এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জিডিপি - গ্রস ডোমেস্টিক প্রডাক্টঃ ফর ডামিজ

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৪ এপ্রিল ২০১৫ | ২৩২৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 4z | 208.231.20.20 | ২১ এপ্রিল ২০১৫ ০০:৪৩674450
  • কুয়ালালামপুর যাইনি, তাই জানিনা।
  • S | 139.115.2.207 | ২১ এপ্রিল ২০১৫ ০১:৪৭674451
  • পিএম, ৪ ঘন্টা বেশি কাজ মানে বেশি উতপাদন মানে বেশি জিডিপি। হ্যাঁ চায়না এই ব্যাপরটা ইন্ডিয়াতেও করতে চাইছে - মানে পলিউশনের শিল্পকে অন্য জায়্গায় পাঠিয়ে দাও - কিন্তু লাভের অংশটা ঠিক্ঠাক বুঝে নাও। আর আইএলো কেন কেউই কিছু করতে পারবেনা যখন আপনি একইসাথে পৃথিবীর সবথেকে বড় ইকনমি আর সেনাবাহিনীর মালিক হন।

    ইনফির মাইসোর ক্যাম্পাস নাকি ২৭০ একর জমির উপরে। সিঙ্গুর আর নন্দিগ্রাম নিয়ে যেটা হয়েছে সেটা জাস্ট মিথ্যের কারখানা। লোকে বলে গেছে গাড়ির কারখানার জন্যে অতবড় জায়্গা লাগেনা। কিন্তু এদের মধ্যে একজনও কিন্তু এক্সপার্ট নন - টিভি থিয়েটার গান করে - নিজের কাজটাই ঠিকঠাক করে উঠতে পারেনা আবার গাড়ির কারখানা। আরেকদল বাঙ্গালী চায়নি যে ঘরের কাছে সব ভালো অপুর্চুনিটি হউক। তাদের ছেলে মেয়ে জামাইরা সব ব্যাঙ্গালোর মুম্বাই আমেরিকা ইউরোপে থাকে, সেই একই চাকরি যদি পাশের বাড়ির ছেলে পবে বসে পেয়ে যায় তাইলে তো - কাঁকড়ার জাত। আর শেষে মাকুরা এখনো ভেবে বসে আছে মাওবাদ নিয়ে আসবে। চিনারা মাওকে কবে ভুলে গেছে তার ঠিক নাই, আর পবে? বদলে নিয়ে এলো কাকে? যিনি নিজে প্রথমেই এসে মাকুসর্দারকে সরিয়ে দিলো।

    পবে ইনভেস্ট না করে টাটারা বেঁচে গেছে। এই যে জাতের মেন্টালিটি সেখানে কেউ ইনভেস্ট করবে না। বাঙ্গালী শুধু গোলা ভড়া দুধ, ঘন ঘন মাছ, আর এত্তো বড় বড় ধান নিয়ে থাকুক।
  • S | 139.115.2.207 | ২১ এপ্রিল ২০১৫ ০১:৫৫674452
  • @sm, আপনি সেদিন সান ফার্মাসিউটিকালের দিলিপ সাঙ্গভির কথা বলছিলেন যে গোদা শিল্প না করেও কেমন দারুন ইন্ডাস্ট্রি চালাচ্ছেন।

    সান ফার্মার ইন্ডিয়াতে মোট ২৪ টি মতন ম্যানুফ্যাকচারিঙ্গ আর রিসার্চ ফেসিলিটি আছে - নো পয়েন্ট ফর গেসিঙ্গ - একটাও পবে নয়।
  • 4z | 208.231.20.20 | ২১ এপ্রিল ২০১৫ ০২:০১674453
  • হয়ে গেল। এই টইটাও জলে গেল এবারে :-(
  • শ্রী সদা | 116.206.222.140 | ২১ এপ্রিল ২০১৫ ০২:০৩674455
  • S এর ১ঃ৪৭AM এর পোস্টকে কয়েক হাজার ক।
  • 4z | 208.231.20.20 | ২১ এপ্রিল ২০১৫ ০২:০৩674454
  • btw, S কি CFA?
  • S | 139.115.2.207 | ২১ এপ্রিল ২০১৫ ০২:০৫674456
  • না না, আমি আবার টইকে ট্র্যাকে নিয়ে আসবো। আরেকটু ভাবতে দিন। এই নিন এই লিন্কটা দেখুন। কি ভাবছেন?

    http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_largest_historical_GDP
  • শ্রী সদা | 116.206.222.140 | ২১ এপ্রিল ২০১৫ ০২:০৬674458
  • খেয়াল করিনাই, এ টই সে টই নয় ঃ) সরি, টইটাকে বালিফাই করার উদ্দেশ্য নেই। আলোচনা চলুক।
  • S | 139.115.2.207 | ২১ এপ্রিল ২০১৫ ০২:০৬674457
  • ফোজ্জি, না।
  • 4z | 208.231.20.20 | ২১ এপ্রিল ২০১৫ ০২:১৬674460
  • আমার ইকোর পেপার ক্লিয়ার হয়ে গেছে। আর ঐ ভাবাভাবির মধ্যে আমি নেই। আপনারা, ভাবুন, লিখুন, ডিসকাস করুন - আমি পড়ি :-D
  • S | 139.115.2.207 | ২১ এপ্রিল ২০১৫ ০২:২৫674461
  • ফোজ্জি কিসের জন্যে এতো পড়াশুনা?
  • 4z | 208.231.20.20 | ২১ এপ্রিল ২০১৫ ০২:৩৮674462
  • গপ্পের বই পড়তে কোন কারণ লাগে নাকি?
  • S | 139.115.2.207 | ২১ এপ্রিল ২০১৫ ০২:৪০674463
  • আমাদের লেখালেখিতে আপনার ইকো পেপার কিলিয়ার হয়ে গেলো, আমাদের প্রাপ্তি?
  • 4z | 208.231.20.20 | ২১ এপ্রিল ২০১৫ ০২:৪১674464
  • :-) স্মাইলি বাদ পড়ে গেছে আগের পোস্টে
  • 4z | 208.231.20.20 | ২১ এপ্রিল ২০১৫ ০২:৪২674465
  • ইকো পেপার এখন ক্লিয়ার হয়েছে কে বলল? সে তো কোনকালে চুকেবুকে গেছে। তারপর থেকেই আর মাথা ঘামাই না।
  • S | 139.115.2.207 | ২১ এপ্রিল ২০১৫ ০২:৪৭674466
  • অ।
  • sm | 53.251.91.2 | ২১ এপ্রিল ২০১৫ ০৯:৫৮674467
  • দেখুন টোই কে ডিরেল করতে আম্মো ইচ্ছুক নই। প্রশ্ন গুলো কিছু বেসিক জায়গায় আঁটকে আছে।
    প্রথমে PM কে। আমি পুঁজির ব্যাপারে, সানতস , টাটা বিড়লা কাউকে বার্ত্য ভাবিনা। প্রশ্ন হলো শিল্পপতিদের অধিক তৈল মর্দনের বিপক্ষে।পব তে জায়গা কম তাই, গোদা শিল্প করতে গেলে কম জমিতে করতে হবে অথবা উত্তর ও পশ্চিমের জেলাতে করতে হবে।
    আর কম জায়গায়, অনেক জিনিস করা সম্ভব। AAIMS করতে ১০০ একর ও JNU করতে কয়েকশ একর লেগেছে বলে কলকাতা শহরে অনুরূপ ইন্সটি করতে সমপরিমাণ জমি ছাড়তে হবে নাকি?সিঙ্গাপুর একটি ছোটো দেশ,তারা নিশ্চয় শয়ে শয়ে একর জমি টাটা বা বেনি বা অন্য শিল্প পতিদের বিলিয়ে দেয় নি কারখানা গড়ার জন্য?
    আমার প্রশ্ন তো সেইখানে,সিঙ্গাপুর এত ক্ষুদ্র দেশ হওয়া সত্বেও এত বেশি ম্যানুফ্যাকচারিং করছে কিভাবে?
    নিশ্চয় আকাশে করছে না? টাটা দের দেখেছিলাম , ব্রিটেনে কত বিলিয়ন পাউন্ড খরচা করতে করেছিল কোরাস অদিগ্রহন করতে। যার সিন্হভাগ বেরিয়ে গেছিল, রেদান্দেন্ট কর্মচারীদের মাইনে, পেনশন এসব মেটাতে।সরকার থেকে কোনো লোনও যোগাড় করতে পারেনি।ইভন,সরকার গ্যারেন্তার পর্য্যন্ত হতে রাজি হয় নি।কোনো আবদার না মেটানো হলেও, সুড় সুড় করে সব শর্তে রাজি হয়েছিলেন টাটা কোম্পানি।

    @ S কে প্রশ্ন, দিলীপ সংভি এত বিলিয়নের সাম্রাজ্য চালাচ্ছে, কিন্তু কতটা জমি ব্যবহার করে?
    নিশ্চয় টাটা, বিড়লা বা আম্বানি দের মত লক্ষ একর অদিগ্রহন করতে হয় নি? অর্থাত গোদা গোদা শিল্প ছাড়াও এত ইনকাম করা সম্ভব।
    যদি তদানীন্তন বাম সরকার টাটাদের যে সাহায্য করেছিল; তার ক্রিযদংশও সাংভি বা অন্যান্য ফার্মা জায়ান্ট দের দিত তাহলে পব তেও অন্তত একটা ব্রান্চ খোলা হত ।
    আমার মোদ্দা কথা জমির ব্যাপারে সরকার কে হিসেবী হতে হবে; কাছা ছাড়া হলে চলবে না।
  • PM | 116.78.94.186 | ২১ এপ্রিল ২০১৫ ১০:৪৮674468
  • আমি টইকে ঝোলাতে চাই না, তাই sm এর পোস্ট এর উত্তর দিচ্ছি না এখানে। নতুন ইন্ফো যা দেবার ছিলো, দিয়ে দিয়েছি
  • shatadal | 198.138.1.229 | ২১ এপ্রিল ২০১৫ ১৮:৫৬674469
  • শিল্পের দরকার যে কি তাই তো বুঝি না। লোকে খুশি কিনা তাই হল কথা। জ্যোতি যে এত বছর ধরে শিল্প করে নি, কই তার বেলা তো কিছু বলতে শুনি না। এখন শিল্প করতে গিয়ে বুদ্ধ ল্যাং খেয়েছে, আর অমনি শিল্প চাই শিল্প চাই করছেন।

    মোদ্দা ব্যাপার হল, মমতা যথেষ্ট স্যাভি পলিটিশিয়ান। যদি লোকে শিল্প চায় তো উনি ঠিকই ব্যবস্থা করবেন। তখন ঐ শিল্পপতিদের আহ্লাদ দেওয়ার কথা উঠবে না। যদি লোকে না চায় তো উনি কেন সেসব করতে যাবেন?
  • 4z | 208.231.20.20 | ২১ এপ্রিল ২০১৫ ১৯:২৮674471
  • বালিফিকেশন মোটামুটি সম্পুর্ণ।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ২১:১৬674472
  • অ্যাকদম।
  • | ২১ এপ্রিল ২০১৫ ২১:৫২674473
  • য্যাহ! এই টইটাও রিকার্সিভ লুপে ধুকে গেল।
  • Ekak | 24.96.107.201 | ২১ এপ্রিল ২০১৫ ২২:০৯674474
  • একটা ছোট্ট তথ্য । সিঙ্গাপুর কিন্তু ওয়ার্ল্ড এর অন্যতম হায়েস্ট কার্বন ফুটপ্রিন্ট জেনেরেট করেছে লোয়েস্ট টাইম স্প্যান-এ ।কাজেই ইন্দাস্ত্রী করেছে অথচ কোনো ক্ষতি হয়নি এমনটি নয়। কিন্তু সেইসঙ্গে ওরা আর্টিফিশিয়াল ট্রি এর মত জিনিসও বানাচ্ছে যা ভীষণ ফিউচারিস্টিক এবং ওভার দ্য পিরিয়ড পলিউশন কন্ট্রোল করে ফেলবে । একচুয়ালি দে ফলো ইকো-প্রাগ্ম্যাতিক এতিচিউদ । পরিবেশ কে স্যক্রিফাইস করে হুহু করে ডেভেলপমেন্ট করো এবং রিসার্ভ বাড়িয়ে নিয়ে আবার পরিবেশের দিকে ফিরে তাকাও । উন্নতিশীল দেশে উন্নতির এছাড়া কোনো পথ নেই ।সেটা আমাদের দেশের ব্যাগরাপন্ন্থী রাজনীতির জন্যে সম্ভব না । কাজেই সিঙ্গাপুর তিন্গাপুর কে উদাহরণ না টানাই ভালো আরকি :( :(
  • | 188.63.97.34 | ২১ এপ্রিল ২০১৫ ২২:১২674475
  • জুরং আইল্যান্ডের আয়তন ৩২ স্কোয়ার কিলোমিটার। প্রায় ২২ স্কোয়ার কিমি সাগর থেকে রিক্লেইম করে বানানো হয়েছে। পপুলেশন ডিসপ্লেসমেন্ট জিরো। নন্দীগ্রামের প্রস্তাবিত হাবের আয়তন প্রায় ত্রিশ বর্গ কিমি, সম্ভাব্য জনসংখ্যা উচ্ছেদ হতো দেড় লক্ষ। মানুষ খেপেছে সেইজন্য।

    অবশ্য লক্ষন সেনের ভাবশিষ্যরা সেসব বুঝবে না।
  • Ekak | 24.96.107.201 | ২১ এপ্রিল ২০১৫ ২২:২৪674476
  • যেখানে সাগর থেকে রিক্লেইম করার সুযোগ নেই সেখানে কী করবে ? ভার্টিকাল হাউসিং বানাতে হত সেক্ষেত্রে চায়নার মত ।ওরা যেমন গ্রাম কে গ্রাম ফাঁকা জমি বের করে ফেলেছে ভার্তিকালে তুলে দিয়ে ।কিছু একটা পথ তো বের করতে হবে ।সিপুএম ভেবেছিল পুরোটাই "লাইফ হেল করে " দেওয়ার স্ট্রাটেজি দিয়ে হবে । মাখিয়েছে সেই কারণেই । কোনো পক্ষই কোনো সলিউশন নয় গা-জোয়ারি তে বিশ্বাসী । অমুক দেশে এই কারনে হয়েছে আমার দেশে হবেনা এটা তো কোনো যুক্তি নয় ।
  • b | 24.139.196.6 | ২১ এপ্রিল ২০১৫ ২২:৫১674477
  • কুমীরের গল্প। বুদ্ধদেব গুহের লেখায় পড়েছিলাম। এক ছাত্র সব পরীক্ষায় শূন্য পায়। কেন? প্রাইভেট টিউটরকে ডাকা হল। উনি হাত নেড়ে বল্লেন,
    - কি বলব বলুন, কুমীর।
    - ইয়ার্কি মারার জায়গা পান না, কিসের কুমীর?
    -ওকেই ডেকে জিজ্ঞাসা করুন না।

    -আচ্ছা, বলোতো খোকন, রবীন্দ্রনাথ সম্পর্কে।

    -লোবিন্দোনাথ বিথথোকবি থিলেন। উনি কলকাতায় দন্মগ্লহন কলেথিলেন, থান্তিনিকেতনে ওনাল আশ্লম আচে, উনি নোবেল প্লাইজ পেয়েথিলেন। থিলাইদহে ওনার দমিদারী থিলো। উনি বজলা কলে নদীতে বেলাতেন। একদিন ঝল উথলো, বজরা দুবে গেলো। অমনি পদ্মা নদী থেকে একটা কুমিল উঠে ওনাকে আর মাঝিদেল খেয়ে ফেল্লো।

    - এই মরেছে। আচ্ছা দাঁড়ান, একটা কেস দেখে বিচার করা ঠিক হবে না। দেখি বিলিতি কবি নিয়ে কি বলে? শেকসপিয়ার সম্পর্কে বলো তো, খোকন?

    -থেকথপিয়ার খুব বলো কবি ও নাত্তকার থিলেন। উনি অনেক ত্রাজেদি লিখে গেথেন। এগুলোল মধে দুলিয়াথ থিদার, ম্যাকবেথ, অ্যান্তনি আর ক্লিওপেথ্রা বিথথো বিখ্যাত।

    -এই তো, শাবাশ। আর আপনি কি না বললেন!

    -দাঁড়ান মশাই, শেষ হয় নি। খোকন, বলো তো।

    -উনি দন্মেথিলেন ত্যাতফোর্দ অন অ্যাভনে। থেই নদীতে কালো দল আর রাজহাস। একদিন উনি অ্যাভন নদীর ধারে বেলাচ্ছেন, এমন থময় থেই নদী থেকে একটা কুমিল উথে ওনাকে খেয়ে ফেল্লো। ওখানে কুমীল নেই, কিন্তু তাও খেয়ে ফেল্লো।

    ( এবং তারপরে আরো সব)
  • S | 109.27.138.238 | ২২ এপ্রিল ২০১৫ ০০:০৫674478
  • না এই টইতে আর অন্য ব্যাপারে লিখবোনা।
  • PM | 116.78.102.173 | ২২ এপ্রিল ২০১৫ ১০:৩০674479
  • http://www.usdebtclock.org/

    এটার মনে কি? অনেকগুলো ফিগার পাল্টাচ্ছে
  • PM | 116.78.102.173 | ২২ এপ্রিল ২০১৫ ১০:৫৪674480
  • একটা নতুন প্রসঙ্গ ডিস্কাস করা যাক। আমার কাছে বেশ কন্ফিউসিং--

    এই লিন্কটা দেখুন--

    http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_external_debt

    তথাকথিত বড়লোক দেশের সবকটাতেই GDP র ১০০% এর ওপোর এক্স্টারনাল ডেট।

    USA- ১০৬%
    UK-- ৪০৬% !!!!
    জার্মানি ঃ ১৪৫%
    ফ্রান্স ঃ ২২২ %
    নেদারল্যান্ড ঃ ৩১৬%
    বেলজিআম ঃ ২৬৬%
    সুইজার্ল্যান্ড ঃ ২২৯%
    স্পেন ঃ ১১৬৭% ( টাইপিং মিস্টেক নয়!)
    লুক্সেম্বার্গ ঃ ৩৪৪৩% (ঐ)

    অথছ গরীব দেশগুলোর এক্সটারনাল ডেট GDP র তুলনায় অনেক কম-

    ভারত ঃ ২৩%
    বাংলাদেশ ঃ ২৩%
    ব্রাজিল ঃ ১৫%
    চীন ঃ ৩৭%
    ভেনিজুএলা ঃ ১৯% ( যার অর্থনীতি নাকি ধ্বসে পড়ছে)
    ইরান ঃ ৪% ( অর্থনৈতিক ব্যারিকেড সত্ত্বেও)
    পাকিস্তান ঃ ৩০%

    এর অর্থনৈতিক ব্যাখ্যা কি? বড়লোক দেশ গুলোর ধার বেশী কেনো?

    আইডিয়াল ডেট জিডিপি রেসিও কত? সেটা কি ঐ দু সেট দেশের ক্ষেত্রে আলাদা?

    গ্লোবল এক্সচেন্জ কারেন্সি ডলার/ইউরো হওয়াটা কি এই ঋনং কৃত্ত্বা ঘৃতং পিবেৎ এ কোনোভাবে সাহায্য করছে?

    চায়নার নতুন অর্থনৈতিক ইনিসিয়েটিভ ( ব্রিক ব্যান্ক, এসিয়ান ব্যান্ক) কি এই ইqউইলিব্রিয়াম কে হেলানোর জন্য কোনো রোল প্লে করতে পারে? তাই কি আমেরিকার এতো আপত্তি?

    কেউ যদি একটু আলোকপাত করেন তাহলে ভালো হয়
  • S | 109.27.138.238 | ২২ এপ্রিল ২০১৫ ১১:১৭674482
  • আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু বুঝি সেইটুকুই লিখছি। জিডিপি তো ডেট ইম্পর্ট্যান্ট রেশিও ঠিকই কিন্তু সব সেইটাই নয়। আরো অন্য অনেক ফ্যাক্টর আছে। ডলারের রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস আমেরিকাকে খুব হেল্প করে। যেহেতু সব দেশের সেভিন্গ্স ডলারে।কনভার্ট করে রাখা হয় তাই ক্রু চায় না ওটি ডিভ্যালুড হয়, ফলে ডিমান্ডও হাই।

    চায়না শুধু নিজের কথাই ভাবে। অন্য কাউকে নিয়ে চলতে জানেনা। যেটা আমেরিকা পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন