জন্য sm কে দুবস্তা ক দিলাম।
  • সে | 188.83.87.102 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২২:০৬654886
  • এসেম সুন্দরভাবে এক্স্‌প্লেইন করেছেন।

    আমাদের এখানে সমস্ত ব্যাঙ্কই প্রাইভেট এবং কোনো ব্যাঙ্ক যদি উঠে যায়, তখন এক লাখ অবধি আমানত ফেরৎ পাওয়া যেতে পারে, তার বেশি থাকলে সেটা ভোগে চলে যাবে। ঐটুকুই ইন্‌শিওর্ড আমানত। টাকা দেবে ইনশিওরেন্স কোম্পানী। সে দিতে না পারলে দেবে রি-ইন্‌শিওরেন্স।
    কবছর আগে এদেশের একটা নামকরা ব্যাঙ্কের স্থিতিশীলতা নিয়ে সন্দেহ জাগে। আমার সেখানে অ্যাকাউন্ট আছে। আমি টাকা তুলে নিয়ে অন্য ব্যাঙ্কে সরিয়ে নিই। তখন এই ব্যাঙ্ক কিছুতেই টাকা তুলে নিতে দেবে না। প্রচুর ঝামেলা করেছিলো। নিয়মিত ফোন করা, আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কেন তুলে ফেলছেন? এইসমস্ত জিগ্যেস করা। তখন বলেছিলাম সন্দেহের কারন। ঐ সময় প্রচুর লোক টাকা তুলে ফেলতে শুরু করে। তখন ব্যাঙ্কই বাবা বাছা করে তাদের পোরোনো ক্লায়েন্টদের ফিরিয়ে আনে। বাড়ীতে প্রেজেন্ট পাঠায়।
  • sm | 53.251.89.236 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২২:০৬654887
  • ধন্যবাদ। তবে আর একটা ব্যাঙ্কের আয়ের সৌর্সের কথা বলা হয় নি; ক্যাপিটাল ইনফিউশন , বাংলায় যারে কয় বেইল আউট।যেটা আদতে ট্যাক্স পেয়ার মানি ।
    The PSBs need equity capital infusion of Rs 2.4 lakh crore (Rs 2.4 trillion) by 2018 to meet Basel-III norms.

    The top 30 bad loans account for Rs 87,368 crore - that is, 35.9 per cent of the total gross non-performing assets of PSBs. Behind such colossal numbers lie the problems of government ownership leading to corruption, meddling politicians, crony capitalism, regulatory failure and repeated "recapitalisation".
  • সে | 188.83.87.102 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২২:১৫654888
  • আরেকটা জিনিস হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কিং (নাম্বার অ্যাকাউন্ট)। সেসব অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেয় না, উপরন্তু টাকা কাটে। ব্যাঙ্ক সিক্রেসীর কারনে সেসব তথ্য চাপা থাকে। এছাড়া কাস্টমার ডেটা সিক্রেসীও আছে, প্রাইভেট ব্যাঙ্কিং না হলেও। জীবিত আমানতকারীর কোনো ডেটা ব্যাঙ্ক কারোকেদেবে না। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকেও না। কিন্তু আমানতকারীর মৃত্যু হলে তখন আইনানুগ ব্যবস্থা নেবার জন্যে সরকারকে সে তথ্য জানাবে। যদিও তা প্রাইভেট ব্যাঙ্কিং এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আরেকটা জিনিস এখানে ব্যাঙ্ক করে থাকে শুধুমাত্র ইউএস সিটিজেনদের জন্যে। তাদের সমস্ত তথ্য ইউএস আয়কর বিভাগকে এরা জানাতে বাধ্য। এছাড়া সন্দেহজনক কোনো ট্র্যান্সাকশান হলে (টেররিস্ট সংক্রান্ত) তখন ব্যাঙ্ক ইন্টারফেয়ার করতে পারে।
  • dc | 229.91.136.43 | ৩০ ডিসেম্বর ২০১৪ ২২:২৯654889
  • চার্লস পঞ্জির এদ্দিনে একটা হিল্লে হলো।
  • shibir | 113.16.71.21 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০০:৪৭654890
  • sm আপনার কাছে কিছু প্রশ্ন ।

    ১.আপনি ব্যাঙ্ক এ টাকা জমা দিলে সেটাকে সেভিংস হিসেবে ধরেন না ইনভেস্টমেন্ট হিসেবে ধরেন ?

    ২. যদি সেভিংস হিসেবে ধরেন তবে এটা বলা যায় যে আপনি ব্যাঙ্ক কে সুদের বদলে টাকা ধার দিচ্ছেন আর আপনার জমা দেওয়া আমানত ব্যাঙ্ক এর কাছে লায়াবিলিটি ?

    ৩. আপনি কি লায়াবিলিটি কে ইনকাম বলেন ? মানে আমি আপনাকে ৫০০ টাকা ধার দিলাম তাহলে আপনার ৫০০ টাকা ইনকাম হলো ?

    ৪. আমি আপনাকে ১০% সুদে ৫০০ টাকা ধার দিলাম ২ বছরের জন্য । আপনি ওই ৫০০ টাকা নিয়ে ব্যবসা করে ২০% প্রফিট করলেন । আমি কি আপনার কাছে ২ বছর পর ২০% সুদ চাইতে পারি ?

    ৫. আপনি যখন ব্যাঙ্ক এ টাকা রাখেন তখন একটা এগ্রিমেন্ট ডকুমেন্ট এ সই করেন সেখানে কি ব্যাঙ্ক কখনো কোনো সুদ ছাড়া দিভিদেন্ট দেওয়ার কথা লেখা থাকে ? যদি না থাকে তবে আপনি দিভিদেন্ট চাইতে পারেন ?

    ৬. আমানতের টাকা কে ইনকাম না বলে ব্যাঙ্ক এর সোর্স অফ ফান্ড বলতে কি কোনো আপত্তি আছে ?

    এই প্রশ্নগুলোর উত্তর থেকে আশা করি বিষয়টা আমার আপনার কাছে আরো পরিষ্কার হবে । আর লুকিয়ে আমার কোনো লাভ নেই কারণ RBI এর এই directive এ আমার ক্ষতি বেশি । আমি মাসে অনেক বার ট্রানসাকশান করি । কখনো ৪০০ টাকার একাধিকবার ট্রানসাকশান করি ১০০ টাকার নোটের জন্য ।

    কমার্শিয়াল ব্যাঙ্ক কে তো এপেক্স ব্যাঙ্ক এর নির্দেশিকা মানতেই হবে । এপেক্স ব্যাঙ্ক তো আমার আপনার কথা ভেবে ৫ তা ফ্রি দিয়েছে আর কমার্শিয়াল ব্যাঙ্ক সেটা মেনে চললেই হলো ।

    ব্যাঙ্ক এর আয় নিয়ে ইন্টারনেট এ যা পেলাম

    ''Commercial banks are those that provide the general public with deposit and withdrawal accounts services, and with loans. The odds are you deal with a commercial bank on a regular basis. There are a variety of methods by which commercial banks make a profit, including fees, credit card interest, loans and optional add-ons."

    "http://smallbusiness.chron.com/commercial-banks-make-money-55763.html"

    "A bank can generate revenue in a variety of different ways including interest, transaction fees and financial advice. The main method is via charging interest on the capital it lends out to customers.[citation needed] The bank profits from the difference between the level of interest it pays for deposits and other sources of funds, and the level of interest it charges in its lending activities.

    This difference is referred to as the spread between the cost of funds and the loan interest rate. Historically, profitability from lending activities has been cyclical and dependent on the needs and strengths of loan customers and the stage of the economic cycle. Fees and financial advice constitute a more stable revenue stream and banks have therefore placed more emphasis on these revenue lines to smooth their financial performance.
    ------------------------Banks make money from card products through interest charges and fees charged to cardholders, and transaction fees to retailers who accept the bank's credit and/or debit cards for payments."

    "http://en.wikipedia.org/wiki/Bank"

    গুরু তে কোনো ব্যাঙ্ক ম্যানেজার নেই ? সে ভালো বলতে পারবে । আমিতো সেই কোন ছোটোবেলায় পড়েছিলাম।
  • shibir | 113.16.71.21 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০০:৫৩654891
  • আর একটা কথা "ব্যান্ক যে আমানত কারীদের টাকায় চলে" একমত ।
    "কাস্টমারের টাকাই ঘুরিয়ে কাস্টমার কে এফ ডি ম্যাচুর করলে ফেরত দেওয়া হয়" "সুদ সমেত" টা বোধ হয় লিখতে ভুলে গেছেন :-)
  • সে | 188.83.87.102 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০১:৪৩654893
  • সুদটা তো মূদ্রাস্ফীতির চেয়ে কম।
  • cm | 122.79.36.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৭:৪৮654894
  • কেমন যেন মনে হচ্ছে ভগবানে বিশ্বাসীর অভাব নেই। আমার অবশ্য সংরক্ষণসূত্রে অচলা ভক্তি।
  • shibir | 113.16.71.21 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১০:০৯654895
  • সে- মুদ্রাস্ফীতি তো বাড়ে কমে তাই মুদ্রাস্ফীতি অদ্জাসটেড সুদ বা রিয়েল রেট্ অফ ইন্টারেস্ট কখনো পসিটিভ বা নেগেটিভ হতে পারে ।

    যেমন oct ২০১৪ এ ৪.৯৮% । মানে ২০১৩ oct এ যদি একটা ৭% দিয়ে fd খোলেন ১ বছরের জন্য তবে রিয়েল রেট্ অফ ইন্টারেস্ট পসিটিভ হবে ।

    "http://www.inflation.eu/inflation-rates/india/inflation-india.aspx"
    "http://www.inflation.eu/inflation-rates/india/current-cpi-inflation-india.aspx"
  • সে | 188.83.87.102 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:১৬654896
  • আচ্ছা, একবার কিছু ব্যাঙ্কে (ইন্ডিয়ায়) এরকম দেখেছি ৩০ দিনের ফিক্স্‌ড্‌ ডিপোসিটে ১৩% ইন্টারেস্ট। সেটা বেড়ে ছমাস বা একবছর হয়ে গেলেই এই রেট ড্রপ করে যাচ্ছে অর্ধেক হয়ে। ইন্ডাস্‌ইন্ড ব্যাঙ্ক, ইউটিআই (এখন যেটা অ্যাক্সিস) ব্যাঙ্ক এবং হংকং (অধুনা এইচ্‌এস্‌বিসি) ব্যাঙ্কে।
  • sm | 233.223.158.75 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৩:২৩654897
  • আরে ১৩ পার্সেন্ট জমায় সুদ আবার কোন ব্যান্ক দেয়?নাম দিলেই সেখানে টাকা রাখতে শুরু করব।
  • সে | 188.83.87.102 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০০654898
  • পাস্ট টেন্স। ১৯৯৮।
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ১৪:০৯654899
  • সে, এখন বেশীর ভাগ ব্যাংকেই এফডির সুদ 8.75% থেকে 9.4%। সিনিয়র সিটিজেন হলে 9.4% দিচ্ছে, আগের বছর এটা ছিল 9.5%। সবকটা রেট এক বছর বা তার বেশী ডিপোজিটের। সবকটা রেট ব্যাংঅগুলোর সাইটে গেলে জানতে পারবেন।
  • a | 213.219.201.58 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২০:০৫654900
  • শিবির, আপনার প্রাথমিক ভুল হল প্রফিট আর রেভেনিউ সমার্থক নয়, এর মাঝে আছে এক্সপেন্স। প্রফিট বাড়াতে এক্স্পেন্স কমানো যেমন একটা উপায়, তেমনি রেভেনিউ বাড়ানোটাও। এখন, এটিম ট্রানসাকশনে টাকা কাটাটা উপরের যেকোন একটা হতে পারে।
    মুশকিল হল ব্যাংক খোঅলসা করে কিছু বলছে না।
    এখন আমার বক্তব্য হল এই এটিএম রিটেল ব্যাংকিএর কোর সার্ভিসের ভিতর একটা। এটা দিতে, এবং ফ্রিতে দিতে, ব্যাংককে বাধ্য করা হোক। কেন? কারণ আমার টাকার access করার জন্যে আমি পয়্সা দেব কেন? আমি অবশ্যই ব্যাংঅকের প্রফিটের ভাগ চাইতে যাবো না, কিন্তু আমার টাকা রাখা আর টাকা যেমন খুশি তোলার কাজটাতো করতে দেবে রে ভাই?
  • dc | 133.201.213.32 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২০:৩৩654901
  • a, ব্যাংক কিন্তু আপনাকে যেমন খুশী টাকা তুলতে কোনরকম বাধা দিচ্ছে না। নর্মাল ব্যাংকিং আওয়ার্সে যেকোন সময়ে আপনি ব্র্যাঞ্চে গিয়ে সেল্ফ চেক দিয়ে টাকা তুলে আনতে পারেন।
  • shibir | 113.16.71.21 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২১:২৭654902
  • a প্রফিট আর রেভেনিউ এর পার্থক্যটা বুঝি । প্রফিট এর জায়গায় ওটা আয়/রেভেনিউ লিখেলেই ঠিক হত । এখন "এটিএম রিটেল ব্যাংকিএর কোর সার্ভিসের ভিতর একটা" এটা ঠিক কিনা বলতে পারবনা কারণ এটিএম সার্ভিস নেওটা অপশনাল ।

    যেমন খুশি বোধ হয় ব্যাঙ্ক থেকে টাকা তোলা যায়না । মোটামুটি ৩ ধরেনের আমানত হয় । ডিমান্ড দেপসিত । সেভিংস দেপসিত আর fd ।প্রথমটার ক্ষেত্রে যখন খুশি যতটা খুশি তুলতে পারবেন কিন্তু কোনো সুদ পাবেননা । সেভিংস এর ক্ষেত্রে সুদ পাবেন কিন্তু একটা মিনিমাম বালান্স রাখতে হবে । fd নিয়ে আর কিছু বললামনা ।
  • কল্লোল | 125.242.183.152 | ৩১ ডিসেম্বর ২০১৪ ২১:৩০654904
  • কাল যদি ব্যাঙ্ক ব্রাঞ্চের আলো, পাখা/এসি, টেলারের কর্মচারীর খরচা বাবদ টাকা কাটতে চায় - তখন? চেকও তো আজকাল কিনতে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন