এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dam | 202.54.214.198 | ৩০ অক্টোবর ২০০৬ ১৩:৪৮672923
  • কি আশ্চজ্জি!! একশোতে একশো দশ পেয়েছেন শুনে লোকে আবার বিশ্বাসও করে??? আবার অন্যের থেকে শুনে জানতে হয় যে সেটা "মিথ"!!!

    উফ্‌ আমাদের অন্ধ ভক্তি আর পুজো করার স্বভাবটা ----
  • boo | 129.7.152.157 | ৩০ অক্টোবর ২০০৬ ২০:১৭672934
  • শমীক জানি না পি পি সি এর নাম কেন তুমি লিখলে। উনি কিন্তু যোগ্য লোক পাবার জন্য। খালি খড়গপুরে নয়, ভারতে কম্পিউটার সাইন্স এর অগ্রগণ্য পি পি সি।

    অমিত কিন্তু বলে নি ভাটনগর পুরোটাই রাজনীতি। অনেক অনেক যোগ্য লোক পেয়েছেন। আমি যেমন বলতে পারি দেবাং খক্কর বা আশুতোষ শর্মা বা কল্যানময় দেব , সঞ্জয় পুরী কিম্বা এই বারের উইনার সঞ্জয় মিত্তল ভীষন ভাবে পাওয়ার যোগ্য ছিলেন ও পেয়েছেন।

  • Arjit | 128.240.229.66 | ৩০ অক্টোবর ২০০৬ ২০:২৬672945
  • পিপিসি - মানে প্রোফেসর পালচৌধুরী তো? আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স তো নয় - ভদ্দরলোক VLSI-তে অত্যন্ত নামকরা। বিই কলেজে চলে এসেছিলেন শেষের দিকে (মানে এই ধরো ৯৬-৯৭-এ - উনি নিজেও ওই কলেজের কিনা, তাই মাথায় ভুত ছিলো - নিজের কলেজের জন্যে কিছু করতে হবে) - তাপ্পরেই কলেজে গুচ্ছ প্রোজেক্ট - নর্টেল, লুসেন্ট থেকে...
  • boo | 129.7.152.157 | ৩০ অক্টোবর ২০০৬ ২০:৫৯672956
  • হ্যাঁ সেই পি পি সি। এর পরে তো উনি নর্টেল এ এসেছিলেন।
    এমনিতে খুব ভাল লোক। আমি তো কম্পু কিছু জানি না, তবে মানুষ হিসাবে ওনাকে যত টুকু দেখেছি ভাল লেগেছে। আর যারা কম্পু জানে তারাও খুব ভাল বলেন।
  • Arjit | 128.240.229.66 | ৩০ অক্টোবর ২০০৬ ২১:০৫672967
  • আমি অপ-অ্যাম্পের ঠ্যাং দেখলেই ভেগে যেতুম, ট্রানজিস্টর দেখলে তো হার্টফেল হত, তাই পিপিসি মাঝে মাঝে বিই কলেজে আসতেন লেকচার দিতে - আমি যেতুম না। তবে যারা যেত, আর পরে আমার বন্ধু যাঁরা ওঁর সাথে কাজ করেছে - সকলেই খুব ভালো লোকই বলেছে - টেকনিক্যালি, এবং নন-টেকনিক্যালিও।
  • a | 203.197.196.1 | ৩১ অক্টোবর ২০০৬ ১০:৩৯672978
  • সংযোজন: ভাটনাগর নামক ব্যক্তিটি নিজে কেমন ছিলেন!!

    কানাডা থেকে পণ্যবাহী জাহাজ আসত আমাদের দেশের ত্রিবান্দ্রামে। মাল নামিয়ে দিয়ে খালি জাহাজ ফেরত নিয়ে যাওয়ার সময় জল ভরে ভারি করে নিয়ে যেত(চালাতে সুবিধ হত হয়তো)। তো সে যাক, কিছুদিন পরে থেকে তাদের প্রতিনিধিরা বলল জল ভরার কি দরকার আছে, বরং ত্রিবান্দ্রামের সমুদ্র উপকুলের বালি ভরে নিলেও তো হয়।কোন অসুবিধা নেই, তাই হল। দিব্ব্যি চলছিল। কিন্তু দুজন বুদ্ধিমান লোকের খটকা লাগল। খামোখা হঠাৎ করে বালি ভরা শুরু হল কেন!! এই দুজন লোক সত্যেন বসু এবং মেঘনাদ সাহা। তাঁরা ওখানে গিয়ে নমুনা সংগ্রহ করে এনে তাঁদের বন্ধুকে দিলেন,বন্ধুর নাম পুলিনবিহারী সরকার। তিনি পরীক্ষা করে দেখলেন ঐ বালিতে থোরিয়াম ও অন্যান্য কিছু actinideslanthanides element ভালো মাত্রাতেই রয়েছে। ব্যাপারটা বোঝা গেল। তাঁরা ঠিক করলেন সামনের বৈঠকেই জহরলালের সামনে বিষয়টা তোলা হবে। সমস্ত ডেটা লিখে ব্যাখ্যা করে পাঠানো হল শান্তি স্বরূপ ভাটনাগর কে। মিডিয়ার উপস্থিতিতে জহরলালের সামনে ভাটনাগর জানালেন সমস্ত ঘটনা। তিনি নিজে অনুসন্ধান করে এই result পেয়েছেন,দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে ইত্যাদি। জহরলাল খুশি হয়ে পিঠ চাপড়ে দিলেন। খবর ছড়িয়ে পড়ল, ভাটনাগর-------

    পরবর্তী কালে যখন পুলিনবিহারী ও অন্যান্যরা তাঁকে চেপে ধরেন, তিনি জানান তাঁরা সবাই তো ভারতেরই বিজ্ঞান সাধক,ব্যাপারটা তো এক ই ,ইত্যাদি ইত্যদি।পরিশেষে বললেন, ত্রিবান্দ্রামে নতুন গবেষণাগার খোলা হচ্ছে। তুমি আজীবন তার ডিরেক্টর হয়ে যাও।পুলিনবিহারী অবশ্যই এই প্রস্তাব গ্রহণ করেন নি।আচার্য্য প্রফুল্লচন্দ্রের এই ছাত্র রাজাবাজার বিজ্ঞান কলেজেই গবেষণা চালিয়ে গেলেন।
  • Samik | 125.23.124.58 | ০১ নভেম্বর ২০০৬ ০০:১৯672989
  • হ্যাঁ, সেই পিপিসি। পালচৌধুরি নন, পার্থপ্রতিম চৌধুরি। আমার পরম সৌভাগ্য, সারা জীবনের সঞ্চয় ঐ একটা বছর, আমি তাঁর ছাত্র ছিলাম। সামনে বসে কীবোর্ডে আঙুল ধরে উনি আমাদের ডেটা স্ট্রাকচার শিখিয়েছেন, সি প্রোগ্রামিং শিখিয়েছেন।

    মনে আছে, যেদিন খবর বেরলো উনি ভাটনগর পাচ্ছেন, সক্কলকে নিয়ে গিয়ে সল্টলেকের মহাবীর বিকাশের মিষ্টির দোকানে নিয়ে গিয়ে ঢালাও মিষ্টি খাইয়েছিলেন।

    আইআইটির PGDIT কোর্সের উনি একজন রূপকার। আর কোর্স কোঅর্ডিনেটর ছিলেন সুজয় ঘোষ। আরেক পাগল মানুষ।
  • Paramita | 143.127.3.10 | ০১ নভেম্বর ২০০৬ ০৫:৩০673011
  • PPC senior (প্রোফ পালচৌধুরি, VLSI-এর লোক, খড়গপুরে প্রচুর বাইরের প্রজেক্ট এনেছেন আশির দশকে, তারপর নব্বই-এর মাঝামাঝি শিবপুরে চলে যান) ভাটনগর পাননি। পেয়েছিলেন PPC junior (পার্থপ্রতিম চৌধুরী, AI-এর লোক)। অনবদ্য শিক্ষক এবং নিজের ফিল্ডে জগৎখ্যাত গবেষক।
  • S | 61.95.167.91 | ০১ নভেম্বর ২০০৬ ১০:৫৬673023
  • তাই মনে পড়ছে, পিপিসির নাম করলে অনেকে প্রশ্ন করত পড় পিপিসি না ছোট পিপিসি।

    বন্ধুর মত মিশতেন। কতদিন ক্লাসের শেষে নিজের কলেজজীবনের গল্প করেছেন। কুমারডুবি না ব্যাঙডুবির ছেলে, সেখানকার গল্প, কলেজে র‌্যাগিংয়ের গল্প।

    পরে দেখা হয়েছিল, আমি তখন ভূবনেশ্বরে, উনি সেখানে IIT এক্সটেনশন সেন্টারে আসতেন ক্লাস নিতে। আমাকে একদিন ওখানকার সেন্টার হেড ডাকলেন। (আগেই চিনতেন, আলাপ করে এসেছিলাম)। সেদিন ছিল বিশ্বকর্মা পুজো, আইআইটি সেন্টারের বারান্দায় শালপাতা নিয়ে পিপিসি আগেই ধপাস করে বসে পড়লেন, তারপর আমরা। খিচুড়ি আর ঘ্যাঁট খাওয়া হল। ওখানকার ওড়িয়াদের সাথেও বাংলাতেই কথা বলতেন।
  • S | 61.95.167.91 | ০১ নভেম্বর ২০০৬ ১০:৫৭673034
  • ** বড় পিপিসি না ছোট পিপিসি।
  • Guruchandali | 67.173.95.163 | ০৬ নভেম্বর ২০০৬ ১১:০৯673045
  • ---------------------------------------------------
    নতুন কূটকচা৯: নিরুদ্দেশ সংবাদ
    ---------------------------------------------------

  • du | 67.111.229.98 | ০৭ নভেম্বর ২০০৬ ০৪:৩৪673052
  • আজ রবিবার -----এই বিষয়টা আমাকেও বহুৎ ভাবায় । ভিয়েতনামের সময় আমেরিকার ভেতরেও একটা প্লাবন এসেছিল যা আমরা পড়েছি এবং বিভিন্ন সুত্রে জেনে এসেছি । কিন্তু আজ আরেকটা যুদ্ধে(?)র সময় এদেশে বসে দেখি কোথায় কি? শুধু যে একটা প্রাচীন সভ্যতা ,একটা দেশ ধ্বংস হয়ে যাওয়া নিয়ে নিরুত্তাপ তাই নয় , নিজেদের এতোগুলো ছেলে বেবাক মরে যাওয়া নিয়েও কোন হেলদোল নেই তেমন। বরং কেউ বলতে গেলে সেই ভিলেন হয়ে যায় যে মনোবল নষ্ট করছে । এইজন্যেই বোধ হয় আইন করে যুদ্ধের ground photography বন্ধ করা হয়েছে । সব tv তে দেখবো আকাশ থেকে আর ঈশ্বরের মতই নির্বিকল্প হয়ে যাবো ।
  • indo | 59.93.211.231 | ০৯ নভেম্বর ২০০৬ ১৫:২০673053
  • অসাধারণ, ওমনাথ ! দুর্ধর্ষ। গায়ে কাঁটা লাগল।
  • vikram | 128.42.22.163 | ০৯ নভেম্বর ২০০৬ ২১:৩৪673054
  • তখন লিখে ওঠা হয় নি। আমারও অসাধারন লেগেছে ওমনাথের লেখাটা।

    বিক্রম
  • Guruchandali | 67.173.95.163 | ১২ নভেম্বর ২০০৬ ১২:১০673055
  • ---------------------------------------------------
    নতুন কূটকচা৯: গ্রেডেশন প্রথা ও বর্তমান শিক্ষার ভবিষ্যত
    ---------------------------------------------------

  • indo | 59.93.254.167 | ১২ নভেম্বর ২০০৬ ২২:০৯673056
  • ভালো লেখা।
  • Shuchismita | 141.213.240.90 | ১৩ নভেম্বর ২০০৬ ০৬:০৯673057
  • মুশকিলটা হল এই যে মাধ্যমিকে গুচ্ছ লোকে ৮০% পায়। এবার এরা সবাই মিলে যদি (ফর একজাম্পল) জেভিয়ার্সে ভর্তি হতে চায় তাহলে জেভিয়ার্স কাকে রাখবে, কাকে বাদ দেবে? যতদিন না প্রতিটা কলেজ সমমানের হচ্ছে ততদিন একটা র‌্যাঙ্কিং সিস্টেম রাখতেই হবে। আর প্রতিটা কলেজ সমমানের - এটা কি বাস্তবে সম্ভব?
  • Shuchismita | 141.213.240.90 | ১৩ নভেম্বর ২০০৬ ০৬:১৫673058
  • আরেকটা কথা - আমার যদ্দুর মনে পড়ছে ওরা বলেছিল গ্রেডের পাশাপাশি আসল নম্বরও থাকবে মার্কশিটে। সেক্ষেত্রে অবশ্য ওপরের পোস্টের সমস্যাটা হচ্ছে না। আর সেক্ষেত্রে আমি বাংলা ফার্স্টপেপারে তোর থেকে ৩ নম্বর বেশি পেয়েছিলাম - এই পরমানন্দ থেকেও আমি বঞ্চিত হচ্ছিনা :)
  • a x | 207.69.139.135 | ১৩ নভেম্বর ২০০৬ ০৭:২৩673060
  • লেখাটা দিব্বি হয়েছে। অত্যন্ত সুখবর যদি এটা কার্যকর হয়।
    যদি গ্রেডের পাশে নম্বর থাকে তাহলে তো পুরোটাই moot point, মানে তাহলে গ্রেড আর ডিভিশনের কি তফাৎ রইল?
    সুচিস্মিতা যে সমস্যাটা বলেছেন, তার সমাধান অলরেডি জেভিয়ার্স, আরো অসংখ্য কলেজে ঘটে, কলেজ গুলো নিজেদের অ্যাডমিশন টেস্ট নিক সাবজেক্টের ওপর, অ্যাপ্লিকেশন ফর্ম দিক তাদের পছন্দের গ্রেড অবধি।
  • Shuchismita | 141.213.240.90 | ১৩ নভেম্বর ২০০৬ ০৯:০৫673061
  • সেই তো র‌্যাঙ্কিয়ে গেলে, গ্রেড দিয়ে লাভ কি হলো? :)
    অ্যাডমিশন টেস্ট অনার্স পড়ার সময় নেয় (জেভিয়ার্স নেয়না। আমাদের সময় অন্তত নিত না)। উচ্চমাধ্যমিকে নেয় কি? অবশ্য নিলেই হয়। সেটা কোনো প্রবলেম নয়। কিন্তু সেটাও তো র‌্যাঙ্কিং। আমি খানদানী কলেজে চান্স পেয়েছি। তুমি পাও নি। একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
  • a x | 207.69.139.9 | ১৩ নভেম্বর ২০০৬ ০৯:৪৭673062
  • ওহো আপনি ঠিক, আমি ভুল, এটা তো মাধ্যমিকে কার্যকরী করার কথা হয়েছে, উ:মা: তে না। আমি কলেজে বলতে ব্যাচেলরসে অ্যাডমিশনের কথা ভাবছিলাম।
    কলেজ নিয়ে এলিটিসম কাটানো বহুত কঠিন ব্যাপার, সেটা সম্ভব কিনা জানিনা। প্রেসিডেন্সি তে পড়ি না চারুচন্দ্র, হার্ভাড না ইস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটি তা দিয়ে র‌্যাংকিং - এটা সর্বত্র। মনে হয়না পৃথিবীতে কোনো দেশেই সব কলেজ সমান মানের। সেটা হওয়া সম্ভব/উচিৎ কিনা দুটোই তর্ক সাপেক্ষ।

  • Blank | 203.99.212.224 | ১৩ নভেম্বর ২০০৬ ১৪:৪৬673063
  • একটি ছোট্ট প্রশ্ন ছিল,

    'ছাত্রানামধ্যয়নং তপ:', কথা টি কি ঠিক? আমার ধারনা ছিল, 'ছাত্রানাম অধ্যয়নং তপ:' হবে, এখানে সন্ধি টা আসবে না। এলেও কথাটা 'ছাত্রানামাধ্যয়ং তপ:' হয়। আমি যদিও খুব sure নই।

    খুব আপশোষ আমার সময়ে কেন এমন ছিল না। ৮০ নাম্বার অঙ্ক করেই উঠে আসতাম, কে অত খাটা খাটুনি করে পুরো টা করে?
  • kd | 59.93.212.112 | ১৩ নভেম্বর ২০০৬ ১৬:১৮673064
  • তাই নাকি ব্ল্যাঙ্ক? আর একবার ভেবে বলো। মানে বলচিলুম যে তুমি সেইরকম ছাত্তর হলে ৩০ (পাস নম্বর?) তুলেই উঠে আসতে তোমার সময়েই, A পাওয়ার কথা ভাবতেই না (ওর'ম বন্ধুদের মনে পড়ে না?)
  • S | 141.218.68.105 | ১৩ নভেম্বর ২০০৬ ১৮:২২673065
  • ব্ল্যাক যা বলছেন তা হল ৮০ পেলেই যদি আমি ভালো ছেলের গণ্ডীভুক্ত হয়ে যাই তাহলে কষ্ট করে ১০০ পাওয়ার মোটিভেশনটা আসবে কোত্থেকে। অথচ ৮০ আর ১০০ র মধ্যে ফারাক তো বিস্তর।

    ধরা যাক মাধ্যমিকের অঙ্ক। সত্যি করে বুদ্ধি লাগে যে জ্যামিতি কষতে তা ৫%-১০% এর বেশি থাকেনা প্রশ্নপত্রে। থাকা উচিতও নয়। ৮০ তো মুখস্থ করেই পাওয়া যায়।
  • Arjit | 128.240.229.67 | ১৩ নভেম্বর ২০০৬ ১৮:৩৪673066
  • একটা প্রশ্ন আছে - গ্রেডেশন প্রথা নিয়ে আমাদের এত সংকোচ কেন? আমেরিকা জানি না, তবে ইংল্যাণ্ডে এবং ইউরোপের সম্ভবত: প্রায় সমস্ত দেশেই এই সিস্টেম চালু আছে। ইংল্যাণ্ডে GCSE (আমাদের মাধ্যমিকের সমতূল) এবং A-level (উচ্চ-মাধ্যমিক) - দুটোতেই গ্রেড দেওয়া হয়, এবং তার ভিত্তিতেই কলেজে অ্যাডমিশন হয়। অর্থাৎ, এই সিস্টেমের একটা ভিত্তি আছে, নইলে তথাকথিত উন্নত দেশগুলো ব্যবহার করতো না। আমাদের এত "গেল গেল রব" ওঠে কেন?

    পরীক্ষা নিয়েও একই প্রশ্ন - উন্নত দেশে বছর বছর পরীক্ষা হয় না বলেই জানি। প্রপার শিক্ষা আর ইঁদুরদৌড়ের প্রিপারেশন - এই দুটো ব্যাপারকে এখানে আলাদা করে দেখা হয়।

    "আমাদের দেশে ওসব অচল"-টাইপের স্টিরিওটাইপ উত্তর চাই না। কংক্রীট মেরিট-ডিমেরিট ভিত্তিক উত্তর চাই।

  • J | 160.62.4.10 | ১৩ নভেম্বর ২০০৬ ১৮:৫৬673067
  • ছাত্রানাম্‌ + অধ্যয়নম্‌ = ছাত্রানামধ্যয়নম্‌
    [হসন্তের পরে স্বরবর্ণ (অ) থাকায়, আ-কার হবার কোনো বিধান নেই। সম্পুর্ণ ব্যাকরণ সম্মত। কিন্তু ছাত্রানামাধ্যয়নম্‌ সর্বৈব অশুদ্ধ।]
    "ছাত্রানামধ্যয়নম্‌ তপ:" না লিখে "ছাত্রানামধ্যয়নং তপ:" লেখাই শ্রুতিমধুর।
    [ম এ হসন্তের পরে ব্যঞ্জনবর্ণ থাকায় ঊন:স্বার হয়েছে।]
  • Arjit | 128.240.229.67 | ১৩ নভেম্বর ২০০৬ ১৮:৫৮673068
  • কলেজে অ্যাডমিশনের জন্যে সব কলেজগুলোকে কি সমমানের হতে হয়? ম্যাঞ্চেস্টার ইউনিভার্সিটি আর নিউক্যাসল ইউনিভার্সিটি সমমানের নয়, একই ভাবে নিউক্যাসল আর নর্দামব্রিয়াও নয়। কিন্তু অ্যাডমিশন টেস্ট হয় বলে শুনিনি।

    আবারো সেই এক কথা - আমাদের দেশে সম্ভব নয় যুক্তি শুনতে চাই না। বরং বলুন কেন সম্ভব নয়, মেরিট বা ডিমেরিটস, বা কোনটা সম্ভব।
  • J | 160.62.4.10 | ১৩ নভেম্বর ২০০৬ ১৯:০৭673069
  • এককথায় উত্তর :- মাইন্ডসেট।
    ৮০-১০০% ভাগ যারা পায়, তারা কেউই একে অন্যের থেকে খুব একটা বেশী উৎকর্ষের দাবী রাখতে পারে না।
    তবুও আমাদের দেশে কিনা কলেজ ইউনিভার্সিটির সংখ্যা কম। তার ওপরে, সবাই ডাক্তারী পড়তে চায়, বা সবাই যেনতেনপ্রকারেণ কম্পুওয়ালা হবে। যখন যে প্রোফেশানে পয়সা বেশী, সেখানেই ঘোড়দৌড়গুলো চলে কিনা।
    গরীব দেশ। চাগ্রী কম। দু তিনটে ফিল্ড ছাড়া ভালো রোজগারের ফিল্ড তো নেই। শুনতে খুব খারাপ লাগলেও এটাই তো ঘটনা।
    তাই বড্ড বেশী সূক্ষ্ম বিচারে মারামারি কাটাকাটি।
    তাছাড়া এসব সিস্টেম চালু হয়েছিলো ব্রিটিশ আমলে। ব্রিটিশ চলে গেছে। তাদের নিজেদের দেশেও এসব নম্বর সিস্টেম কব্বে উঠে গেছে। তারা যেসব জিনিস কয়েক যুগ আগে বর্জন করেছে, আমরা এখনো গর্বের সঙ্গে সেগুলো আঁকড়াতে চেষ্টা করি।
    ফার্স্ট-সেকেন্ড হওয়া, টাই পরা, ডিয়ার স্যার বলা। আরো কতকি!
  • a x | 207.69.137.206 | ১৩ নভেম্বর ২০০৬ ১৯:০৮673071
  • কিন্তু অরিজিত, ঐ দেশ গুলোতে ছাত্র : ইউনিভার্সিটি/কলেজের রেশিও আর আমাদের দেশের রেশিও তো ভয়ানক রকম আলাদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন