এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :) | 127.194.193.224 | ০৪ এপ্রিল ২০১৫ ০৮:৩০674912
  • ডিভোর্স উইদ খোরপোষ না উইদাউট? উইদাউট হলে স্ত্রীর না নেওয়ার কারণ আছে (বি-র জন্য মিউচুয়াল সেপারেশন কথাটাও লিখে দিলাম) , উইদ হলে স্বামীর না দেওয়ার কারণ আছে। এতে বিশেষ শিশিবোতোল কিছু দেখছি না তো?

    একট দীর্ঘ দাম্পত্যজীবনের পর, সন্তান সন্ততি ও একত্রবাসের হাজারটা সমস্যা-হার্ডল যৌথভাবে পেরোনোর পর ওয়ান ফাইন মর্নিং সেই যাপিতজীবনটির সিগনিফিকেন্স নিল হয়ে গেলে, বিকজ ওফ আ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যে কেউ ই তো প্রাথমিকভাবে চাইবে সিস্টেম থেকে ফরেন বডিটাকে সরিয়ে দেখতে, যে সিস্টেম আগেকার স্টেবল কন্ডিশনে ফেরে কিনা। এই অ্যাপ্রোচটা কি ইল্লজিকাল লাগলো?

    আমার মনে হয় না কেস খাওয়ানোর ব্যাপার ছিলো। র‌্যাদার, কেস খাওয়ানো সম্ভব এই ভয় দেখিয়ে সম্পর্কটা থেকে উইথড্র করানোই লক্ষ্য হওয়ার কথা, অন্তত আমি হলে তাই করতাম।

    অর্থনৈতিকভাবে স্বাধীন নয় এবং বাকিজীবন একা সহায়সম্বলহীন উদ্বর্তনযুদ্ধ চালাতে অপারক কারো জুতোয় পা গলিয়ে দেখতে কি পাইয়ের অসুবিধে হচ্ছে?
  • pi | 233.176.2.132 | ০৪ এপ্রিল ২০১৫ ০৮:৩১674914
  • বাচ্চা থাকলে তার ভরণপোষণের দায়িত্ব তো পুরো নেওয়া বা শেয়ার করা উচিত। ডিভোর্স হলে সেই ক্লজ থাকে।
    এনিওয়ে, সব কিছুর মধ্যেই নানা জটিলতা, নানা স্তর থাকে। সেসব নিয়ে বাইরে থেকে নিদানও হাঁকা যায় না। আমার মূলতঃ ঐ 'ফিরিয়ে দেওয়া' প্রসঙ্গে প্রশ্ন ছিল, আর ডিভোর্স না দেওয়া নিয়ে।
  • byaang | 132.167.214.56 | ০৪ এপ্রিল ২০১৫ ০৮:৩১674913
  • Name: .

    IP Address : 133.242.242.16 (*) Date:01 Apr 2015 -- 02:02 PM

    একজন মহিলা নিজে ভাল ব্যডমিনটন প্লেয়ার ছিলেন, সেই রাস্তায় না গিয়ে বলিউডে এলেন যেখানে মহিলাদের সব সময় পণ্য করে দেখান হয়। নিজে পয়সার জন্য সাইজ জিরো, লম্বা পা, কম খাওয়া ইত্যাদির কবলে থেকে জগতের সামনে নিজেকে প্রকাশ করলেন আর তিনি অন্যদের যখন বলেন নিজের ইচ্ছাই মূল, সেটা আর কতটা সত্যি থাকে?
    ==============================================

    এটা কী কেস! দীপিকাকে সত্যিই কথাই বা বলতে হবে কেন? মিথ্যে কথাই বা বলতে হবে কেন? কী জ্বালা রে বাপু! এটা তো একটা বিজ্ঞাপণ। কপি রাইটার লিখেছে, দীপিকা আউড়েছে। মিটে গেল। দীপিকা কে নিয়ে এত টানাটানি না করে বিজ্ঞাপন কোম্পানিটির নামে একটি মামলা ঠুকে দিলেই তো জ্বালা চোকে। মানে যাদের গায়ে জ্বালা ধরছে, তাদের বলছি আর কি।
  • Abhyu | 85.137.13.237 | ০৪ এপ্রিল ২০১৫ ০৮:৩৩674915
  • চয়েসমতো একের বেশি বিয়ে করতে দিন। অবতার রামের বাবা যেমন করেছিলেন। কি ধর্মপুত্র যুধিষ্ঠিরের স্ত্রী। তাহলেই আর কোনো প্রবলেম থাকবে না। শেষে না পোষালে বুদ্ধদেবের মতো বেরিয়ে আসার চয়েসও থাকবে।
  • pi | 233.176.2.132 | ০৪ এপ্রিল ২০১৫ ০৮:৩৫674916
  • ডিভোর্স উইদাউট খোরপোষ কেন হবে ? বিশেষ করে সন্তান থাকলে ? মানে, স্বামী কোন ক্লজে কি সেটা দেবেন না, এমন দাবি আইনতঃ করতে পারেন ?

    এক্ষেত্রে স্বামী ডিভোর্স দিতে চাইছেন না, এটা আমি ধরিইনি, চাইছেন , পাচ্ছেন না, এই নিয়ে বলেছিলাম।
  • byaang | 132.167.214.56 | ০৪ এপ্রিল ২০১৫ ০৮:৩৮674918
  • নাঃ কাটি।
    বেকার বেকার সকালটাই মাটি।

    কেউ একটু মজার কিছু লিখলে আমাকে ফেসবুকে খবর দেবেন, এসে পড়ে যাব।
  • :) | 127.194.193.224 | ০৪ এপ্রিল ২০১৫ ০৮:৩৮674917
  • ফ্রগ কেমন স্বামীর প্রেমিকার সরল গোলগাল বিশ্বাসপ্রবণতার উপর নির্বিকার ভরসা রাখে দেখেও ভালো লাগে। সরলতাখ্যাত পশুদের আর এর মধ্যে টানলাম না।
  • shatadal | 99.163.224.168 | ০৪ এপ্রিল ২০১৫ ০৮:৪৪674919
  • আরে সে কথাটাই তো বললাম। বিয়ে করলে খাওয়াতে হবে, ডিভোর্স হলে খোরপোষ দিতে হবে - দায়িত্ব আর দায়িত্ব।

    আবার দায়িত্ব নিতে যদি হয় তো পরকীয়া করব কেন? তবে সেটাও পুরোপুরি দায়িত্বহীন ভাববেন না। প্রেমিকাকে সেক্সুয়ালি খুশি না করে শুধু নিজেরটুকু নিয়ে কেটে পড়ুন বারকয়েক। দেখুন পরকীয়া কেমন মধুর থাকে।
  • :) | 127.194.193.224 | ০৪ এপ্রিল ২০১৫ ০৮:৪৮674920
  • সেক্সুয়াল দায়িত্ব নিয়ে কোনো বক্তব্য নাই। পয়সাকড়ি নিয়ে আছে।

    প্রোভাইডেড আমার স্বামীকে ছেড়ে চলে যাওয়ার মতো অবস্থা নেই, বা মামলা লড়ার মতো অবস্থা নেই। - এইটা লেখার পরে পাই আইনের ক্লজ দেখায়?
  • Abhyu | 85.137.13.237 | ০৪ এপ্রিল ২০১৫ ০৯:০২674922
  • এই সব সমস্যার সমাধান স্বামী বিবেকানন্দ করে গেছেন। প্রয়োজন নারী শিক্ষা। তাহলে -
    - নিজেরা করে খেতে পারবে, স্বামীর উপার্জনের উপরে নির্ভর করে থাকতে হবে না।
    - চিত্ত শুদ্ধ হবে, অসতী রমণীর মতো পরকীয়ার কথা মাথাতেই আসবে না। স্বকীয়াই চয়েস হবে।
    - টাকায় অমৃত পাওয়া যায় না এটা বুঝে টাকা পয়সা নিয়ে ঝামেলা না করে নিজের চয়েসেই অমৃতের সন্ধান করবে মৈত্রেয়ীর মত।

    (আরো আছে, লাগলে বলবেন)
  • :) | 127.194.193.224 | ০৪ এপ্রিল ২০১৫ ০৯:১০674923
  • আমি স্বামী হলে বৌকে বলবঃ দায়িত্ব পালন করছি, খেতে পরতে থাকতে দিচ্ছি পোষালে থাকো না পোষালে ফোটো মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স দিয়ে দিচ্ছি। বাচ্চা আমার কাছে থাকবে, হস্টেলে ভর্তি করে দিয়ে আসবো। বাচ্চাকে নিয়ে যেতে চইলে নিজ খরচে ও দায়িত্বে নিয়ে যাও। এক পয়সাও দিতে পারবো না। নো খোরপোষ। পারলে কেস করো, মামলা লড়ে নিজ অধিকার বুঝে নাও। অমুকের সাথে আমার কোনো ফিজিকাল রিলেশন নেই, আমরা বন্ধু, তুমি সন্দেহপরায়ণ।

    মানে এটাও কোনো অভাবিতপূর্ব অ্যাঙ্গেল দিলাম না, হাজার হাজার ফ্যামিলিতে ঠিক এই জিনিস চলে। গোয়েন্দা লাগিয়ে অ্যাডাল্টারি প্রুভ করে মামলা করার মতো এক্সট্রিমে যাওয়ার আগের স্টেপগুলো পাইয়ের মতে কী কী জানতে চইলাম।
  • pi | 24.139.221.129 | ০৪ এপ্রিল ২০১৫ ১১:১৭674924
  • 'আমি স্বামী হলে বৌকে বলবঃ দায়িত্ব পালন করছি, খেতে পরতে থাকতে দিচ্ছি পোষালে থাকো না পোষালে ফোটো মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স দিয়ে দিচ্ছি। বাচ্চা আমার কাছে থাকবে, হস্টেলে ভর্তি করে দিয়ে আসবো। বাচ্চাকে নিয়ে যেতে চইলে নিজ খরচে ও দায়িত্বে নিয়ে যাও।'

    -- এই সিচুয়েশনটার থেকে ঐ প্রেমিকার কাছ থেকে স্বামীকে ফিরিয়ে আনা সিচুয়েশনের তফাত কী ?
    মানে, সেক্ষেত্রেও স্বামী এই একই কথা বলবেন। উনি নিজের থেকে ঐ বন্ধুকে ছাড়লেন না, জোর করে বন্ধুকে ওনার কাছ থেকে সরানো হল, এতে পরিস্থিতির তফাত কী হল ? কারণ, ঃ) এর কথামতো মেইন কনসার্ন হল বৌ এর আর্থিক দায়িত্ব নেওয়া।
    'সেক্সুয়াল দায়িত্ব নিয়ে কোনো বক্তব্য নাই। পয়সাকড়ি নিয়ে আছে।' ।
    তো, সেটা এই কেসে এমনিতেই স্বামী পালন করছেন ব করবেন না বলেননি।
  • S | 109.27.138.238 | ০৪ এপ্রিল ২০১৫ ১১:৫৮674927
  • কি বোরিঙ্গ লেখা। পড়তে পারলাম না। তার থেকে রোডিজ দেখি।
  • byaang | 132.167.214.56 | ০৪ এপ্রিল ২০১৫ ১২:০৬674928
  • রোডিজ হচ্ছে বুঝি? তাহলে আমিও দেখি।
  • S | 109.27.138.238 | ০৪ এপ্রিল ২০১৫ ১২:০৭674929
  • ওয়েব এপিসোড
  • :) | 127.194.215.178 | ০৪ এপ্রিল ২০১৫ ১৬:০৪674930
  • এই সিচুয়েশনটার থেকে ঐ প্রেমিকার কাছ থেকে স্বামীকে ফিরিয়ে আনা সিচুয়েশনের তফাত কী ?
    মানে, সেক্ষেত্রেও স্বামী এই একই কথা বলবেন। উনি নিজের থেকে ঐ বন্ধুকে ছাড়লেন না, জোর করে বন্ধুকে ওনার কাছ থেকে সরানো হল, এতে পরিস্থিতির তফাত কী হল ?
    ============

    তফাত প্রেমিকার সীনে না থকা। পরকীয়াকালীন মানসিকতা ও পরকিয়া বিহীন মানসিকতার ফারাক হবে আশা।

    একট দীর্ঘ দাম্পত্যজীবনের পর, সন্তান সন্ততি ও একত্রবাসের হাজারটা সমস্যা-হার্ডল যৌথভাবে পেরোনোর পর ওয়ান ফাইন মর্নিং সেই যাপিতজীবনটির সিগনিফিকেন্স নিল হয়ে গেলে, বিকজ ওফ আ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যে কেউ ই তো প্রাথমিকভাবে চাইবে সিস্টেম থেকে ফরেন বডিটাকে সরিয়ে দেখতে, যে সিস্টেম আগেকার স্টেবল কন্ডিশনে ফেরে কিনা। এই অ্যাপ্রোচটা কি ইল্লজিকাল লাগলো?

    ঃ) এর কথামতো মেইন কনসার্ন হল বৌ এর আর্থিক দায়িত্ব নেওয়া।
    'সেক্সুয়াল দায়িত্ব নিয়ে কোনো বক্তব্য নাই। পয়সাকড়ি নিয়ে আছে।' ।
    তো, সেটা এই কেসে এমনিতেই স্বামী পালন করছেন ব করবেন না বলেননি।
    ============
    কারো স্ত্রী বা স্বামী কার সাথে সারাক্ষণ চ্যাট করছে, সারাদিন ফোন করছে, দিনের অধিকাংশ সময় একসাথে কাটাচ্ছে - রাত ভোররাত অবধি ডিস্কো বা রেস্টুরেন্টে কাটাচ্ছে সেসব বিষয়ে কিচ্ছু করার নেই - তথা প্রেম করলে চুপচাপ মেনে নিতে হবে আনলেস অ্যাডাল্টরির পোমাণ পাওয়া যাচ্ছে - এই হল আইন তাইতো?
    এর পরেই তো ডিভোর্সের দাবি উঠল।

    সেক্সুয়াল কমপ্যাটিবিলিটি দীর্ঘ দাম্পত্যজীবনের বা তীব্র পরকীয়ার পার্টনারদের মধ্যে থাকবে ডিফল্ট ধরে ঐ নিয়ে বক্তব্য নাই বলা হয়েছে। শতদলের নীট্পিকিং এক্ষেত্রে ইরর‌্যালিভেন্ট।
  • :) | 127.194.215.178 | ০৪ এপ্রিল ২০১৫ ১৬:১২674931
  • একককে আরেকটু দরকার। অবিবাহিতা, ডিভোর্সি বা বিধবা মহিলাদের সাথে পরকিয়ার কোনো আইনি চাপ নেই। ঠিক বুঝছি? যদি না অ্যাডাল্টারির প্রমাণ যোগাড় করে নিজের বৌ খোরপোষসহ ডিভোর্সের মামলা করে।
  • একক | 24.96.7.102 | ০৪ এপ্রিল ২০১৫ ১৬:৪৫674933
  • সেক্ষেত্রে একটা অন্য আইনি চাপ আছে । অবিবাহিতা কেও যদি দাবি করেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হয়েছে তাহলে রেপ ।

    ব্যাপারটা এইভাবে ভাববে সুবিধে হবে । বিবাহ একটি প্রাইভেট কন্ট্র্যাকট যা প্রপার্টি সাকসেশন একট এর ভিত্তি । এখন ,প্রপার্টি লিনিয়েজ প্যাত্রিয়ার্কাল । তাই এদাল্তারি তে মহিলা কে জেইলে পুরে লাভ নাই । অন্য পুরুষ মহিলাটির সঙ্গে যুক্ত হয়ে ট্রাইঙ টু এড অল্টারেশন টু দিস বাই-পার্টি কন্ট্রাক্ট তাই পুরুষটিকে জেইলে পুরে দাও । একা মহিলা কোনো কনজুগাল প্রপার্টি সাক্সেসনের আন্ডারে নন । তখন আর এদাল্তারি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই । দেখো সেই মহিলার সঙ্গে জোর করে বা মিথ্যে কথা বলে সেক্স করা হয়েছে কিনা । যদি তাই হয় তবে রেপ ।নইলে বড়জোর এটা ডিভোর্স এর একটা কারণ হতে পারে । আইনের চোখে অপরাধ না ।

    রাষ্ট্র কিভাবে দেখে সেটা বোঝার চেষ্টা করলেই হবে । প্রাচীন কাল থেকে এদাল্তারি আইন আছে । সে অটোমান সাম্রাজ্যের আইন দেখুন বা যে কোনো প্রাচীন আইন । এর ফোকাস ই হচ্ছে সম্পত্তি রক্ষা । যাতে অন্য লিনিয়েজ এসে আমার লিনিয়েজ এ না মেশে ।আগে এটার সঙ্গে মেয়েটিকে শারীরিক শাস্তি দেওয়া হত জাস্ট ভেন্জেনস নেওয়ার জন্যে । সেই পার্ট টা আমাদের অপেক্ষাকৃত সভ্য সমাজে পরিত্যক্ত হয়েছে ।
  • shatadal | 15.199.130.188 | ০৫ এপ্রিল ২০১৫ ০২:০১674934
  • সেক্সুয়াল কমপ্যাটিবিলিটি দীর্ঘ দাম্পত্যজীবনের বা তীব্র পরকীয়ার পার্টনারদের মধ্যে থাকবে ডিফল্ট ধরে ঐ নিয়ে বক্তব্য নাই বলা হয়েছে। শতদলের নীট্পিকিং এক্ষেত্রে ইরর‌্যালিভেন্ট।
    ----------
    কি আর বলি? হাসিখুশি, মানে :) খুবই ভাগ্যবান। অন্যরকম খুব বেশী সংখ্যায় ওনাকে দেখতে হয় নি।
  • Abhyu | 85.137.13.237 | ০৫ এপ্রিল ২০১৫ ০৫:১৭674935
  • :) মানে হাসিখুশি ঠিকই, কিন্তু এই নামে ডাকলে নিকাধিকারী সেটা পছন্দ করবে কি না কে জানে!
  • Du | 24.96.63.42 | ০৫ এপ্রিল ২০১৫ ২০:৫৩674936
  • আমার তো ফ্যাশনের ভিডিও আর নানাপ্রকার জামাকাপড়ের শো বলেই মনে হল, দুচারটে বিতর্কিত বক্তব্য ঢুকিয়ে পপুলার করে দিল।
  • S | 109.27.138.238 | ০৬ এপ্রিল ২০১৫ ০৪:৪৩674938
  • ও হ্যাঁ একটা কোথায় লিখেছে যে ভিডিওটা মিউট করে দেখতে।
  • - | 109.133.152.163 | ০৬ এপ্রিল ২০১৫ ১১:১১674939
  • সব সময় অত ঠিক উচ্চারণ করার কি আছে? কনে হল এক্টা মিষ্টি ব্যাপার। এই সঙ্গে পাদুটা খুবই বাজে শোনাচ্ছে।
    হেডিং-এ পাড়ুকোন লিখলে কোন মহাভারতটা অশুদ্ধ হত শুনি?
  • কল্লোল | 125.242.187.247 | ০৮ এপ্রিল ২০১৫ ১২:৫৫674941
  • পরকীয়া ও অ্যাক্সিডেন্ট নিয়ে একটা ফিল্ম আছে না ঋতুপর্ণের - দোসর।
  • Ishan | 202.43.65.245 | ১৬ এপ্রিল ২০১৫ ০১:৩৮674942


  • এইটা লেটেস্ট যাচ্ছে। সবই যখন দেখলেন, এই বস্তুটিই বা বাদ দ্যান কেন। দেখে ফেলুন।
  • pi | 24.139.221.129 | ১৬ এপ্রিল ২০১৫ ০১:৪৪674944
  • আমি ভেবেছিলাম এটা নির্মল আনন্দে দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন