এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.95.72 | ০৩ এপ্রিল ২০১৫ ১২:১৪675027
  • ক্রিই চাপ । মেয়েরা যার সঙ্গে যা পারে করুগ্গা । অবিবাহিত মহিলার সঙ্গে সম্পক্ক কল্লে ও "বিয়ের প্রতিশ্রুতি দিয়ে " বলে জেইলে পুরে দিতে পারে । বিবাহিত মেয়েদের সঙ্গে করলে তার হাসব্যান্ড অভিযোগ করলেই এদাল্তারি আইনে জেইলে যাবেন । ইন্ডিয়ান কোন্স্তিতিউশোন তো ছেলে -মেয়ে এক দৃষ্টি তে দেখেনা । আর্টিকল ১৫ পরিস্কার বলেছে মেয়েদের ক্ষেত্রে যে কোনো অধিকার সংক্রান্ত আইন কে কার্ব করা যাবে । তাহলে মেয়েরা কার সঙ্গে পরকীয়া করবে ভাবার দরকার কী ? :)
  • S | 139.115.2.75 | ০৩ এপ্রিল ২০১৫ ১২:১৭675028
  • আরে ছেলেগুলোর তো হাতে হারিকেন। মানে মাই চয়েস বলে তো মেয়েটা এগিয়ে গেলো, এখন ছেলেটার হয়েছে মুশকিল, একদিকে ইসের চয়েস, অন্যদিকে হাজত।
  • dc | 132.164.209.213 | ০৩ এপ্রিল ২০১৫ ১২:২১675029
  • ছেলেদের তো চিরকালই হাতে হারিকেন :p
  • একক | 24.99.95.72 | ০৩ এপ্রিল ২০১৫ ১২:২৪675030
  • এই "এগিয়ে গেল" টা বিশ্বাস করছেন বলে ক্রাইসিস ফিলিং আসছে :) যে পৃথিবীতে ফাস্ট ফুডের মার্কেট ইনট্যাকট রাখতে প্লাস সাইজ ফ্যাশন প্রমোট করা হয় সেখানে চয়েস জিনিসটি কিঞ্চিত গোলমেলে । সমস্ত চয়েসই পাশার গুটির ভেতর আটকানো গুবরেপোকা টা । কখনো পুট পরে কখনো ছক্কা । গুবরে টা ভেতরেই থেকে যায় । এত ভাবনার কিস্যু নাই :) ওটা গুবরে'স চয়েস ।
  • S | 139.115.2.75 | ০৩ এপ্রিল ২০১৫ ১২:২৮675031
  • একক আপনার কথার কিছুই বুঝলাম না। ক্রাইসিস ফিলিঙ্গ মানে কি? পিলিজ আমার মতন আম আদমির মতন করে বলুন। আমার তো মোটে দুটো দাবিঃ ভোর চারটের ব্যাপরটা আর ঐ ওয়েবসাইটটা।
  • একক | 24.99.95.72 | ০৩ এপ্রিল ২০১৫ ১২:৩৪675033
  • চয়েস এর ওয়েবসাইট ?
  • একক | 24.99.95.72 | ০৩ এপ্রিল ২০১৫ ১২:৩৪675032
  • আমি "মেয়েটা" কে "মেয়েরা" পড়েছি :D ।তাই বল্লুম কেও কোথাও এগোয় নি ।
  • S | 139.115.2.75 | ০৩ এপ্রিল ২০১৫ ১২:৫১675035
  • এইতো তাহলে হাতে গরম চয়েস আছে তো। আমাদেরও এমন একটা কিছু করা উচিত। অন্য টইতে এমনিতেই স্টার্টাপ নিয়ে খুব গালিমন্দ হচ্ছে।
  • dc | 132.164.209.213 | ০৩ এপ্রিল ২০১৫ ১৩:০১674856
  • এরকম করা যায়, ছেলেটা একা একা বেরলো আর মেয়েটাও একা একা বেরলো, তারপর হঠাত একটা ধাবায় দেখা হয়ে গেল। মানে সাইটে একটা অ্যাপ থাকবে, সেটা আপনি মোবাইলে ডাউনলোড করে নিলে আপনাকে চয়েস দেবে, ওই ধাবাটায় গিয়ে দেখো তো কি হয়! আপনিও অ্যাপের ভয়েস ফলো করে ধাবায় পৌঁছে গেলেন, গিয়ে দেখলেন তড়কা এক্কেরে রেডি, মাখন দিলেই হলো।
  • S | 139.115.2.75 | ০৩ এপ্রিল ২০১৫ ১৩:০৩674857
  • কিন্তু কে বললো যে তাতে নাকি ছেলেটার হাজত হতে পারে।
  • dc | 132.164.209.213 | ০৩ এপ্রিল ২০১৫ ১৩:০৬674858
  • আমি তো তড়কায় মাখন দিয়ে খেতে বল্লাম। ওতে হাজত বাস হবে না, এবার আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন সেটা আপনার ব্যাপার।
  • Ekak | 24.99.95.72 | ০৩ এপ্রিল ২০১৫ ১৩:১৮674859
  • ইন্ডিয়া থেকে বা বলা যায় ইন্তার্ন্যাসনালি সবচে বেশি বেড়ানোর গ্রুপ হচ্ছে ইন্টারনেট বেসড কমিউনিটি কাউচসার্ফিং । লুরু তে রেগুলার ওদের মিট হয় । ডিসি যেরকম চাইছেন তাতে কাউচসার্ফিং সেরা। অপরিচিত হলেও পরিচয় করে নিন ।বেড়িয়ে পরুন । প্রচুর ছেলে -মেয়ে সারা বচ্ছর কাউচসার্ফিং বাডি দের সঙ্গে বেড়িয়ে বেড়াচ্ছে ।
  • dc | 132.164.209.213 | ০৩ এপ্রিল ২০১৫ ১৩:২৮674860
  • Ekak আচ্ছা দেখি :d নিজের চয়েসে কাউচ কাস্টিং নাহয় করে নিলাম, তারপর বাড়ি ফিরে উল্টোদিকের ভয়েস কিভাবে সামলাবো সেটাও ভেবে দেখতে হবে।
  • dc | 132.164.209.213 | ০৩ এপ্রিল ২০১৫ ১৩:২৯674861
  • ঐ যাঃ, কাউচ সার্ফিং।
  • d | 24.97.167.84 | ০৩ এপ্রিল ২০১৫ ১৩:৪৯674862
  • ডিসি কি স্টার্টাপ খুলতে চাইছেন না হিন্দী সিনিমার স্ক্রিপ্ট লিখছেন! :-D
  • :) | 118.171.159.41 | ০৩ এপ্রিল ২০১৫ ১৩:৫৪674863
  • বাজে হ্যাজ হচ্ছে। ছেলেরা পরকীয়া কারলে তাদের জেল খাটানো সম্ভব। তাই তো? এই হচ্ছে বটমলাইন।

    যদিও সেটা নিজের বৌ পারবে না। সে শুধু ডিভোর্সের মামলা করে খোরপোষের দাবিতে ব্যাঙ্ক সাফ করে দিতে পারবে।

    যার সাথে পরকীয়া হচ্ছে তার গার্জেন বা হ্যাজব্যান্ড চাইলে জেল খাটাতে পারে। কিন্তু সেটা কি তার বৌ বা মেয়ে স্বেচ্ছায় করেছে বলে অ্যাডমিট করলেও পারবে? নাকি সেক্ষেত্রে সে শুধু নিজের বৌ কে ডিভোর্স করতে পারবে উইদাউট খোরপোষ বা মেয়েকে সম্পত্তির ভাগ থেকে ত্যাজ্য করতে পারবে, তথা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে?

    এথিকাল কিছু বুঝতে চাই না, আইন বুঝতে চাই। ওকে, পরকীয়া মানে অ্যাডাল্টারি। কারো স্ত্রী বা স্বামী কার সাথে সারাক্ষণ চ্যাট করছে, সারাদিন ফোন করছে, দিনের অধিকাংশ সময় একসাথে কাটাচ্ছে - রাত ভোররাত অবধি ডিস্কো বা রেস্টুরেন্টে কাটাচ্ছে সেসব বিষয়ে কিচ্ছু করার নেই - তথা প্রেম করলে চুপচাপ মেনে নিতে হবে আনলেস অ্যাডাল্টরির পোমাণ পাওয়া যাচ্ছে - এই হল আইন তাইতো?
  • sosen | 24.139.199.11 | ০৩ এপ্রিল ২০১৫ ১৪:১১674864
  • প্রেমের অতো নিয়ম হয় নাকি মশাই। উদার হন। সর্বজীবে প্রেম করুন। ভারতীয় কালচার, HHB
  • :) | 118.171.159.41 | ০৩ এপ্রিল ২০১৫ ১৪:১৫674865
  • কিন্তু সর্বজীব উল্টে ইকোয়ালি প্রেমময় ব্যবহার নাও করতে পারে তো। সেই প্রিকশনটা নিয়ে রাখতে হবে না? আপনি নিরামিশাষী বলে কি বাঘ ও নিরামিশাষী হবে?
  • pi | 192.66.8.224 | ০৩ এপ্রিল ২০১৫ ১৪:১৬674867
  • কারুর সাথে কারুর না পোষালে তো এমনিই ডিভোর্স করতে পারে, চুপচাপ মেনে নিতে হবে, এমনটাই বা কেন ? তার জন্য অ্যাডাল্টারি প্রমাণ করে সেই সংক্রান্ত আইনের দরকার আছে কি ?
  • d | 24.97.167.84 | ০৩ এপ্রিল ২০১৫ ১৪:২৯674868
  • সর্বজীবে প্রেম দেখে মনে পড়ল গত মাসেই বোধহয় গার্ডিয়ান না কোথায় একটা দেখলাম মানুষের জিনের মধ্যে আরও কিছু প্রাণীর জিন পাওয়া গেছে।
    এটা অবশ্য অন্য টইতে যাওয়া উচিৎ। কিন্তু সেই থেকেই কেমন একটা ইসে হচ্ছে আদিমানবদের আকাম কুকামের কথা ভেবে
  • pi | 192.66.8.224 | ০৩ এপ্রিল ২০১৫ ১৪:৩৫674869
  • মানুষের জিনের মধ্যে আরও কিছু প্রাণীর জিন বলতে ? আমাদের সাথে অন্য প্রাণীদের বেশিরভাগ জিনই তো কমন।
  • :) | 118.171.159.41 | ০৩ এপ্রিল ২০১৫ ১৪:৪৭674870
  • ওঃ অত সহজে ডিভোর্স হয়না। স্পাউসের সাথে পোষাচ্ছে না ডিভোর্স করতে চাই বললেই স্পাউস হেসে হেসে ডিভোর্স দিয়ে দেবে আর কি। শুনুন, ছেলেদের খোরপোষ নামক একটা জিনিস দিতে হয় বৌকে, ডিভোর্স করলে। যদি বৌ ঐ হেসে হেসে বিনাশর্তে ডিভোর্স না দিয়ে দেয়। সেই জিনিসটা একটি আছোলা বাঁশ, সারাজীবনের। সেটা অনেকসময়েই সন্তানের খরচ নির্বাহের সাধনও।

    অ্যানেকডোট দিই? এক ভদ্রমহিলা প্রথম বিয়ে করেন এক বেশ বড়লোককে ও দুই সন্তান হয় সে তরফে। অতঃপর ডিভোর্স হয়। ভদ্রলোক দুই সন্তানের খরচ বহন করে চলেছেন (ছেলেরা এখনো চাকরি পায় নি)।

    ভদ্রমহিলা আরেকটি বিয়ে করেন ও তার ডিভোর্সের ও নিজের বাকিজীবনের খোরপোষের দাবিতে মামলা চালাচ্ছেন।

    ভদ্রমহিলার বর্তমানে একজন স্টেডি বয়ফ্রেন্ড রয়েছে।

    অন্যদিকে এক প্রকাশনা সংস্থার মালিকের স্ত্রী এক ওয়েবকুটা সদস্য অধ্যাপকের সাথে চুটিয়ে প্রেম করছেন। অধ্যাপকের স্ত্রী কেঁদে কেটে একশা করে অনেককে দিয়ে প্রকাশক ও তার স্ত্রীকে রিকোয়েস্ট ইত্যাদি করে কোনো ফল পান নি। প্রকাশক উপযুক্ত অ্যাডালটরির প্রমাণাভাবেই হোক বা লোকনিন্দার ভয়েই হোক, স্ত্রীর চয়েস মেনে নিয়েই উইদাউট ডিভোর্স বেঁচে আছেন, একসাথেই। অধ্যাপকের স্ত্রীর অবস্থা কল্পনা করতেও ভয় পাই। ডিভোর্স হয় নাই।

    আর একজন ঢালাই কনট্রাক্টর বিয়ে করার পর স্ত্রী জানতে পারে স্বামীর সাথে এক দ্বিগুণ বয়সী বিধবা সন্তানবতীর সম্পর্ক রয়েছে। ফল স্বামীটির হাজতবাস ও দীর্ঘমেয়াদী ডিভোর্স মামলার হাজিরা দিতে তিনটে জেলা পেরিয়ে আদালতে প্রায়শঃ গমন ও ব্যবসার হাতে হ্যারিকেন। হাজতবাস সম্ভবত ডোমেস্টিক ভায়োলেন্সের চার্জে।

    সবই উপর-উপর জানা, তবু যেটা বটমলাইন, একজন অন্য সম্পর্কে জড়িয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে অন্যজন - যা পাখি উড়তে দিলাম তোকে - এসব লিবেরাল ফ্যান্টাসী এদেশে খুব সহজলভ্য নয়।
  • san | 11.39.33.243 | ০৩ এপ্রিল ২০১৫ ১৪:৪৮674871
  • আমার ভয়েসটাও থাকুক - দীপিকার ব্রা সংক্রান্ত মন্তব্যটি বেশ বিরক্তিকর ও অশোভন ( আমার মতে )।

    যে যা গালাগাল দিতে চান দিন কোনো সমস্যা নাই।
  • :) | 118.171.159.41 | ০৩ এপ্রিল ২০১৫ ১৪:৫২674872
  • ইন ফ্যাক্ট সব পাখি আদৌ অন্য বাসা খুঁজে নিতে চায় ও না। উড়ে টুড়ে ফিরে এসে নিজ দাঁড়ে বসে নিজ দানা খাওয়ার অধিকারের ও ভয়েস আছে। সেই ভয়েস মেনে নিতে না চাইলে অ্যাডাল্টারির প্রমাণ চাই।
  • b | 24.139.196.6 | ০৩ এপ্রিল ২০১৫ ১৪:৫৮674873
  • ঃ) বোধ হয় মিউচুয়াল সেপারেশন/ ডিভোর্সের মধ্যে গোলাচ্ছেন।
  • :) | 118.171.159.41 | ০৩ এপ্রিল ২০১৫ ১৫:১০674874
  • কিরকম? মিউচুয়াল সেপারেশন সব ক্ষেত্রে সম্ভব নয়, কারণ যেকোনো পক্ষ যথোচিত উদার নাই হতে পারে। সেক্ষেত্রে ডিভোর্স এর মামলা করে ফয়সলা করতে হবে। একপক্ষ চাইলেই অন্যপক্ষকে যখন খুশি ডিভোর্স করতে পারে না। তার জন্য ঠোস সবুত চাই, অথবা কমপেনসেশন দেওয়ার ক্ষমতা চাই। এটা ভুল হল?
  • pi | 192.66.8.224 | ০৩ এপ্রিল ২০১৫ ১৫:১৩674875
  • কে ওয়েবকুটার সদস্য, কে অধ্যাপক, কে প্রকাশনা সংস্থার মালিক এগুলো কি আলোচনার জন্য খুব জরুরি ছিলো ? যাগ্গে।

    তবে ঐ স্ত্রী প্রকাশক ও তাঁর স্ত্রীর কাছে কান্নাকাটি ও রিকোয়েস্ট কেন করলেন বুঝলাম না। ওনার স্বামীকে নিশ্চয় তাঁরা জোর করে অন্য সম্পর্কে জড়াননি।
  • একক | 24.99.76.205 | ০৩ এপ্রিল ২০১৫ ১৫:১৬674876
  • ওমনাথ এট্টু পিছিয়ে গিয়ে ৪৯৭ সম্বন্ধে পড়ে নিতে পারেন তো । নাহয় ইন্টারনেট থেকেই দেখে নিন । এডালতারি সংক্রান্ত আইনে একজন পুরুষ তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত আরেক পুরুষকে জেইল খাটাতে পারেন । চাইলেই । যদি না সেই পুরুষ টি প্রমান করতে পারেন যে এই সম্পর্ক স্বামীর সম্মতিক্রমে হয়েছিল ।
  • একক | 24.99.76.205 | ০৩ এপ্রিল ২০১৫ ১৫:১৯674878
  • এখানে বউ এর স্বেচ্ছা র কোনো জায়গা নেই । বউ স্বেচ্ছায় করেনি মানেত রেপ । কিসের মধ্যে কী প্রশ্ন !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন