এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জিডিপি - গ্রস ডোমেস্টিক প্রডাক্টঃ ফর ডামিজ

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১৫ | ২৩২৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 109.27.138.238 | ১৯ এপ্রিল ২০১৫ ১৬:৫৪674417
  • তার মানে চিনের ম্যানুফ্য়াকাচাড়িং ইন্ডিয়ার জিডিপির থেকেও বড়।
  • S | 109.27.138.238 | ১৯ এপ্রিল ২০১৫ ১৬:৫৬674418
  • সিঙ্গাপুরের ম্য়ানুফ্য়াকাচাড়িং ইন্ডিয়ার চার ভাগের এক ভাগ।জায়গা পায় কোই
  • pi | 116.212.44.147 | ১৯ এপ্রিল ২০১৫ ২০:০২674419
  • টইটার জন্য থ্যাঙ্কস সিকি।

    অল্প কিছু লোকের হাতে প্রচুর টাকা আসা আর অনেক লোকের ইনকাম একই থাকা বা কিছুটা কমে যাওয়া - এরকম হলেও জিডিপি বাড়তে থাকা, জবলেস গ্রোথ, এগুলো নিয়েও কথা হোক ?

    আরেকটা কথা। এই যে আমাদের দেশে এই এত সংখ্যক মানুষের কোন ব্যাঙ্ক অ্যাকাউণ্ট ছিল না, এই জনধন যোজনার আগে, এখন হল, এতে নিশ্চয় জিডিপি তে বড়সড় তফাত আসবে ? ধরে নিচ্ছি, নন জিরো ব্যালেন্স অ্যাকাউণ্ট ও অনেক খোলা হচ্ছে। মানে, জনগণ ইনকামের একটা বড় অংশ খরচ করলো না, কোথাও ইনভেস্ট করলো না, ব্যাংকে জমালো না, ( যেটা করত না, কাগজপত্র ইত্যাদি দেখিয়ে অ্যাকাউণ্ট খোলার ঝামেলা জনিত কারণে), ঘরে জমিয়ে রেখে দিলো ,সেক্ষেত্রে জিডিপিতে কিছু প্রভাব পড়বে তো ?
  • S | 109.27.138.238 | ১৯ এপ্রিল ২০১৫ ২০:৪৬674420
  • আন অ্যাকাউন্টেড ইন্কাম থাকলে হবে।
  • sm | 233.223.153.26 | ১৯ এপ্রিল ২০১৫ ২১:৪৯674421
  • সিঙ্গাপুরের ম্য়ানুফ্য়াকাচাড়িং ইন্ডিয়ার চার ভাগের এক ভাগ।জায়গা পায় কোই
    ----
    এই একটা লাখ কথার এক কথা বললেন।হাজার একরের গাড়ি কারখানা , কয়েক হাজার একর জুড়ে ইস্পাত শিল্প, কেমিক্যাল হাব, শিল্প তালুক, এগুলো কি করে সম্ভব হলো? এগুলো যদি না থাকে , তাহলে ম্যানুফাকচারিং এ এত উন্নতি কি করে হলো?
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৩:৪০674422
  • ধুর সিঙ্গাপুরের সাথে ইন্ডিয়ার তুলনা। আর বাঙ্গালী সেই ঘুরে ফিরে সিঙ্গুরে চলে যায়। সিঙ্গাপুর ইজ অব ডুয়িঙ্গ বিজনেসে র‌্যান্ক ১ আর ইন্ডিয়ার ১৪১। বিগত ৩০ বছরে জিডিপি ১০ গুন করেছে। ক্যাপিটালিজমের মডেল কেস। উইকি বলছে মেইন ম্যানুফ্যাকচারিঙ্গ সেক্টরগুলো হোলোঃ electronics, petroleum refining, chemicals, mechanical engineering and biomedical sciences

    এটাও দেখুন।
    https://www.quandl.com/c/economics/industrial-production-by-country
  • sm | 233.223.157.87 | ২০ এপ্রিল ২০১৫ ০৮:১৭674423
  • আরে এই শিল্প মডেল টাই তো পব তে ফলো করলে হয়।তা না, খালি গাড়ি কারখানা, ইস্পাত কারখানা, এইসব গোদা গোদা শিল্প না করলে, পব নাকি রসাতলে যাবে!
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৮:৩০674424
  • দাদা পবের কথা ভুলে যান। পুরো ইন্ডিয়াতেও ঐ মডেল ফলো করতে পারবেনা। ইন্ডিয়াতে লোকে ইনভেস্ট করে শুধুমাত্র লেবার কস্ট আর্বিট্রাজ করার জন্যে। সেইজন্যে শুধুমাত্র লেবার ইন্টেনসিভ ইন্ডাস্ট্রিই হবে। গোদা গোদা শিল্প করলে তবেই তো লোকের চাকরি হবে। ইন্টেল কেন চীপ কারখানা তইরী করতে যাবে - যেখানে এতো প্রবলেম। আর সিঙ্গাপুরের সাথে ইন্ডিয়ার তুলনা করা যায়্না। ইন্ডিয়া চাইলেই তো আর কেউ তার টেকনলজি নিয়ে ফ্যাক্টরি করতে পৌঁছে যাবেনা। সিঙ্গাপুর যে ধরনের সুবিধে দেয় সে আর বোধয় কোথাও ভাবাই যায়্না।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৮:৪৩674425
  • সিঙ্গাপুরে গড়ে ২.5 দিনে ব্যবসা শুরু করা যায়। ভারতের যেকোনো বড় শহরে সেটা ৩০ দিন; তাছাড়া খরচও অনেক বেশি। কন্স্ট্রাকশন পারমিট পেতে সিঙ্গাপুরে লাগে এক্মাসের কম, আর ইন্ডিয়ায় প্রায় ছমাস; এখানেও খরচ অনেক বেশি হয়। প্রপার্টি রেজিস্ট্রি করতে লাগে যথাক্রমে ৪.৫ সিন আর ৪৭ দিন। ইন্ডিয়ায় এক বছরে ৩০ এর বেশি রকমের ট্যাক্স আর চার্জ দিতে হয়, সময় লাগে প্রায় ৮ মাস, প্রফিটের প্রায় ২৫% ট্যাক্সো দিতে হয়। এই সংখ্যাগুলো সিঙ্গাপুরের ক্ষেত্রে ৫, তিন মাসের কম, আর ২% এর একটু বেশি। ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে ইন্ডিয়াতে খরচ হয় প্রায় ২.5 গুন। কন্ট্র্যাক্ট এনফোর্স করতে সময় লাগে ৫ মাস, আর প্রায় ৪ বছর - কোনটা কোন দেশ আর বললাম না। এছাড়াও আরো অনেক সুবিধে আছে - বিদ্যুত, ক্রেডিট, ব্যান্করাপসি, ইনভেস্টরের ইন্টারেস্ট প্রটেকশন ইত্যাদি।
  • dc | 132.164.237.37 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:১৪674427
  • সিঙ্গাপুর কেন চিপ কারখান বানাতে উৎসাহ দেবে আর ইন্ডিয়া কেন গাড়ী কারখানা (যেখানে অপেক্ষাকৃত একটু পুরনো টেকনোলজি ব্যবহার করা হয়) এটা কিন্তু রিকার্ডো বলে গেছেন অনেক দিন আগে। কম্পারেটিভ অ্যাডভান্টেজ অফ ট্রেড।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:১৬674428
  • হ্যাঁ আমেরিকা চিনের থেকে কাপড় আর পেলেন দুইই ভালো বালায়। কিন্তু গিভেন লিমিটেড লেবার, ক্যাপিটাল, রিসোর্স পেলেন বানাবে, আর চিনকে কাপড় তইরী করতে দেবে। কারণ পেলেনের ভ্যালু অনেক বেশি।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:১৮674429
  • * বানায়।
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:১৯674430
  • সিঙ্গাপুরের সঙ্গে ভারত বা পশ্চিমবঙ্গের তুলনা ঠিক হয় না।
    সিঙ্গাপুর ছোট জায়গা, ১৭ মাইল বাই ১৭ মাইল কোনো বর্গক্ষেত্রর চেয়েও কম। লোক সংখ্যা আধ কোটির মতন, ৫৫ লাখ। সিঙ্গাপুরের প্রচুর চাগ্রি বাগ্রি আছে তাও নয়।
    দেশ হিসেবে সিঙ্গাপুরের সঙ্গে কাতার-এর তুলনা হতে পারে।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:২৫674431
  • এসেম একেবারে খারাপ কথা বলেননি। আমি রিসেন্ট নাম্বার দেখে যা বুঝছি তা হোলো, সিঙ্গাপুরের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্শন ইন্ডিয়ার প্রায় ১৬%। এতো ছোটো দেশে এতো ভ্যালু কি করে তইরী করা যায়? হ্যাঁ সাইজ, পপুলেশন ইত্যাদি অবশ্যই খুব বড় ফ্যাক্টর। কিন্তু তার মানে এই নয় যে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল পলিসি উইক ছিলো না। যাঁরা পলিসি নিয়ে কাজ কম্ম করেন তাঁরাই বলতে পারবেন। তবে ঐ সব করবো করতে গিয়ে কিছুই করা হয়নি।
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৩০674432
  • GDP per capita -
    সিঙ্গাপুর - ৫৫,০০০ ডলার
    কাতার - ৯৩,০০০ ডলার

    ১০০% আর্বান দেশ (শহর) - সিঙ্গাপুর, কাতার ... --- এদের পলিসি আলাদা
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৩৭674433
  • সিঙ্গাপুরের একটা ব্যাপার আছে, সিঙ্গাপুর হল মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ট্রেডিং হাব।

    ধরো, ২০০৬ সালে সিঙ্গাপুরের ইকনমিক ডেটাতে বলছে টোট্যাল ট্রেড হয়েছে ৮০০ বিলিয়ন ডলারের মতন, এর মধ্যে ইম্পোর্ট করেছে ৩৮০ বিলিয়ন, আর এক্সপোর্ট ৪৩০।

    এবার কি কি ইম্পোর্ট/এক্সপোর্ট করছে দেখো -

    Singapore's principal exports are petroleum products, food/beverages, chemicals, textile/garments, electronic components, telecommunication apparatus, and transport equipment.

    Singapore's main imports are aircraft, crude oil and petroleum products, electronic components, radio and television receivers/parts, motor vehicles, chemicals, food/beverages, iron/steel, and textile yarns/fabrics.

    এখন এত এক্সপোর্ট করে মূলত রি-এক্সপোর্ট করে - Re-exports accounted for 43% of Singapore's total sales to other countries in 2000.
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৪৪674434
  • কাতারের সঙ্গে সিঙ্গাপুরের তুলনাও ঠিক্ঠাক হয়্না। তাইওয়ানের হতে পারে। কারন কাতারের রিসোর্স তেল, যেটা সিঙ্গাপুরের নেই। পুরোপুরি ক্যাপিটালিজমের উপরে ভরসা করে ইকনমি বানানো। বড় ক্যাপিটাল মার্কেট, খুব কম ট্যাক্স রেজিম, প্রো ইনভেস্টর পলিসি, ফ্রি ইম্পোর্ট এক্স্পোর্ট ইত্যাদি।
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৪৬674435
  • সিঙ্গাপুরের ইকনমি খুব বিপজ্জনক। জর্জ সোরোস একাই ১৯৯৭ এ ডুবিয়ে দিয়েছিল প্রায়।
    দুবাই একরকম।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৪৭674436
  • হ্যাঁ সিঙ্গাপুর ওদের লোকেশনটাকে খুব ভালো ইউজ করেছে। ইন বোথ শিপিঙ্গ অ্যান্ড এয়ারলাইন্স।
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৪৯674438
  • তাইওয়ান বড় দেশ, মানে সিঙ্গাপুরের চেয়ে অনেক বড়।
    তাছাড়া, তাইওয়ান তো কম্পুটার চিপ ম্যানুফ্যাকচারিং-এ প্রায় মনোপলি করত এক সময়। মনে আছে লেট নাইন্টিস-এ একবার তাইওয়ান-এর ভূমিকম্পের পর মেমরি-র দাম হঠাৎ বেড়ে গেছিল। ডেল/গেটওয়ে/এইচপি বাধ্য হয়েছিল ল্যাপটপ/ডেস্কটপ-এর দাম একটু বাড়াতে।
  • aka | 34.96.239.132 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৫০674440
  • সিঙ্গাপুরের সাথে ভারত। ডেমোগ্রাফি, আয়তন, পপুলেশন, ডায়নামিক্স কিছুতেই মেলে না। নানা অন্য কিছু ভাবুন।
  • sm | 233.223.157.87 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৫০674439
  • দেখুন এদ্ভ্য়ান্তেজ যদি বলেন তো পব, তথা ভারতে অনেক বেশি, সিঙ্গাপুরের তুলনায়। লেবার কস্ট অত্যন্ত কম, কাঁচা মালের জোগান বেশি, আবার কোআনটিটির দিক থেকে মেধা সম্পদও বেশি। বাকি যেগুলোর কথা উল্লেখ করলেন; যেমন আমলাতান্ত্রিক দীর্ঘসুত্রিতা ,ট্যাক্স ছাড়; এগুলো ইমপ্লিমেন্ট করতে খুব বেশি কষ্ট করার দরকার নেই। তবে, হ্যা, করাপশন বন্ধ করার দাওয়াই এই মুহুর্তে জানা নেই।
    একটা উদাহরণ দেই, প্রথম দিকে বিদেশে গিয়ে জামা, জুতো,ইউটেন্সিল প্রভৃতি জিনিস কিনতে যে খরচা হত; চাইনিস মাল বাজার ছেয়ে ফেলার পর দেখি দাম প্রায় এক তৃতিয়াংশ হয়ে গেছে। দামের চোটে কওয়ালিটি নিয়ে আর কাউকে মাথা ঘামাতে দেখিনি। অর্থাত লেবার কস্ট চায়না কে এদ্ভ্য়ান্তেজ দিয়েছে।।
    আবার ইন্ডিয়াতে দেখুন কলকাতা ইউনির ছাত্র দিলীপ সানভী ( সান ঔষধ কোম্পানির মালিক )ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। কয়েকশ গোদা গোদা শিল্পের মালিক হয়েও মুকেশ আম্বানি বা টাটা কে ছাপিয়ে গেছেন।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৫৩674441
  • হ্যাঁ দুবাই ভালো তুলনা। কিন্তু ঐ ওখানেও অন্য তেলের দেশগুলোর প্রচুর অবদান আছে। জর্জ সোরোস শুধু সিঙ্গাপুর না ওদিকের অনেক কারেন্সি নিয়েই খেলা করেছিলেন। কিন্তু আজকের দিনে জর্জ সোরোস নেহাতই বাচ্চা - যা সব ডেরিভেটিভ তইরী হয়েছে, সোরোস নিজে স্বীকার করেছেন যে তিনি সেগুলো বোঝেননা।

    আরো একটা প্রব্লেম ছিলো - সেটা হোলো শর্ট টার্মে লোন নিয়ে লঙ্গ টার্মের (বিশেষত রিয়েল এস্টেটে) প্রজেক্টে লাগানো হচ্ছিলো। কিন্তু সিঙ্গাপুর তো তত ইম্প্যাক্টেড হয়নি তখন।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৫৯674442
  • ভারতের সাথে নাকি একমাত্র একটা দেশেরই (সফল) কিছুটা হলেও মেলে। সেটির নামে হইলো আমেরিকা।

    এসেম, সেতো গুগলের যা মার্কেট ভ্যালু অন্য কটা কোম্পানির আছে? কিন্তু গুগলে কজন চাগ্রি করে? ইন্ডিয়ার মতন দেশে লেবার ইন্টেনসিভ ইন্ডাস্ট্রি করতেও হবে। জমি আছে, অনেক লোক বেকার বসে আছে। চিন ঐ কাপড় আর পুতুলই বেচে চলেছে। কটা হাই কোয়ালিটির হাই ভ্যালুর জিনিস বিক্কিরি করতে দেখেছেন? সেটা ইন্ডিয়াও করে - অবশ্যই চিনের থেকে অনেক কম। কিন্তু চিনে কি জমি ছাড়াই এইসব শিল্প চলছে?
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ১০:০৭674443
  • এক্দম - আসল কথা হল লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ১০:১৩674444
  • আমি এখানে আগেও বলেছি একটা কথাটা - কেউ পাত্তা দেয়নি। সেটাকে বলে স্টাইলাইজেশন। মানে আপনার মতন আরেকটা দেশ ঠিক কি করে সফল হোলো, আপনিও তাই করেন - আপনিও সফল হবেন।

    তাতে ইন্ডিয়ার একটা বড় প্রব্লেম হয়ে গেছে। মানে যেকোনো সফল দেশের ইকনমির প্রথম স্টেপে অ্যাগ্রিকালচার বড় থাকে, তারপরে ইন্ডাস্ট্রি বড় হয়, তারপরে সার্ভিস। ইন্ডিয়ার ক্ষেত্রে মাঝখানের স্টেপটা হয়নি। তাই একদল লোক (হোয়াইট কালার) খুব ভালো আছে, আরেকদল লোক ব্লু কালারও হতে পারেনি - এখনো লাঙল টেনে চলেছে। আর মনে রাখবেন ইন্ডিয়ার প্রব্লেম কিন্তু আনএমপ্লয়েমেন্ট নয় - আন্ডারএম্প্লয়েমেন্ট।
  • PM | 53.251.90.230 | ২০ এপ্রিল ২০১৫ ২৩:০৮674445
  • Name: sm

    IP Address : 233.223.157.87 (*) Date:20 Apr 2015 -- 08:17 AM

    "আরে এই শিল্প মডেল টাই তো পব তে ফলো করলে হয়।তা না, খালি গাড়ি কারখানা, ইস্পাত কারখানা, এইসব গোদা গোদা শিল্প না করলে, পব নাকি রসাতলে যাবে!"

    আমি এই টই-কে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম টই করতে চাই না ঃ)। তবু একটা পুরোনো কথা মনে পড়ে গেলো , সত্যের খাতিরে বলেই ফেলি। আমি সিঙ্গাপুরের ম্যানুফ্যাক্চারিং হাব জুরং দ্বীপ-এ একটা ডীল এর প্রেসেন্টেসানে গিয়ে সব হাল হাকিকত দেখে মনের দুঃখে একটা পোস্ট করেছিলাম । এই sm-বাবু সেটা পড়ে এইসান রেগে গেছিলেন যে কি বলবো ঃ)। দোষের মধ্যে বলেছিলুম যে এই জুরং আইল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডেভেলপ করেছিলো সান্টোসারা যারা নাকি নন্দীগ্রামের কেমিক্যাল হাব ডেভেলপ করার দায়িত্বে-ও ছিলো। পঃবঃ এ নয়াচরেও তাদের ঠাঁই হয় নি।

    প্রসংগতঃ জুরং দ্বীপে অজস্র কেমিক্যাল , পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট তো আছেই , তার সাথে "গোদা" স্টিল প্ল্যান্ট-ও আছে। ওহ বলতে ভুলে গেছিলাম , বেচারা টাটা বাবুদের-ও বড় একটা স্টীল প্ল্যান্ট রমরম করে চলছে সেখানে। সিঙ্গাপুরে যারা গেছেন তারা সবাই জানেন পরিবেশ বিষয়ে ওরা কি মারাত্মক সেন্সিটিভ। চুইংগাম, পান পর্য্যন্ত নিষিদ্ধ, খেলে ১০০ ডলার ফাইন করে। তাদের-ও নিজেদের দেশে কেমিক্যাল হাব তৈরী করতে দিতে কোনো সমস্যা হয় নি, পঃবঃ সে জিনিষ হলে রাজ্যটা রসাতলে যেতো বলে শুনেছিলাম।
  • PM | 53.251.90.230 | ২০ এপ্রিল ২০১৫ ২৩:২৫674446
  • আজ আমাদের বোর্ড মিটিংএ ৫০% কথা চায়্না নিয়ে হলো। অনেক কথার মধ্যে একটা কথা শুনলাম যে গত দু বছর ধরে সেখানে প্রতিদিন ১২ ঘন্টা কাজের সময় হয়ে গেছে। এছাড়াও শুনলাম যে তারা লেবার ইন্টেসিভ ব্যবসা আফ্রিকা, ভিয়েতনাম, বাংলাদেশে স্থানান্তরিত করছে, অন্যতম কারন লেবার কষ্ট বেড়ে যাওয়া। কাজের সময় বাড়নোটাও নাকি বাড়ন্ত লেবার কষ্ট কে হ্যান্ডেল করার একটা তরিকা। একজন ILO সাস্টেনেবিলিটি নিয়ে কিছু বলতে গেলো, চীনের সেল্স হেড বললো ওসব ওখানে ধর্তব্যের মধ্যেই নয় ঃ)

    এবার চীনের GDP তে এই অতিরিক্ত ৪ ঘন্টা কাজের প্রভাব কি হবে?
  • 4z | 208.231.20.20 | ২০ এপ্রিল ২০১৫ ২৩:৪৭674447
  • জুরং এর নাম শুনলে সবার আগে বার্ড পার্কটার কথা মনে পড়ে।
  • PM | 53.251.90.230 | ২১ এপ্রিল ২০১৫ ০০:১০674449
  • আমার কিন্তু কুয়ালালাম্পুরের বার্ড পার্ক বেশী ভালো লাগে। ওটা পৃথিবীর সবচেয়ে বড় "free flight aviary"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন