এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • এক্সট্রা জুডিশিয়াল ইনটারফিয়ারেন্স দিয়ে কী ভারতবর্ষ কে লাইনে আনা সম্ভব ? কী মনে হয় ?

    একক লেখকের গ্রাহক হোন
    নাটক | ১৮ জানুয়ারি ২০১৫ | ১১০৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.190.201 | ২২ জানুয়ারি ২০১৫ ১০:৩০658100
  • এককের এই লাইনটাতে আপত্তি আছে।
    "কোথায় কোন মুসলমান ধর্মাবলম্বী কে ঘর ভাড়া দেওয়া হলনা তার সঙ্গে এটা আলাদা"।
    খুব বুক ঠুকে বলতে পারি - ব্যাঙ্গালোর মুম্বাই তো বাদই দিলাম কলকাতা আর দিল্লীতেও হিন্দু অধ্যুষিত মহল্লায় মুসলমান ভাড়াটে এমন ২৫টা ঘর দেখাতে পারবি না। মনে রাখিস "ভাড়াটে"। নিজের বাড়ি নয়। উল্টোটা কিন্তু খুব দূর্লভ নয়। তবে হ্যাঁ, বর্ণ হিন্দু নয় তারা।
  • b | 135.20.82.164 | ২২ জানুয়ারি ২০১৫ ১০:৩২658101
  • প্রসাদে সিন্নি থাকলে কারুরই যাওয়া উচিত নয়। কাঁচা দুধে ময়দা গোলা। অম্বলের অব্যর্থ রেসিপি।
  • কল্লোল | 111.63.190.201 | ২২ জানুয়ারি ২০১৫ ১০:৩৮658102
  • রঞ্জনের এই লাইনটাও একটু ঘেঁটে - "কিন্তু কোন হিন্দু পরবে তো আমাদের একবারও ডাকেন না?"
    বেশীরভাগ মুসলমান হিন্দু পূজোকে হারাম ভাবেন - কারণ ওঁদের কাছে ওটা বুৎপরস্তি, মূর্তিপূজো। তাই ডাকলেও আসেন না। হিন্দু ধর্ম তার নিজের কারনেই খুব আলগা গোছের। যে গোঁড়া সে গোঁড়া, যে নয় সে নয়। তাই হিন্দু কিশোর কলেজে উঠেই (অন্ততঃ আমাদের কলেজবেলায়) নিজামে গোমাংসে জিভ পাকাতো। কিন্তু মুসলমান কিশোরকে শুওর খেতে অমন লোলুপ হতে দেখিনি। ব্যাতিক্রম আছে, তবে তা ব্যাতিক্রম। হিন্দুদের "পাপ" আর মুসলমানেদের "হারাম" এক বস্তু নয়।
  • kc | 198.71.236.169 | ২২ জানুয়ারি ২০১৫ ২২:১৪658104
  • তিন ফুটকিকে,
    ধরুন আমার বয়স পঞ্চাশ, আর আমার ভাইপোর দশ। এক বছর পরে আমার হবে একান্ন আর ভাইপোর হবে এগারো। মানে আমার বয়সের বৃদ্ধির হার হল ২% আর ভাইপোর হল ১0%, যদিও দুজনের বয়স বেড়েছে এক বছর করেই।
    কী বুঝলেন? :-)
  • সিকি | ২৩ জানুয়ারি ২০১৫ ০০:০৬658105
  • :-) পারফেক্টো!
  • ... | 177.124.124.21 | ২৩ জানুয়ারি ২০১৫ ০৩:২১658106
  • বাহ! একশোয় একশো।
  • .... | 190.148.69.210 | ২৩ জানুয়ারি ২০১৫ ০৬:৫৬658107
  • সে তো নাহয় হলো , আমাদের সবার বয়েস বেড়ে গেল। তবে এখানে জনগননা হচ্ছে কি না, তাই আমার মোটা মাথায় আর একটু বোঝার চেষ্টা করছি।
    কল্পনা করুন , আমাদের পরিবার এ ধরুন ৫০ জন সদস্য, সামনের বছর ধরলাম ৫২ হলো, শতকরা হিসেবে বাড়লো ৪%। এবার আর একটি পরিবার এ সদস্য ১০ জন , সামনের বছর বেড়ে হলো ১২ জন, শতকরা হিসেবে বাড়লো ২০%। আপনি বলতেই পারেন দুটি পরিবার এর বৃদ্ধি তো একই, যেহেতু অ্যাবসলিউট সংখা বৃদ্ধি দুটো পরিবার এর সমান সমান।

    তবে ৫০ জন এর পরিবার এর ২ জন বাড়া আর ১০ জন এর পরিবার এর দুজন বাড়া কি একই বৃদ্ধির সূচক ? এবার ভাবুন , একই হার যদি বজায় থাকে (কল্পনা করতে দোষ কি) , তাহলে ১০ বছর পরে দুটি পরিবার এর সংখা কি দাড়াবে ? এটা কেই এবার কোটি কোটির স্কেল এ চিন্তা করলে তো মনে হয়, পুরো সেন্সাস টাই গোলমেলে। কোথাও কি কিছু মিস করে যাচ্ছি ?

    বলে রাখি এটা কোনো সম্প্রদায় এর দিকে আঙ্গুল তোলা নয়, জাস্ট পোস্টার ব্যাখাটা যেন পুরো বুঝতে পারলাম না।
  • Abhyu | 85.137.10.10 | ২৩ জানুয়ারি ২০১৫ ০৭:৩৮658108
  • অনেক গ্রোথ কার্ভই এই রকম দেখতে হয় - প্রথম দিকে আচ্ছাসে বাড়ে, তারপর থিতিয়ে যায়। মুসলমানদের সংখ্যা বাড়া নিয়ে অতো উদ্বিগ্ন না হলেও চলবে।
  • | ২৩ জানুয়ারি ২০১৫ ০৮:৫৭658111
  • বিদ্বেষ হল গিয়ে পুঁজের মত। ঠিক ফুটে বেরোবেই।
  • Ekak | 24.96.70.51 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:১১658112
  • এই মুসলিম জনসংখ্যা নিয়ে সরকার একটা খুলে আম বদাম করে । ফার্টিলিটি রেট্ দিয়ে সমস্ত হিসেব দেখানো হয় । ফার্টিলিটি রেট্ ধরলে মুসলিম দের ফার্টিলিটি রেট্ নন মুসলিমদের চে বিশাল কিছু আলাদা নয় । কারণ ফার্টিলিটি রেট্ কে নিয়ন্ত্রণ করে অর্থনীতি-স্বাস্থ্য-প্রিন্যাতাল কেয়ার এসব । মুসলিম মাত্রেই গরিব বলে বেশি বাচ্চা এই থিওরি টা এখানেই ডিবনক হয়ে যায় । তাহলে মুসলিম জনসংখ্যা আসছে কোথা থেকে ? আসছে ইল্লিগাল ইমিগ্রান্ট হিসেবে । ভোটের লোভে তাকে থাকতে দিচ্ছে ভটারু দল গুলো । এই হিসেব টা সরকারী ফার্টিলিটি রেট্ থেকে আসেনা । আরেসেস তাই এই বৃদ্ধির হার টা তুলে ধরে । আবাপ যা লিখেছে ওটা দত্তাত্রেয় লাইন । ওটার জন্মই হয়েছে দেশের সরকার হিসেবে গোলমাল পাকায় বলে । আর ইল্লিগাল ইমিগ্রান্ট হিসেবে ধরলে বৃদ্ধির হার নিয়ে চিন্তার আছে বৈকি ।
  • সিকি | 135.19.34.86 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯658113
  • প্রজাতন্ত্র দিবসের আগে এগুলো জেনে বুঝেই পাবলিশ করা হয়। ফেসবুকে তো এইসব নিয়েই জাতীয়তাবাদী ভাষণ চলছে।
  • h | 127.194.251.118 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:২০658114
  • বাঃ অতি অপূর্ব।
  • h | 127.194.251.118 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৪:৩৮658115
  • আমি বুঝতে পারছি না, এত শ্রদ্ধা ভরে এককের সংগে এনগেজ করার কারণ কি। পাতি ফক্স নিউজ লাইন। এত গুরুত্ত্ব দেওয়ার ই বা কি আছে বুঝলাম না। লোকে কি ল্যাহাপড়া আর জেনেরাল অবসারভেশন কি শিকেয় তুলেছে নাকি?
  • cm | 116.208.94.186 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৫:০৭658116
  • ন্যান আমি আপনারে শ্রদ্ধাভরে দু বস্তা ক দিলাম।
  • h | 127.194.251.118 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৬:০০658117
  • যা সালা ঃ-)))))
  • কল্লোল | 125.241.109.197 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৭:৫০658118
  • আমার লেখাটার শেষ সরণীতে দেখানো আছে ভারত পাকিস্তান আর বাংলাদেশ ধরেও মুসলমান জনসংখ্যা মোটের মাত্র ২৯.৯২% (১৯৯১)।
  • cm | 127.247.113.224 | ২৩ জানুয়ারি ২০১৫ ১৮:০৫658119
  • তারপরেও বেশ কটা বছর পার হয়ে গেছে কিন্তু। ভারতবর্ষের সব রাজ্যের অবস্থা এক নয়। চেন্নই-য়ে মেয়েরা বোরখা পরেই হই হই করে স্কুল কলেজে যায় মনে হয়। আর পবয় ওরা অন্য গ্রহের বাসিন্দা।
  • ranjan roy | 24.99.231.202 | ২৪ জানুয়ারি ২০১৫ ০০:২০658121
  • হ্যাঁ, ব্যপারটা আদৌ হোমোজিনিয়াস নয়।
    একটু চোখ কান খুললেই দেখা যায়, হিন্দু গ্রোথ রেট এবং মুসলিম গ্রোথ রেট বলে কিছু হয় না। কিন্তু আরবান ও রুরাল পপুলেশন গ্রোথ ( হিন্দু বা মুসলিম) বলে কিছু হয়।
    স্বাভাবিক কারণেই গ্রামীণ জনতার সন্তানের সংখ্যা বেশি , শহরের কম। এটা দুটো জনগোষ্ঠীর ক্ষেত্রেই তুলনামূলক ভাবে সত্য।
    আমার দাদু ময়মন্সিংহের গ্রামীণ জীবনের ফসল, ছোট শহরে ওকালতি করলেও। তাই আমার বাবা-কাকারা আট ভাই চার বোন ; পরের প্রজন্মে আমরা তিনজন, কিন্তু অন্য কাকার ছেলে মেয়েরা বেশিরভাগই দুই বা এক।
    আমার পরের প্রজন্মে দুই, দুই, এক এক এক এবং শূন্য শুন্য।
    কাজেই এর মধ্যে জীবনযাত্রা ও সংস্কৃতির অবদান আছে।
    উদাহরণঃ আমার দুই হিন্দু কলীগ ; উত্তরপ্রদেশের। জাঠ ও ব্রাহ্মণ। সন্তান চারজন ও তিনজন। কারণ ওদের নাড়ির যোগ গ্রামীণ সংস্কৃতির দিকে। ক্ষেতখামার আছে। একজনের বড় ভাই আবার ইউপিতে বিজেপির মন্ত্রী। অথচ আমার মুম্বাই দিল্লিতে পড়াশুনো করা মুসলিম কলিগের একটি সন্তান। নরেন্দ্রপুরে কাজের মেয়েটি মুসলিম। ওকে বই মেলায় কেনা বাংলা কোরান দেখাই-- দেখ, আদৌ পয়্গম্বর চার বিয়ে কম্পালসারি করে যান নি।
    ও হাসে। বলে একটা বৌ রাখাই আজকের দিনে কঠিন তো আপনি--। ওর একটিই সন্তান; মেয়ে, বিয়ে দিয়েছে।
    লালুপ্রসাদের সন্তানের সংখ্যা ও দিল্লি মুম্বাইয়ের শহুরে মুসলিউমদের সন্তানের সংখ্যা তুলনা করলেই ব্যাপারটা বোঝা যায়।
    কাজেই তিনফুটকির পঞ্চাশ বছর ধরে দুটো কমিউনিটির লাইফ স্টাইল একই থাকবে, একই হারে সন্তান উৎপাদন চলবে ধোপে টেঁকে না।
    আর উদাহরণ দিতে হলে কি প্রতিশত দেখানো হবে সেটা ইম্পর্ট্যান্ট। একটা ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে বেশি গুণাংক ধরলে সেটা সব লজিক ছাড়িয়ে যাবে।
    ওঁর উদাহরণে মুসলিম জনগোষ্ঠীর বৃদ্ধির হার ২০% , অর্থাত পাঁচবছরে দ্বিগুণ হবে। আর হিন্দ্দু জনগোষ্ঠীর দর ২%, অর্থাৎ ৫০ বছরে দ্বিগুণ হবে।
    এমন উদাহরণ নিয়ে কি আর বলব? এটা কি আদৌ বাস্তব বৃদ্ধির হারের ধার দিয়ে যায়?
  • Atoz | 161.141.84.175 | ২৪ জানুয়ারি ২০১৫ ০১:১৪658122
  • চীনের মতন পলিসি থাকলেই এইরকম সাত/আট ছেলেপিলের ক্যাওস একেবারেই থাকতো না। একটার বেশী হলেই বাপ-মা জেলে। সে তাদের ধর্ম জাতি কালচার শহর গ্রাম ইত্যাদি প্রভৃতি যাই হোক না কেন!
  • lcm | 118.91.116.131 | ২৪ জানুয়ারি ২০১৫ ০১:১৭658123
  • রুরাল/আর্বান একটা ফ্যাক্টর, ইনকাম গ্রুপ-ও একটা ফ্যাক্টর।

    ২৪% এর যে খবরটা বেরিয়েছে -

    Muslim population in India has grown by 24 per cent between 2001 and 2011 against national average of 18 per cent with the community’s representation rising to 14.2 per cent from 13.4 percent of total population.

    The growth rate of Muslim population in India was around 29 per cent between 1991 and 2001 against the national average of 21 per cent.

    তার মানে, মুসলিম পপুলেশনের গ্রোথ রেট আগের থেকে কমছে, ২৯ থেকে কমে ২৪ পার্সেন্ট হয়েছে, অর্থাৎ গ্রোথ রেট ১৭% কমেছে। ন্যাশনাল পপুলেশন গ্রোথ রেটও কমেছে, ২১ থেকে কমে গ্রোথ রেট ১৮ হয়েছে, অর্থাৎ ১৪% কমেছে। ইন ফ্যাক্ট, মুসলিম পপুলেশন জাতীয় গড়ের চেয়ে দ্রুত কমছে।
  • S | 160.148.14.8 | ২৪ জানুয়ারি ২০১৫ ০১:৪৮658124
  • চীনের একটা করে ছেলে/মেয়ের গল্প বলি একটা - আমার চীনা ক্লাসমেটের কাছে শোনা। আমার সেই ক্লাসমেট বড় হয়েছে গ্রাম্য এলাকায়। সেখানে অনেক পরিবারেই একটির বেশি সন্তান ছিল। এখন আমার বন্ধুর যখন বছর ছয়েক বয়েস, তখন তার একটি বোন হয়। সেই খবর পেয়ে লোকাল পুলিস/পার্টির নেতারা ফাইন/ঘুষ আদায় করতে এসেছে তার বাড়িতে। এদিকে তাদের পরিবার মোটেই স্বচ্ছল নয়, বাড়তি টাকা পয়সা নেই। ঘরে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, তো পার্টির দাদারা সেই টিভিটা নিয়ে চলে যায়, ফাইন হিসেবে। কিন্তু তাদের তখন আর একটা টিভি কেনার মত সম্বল নেই। ছ বছরের সেই বাচ্চাটি এতে খুব দুঃখ পেয়েছিল কারণ টিভিতে সে মাঝে মাঝে কার্টুন দেখত। এই দুঃখ তার অনেক দিন পর্যন্ত ছিল।
    অবশ্য এই গল্পটা শোনার সময় আমরা সবাই খুব হেসেছিলাম, সে বলেছিল -মাই সিস্টার কেম ইন অ্যান্ড মাই টিভি ওয়েন্ট আউট।
  • Ekak | 24.96.53.54 | ২৪ জানুয়ারি ২০১৫ ০২:২৫658125
  • মুসলিম দের ফার্টিলিটি রেট্ নন মুসলিম দের এমনকিছু বেশি নয় বল্লুম তো । সেটা কথা নয় । আরেসেস বলে মুসলিম ইমিগ্রান্ট বেশি ঢুকছে । এটার উত্তর সরকারের কাছে না থাকলে তো কথা বাড়বেই ।
    প্রচুর মানুষের কাছে এটাই রিয়ালিটি যে মুসলিম দের "৪ টে ৫ টা বাচ্চা " । তাঁরা বহুদিন হলো মুসলিম ঘেট এরিয়া দিয়ে গাড়ি নিয়ে শর্টকার্ট করতে ভয় পান । কোথায় ঠেকে গেলে যুদ্ধ বেধে যাবে । কাজেই তাঁরা ৪-৫ টা ভাববেন ই । আমি সরকারের পরিবার পরিকল্পনায় মাথা দেওয়ার কোনো এক্তিয়ার আছে বলেই মনে করিনা । মানুষ যেমন চালাতে পারবে বুঝে যত খুশি সন্তান উত্পাদন করবে । কিন্তু এক্ষেত্রে তা হয়নি । সরকার দুটি সন্তান নিয়ে মাথা ঘামিয়ে গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্র ,শিবির করেছে ।তাতে মুসলিম দের পার্টিসিপ্যানস কত ? মৌলভি রা জন্মনিরোধের এগেইনস্টএ । ধর্ম কে আঘাত দেবার ভয়ে বারবার সরে গিয়ে কোনো লাভ হয়নি । মুসলিম দের মধ্যে কারো বিলো লিগাল এজ বিয়ে হচ্ছে বা অমতে , ঝামেলার ভয়ে পুলিশ পুরো চেপে দেবে । জানিয়েও লাভ হবেনা । এই "স্পেশাল ইমিউনিটি" গুলো থাকলে মানুষ সাজানো সংখ্যাতত্ত্ব কেও বিশ্বাস করবে ।
  • ranjan roy | 24.99.54.51 | ২৪ জানুয়ারি ২০১৫ ১১:৪৬658127
  • ওই রিপোর্টেই স্টাডিটির ডাইরেক্টর মঞ্জুনাথ বলেছেন যে এটা সময়ের প্রতিচ্ছবি। এই প্রজন্মের অনেকে ডেমোক্রাসি ও ফ্রিডমের মা নে বুঝতে পারছে না।
    আমার মনে হয় অনেকেরই অবচেতনে ডেমোক্র্যাসি মানে ভোটের মাধ্যমে সরকার গড়া, তাই বিপ্রতীপে একনায়কতন্ত্র। এই সামন্তবাদী সংস্কৃতির দেশে অনেকেই একজন অবতার বা মহানায়কের স্বপ্ন দেখেন।
    তাই ইন্দিরা হুসেনের ছবিতে দূর্গা হয়ে যান। মোদি- ম্যাজিক শব্দবন্ধ তৈরি হয়।
    তিন দশক আগে ছত্তিশগড়ে মধ্যপ্রদেশে বিজেপির দেয়াললিখন দেখতাম--- " জাগো হে চক্রধারী! দেশ বাঁচাও অটলবিহারী!"।

    @LCM,
    ঠিকই বলেছেন। বাস্তবে হিন্দু জনসংখ্যার বৃদ্ধির হার যতটুকু কমেছে তার চেয়ে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার কমেছে আরও বেশি হারে। মনে হয় শিক্ষা ও জীবন যাপনের শৈলীতে পরিবর্তন আসছে।
    কিন্তু দুই সম্প্রদায়ের মধ্যে জানা-অজানার দেওয়াল কমছে না। অবিশ্বাস কমছে না। আমরা-ওরা বিভাজন কমছে না। এটাই চিন্তার।
    দিল্লিতে রিটায়ার্ড সরকারি অফিসার , বাঙালী, আলাপের সূত্রে বলছেন যে হিন্দু-মুসলিম একসঙ্গে থাকতে পারে না। এই এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে!
  • Ekak | 24.99.45.226 | ২৪ জানুয়ারি ২০১৫ ১৭:৪৭658128
  • "ওই রিপোর্টেই স্টাডিটির ডাইরেক্টর মঞ্জুনাথ বলেছেন যে এটা সময়ের প্রতিচ্ছবি। এই প্রজন্মের অনেকে ডেমোক্রাসি ও ফ্রিডমের মা নে বুঝতে পারছে না।"

    মানে দেশের অতগুলো ইউথ রিসোর্স কীভাবে ভাবছে সেটা মঞ্জুনাথ ধরতে পারছেন না । বা নিজের মত করে ধরেছেন । নট নেসেসারিলি সবাই সেটা মনে করবে । কিন্তু মঞ্জুনাথের অধিকার আছে বলার ওনার রিয়ালিটি টা । তারচে অনেক বেশি লোক ,দেশের ইউথ রিসোর্স মোদী দের লাইনেই ভাবছে । তার ফল কী হতে পারে সেটাই প্রশ্ন ।

    কিছু মাইন্ড করবেন না ,এই মঞ্জুনাথ বাবু দের যুক্তি গুলো হচ্ছে "এইযে দেখছ বাঘ তোমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এআসলে খুব সুইট একটা সার্কাসের বাঘ ছিল তারপর সেই সার্কাস উঠে যায় ,বাঘটা কে যে কিনলো সে খেতে দিতনা ,মারত ;তারপর বাঘ পালিয়ে গিয়ে মানুষখেকো হয়ে গ্যালো আর এই বাঘটা তো সিরিয়াসলি অনেকক্ষণ না খেয়ে আছে !"

    এই অমরত্ব নিয়ে আমি কী করব যখন বাঘ আমার সামনে ? :((

    এই ব্যাখ্যার ব্যাখ্যা তার ব্যখ্যা এগুলো আমি যা বলছি , আপনি যা বলছেন বা যে যাই বলুক সবি যার যার রিয়ালিটি । হতেই পারে বাঘ টাই নেই ,তাইতো ? আমেরিকা আর মোদী শার্লি এব্দ আর তালিবান হানা ঘটিয়েছে । হতেই পারে ! ইভেন ইন দ্যাট রিয়ালিটি ,আপনার চারপাশে প্রচুর আফিমখোর জড়ো হয়েছে যাদের পয়সা দিলে খুব্খারাবা করে দেয় ! সেই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে কী করবেন । প্রবলেম রেকগনাইস করতে এত চাপ কেন :)
  • PM | 53.251.91.119 | ২৪ জানুয়ারি ২০১৫ ২০:৫৮658129
  • একজন মুসলমান ছাত্র বেলুরে আমাদের সাথে "খন্ডন ভব বন্ধন " গাইতো নিয়মিতো প্রার্থনাতে। এখন সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
  • ranjan roy | 24.96.184.141 | ২৪ জানুয়ারি ২০১৫ ২৩:০৯658130
  • পিএম,
    কিন্তু এই ব্যতিক্রমী ঘটনা দিয়ে কি প্রমাণ হয়?
    আমাদের হিন্দি বলয়েও দেখি--- অমুক মুসলমান জমিদার এই দেখ শিবমন্দির বানিয়ে দিয়েছে! ঠিক যেমন আকবর মুসলমান হলেও-- ইত্যাদি। কিন্তু কজন বন্ধু কখনো মুসলিম বন্ধুদের সাথে রোজা রেখেছে বা নামাজ পড়েছে?
  • ranjan roy | 24.96.184.141 | ২৪ জানুয়ারি ২০১৫ ২৩:১৪658132
  • না একক। প্রবলেম রেকগনাইজ করতে কোন চাপ নেই।
    গোটা বিশ্ব এবং ভারত অনেক রকম উগ্রবাদের কবলে। ইসলামী জঙ্গিবাদ তার একটা প্রধান। যদিও মনমোহন সিংয়ের মতে বামপন্থী উগ্রবাদ অন্ততঃ ভারতে সবচেয়ে বড় প্রবলেম।
    হ্যাঁ, শুধু আর্থিক বঞ্চনা দিয়ে এই উগ্রবাদের সবটুকু ব্যাখ্যা করা যায় না। আঞ্চলিক আইডেন্টিটি, কোথাও জাতি, কোথাও ধর্মীয় আইডেন্টিটি , এবং সবগুলোর মধ্যে কমন ফ্যাক্টর হল স্বর্গরাজ্য বা ন্যায়ের রাজ্য এনে দেবার রূপকথা। অনেকটা ধর্মগুরুদের স্বপ্ন দেখানোর মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন