এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্স দিয়ে কী ভারতবর্ষ কে লাইনে আনা সম্ভব ? কী মনে হয় ?

    একক লেখকের গ্রাহক হোন
    নাটক | ১৮ জানুয়ারি ২০১৫ | ১১০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৮ জানুয়ারি ২০১৫ ২১:২১658009
  • এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্স দিয়ে কী ভারতবর্ষ কে লাইনে আনা সম্ভব ? কী মনে হয় ?

    আরেসেস ভক্ত বলুন বা সমর্থক তাদের গোটা লজিক টা আমরা ব্রোকেন উইন্ডো ফ্যালাসি বলতেই পারি তর্কের জায়গা থেকে কিন্তু আমরা বিশ্বাস করি বা না করি তার ওপর কিন্তু ঘটনাপ্রবাহ দাঁড়িয়ে থাকেনা । ভারতবর্ষের যেটা সবচে বড় শক্তি হিসেবে প্রজেক্ট করা হয় সেই সাংবিধানিক গণতন্ত্রই নিজে একটা ফ্যালাসির জায়গায় দাঁড়িয়ে গেছে । কোনো জাতি বা বর্ণ বা ধর্মে বিভক্ত মানুষজন শুধুমাত্র ভোটের রাজনীতির সুযোগ নিয়ে বছরের পর বছর হয় অসাংবিধানিক সুবিধে ভোগ করছে বা সংবিধানের মধ্যে হাতি গলে যাওয়ার মত বড় বড় ফাঁক । যে দলই ক্ষমতায় আসে সবার কাছেই ভোট ম্যাটার করে তাই কোনো ঘেটো তে ঢুকবেনা । যে কোনো মুসলিম প্রধান অঞ্চলে গেলেই পরিস্কার হয় শিক্ষা-স্বাস্থ্য-সুরক্ষা সব দিক থেকে নিম্নমানে । পেনিট্রেট করতে গেলেই প্রতিরোধ আসবে । তাই আবার সেই তাদের উলেমা -ধর্মীয় নেতাদের স্মরণাপন্ন হওয়া এবং আবার একই লুপে ঘুরতে থাকা । ভোটের রাজনীতির বিকল্প আমাদের কাছে নেই ।

    সারা বিশ্ব জুড়ে একটা ডমিনো এফেক্ট শুরু হয়েছে । অমুক দেশে ইসলামের নামে মানুষ খুন হয়েছে ? আমার দেশের মুসলিম দের একাংশ শার্লি এব্দ র ম্যাসাকার কে সমর্থন করেছে ? অতএব আজ নয় কাল এদেশের মুসলিম রাও আরেকটা শার্লি এব্দ ঘটাতে পারে ! এটা যাঁরা বলছেন তাঁদের কে আমি মুখে প্যানিকের রুগী বলি কিন্তু রোগ এরও তো কারণ থাকে । আমি যদি দেখি সর্বক্ষণ একদল লোক ধর্মীয় মাইনরিটির সুযোগ নিয়ে সিভিল ল্য এর গুষ্টির তুষ্টি পুজো করছে আর কিছু বলতে গেলেই একদল সুশীল তেড়ে আসছে তাত্ত্বিক কথা বলে তাহলে একসময় বার্স্ট হবেই ।

    এমতবস্থায় আরেসেস এর ভূমিকা কী ? ভয় সৃষ্টি করা । সিঙ্গল প্যান্থিওন এর মধ্যে গোটা জাতি কে নিয়ে আসা যাতে স্টেট সর্বর্ত্র পেনিট্রেট করতে পারে । মুসলিম অধ্যুষিত এলাকায় পুলিশ বাড়াবেন ? রাস্তা দখল করে মসজিদ ভেঙ্গে দেবেন ? মাইক ফুঁকে আজান দেওয়া নিষিদ্ধ করবেন ? পারবেন না । পুলিশ ঘুষ খাবে । এমপি ভোটব্যাঙ্ক দেখবে । আর ওই হাতি গলে যাওয়া সংবিধান পুরোটাই ভাসা-ভাসা করে রাখবে । মাঝখান থেকে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে । প্রচুর নাটক-কবিতা এবং দিনশেষে কিছু রাজনৈতিক ওয়ানাবি ক্ষীর খাবে । কারণ ওপর দিকের শ্রেণী বুদ্ধিমান তাই করাপটিবল । আরেসেস এর ব্রেন ওয়াশ যাদের আছে তারা লেস করাপটিবল । তলোয়ার নিয়ে হাফপ্যান্ট পরে মিছিল করে ভয়ের বাতাবরণ সৃষ্টি করবে ।

    ভেড়া গুলোকে তাড়িয়ে তাড়িয়ে একজায়গায় আনা । এটাই কাজ । সশালিস্ম তো শেফার্ডস লজিক । কীকরে সব ভেড়াদের দেখভাল করা যায় । আমেন । মুশকিল হয়ে গেছে ভেড়াদের ভোটিং পাওয়ার থেকে । এবার আর মালিক সামলাতে পারছেনা । কারণ ভেড়াদের ও দল হয়েছে । তাদেরও নেতা । নিজেদের মত করে সোশালিসম এবং বিষফোঁড়ার মত জেগে থাকা ধর্ম যে নিজে একটি প্রিমিটিভ সোশালিস্ট এজেন্ডা । মেষপালক দের সদাপ্রভু । এখন এদের মধ্যেই ঝামেলা লাগিয়ে শঠে শাঠ্যং করা যায় কীভাবে ?

    আপনি ধর্মে বিশ্বাস করেন না ? আপনি ভাবেন ধর্ম হলো আফিম । তো ?
    আইডিয়ালিস্ম ওয়র্কস ইভেন ইফ ইউ ডোন্ট বীলিভ ইট । মরুভূমি তে জল-খেজুর গাছ থেকে ধর্মের ধারণা সব এই মাথার ভেতর । দুনিয়ার লোকের মাথার ভেতর পাল্টে দেবার কথা যাঁরা ভাবছেন ভাবুন কিন্তু যাঁরা জানেন সেটা সম্ভব না তাঁরা বাস্তব সলিউশন খোঁজেন । ইসলাম ভারতবর্ষে এখনো বিশাল সমস্যা হয়ে দাঁড়ায় নি কিন্ত হিন্দু-মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে এই গ্লোবাল যুগে দাঁড়িয়ে ডমিনো এফেক্টের শিকার সেখানে কালকে এটা বিশাল সমস্যা হবেনা তার কোনো মানে নেই । আরেসেস এর মূল কাজ টা এখানেই । তারা খুব ভালো করেই জানে যে হিন্দু কোনো ধর্ম নয় । ১৫০০ শতকের আগে শব্দটারই অস্তিত্ব নেই ,যে দেশে গানপত্য-শৈব-বিষ্ণু উপাসক এই সব হাজার ভাগ ছিল সেখানে হিন্দু শব্দটাকেই নিয়ে আসা হয়েছে পলিটিকাল কয়েনেজ হিসেবে । এগুলো আমরা একা জানি আর আরেসেস এ সবাই নির্বোধ এমন না । গুচ্ছের নাস্তিক আছে সংঘে যারা জেনেবুঝেই এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যেখানে হিন্দুদের একত্র করা যায় এবং মুসলিম দের ভয়ে রাখা যায় । সায়েন্স কংগ্রেসে গা জোয়ারি করলে আমাদের মাথায় আকাশ ভেঙ্গে পরতে পারে কিন্তু আসল বার্তা যেখানে পৌছনোর ছিল পৌছে গেছে । এটাও হিন্দু ইগো বুস্টিং এরই একটা পার্ট । গলির মাস্তান ব্যান্কয়েট হলে গিয়ে একটু নেচে এলো ।

    কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয় । হিসেব করেই সব হচ্ছে । শুধু সবচে হিসেব করে প্যাঁচ পাকিয়ে পিছিয়ে আছেন সুশীল রা । এনারা লোক খারাপ বলি কীকরে ? প্রত্যন্ত গ্রামে সাপ বাড়লে ওঝাও বাড়বে । সাম্প্রদায়িক হানাহানিতে মানুষ মরা তো কোনো ছেলেখেলা নয় । কিন্তু মুশকিল হলো এই ওঝাদের সাপের বিষ নাবানোর ক্ষমতা নেই । ইন্টারনেট এ হাজার লাইক' পেলেও একাধিক টক শো উঠে আসছেনা টিভি -মিডিয়ায় যেখানে ওয়াসি-তোগাদিয়া লেভেল বাদ দিন তার অনেক নীচের লেভেলের একজন হিন্দু এবং একজন মুসলিম এক্সট্রিমিস্ট মুখোমুখি তর্ক করে । এরা ভয় পায় । বড় ঝামেলা লাগার ভয় । ভেড়া হারাবার ভয় । এই কালচার এই দেশে তৈরী হয়নি । সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সবাইকে মুখ বুজে থাকতে বলা হয়েছে । কাজেই এই চূড়ান্ত আপত্কালে দাঁড়িয়ে এন্টিভেনম তৈরী করার ক্ষমতা এই ওঝাদের নেই । বরং নিজদের সাপ নিয়ে সচেতনতা কম বলে লোকের মধ্যেও নলেজ নয় অজ্ঞানতা ছড়াচ্ছে । আজ যদি এমন হত যে আরেসেস এর এক্টিভিটির উল্টোদিকে মুসলিম ব্যবসায়ী ও শিক্ষিত শ্রেনীর উপর চাপ বাড়ছে এবং বিরোধীরা সেখানে ক্যাটালিস্ট এর কাজ করে মূলস্রোতে আনছেন তাহলেও ক্ষয়ক্ষতি এড়াবার একটা পথ ছিল । সেটা হচ্ছে না । ওনারা আরও কুও তে ঢুকছেন ।

    তাহলে শেষে সাপখেকো সাপ ছাড়া টাই পথ ? কিং কোবরা দিয়ে ঠান্ডা করা ? আর লোকজনকে খেপিয়ে একটা সিভিল ওয়ার বাঁধানো যাতে কুরুক্ষেত্র যুদ্ধ শেষে শোধবোধ করে আবার শুরু করা যায় । আমেরিকান সিভিল ওয়ার কিন্তু আমেরিকা কে একত্র করেছিল ।

    মুশকিল হলো আমরা যা ভাবি তা হয়না । একটা অল আর ইন্দিভিজুয়ালের অসাম্যক ক্যালাকেলিময় কলকাকলি চলতে থাকে । গেমের একটা লেভেল কমপ্লিট হয়ে পরের লেভেলে যাই । যদি বিরোধী রা বগল চেপে না নেচে গেম এর এই লেভেলে দাঁড়িয়ে বুঝতে পারতেন ইসলাম এর আগ্রাসন কে আটকানো দরকার এবং তাই কোনরকম পাংটাম দেখলে "হিন্দু প্যারেলাল" না খুঁজেই সেটাকে পয়েন্ট আউট করার দরকার আছে , তাহলে ব্রোকেন উইনডো লজিক খাড়া করার দরকার পরতনা । ঠিক যে কারনে ব্রোকেন উইনডো একটা ফ্যালাসি ,যা সত্য তাই শ্রেয় নয় ; একই কারনে গেম এর একটা লেভেলে দাঁড়িয়ে কবে কোন হিন্দু রাজা রক্তে ভাসিয়েছে বা হিন্দুদের ভজনের উত্পাতেও তো ঘুমুনো যায়না এগুলো বলার কোনো মানে নেই । যা সত্য তাই শ্রেয় নয় । পলিটিকাল ট্রুথ আলাদা জিনিশ ।সব হিসেব একদিনে একসঙ্গে মেটে না ।

    বন্ধুবান্ধব মরে গেলে খুব কষ্ট পাব । আমি সুশীল নই । নিজের ছোট্ট বৃত্ত । এই এক্সট্রা জুডিশিয়াল ইন্টারফিয়ারেন্স দিয়ে দেশ কে সিধে করার মন্ত্রও আমার নয় । যেকারণে বিপ্লব কে ঘেন্না করি সেই কারণেই ধর্মীয় দাঙ্গা বাধানো কেও । কিন্তু আর নেওয়া যাচ্ছে না । স্টেট-রিলিজিওন-সিভিলসোসাইটি এরকম হাজার নামে আখাম্বা সামাজিক শিশ্ন চতুর্দিকে । আর সবাই বলছে ঘট এর চারপাশ ঘিরে জোট বাঁধ । আমার ঘট টা মঙ্গলঘট । এদের ধ্বংস অবশ্যম্ভাবী । আমাকে সবাই মিলে খেস্তালে জানবো এখনো কিছু লোক আছেন যাঁরা মানুষ মেরে সমাধান চান না । মুশকিল হলো সেই ভয়ে কীসে কম মরবে সেই স্ট্রাকচার টাও ডিসাইন করেন না । সকল জ্ঞানপাপী পক্ষীই নো রিটার্ন নীড়ে ।
  • PM | 53.251.91.204 | ১৮ জানুয়ারি ২০১৫ ২১:৩১658054
  • একমাত্র "নোটা"-ই ভারতকে সব সমস্যা মুক্ত করতে পারে ।
  • একক | ১৮ জানুয়ারি ২০১৫ ২৩:২৩658065
  • "নোটা" আসছে কোত্থেকে ? সংখ্যাগরিষ্ট মানুষ নোটা চাইবেনা । আর তাছাড়া ওটা একটা খুব প্রিমিটিভ লেয়ারের ফিডব্যাক সিস্টেম । ডেভেলপ করতে সময় লাগবে । আমার ধারণা ভোটিং এর হিসাবের ধরণ নিয়েও চেঞ্জ আসবে কিছু । এগুলো চলবে । বারবার পয়সা নষ্ট হচ্ছে দেখলে ভোটিং কে যত বেশি সম্ভব অলাইন করে দেওয়ার দিকে যাবে ।নোটা একটা শিশু স্টেপ । বলতে পারেন কংগ্রেস যাওয়ার আগে এটাই চুস করলো কেন ? :)))) পিওর হারামি বলে । একদুবার এক্সট্রা ভোটিং হলেই কংগ্রেস একমাত্র স্টেবল ইন্ডিয়া দিতে পারে এসব নাটক করবে বলে :) যাদের যা কাজ । সরি , লেফট এনার্কিস্ট দের জইন্যে নোটা তে কুনো সুখবর নাই ।
  • PM | 53.251.91.204 | ১৯ জানুয়ারি ২০১৫ ০০:৪৮658076
  • ছিঃ!! মুখের ওপোর এরকম সত্যি কথা বলতে নেই।

    আমার আগের পোস্ত এর শেষে "ঃ)" টা মিসিং ছিলো
  • Abhyu | 85.137.13.161 | ১৯ জানুয়ারি ২০১৫ ০১:০৯658087
  • আই এস আই তে একজন বলেছিল, কেন্দ্রে কংগ্রেস আর মেসে জাস্টিন - এই ছাড়া ভালো জিনিস হওয়া সম্ভব না, অন্য এক্সপেরিমেন্টগুলোর ফেলিওর অবশ্যম্ভাবী :)
  • Ekak | 24.99.137.241 | ১৯ জানুয়ারি ২০১৫ ০১:২৩658098
  • এইযে দুজন মানুষ গে পরিচয়ে বাঁচতে চায় বলে খুন হলেন

    http://www.bilerico.com/2015/01/isis_barbarians_throw_two_gay_men_to_their_deaths.php

    মুঠো মুঠো খুন করে একটা ইসলামিক রাষ্ট্র তৈরী করতে চাইছে । দাস ব্যবসা করে নতুন কয়েনের ভ্যালু বাড়াচ্ছে । ঠান্ডা মাথার লোকজন।
    এবার সমস্ত দেশে যদি মুসলমানদের একটা সিমুলেটেড হাই প্রেসারে রাখা যায় তবে এদের ওপর প্রেসার পরবে । এরা একা হয়ে যাবে কারণ বাকিরা প্রাণের ভয়ে আর সাপোর্ট দেবেনা ।এটা যারা বিশ্বাস করে ,তাদের ভুল কোথায় ?
  • aranya | 83.197.98.233 | ১৯ জানুয়ারি ২০১৫ ০৩:৫১658120
  • এককের লেখাটা ভাল লাগল।
  • কল্লোল | 111.63.228.230 | ১৯ জানুয়ারি ২০১৫ ০৮:৪১658131
  • নোটা কোন সমাধান নয়। কিন্তু এটা একধরনের প্রতিবাদকে মান্যতা দেয়। এই অনন্ত রাজনৈতিক ধান্দাবজীর বিরোধী স্বরকে দৃশ্যমান করে তোলে। আজ নাহলে কাল রাজনৈতিক ধান্দাবাজদের অস্বস্তি বাড়তে বাধ্য।
    এটা অনেকেই প্রথমদিকে বোঝেন না। যেমন ৬০/৭০ বছর আগে পরিবেশের বিপদ নিয়ে ঠিক এরকমই ফুৎকার দেখা গেছিলো। আজ পরিবেশের বিপদ কোন কল্পবিজ্ঞানের "গপ্পো" নয়। ঠিক একই রকমভাবে মানবাধিকার বিষয়টি মাত্র ৪০ বছর আগে খায় না গায়ে দেয় জাতীয় বিষয় হিসাবে দেখা হতো, আজ সে প্রশ্ন সুদূর অতীত।
    ফলে যারা আজ নোটা নিয়ে ফুৎকারে অস্থির, তারা একদিন পরিবেশের বিপদ ওড়ানো, মানবাধিকার নিয়ে মুখ ব্যাদনকারীদের মতো সোনা মুখে নিজেদের কথা গিলবেন তা নিয়ে কোন সন্দেহ নাই।

    কিন্তু একেকের কথাগুলো নিয়ে কোন আলোচনা দেখলাম না।
    একক লিখছে, "এবার সমস্ত দেশে যদি মুসলমানদের একটা সিমুলেটেড হাই প্রেসারে রাখা যায় তবে এদের ওপর প্রেসার পরবে । এরা একা হয়ে যাবে কারণ বাকিরা প্রাণের ভয়ে আর সাপোর্ট দেবেনা ।এটা যারা বিশ্বাস করে ,তাদের ভুল কোথায় ?"
    ইরাক আর আফগানিস্তানে আমেরিকা যা করছে তাতে "হাই প্রেশার সিমুলেটেড" হয়ছে বটে কিন্তু তার নিট ফল হলো ক্রমাগত ইসলমের নামে সন্ত্রাস বেড়ে চলা। প্রাণের ভয় দেখিয়ে বিশ্বাস (ভুল/ঠিক/ফুল বোকাচোদা/গান্ডু - যেমনই হোক) থেকে চ্যুত করা একটা নেহাৎ অকাজের পথ। বারবার সেটা প্রমান হয়ে গেছে ভিয়েৎনাম থেকে আইসিসে।
  • dc | 213.187.246.95 | ১৯ জানুয়ারি ২০১৫ ০৯:০৫658010
  • "এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্স" দিয়ে কোন সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করিনা। লং টার্মে সমাধান তো আরোই হবেনা। কারন এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্স বাই ডেফিনিশন আর্বিট্রারি, আর কোন একটা দলের অথরিটির ওপর নির্ভরশীল। এবার সেই অথরিটি অন্য কোন দল পেয়ে গেলেই আবার সেই অন্য দল তাদের নিজেদের এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্স লাগু করে দেবে।

    এবার একক বলতে পারেন, এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্স আর জুডিসিয়াল ইনটারফিয়ারেন্সএর মধ্যে পার্থক্য কি? প্রথমটায় একটা দলের অথরিটি, দ্বিতীয়টায় "স্টেট"এর অথরিটি। তো আমার মনে হয় জুডিসিয়াল ইনটারফিয়ারেন্সএর কোথাও একটা ধারাবাহিকতা আছে, ইন্টার্নাল কন্সিসটেন্সি আছে। মানে নানানদেশে জুরিসপ্রুডেন্স ইভলভ করেছে একশো দুশো বছর ধরে, ফলে জুডিসিয়াল ইনটারফিয়ারেন্সএর অনেক চেকস এন্ড ব্যালান্স এসেছে। এগুলো এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্সে নেই। সবচেয়ে বড়ো কথ, জুডিশিয়াল ইনটারফিয়ারেন্স রাতারাতি পাল্টে যায়্না, একটা দল ক্ষমতা থেকে সরে গিয়ে আরেকটা দল এলেও জুডিশিয়াল প্রসেস নিজের মতোই চলতে থাকে। এই ধারাবাহিকতা এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্সএর নেই।

    আমি মনে করি প্রায় যেকোন সমস্যা, টেরোরিজমই হোক বা আরেসেস-ইসলাম, ধৈর্য্য ধরে নেগোশিয়েশনের মাধ্যমে সমাধান করা সম্ভব। তাতে সময় লাগে হয়তো, কিন্তু লং টার্মে বেটার সলিউশন পাওয়া যায়। এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্সএর মতো চটজলদি সমাধানে সমস্যা বাড়ে বৈ কমে না।
  • SC | 34.3.17.255 | ১৯ জানুয়ারি ২০১৫ ০৯:২৩658021
  • আমাদের সল্যুশন তো গণতন্ত্রের পথ ধরেই আসবে। এই আর এস এসের যারা লাফাচ্ছে, কদিন বাদে মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে।
    এই সেজের যারা লাফাচ্ছে, কদিন বাদে মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেবে। গরিব মানুষের একটা করে ভোট, এইটাই মনেহয় সবচেয়ে বড় শক্তি।
    কোনো রকম extra জুডিশিয়াল ক্ষমতার থেকে বড় ক্ষমতা। লাফানোর আগে কতবার করে আর এস এস কে, 'এন্হে স্যার, বলছিলাম কি, উন্নয়ন করব' করে ইন্ট্রো দিতে হচ্ছে, ওটাই হচ্ছে ভোটের ক্ষমতা।
    আমার কাছে nOTa খুব একটা ভালো সল্যুশন নয়। কারণ রাজনীতিকে খারাপ মনে হলে নিজে নাবুন। রাজনীতি সমাজের দর্পণ। রাজনীতিকে খারাপ মনেহলে আয়নায় নিজের মুখ দেখুন। আইদার নিজের চারিপাশ থেকে অনেক দুরে সরে এসেছেন, নইলে আপনিও ওদের থেকে খুব একটা আলাদা নন। তাই NOTA নয়, একদম সরাসরি বাছুন, কাকে কম ক্ষতিকর মনে করেন।
  • dc | 213.187.246.95 | ১৯ জানুয়ারি ২০১৫ ০৯:৩৪658032
  • যারা NOTA পক্ষে বলছেন, যেমন কল্লোল, আর যারা বিপক্ষে বলছেন, যেমন SC, তারা কি সবসময়েই পক্ষে বা বিপক্ষে? আমার কিন্তু মনে হয় পরিস্থিতি বুঝে পক্ষে NOTA তে ভোট দেওয়া উচিত। যেমন পবতে, আমি ২০০৬এর আগে পর্য্যন্ত বামপন্থীদের বিরুদ্ধে ভোট দিতাম। ২০১১তে দিতে পারলে বামফ্রন্টকে ভোট দিতাম। ২০১৬তে দিতে পারলে NOTAতে দেবো। সবসময়েই যে কোন একটা বাক্সেই ভোট দিতে হবে সেটা আমার মনে হয়্না।
  • কল্লোল | 111.63.181.0 | ১৯ জানুয়ারি ২০১৫ ১০:১৯658048
  • * সুন্দর
  • কল্লোল | 111.63.181.0 | ১৯ জানুয়ারি ২০১৫ ১০:১৯658043
  • রাজনীতি করা মানে কোন এক ধরনের কর্ম পদ্ধতি নয়। ভোটে না দাঁড়িয়েও রাজনীতি করা যায়, ৭০ থেকে একবার ছাড়া তাই করে এসেছি। চাপ তৈরীর রাজনীতিও রাজনীতি করাই। তারও দাম চোকাতে হয়। সেটাও গায়ে হাওয়া লাগিয়ে হয় না।
    ডিসির ৯ঃ০৫ আর ৯ঃ৩৪কে ক।

    বড় এসসি - "একদম সরাসরি বাছুন, কাকে কম ক্ষতিকর মনে করেন"। নিজেদের এতো অসহায় ভাবেন কেন? একটা সুদর দেখতে লোক আর একটা কুৎসিত দেখতে লোক এসে আপনাকে জিজ্ঞাসা করছে কে আপনার সন্তানকে ধর্ষন করবে - আপনি ঠিক করুন। আপনি ধর্ষন ঠেকাতে পারবেন না জেনেও কি একবার চিৎকার করবেন না - আমি আমার সন্তানকে ধর্ষিত হতে দিতে চাই না।
    সকলেই আমরা কি ঐ বাংলাদেশের মায়ের মত অসহায়? যাকে ধর্ষকদের বলতে হয় - "বাবারা একসাথে না, একে একে যাও, মেয়েটা ছোট তো"।
  • Ekak | 24.99.127.89 | ১৯ জানুয়ারি ২০১৫ ১১:৪৬658049
  • কল্লোল দা ,

    ধর্ষণ করার এক্সট্রিম কেস বেছে ভালই করলে । ঘটনা টা তাই । আইডিওলজি জিনিসটাই জ্বালাতন্কের মত । শুধু কামড়াবার লোক খুঁজে বেড়ায় । দুনিয়া জুড়ে এটাই চলছে । এবং তার দাঁড়িয়ে অপশনটা রিয়ালি সাদা আর কালো ধর্ষক বেছে নেওয়ার সামিল । বাংলাদেশের মত কিনা জানিনা । তবে আমরা আমাদের মত করে যথেষ্ট বিপদে । এটা শুধু বিজেপি-আরেসেস মাথায় রেখে বলা নয় । সমস্ত চিন্তার ক্ষেত্রে জ্বলাতঙ্ক দেখতে দেখতে হেজে গিয়ে বলা । বাইনারি চয়েসের দ্বান্দিক পথ আমাদের শেষে এসে চুস দ্য বেস্ট এমং দ্য অযর্স্ট -এ এনে দাঁড় করিয়েছে ।
  • একক | 24.99.127.89 | ১৯ জানুয়ারি ২০১৫ ১১:৫৫658050
  • @ডিসি

    আপনি যেটা বললেন সেটা অনেকেই ভাবেন ।

    কিন্তু একটা জিনিস জাস্ট ভেবে দেখুন ; মানুষের ইতিহাস তো ইতিহাস লেখার ইতিহাস তাই না ? রিভিসনিস্ম ইস এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট । কখনো সেটা বিজ্ঞান করে কখনো রাজনীতি । একটা ডিফারেন্ট রিয়ালিটি প্লেইনে এমন হতেই পারে যে একটা নেশন তার ন্যাচেরাল রিভিসনিস্ট সাইকল এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা জাস্ট সেটা ধরতে পারছিনা । হতে পারে না কী ? সেই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু জুডিশিয়াল আর এক্সট্রা জুডিশিয়াল এর দূরত্ব আর থাকেনা । সমাপতিত ।
  • d | 144.159.168.72 | ১৯ জানুয়ারি ২০১৫ ১১:৫৭658051
  • একক,

    সংক্ষেপে
    ১) একইসাথে রাস্তাজোড়া শিবমন্দির আর মসজিদ ভাংঅতে শুরু করলেও কি বড় ধরণের সমস্যা হবে বলে মনে করেন? এক একটা এলাকা ধরে রাস্তার মধ্যে বা অন্যের জমিতে এনক্রোচ করে বানানো যে কোনও ধম্রস্থান যদি ভাঙার নোটিশ দেওয়া হয় ... তাহলে?
    একইভাবে শব্দসীমা লঙ্ঘনকারী যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনলে?

    ২) পোলিওর ওস্শুধের ক্ষেত্রে কিন্তু মুসলমানদের মধ্যে যথেষ্ট প্রতিরোধ ছিল এবং সেটা ধর্মীয় কারণ বলেই তাঁরা বলতেন। তো, সেটা তো নিরন্তর প্রচার চালিয়ে চালিয়ে, অসংখ্য ছোট ছোট গ্রুপে বক্তব্য রেখে, বুঝিয়ে ব্যপারটা মেটানো গেছে। ধর্মীয় গোঁড়ামির বাইরে এসে অনেকেই (যদি সকলে না-ও হয়) ওষুধ খাইয়েছেন তো।
    তো, এই ফর্মটা কি আরও এক্সপ্লোর করা যায় না?
  • dc | 213.187.246.95 | ১৯ জানুয়ারি ২০১৫ ১৪:০৪658052
  • একক, "মানুষের ইতিহাস তো ইতিহাস লেখার ইতিহাস তাই না ? রিভিসনিস্ম ইস এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট" এটা একদম ঠিক বলেছেন। কিন্তু এটা মেনে নিয়েও কিছু ওভারল ট্রেন্ড দেখা যায় যা কিনা রিভিশন ইন্ডিপেনডেন্ট। মানে ইতিহাস যেই লিখুক না কেন, আর পরে যেই রিভিশন করুক না কেন, এই ট্রেন্ড গুলো থাকবেই। যেমন একটা ট্রেন্ড হলো আমরা সেই প্রস্তর যুগ থেকে আজ অবধি টুলস আর টেকনোলজি ব্যবহার করে এগিয়েছি। টেকনলজি আমাদের সভ্যতার একটা ইনসেপারেবল পার্ট। আরেকটা ট্রেন্ড হলো, আস্তে আস্তে একজন ইন্ডিভিজুয়াল বা দল বা গোষ্ঠির আধিপত্যর থেকে সরে গিয়ে "স্টেট"এর ক্ষমতা বেড়েছে। লাস্ট পাঁচ হাজার বছর ধরেই কিন্তু আমরা এক্সট্রা জুডিশিয়াল অথরিটির থেকে সরে জুডিশিয়াল অথরিটির দিকে অগিয়েছি। অন্তত পৃথিবীর বেশিরভাগ দেশে। আবার বলি, এক্সট্রা জুডিশিয়াল আর জুডিশিয়াল অথরিটির বেসিক পার্থক্য হলো ইন্টার্নাল কনসিসটেন্সি আর ধারাবাহিকতা।

    তো এই সময়ের ইতিহাসে, মানে ধরুন লাস্ট কুড়ি-তিরিশ বছরে কি এমন ঘটলো যে আপনি এই ট্রেন্ড রিভার্স করতে চাইছেন? মানে আপনি যে লিখেছেন, "এমন হতেই পারে যে একটা নেশন তার ন্যাচেরাল রিভিসনিস্ট সাইকল এর মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা জাস্ট সেটা ধরতে পারছিনা", এটা কেন মনে হচ্ছে?
  • ~L~ | 118.171.159.41 | ১৯ জানুয়ারি ২০১৫ ১৬:৫২658053
  • গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশ বা রাজ্যের সরকার নির্ধারণকে যদি কেউ সন্তানের ধর্ষক নির্বাচন এর সমতুল্য মনে করেন, তিনি গণতন্ত্রে আস্থা সম্পূর্ণ হারিয়েছেন।

    সে হারাতেই পারেন, তবে নির্বাচন প্রণালীর প্রতি বা সংসদীয় গণতন্ত্রের প্রতি নিজস্ব ঘৃণা তিনি যদি জনমানসে ক্রমান্বয়ে ছড়িয়ে চলতে থাকেন, তবে দেশের গণতান্ত্রিক পরিবেশের পক্ষে তিনি বিপজ্জনক।

    তাঁর নিজস্ব আদর্শ ও পছন্দের রাজনীতি হিসেবে যদি কেউ রাষ্ট্রীয় নৈরাজ্য কায়েম করাকেই নিজের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের লক্ষ্য হিসেবে বেছে নেন, তবে তাঁর থেকে সাবধান ধাকাই উচিত বলে মনে হয়।
  • b | 135.20.82.164 | ১৯ জানুয়ারি ২০১৫ ১৭:৩৩658055
  • হ্যাঁ, থাকুন না। কে মানা করেছে?
  • PM | 122.79.35.18 | ১৯ জানুয়ারি ২০১৫ ১৭:৪৮658056
  • নোটা, এক্স্ট্রা জুডিসিআল ইন্টার্ভেনসন সবই আমার মনে হয় দিশাহীন হয়ে চটজলদি সমাধানের টোটকা। যদি লেগে যায় টাইপ চিন্তা। সময় , ধৈর্য্য ধরে, সময় নিয়ে মুল সমস্যা কে চিহ্নিত করে সমাধানের চেষ্টা নয়।

    পাকিস্তানের লোকেরা আজকের দিনে দাঁড়িয়ে মনে করে সামরিক শাসন-ই সর্বরোগ হর বটিকা। অথচ মুশারফের আমলের শেষ দিকে তারাই মনে করতো গনতন্ত্র-ই সমাধান। দেশের ফিউডালিস্ম (জমিদারী প্রথা ওখানে লোপ পায় নি) , দূর্নীতি ইত্যাদি দুর করতে যে কষ্টসাধ্য প্রচেষ্টা, সেটা করতে কেউ রাজী নয়।

    আমাদের চিন্তা ভাবনাও কিছুটা সেই দিকেই যাচ্ছে।
  • lcm | 118.91.116.131 | ২০ জানুয়ারি ২০১৫ ০১:০০658057
  • অনেক পন্ডিতের মতে, সোভিয়েত সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হল গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতির অবলুপ্তি।
    ভুল থেকে শিক্ষা নেওয়া ভুল নয়।
  • ranjan roy | 24.97.186.32 | ২০ জানুয়ারি ২০১৫ ০৭:২৮658058
  • এককের লেখাটা অবশ্যই সিরিয়াস ইন-ডেপ্থ চিন্তার দ্যোতক।
    কিন্তু কেমন যেন নী-জার্ক রি-অ্যাক্শনের মত লাগচে। কোথায় যেন আতংকে অস্থির হয়ে একটা ইন্স্ট্যান্ট শর্ট্কাট বা ফায়ার-ফাইটিং সমাধানের ছাপ।
    অবশ্যই এই লাইনের চিন্তা নতুন নয়, আমার এক আজীবন বাম-ঐতিহ্যের নাস্তিক বন্ধু , বাঙালী, এখ্ন ঠিক এককের লাইনের চিন্তার থেকে আর এস এস এর "একক বিদ্যালয় প্রকল্পের " ন্যাশনাল লেভেল কন্সালট্যান্ট হয়েছে।
    অনেক বেশি কঠিন কাজ দীর্ঘস্থায়ী প্রেক্ষিত নিয়ে মাটি কামড়ে পড়ে থেকে গণ্তন্ত্রের বিকাশের জন্যে কাজ করা, যা অনেকটা dc ও অন্যান্যের লেখায় ফুটে উঠছে।

    == বাংলাদেশে মাইক্রো ফাইনান্সের জনক অর্থনীতির অধ্যাপক দুই খারাপ ক্যান্ডিডেটের উদাহরণ দিতে গিয়ে বলতেন " ডাকাইতরে হারাইতে চোরডারে ভোট দিবেন"।
    উনি কি এই উদাহরণ দিয়ে গণতন্ত্রকে অপমান করলেন? না গণতন্ত্রকে দুর্বল করলেন?
    "নোটা" একটি পরিস্থিতিকে স্বীকৃতি দেওয়া, সেই অর্থে গণতন্ত্রের বিস্তার।
  • cm | 127.247.115.52 | ২০ জানুয়ারি ২০১৫ ০৮:১৫658059
  • গরুর রচনা কি করে লেখেঃ শুরুর লাইনটি বিষয়ে হবে। অল্প কথা বলার পরে আপনি গরু নিয়ে আলোচনায় চলে যাবেন। নানান দৃষ্টিকোণ থেকে গরুর মাহাত্ম্য বর্ণনার পরে আবার মূল বিষয়ে এসে শেষ করবেন।

    ইলাসস্ট্রেশনটি ভাল হয়েছে। প্রচারকেরা ভালই সক্রিয় দেখছি।
  • Atoz | 161.141.84.175 | ২০ জানুয়ারি ২০১৫ ০৮:২০658060
  • ঃ-) ঃ-) ঃ-)
    গরুর রচনার ব্যাপারে একেবারে একমত। ঘুরেফিরে তাই দেখছি। ঃ-)
  • jenegan | 122.79.39.7 | ২০ জানুয়ারি ২০১৫ ১১:৪১658061
  • মওজা হি মওজা ভজপ আর বাম এক লাইনে ভেবে ফেলে,ভয় কিসে হয় লা লা ল্লা
  • একক | 24.99.91.201 | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:৩৫658062
  • @d

    যদি হয় তাহলে এতকাল হয়নি কেন ? পোলিওর টিকা খাওয়ানো উচিত নইলে হাত-পা বেঁকে মৃত্যু আসবে এটা কিন্তু ফিয়ার সাইকোসিস । "বোঝানো " বলতে এখানে ফিয়ার টার সঙ্গে কানেকট করিয়ে দেওয়া । আজানের মাইকগর্জন কে বন্ধ করতে গেলেও তাহলে একটা ফিআর দরকার ? মানে কীভাবে কোন বেসিক ইন্টারেস্ট এর সঙ্গে কানেক্ট করে "বোঝাবেন" যদি একটু বলেন ।

    গোটা খিদিরপুর এবং তত্সংলগ্ন অঞ্চলে বা যে কোনো মুসলিম ঘেট তে যান , কেও হেলমেট পরেনা । রাস্তাঘাট নোংরা । অপরাধ ,ছিনতাই । সর্বর্ত্র দারিদ্র কারণ নয় ।মুসলিম ঘেট গুলোতে কোনো সিভিল ল্য চলেনা কেন ? পেনিট্রেট করতে কিসের অসুবিধে ? জঙ্গি তৈরী হলে কীভাবে আটকাবেন যদি আগে থেকেই নিয়ন্ত্রণে না আনতে পারেন ?

    সেই যে ভগবতিপ্রসাদবাবুর উদ্যোগে (নাম ঠিক বলছি তো ? ) ৬০ ডেসিবেল এর উপর মাইক বাজানো নিয়ে অত কান্ড হলো , সমস্ত পুজো কমিটি তে নোটিশ গেল ,কই কারো দম হয়েছে মাঝরাত্তিরে মাইক লাগিয়ে আজান বন্ধ করার ??

    আমরা একটা অদ্বুত ভন্ড জগতে বাস করি । বাচ্চাবেলায় দুলে দুলে মুখস্ত করানো হয় "এক বৃন্তে দুটি কুসুম " ইত্যাদি ঈদিকে মুসলিম কাজের মাসি কে নাম লুকিয়ে সেই বাড়িতেই কাজ খুঁজতে হয় । গ্রিন এনজিও ,পরিবেশ ,দৃশ্যদূষণ ,শব্দদূষণ নিয়ে সেমিনার এর কোনো ইয়ত্তা নেই ইদিকে রাত্রদিন ফাটা মাইকে আজান চলতে থাকে । কিছু বলতে গেলে মাইনরিটি সেন্টিমেন্টের রাজনীতি হবে । মুসলিম এমেলে হোক বা হিন্দু সবাই করাপ্টিবল ! কী ভাবে আপনি জুডিশিয়াল ইন্টারফিয়ারেন্স দিয়ে এটা ঠিক করবেন ?

    ব্যাঙ্গালোরের ঘটনা বলি । শিবাজিনগর এরিয়াতে ব্যাঙ্গালোর এনিম্যাল রাইটস সংগঠন থেকে বহুবার রেইড করা হয়েছে । প্রচুর এন্ডেনজর্ড স্পিসিস ধরা পরেছে । কীভাবে প্রচন্ড অস্বাস্থ্যকর পরিবেশে পশুপাখি কে রাখা হয় ভাবা যায়না । প্রথমে ভাবতুম পভার্টি এর কারণ । তারপর দেখি একেকজন ট্রেডার এর বিশাল পয়সা । লোকাল কংগ্রেসের নেতার সঙ্গে যোগসাজশ করে কারবার চলছে । সমস্ত এনজিও ফেইল্ড এখানে কাজ করতে । এখানে ভয় না দেখালে হবে ? এদের তো একটাই জোর আর তা হলো মুসলিম বলে কেও ছুঁতে পারবেনা ।
  • একক | 24.99.91.201 | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:৪২658063
  • এবং মানুষের বাধ্যতামূলক-সুশীলগিরি কোথায় গিয়ে পৌছেছে যে রেসকিউ এনিমাল এডাপসন সাইটে দেখি লেখা "সাম নটোরিয়াস এন্ড ক্রুএল এনিমাল ট্রেডার্স " । এটুকু বলার মত পরিবেশ নেই যে এই "সাম" টা কারা । কারা ঘেট বানিয়ে ,বেইআইনি দখল করে টাকা কামাচ্ছে এবং সেই টাকায় জুডিশিয়াল সিস্টেম কে কিনে নিচ্ছে ।
  • :) | 118.171.159.41 | ২০ জানুয়ারি ২০১৫ ১৩:৫৮658064
  • খিদিরপুর মার্কেটে পুলিশ, কাস্টমস, ট্যাক্স, কেউ ঢুকতে সাহস পায় না। সেই একবার এক অফিসার কে মেরে কুচিয়ে ফেলে দিয়ে গেছিল, তার পর থেকে। গত সপ্তাহে স্যামসাং এর নকল মোবাইল ধরার জন্যে দুজন পুলিশ নিয়ে এক কাস্টমস অফিসার গেছিলেন, মার্কেটের দোকানের ঝাঁপ নামিয়ে সব জনতা গিয়ে ফেলে কেলিয়েছে। ঐটুকু জায়গা, যে কোনো মুহূর্তে এক ডাকে হাজার ৫-১০ লোক ঘিরে দাঁড়িয়ে কেলাতে কেলাতে মেরে ফেলতে পারে। ঐ রকম জায়গায় ল অ্যান্ড অর্ডার!!
  • একক | 24.99.91.201 | ২০ জানুয়ারি ২০১৫ ১৪:০৪658066
  • "দীর্ঘস্থায়ী প্রেক্ষিত নিয়ে মাটি কামড়ে পড়ে থেকে গণ্তন্ত্রের বিকাশের জন্যে কাজ করা"

    রঞ্জনদা এবং আর যাঁরা মাটি কামড়াতে বলছেন । ইয়ে মানে অন্যভাবে নেবেননা .........এদ্দিন আপনারা কী কামড়ে ছিলেন ? মাটিই তো ? তাহলে এই হাল কেন ?
    সোসালিস্ট পথে দেশ চালানো তো প্ল্যানার্স বিসনেস। শেয়ার ইওর প্ল্যান , গেট এম্প্লয়েড ,এক্সিকিউট । প্ল্যান শুড ওয়র্ক । প্ল্যানার্স অলযেস ফেইল সেই গল্পে যাবনা কারণ তাহলে গোটা ভারতের রাজনীতিই অপ্রাসঙ্গিক হয়ে পরবে । বরং সেই "মাটি কামড়ানোর" হিসেব একটু বলুন তো রিলিজিয়াস মাইনরিটি কে ভাঙিয়ে ভোট বাড়ানো ছাড়া কী হয়েছে ? সেই নেহরুর থেকে শুরু করে এখন অবধি শুধু কীভাবে একটা কমপ্লিটলি নন্কন্ফর্মিং বাট ইলেক্টোরালি পাওয়ারফুল ক্লাস হিসেবে গড়ে তোলা যায় সেই ল্যাব এক্সপেরিমেন্ট চলেছে মুসলিম দের নিয়ে । এই বুঝি কাজের উদাহরণ ?

    "মানুষ একদিন এদের ছুঁড়ে ফেলবে " .............এটা কী দৈববাণী ? দিস ইস নট হাউ প্ল্যানার্স থিঙ্ক । আসলে ভাবার মত জায়গাটাই হারিয়ে গেছে । "মানুষ ছুঁড়ে " ফেললে সেখানে আমরা গিয়ে বসবো :)) আমাকে কেন বসতে দেবে মানুষ ? কারণ আমি একটু কম অযর্থলেস । আমার নিজের কোনো মাটি কাম্রাবার সীন নাই :)

    কল্লোলদা বলছিলে না খারাপ-এর সঙ্গে খারাপের তুলনা ? এইজন্যেই হয়েছে এরকম । প্ল্যানার্স সিস্টেমে স্টেটসম্যান না থাকলে এটাই হয় । সবাই বিট লেস অযর্থ্লেস লজিকে সেফ খেলতে শুরু করে । এই মুহুর্তে ভারতবর্ষে মোদী ছাড়া কোনো স্টেটসম্যান নেই । মাটি কামড়ানোর কথা যদি বলতেই হয় সেটা আরেসেস ছিল ,আছে । শাখা-সংঘ বাড়ছে । গ্রাউন্ডে কাজ করছে । কী কাজ সেটা রাজনীতির ব্যাপার । বাকিরা মাটির তলায় । কী কামড়ে আছে তারাই জানে । মানুষ জানে না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন