এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ৯০৮৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ মে ২০১৫ ০৯:৫৯675498
  • হ্যাঁ মুমু প্লীজ। মানে যশোধরা মোটামুটি বিখ্যাত ও পরিচিত লেখক তো। ঐজন্যই আমি বুঝতে চাইছি।
    আপাতত অফিস যাই, পরে দেখে নেব
  • hzbz | 172.247.72.216 | ২২ মে ২০১৫ ০৯:৫৯675497
  • সিকি আর কিজেন একটা মাল চল ফট বলেছে দ আবার বলে পুলিশে দেবে। কতবার নিজের থুতু চাটবে রে বাবা। গুড culture
  • সিকি | ২২ মে ২০১৫ ১০:০১675500
  • যাক। কেস প্রতিষ্ঠিত। আমার মনে হয় এবার একে ইগনোর মারা যেতেই পারে। তেমন দরকার হলে সাইবার সেল তো আছেই।
  • sosen | 212.142.121.82 | ২২ মে ২০১৫ ১০:০১675499
  • সিকি বাবা এবার এখানে টকিং থামাও। লোকের যা পার্সেপশন বলেচে, এতে এত ডিফেন্সিভ হওয়ার কিস্যু নাই।
  • | 183.17.193.253 | ২২ মে ২০১৫ ১০:০৪675502
  • সেই ছোটবেলার ক্যালগ্লোবাল মনে পড়ে গেলো- যাঃ । ইগ্গি দিলাম
  • hzbz | 172.247.72.216 | ২২ মে ২০১৫ ১০:০৪675501
  • যান সাইবার সেলে। কত মুরদ দেখি। পুলিশ কি বলল কাল এসে বলবেন।
  • hzbz | 172.247.72.216 | ২২ মে ২০১৫ ১০:০৭675503
  • সসেনের কমেন্ট দেখে খুব ভালো লাগলো। হাত মারা চাল ফট = ডিফেন্সিভ । অফেন্সিভ = ?
    আমক দিলাম ভাতে বসে করবেন।
  • a x | 60.171.26.111 | ২২ মে ২০১৫ ১০:১২675504
  • শুনুন হিজিবিজি, খুব পরিষ্কার করে বলি। আইকিউ নিয়ে আমি খুব কনশাসলি কিছু বলিনা, কেননা আইকিউ মেজারে এবং ডেফিনিশনে একেবারেই বিশ্বাস করিনা। কিন্তু আমি লোককে কিছুটা হলেও রিড করতে পারি। আপনি ঐ পোস্টের অনেক আগে থেকে ক্রমাগত খুঁচিয়ে যাচ্ছিলেন এবং শুধু আমাকে না। ইগ্নোর করে গেছে অনেকেই, আপনি ছাড়েন নি। আমি জানতাম, এক্স্যাক্টলি কী বললে আপনি তিড়িং বিড়িং করতে শুরু করবেন। দেখা যাচ্ছে সেটা খুবই কার্যকর হয়েছিল। এখনও চলছে। আপনি ৫০টা লাইন খরচা করে যা করতে পারেন নি, আমি পাঁচটা শব্দে করেছি। ভবিষ্যতে খোঁচানোর সময় খেয়াল রাখবেন, আপনি সফট টার্গেট, আপনাকে সহজেই উত্তেজিত করা যায়।
  • hzbz | 87.247.181.163 | ২২ মে ২০১৫ ১০:২২675505
  • এত মিথ্যে কথা বলে কেন সোজা চল ফট বললেই হয়।
  • mumu | 85.169.2.52 | ২২ মে ২০১৫ ১০:২৬675508
  • দ কে,
    কথাগুলো শুদু যশোধরা কে বলা হয়েছে এভাবে নেবেন না,ভাবুন যদি অন্য যে কাওকে বলা হল

    ১) একাধিক লোক ভাল বললেও একজনের খারাপ লাগা বলা উচিৎ নয়? একজনেরও?

    দেখুন,অনেকেই ভালো বলেচে।তাতে কোরে কি একজনের "লিখবেন্না " এটা বলার অধিকার এসে যাই?ঈকি রোদ্দুর রায় এর গান যে বলব দাদা গাইবেন না।ভালো লাগবেনা হয়্ত বলা হল, ভালো লাগেনি,বা অন্যোগুলোর মতো হয়নি।কিন্তু লিখোনা এটা বলা কি ঠিক?

    সিকি,মূলত সর্ষে বা আত্মজিবনী লেখে। তো সে যদি ,গোয়েন্দা গপ্পো লেখে কি বল্বো? এহ্হ,শ্রাবনীর মত হো্চ্চেনা মোটেই।কাটান দ্যান।

    ২) একজন খারাপ বললেই বাকী সবকজনের ভাল বলা নাল এন্ড ভয়েড হয়ে যায়? সেক্ষেত্রে কতজন ভাল বললে একজনের খারাপ টা কাটত?

    এটা কি +৫ -৫ যে কাটাকুটি হয়ে যাবে।শোধবোধ হয়ে গেচে এরাম করা যায় নাকি?

    বিয়েবাড়িতে কনে সেজে বসে আচে।সবাই বল্ল কি সুন্দর কি মিত্তি, এক্জন বোল্লো "ঈশ কি বাজে মেক আপ,ক্যাট ক্যাট কোর্চে"।কনের কোনটা মনে থাকবে?সেই মেয়ে সুন্দরি হলে,কাটিয়ে দেবে। কালো ,নিজেকে নিয়ে কন্সাস মেয়ে হলে? মাথর মধ্যে ঐ ঘুরবে।লেখাটাও তাই।বিখ্যাত হলে কিস্সু এসে যায়্না,নতুন হলে কন্ফিডেন্স এর শ্রাদ্ধ

    ৩) আপনি খারাপ লাগা প্রকাশের জন্য কিছু শব্দের ব্যবহার বেঁধে দিতে চাইছেন? আপনার পছন্দমত?

    একেবারেই না।খারাপ কে খারাপ বলুন।লিখবো কি লিখবো না সেটা নিজের ব্যাপার
  • hzbz | 101.109.247.173 | ২২ মে ২০১৫ ১০:২৭675509
  • And this was my first post. I never said anything to you before this.

    name: hzbz mail: country:

    IP Address : 176.137.101.169 (*) Date:25 Jun 2014 -- 11:26 PM

    লোকের খাবার নেই ফিল্ম ফেস্টিভাল করবেন না সুমনের জলসা করবেন না ফুটবল কেলবেন না। ভয়ন্কর।

    Your reply was was
    name: a x mail: country:

    IP Address : 86.31.217.192 (*) Date:25 Jun 2014 -- 11:30 PM

    সাব আই-কিউ মন্তব্যর উত্তর দিই না।

    Anybody can check this. This is how u guys talk. Its all archived.
  • Abhyu | 118.85.88.75 | ২২ মে ২০১৫ ১০:৩০675510
  • mumu, সিকি যে পোস্টগুলো কপি পেস্ট করেছে তাতে দেখা যাচ্ছে আমি কিন্তু "নতুন" লোককে "এলেবেলে বলে পাত্তা দেবার কোন দরকার নেই" অ্যাটিচিউড নিয়ে চলি না, তাই নয়?
    আমার নিজেরই মনে ছিল না, অনেকদিন পর নিজের পোস্ট পড়তে বেশ লাগল :)
  • cm | 116.208.117.32 | ২২ মে ২০১৫ ১০:৩২675512
  • বাংলায় কইলে হয় না? TH বাবু যে কিছুই কইলেননা। X প্রমাণ করিতে হইলে Y যথেষ্ট মার্কা কথা হল। বলি ঐ অলিন্দে ঢুকবে কে?
  • Abhyu | 118.85.88.75 | ২২ মে ২০১৫ ১০:৩২675511
  • আরেকটা কথা, "লিখবেন না" কথাটা যিনি লিখেছেন সেটা তাঁর দায়িত্ব। তাঁর লেখার দায় অন্যদের ঘাড়ে পড়বে কেন? এমন তো নয় যে "সবাই" ঝাঁপিয়ে পড়ে বলেছে "ঠিক ঠিক লিখবেন না"
  • সিকি | ২২ মে ২০১৫ ১০:৩৩675513
  • মুমুর সঙ্গে একমত। এক নং পয়েন্টে। "লিখবেন না" বলাটা বেশ হার্শ লেগেছিল আমারও।

    আসলে কী জানেন, খোলা পাতা। যে কেউ যেমন খুশি কমেন্ট করতে পারেন, মডারেটেড নয় তো। জস্ট একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে কতটা লেখা উচিত কতটা নয়। সেটাও মেনে চলার কোনও বাধ্যবাধকতা নেই। আপনি এই যে প্রতিবাদ করলেন, এটাই ভালো লাগল। আমি সহমত।
  • সিকি | ২২ মে ২০১৫ ১০:৩৭675514
  • কিন্তু ওটুকুই। সবাইই যে প্রতিবাদ করবেন এমন কোনও কথা নেই, প্রতিবাদের ধরণও এক রকমের হয় না। এর মধ্যে কোনও "দলবাজি" বা "বুলিইং"এর গল্প নেই। সবাই যে যার নিজের নিজের মত রিয়্যাকশন জানায়। এই যে আমি ওপরে এতটা লড়ে গেছি - সম্পূর্ণ স্বেচ্ছায়। অক্ষ, ফোজ্জি, অভ্যু বা দ-এর সঙ্গে আমার কোনও দল নেই, অনলাইনে বা অফলাইনে। এদের সঙ্গে অনেক বিষয়েই আমার বনে না, কিন্তু সেখানকার কথা কাটাকাটি সেখানে, এখানে এই টপিকে আমি যেটুকু লিখেছি পুরোপুরি নিজের ইচ্ছেয়, নিজের মত। কোনও দলবাজির প্রভাবে নয়।
  • mumu | 85.169.2.52 | ২২ মে ২০১৫ ১০:৪৩675515
  • ইসে,সবাই করেনা।এক্দম ঠিক। তাই ফিরে আসি ,পড়ি।

    অভ্যু কে,
    আপনি চলেন না। কিন্তু কেও কেও করে।পরে দেখতে পেলে বলব।

    সিকি কে,

    ঃ-)
  • aka | 34.96.239.132 | ২২ মে ২০১৫ ১০:৫১675516
  • কিন্তু মুমুর হাতের লেখা কি সুন্দর হয়েছে। না দেখলে বিশ্বাসই করতাম না এই মুমু আর সেই মুমু একই লোক।
  • mumu | 85.169.2.52 | ২২ মে ২০১৫ ১০:৫৫675517
  • আমার আগে বাজে হাতের লেখা ছিল? আমি তো আগে লিখ্তাম না ঃ-(
  • aka | 34.96.239.132 | ২২ মে ২০১৫ ১০:৫৭675519
  • আরে আপনিই তো রেসিডেন্ট ত্রিনো, সিকির ফ্যান? না?
  • শাক্য | 233.176.166.244 | ২২ মে ২০১৫ ১০:৫৮675520
  • ন্যাড়াদা সেনাইল কথাবার্তা বলছেন। একটা সিনেমার কেন সীন বাই সীন অ্যানালিসিস করা হল না এরম বোকা বোকা প্রশ্নের জবাব হয় না। ওইটা করতে গেলে ৫০০ কি ১০০০ শব্দের লেখায় কুলোয় না। আর অনিন্দ্য বলেই দিয়েছিলেন সিনেমাটা উনি দেখেননি। সেটা নিয়ে বরং ওনাকে চাটা যেতে পারত যে না দেখে এত অ্যাসিউম করে নিচ্ছেন কি করে। কিন্তু সে অন্য প্রসংগ।

    একটা ফিল্মের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে নেম ড্রপ হবেই। স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলতে গেলে যদি গসিয়ান ডিস্ট্রিবিউশনের প্রসংগ উঠলেই পাব্লিক রে রে করে ওঠে তাহলে তাকে দূর বাল বলে কাটিয়ে দিতে হয়। সরি বাট কিছু করার নেই। এই জালিম দুনিয়া অ্যান্টি-স্নবদের নিয়ে এরম-ই খিল্লি করে :( । ওপরচালাকির ডান্ডা-গুলি ওপরবোকামীর লুডো খেলার থেকে ঢের ভাল, আগেই বলেছি।

    বরং অনিন্দ্য যে গুরূত্বপূর্ণ পয়েন্টটা তুলেছিলেন, নস্টালজিয়ার ডিহিস্টরাইজেশন, সেটা নিয়ে কথা হলে ওখানে বেটার হত। অনিন্দ্যকে নাহয় ধুয়ে দেয়া যেত সেই নিয়েই। সেই সূত্রে লোকজন সিনেমা প্যারাডিসোর প্রসংগ আনতেন, হয়ত কেউ কপালকুন্ডলার কথা তুলতেন। ইতিহাস কেমনভাবে উপন্যাসের হাত ধরেছে এবং কিভাবে লেখকের বা ফিলমমেকারের নস্টালজিয়া সেই ঐতিহাসিকতাময়কে রিকন্সট্রাক্ট করছে এবং সেই সূত্রে কেন ওপেন টি-র এই কলোনিয়াল ভিউপয়েন্ট থেকে নস্টালজিয়ার বিভ্রম আসলে প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে সেগুলো নিয়ে অনেকে বলতেন। অনিন্দ্য বা তাঁর ছাত্র পরিচয় এসে বলত না হয়। আমরা সমৃদ্ধ হতাম। সেসব না হয়ে পাতি হল্লাবাজিতেই আটকে গেল। আর আমাদের সময় উত্তর বা দক্ষিণ কেমন ছিল শুধু সেই স্মৃতি-রোমন্থন। সেগুলোর-ও ভীষণ দরকার আছে। দরকার নেই বলছি না। কিন্তু রাজনীতিটুকু বুঝব না? সমস্ত আল্লোচনাকে এত ডিপলিটিসাইজ ডিহিস্টরাইজ করে দেব কেন? গুরুতে তো এই প্রত্যাশা ছিল না !

    আমি শুধুই আড্ডা মারতে এখানে আসি না। এগুলো নিয়ে জানতেও আসি। শুধু আড্ডা মারতে হলে গুরুর থেকে অনেক ভাল জায়গা আছে, যেমন ফেসবুক। গুরুকে জাস্ট দুর্গাপুজোর কূটকচালির জায়গা বা সানন্দার আড্ডাস্থল বানিয়ে দিলে আর আসব না। তাতে কাআরোর কোনো ক্ষতিবৃদ্ধি হবে না। আমার হবে। কারণ এখান থেকেই অনেক কিছু জেনেছি
  • mumu | 85.169.2.52 | ২২ মে ২০১৫ ১০:৫৯675521
  • এ বাবারে না না, আমি এই আগের সপ্তাহ থেকে লিকছি দাদা।আরেক্জন মুমু আচে নাকি?
  • সিকি | ২২ মে ২০১৫ ১১:০০675522
  • আকা ছড়াচ্ছে। ওটা ম্মু, Mmu। এটা মুমু, অন্য লোক।
  • Abhyu | 118.85.88.75 | ২২ মে ২০১৫ ১১:০১675523
  • আর বানান ভুল নিয়ে। আগে একবার বিপদার বানান ভুল নিয়ে বলেছিলাম, কারণ আমারো ভুল বানান বড্ড চোখে লাগে। কিন্তু পরে বিপদা একটা লেখা লিখেছিলেন - কেন লেখেন সেই নিয়ে। সেই লেখাটা পড়ার পর থেকে ওনার বানান ভুল নিয়ে কথা বলতে যাই না।

    বক্তব্য হলঃ সব লোক এক নয়, আবার একজন লোকেরও আচার ব্যবহার লেখাপত্রের ধরণ বদলায় দিনে দিনে (ব্রতীন্দা আর লিস্ট করে না) - সেটাও হিসেবে রাখতে হবে। একদিন কাউকে খারাপ লেগেছিল মানে সে চিরকালই খারাপ থাকবে এমন তো নাও হতে পারে?
  • mumu | 85.169.2.52 | ২২ মে ২০১৫ ১১:০৪675524
  • নতুন লেখার সময়,অদ্ধেক বানান কিভাবে লিখতে হয় বুয়তেই পারিনা।এতে লোকে গাল দিলে কি করবো বলেন? এই অসুবিধে অনেকের ই হয়
  • Abhyu | 118.85.88.75 | ২২ মে ২০১৫ ১১:১০675525
  • শাক্যকে একটু খুলে বলি - কিছু মনে করবেন না। এই লাইনটা ধরুন -
    ইতিহাস কেমনভাবে উপন্যাসের হাত ধরেছে এবং কিভাবে লেখকের বা ফিলমমেকারের নস্টালজিয়া সেই ঐতিহাসিকতাময়কে রিকন্সট্রাক্ট করছে এবং সেই সূত্রে কেন ওপেন টি-র এই কলোনিয়াল ভিউপয়েন্ট থেকে নস্টালজিয়ার বিভ্রম আসলে প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে সেগুলো নিয়ে অনেকে বলতেন।
    এটা পড়তে আরম্ভ করে আমি কাটিয়ে দিলাম - কেন? না বাক্যটা বড্ড কঠিন। অনেকগুলো শব্দ যেগুলো আলাদা করে হয়তো খুব কঠিন না, ধরুন "ঐতিহাসিকতাময়" (যদিও আমার ধারণা শব্দটা ভুল) সেগুলো পাশাপাশি বসে এমন একটা জিনিস তৈরী করেছে যেটা দেখলেই (পড়লেই নয়) মনে হয় - ওরে বাপা রে। তো, সিনেমা হল ওপেন টি বায়োস্কোপ, দেখতে বসেছি মুড়ি খেতে খেতে, সেই নিয়ে এতো কঠিন জিনিস তো আমি এড়িয়ে যাবই। আপনি বলতেই পারেন পাঠক কেন এই টুকু পরিশ্রম করবেন না, কিন্তু আমি তো কমলকুমার পড়তে বসি নি। হাল্কা চালের সিনেমা দেখতে বসেছি, সেই নিয়ে আলোচনা করতে চাইছি। সেখানে এরকম থান ইঁট দেখলে একটু খিল্লি করতে ইচ্ছে হবে না? হওয়া উচিত নয় হয় তো, কিন্তু সেটা অ্যালাউ না করলে আনমডারেটেড সাইটে আর থাকে নি?
  • bawal | 125.112.74.130 | ২২ মে ২০১৫ ১১:১১675526
  • "আমি তো চাইবই গুরু একটা ভাল পত্রিকা হোক, এক্ষণ বা অনুষ্টুপের মতন। আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিংটাও সেটাই ছিল শুরুতে।" - না ছিল না। গুরু আগাছার জঙ্গল । "সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি"
    আমাদের কথা ১ পরে ফেলুন ।
    http://www.guruchandali.com/amaderkatha/2004/04/11/1081701360000.html#.VV7A7UZnCik
    আর কেউ যদি কাফকা না মাড়িয়ে বচ্চন মারায় তাহলে আপনার কি আপত্তি ? গুরু গুরুই থাক অনুষ্টুপ হবার দরকার কি ?
    তবে পরস্পর পিঠ চুলকানি গুরু তে আছে , বা অপছন্দের লেখক কে সমবেত বুলি করাও গুরু তে আছে এটা সত্যি
  • ন্যাড়া | 172.233.205.42 | ২২ মে ২০১৫ ১১:১২675527
  • শাক্য, বাবা অনেক দেখনদারী হয়েছে। আমায় ক্ষ্যামা দাও। যাও গিয়ে থ্রেডটা পড়ে তোমার জ্ঞানের আলো ছড়াও। সিঁফো যে কোন কারণেই গদার-টদার আমার ঘাড়ে চাপিয়েছে। আর সেই খেই ধরে তুমি "আমি কত জানি" বিগ্রহ সাজতে চাইছ। দ্যাটস ইওর প্রেরোগেটিভ। কিন্তু শিখন্ডী অন্য কাউকে খাড়া কর।
  • শাক্য | 233.176.166.244 | ২২ মে ২০১৫ ১১:১৮675528
  • এটুজি, বুঝলাম। কিন্তু সকলেই যদি আপনার মতন কাটিয়ে দেয় তাহলে কোনো সিরিয়াস আলোচনা হবে না। তখন ওপেন টি নিয়ে যদি দেখি অন্য কোনো ভিউপয়েন্ট এসেছে অন্য কোন পত্রিকায় তাহলে আমি গুরু ছেড়ে সেটাই পড়তে যাব, কারণ আমি জানি যে গুরুতে সেই এক-ই চর্বিত-চর্বণ পাব, কোন নতুন কথা শুনব না। নতুন কথা যেখানে পাব সেখানেই যাব। এটুকুই।

    আর বাওয়াল, আড়ালহীন চারণভূমিতে বাইরের গরু ছাগল ঘাস খেতে ঢুকলে তাকে দল বেঁধে কঞ্চি হাতে তাড়া করতে নেই। ওতে বেসিক রুলের বিঘ্ন ঘটে
  • Bhagidaar | 218.107.71.70 | ২২ মে ২০১৫ ১১:২০675530
  • এটুজি এখন ঘুমুচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন