এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • টার্গেট

    pi
    সিনেমা | ২৭ এপ্রিল ২০১৫ | ৫৯৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩৯673539
  • এভাবেই টার্গেট বোঝা যায়।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৩৯673538
  • ফারুখ শেখ। রিসেন্টলি মারা গেলেন।
    এক পল, বাজার, ওমরাও জান - জাস্ট এই দুটো তিনটে বইয়ের জন্যে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে ইচ্ছে করত।
    শেষ যেটা দেখলাম ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি তে। হিরোর বাপের রোলে।
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৪০673540
  • মেইনস্ট্রিম বলিউড মুভিই যদি ভারতীয় সিনেমাকে রিপ্রেজেন্ট করে তাহলে বাকিদের কোন গোত্রে ফেলব? সেই কাজগুলো তো ফেলে দেওয়ার মত নয়। সত্যজিৎ-ঋত্বিককে বাদও যদি দিই, পুরোনো বাংলা ছবি, বিশেষ করে কমেডি ছবিতে রীতিমত ভালো কাজ হয়েছে। অন্য ভাষার ছবি সম্পর্কে আমি জানি না খুব একটা। ভারতীয় সিনেমার বিভিন্ন ধারা, তাদের সামাজিক অর্থনৈতিক ইতিহাস নিয়ে আমার কিছুদিন ধরেই বেশ কৌতূহল জাগছে। শুধুমাত্র পশ্চিমের স্বীকৃতি দিয়ে ভারতীয় সিনেমাকে বিচার করলে চলবে না এটা বেশ বুঝতে পারছি। ইন্টারনেটে ভারতীয় মেইনস্ট্রিম সিনেমার ওপর তেমন অ্যানালিসিস চোখে পড়ছে না। মানুষের ওপর বই-খবরের কাগজের চেয়েও এই ভিসুয়াল মিডিয়ামটির প্রভাব অনেক বেশি। বলিউডি নাচা-গানাকে ইগনোর করলে এই বিশাল জনগোষ্ঠীকে বোঝার কাজ অনেকটাই অসম্পূর্ণ থাকবে।
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৪২673541
  • হ্যাঁ, কে কি দেখেছেন সেইটুকু শুধু না লিখে যদি একটু অ্যানালিসিসও সাথে দেন তাহলে বুঝতে সুবিধে হয়।
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৪৩673542
  • অন্যান্য (others) এই ক্যাটেগোরিতে।
  • pi | 24.139.221.129 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৪৫673543
  • হুচির 02:09 PM র পোস্ট টেনেই বলি, মানুষ নিজের বাস্তবতা + একটু ইচ্ছেপূরণ, নাকি পুরো স্বপ্ন দেখতে ভালোবাসে ? আর এটা কি স্তরভেদে বদলে যায় ?
  • সে | 188.83.87.102 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৪৭673544


  • আমার ফেভারিট
  • san | 113.240.238.157 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৪৮673546
  • একক , শুনে দেখব। ধাক্কাটাই আসল , সে কেঁদেই হোক আর পাগলের মত আনন্দ পেয়েই হোক, সে তো নিশ্চয়ই। কিন্তু 'মস্তি' বলতে 'ইমোশনাল ধাক্কা' বোঝানো হচ্ছে এ ভাই না বলে দিলে কজন বুঝবে ? আমজনতা মস্তি বলতে তরল হুল্লোড় বোঝে ( মানে আমার তাই ধারণা) , কোনো ধাক্কাটাক্কা না :-)

    সরি জনতা টপিক নিয়ে লিখুন।
  • pi | 24.139.221.129 | ২৭ এপ্রিল ২০১৫ ১৮:৪৮673545
  • তবে মেইনস্ট্রিম বলিউডকে নিয়ে ভালোই কাজকম্ম হয়েছে মনে হয়। সেদিন ফেবুগ্রুপে সিনেমার লোঅকজন কিছু রেফারেন্সও দিয়েছিল। পুরো বই পড়িনি, কিন্তি টেলিগ্রাফের কল্যাণে এরকম বেশ কিছু excerpts অনেক কাল আগে পড়েছিলাম।
    কিন্তু টলিউডের প্রাচীন-মধ্য- নব্য ও মাল্টিপ্লেক্ষ যুগের বিশ্লেষণ নিয়ে কিছু কাজ কম্মো হয়েছে কি? পড়তে আগ্রহী।
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ১৯:১৬673548
  • পাই, রেফারেন্সগুলো একটু এখানেও পোস্ট করবে?
  • pi | 24.139.221.129 | ২৭ এপ্রিল ২০১৫ ১৯:২১673549
  • যদ্দুর মনে পড়ছে, মাধব প্রসাদের কিছু লেখা ছিল। ফেবু থেকে খুঁজে পাওয়াটাই চাপ, দেখছি।
  • একক | 24.99.151.25 | ২৭ এপ্রিল ২০১৫ ১৯:৩৪673550
  • আগেও কোথাও লিখেছিলুম : চল্লিশের দশকের বম্বে ফিল্ম ইন্দাস্ত্রী সম্বদ্ধে সেরা লেখা লাগে "স্টারস ফ্রম এনাদার স্কাই" ।ওই অশোক কুমার-দেভিকারানি দের সময় টা ।সাদাত হোসেন মানটো-র লেখা ।রফিক গজনবী-নুরজাহান-বাবুরাও প্যাটেল কে নেই সেখানে !
  • Tim | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ১৯:৩৬673551
  • এমনও একদিন আসবে যেদিন সিনেফিলেরা বাবুলালের সিনেমাও নতুন করে মূল্যায়ণ করবে। সেদিনের কথা ভেবে ভয়ে গলা শুকিয়ে যায়।
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ১৯:৪৮673552
  • বাবুলালের বাপ একজন মহাপুরুষ ছিলেন। অনেক প্রাইজ পেয়েছিলেন। বাবুলাল সেই ভারে কাটে। বাবুলালের চেয়ে স্বপন সাহা, হরনাথ চক্রবর্তীর মূল্যায়ন অনেক ইন্টারেস্টিং হবে।
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ২০:০৫673553
  • শুধুই স্বপ্ন দেখা, ইচ্ছাপূরণের গল্প হিসেবেও মেলানো মুশকিল। এই "বালিকাবধূ" সিরিয়ালটার কথা ধরা যাক। কাজাখস্তানে অসম্ভব জনপ্রিয়। বহু বহু মানুষের কাছে এই সিরিয়ালটার কথা শুনেছি। রাজস্থানের গ্রামে একটা আট-নবছরের বাচ্চা মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি আসে এবং অত্যাচারিত হয়। কোন ইচ্ছাপূরণের গল্প এটা?
  • pi | 24.139.221.129 | ২৭ এপ্রিল ২০১৫ ২০:১২673554
  • এটা তো রিয়েলিটি র সাথে মেলানোর গল্প। আর তার সাথে ইচ্ছাপূরণও আছে। মেয়েটি ঐ অবস্থা থেকে স্ট্রাগল করে জেদ ধরে পড়াশুনা শিখে চাকরি করছে, শ্বশুরবাড়ির নানাবিধ বাধানিষেধ বিধিনিষেধ টপকাচ্ছে, আবার অন্য বিয়ে করছে, এ ইচ্ছাপূরণ নয় ? মেয়েদের মধ্যে এটা প্রচণ্ড পপুলার।
  • d | 116.77.5.224 | ২৭ এপ্রিল ২০১৫ ২০:১৭673555
  • আরে অত্যাচারে শেষ নয়, ঐ মেয়ে ডিভোর্স নেয় আরো অনেককিছু করে যার সাথে অনেকে একাত্ম হতে পারে ইচ্ছাপূরণও হয়।
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ২০:৩০673556
  • তাহলে এই কারনেই এই গল্পগুলো দ্বিতীয়/তৃতীয় বিশ্বের দর্শকের কাছে এত পপুলার। মেয়েদের ওপর অপ্রেশন এখনও এইসব জায়গায় খুবই কমন। এই কারনেই হয়ত বাংলা সিরিয়ালও এখনও শ্বশুরবাড়ির অত্যাচার, মেয়েটির স্ট্রাগল, সব শেষে জিতে যাওয়া থেকে বেরোতে পারল না। জিতে যাওয়ার অর্থ কিন্তু এখানে সীমিত। সংসারের গন্ডীর মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত হলেই জিতে যাওয়া হল। কুইন সিনেমার মত দেশ ঘুরে বেড়াচ্ছে, নতুন কোন সম্পর্কে বাঁধা না পড়েও পুরোনো সম্পর্ককে অস্বীকার করছে এমনটা মনে হয় এখনও সিরিয়ালগুলোতে দেখা যাচ্ছে না, তাই না?
  • pi | 24.139.221.129 | ২৭ এপ্রিল ২০১৫ ২০:৫১673557
  • হু, আসছে না, এমন না। ওখানেই তো বললাম, মেয়েটা বেরোচ্ছে, কাজকম্মও করছে।
    ক'দিন আগে একটা সিরিয়াল দেখলাম। ৬০+ মহিলা পুরুষের প্রেম তারপর পরিবার পাড়া প্রতিবেশী সমাজের রক্তচক্ষু টক্ষু উপেক্ষা করে বিয়ে। একটা অল মহিলা পরিবারের গল্প, সেখানে কেউ ডিভোর্সি, কেউ বিধবা, কেউ সিংগল মাদার, তার মেয়েরা.. এরকম সব। চাকরি বাকরি করছে, নিজেরা একটা কাফে খুলেছে, সেসব নিয়েই পদে পদে বাইরে সবার সাথে ঠোক্কর কিন্তু তার সাথে যুদ্ধু করে জয় পরাজয় ইঃ ইঃ। প্রেম নিয়েও নায়িকার বেশ ছুঁৎমার্গ আছে।
    গোদা ব্যাপার নেই,এমন না, পারিবারিক কূটকচা৯।, ঘোঁটচক্র, ষড়যন্ত্রাদি এসবও নেই এমন না, তবে ঐ আর কি, ঐ অন্যরকম এলিমেন্টগুলো তো সিরিয়ালপত্রে আজকাল আর দেখাই যায়না !
    কিছুদিন আগে থোড়া সা আসমান দেখছিলাম, ওটাও কিন্তু সেসময়ে বেশ পপুলার হয়েছিল, যদ্দুর মনে পথে। তিনজন মেয়ের স্ট্রাগলের গল্প।
    তারপর ধরো রজনীর মত সিরিয়াল ? মারাত্মক পপুলার ছিলো।
  • একক | 24.96.90.72 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:০৩673559
  • সিরিয়ালে মারপিট হয়না ।এইটা খুব বোরিং ব্যাপার । মারপিট বা খুন জখম না থাকলে বা ভযের কিছু , টানা যায়না ব্যাপারটা । কাল-কপাল-মহাকাল বলে একটা সিরিয়াল বারে বসে দেখতুম ।তাতে হেব্বি রক্ত ফক্ত ছিল ।আর সিআইডি দেখতে হত হারিয়ান্ভি রুমমেটের সঙ্গে ।তাতে মারপিট নেই বিশেষ ।খালি প্যাচাল পারা।
  • sosen | 212.142.68.158 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:০৭673561
  • কবে একখানা সিরেল চলছিল তাতে একজন ছেলে বলছে-আমার স্ত্রীকে আমি কি শাস্তি দেবো সেটা আমাদের স্বামী-স্ত্রীর মধ্যের ব্যাপার। মেজকা, তুমি এর মধ্যে এসো না। আর মেয়েটা শাস্তি পাবে বলে চুপটি করে দাঁড়িয়ে ছিল।

    কি শাস্তি হোলো সেটা আর দেখা হয় নাই
  • pi | 24.139.221.129 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:০৭673560
  • সিআইডি ঐ সাস বহু মার্কা সিরিয়ালের থেকেও অসহ্য। অথচ ক্রাইম ফাইল থেকে করা সিরিয়ালগুলো খারাপ করেনা। অ্যাকচুয়ালি, নিন কি নিম্নমধ্যবিত্তদের খুঁজে পেতে গেলে এই সিরিয়ালগুলো ভরসা। এবার এগুলো তাঁরা দেখেন কিনা জানিনা।

    হুচি, এই বইটার কথা শুনেছিলাম http://www.jmionline.org/articles/1999/ideology_of_the_hindi_film_a_historical_construct.pdf
  • Atoz | 161.141.84.175 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:১০673562
  • কাল কপাল মহাকাল?
    খুবই মানে ইয়ে যাকে বলে মস্তির নাম তো! ঃ-)
  • একক | 24.96.90.72 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:১৪673563
  • সেটা তান্ত্রিক দের নিয়ে ।বেশ ঘিলুভাতে-ভাত খাওযা দেখাবে সেই লোভে দেখতুম ।কিন্তু সেরম কিছু দেখায়নি :|
  • Atoz | 161.141.84.175 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:২১673564
  • তিব্বতের জীবন নিয়ে একটা ছোটো গল্প ছিল, চাইনিজরা এসে দখল করে খুব অত্যাচার করতো, এইসব নিয়ে। বাংলা গল্প। কেউ কি পড়েছেন? একজন কুঁজো হয়ে পড়া বুড়ো লোকের কথা ছিল আর তার বেশ শক্তিশালিনী স্ত্রীর কথা---এইসব নিয়ে সিনেমা/ সিরিয়াল হওয়া দরকার। প্রচুর তিব্বতী ভারতে পুনর্বাসন নিয়েছেন, এঁরা বানাতে পারেন তো!
  • অনিন্দ্য সেনগুপ্ত | 113.24.87.172 | ২৭ এপ্রিল ২০১৫ ২১:৩২673565
  • সিনেমা - জনপ্রিয় অথবা যা জনপ্রিয় হতে পারেনা - সেটা কি একটি শ্রেণী থেকে শুরু হয়ে সেখানেই আটকে থাকে? আলোচিত প্রসঙ্গগুলি নিয়ে ভারতীয় ফিল্ম স্টাডিজ ডিসিপ্লিনে অনেক আলোচনা হয়েছে, সেই প্রসঙ্গ এখানে এলে অহেতুক জটিল হয়ে যাবে। কিন্তু একটা কথা ঠিকই - জনপ্রিয় সিনেমার রাজনীতি আমূল পালটে গেছে। এক সময়ে ছবি যতই বড় বাজেটের হত, ততই চাপ বাড়তো নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্তকে তুষ্ট করার - অঙ্কের কারণেই, নাহলে খরচ উঠবেনা - অতএব ফ্যান্টাসিটা "দৈনন্দিনের যুদ্ধ' থেকেই শুরু হত অবধারিত, কিন্তু আদপেই সেখানে শেষ হত না। লাভের মধ্যে - ধরা যাক অমিতাভ বচ্চনের মত আদ্যন্ত অভিজাত অভিনেতাকেও এমন কিছু শরীরি ভাষা, অভিনয়শৈলী, বাচনশৈলী, আবেগের প্রকাশকে আয়ত্ত্ব করতে হত যার সাথে অন্য শ্রেণীর দর্শকদের'ও একাত্মতা ঘটে।
    কিন্তু বিদেশী বাজার, মাল্টিপ্লেক্স ব্যবস্থা, বিশ্বায়ণ ইত্যাদি সেই নিম্নবিত্তকে মাথায় রেখে জনপ্রিয় ছবি করার ব্যাপারটা চলে গেছে - তাই এখন ব্যাপারটা উলটো - অভিনেতার উত্থান যে শ্রেণী থেকেই হোক না কেন, তাকে আর ঐ স্কিলগুলো - যা সত্তরের বচ্চনের অর্জন - আয়ত্ত্ব করার প্রয়োজন নেই, বরং একধরণের ডিজাইনার-উচ্চবিত্তের শারিরীক ভাষা তাকে আয়ত্ত্ব করতে হবে। অমিতাভের 'অগ্নিপথ' ও ঋত্বিকের 'অগ্নিপথ' তুলনা করলেই স্পষ্ট হবে ব্যাপারটা। ঋত্বিককে অভিনয় করতে হয় না, তাকে ঋত্বিকই থেকে যেতে হয়। এখন হঠাৎ বাজারের চাহিদা তৈরি হলেও - কোনো অজানা ঐতিহাসিক চাপে - তারা আর আগের অভিনয়টি করতে পারবেন না, সম্পূর্ণ নতুন অভিনয়শৈলীকে আনতে হবে।
    এক কথায় - আগের জনপ্রিয় ছবিতে নিম্ন(নিম্নমধ্য)বিত্তকে অন্তত acknowledge করা হত - এখন deny করা হয়। অর্থাৎ এখন সেই শ্রেণীটিকে উচ্চবিত্তের ফ্যান্টাসির সাথে অনায়াস হতে শিখিয়ে দেওয়া হয়েছে, আগে যে তির্যক দূরত্বটা থাকতে হত, সেটা নেই আর।
    আর 'আর্ট সিনেমা' ব্যাপারটা কেউ কেউ পপুলিস্ট ভঙ্গিমায় উড়িয়ে দিলেও সেটা চিন্তাহীন সহজ ভঙ্গি একটি। তবে এই আলোচনা সহজে করা যায়না
  • mumu | 219.20.111.1 | ২৭ এপ্রিল ২০১৫ ২২:০৩673566
  • অন্জন চৌধুরির সিনেমা খারাপ? ভগমান পাপ দেবে ত।আমি সবাইকে "পূজা" সিনেমা টি দেখতে অনুরোধ করবো।

    উফ্ফ সে কি সিনেমা! তাতে আবার একটি গান আছে।

    "ছি ছি ছি , আমি বাড়ির ঝি! "।
  • pi | 24.139.221.129 | ২৭ এপ্রিল ২০১৫ ২২:০৮673567
  • এটাই কি সেই সিনেমা, যেখানে দেবশ্রী বাড়িতে কাজ করে। বাড়ির ছেলে, অর্জুন চক্রবর্তী আদর্শের পাল্লায় পড়ে, আপিসের বস মুনমুন সেনকে ছেড়ে দেবশ্রীকে বিয়ে করবে ও সেই নিয়ে বাড়িতে বাওয়াল। দুপুরে খেতে খেতে এই অব্দি দেখেই আজ চলে এলুম।
    তারপরে কী হয়েছে জানিতে আগ্রহী, কিন্তু ভাবছিলাম, এরকম কাজের মেয়ের সাথে বিয়ে ঠিক ক'টা সিনেমায় দেখিয়েছে, আর তার রেসপন্সই বা কেমন ?
  • mumu | 219.20.111.1 | ২৭ এপ্রিল ২০১৫ ২২:২৩673568
  • এইটে সেইটে নয়।

    এই সিনেমা তে শ্রিলা মজুমদার (কালো ও বয়স বেশি হোয়ে যাছে বলে) এর বিয়ে হো্চ্চেনা। তদের বরির ঝি হোলো।।ঐ অন্জন এর ছোটো মেয়ে ( নাম কি রুমকি না চুমকি?) তাদের বাড়ির ঝি।

    অনেক কস্টে বিয়ে হোলো, শশুর বাড়িতে খুব খাটাই শ্রিলা কে। তখন চুম্কি/রুম্কি সেখানে উপস্থিত হল পরিশ্থিতি সামাল দিতে।

    শ্রিলার দেয়র হোলো টোটা। সে প্রেমে পড়লো চুম্কির। তখন এই গান টা।

    অরেক্টা লাইন হল-

    "বোল্বে সবাই পান্তা ভাতে পোর্লো গরম ঘী"
  • hu | 101.185.30.163 | ২৭ এপ্রিল ২০১৫ ২২:৩০673570
  • কাজের মেয়ের সাথে বিয়ে দেখালে তো সেটা বৈপ্লবিক কনসেপ্ট। একটা প্রশ্ন মনে জাগে। আশী-নব্বই দশকের এই স্বপ্নপূরণের গল্পগুলোর পরিবেশনার মান এত খারাপ কেন? কালো মেয়ের বিয়ে না হওয়া নিয়ে আগেও তো বাংলায় সিনেমা হয়েছে। এক্ষুনি সাবিত্রী আর সন্ধ্যা রায়ের একটা সিনেমার কথা মনে পড়ছে। সেগুলো দেখে তো হাসি পায়নি। এই পর্যায়ের সিনেমাতে তাহলে কি আছে যার জন্য এগুলো শিক্ষিত বাঙালীর কাছে এমন অপাংক্তেয় হয়ে গেল?
    ২০০০ সালের আগের হিন্দী সিনেমাগুলোর শিল্পগুণও ব্যক্তিগত ভাবে খুব মোটাদাগের মনে হয়। কিন্তু অনেকে সেটা মানেন না এটা জানি বলে আপাতত শুধু বাংলা সিনেমা নিয়েই প্রশ্নটা করলাম।

    অনিন্দ্যবাবুকে এখানে পেয়ে ভালো হল। ভারতীয় সিনেমা বলতে আমরা তাহলে কি বুঝব এই নিয়ে একটা প্রশ্ন ছিল। জানি এই আলোচনার পরিধি খুবই বিস্তৃত। হয়তো অল্প কথায় কিছুই বলা যায় না। তবু যদি একটু ধরিয়ে দিতেন তাহলে একটু জানতে পারতাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন