এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ৮৯৮৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 122.79.35.152 | ২৩ মে ২০১৫ ১৯:১২675665
  • অবন্তিকার মূল প্রস্তব ট আ কি লোকে বেছে পরে কেনো নাকি জেনেরালি কোম পড়ে কেনো? মোটামুটি ছোটো আই কভার করে দিয়েছে বেসিকালি অমার্বক্তব্য হলো কিচুতেই বিচলিত না হয়ে লিখে জাওয়া ছরা তোমার আর কোনো কাম থাকা উসিত না জীবনানন্দ কাউকে পড়াতে পারেন নি এমোন কত লেখা আছে মেদিঅ বূম এর ফলে অম্রা তো তাও কতো লেখার সুজোগ পাচ্ছি পথ কি পোড়্বে তাতে তোমার কি নিজে জাও পাথক সন্খ্য নিরপেক্ষে নিজের বক্তব্যো বলো পসন্দ মতো অন্যের কথও বলো এতো ভেবি না ;-)
  • h | 122.79.35.152 | ২৩ মে ২০১৫ ১৯:১২675664
  • অবন্তিকার মূল প্রস্তব ট আ কি লোকে বেছে পরে কেনো নাকি জেনেরালি কোম পড়ে কেনো? মোটামুটি ছোটো আই কভার করে দিয়েছে বেসিকালি অমার্বক্তব্য হলো কিচুতেই বিচলিত না হয়ে লিখে জাওয়া ছরা তোমার আর কোনো কাম থাকা উসিত না জীবনানন্দ কাউকে পড়াতে পারেন নি এমোন কত লেখা আছে মেদিঅ বূম এর ফলে অম্রা তো তাও কতো লেখার সুজোগ পাচ্ছি পথ কি পোড়্বে তাতে তোমার কি নিজে জাও পাথক সন্খ্য নিরপেক্ষে নিজের বক্তব্যো বলো পসন্দ মতো অন্যের কথও বলো এতো ভেবি না ;-)
  • h | 127.194.251.110 | ২৩ মে ২০১৫ ১৯:১৮675666
  • আনুবাদ সাপেক্ষে ওপ্রের কথা গুলো খুব সিরিয়াস মানে আছে বাইরে থেকে ফস করে বোঝা জাছে না;-)
  • h | 127.194.251.110 | ২৩ মে ২০১৫ ১৯:৩৩675667
  • ই মশাই এর বক্তব্যের সঙ্গে না হলেও এক্তা ভবনার সঙ্গে আমার্দেখ্ছি অয়প্রোচ অলাদা আই ডোন্ট ফিল গ্রেট্ফুল টু এনি জার্নাল দুটি বিদেশি গোতা পান্চ সাতেক বান্গ্লা পত্রিকায় লিখেহ্হি গুরু তে তো সব্সময়েই লিখে লিকের কান ও চোখ পচিয়ে্দিলাম বাট আই ডোন্ট ফিল গ্রেট্ফুল তান্দী জায়্গা আচে আমার কিসু রাবিশ আছে মিলে গেলে মিলে গেলো নৈলে মিল্লো না ফাইন আমি জদি লেখক না হই বান্গ্লা সহিত্য তথা মনন জগতের কোনো ক্ষতি নাই তু বি হনেস্ত আমারো নাই;-)
  • h | 122.79.37.51 | ২৩ মে ২০১৫ ১৯:৩৮675668
  • *তা'ন্দের জায়গা আছে ইত্যাদি
  • সিকি | ২৩ মে ২০১৫ ১৯:৪৭675669
  • হনুরও কি চশমা ভেঙে গেছে?
  • dc | 132.164.179.221 | ২৩ মে ২০১৫ ১৯:৫৯675670
  • সাঁড়াশি দিয়ে টাইপ করছেন না তো?
  • Arpan | 125.118.216.149 | ২৩ মে ২০১৫ ২০:৪৫675671
  • এইটা হনুর বিটা ভার্সন।
  • sinfaut | 69.93.201.46 | ২৩ মে ২০১৫ ২০:৫৮675672
  • হনুদা স্মার্ট হইচে।
  • h | 127.194.251.110 | ২৩ মে ২০১৫ ২১:৩৯675674
  • ঃ-)))))
  • h | 127.194.251.110 | ২৩ মে ২০১৫ ২১:৫৫675675
  • সি এম এর পোস্ট নিয়া একটা বক্তব্য হল, যে কোনো বিষয় - ই শেষ পর্যন্ত 'আত্মানুসন্ধান' হয়ে ওঠে, where we indefinitely talk about ourselves এখন এইটা কখনো কখনো বীভৎস বোরিং। এইটা গুরুচন্ডালি র একার সমস্যা না। ইংরেজি শিক্ষিত উচ্চবর্ণ বাঙালি অধুনা কর্মরত মানুষের সেট টা আসলে খুব ই ছোটো। দু চারটে মহিলা দের লেখা ছাড়া, আমি তো এমনকি লিভ্ড এক্সপিরিয়েন্স এর ডিফারেন্স ও বেশি পাই না, অসইহ্য বোরিং। মানে এটা সোশাল নেট -ওআর্কিং এর জেনেরাল সমস্যা। কি আর করা যাবে, টেলি সিরিয়াল এর ন্যায় সোশাল নেটওয়ার্কিং ও চলবে। কিচু কিচু কথা বলার একটা সুযোগ পাইলো সেটারে ইউজ কইরা সে অশ্ব ডিম্ব প্রসব করল তো কি হয়েছে, বাজে উপন্যাস কি ল্যাখা হয় না? তই বলে কি উপন্যাস তুলে দিতে হবে, তাহলে আমার কি হবে, বাজে উপন্যাস লেখাটা তো একটা মৌলিক অধিকার।
    অবন্তিকার বক্তব্য অন্যো একটা দিক আছে, যে একটা গ্রুপিজম আছে লেখা পড়া ফিড ইত্যাদির মধ্যে। তো আছে। তো কি করবো, তাই বইলা কি কি নিজের কথা, যে কথা বলার মত মনে করতাছো লিখবা না? আর যা লিখছো, সব কিসু তো অফ দ্য হাইয়েস্ট অর্ডার না হলেও চলবে, দ্যাট ইটসেল্ফ ইজ পার্ট অফ দ্য ডেমোক্রিটাইজেশন। এই ধর, গত ত্রিশ বছর ধরে টানা নানা বাতেলা মেরে ও লিখে এটা মোটামুটি সন্দেহাতীত ভাবে প্রমাণ করেছি, আমার বিন্দুমাত্র ওরিজিনালিটি নাই। তো তাতে কি হয়েছে। আমি মনে করি, যতদিন বিজেপি ও কংগ্রেস থাকবে, নট নেসেসারিলি ইন এনি পার্টিকুলার অর্ডার, বাজে কনজারভেটিজম ন্যাশনালিজম থাকবে, তদ্দিন আমি এক ই কথা বার বার বলে যাবো। এই যে মার্কেট পন্থী রা বা ন্যাশনালিস্ট রা, এরা কি খুব নতুন কথা বলছে, সব ই টুকে টুকে বলে চলেছে, তো শ্লা আমি অরিজিনালিটির লজ্জায় লুকিয়ে থাকবো কেন, বাজে নেগেটিভ চিন্তা কাটাও, যা প্রাণে চায় লেখ। এই ধর জেন্ডার ইনিকুয়লিটি জিনিসটা, এটা বন্ধ না হওয়া অব্দি মেয়েদের লেখার একটা প্রয়োজনীয়তা থাকছে, অতএব ঐ অব্দি লেখো, তার পরে দেখছি ;-)
  • Abhyu | 118.85.88.75 | ২৪ মে ২০১৫ ০১:৩২675676
  • কথামৃতে পড়েছিলাম বোধহয় - হৃদয় শ্রীরামকৃষ্ণদেবকে বলেছিল - মামা তোমার সব কথাগুলো একবারে বলে দিও না। তাতে ঠাকুর বলেছিলেন - তোর কিরে শালা? আমার কথা আমি যেমন খুশি বার বার বলব! (প্যারাফ্রেজিত)
  • aka | 80.193.132.169 | ২৪ মে ২০১৫ ০৬:৪৮675677
  • যাঃ হানু একক হয়ে গেল।
  • সুকি | 129.160.188.112 | ২৪ মে ২০১৫ ০৯:৫৬675678
  • অভ্যু কি কথামৃত পড়ছেন খুব আজকাল? আপনার কোটেশনগুলি খুব জুতসই লাগছে।

    একটা হালকা রিকোয়েষ্ট আছে - কর্পোরেট জগতে কাজে লাগানো যাবে এমন কিছু কথামৃত থেকে উদ্ধৃতির সাজেশন দেবেন প্লীজ? অবশ্য দিলেও সেগুলি ইংরাজীতে ট্রেন্সেলেট করতে চাপে পড়ে যাব - তবে দিন তো আগে, পরে না হয় অন্য গুরু ভাইদের হেল্প চাইব।
  • h | 127.194.251.110 | ২৪ মে ২০১৫ ১০:০৮675679
  • এ হালকা কোথায় এতো যথেষ্ট কঠিন ;-)
  • aka | 34.96.239.132 | ২৪ মে ২০১৫ ১০:১২675680
  • টাকা মাটি মাটি টাকা।
  • Abhyu | 118.85.88.75 | ২৪ মে ২০১৫ ১০:২২675682
  • প্রথম লিঙ্কটাকে দ্বিতীয় খণ্ড থেকে হিন্দী অনুবাদও আছে
  • h | 127.194.253.218 | ২৪ মে ২০১৫ ১০:৩৬675683
  • আমি একটা অনুরোধ করতে চাই। গুরুচন্ডালি র বিভিন্ন টই থেকে কর্পোরেট জগতে কাজে লাগতে এরকম একটা কোটেশন এর সংকলন এর চটি বের করা হোক। তার পরের ধাপ হচ্ছে, লেখক ধরে ধরে। তার পরেই দস্তয়েভস্কি অবশেষে ফুকো ও মার্ক্স।
  • Abhyu | 118.85.88.75 | ২৪ মে ২০১৫ ১০:৩৯675685
  • এটা অনুরোধ না প্রত্যাশা?
  • h | 127.194.253.218 | ২৪ মে ২০১৫ ১০:৪৭675686
  • দুটৈ। এবং গরিমা।
  • h | 127.194.253.218 | ২৪ মে ২০১৫ ১০:৫২675687
  • তাপস, গ্রুপিজম তো আছে। তুমি যেমন আমার গ্রুপে, কিন্তু আমি তো তোমার গ্রুপে না ;-) কিন্তু এই জন্যে না লেখা কি ঠিক? ঃ-)))
  • ranjan roy | 132.176.10.88 | ২৪ মে ২০১৫ ১০:৫৫675688
  • হনুর মার্ক্সকে পুঁজিপতিদের কমোডিটি করে তোলার চক্রান্তের তীব্র পিতিবাদ!!
    " লেনিনকে নিয়ে ব্যবসা কোর না, দোহাই তোমদের!" --মায়াকোভস্কি উবাচ।
    হালখাতার সময় ব্যবসায়ীদের লালশালুতে মোড়া খেরোর খাতা নিয়ে
    হিন্দি সাহিত্যের বামপন্থী লেখক হরিশংকর পরসাই লিখে গেছেন " সাবধান প্রলেতারিয়েত! তোমার লাল ঝান্ডার কাপড় নিয়ে বুর্জোয়ারা বজরঙ্গবলীর চাড্ডি ও পুঁজির হিসেবনিকেশের খাতার মলাট বানিয়ে ফেলছে!"
  • h | 127.194.253.218 | ২৪ মে ২০১৫ ১০:৫৬675689
  • কিন্তু এগুলো বেনে দের জগত। এগুলো কর্পোরেট জগত না।
  • ranjan roy | 132.176.10.88 | ২৪ মে ২০১৫ ১০:৫৮675690
  • হনুর 10.52 am পোস্ট প্রসঙ্গেঃ

    "আমরা দুজনা দুইটি ডালের পাখি,
    একটি রজনী একটি শাখার শাখী।
    তোমাতে আমাতে মিল নাই, মিল নাই,
    তাই বাঁধিলাম রাখী।"
  • lcm | 118.91.116.131 | ২৪ মে ২০১৫ ১১:০৪675691
  • গ্রুপিজিম নিয়ে হানুর ১০ঃ৫২-র এক লাইনের কমেন্টটি প্রণিধানযোগ্য, ছোট্ট কিন্তু গভীর - এটিও ঐ কর্পো কোট্‌স্‌ এর চটিতে যাবে।
  • Abhyu | 118.85.88.75 | ২৪ মে ২০১৫ ১১:০৫675692
  • হানুদা, এখানের গ্রুপ একটা ইক্যুইভালেন্ট ক্লাস। মেম্বাররা নিজেদের মধ্যে রিফেক্সিভ, সিমেট্রিক ও ট্রান্জিটিভ সম্পর্ক রাখে। 10:52 AMর কমেন্টটা ঠিক না।
  • lcm | 118.91.116.131 | ২৪ মে ২০১৫ ১১:১০675693
  • বোঝো! অভ্যু অংক লাগিয়ে দিল - গ্রুপ, ফিল্ড, রিং - সব টানবে এবারে
  • তাপস দাশ | ২৪ মে ২০১৫ ১২:০৩675694
  • এলসিএম, আপনি যেমন বললেন কুলদা রায় যদি বারগ্ম্যান নিয়ে লেখেন, এই প্ল্যানিং টা মার্কেটিং স্ত্রাতেজি। একজন পত্রিকাকার সেটা ভেবে উঠতে পারেন বা না ভেবেও উঠতে পারেন। এবং সেই অনুযায়ী কুলদা রায়কে এরকম একটা লেখার কথা বলতে পারেন। এবার সেটা নিয়ে এগোনো যেতে পারে বা নাও পারে। বা এই যে কথা উঠছে যে এখানে লেখা যা হচ্ছে সেগুলো সব পাঠক পড়ে ফেলেছে, আর গুরুতে যা বেরোচ্ছে তা হল হদ্দ বাসি, গন্ন বেরুচ্ছে। সেরকম যদি হয় তাহলে সেটা তো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে। বলতে হবে যে ভাই, আমরা এখানে যারা নিত্য আসি, গালগপ্প করি, তারা এই বুবুভা নিয়ে আগ্রহী হচ্ছি না কারণ এই এই এবং এই। তো সেটা যদি না হয়, তাহলে তো একটা কামরা বিভাজন হয়ে যাচ্ছে।
  • তাপস দাশ | ২৪ মে ২০১৫ ১২:০৮675696
  • হানু, আইডিইয়ালি স্পিকিং, কোন পরিস্থিতিতেই না-লেখা উচিত নয়, যদি না ব্যাপারটা অসুস্থতার পর্যায়ে যায়। মানে ওই যে বেনের কথা লিখলে, কিম্বা যাদের সক্রিয়তার জন্যে তোমাকে সক্রিয় থাকতে হবে বললে, সেইরকম ক্যাম্প বিভাজন না থাকলে লেখা বন্ধ করা উচিত না বলেই মনে করি।
    আবার এ ও ঘটনা যে যা আদর্শ বলে প্রিচ করি তা সর্বদা প্র্যাকটিসে নিয়ে আসা ভারী শক্ত। লড়াই ই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন