এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.180.118 | ০২ এপ্রিল ২০১৫ ১২:৫৭674961
  • আমার ভিডিওটা দীপিকা পাড়ুকোন করেছে কেন সেই নিয়ে কোন আগ্রহ নেই। দীপিকার মনে হয়েছে, করেছে। তবে যেটা বল্লাম, "বিয়ের বাইরে সম্পর্ক রাখা", সেটা আমার ঠিক পার্সোনাল চয়েস বলে মনে হচ্ছে না। বিয়ে মানে নর্মাল বিয়ে বলছি, দুজনের কোন সম্পর্ক নেই শুধু লোক দেখানো বিয়ে, সেরকম না। আশা করি ভিডিওটায় নর্মাল বিয়ের কথা বলা হয়েছে, নাহলে এই তর্ক বৃথা।
  • dc | 132.164.180.118 | ০২ এপ্রিল ২০১৫ ১৩:০০674962
  • "একাধিক সম্পর্ক একই সাথে থাকতে পারে কি না। আমি মনে করি পারে। "

    অন্য সম্পর্ক জানি না, তবে আমার মনে হয় একাধিক ভালোবাসার সম্পর্ক একসাথে থাকতে পারেনা। ভালোবাসা বেশ জটিল একটা ব্যাপার (যে কোন শহরে ভালো বাসা খুঁজতে গেলেও সেটা টের পাওয়া যায়)। অবশ্যই এটা আমার পার্সোনাল মত।
  • sswarnendu | 198.154.74.31 | ০২ এপ্রিল ২০১৫ ১৩:১৫674963
  • "শখ পালনের অধিকার এই প্রচারটির উদ্দেশ্য নয়" --- সত্যি???
    "আর এখানে য বলা হয়েছে, তার কোন মূল্যই নেই, সেটা বলারও কারণ দেখিনা।" ---- আমি দেখি... সমস্ত মেয়েদের কথা তো আমি বলিনি... সেক্ষেত্রে পেশা ইত্যাদি বলা হাস্যকর হত...
    ঠিক যে অংশ টার্গেট অডিয়েন্স, তাদের ক্ষেত্রেই অন্যটা না বললে এইটার শুধু মূল্য নেই নয়, বিরোধিতা করার কারণ দেখি...

    জীবন অল্পবিস্তর যুদ্ধই, এমনকি যুদ্ধের মাঝে জীবন খানিকটা বার করে আনাটাও সেই যুদ্ধেরই পার্ট...
    সেই যুদ্ধে নামো... তখন অবশ্যই প্রতিটি চয়েস তার...
    আমারও পেশা-নেশা- জীবন-জীবিকা আছে, অন্যজনের ও... এই পরিস্থিতিতে আমি কাজ আছে বলে কোথাও যেতে পারবও না বলতে পারি যেমন তেমনি সে ও পারে ... তাতে আশপাশের লোকের তার বেলায় " বাবা কি এমন হাতী-ঘোড়া কাজ যে আসতে পারবে না" জাতীয় মন্তব্য
    শেষ নিঃশ্বাস অবধি রুখব, দুজনেই ...

    এই যুদ্ধে নামা- না নামাও এমনকি তার চয়েস... কিন্তু না নামাটা চুজ করার পরে এইগুলো বলাটা নয়, তখন এগুলোকে শখ নয়, আবদার বলব।
    ornamental existence choose করব, আর ornamentally treated হওয়া নিয়ে আপত্তি জানিয়ে my choice বলব,
    আবদার ঠিক আর কাকে বলে?
  • :) | 118.171.159.41 | ০২ এপ্রিল ২০১৫ ১৩:১৭674964
  • ভারতের আইন কি বলছে? R&T কে ডাকা হোক।
  • sswarnendu | 138.178.69.138 | ০২ এপ্রিল ২০১৫ ১৪:০০674965
  • আর রে রে করে তেড়ে আসার কারণ আমিও দেখিনা...
    আমার অ্যাটিটিউড আমি আমার ফেবু স্ট্যাটাসে দিয়েছিলাম...
    " ইণ্ডিভিজুয়ালিস্ট 'ফেমিনিজম'(?) চাগিয়ে মহিলাদের ব্যবহারের প্রোডাক্ট বেচা তো নতুন জিনিস নয়... মহিলাদের জামাকাপড়, কসমেটিক প্রোডাক্ট তো চিরকালই এই মোড়কেই বিক্কিরি হয়েছে... হঠাৎ এ নিয়ে এত শোরগোল কেন সেইটাই বেশ ধাঁধা..."

    কিন্তু তুমিও এতে পজিটিভ কিছু দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে ভুলই ভেবেছিলাম... এটার বিরোধিতা করারই দরকার... শোওয়ার প্রশ্নে নয়... সেটা রিলেটিভলি মাইনর পয়েন্ট বলেই মনে হয়...
    সেইটা এইভাবে unilaterally বলে দেওয়াটা বোকা বোকা... কিন্তু সে এমন কিছু নয় বলেই মনে করি...

    আর হ্যাঁ, একটা ডিঃ আগের পোস্ট এ মনে হতে পারে পেশা অর্থকরী হওয়া জরুরী বলতে চেয়েছি, এমন কোন ইমপ্লিকেশন নাই কিন্তু...
  • :) | 118.171.159.41 | ০২ এপ্রিল ২০১৫ ১৫:১০674966
  • পরকীয়া সম্পর্ক কি ভারতীয় আইনসিদ্ধ না কমপ্লেইন করলে জেল এ যেতে হবে? বিয়ের পর, মানে আইনসিদ্ধ বিয়ের পর, মানে ধরুন রেজিস্ট্রির পর, স্পাউসকে না জানিয়ে পরকীয়া সম্পর্ক হ্যাঁ যৌন সম্পর্ক গড়ে তোলা আইনানুযায়ী অবৈধ কীনা?
    (ডিঃ ভিডো দেখিনি)
  • কল্লোল | 111.63.77.161 | ০২ এপ্রিল ২০১৫ ১৭:৩১674967
  • না, পরকীয়া সম্ভবতঃ বেআইনী নয়। তবে পরকীয়া প্রমাণ হলে ডিভোর্স হতে পারে।
  • একক | 24.99.161.234 | ০২ এপ্রিল ২০১৫ ১৭:৫৪674968
  • সেকশন ৪৯৭ দেখা হোক । আর হ্যা এই "পরকীয়া" একটা আবোদা শব্দ ।এর কুনো লিগাল মিনিং নাই । এডালটারি বললে মিনিং বোঝা যাবে । আইনটা আদতে প্রপার্টি একট এর সঙ্গে ম্যাচ করবার জন্যে বানানো এবং এর বলে কোনো বিবাহিতা মহিলার স্বামী এদাল্তারি তে যুক্ত পুরুষটিকে জেইল খাটাতে পারেন ।আমেরিকাতেও বিভিন্ন স্টেটে এই আইন আছে ।ইউরোপে কোথাও আছে কোথাও নেই । মাইন্ড ইট আইন মরালিটির মাসি ও নয় পিসিও নয় । সম্পত্তি সাকসেসন রক্ষা করা তার কাজ ।
  • একক | 24.99.161.234 | ০২ এপ্রিল ২০১৫ ১৮:০৬674969
  • লিখলুম যখন আরেট্টু লিখি । এই সেকশন ৪৯৭ নিয়ে মেন রাইট একটিভিস্ট দের হেব্বি গায়ে জ্বালা কারণ এটার বলে মেয়েদের জেইলে ভরা যায়না । সে যেখানে যতগুলো খুশি সম্পর্ক করুক না কেন । উল্টোদিকে ফিমেল রাইট একটিভিস্ট রা বলেন এতে মেয়েদের কাউন্ট করা হয়না কারণ প্রপার্টি লিনিয়েজ ব্যাপারটাই পুরুষতান্ত্রিক । দুটোই ঠিক কিন্তু দুদল ই দুদিক থেকে দুরকম সুবিধে পাচ্ছেন এটা চোখ ঠেরে গেলে হবেনা । মেয়েরা পুরুষতান্ত্রিক প্রপার্টি সিস্টেমে আছেন বলেই যত খুশি যৌন সম্পর্ক করলেও কোনো আইন ধরবেনা । ছেলেরা আবার অন্যের বউ এর সঙ্গে যৌন সম্পর্ক করে জেলের ঘানি টানতে পারেন কিন্তু একই আইন বলে নিজের প্রপার্টি লিনিয়েজ ও রক্ষা করতে পারেন । কাজেই প্যাচাল না পেরে প্রপার্টি আইনে সংশোধন আনুন । ঝাড়ের বাঁশ ৫০-৫০ নিন ,চয়েস ও ৫০-৫০ হবা ।
  • ranjan roy | 24.99.25.25 | ০২ এপ্রিল ২০১৫ ১৮:২৬674971
  • সাধারণতঃ আইনে "অপরাধ" বললে সেই কাজ/কৃত্যগুলো বোঝায় যেগুলোতে রাষ্ট্র (পড়ুন পুলিশ/আদালত) নাগরিকদের স্বার্থ রক্ষার্থে (পড়ুন সম্পত্তির) নিজেরাই কগনিজেন্স নিয়ে suo moto কেস/অ্যাকশন করতে পারে। উদাহরণঃ চুরি/ডাকাতি/মার্ডার/ধর্ষণ/ সিডিশন ইত্যাদি।
    এখানে কেসগুলো স্টেট বনাম ব্যক্তি হবে।

    সিভিল কেসের ভিত্তি দুই বা একাধিক ব্যক্তির মধ্যে চুক্তি ভঙ্গ।
    সেখানে ক্ষতিগ্রস্তকে নিজে অভিযোগ করতে হবে। কেস হবে আবেদনকারী(applicant) বনাম অনাবেদক (non-applicant)।

    ভারতীয় আইনে (যদ্দূর মনে পড়ছে) স্বেচ্ছায় দুই বিপরীত লিঙ্গের প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ ( ধারা ৩৭৭ এখনও খারিজ হয়নি) যৌনকর্মে লিপ্ত হলে সেটা কোন ক্রিমিনাল অ্যাক্ট নয়।
    তাই কোন বিবাহিত যুগলের কোন একজন তৃতীয় কোন ব্যক্তির সঙ্গে যৌনসম্পর্ক গড়ে তুললে যুগলের অপরজন অ্যাডালটরির কেস আনতে পারে ( নিজেদের breach of implied contract এর ভিত্তিতে, ) সেখানে ক্ষতিগ্রস্ত পুরুষ/বা নারীকে নিজে অভিযোগ করতে হবে। রাষ্ট্র নিজে থেকে কগনিজেন্স নেবে না।
    কম্প্লেন না করলে ধরে নেওয়া হবে আমি জেনে শুনে চুপ করে আছি। অর্থাৎ আমার কোন প্রবলেম নেই, এই আর কি!
    তাই দীপিকা/কল্লোল কথিত নিজস্ব সিদ্ধান্ত নিয়ে বলার কিছু নেই। এগুলো সব সময় বলে কয়ে হয় না। মোপাসাঁর মুনলাইট গল্পটি মনে করুন। চাঁদের আলো দোষী, আমি নয়।ঃ)))

    ডিসির পক্ষে একটাই কথা বলার আছে।
    মানলাম, তোমার জীবন, তোমার শরীর সব তোমার। তুমিই ভাল বুঝবে, তুমিই ঠিক করবে। বেশ।
    কিন্তু তার কনসিকোয়েন্স তুমিই ভুগবে, অন্য কেউ নয়।
    তবু "জেনে শুনে বিষ করেছি পান"। কার কি বলার আছে?
  • dc | 132.164.180.118 | ০২ এপ্রিল ২০১৫ ১৯:৩১674973
  • রঞ্জনদা হুঁ - প্রেমের খেলা কে বুঝিতে পারে! :d
  • pi | 24.139.221.129 | ০২ এপ্রিল ২০১৫ ২২:১১674975
  • স্বর্ণেন্দু, 'আমি কাজ করব না করব না, আমার নিজের এক্যুয়ালি ইম্পর্ট্যান্ট পেশা, নেশা ( নারকোটিক অর্থে নয় ), জীবন-জীবিকা থাকবে কি থাকবে না সংক্রান্ত চয়েস ' -
    এটা নিয়ে কিছু বলার আছে। দু'দিন পরে লিখবো। এখন গুচ্ছা চাপ, তক্কে ঢুকলে কিস্স্যু হবেনা ঃ(

    খালি একটা কথা। যে কাজের সাথে ( সে প্রফেশনাল হোক ব্যক্তিগত) আর পাঁচটা লোক জড়িয়ে, তারা আমার কাজটা করার উপর নির্ভরশীল, সেখানে আমার চয়েজ আমি কাজ করবো না বলতে পারিনা, অন্ততঃ আমার তাই মত। ব্যাঙ্কের লোক যদি বলেন আমার চয়েজ আমি টাকা দেবোনা, হাসপাতালের ডাক্তার বলেন আমার চয়েজ আমি রুগি দেখবো না.. এগুলো বলা হোক, নিশ্চয় তুইও বলছিস না।
    ইন ফ্যাক্ট , ভিডিওতে বলা , এই আমি যখন হোক বাড়ি ফিরবো, সেখানেও একটা কেস ভাবা যেতে পারে, আমি ফিরলে অমুকে অমুক কাজ করতে পারবে বা বেরোতে পারবে, বা খেতে পাবে.. এরকম কোন কেস হলে আমার চয়েজ আমি ফিরবো না, এর মধ্যেও কিন্তু থাকে। আমার ধারণা এই কিন্তু গুলোর স্পেস রেখেই আমার চয়েজ, আমার যা ইচ্ছে করবো বলা হয়েছে।

    তবে হ্যাঁ, আমি কাজ না ই করতে পারি, আমার পছন্দের কাজ করবো ...এগুলো বললে আমার পছন্দ হত। কিন্তু আমার পছন্দমত সব কথা বলা কারুর চয়েজ নাই হতে পারে ঃ)

    ধুত্তেরি, লিখেই ফেললাম। কে জানে এটা আমার চয়েজে না কী .. ঃ(
  • pi | 37.62.141.197 | ০২ এপ্রিল ২০১৫ ২৩:৩০674976
  • আরেকটা মনে হল। এই ধর, মহামারী ছড়নোর ভয়ে কোন কোন সময়ে আইসোলেশন, কোয়ারেনটাইন করা। প্রচুর পাবলিকের হেল্থের স্বার্থে ব্যক্তির নিজের চয়েজের ভয়েস চাপা পড়ে যেতেই পারে। তাই নিয়ে প্রশ্ন তোলার মানে আছে কি ?
  • একক | 24.96.127.20 | ০২ এপ্রিল ২০১৫ ২৩:৩৪674977
  • ওরমভাবে ধরলে লাইপে কুনো চয়েসই এপ্লাই কত্তে পারবিনা :) ম্যাগাজিনের জন্যে ফটো তুলতে গিয়েও মনে হবে এটা ছাপলে এডিটর ক্যালানি খাবে কিনা বা পোবন্ধ লিকতে গিয়েও এরকম পশ্ন আসবে । কোনকিছুই সেই অর্থে নিজস্ব নয় ,সমগ্র কে একবার মেনে নিলে । আর ওটা উড়িয়ে দিলে সবকিছুই মাই চয়েস । মাই চয়েস ইটসেলফ একটা দায়গ্রেসিভ স্ট্যান্ড যে সুপারস্ত্রাক্চার কে ইগনোর করে প্রতিষ্ঠা পায় ।
  • Ishan | 214.54.36.245 | ০৩ এপ্রিল ২০১৫ ০০:৩২674978
  • দাঁড়ান, আমি সব ভিডিওই দেখেছি, আমার মূল্যবান মতামতটা দিয়ে ফেলি।

    ১। দীপিকার ভিডিওটা আজকের পলিটিকাল কারেক্টনেসের বাজারে, যাকে বলে হাল্কা করে সেক্সিস্ট। মানে পুং জাতির প্রতি স্লাইট বিদ্বিষ্ট। কিন্তু কোনো মায়ের বেটি ফেমিনিস্ট (ইউসেজটা লক্ষ্য করুন), কে সেটা বুক বাজিয়ে বলতে দেখলাম না। আমার অবশ্য পলিটিকাল কারেক্টনেসের অতো বাতিক নেই। একটু আধটু বায়াসনেস থাকলে আছে। তা বাদে যা বলেছে বেশ করেছে।

    ২। শোভাবাবু ঢপের কথা লিখেছেন। কিন্তু যা লিখেছেন পষ্টো বোঝা গেল। কবিতাপিসি কী লিখলেন সেটা অবশ্য বোঝা গেল, কিন্তু কেন লিখলেন বুইতে পারিনি। 'মাই চয়েস' বলতে গিয়ে কাস্টের কথা ওঠেনি কেন, এই প্রশ্ন করলে পিসিকে তাঁর ফেবুর পোস্টে কেন ডারউইনের প্রসঙ্গ আসেনি, এটাও জিজ্ঞা করা যায়। একই রকম গম্ভীর মুখে।

    ৩। সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওতে দীপিকাকে মোটেও ভালো দেখতে লাগছেনা। ফলে আমি একবারের বেশি দেখলামই না ভিডিও টা। সামাজিক মেসেজ দিতে হলে আগে লুকটা ঠিক করুন কমরেড।
  • ranjan roy | 24.96.61.7 | ০৩ এপ্রিল ২০১৫ ০০:৪৮674979
  • ঃ)))))
  • একক | 24.96.127.20 | ০৩ এপ্রিল ২০১৫ ০০:৪৯674980
  • ভিডিও টা কিশোরীসুলভ লেগেচে তাই ও নিয়ে মন্তব্য করিনি তবে লুক একেবারে অন্যায্য লাগেনি । ওই বাতাসে চুল উড়ছে-ফ্রন্ট থেকে ক্যামেরা ধরা -হালকা স্পর্ধিত এক্সপ্রেশন ওগুলোর কারণ আচে । ওটা ইকোফেমিনিস্ট মিস্টিক লুক । আমি ই সব ,আমিই ধরিত্রী ,আমিই তোমাদের জায়গা দিইচি ,আই এম ইউনিভার্স এই রকম একটা ভাট যেটা শেষের দিকে আচে । আই এম নট ইওর প্রিভিলেজ ,ইউ আর মাই চয়েস ও সেথা হতেই আসে । এই কন্টেন্ট এ কাঁচা অঙ্গের লাবনী দেকালে জমতো না বলেই মনে হয় :) ভিডিও কন্টেন্ট পছন্দ হোক বা না হোক মেকাপ-ক্যামেরা আমার হাতে থাকলেও এরকম কাছাকাছি লুক ই রাখতুম । লাইট আরেকটু পাল্টাত ।
  • একক | 24.96.127.20 | ০৩ এপ্রিল ২০১৫ ০০:৫২674982
  • আর হ্যা ব্রা নিয়ে এত্তা মন্তব্য ছিল সেটা করে অলরেডি একজনের কাছে ছোটলোক সম্মানে বিভূষিত হইচি :( কিন্তু কী করব ,কন্টেন্ট অসার লাগলে টেকনিকালিটি তেই চোখ যায় :|
  • dc | 132.164.209.213 | ০৩ এপ্রিল ২০১৫ ০৭:৫০674983
  • একক, এখানেও মন্তব্যটা লিখে দিন। ভয়েসটা আসা উচিত।
  • kiki | 53.230.133.249 | ০৩ এপ্রিল ২০১৫ ০৯:৫০674984
  • একক,
    প্লিজ............... আর ঝুলিয়ে না রাখলে বাধিত হই।:P
  • kiki | 53.230.133.249 | ০৩ এপ্রিল ২০১৫ ০৯:৫৭674985
  • আর পরকীয়া নিয়ে আমার ভয়েসটা রেখে যাই।

    দুই জনতাকে বলা হয়েছিলো প্রেমে জবজবে হয়ে থাকলে তারা তাদের পার্টনারকে ত্যাগ দিয়ে নিজেদের নিয়ে থাকুক।(পার্টনারদের ও উচিত ছিলো উহাদের ত্যাগ দেবার, কিন্তু তারাও পারেনি, খুবই লজ্জার নিঃসন্দেহে, যদিও হাজার কিছু কারন লুকিয়ে আছে তার পিছনে) কিন্তু তাদের মত ছিলো , তারা ভুল করে ফেলেছে। পরে আবার তারা সুযোগ কাজে লাগাতে থাকে। এই দেখে আমার পরকীয়াকারিদের চোর আর ওঁচা লেগেছে। সাহস নেই সম্পর্কের দায়িত্ব নেবার, সাহস নেই নতুন সম্পর্ক গড়ার । কেবল গা বাঁচিয়ে আরাম নেবার চেষ্টা।আমি উহাদের দেখলেই এবং শুনলেই চটে যাই। সিম্পিল।
  • shatadal | 227.115.10.131 | ০৩ এপ্রিল ২০১৫ ১০:১৩674986
  • পরকীয়া সম্পর্কের দায়িত্ব ব্যাপারটা মাথায় ঢুকলো না। বেশ্যালয়ে দায়িত্ব বুঝি - পয়সা দিতে হবে। ভারতীয় আইনে বৌ সেক্সের গ্যারান্টি দেয় (ম্যারিটাল রেপ বলে কিছু হয় না, বা প্রমান করা যায় না), তাই রিটেনার ফী দিতে হয়। সেটা দায়িত্ব। কিন্তু পরকীয়ায় দায়িত্ব কিসের? দায়িত্ব চাইলে তো আর একটা বিয়ে করতে পারি বা আর একটা রাখেল রাখতে পারি। পরকীয়া করব কেন?
  • একক | 24.96.35.211 | ০৩ এপ্রিল ২০১৫ ১০:১৮674987
  • বেশ,ভনিতা না করে লিখেই দি ।

    টেকনিকাল ব্যাপারটি হলো দীপিকা যে ব্রা এর স্ট্র্যাপ নিয়ে টেনে পরছিলেন সেটা দেখে মনে হলো উনি প্রয়োজনের চে এক সাইজ কম কাপ ওয়ালা এবং লং স্ট্র্যাপ ব্রা পরেন । তাই টানলে আর্চ হয় । কাপ সাইজ এক ঘর বেশি নিয়ে স্ট্র্যাপ টা একটু শর্ট করলে মাঝামাঝি পর্বে ।

    এবার সবাই আমাকে হোসিয়ারির দোকানদার বলে আওয়াজ দেবে :|
  • Balsam Plumbs Pence | 125.112.74.130 | ০৩ এপ্রিল ২০১৫ ১০:২১674988
  • আচ্ছা, না হয় ভি সি-র ডিজাইনার বলবে - বেশ গ্ল্যামারাস :-p
  • dc | 132.164.209.213 | ০৩ এপ্রিল ২০১৫ ১০:২২674989
  • যেকোন সম্পর্কেই দায়িত্ব থাকে। এটা আমার ভয়েস।
  • dc | 132.164.209.213 | ০৩ এপ্রিল ২০১৫ ১০:২৪674990
  • আর ইয়ে, এককের অতুলনীয় রিসার্চ পড়ে ভিডিওটা আরেকবার দেখলাম, এটাও লিখে রাখা উচিত।
  • kiki | 53.230.133.249 | ০৩ এপ্রিল ২০১৫ ১০:২৫674991
  • একক,
    এইরে............... :D

    ছাগলরা যখন মন দিয়ে না পড়ে না বুঝেও কোশ্ন করে ফেলে তখন আর আগের মতন রাগ ও আসেনা দেখে বিস্মিত হলুম। ঃ)
  • | ০৩ এপ্রিল ২০১৫ ১০:২৬674993
  • এককের মন্তব্য পড়ে আমি হো হো করে হেসে ফেললাম। মাইরি! :-))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন