এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্স দিয়ে কী ভারতবর্ষ কে লাইনে আনা সম্ভব ? কী মনে হয় ?

    একক লেখকের গ্রাহক হোন
    নাটক | ১৮ জানুয়ারি ২০১৫ | ১১০৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :) | 127.194.208.43 | ২৫ জানুয়ারি ২০১৫ ০০:৫২658133
  • একক কিন্তু যতদূর মনে আছে ধর্ষক বা ক্রিমিনালদের সাইকোলজিকাল ট্রীটমেন্ট বা কাউন্সেলিং পন্থী ও ছিলেন না। আর দেশে যা জনসংখ্যা তাতে দুই এক্সট্রীম এর মৌলবাদীদের লড়িয়ে দিয়ে কিছু জনসংখ্যা কমাতে পারলে উনি খুশিই হবেন।

    একটাই কথা বলার, মুসলিমদের প্রতি রাষ্ট্রীয় লিবেরাল প্রশ্রয়াকুল ভোটালো ট্রীটমেন্ট থেকে অ্যান্টি-মুসলিম মানসিকতার চাষ, না একটি জনগোষ্ঠীর সোসিও-ইকোনমিক বঞ্চণার ইতিহাস থেকে ইসলামী এক্সট্রীমিস্ট ফান্ডামেন্টালিজম দ্রুত চাড়িয়ে যাচ্ছে সেটা ডিম-মুরগি সমস্যা। দুই যুযুধান গোষ্ঠীর মধ্যে উত্তরোত্তর চাপ বাড়িয়ে চলা আনস্টেবিলাইজেশন ছাড়া আর কিছুর জন্ম দিতে পারে না বলে মনে করি। ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়ার পথ সে নয়। শ্মশানের শান্তি চাইলে অবশ্য ঠিক ই আছে।
  • PM | 53.251.91.119 | ২৫ জানুয়ারি ২০১৫ ০০:৫২658134
  • নাঃ কিস্যু প্রমান হয় না। এককের কাছে আইডল ওয়ার্শিপ হারাম (যেটা ১০০% সত্যি) কথাটা শুনে মনে পড়লো, তাই শেয়ার করলাম।

    যদি মুসলিমরা নিজেদের ধর্মীয় নির্দেশ যদি ঠিক ঠাক মানে তো হিন্দু পুজো পার্বনে পার্বনে অ্যাটেন্ড করতে পারবে না
  • pi | 127.194.15.87 | ২৫ জানুয়ারি ২০১৫ ১৭:২০658135
  • এই সুতোয় আর কিছু পোস্ট করতে ইচ্ছে করছে না ।
  • Ekak | 24.96.53.100 | ২৫ জানুয়ারি ২০১৫ ২০:০৭658136
  • পিএম

    রামকৃষ্ণ মিশনে ওরকম একাধিক দেখেছি । রবিউল আমাদের জুনিয়র ছিল সরস্বতী পুজো করত । অনেকেই আছেন । পিটার মহারাজ এখন বেলুর না ইউসেতে জানিনা । কিন্তু মুস্কিল হচ্ছে আমি এগুলো দিয়ে কী প্রমান করতে চাইছি । সব লোক এরকম হবে কেন । পিপল হ্যাস রাইট টু স্টে এস রিলিজিয়াস ইন্ডিভিজুয়াল্স । রেডিও তে -টিভি তে -মোবাইলে অষ্টপ্রহর মুসলিম চ্যানেল চলুক না ।সিভিল লাইফে প্রবলেম ক্রিয়েট না করলেই হলো । যতক্ষণ না কেও প্রবলেম ক্রিয়েট করছে বা পটেনশিয়াল টু করতে পারে ,ততক্ষণ তার মাথার ভেতরে ঢোকবার আমার দক্কার নেই ।

    প্রবলেম ক্রিয়েট করলে বাঘ-এরাও ম্যানইটার বলে মার্কড হয় ।
  • একক | 24.96.53.100 | ২৫ জানুয়ারি ২০১৫ ২০:১৯658137
  • এই টাইগার পপুলেশন গ্রোস আপ নিয়ে এরকম মজার কার্টুন বেশ কিছু দেখলুম শেয়ার করছেন । একটা প্রশ্ন বাজারে উটছে আশা করি ।

    এই গ্রোন আপ পপুলেশনের জন্যে এনাফ স্পেস ( ইন ইকলজিকাল সেন্স) আছে তো ? যদি আগামী এক্স বছরে না থাকে তাহলে কী কিছু টাইগার এদিকওদিক মুভ করানো দরকার ? জেনেটিক ভ্যারিয়েশনের কী হবে ? গ্রোথ কন্ট্রোল করা দরকার কিনা ।

    মানে কদিন ধরে লোকজন খুব শেয়ার করছে খবর টা উইথ পলিটিকাল তীকাতিপ্পনি কিন্তু কোনো ডিটেইলড আর্টিকল পেলুম না । কেও পেলে শেয়ার করবেন কাইন্ডলি । এরকম হতেও পারে ডেটা যা জলমেশানো । আরটিআই করলে জানা যাবে ।
  • !! | 59.207.251.116 | ২৫ জানুয়ারি ২০১৫ ২৩:০৯658138
  • একটা শিক্ষিত মানুষ যখন বিদ্বেষকে হাতিয়ার করে তখন তার চেয়ে খারাপ কিছু হয় না। অন্য কেউ হলে এতক্ষণে অনেকে লিখতেন
  • Ekak | 53.224.129.59 | ০৬ এপ্রিল ২০১৭ ০৩:০৮658140
  • এই টই তে টাইগার পপুলেশন ও ম্যান ইটার নিয়ে কিছু লিখেছিলুম দেখছি :) তো তারপর এই মাঝের সময়ে ম্যান ইটার নিয়ে আরও কিছু পড়েছি , ডকুমেন্টারি দেখেছি । ব্যাপারটা খুব ফ্যাসিনেটিং লাগে তাই ।

    রিসেন্ট ফাইন্ডিং জানাচ্ছে : এইযে জগ জগ ধরে চলে আসা ধারণা যে টাইগার বা লায়নরা "আসলে " ম্যানিটার হয়না , শিকারির দ্বারা আহত হলে বা বুড়ো হয়ে শিকার করতে না পারলে তবেই ম্যান ইটার হয় ............এই স্কুল অফ থট টা ভুল । মানে ঠিক না। কিছু বাঘ-সিংসহ ওরকম থাকে ঠিক ই , কিন্তু সাভানা অঞ্চলে দীর্ঘ পনেরো ছোট ধরে গবেষণা হয়েছে এবং দেখা যাচ্ছে কোনো সিংহ যদি একবার বুঝে যায় যে হিউম্যান ইস "ইজি প্রে" তাহলে বারবার মানুষ মেরে খায় । সে শারীরিক ভাবে প্রচন্ড সক্ষম হলেও ।

    এবং আশ্চর্যভাবে , এক বিজ্ঞানী ন্যাটজিও ডকুমেন্টারিতে বলছেন ....গ্রামের মানুষেরা যখন যুক্তি দিয়ে বুঝতে পারেনা যে কেন এরকম ভাবে ম্যান ইটার লায়নের আক্রমণ বারবার হচ্ছে এবং ম্যান ইটার রা সংখ্যায় বাড়ছে তখন তারা নিজেদের মধ্যে কিছু রূপকথা তৈরী করে যে সেই সিংহকে হয়তো ভূত ভর করেছে , হয়তো কোনো শিকারী বোনের দেবতাকে অসন্তুষ্ট করেছেঃ এই সব । সাইকোলোজিক্যালি এটা মেনে নেওয়া অসম্ভব যে তারা আসলে "ইজি প্রে " বলে শিকার হচ্ছে । এটা মেনে নিতে হলে তাদের সমস্ত সাহস ভেঙে পর্বে এবং বাসস্থান ছেড়ে পালিয়ে যেতে হবে ।
    '
    দারুন স্টাডি । গুগল সার্চ করলে পেয়ে যাবেন ।
  • Ekak | 53.224.129.59 | ০৬ এপ্রিল ২০১৭ ০৩:১৪658141
  • ওহ হ্যাঁ , বাঘ-সিংহ ছেড়ে আবার টপিকে ফিরি । আজ দেখলুম কেও কেও বলছেন : একটা সম্পূর্ণ মিথ্যে বঞ্চনার ইতিহাসের পিছনে হিন্দু বাঙালি ছুটছে এবং অন্ধ হয়ে আক্রমণ করছে অন্যদের ।

    এপ্রসঙ্গে , টই এর প্রথম পোস্টে যা বলেছিলুম তাই রিপিট করে যাই :: আইডিয়ালিস্ম ওয়র্কস ইভেন ইফ ইউ ডোন্ট বীলিভ ইট।
  • T | 165.69.191.255 | ০৬ এপ্রিল ২০১৭ ০৭:৫৪658011
  • একটু ঐ স্টাডির লিঙ্কটা দেখতে চাই। মানে আফ্রিকান সাভানাতে সিংহ স্টাডি করেচে পনেরো বছর ধরে।
  • Ekak | 53.224.129.59 | ০৬ এপ্রিল ২০১৭ ০৭:৫৮658012
  • ভাট এ দিয়ে দেব। ন্যাটজিও থেকে করেছে । ফুল ডকুমেন্টারি আছে ।
  • PT | 213.110.242.5 | ০৬ এপ্রিল ২০১৭ ০৮:০৬658013
  • হর্কিষেনের পাগড়ি নিয়ে যারা অহেতুক ধ্যাষ্টামো করেছে তাদের জন্যে।
  • dc | 132.164.49.12 | ০৬ এপ্রিল ২০১৭ ০৮:১৫658014
  • অ্যাঁ, হর্কিষেনের পাগড়ি? এটা আবার কি কেচ্ছা?
  • T | 165.69.191.255 | ০৬ এপ্রিল ২০১৭ ০৯:৫৩658015
  • মিডিয়া গুলোতে টাকাপয়সা ঢালছে মনে হয় প্রচুর। যত না হয়েচে তার থেকে প্রচার অনেক বেশী। দুপাঁচশো করে টাকা ধরিয়ে, চাট্টি লুম্পেন টাইপস জড়ো করে জ্যায় র‍্যাম জ্যায় র‍্যাম বলে চেঁচাচ্ছে। কাজ মিটে গেলে ফিরে গিয়ে মদ গিলবে ক্লাবে বসে। অ্যাত গেল গেলর কিছু নেই।

    এইসময়ে হাওড়ার যে ছবিটা দিয়েছে, সেটা হাওড়া ময়দানের কাছে মাড়োয়ারী এলাকার ছবি। এরা গত দশবছর ধরে শুধু রামনবমী কেন, গনেশ চতুর্থী, শিবরাত্রি, হনুমাননাইটস ইত্যাদি পালন করে থাকে। পঞ্চাশ মিটার মতো রাস্তা বন্ধ করে। ঐ চাট্টি মাইক বাজিয়ে নেচেকুঁদে হল্লা করে। বিজেপি এইখানে স্বাভাবিক গোবলয় মার্কা গা ঘেঁষাঘেঁষি করে উঠতে চেয়েছিল, কিন্তু তৃণমূল সেটা হাইজ্যাক করেচে। প্রসুনবাবু লাস্ট ইলেকশনের আগে বলেছিলেন, সবই ঠিক আছে, কিন্তু এলাকার ব্যবসায়ীরা জানেন কাদের চটালে ব্যবসা কত্তে অসুবিধে হবে। অবশ্যই ভার্বাটিম কোট নয়। তো পরদিন দেখা গেল, মাড়োয়ারী লুম্পেনরা রাতারাতি তৃণমূলের আপিস খুলে বসেচে এবং এন্তার গুটখা ও সিগারেট চলছে। নেত্রী দুমানুষ সমান পোস্টারে ঝুলছেন। বুঝলেন কিনা। এই তো হচ্চে হিঁদুর অবস্থা। :)

    নেত্রী এখন জল মাপছেন, বিজেপিকে কতটা চুদুরবুদুর করতে দেওয়া উচিত। সিপিয়েমেরই বা কী অবস্থা! কিছু না, হাল্কা দুটো পেটো ঝাড়লে সব ত্রিশুল খাঁড়া কোদাল ফেলে ছুটবে। রামজি একদিন, তৃণমূল সবদিন।

    একক খিল্লি করে ছবি দিয়ে যাচ্চে, আপনারাও নাচছেন।
  • Ekak | 53.224.129.59 | ০৬ এপ্রিল ২০১৭ ০৯:৫৯658016
  • মাত্র দুটো ছবি হাওড়ার । বর্ধমান আর দুর্গাপুরের ছবি আছে ।আর কুমারী বরণের ছবি তে বাঙালিমায়েরা দলে দলে মেয়েদের কুমারী সাজিয়ে দিয়েছে নিজে হাতে । দুর্গাপুজোতেও এতো কুমারী পুজো হয়না । ওদের দেখে মাড়োয়ারি মনে হলো ? :):):):)

    লোক এ দেখুক । চোখ বন্ধ করে আর কদ্দিন । কাল থেকে এনাটক দেখছি :)
  • T | 165.69.191.255 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:২০658017
  • একক নিশ্চয়ই আমাকে আমার এলাকার খোঁজ দেবে না। হাওড়ার যে ছবিটা রয়েছে 'এইসময়ে' সেইটার কথা বলছি। :) ওটা হাওড়া ময়দানের কাছে একটা গলির ছবি। ঐ এলাকায় প্রায় নিরানব্বই শতাংশ লোকই মাড়োয়ারী। সেটাই বলেছি। উলটো বুঝলি রাম হওয়ার তো কথা নয়।

    আর দুর্গাপুরের যে ছবিটি দিয়েছ যাতে একদল মেয়ে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেইটার অরিজিনাল ভিডিওটা নিজেই দেখে নাও। দ্যাখো তারা কোন ভাষায় কথা বলছে। :)

    কুমারী পুজোর এটা কি কেস জানি না। বলতে পারব না। হবে হয়তো। বাঙালীমায়েরা 'দলে দলে' শুনে ক্যামন একহাজার বছরের ঘুম ভেঙে হিন্দু জেগে উঠেছে জাতীয় কথা মনে হ'ল। বেশ বেশ, যে যার স্বপ্ন দেখুক, কেই বা বারণ করছে।

    চোখ বন্ধ করে আর কদ্দিন এ জাতীয় রিলে কমেন্ট্রি তো আজকে শুনছি না স্যার। এ জাতীয় নাটক করে ভোট পাওয়া যায় না। কাল হাওড়ায় ঐ মাইক বাজিয়ে নাচন কোদন এইটা যেমন ঘটেছে, তেমনি সম্প্রীতির উদ্দেশ্যে পদযাত্রাও হয়েছে। সে ছবি মিডিয়া ছাপেনি, এককও দেখেনি ফলে আফ্রিকায় আজকাল বাঘও রয়েচে, মানুষ খাচ্চে।
  • Arpan | 24.195.228.143 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:২০658018
  • এই সময়ে তো দেখলাম হাজার দশেকের মিছিল বেরিয়েছে বারাসাতে। আর হিঁদু বাঙালী সেকুলার দেশে কেন রামনবমীতে মিছিল বের করা যাবে না সেই নিয়ে পোস্ট করে যাচ্ছে।

    কালীদা, এইটা আর সুধু মারোয়াড়িদের বেপার নেই।
  • Arpan | 24.195.228.143 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:২১658019
  • ঃ)))))

    (হায়্না তো চায়নায় মশাই)
  • T | 165.69.191.255 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:২৩658020
  • অর্পনদা, যা বলেছি তাকে বেকার ট্যুইস্ট করে লাভ আছে? একটা স্পেসিফিক কেসের কথা বলেছি আমি। না বোঝার তো কিছু নেই।
  • Ekak | 53.224.129.59 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:৩০658022
  • তিতাস

    আমিও খবর রাখছি তো :) তুমি একটা জিনিস বিলকুল মিস করে যাচ্ছো যে "মিডিয়া" র যুগ আর্নেই । মিডিয়া একচুয়ালি পুরো খবরের পার্সেন্টেজ ও ছাপেনি । মোবাইলে -হোয়াটসএপ এ -লাইভ ভিডিও তে ছড়িয়েছে । অনুব্রত বাড়িতে বাড়িতে নির্দেশ দিয়ে রামনবমী পুজো করিয়েছে ফার্স্ট হ্যান্ড খবর পেয়েছি। শুধু একা বিজেপি নাকি । লোকে জানে কী হচ্ছে ।

    এখন , কোপিং মেকানিজম হিসেবে যদি ভূতের গল্পে বিশ্বাস রাখো তাহলে আমার কোনো অসুবিধে নেই । পরিস্থিতি সত্যি জটিল এবং কিছু একটা কোপিং মেকানিজম এর তো দরকার । অন্ততপক্ষে মানসিক :)

    এদের ভোট জেতার পাওয়ার নেই এখনো সেটা একেবারেই ঠিক বলেছো । কিন্তু নুইস্যান্স ভ্যালু আছে । খারাপ কাজ করতে ঐটাই ম্যাটার করে । ভোট তো যাব আয়েগা দেখা জায়গা । তার আগে বিজেপি -সংহতি আর হীরকরানি মিলে কী ঘন্টা পাকান , কতটা হাঁসের পেছনে পাঠান সেটা দেখার ।
  • Arpan | 24.195.228.143 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:৪০658023
  • আরে ভাই ট্যুইস্ট করলাম কোথায়? বললাম যে সোশাল মিডিয়ায় আর্সালান প্যাঁদানো পাব্লিকের অস্ত্রমিছিলের প্রতি সমর্থনের কমতি নাই। উত্তোরোত্তর বাড়িতেছে। আর এই ছকটাও তো অন্যত্র প্রুভেন। সেইটাই আশংকার।
  • Arpan | 24.195.228.143 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:৪২658024
  • হ্যাঁ, এই করে ভোট পাওয়া যায় না। তবে সংগঠন বানিয়ে ভোট তো অন্যত্র এরা আদায় করে ছেড়েছে, এখানেও সেটা করবে নিশ্চয়।
  • Ekak | 53.224.129.59 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:৪৩658025
  • সেটাই ব্যাপার । রাতারাতি প্রচুর বিজেপি ভোটার হয়ে গেছে এমন না । ভোট নিয়ে এইমুহূর্তে ভাবছিই না । ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভাবছি , বিশেষত কলকাতার বাইরে । দুর্গাপুর বর্ধমান মালদা মুর্শিদাবাদ ।
  • T | 165.69.191.255 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:৪৪658026
  • কুমারী পুজোর যে ছবিটা দিয়েছ, সেটা ২০১১ সালে দক্ষিণেশ্বর মন্দিরে কুমারী পুজোর ছবি। :) কালকের নয়।

    এনিওয়ে, আমার বক্তব্য খুব সহজ। তৃণমূল এখনও জানে না যে তার প্রতিদ্বন্দ্বী কে? সিপিয়েম কংগ্রেস মিলিত জোট না বিজেপি। এটা ক্লিয়ার হবে পরের বছর পঞ্চায়েত ইলেকশনের পর। ততদিন অবধি নেত্রী বিজেপিকে একইঞ্চিও ছেড়ে দেবে না। ফলে কোনোদিকে পোলারাইজেশনের চান্স এলেই, সেটাকে হাইজ্যাক করে নেবে। এটা ঘটছেও। শুধু অনুব্রত ক্যানো, বীজপুরের ছবি তো দেখাই যাচ্ছে। এইসব রামনবমী হুজুগ আর কদ্দিন। ফলে বিজেপি অত সহজে নিজেদের দিকে কিছু টানতে পারবে না।

    ন্যুইসেন্স তো বটেই।
  • PT | 213.110.242.20 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:৪৫658027
  • আমার রাঁধুনি দিদি জানাল যে তাদের পাড়ায় বজরঙ্গবলীর পূজো হচ্ছে বলে মাছ খাওয়া বন্ধ!!
  • Ekak | 53.224.129.59 | ০৬ এপ্রিল ২০১৭ ১০:৪৯658028
  • আমি ইন্ডিয়াটাইমস , দোকান ক্রনিকল আর টাইমসফেন্দিয়া থেকে কুমারী পুজোর ছবি দিয়েছি । তুমি একবার সেম ছবি দক্ষিনেশ্বর থেকে দেখাও কোনো কাগজের কাটিং এ । আমি ওই তিনটে কাগজের এফবি ও টুইটার পেজে গিয়ে লিখবো । সিরিয়াসলি লিখবো । এরা দক্ষিণেশ্বরের 2011 সালের ছবি কালকের রামনবমী বলে চালাচ্ছে ।
  • He He | 15.199.130.188 | ০৬ এপ্রিল ২০১৭ ১১:১৭658030
  • PT | 213.110.242.20 | ০৬ এপ্রিল ২০১৭ ১১:২৩658031
  • সমস্যা হচ্ছে যে তিনোরা এদের চাপে ঘরে ঘরে রাম আর হনুমানের পূজো করিয়ে এদের উদ্দেশ্যটাকেই সফল করছে। আর পন্ডিতেরা ভাবছে যে নৈরাজ্যবাদ আর নোটার চর্চা করে এদের ঠেকানো যাবে!!
    নাগপুরের পদ্মফুল পশ্চিমবঙ্গে তিনোমূল.........
  • | 195.38.14.215 | ০৬ এপ্রিল ২০১৭ ১১:৩৩658033
  • পিটি বড় একদেশদর্শী চিন্তা করেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন