এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জিডিপি - গ্রস ডোমেস্টিক প্রডাক্টঃ ফর ডামিজ

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১৫ | ২৩২৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ০৯:৩৮674320
  • প্রথমে একটা ছবি দিই। সার্কুলার ফ্লো অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ আ নেশন।

  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ০৯:৫৬674404
  • জিডিপি হচ্ছে -
    "গ্রস" "ডোমেস্টিক" "প্রডাক্ট"। একটি অর্থবছরে একটি দেশের নিজস্ব যে ফাইনাল প্রডাক্ট বিক্রি হচ্ছে বা কেনা হচ্ছে - সেইটাকে বলা হয় জিডিপি। ফাইনাল প্রডাক্টটা খুব ইমপর্ট্যান্ট। কাঠুরে জঙ্গল থেকে গাছের গুঁড়ি কেটে আনল - কিন্তু সেটা ফাইনাল প্রডাক্ট নয়। সে বেচল মিলারকে, মিলার সেই গুঁড়ি থেকে শেপ মত কিছু বোর্ড তক্তা বানিয়ে দিল - এটাও ফাইনাল প্রডাক্ট নয়। এই বোর্ড বা তক্তা কিনল কার্পেন্টার বা ফার্নিচারওয়ালা। সে এইবারে কিছু জিনিস বানিয়ে আমাকে বেচল - বা আমি কিনলাম। এই হল আমার ফাইনাল প্রডাক্ট, আমার আলমারি বা চেয়ার টেবিল। এইটা আমি যে দামে কিনলাম, সেইটা ক্যালকুলেট হবে জিডিপিতে।

    অর্থবর্ষটাও ইমপর্ট্যান্ট। আমি একটা সেকেন্ড হ্যান্ড কার কিনলাম, বা রিসেলে ফ্ল্যাট কিনলাম। যে হেতু গাড়িটা বা বাড়িটা এই বছরে তৈরি হয় নি তাই তার কেনার জন্য খরচ করা টাকাটা কোনও জিডিপিতে যুক্ত হবে না। আমি যদি ২০১৫ মডেলের গাড়ি কিনি, সেটাই জিডিপিতে যুক্ত হবে।

    জিডিপি ক্যালকুলেট করার মোটা দাগে দুটো অ্যাপ্রোচ আছে। প্রথমে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ।

    এই মত অনুযায়ী - সামূহিক খরচ - একটা দেশের, একটা বছরে যোগ করে জিডিপি হিসেব করা হয়। এই খরচের কম্পোনেন্ট কী কী?

    কনজাম্পশন (C), ইনভেস্টমেন্ট (I), গভর্নমেন্ট পারচেজ (G) আর নেট এক্সপোর্ট (X)।

    আপনি দোকান থেকে ওষুধ কিনছেন, বাজার থেকে সবজি, শোরুম থেকে গাড়ি - এগুলো আপনার কনজাম্পশন। কোত্থেকে পয়সা পান এসব কেনার জন্য? না, আপনার শ্রমের বিনিময়ে আপনি টাকা আর্ন করেন। ট্যাক্স দিয়ে যে টাকা থাকছে, তার একটা অংশ আপনার কনজাম্পশনে যাচ্ছে। তার পরেও কিছু টাকা উদ্বৃত্ত থাকছে।

    সেই উদ্বৃত্ত টাকা আপনি ইনভেস্ট করছেন। এলাইসি, এফডি, আরডি। এই হল ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট। এই দুটো মিলিয়ে আপনার ইনকাম। কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট। ছবির ৬ নং পয়েন্টে যা দেখা যাচ্ছে।

    আপনার ইনভেস্টমেন্ট বাজারে খাটছে। আপনি লোন নিচ্ছেন, সরকারও লোন নিচ্ছে। আপনার নেওয়া লোন জিডিপিতে আসবে না। সরকারের নেওয়া লোনও নয়।

    আপনি লোন নিয়ে একটা ফাইনাল প্রডাক্ট কিনছেন। কিন্তু সরকার তো তা নয়। সরকার সেই লোন নিয়ে সরকারি পারচেজ করছে, অথবা ট্রান্সফার পেমেন্ট করছে।

    ট্রান্সফার পেমেন্ট কী? এটা সরকারের ওয়েলফেয়ারের পার্ট, যেগুলো এমনিই জনগণকে দেওয়া হয়, শ্রমের বিনিময়ে নয়। পেনশন, বিভিন্ন ভাতা, ইত্যাদি।

    তো, এইভাবে এগোতে থাকলে বুঝবেন জিডিপিতে কীভাবে মানি ইনফ্লো আর আউটফ্লো হচ্ছে - যার ফাইনাল শেপ হল C+I+G+(X-M)।

    ইহাই হল দেশের সারা বছরের এগ্রিগেট এক্সপেন্ডিচার। অর্থাৎ জিডিপি।
  • dc | 132.164.211.66 | ১৪ এপ্রিল ২০১৫ ১০:৫৪674415
  • খুব ইন্টারেস্টিং লাগছে।
  • S | 109.27.138.238 | ১৪ এপ্রিল ২০১৫ ১২:২৭674426
  • সিকিবাবু কি সিএফে দিচ্ছেন নাকি?
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১২:৩১674437
  • না না, নিতান্তই টাইমপাস।
  • S | 109.27.138.238 | ১৪ এপ্রিল ২০১৫ ১২:৪৭674448
  • আচ্ছা আমি অল্প একটু যোগ করি। ভুল থাকতে পারে, জানলে ঠিক করে দেবেন।

    আগে কোনো দেশ কত বড়লোক, সেটা ঠিক করা হোতো কার রাজস্বে কত সোনা আছে তাই দিয়ে। কিন্তু আপনারা নিজেরাও বুঝবেন যে এটা খুবএকটা কাজের কথা নয়। মানে আমার কাছে একগাদা সোনা থাকলো, কিন্তু কোনো টেকনলজি নেই, ভালো কারিগর নেই - ঐ সোনা দিয়ে আমি কি করবো? জাপানের কথা ভাবুন - আগের হিসেব অনুযায়ি ওদেরকে কাজ দেখিয়ে সোনা জোগার করতে হবে তবে ওরা বড়লোক দেশ হিসেবে স্বিকৃতি পাবে। ততদিনে ইন্ডিয়া বড়লোক দেশ হিসেবে বসে থাকবে যেহেতু সোনা আছে।

    পরে অ্যাঙ্গলো স্যাক্সন দেশগুলো (পড়ুন আমেরিকা) অল্টারনেটিভ কোনো মেজারের কথা চিন্তা করে। তারও অনেক পরে অইসিডি মনে হয় এটাকে ইনস্টিটুশনালাইজ্ড করে।

    তবে রাজস্বে সোনা রাখার ট্রেন্ড এখনো যায়নি। আমেরিকা, ইউরোপ তো বটেই, অমনকি এশিয় দেশগুলো ভারত, শ্রীলন্কা, কোরিয়া এরাও প্রচুর সোনা রাখে।

    পৃথিবীর সবথেকে বেশি নমিনাল জিডিপি হোলো আমেরিকার ১৭-১৮ ট্রিলিয়ন ডলার (গ্লোবাল জিডিপির প্রায় ২০-২৫%)। তারপরে চায়না ১০ ট্রিলিয়ন। এছাড়া জি-৭ এর মেম্বারদের জিডিপি খুব বেশি। এছাড়া ইন্ডিয়া, রাশিয়া, আর ব্রাজিল প্রথম ১০-১১ টি দেশের মধ্যে থাকবে।

    তবে পিপিপি জিডিপি নিলে (মানে ক্রয় ক্ষমতা অ্যাডজাস্ট করলে) এখন চিন একনম্বরে, একটু পিছনে ইউএসে, আর তার পেছনে ইন্ডিয়া। এই কারণেই গোয়িঙ্গ ফরওয়ার্ড জি৭ এর দাম কমবে আর জি২০র দাম বাড়বে।
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১২:৫৬674459
  • পিপিপি মানে কি MPC? মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম?
  • S | 109.27.138.238 | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:১৮674470
  • PPP মানে হোলো পারচেজিঙ্গ পাওয়ার প্যারিটি। ক্রয় ক্ষমতা অ্যাডজাস্ট করা হোলো। একজন লোক ইন্ডিয়াতে মাসে ১ লাখ কামায় - সে তো রাজা (মুম্বাই না হইলে)। কিন্তু আমেরিকাতে মাসে ১৬০০ ডলার কামাইলে কি হয় তার জন্যে এখানে অনেক পিএইচডি লোকজন আছে তাদের সাথে কথা বলুন। কিন্তু এক্সচেন্জ রেট অনুযায়ি দুজনেরই এক ইনকাম। কিন্তু এইবারে দেখতে হবে যে নিজের নিজের টেরিটরিতে কে কত টাকায় কি কিনতে পারে, সেই অনুযায়ি রেট ঠিক করা হবে। যেমন ইন্ডিয়ার নমিনাল জিডিপি হোলো ২ ট্রিলিয়ন আর পিপিপি হোলো ৭.৩ ট্রিলিয়ন।

    তার মানে পিপিপি এক্স্চেন্জ রেট হোলোঃ ২*৬০/৭.৩ = ১৬.৫। এর মানে হোলো আপনি যদি আমেরিকাতে মাসে ৫০০০ ডলার ইনকাম করেন (মানে নমিনাল এক্সচেন্জ রেটে ৩০০০০০ টাকা), কিন্তু পিপিপি অনুযায়ি সেই একই লাইভ ইন্ডিয়াতে লিড করতে পারবেন যদি আপনি মাসে ৫০০০*১৬.৫ মানে ৮২৫০০ আয় করেন। আশা করি ঘেঁটে যাইনি।
  • S | 109.27.138.238 | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:২৪674481
  • MPC হোলো মনে করেন আপনি একজন গরিব মানুষকে দুটো রুটি দিলেন, তিনি এতটাই খুদার্ত যে তিনি দুটো রুটিই খেয়ে নেবেন। নো সেভিঙ্গ। কিন্তু চারটে রুটো দিলে, তিনি তিনটে খাবেন আর একটা বাঁচিয়ে রাখবেন কালকের জন্যে।

    MPC হোলো del consumption/del income। এক্ষেত্রে del consumption = 1 টি রুটি আর del income = 2 টি রুটি, তাই MPC হোলো 0.5।
  • shibir | 113.16.71.21 | ১৮ এপ্রিল ২০১৫ ০১:৩৪674321
  • সিকি - দু একটা পয়েন্ট
    "একটি অর্থবছরে একটি দেশের নিজস্ব যে ফাইনাল প্রডাক্ট বিক্রি হচ্ছে বা কেনা হচ্ছে" ফাইনাল প্রোডাক্ট আর সার্ভিস এবং তার মানি ভ্যালু হলো জিডিপি ।

    এক্সপেন্ডিচার সাইড মানে হলো দেশের যে যে কম্পোনেন্ট খরচ করছে । যেমন আমরা সাধারণ মানুষ(গৃহস্থ) কেনাকাটি করি সেটা হলো C । শিল্পপতিরা জমি কিনে, কারখানা বানিয়ে যে খরচ করছে সেটা হলো I আর ধরুন রাস্তাঘাট, স্কুল হাসপাতাল থেকে যাবতীয় সরকারী খরচ হলো G । আমাদের দেশের প্রোডাক্ট কিনতে বিদেশীরা যে খরচ - X । এর বাদ দিন ইম্পোর্ট M যেটা আমরা বিদেশ থেকে কিনছি ( যেমন সাধারণ কনসিউমার গুডস , প্রোডাকশন ইন্পুত্স অথবা পেট্রল । হাতে রইলো নেট এক্সপোর্ট (X-M )।

    এরপর সিকি জিডিপি এর ইনকাম সাইড , রিয়েল vs নমিনাল জিডিপি , জিডিপি vs gnp , জিডিপি vs ndp ই: ই: নিয়ে চালিয়ে যান । আমি মাঝে মাঝে একটু ফোড়ন কাটব ।
  • 4z | 208.231.20.20 | ১৮ এপ্রিল ২০১৫ ০২:৩৭674332
  • এগ্রিগেট স্পেন্ডিং = এগ্রিগেট ইনকাম - এই নিয়ে কথা হবে না?

    C+I+G+X-IM=Y

    Y ছাড়া গল্প তো পুরো হবে না।
  • দ্রি | 47.157.195.83 | ১৮ এপ্রিল ২০১৫ ০৯:২৫674343
  • মাঝে মাঝে লেট ২০১৪র নতুন গাড়ী ২০১৫র গোড়ায় বিক্রি হয়। সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা জিডিপিতে অ্যাড হবে?

    ২০১৫র গাড়ী ২০১৫ তে যদি দুবার হাত বদল করে, দ্বিতীয় বার নিশ্চয়ই জিডিপিতে অ্যাড হবে না?
  • S | 139.115.2.75 | ১৮ এপ্রিল ২০১৫ ০৯:২৯674354
  • একচেন্জ অব অ্যাসেট তো মনে হয়না জিডিপিতে আসবে। নইলে তো একটাই জিনিস বারবার কেনা বেচা করে জিডিপি বাড়িয়ে দেওয়া যাবে। সেইজন্যেই ফাইনান্সিয়াল অ্যাসেটের ট্রেড (চার্জটুকু ছাড়া) জিডিপিতে আসে না।
  • দ্রি | 198.138.1.229 | ১৮ এপ্রিল ২০১৫ ০৯:৫৩674365
  • জমি কেনাবেচাও নিশ্চয়ই আসবে না একই গ্রাউন্ডে?

    সোনা কেনা?
  • S | 139.115.2.75 | ১৮ এপ্রিল ২০১৫ ১০:০০674376
  • কোনো ক্যাপিটাল গেইনই মনে হয়না জিডিপিতে যোগ দেবে।
  • দ্রি | 87.109.141.138 | ১৮ এপ্রিল ২০১৫ ১০:১১674387
  • হ্যাঁ, এইভাবে ভাবাই ভালো। ক্যাপিট্যাল গেইন।

    খনি থেকে সোনা তোলা হলে সেই বাবদ ইনভেস্টমেন্ট নিশ্চয়ই অ্যাড হবে। সোনার প্রথম বিক্রিটাও হওয়া উচিত।
  • S | 139.115.2.75 | ১৮ এপ্রিল ২০১৫ ১০:১৮674398
  • হ্যাঁ হ্যাঁ সেতো আছেই। নইলে তো তেলের দেশগুলোর কোনো জিডিপিই থাকবে না।
  • b | 24.139.196.6 | ১৮ এপ্রিল ২০১৫ ১০:১৯674402
  • পড়ছি। ঋদ্ধ হচ্ছি।
  • দ্রি | 87.247.181.165 | ১৮ এপ্রিল ২০১৫ ১০:২৩674403
  • b আবার কী ঋদ্ধ হচ্ছেন? আপনি ইকনমিস্ট না? এসব তো আপনার কাছে জলভাত।

    এই টইটা শুধু ডামিজনের জন্য।
  • b | 24.139.196.6 | ১৮ এপ্রিল ২০১৫ ১০:৪২674405
  • অন্য কারুর সাথে গুলাচ্ছেন। হাম কুচ ভি নেহি জান্তা।
  • দ্রি | 28.187.1.68 | ১৮ এপ্রিল ২০১৫ ১০:৫২674406
  • এ বাবা, গুলালাম নাকি? যাগ্গে যাক।

    এসের মতে দেশের সোনা রাখার কোন দরকার নেই। একদম সোনা না রাখা কি ভালো আইডিয়া?
  • ranjan roy | 24.99.175.12 | ১৮ এপ্রিল ২০১৫ ১১:৪৮674407
  • দ্রি,
    আসলে ফোকাসটা হল দেশের সম্পদ (asset) বৃদ্ধির পরিমাপ, অবশ্যই ম্যাক্রো বা এগ্রিগেট লেভেল। তাই গাড়ির হাতবদলকে ধরলে ডাবল-কাউন্টিং এর দোষে দুষ্ট হইবে।

    4Z,
    অবশ্যই, অবশ্যই।
    আসলে সিকি যেটা বলছে তা হল ন্যাশনাল ইনকাম মাপার বিকল্প পদ্ধতিগুলো নিয়ে। যেহেতু এগ্রিগেট স্পেন্ডিং = এগ্রিগেট ইনকাম , একই জিনিসকে দুভাবে মাপা যেতে পারে, এক্সপেন্ডিচার মেথডটা তো একটি পদ্ধতি মাত্র।
    মনে হচ্ছে আপনি ইকো'র লোক।ঃ)))
  • ranjan roy | 24.99.175.12 | ১৮ এপ্রিল ২০১৫ ১১:৫৯674408
  • তাহলে এই বি বোধহয় আমাদের পুরনো বন্ধু ব্রতীন আর দ্রি কথিত ইকনমিস্ট বি বোধহয় আম্রিগা নিবাসী যাঁর বিরল লেখাগুলো অতি স্বাদু।
  • S | 109.27.138.238 | ১৮ এপ্রিল ২০১৫ ১২:০৯674409
  • সোনা কেন রাখবে না? দেশের সেভিঙ্গস বিভিন্ন ভাবে রাকতে হবে ডাইভার্সিফাই করার জন্যে।
  • S | 109.27.138.238 | ১৮ এপ্রিল ২০১৫ ১৬:৫৫674410
  • b, আপনিও একটু লিখুন না। আর যে যত বেশি পোস্নো করবে, তত ভালো - আমরাও ইন্টারনেট দেখে খুঁজে উত্তর দেবো, কিন্তু আমাদের জানা হয়ে যাবে।
  • 4z | 80.24.54.10 | ১৮ এপ্রিল ২০১৫ ১৯:২৪674411
  • রঞ্জনদা, একদমই না। :-)
  • PM | 233.223.152.226 | ১৯ এপ্রিল ২০১৫ ১৫:০৮674413


  • এখনে থাকবে?
  • S | 109.27.138.238 | ১৯ এপ্রিল ২০১৫ ১৬:৪২674414
  • পিএম উইকিপিডিয়াতে সুন্দর করে লিস্টি করে দেওয়া আছে। ঐ লিন্ক গুলো দিয়ে দেন।
  • PM | 233.223.152.226 | ১৯ এপ্রিল ২০১৫ ১৬:৪৫674416
  • একটা অন্য প্যারমিটারের লিস্টি দিলুম-

    Manufacturing, value added (current US$) | Data | Table

    Country name2013

    China 2,941,337,347,299

    United States 1,966,495,000,000

    Japan 1,073,277,493,560

    Germany 745,240,864,784

    Korea, Rep. 370,393,593,514

    Italy 287,482,387,812

    Brazil 250,149,717,252

    France 285,590,357,502

    India 223,138,049,899

    United Kingdom 231,189,798,427

    Russian Federation 267,591,226,274

    Indonesia 205,768,427,070

    Mexico 215,689,694,253

    Canada 162,080,209,810

    Turkey 126,169,232,482

    Thailand 127,569,680,401

    Switzerland 123,855,109,928

    Australia 104,170,239,125

    Netherlands 93,050,714,496

    Sweden 84,367,422,538

    Poland 88,003,543,631

    Argentina 79,058,057,088

    Belgium 66,793,184,246

    Austria 70,553,053,432

    Malaysia 74,895,426,703

    Saudi Arabia 75,536,266,667

    Venezuela, RB 50,891,378,335

    Singapore 52,577,079,837
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন