এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ৮৯৮৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.115.2.75 | ৩১ মে ২০১৫ ১৩:২৫675830
  • এখানে কেউ কেউ বলেছেন যে গুরু (আমি শুধুই সাইটের কথা জানি) প্রবাসীদের গরিমা দেখানোর জায়্গা বা ঐ ধরণের কিছু একটা।

    গুরুতে আসলে একটা সেল্ফ সিলেকশন বায়াস আছে। কারণ গুলোঃ

    ১) মানে আমি নিজেও হয়তো গুরু করতাম না যদি কোলকাতার বাইরে না থাকতাম। বিনি পয়সায় বাঙ্গলা লেখা পড়া যায়, আলোচোনা করা যায়, আড্ডা মারা যায়।

    ২) যাঁরা এখানে আলোচোনা করেন তাঁরা অনেকেই অ্যাকাডেমিয়ার/রিসার্চের সাথে জরিত। কাজের চাপ কম, নো ডেডলাইন, অনেক ফ্রি টাইম। এদিক ওদিক অনেক জিনিস পড়াশুনা করা যায়। সহজেই কম্পু, ইন্টারনেটের সুবিধে। কেউ মনিটর করে না।

    ৩) এখনো বাঙ্গালী সমাজে একটা লেভেল অবধি না পৌঁছাতে পারলে পরে গুরুতে এসে তেমন ভাবে কেউ টাইম পাস করবেন না।

    ৪) অবশেষে এখানে যে কিছু বিষয় নিয়ে আলোচোনা হয়, সেই সম্বন্ধে একটু পড়াশুনা বা আইডিয়া বা কৌতুহল না থাকলে এখানে এসে তেমন পোষবে না। যেমন আমি গানের কোনো টইতে ভুলেও ক্লিক করিনা।

    অতএব, সিলেকশন বায়াস।
  • Tapas | 122.79.39.162 | ৩১ মে ২০১৫ ১৪:১৮675831
  • প্রথম লাইনে ভুল আছে । ফলে---
  • B | 127.194.35.118 | ৩১ মে ২০১৫ ১৪:২৯675832
  • "গুরুতে আসলে একটা সেল্ফ সিলেকশন বায়াস আছে। কারণ গুলোঃ"

    বিনম্র প্রশ্ন ১: কারণগুলো 'আমার মতে', না কি কারণগুলো উপসংহার, শেষ কথা বা কন্‌ক্লুসিভ?

    "৩) এখনো বাঙ্গালী সমাজে একটা লেভেল অবধি না পৌঁছাতে পারলে ...."

    বিনম্র প্রশ্ন ২ : 'এখনো' শব্দটা কি টাইপো? মানে ওটা কি এখানে, এখনকার, এরকম অন্য কিছু শব্দের বদলে অসাবধানতাজনিত কারণে বসেছে, নাকি 'এখনো' বা 'এখনও' অর্থেই লিখিত?

    প্রশ্ন করার ধৃষ্টতা মার্জ্জনীয়।
  • researcher | 132.161.33.3 | ৩১ মে ২০১৫ ১৬:০১675833
  • "যাঁরা এখানে আলোচোনা করেন তাঁরা অনেকেই অ্যাকাডেমিয়ার/রিসার্চের সাথে জরিত।

    কাজের চাপ কম, নো ডেডলাইন, অনেক ফ্রি টাইম। এদিক ওদিক অনেক জিনিস পড়াশুনা করা যায়। সহজেই কম্পু, ইন্টারনেটের সুবিধে। কেউ মনিটর করে না"-কিভাবে জানা গেল? কোথায় সেই সব রিসার্চ ল্যাব????সারাজীবনে খুঁজেই পেলাম না।প্রশ্ন করার ধৃষ্টতা মার্জ্জনীয়।কিন্তু উত্তর পেলে গরিবের বড় সুবিধা।

    আর একটি কথা-হাতে সময় থাকলে অসংখ্য বাংলা ও অন্য ভাষার সাইট,অর্কুট ,ফেসবুক ইত্যাদি ইত্যাদি আছে তো।
    আবারও, ধৃষ্টতা মার্জ্জনীয়।

    -
  • kumu | 132.161.33.3 | ৩১ মে ২০১৫ ১৬:২০675834
  • নতুনদের একটু ওয়েলকাম করা গেলে ভালো।আগে অনেকসময় করেওছি।কিন্তু সময়াভাবেই অনেক সময় সম্ভব হয় না।
    তবে এই টইতে দেখে আনন্দ পেলাম,রিসার্চে কাজের চাপ কম,অনেক সময় ইত্যাদি।সোসেন,দে,পাই,পোটকে, টি এঁরা ভাল বলতে পারবেন।
    তবে এটা তো দুপক্ষের ওপরেই নির্ভরশীল।কিছুদিন আগেই একজনের বানানের অসুবিধা থাকায় অনেকে মিলে বুঝিয়ে দিল,আর তিনি সানন্দে বুঝে নিলেন।
  • Soumyadeep Bandyopadhyay | ৩১ মে ২০১৫ ১৬:৩৬675835
  • তাপসের কথা গুলো খুব একটা না বোঝার মত নয় কিন্তু ় আজকে এই সাইটটা যেটা প্রায় বছর দশেক হলো , সেখানে পুরনো লোকজন থাকবে সেটাই স্বাভাবিক ় কিন্তু যদি দেখা যায় , পুরনোরা নিজেদের নিজেদের পোস্টের আনন্দ দুঃখ সার্থকতা নিজেদের মধ্যেই লিমিটেড রেখে দিয়েছেন , নতুন দের কমেন্ট বা নতুন পোস্ট পড়ে দেখার প্রয়োজন ও বোধ করছেন না , তখন নতুন রা এই জায়গাটাকে ইগনোর করতে চাইবে এটাই স্বাভাবিক ় সেটা সাইটের পখখে ভালো নাও হতে পারে ় আমার অদীক্ষিত পাঠক মনে, তাপসের পোস্ট পড়ে এটাই মনে এলো ়
  • sosen | 212.142.69.72 | ৩১ মে ২০১৫ ১৬:৫৩675836
  • আমার কাজের চাপ ফাপ নাই। সে কথা ঠিক। তবে সবার ক্ষেত্রে মানে সব রিসার্চারের ক্ষেত্রে তা নয়।
    এই টইটা এখনো টানার কি কোনো যৌক্তিকতা আছে? বরম এই টইতে না লিখে নতুনরা ওরিজিনাল লেখা ফেখা লিখুন। এটা ফালতু টাইম নষ্ট।
    আর লাইক বাটন লাগায়ে দ্যান, নইলে সব লেখার সমালোচনা টাইপানো আমি হেন কুঁড়ের কম্মো না। সবাই তো সমালোচক না। ভালো লাগলে বাহ লিখব। ব্যস।
  • S | 109.27.138.238 | ৩১ মে ২০১৫ ১৭:০৩675837
  • তাপসবাবু, প্রথম লাইনে যে ভুল নেই সেটা পরের দুটো পোস্টেই পাওয়া গেছে। কাজেই ...........

    @B, এখানে সব্বাই নিজের মতই প্রকাশ করে, অন্যের মত প্রকাশের জন্যে নিস্চই কিছু লিখছি না। "এখনও"। প্রবলেম আছে?

    এইতো আমিই আছি। ভোর সাড়ে ৬ টা অবধি সিরিয়াল দেখছি। এরপরে ঘুমোবো। উঠবো বিকেল ৪ টের সময় ইত্যাদি। অর্কুটে ছিলাম, অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি বহুদিন, তখন অবশ্য বাঙ্গলা কিছুই ছিলো না। ফেসবুকে নেই। আমার ঐসব যেখানে সেখানে লগইন করা পোষায় না।

    "আর একটি কথা-হাতে সময় থাকলে অসংখ্য বাংলা ও অন্য ভাষার সাইট,অর্কুট ,ফেসবুক ইত্যাদি ইত্যাদি আছে তো।" এই কথাটার বিরুদ্ধে কোথায় লিখলাম? আমি তো বলছি ন যে তাঁরা অন্য কোথাও যান না। আর আমি আপনিই বা কেন বলবো যে কোথায় কোথায় গিয়ে কি কি পড়া উচিত।
  • শাক্যজিৎ | 116.51.133.112 | ৩১ মে ২০১৫ ১৭:৫৪675838
  • আমিও রিসার্চের সাথে জড়িত। কাজের চাপ একদম-ই নেই। হাতে অফুরন্ত সময়। তাই পাঁপড় বেলার উদ্যম এবং সুযোগ দুই-ই আছে
  • B | 127.194.63.10 | ৩১ মে ২০১৫ ১৯:৪৩675841
  • S -
    আপনার এখনও বা এখনো, এই দুইয়ের বানানভেদ বা তার শুদ্ধি-অশুদ্ধি নিয়ে কিছু বলি নি। জিজ্ঞাস্য ছিল "এখনো বাঙ্গালী সমাজে একটা লেভেল অবধি...." নাকি "এখনকার বা এখানকার বাঙ্গালী সমাজে একটা লেভেল অবধি" কোনটা আপনি বলতে চেয়েছেন সেটা জানতে চেয়ে।

    যাই হোক, আপনি বুঝিয়ে দিয়েছেন বলে ধন্যবাদ। এবং নিতান্তই কম, হয়তো সাম্প্রতিককালে দ্বৈমাসিক বা ত্রৈমাসিক বা ষান্মাসিক একবার অংশ নিয়ে বা না নিয়েও শুধু টাইম পাসের সুবাদে "একটা লেভেল"এ উন্নীত হওয়ার শংসাপত্রের জন্যও ধন্যবাদ। যেচেই নিলাম, কেড়ে নেবেন না প্লিজ্‌।

    আর প্রশ্ন করলে বা বুঝিয়ে বলতে বললে "আপত্তি আছে?" জাতীয় সন্দেহ রাখবেন না প্লিজ্‌।
  • Bratin | 122.79.38.156 | ৩১ মে ২০১৫ ১৯:৪৬675842
  • এখানে যারা লেখেন তাদের সবার হতে প্রচুর সময় আছে সেটা ঠিক নয়। আমরা অনেকে কাজের সময় থেকে খানিক টা সময় চুরি করে এখানে লিখি।
    আমার কথা বলতে পারি।অনেক দিনের নীপা।২০০৭ থেকে লিখছি।এখন যেন এক বড় পরিবারের ভাগ।মাঝে মাঝে মনান্তর হয়েছে।দুবার বেশ কিছুদিনের জন্যে লেখা বন্ধ করেছি।কিন্তু শেষ অবধি আবার ফিরে এসেছি।এক কথায় গুরু আমার কাছে সকালের
    আনন্দবাজার কিছু সমস্যা থাকলেও এটা না হলে দিন টাই বৃথা।
  • S | 109.27.138.238 | ৩১ মে ২০১৫ ২০:০১675843
  • বোতিন বাবু, সবার কথা লিখিনি।
    বি, প্রবলেম লিখেছি, আপত্তি নয়।
  • Tapas | 122.79.36.184 | ৩১ মে ২০১৫ ২০:৪০675844
  • এস, প্রথম লাইনে যে ভুল আছে, সে আমার ব্যক্তিগত মত। যেমন সোসেনের ব্যক্তিগত মত হল, এই টইতে লেখা মানে সময় নসট। সে আর কী করা যাবে?

    তবে নতুনরা ফেখা লিখবেন, আর পুরোনোরা এ ধরনের টইতে বা টই নিয়ে অন্যত্র মশকরা করবেন কিনা সে তো অভিরুচি অনুসারী। তবে টই গুটিয়ে নিতে বলা মনে হয়, কিঞ্চিত ইসে। সে কথা নিশ্চিত ভাবেই সোসেন বলেননি। সেরকম মনে হতে পারে কারো কারো হয়্তো বা, কিন্তু আমার স্থির বিশ্বাস, সে রকম কোন মেসেজ দেওয় সোসেনের উদ্দেশ্য ছিল না। উনি এখানকার পুরোনো মানুস, উনি এমনটা বল্তেই পারেন না।
  • sosen | 212.142.69.72 | ৩১ মে ২০১৫ ২১:৫৯675845
  • আমার বক্তব্য হল এখানে নতুন পুরোনো সকলেরই যা বলার, সেটা বলা হয়ে গেছে, মেসেজ পৌঁছে গেছে বলেই মনে হয়। অভিযোগ -পাল্টা অভিযোগ টেনে কোনো লাভ নেই বলেই আমি মনে করি। এর পর লিখে দেখা যেতে পারে সো-কলড পুরোনোরা কেমন রিয়্যাক্ট করেন। টই কি করে গুটিয়ে নেওয়া যায় আমি জানি না, কাজেই সেরকম মেসেজ দেওয়া কিঞ্চিৎ কঠিন।

    আমি অনেক কিছুই বলতে পারি, প্রত্যেকটাই আমার ব্যক্তিগত মতই অবশ্যই। কারোর সেসব মেনে চলার কোনো প্রয়োজন আছে বলে মনে করিনা। যেমন আমারো কারো মতামত মেনে চলার কোনো দায় নেই। ইঃ প্রঃ
  • sswarnendu | 198.154.74.31 | ৩১ মে ২০১৫ ২৩:০২675846
  • টই লিখল 'নতুন' রা, 'পুরোনো' রা প্রথমে তাঁদের 'ব্যক্তিগত মত' জানিয়ে গেলেন যে 'এসব হাস্যকর বক্তব্য'..... কতটা হাস্যকর সেটা দেখাতে রেট এ খিল্লি চালালেন, অবশ্যই আবারো এর মধ্যে যে দলবেঁধে খিল্লির ছবি দেখা যাচ্ছে তা নিছকই ঘটনাচক্র, ইহাও অতি অবশ্যই তাঁদের আলাদা আলাদাভাবে 'ব্যক্তিগত অভিরুচি'র সমাপতন মাত্র, তার পরে তাঁরাই, আবারো 'ব্যক্তিগত মত' হিসেবেই " এই টইটা এখনো টানার কি কোনো যৌক্তিকতা আছে?" জাতীয় প্রশ্ন তুলবেন, ওনাদের জ্ঞান বিতরণ করবেন নতুনদের 'বরং' কি করা উচিৎ তাই নিয়ে, এবং 'নতুন' রা তা নিয়ে কিছু বললে ন্যাচারালি " যেমন আমারো কারো মতামত মেনে চলার কোনো দায় নেই। ইঃ প্রঃ " জাতীয় জ্ঞানগর্ভ বাণী শোনাবেন।
    চমৎকার।
  • sosen | 212.142.69.72 | ৩১ মে ২০১৫ ২৩:৩৪675847
  • দলবেঁধে কান্নাকাটিই করুন তাহলে। শুভেচ্ছা।
  • a x | 60.171.26.111 | ৩১ মে ২০১৫ ২৩:৪২675848
  • এই নতুন পুরোন চক্করটা ঠিক বুঝতে পারছিনা। তাপস তো আদৌ নতুন না। ডিসি আবার ঠিক পুরোনও নন। আর সব জায়গাতেই প্রথম এলে কথাবর্তার খেই ধরতে অসুবিধে হয়, নতুন কী? তারমধ্যেই কিছুদিন কথা বলতে বলতে ও শুনতে শুনতেই ঢুকে পড়া যায়। একসময়ের পুরোন লোকজনও খসে পড়ে কেউ কেউ, একসময়ের নতুন লোকজন জমিয়ে বসে, এইভাবেই তো চলে! একটু অবজেক্টিভলি ভাবলে হয়না?
  • T | 24.139.128.15 | ৩১ মে ২০১৫ ২৩:৫২675849
  • তা, সেরকম দেখতে গেলে, "যেমন আমারো কারো মতামত মেনে চলার কোনো দায় নেই। ইঃ প্রঃ " এই বক্তব্যটা, গুরুতে কি রকম বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা হয় তা জানা আছে জাতীয় বক্তব্যের থেকে কম জ্ঞানগর্ভ।
  • a x | 60.171.26.111 | ৩১ মে ২০১৫ ২৩:৫৭675850
  • আরেকটা কথা, মূলত তাপসকে। গুরু আদি অনন্তকাল থেকে ঠিক এই আজকের চরিত্রেই বসে আছে এমন তো না। আমি যদ্দিন আসছি, তারমধ্যেই মেজর পরিবর্তন দেখেছি বিষয়, ভাষায়, জেনেরাল ডায়ানামিক্সে। সেগুলো কারণের ডিটেলে না গিয়েও বলতে পারি, কারো কারো ইনভলভমেন্ট ও কারো কারো নন-এনগেজমেন্টের জন্যই হয়েছে। একটা ফোরামের কী টোন সেট হবে, সেটা এই ভাবে অ্যাপিল, প্রতিবাদ, খোলা চিঠি এসবে হয়না, অনেক বেশি ইনভলভড হতে হয়, সময় দিতে হয়। তাপসের কাছে এটা যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে সময় দিন, যা নিয়ে ও যেরকম ভাবে কথা হোক চান, সেগুলো নিজে অ্যাক্টিভলি করুন, লোক ডেকে করান।
  • hzbz | 101.230.121.131 | ০১ জুন ২০১৫ ০০:১২675852
  • show সেন শো দিক। গা চির্বির করছে বোঝা যাচ্ছে। ও কোথাকার হরিদাস পাল অর কথায় লেখা বন্ধ করতে হবে? আইকিউ গরিমা দেখলেই লিখে যাব। ও বরং ভাতে গিয়ে দল বেধে কান্নাকাটি করুক।
  • a x | 60.171.26.111 | ০১ জুন ২০১৫ ০০:১৭675853
  • আইকিউ ইত্যাদি তো আমি বলেছি, অন্যের পেছনে পড়েছেন কেন সে নিয়ে? আমাকে বলে বিশেষ সুবিধে হচ্ছেনা?
  • sswarnendu | 198.154.74.31 | ০১ জুন ২০১৫ ০০:২৭675854
  • আহারে, মঙ্গলে যান পাঠানো বিজ্ঞানীর আমার কথায় বড্ড মরমে লেগেছে...
  • Tapas | 122.79.38.71 | ০১ জুন ২০১৫ ০০:২৮675855
  • দল বঁধার ব্যপার টা একটু খারাপ শোনাল না? এক্টা মতের পক্খে কেউ বললেই তারা দলে আছে? তাহলে কি দল পাকিয়েই বিরোধিতা ও খিল্লি হয়েচে বা হচ্ছে?
    তেমন হলে অবশ্য এমনটাই মনে হওয়ার কথা।
  • hzbz | 99.234.157.254 | ০১ জুন ২০১৫ ০০:৩১675856
  • শো দিলেই লিখব। আমাকে মিথ্যে কথা বলে সুবিধে হলনা তো?
  • potke | 190.215.32.80 | ০১ জুন ২০১৫ ০০:৩১675857
  • সোসেন লেখা বন্ধ করতেও বলেনি, কান্নাকাটিও করেনি।

    আই-কিউ নিয়ে তো কিছু বলেই নি।
  • hzbz | 99.234.157.254 | ০১ জুন ২০১৫ ০০:৩৬675858
  • শো সেনের পরামর্শে সব দলবেধে কান্নাকাটি করতে এলো স্মাইলি
  • potke | 190.215.32.80 | ০১ জুন ২০১৫ ০০:৩৮675859
  • এই বুঝলেন? ভালো থাকুন, শুভরাত্রি ঃ)
  • T | 24.139.128.15 | ০১ জুন ২০১৫ ০০:৪১675860
  • আমি মঙ্গলে যান পাঠানো বিজ্ঞানী নই স্বর্ণেন্দু। আপনি ভুল করছেন।

    মরমে লাগার প্রশ্নই আসে না, ওটি জ্ঞানগরিমা সম্পর্কে একটি নিছক অবজারভেশন।
  • a x | 60.171.26.111 | ০১ জুন ২০১৫ ০০:৪৪675861
  • তাপস, "নতুন"দের কেমন বুঝছ? হবে এদের দিয়ে? নতুন সেই সূর্যোদয়? ;-)
  • hzbz | 198.138.17.15 | ০১ জুন ২০১৫ ০০:৫১675863
  • পটকে ভুল বুঝেছি? কি করব বল আমি দারভাঙ্গা আইকিউ কম।
    আমি আমার আইকিউ নিয়ে বলছি তাতে শো সেন বলেনি পটকে বলেনি অক্স বলেছে এসব কথা কেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন