এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ৯০৮৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hzbz | 186.10.99.201 | ২২ মে ২০১৫ ০৯:২৭675464
  • দ মিথ্যে কথা বলছে।
  • | 183.17.193.253 | ২২ মে ২০১৫ ০৯:২৯675465
  • আপনি সত্যি কথাটা বলে দিন না।
  • 4z | 79.157.80.175 | ২২ মে ২০১৫ ০৯:৩১675468
  • ক্ষমা? চল ফোট!
  • hzbz | 195.14.29.221 | ২২ মে ২০১৫ ০৯:৩১675467
  • টি লিংক দিয়েছেন থাঙ্কস। নোংরা পার্সোনাল এটাক পড়ুন।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.169 (*) Date:25 Jun 2014 -- 11:26 PM

    লোকের খাবার নেই ফিল্ম ফেস্টিভাল করবেন না সুমনের জলসা করবেন না ফুটবল কেলবেন না। ভয়ন্কর।
  • Bhagidaar | 218.107.71.70 | ২২ মে ২০১৫ ০৯:৩১675466
  • কুমুদি হ্যাশট্যাগ টুইটার-এ ব্যবহার হয়। ধরুন আপনি কেভিন পিটারসন-এর ইংল্যান্ড দল এ আর জায়গা না পাওয়া নিয়ে কিছু টুইট করলেন। সঙ্গে আপনি হ্যাশট্যাগ দিলেন #kpecbdrop বা এরম কিছু। এবার এই নিয়ে আরো কেউ কিছু লিখল সেও একই হ্যাশট্যাগ দিল নিজের টুইট-এর পরে।
    এবার তৃতীয় কেউ জানতে চাইল কেভিন পিটারসনের দল থেকে বাদ পরা নিয়ে কে কি আলোচনা করছে। সে তখন এই হ্যাশট্যাগটা দিয়ে সার্চ করতে পারে, তাহলে যত পোস্ট এ এই ট্যাগ লাগানো হয়েছে সব কটা চলে আসবে সামনে।

    টুইটার-এ একটু ঘোরাফেরা করলেই এইসব হ্যাশট্যাগ গুলো জানা যায়। কোনো হ্যাশট্যাগ যদি খুব খুব খুব ব্যবহার হয় তখন সেটাকে "ট্রেন্ডিঙ" বলা হয়। মোদ্দা কথা এই।
  • hzbz | 195.14.29.221 | ২২ মে ২০১৫ ০৯:৩৮675470
  • কথা ফুরিয়ে গেছে এখন চল ফট। আরেকজন ভদ্রলোক লিখেছে 'হজবজ এর টিপিক্যাল হাত মারা অভ্যেস'। good culture
  • hzbz | 15.79.68.161 | ২২ মে ২০১৫ ০৯:৩৮675469
  • কথা ফুরিয়ে গেছে এখন চল ফট। আরেকজন ভদ্রলোক লিখেছে 'হজবজ এর টিপিক্যাল হাত মারা অভ্যেস'। good culture
  • 2BHK | 105.222.227.35 | ২২ মে ২০১৫ ০৯:৩৯675471
  • গুরুর এই অবস্থানহীনতা বা চরিত্রহীনতা নিয়ে বলতে গেলে আসলে বুর্জোয়া চরিত্রের তামসিক অলিন্দে প্রবেশ করতে হবে। যেখানে অবস্থানহীনতাই অবস্থান, শ্রেণীসংগ্রামের সাথে সম্পর্কহীনতা শ্লাঘা আর ভোগবাদীতার প্রকাশ চুড়ান্ত গর্বের বিষয়।

    এবং বুঝতে হবে এটা হয়েছে সমাজের চুর্ণায়ন ও চুড়ান্ত আণবিকীকরণের ফলে। ফলশ্রুতিতে আমরা দেখছি পাতি বুর্জোয়া স্তরোত্তলণ যা মানসিক উৎকর্ষ ঘটায় নি, বরং ব্যক্তি মানস হয়ে উঠেছে অ-প্রাকৃত, উৎকেন্দ্রিক ও প্রক্ষিপ্ত।
  • সিকি | ২২ মে ২০১৫ ০৯:৪০675475
  • দাঁড়ান হজবজ, দাঁড়ান। আপনার জন্য, আজ্ঞে হ্যাঁ, শুধু আপনার জন্যেই আমি অনেকটা সময় নষ্ট করে সেই সময়ের পুরো কথোপকথন কপি পেস্ট করেছি। এইবারে সেটা পোস্ট করে দিচ্ছি এখানে সকলের অবগতির জন্য। তারপরে দেখি কে কার কাছে ক্ষমা চায়।
  • | 183.17.193.253 | ২২ মে ২০১৫ ০৯:৪০675474
  • এই যে টুবিএইচকে, এই পোস্টের মানে টা কী ভাই/বোন?
  • sinfaut | 11.39.60.115 | ২২ মে ২০১৫ ০৯:৪০675472
  • :-D
  • সিকি | ২২ মে ২০১৫ ০৯:৪২675477
  • অনেকটা লম্বা। মন দিয়ে পড়বেন সবাই। শুধুমাত্র রিলেটেড পোস্টগুলোই তুলে এনেছি। পড়ুন।

    ========================
    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.143 (*) Date:26 Jun 2014 -- 07:02 PM

    মানুষ অনাহারে আমাদের ফুটবল চাইনা খাদ্য চাই স্মার্টফোন চাই।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.173 (*) Date:26 Jun 2014 -- 07:34 PM

    বুদ্ধিমান দিচারিতা করলে দোষ নেই। গরিবদের ফুটবল খেলায় আপত্তি নিজেদের ইন্টার্নেট টিভি সেলফোন সব চাই। প্রশ্ন কলে বলবে চোপ।

    name: kd mail: country:

    IP Address : 69.93.242.29 (*) Date:26 Jun 2014 -- 08:05 PM

    হুজিবিজি, আপনার প্রবলেমটা কোথায় ঠিক বুঝতে পারছি না। টেন কমান্ডমেন্ট্স (বা তার দিশি একুইভ্যালেন্ট) আমরা তো সকলেই বিশ্বাস করি, ছেলেপুলেদের শেখাই কিন্তু আমরা নিজেরা কি সবসময় তা মেনে চলি? সাম্রাজ্যবাদীদের দেশে বছরের পর বছর থেকে তার সুখসুবিধে ভোগ করে সাম্রাজ্যবাদের নিন্দে করতে কি আমরা পেছপা হই? তাহ'লে ফুটবলের (বা ওয়ার্ল্ড কাপের) বিরোধীতা করে সেই খেলা দেখতে অসুবিধে কোথায়?

    দেখুন, আমি যা বুঝেছি, এই প্রতিবাদ, মিছিল এক ধরণের স্পোর্ট। এর একটা এন্টারটেনমেন্ট ভ্যালু আছে। ধরুন, এই গুরুর কয়েকজন মিলে ঠিক করা হ'লো ঢ্যাঁড়স চাষের বিরুদ্ধে প্রতিবাদে নামবো। একটা আর্টিকল লিখে ফেলা হ'লো এক প্রবীন ঢ্যাঁড়স ভাগচাষীর বয়ানে। গার্ডিয়ান জাতীয় কাগাজে পাবলিশও হয়ে গ্যালো (ওরা এইসব ছাপাতে খুব ভালোবাসে - যতই হোক ঢ্যাঁড়স চাষীরা তো মুনাফাখোর)। ব্যাস্‌, এবার নেমে পড়ুন মেট্রো চ্যানেলে পোস্টার হাঁকিয়ে। বলা যায় না, ঠিকমতো অ্যাঙ্গেলে প্লেস করতে পারলে নারীবাদীদের সাপোর্টও পেয়ে যেতে পারাবো। এইবার কোনমতে যদি সুমন দেকে দিয়ে কিছু আলফাল বলিয়ে নেওয়া যায়, কেল্লা ফতে! দেশে বিদেশেও ছড়িয়ে পড়তে পারে।
    দুঃখের কথা, এত সুন্দর আইডিয়ার ক্রেডিট গুরু পাবে না। ঃ(

    উপরিউক্ত প্যারাগ্রাফটি নিছক ছ্যাবলামি।
    এমন মনিমুক্তো থেকে রক্ষা পেতে হ'লে প্রার্থনা করুন টিভি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।

    name: jhiki mail: country:

    IP Address : 149.194.243.57 (*) Date:26 Jun 2014 -- 08:13 PM

    সুপারলাইক ঃ))

    name: - mail: country:

    IP Address : 109.133.152.163 (*) Date:26 Jun 2014 -- 08:17 PM

    কিন্তু কেডি ৮টা পাঁচ, পুরো ছবিটাই এক্কেরে কিলিয়ার করে লিখেছেন। সত্যি, মন থেকে বল্লাম। অপনারই উদাঃতে, ঢ্যাঁড়শ চাষীর বিরুদ্ধে অবশ্যই নারীবাদীদের পাবেন। কোনও অ্যাঙ্গেলের জন্য চেষ্টাই করতে হবে না, লেডিস ফিঙ্গারই যথেষ্ট ঃ-) সেই সঙ্গে শ্রীসদার মত লোকজনের খুচরো পোস্টও পাবেন গুরুর পাতায়।
    এইরকম সব্ক্ষেত্রেই ... কোনওটারই দাম নেই, কালের কাছে!

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.146 (*) Date:26 Jun 2014 -- 08:56 PM

    @ক্দ সুন্দর লিখেছেন। কাল আমি প্রস্ন কোরেছি ফুটবল চাইনা খাবার চাই কেন ?খাবার চাই সেই জন্য ফুটবল বন্ধ করে দেবেন? কেউ কোনো উত্তর দিলেন না আমার আই কিউ কম বললেন এখনো উত্তর দেন্নি। আমি মেনে নিয়ে বুদ্ধিমানদের কথা শুনছি। ফিটবল গরিবদের খেলা ফুটবল চাইনা বড়লোকদের ইন্টার্নেট চাই বুঝতে প্রে গেছি। আমার ভুল হলে চোপ বলে দেবেন।

    name: দ mail: country:

    IP Address : 24.97.72.160 (*) Date:26 Jun 2014 -- 09:00 PM

    আচ্ছা হজবজ আপনাকে কোন পোস্টে কী 'চোপ' বলেছে একটু দেখাবেন? খুঁজে পাচ্ছি না। ডেট আর টাইম বললেই চলবে।

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:26 Jun 2014 -- 09:00 PM

    হিজিবিজি, গরীব বিশ্বকাপ খেলোয়াড় যে খুঁজে পাই না? মানে তাঁরা গরীব নন সে খুবই ভালো কথা, অনেকেই আগে গরীব ছিলেন তাও ঠিক, কিন্তু বিশ্বকাপটা ঠিক কিভাবে গরীবের খেলা হলো?

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.172 (*) Date:26 Jun 2014 -- 09:03 PM

    ফুটবল চান্ন পোরেছি বিশ্বকাপ চন্না লেখেন্নি তো।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.153 (*) Date:26 Jun 2014 -- 09:06 PM

    চোপ বলেনি আই কিউ কম বলেছে। চোপ বলেছে বলিনি। ঠিকই কোরেছে বলুন?

    name: দ mail: country:

    IP Address : 24.97.72.160 (*) Date:26 Jun 2014 -- 09:06 PM

    যাহ 'চোপ'ওয়ালা পোস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না?

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.177 (*) Date:26 Jun 2014 -- 09:21 PM

    @দ আমি বলিনি কেউ চোপ বলেছে। জেতা বোলেছে সে নিয়ে আপনার কমেন্ত কি?

    @রবাহুত আমারই দোষ। আলপটকা স্লোগান দিলে দোষ নেই। আই কিউ বেশি ।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.144 (*) Date:26 Jun 2014 -- 09:24 PM

    দয়ের কমেন্ত শুকিয়ে গেল?

    name: Abhyu mail: country:

    IP Address : 81.12.53.79 (*) Date:26 Jun 2014 -- 09:25 PM

    হজবজ, কে কি বলল নিয়ে ঘাবড়াবেন না। এখানে এরকম নানা কিছু হয়। আমাকেই দেখুন না, আমার কানকে কেউ কেউ নিজেদের সম্পত্তি বলে মনে করে। ভেজে খেতে পর্যন্ত চায়। আমি কি উকিলের চিঠি পাঠাই তাই বলে, না রেগে গিয়ে কারো থেকে কম খাই? জাস্ট নামানুষ বলে কাটিয়ে দি।

    শুধু বুদ্ধি না, ইসে নিয়ে পর্যন্ত টানাটানি করে। আমার ক্লাস ফাইভের বায়োলজি অনুসন্ধিৎসা নিয়ে কি করেছিল সে আর বললাম না।

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:26 Jun 2014 -- 09:27 PM

    হিজিবিজি, তা কেন, বললাম তো স্লোগান লেখকের ডেটা প্ল্যানের ওপর জরিমানা হোক। এই নিয়ে একটা প্রকৃত/সিরিয়াস আন্দোলন বা বিপ্লবও করা যেতে পারে।
    আপতত আমি একটা প্রকৃত স্লোগান খুঁজছি, যার মধ্যে পুরো বিপ্লবের প্রেক্ষিত, ইতিহাস, কাব্যনাট্য না নাট্যকাব্য, সিরিয়াস না এন্টারটেনমেন্ট, শৌখিন না মেহনতী, সব পাওয়া যাবে, একবাক্যে।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.159 (*) Date:26 Jun 2014 -- 09:28 PM

    ঘাবরাইনি। অন্যো লোকের নাম জশ নিয়ে শুনে সবাই প্রতিবাদ কোর্ছে আমার আইকিউ নিয়ে মোন্তোব্যে চুপ দিচারিতা দেখ্ছি।

    name: Abhyu mail: country:

    IP Address : 81.12.53.79 (*) Date:26 Jun 2014 -- 09:30 PM

    আরে না না, হজবজ, আমার 09:25 PMপোস্ট দেখুন। এদের বিরুদ্ধে কিছু বলতে গেলে হাতে অনেক্ক্ষণ সময় নিয়ে আসতে হবে, কারণ এরা কিছুতেই মানবে না যে ভুল বলেছিল, তর্ক করেই যাবে, আর আমাকে ভুল প্রমাণ করেই যাবে। সেই জন্যে ভয়ে চুপ করে থাকি।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.148 (*) Date:26 Jun 2014 -- 09:33 PM

    জোরিমানা কেন। ওরা বড়লোক স্মার্টফোন কিনে বিপ্লবের লিন্ক দেবেন দেশ উদ্ধর কোর্বেন প্রোশ্নো কোর্লে আই কিউ কম বোলে ধোমকাবেন। আমাদের ফুটবল খেলা চোলবেনা। গরিব লোক।

    name: Abhyu mail: country:

    IP Address : 81.12.53.79 (*) Date:26 Jun 2014 -- 09:36 PM

    হিজিবিজি বাবু খালি একই কথা বোলে জাবেন। আমার কথা শুনবেন না। এ চোলবেনা।

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:26 Jun 2014 -- 09:37 PM

    আরে কি মুশকিল বলছি তো একজন গরীব বিশ্বকাপ খেলোয়াড় খুঁজে দিন। অথবা ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপ আর গরীবের ফুটবল এক কেন সেটা বোঝান। আমি তো প্রকৃত বিপ্লবী নই তাই বুঝতে পারছিনা।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.145 (*) Date:26 Jun 2014 -- 09:37 PM

    দ সাহস কোরে কমেন্ত কোর্তে পার্লেন না। প্রতিবাদি তো?

    এখ্হনে শুয়োরের বাচ্ছাও বলা যায়? আয়ডমিন বলবেন?

    name: Abhyu mail: country:

    IP Address : 81.12.53.79 (*) Date:26 Jun 2014 -- 09:39 PM

    না না এখানে বলা ঠিক না। এমনকি ছাগলের বাচ্চা বলাও উচিত না। তবে কচি পাঁঠার আবার হাই ডিমান্ড।

    name: দ mail: country:

    IP Address : 24.97.72.160 (*) Date:26 Jun 2014 -- 09:40 PM

    আরে হজবজ, সহানুভুতি কুড়োতে নামলে আর একটু ভাল করে নামুন।

    নাহ আপনাকে আইকিউ কম বলেছে শুনে আমার একটুও সহানুভুতি জাগছে না, বরং একটু একটু হাসি পাচ্ছে।

    name: Abhyu mail: country:

    IP Address : 81.12.53.79 (*) Date:26 Jun 2014 -- 09:42 PM

    আরে আমি হজবজবাবুকে সলিডারিটি জানাচ্ছি। দমদি একটু হেডমিস্ট্রেস মতো - আম্মো ভয় খাই।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.143 (*) Date:26 Jun 2014 -- 09:42 PM

    গরিবরা বিশ্বকাপ খেলেনা ফুটবল খেলে। স্লোগান ভুল দিয়েছে বল্লেন তো। ভুল লিখেছে বোলেছি। ভুল সিকার করে সরি বোল্লেই হয়। ধোম্কালে সবাই আরো হাসবে।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.166 (*) Date:26 Jun 2014 -- 09:49 PM

    বলা যায় কিনা কনফার্ম করবেন? আমার বোল্তে ইচ্ছে কোঅরচ্গে।

    name: sosen mail: country:

    IP Address : 125.242.196.197 (*) Date:26 Jun 2014 -- 09:50 PM

    সব চলে। খালি কাউকে তার নিজের নাম ডাকবেন না। তারে নেম কলিং কয়। ঐটে চলে না।

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:26 Jun 2014 -- 09:53 PM

    হিজিবিজি, যায় যায়, আমি কনফার্ম করলাম তো। ছবি ও সই মিলিয়ে নিতে পারেন, আমি খাঁটি এক নং রবাহুত। তবে সংক্ষেপ করে 'শুবা' বলা অধিক প্রচলিত। শুনতে ভালো লাগে, টাইপও কম করতে হয়, বানান ভুলের চান্স কম।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.157 (*) Date:26 Jun 2014 -- 09:55 PM

    তাহলে বলে দিই। প্রতিবাদের নামে ভরঙ্গ দেখালে তাদের শুয়োরের বাচ্ছ বোলে। এখ্হানে কাউকে কাউকে সেরিকোম মোনে হচ্ছে।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.173 (*) Date:26 Jun 2014 -- 10:09 PM

    প্র্যকটিস নেই তার্রাতারিতে বানান ভুল হচ্ছে দুক্খিতো। আমি ভুল পোস্টার লিখে লোককে ধোমকাইনা। ভুল হতেছে সরি।

    name: sosen mail: country:

    IP Address : 125.242.196.197 (*) Date:26 Jun 2014 -- 10:13 PM

    তাড়াতাড়ি কর্বেন্না। সময় নিয়ে লিখুন। গুরু তো আছেই। আর আমাদের কোনো কাজ নেই, চিন্তা কর্বেন্না। অক্ষদাও এক্ষুনি একটা কালচার দিয়ে এসে বসবেন। স্যানের তো পা ভাঙ্গা। তাড়া করবেন না, জীবনের চেয়ে কি সময়ের মূল্য বেশি?
    আচ্ছা, দমুদিকে গাল দেওয়া হলো কিনা কেউ কিলিয়ার খবর পেল ?

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.173 (*) Date:26 Jun 2014 -- 10:54 PM

    কমেন্ট করতে হবে শুনে দয়ের তো শুকিয়ে গেল।

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:26 Jun 2014 -- 10:56 PM

    আরে না না শুকোবে কেন, সাঁড়াশির দোকানে দেরী হচ্ছে।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.173 (*) Date:26 Jun 2014 -- 11:00 PM

    মাল্টা সাড়াশি দিয়ে টাইপ করে নুলো নাকি?

    name: rabaahuta mail: country:

    IP Address : 172.136.192.1 (*) Date:26 Jun 2014 -- 11:03 PM

    হিজিবিজির সকল খার কেবলি দমেরে লক্ষ্য করে কেন হয়ে গেল কে জানে।

    সাঁড়াশি দিয়ে টাইপ করবে কেন, সে তো অভ্যুর কান ছিঁড়তে লাগবে। আপনাকে মশাই সবই পাখিপড়া করে বুঝিয়ে দিতে হয়।

    name: sosen mail: country:

    IP Address : 125.242.196.197 (*) Date:26 Jun 2014 -- 11:06 PM

    হ্যাঁ মশাই একটু সামলে খেলবেন আর কি--এই তো আমি, হুতোদা, স্যান আছি, আমাদের দিয়ে হাত মক্সো করুন না। সোজা দমদিকে ক্যানো? বিষ্যুতবারের রাতে?

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.173 (*) Date:26 Jun 2014 -- 11:13 PM

    সামলে কেন মাল টা কি ভুত? কথা শুনে ওরমই লাগে।

    name: sosen mail: country:

    IP Address : 125.242.196.197 (*) Date:26 Jun 2014 -- 11:14 PM

    না: আর বাঁচানো গ্যালো না।

    name: kc mail: country:

    IP Address : 222.43.14.33 (*) Date:26 Jun 2014 -- 11:18 PM

    কিন্তু হজবজের এত রাগ কেন? গুছিয়ে বসে একটু গপ্পটপ্প করুন না বাপু। এরা আমরা মোটেও খারাপ লোক নই। বসেন বসেন।

    name: দ mail: country:

    IP Address : 24.97.233.39 (*) Date:26 Jun 2014 -- 11:21 PM

    হজবজ,

    আপনাকে বলেছি তো। দ্যাখেননি? বলেছি যে আপনার আই কিউ কম শুনে সহানুভুতি জাগছে না, বরং হাসি পাচ্ছে।
    কী শুকিয়ে গেল? হিসি? হাগু? খেউড় করতে নেমেছেন যখন, হাত খুলে খেউড় করুন।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.173 (*) Date:26 Jun 2014 -- 11:25 PM

    ধুর খেউড় কোথায় ফালতু বকছেন কেন? বদহজম আছে নাকি?

    name: সিকি mail: country:

    IP Address : 132.177.216.65 (*) Date:26 Jun 2014 -- 11:31 PM

    হিজিবিজিও হেব্বি কিউট মতন। আচ্ছা, হিজিবিজিকে কি কেউ কখনো জোর করে মক্কা পাঠিয়েছিল, ঝুনো নারকোল ইত্যাদি গাল দিতে দিতে?

    ঘুমোতে যাই।

    name: দ mail: country:

    IP Address : 24.97.233.39 (*) Date:26 Jun 2014 -- 11:33 PM

    তাপ্পর? তাপ্পর?? বলুন হজবজ আরো কদ্দুর কী বলতে পারেন? হ্যাঁ কী শুকিয়ে গেল, সেটা স্পষ্ট করে লিখবেন। একদম ভয় পাবেন না। খুব রেগে না গেলে আমি সাইবার হ্যারাসমেন্টে কমপ্লেইন করি না।

    এর আগে মানে ২০১৩তে LGBTদের নিজস্ব অভিজ্ঞতা, স্মৃতিচারণ কেন নাম লুকিয়ে ছাপা হয় এবং তজ্জনিত সম্পাদকীয় স্ট্যান্ড নিয়ে পাইকে মোটামুটি এই লাইনেই (দ্বিচারী ইত্যাদি) একজন হজবজ লিখছিলেন।

    তো, 'হজবজ' নিকটিকে আমরা দ্বিচারী ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতে পারি?

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.105.173 (*) Date:26 Jun 2014 -- 11:41 PM

    যান যান কমপ্লেন করুন পুলিশকে বলুন আমি ভুত কিনা জানতে চেয়েছে। কিসব জোকার মাইরি।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.105.173 (*) Date:27 Jun 2014 -- 01:16 AM

    @পি আপনার স্মার্টফোন ভালো চলছে? মানুষ কিন্তু অনাহারে।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.105.173 (*) Date:27 Jun 2014 -- 02:11 AM

    অক্সের রিঅয়কশন দেখে মনে হচ্ছে হয় স্যামসং গ্যালাক্সি না হয় আইফোন ।

    name: a x mail: country:

    IP Address : 138.249.1.206 (*) Date:27 Jun 2014 -- 03:21 AM

    অ্যাই কে রে আমাকে ষাঁড় বলল? কে কে? একবার দেখিয়ে দে আমাকে! ছেড়ে দে আমাকে ছেড়ে দে, দেখে নেব আমি!

    name: pi mail: country:

    IP Address : 132.163.24.183 (*) Date:27 Jun 2014 -- 07:21 AM

    হজবজ, ফাস্টোকেলাশ ঃ)
    =================================

    এর পরে আর হজবজের কোনও পোস্ট নেই। বছর ঘুরে আবার গরম পড়েছে, হজবজ ফিরে এসেছেন।
  • 4z | 79.157.80.175 | ২২ মে ২০১৫ ০৯:৪২675476
  • সিকি, ২৪৩২০ র আসে পাশে আছে।
  • sosen | 212.142.121.82 | ২২ মে ২০১৫ ০৯:৪৩675478
  • আরে সিকি, ছাড়ো।
    টই বিপথগামী হচ্ছে।
  • hzbz | 15.79.68.161 | ২২ মে ২০১৫ ০৯:৪৫675481
  • সিকি প্রথম থেকে কপি করুন। হাত মারিয়েকে খুব চেতেচিলাম ফ্রেশের্স ওয়েলকাম এর পর।
  • সিকি | ২২ মে ২০১৫ ০৯:৪৫675480
  • আগেপিছে প্রচুর খুঁজলাম। "চোপ" বলা বা "লো আইকিউ" বলা হয়েছে এ রকমের অ্যালিগেশন দেখলাম, কিন্তু তার ডিরেক্ট রেফারেন্স পেলাম না। কিন্তু কাউকে শুওরের বাচ্ছা বলা বা "তোর শুকিয়ে গেছে" বলার অনেক ডিরেক্ট রেফারেন্স পেলাম।

    আমারও মনে হয়, এটা সাইবার হ্যারাসমেন্টের একটা স্ট্রং কেস হতে পারে।

    এতকিছুর পরে আমার hzbzকে জাস্ট দুটি শব্দ বলার আছে।

    "চল ফোট্‌।"
  • একক | 24.99.48.225 | ২২ মে ২০১৫ ০৯:৪৫675479
  • দিব্য বোঝা যাচ্ছেত পোস্ট এর মানে । একটু জার্গন বহুল শব্দ দিয়ে লে দের পক্ষ থেকে লেলি দের খিস্তেছে । এর মধ্যে নতুন কী ? পাত্তা দিয়ে বারংবার রিপোস্ট এরই বা কী মানে ।
  • সিকি | ২২ মে ২০১৫ ০৯:৪৮675482
  • করে দেব। কিছু টাকাপয়সা লাগবে। অফিসের কাজ বন্ধ রেখে এতকিছু করছি তো! টাকাটা পাঠিয়ে দেবেন, আরও খুঁজে দেব। যেটুকু খুঁজেছি তাতেই আপনার যা ভাষার নমুনা দেখছি, আর বেশি খুঁজতে ইচ্ছে করছে না।

    কেন আসেন এখানে? কী সুখ পান এইভাবে খিস্তিখাস্তা করে?
  • | 183.17.193.253 | ২২ মে ২০১৫ ০৯:৫০675483
  • লেলি মানে কী?
  • একক | 24.99.48.225 | ২২ মে ২০১৫ ০৯:৫২675486
  • @ম
    লেফট লিবারাল ।
  • dc | 132.164.209.217 | ২২ মে ২০১৫ ০৯:৫৩675487
  • সাড়াশি দিয়ে টাইপ করে - এরকম কনসেপ্ট যার মাথায় আসে তাকে লো আইকিউ কে বলেছে (যদি বলে থাকে তো)? যাতা :d :d
  • a x | 60.171.26.111 | ২২ মে ২০১৫ ০৯:৫৫675489
  • না না আমি বলেছিলাম লো আই কিউ। যেখান থেকে কপি পেস্ট করেছ, তারও আগে। কিন্তু কাটাও এটা, আমি এর আরো লম্ফঝম্ফ বেড়ে যাবে এমন কিছু লিখেও কাটিয়ে দিলাম।
  • | ২২ মে ২০১৫ ০৯:৫৫675488
  • 'দ'য়ের তো শুকিয়ে গেল'
    আর
    'মালটা নুলো নাকি'
    শুধু এই দুটোর জন্যই পুলিশে যাওয়া যায়।
    যাগ্গে অ্যাটেনশান সিকারকে আর সময় দেবার ইচ্ছে নেই।

    কিন্তু সিকির কার কার সাথে টকিং টার্মস নাই, সেইটা জানার জন্য পেট ফুলে যাচ্ছে। কার? কার??
  • hzbz | 181.25.193.78 | ২২ মে ২০১৫ ০৯:৫৬675491
  • ইত স্তার্ত্স ফরম হেরে।

    name: a x mail: country:

    IP Address : 86.31.217.192 (*) Date:25 Jun 2014 -- 11:30 PM

    সাব আই-কিউ মন্তব্যর উত্তর দিই না।

    name: aka mail: country:

    IP Address : 76.168.180.214 (*) Date:25 Jun 2014 -- 11:29 PM

    আরে নারে বাবা গুলাই নাই। সম্পূর্ণ অ্যানেকডোটাল কিন্তু পোষ্কার, তাদের ইএমআই দিয়ে হাতে কিছু থাকে না। ৮৫ না হয়ে ৭০ হতে পারে কিন্তু ৩০ শতাংশের অনেক বেশি। কোন ব্যাঙ্ক জানি না।

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.169 (*) Date:25 Jun 2014 -- 11:26 PM

    লোকের খাবার নেই ফিল্ম ফেস্টিভাল করবেন না সুমনের জলসা করবেন না ফুটবল কেলবেন না। ভয়ন্কর।
  • rabaahuta | 82.209.12.191 | ২২ মে ২০১৫ ০৯:৫৬675490
  • আমার নামটা এবার কোর গ্রুপের জন্যে বিবেচনা করবেন। কত পোস্ট করেছি হুহু।
  • mumu | 85.169.2.52 | ২২ মে ২০১৫ ০৯:৫৭675493
  • দ, এ বাবা আমাকে কোশ্চেন করা হৈচিলো বুইতে পরিনি।পরে উত্তর দি্চ্চি।আগে এই মহাভারত টা শেষ হোক ঃ-)
  • dc | 132.164.209.217 | ২২ মে ২০১৫ ০৯:৫৭675492
  • এবার থেকে ওয়াটসয়াপে এরকম রিপ্লাই পাঠাবো - হালার পো হালা, তুই তো সাড়াশি দিয়ে টাইপ করিস, তোর আবার এতো ইয়ে কিসের? :d
  • Bhagidaar | 218.107.71.70 | ২২ মে ২০১৫ ০৯:৫৮675496
  • আম্মো জানতে চাই!
  • সিকি | ২২ মে ২০১৫ ০৯:৫৮675494
  • পড়লাম। কী আর বলব, আপনার আইকিউ যে লো লেভেলের সেটাই আরেকবার বুঝলাম।

    কপিপেস্ট করার ঝকি আর নিলাম না। উৎসাহীরা 25 Jun 2014 -- 11:26 PM থেকে পড়ে দেখতে পারেন আর মজা লুটতে পারেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন