এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ৮৯৮৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 118.85.88.75 | ২৭ মে ২০১৫ ১০:১৪675764
  • মার্জারগরিমার কথা কেউ খেয়াল করল না। অবশ্য এখানে বিরোধীপক্ষও আছে, কিন্তু তাতেই তো আরো গরিমার প্রকাশ হয়।

    চটিগরিমা কাকে বলে জানেন?
  • h | 122.79.37.178 | ২৭ মে ২০১৫ ১১:২২675765
  • আরেকটা। আঅছে কাষ্ঠ মার্জারী গরিমা
  • tapas | 122.79.36.124 | ২৭ মে ২০১৫ ১১:২৬675767
  • বোতিনকে ওয়েলকাম করে যাই।
  • সিকি | ২৭ মে ২০১৫ ১১:২৬675766
  • আমর গরিমাগুলোও কেউ একটু ডকুমেন্ট করে রাখেন। :)
  • AP | 24.139.222.45 | ২৭ মে ২০১৫ ১১:৩১675768
  • আর খিল্লী গরিমা ? বিশ্বের যে কোন বিষয় নিয়ে এমন উত্কৃষ্ট খিল্লী কোথাও পাবেন...? এই যে তাপসবাউর এমন সিরিয়াস অভিযোগ, সঙ্গে শাক্য বাউর ঠিকঠাক সঙ্গত, আরো অনেকেরই সমর্থন, তাই নিয়ে আলোচনাও যেমন চলছে, উত্তাল খিল্লীও... আপনি সিরিয়াস হতে হতেও খ্যাক খ্যাক করে হেসেই যাবেন, এই কম্বিনেশন কোথায় পাবেন এক গুরু ছাড়া !

    হ্যাঁ, এই গুরুগরিমাই গুরুর পাস ওয়ার্ড। তবে গুরুগরিমা অনেকেই অনেকভবে প্রকাশ করে কিন্তু এমন চন্ডালগরিমা আর কোথও দেখা যায় বলে মনে হয় না।
  • lcm | 118.91.116.131 | ২৭ মে ২০১৫ ১১:৩৪675769
  • ভোজন বাদ গেল - ভোজঙ্গরিমা
  • Tim | 101.185.30.32 | ২৭ মে ২০১৫ ১৮:০২675770
  • সিকির তো কুড়ি আর বাইকগরিমা
    পেট্রোডলারকে কি জ্বালানীধনগরিমা বলা হবে? ;-)
  • a x | 60.171.26.111 | ২৭ মে ২০১৫ ১৮:৫৩675771
  • পাছুত্তাপ গরিমা। সিকির।
  • sosen | 212.142.95.152 | ২৭ মে ২০১৫ ১৯:০১675772
  • আরে বিজ্ঞাঙ্গরিমা, কোডগরিমা,মশাগরিমা, অমকোগরিমা এসব বাদ গেলে চলবা?
  • সিকি | ২৭ মে ২০১৫ ১৯:১৬675774
  • অক্ষদা আজও মনে রেখেছে :-)
  • sosen | 212.142.95.152 | ২৭ মে ২০১৫ ১৯:২০675775
  • বাঃ আমার আঁকা সেই যুগান্তকারী ছবি ঃ(
  • h | 213.99.211.133 | ২৭ মে ২০১৫ ২০:০০675776
  • পাছ্ত্তাপুগরিমা প্রসঙ্গেঃ এটা মনে রাখা গরিমা না না মনে রাখা গরিমা এ ব্যাপারে সিদ্ধান্ত ফস করে নেওয়া মুশকিল।
  • সিকি | ২৭ মে ২০১৫ ২০:১৯675777
  • হ্যাঁ সেই ছবিটা কোথায় গেল বলো তো? ঐ টইতে বোধ হয় নেই ...
  • Ishan | 214.54.36.245 | ২৭ মে ২০১৫ ২১:২১675778
  • এটা কি খিল্লির টই হয়ে গেল? গরিমা নিয়ে কচলানোটা একটু বেশিই হয়ে যাচ্ছে মনে হয়।
  • তাপস দাশ | ২৭ মে ২০১৫ ২১:৪৩675779
  • এরকমটাই তো হওয়ার কথা। শুরুর দু পাতাতেও হয়েছিল। যাতে এইটা প্রতিপন্ন করা যায় যে সব ঠিক হ্যায়, আর এই বক্তব্য টা খিল্লির যোগ্য।
  • 00 | 181.64.40.102 | ২৭ মে ২০১৫ ২২:২৩675780
  • @ অরণ্য, ঈশান, ভালো লাগল।
    @তাপস, হাতে অফুরন্ত সময় থাকলে ও এমনি হওয়ার কথা !
  • sswarnendu | 198.154.74.31 | ২৮ মে ২০১৫ ০৪:০৭675781
  • "যাতে এইটা প্রতিপন্ন করা যায় যে সব ঠিক হ্যায়, আর এই বক্তব্য টা খিল্লির যোগ্য।"

    --- একদমই তাই, নেহাত হাতে অফুরন্ত সময় আছে বলে হচ্ছে এরকম না।
  • দানববাবু | 215.174.22.26 | ২৮ মে ২০১৫ ০৪:৩৪675782
  • এইরকমটা হওয়ার কথা অবশ্য ঠিকই। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, তাপসদার বক্তব্যে পুরোপুরি অসহমত না হয়েও (ধনগরিমা কিংবা চেনালোকের আড্ডা এইসব বিষয়ে), এই এক্ষণ অনুষ্টুপ কেন হলো না, কেন সানন্দা হচ্ছে (ইনফ্যাক্ট এতে অনেক পাঠকের সানন্দানুভুতিতে আঘাত লাগবে সেটাও একটা ব্যাপার) কেন অন্দরমহলের গল্প হবে কেন লোকের এইটুকু সিরিয়াসনেস নাই, এইসব পড়ে প্রচন্ড খিল্লী পেয়ে গেল। আর আমি কিনা খিল্লীসন্ধানী তাই সিরিয়াস কথায় চুপ করে থাকি আর খিল্লীর সুযোগ পেলে একটু হ্যাহ্যা করে যাই। তো এখন সিরিয়াসনেস না খিল্লীর ভয়েসটাকে চাপা দিয়ে দেয় তাই উতলা।
    খিল্লী, অন্দরমহল, সানন্দা সবার ভয়েসটাই শুনতে হবে, পীড় বলেছেন। সিরিয়াসনেস নিয়ে অবশ্য আমাকে কিছু বলেননি এখনো।
  • দানববাবু | 215.174.22.26 | ২৮ মে ২০১৫ ০৫:১৬675783
  • অরণ্যদা'র সঙ্গে আমার ঐকমত্যের একটা ঐতিহাসিকতাময়তা আছে, এখানেও তার ব্যত্যয় হবে না। 'ইতালি ভ্র্মণের পাশাপাশি সুন্দরবন,মূর্শিদাবাদ বা ডায়মন্ডহারবার ভ্রমণ কাহিনীও লেখা হোক' এর সঙ্গে তো প্রচন্ড। কিন্তু সে তো যার অভিজ্ঞতা আছে তাকেই লিখতে হবে, যে শুধু ইতালীই যায় সে তো আর বানিয়ে লিখতে পারবে না। আবার আমি যেমন ডান দিক থেকে মেনু পড়ি আর হট্টমন্দিরের খর্চা দেখে তারপর বেড়ানোর জায়গা ঠিক করি, কিন্তু আমার কিনা কলমের জোর নাই তাই আমার ভয়েসটা আপনারা শুনতে পাননা। কিন্তু আমার লেখার কিছু না থাকার দায় তো আর ইয়োরোপভ্রমণকারীর না।
    বহুকাল আগে মনে আছে পু।স আনন্দমেলায় ভ্রমণকাহিনী পড়েছিলাম, বোধয় নীরেন চক্রবর্তীর নাকি শক্তির? লেখা - একটি ছেলে কলকাতার পথে পথে ঘুরে বেড়াচ্ছে। ঐরকম লেখা হতো তখন। তারপর আস্তে আস্তে সেটা ডিজনিল্যান্ড এইসবে চলে গেল। আমি প্রথম ধরনের লেখাগুলৈ ভালোবাসি - আস্তে আস্তে তো আনন্দমেলা পড়াই ছেড়ে দিলাম, আমি মধ্যবয়সী হলাম বলে না, কন্টেন্টের জন্যেই পুরনো আনন্দমেলা তো এখনো ভালোবাসি (সেই নিয়ে ব্যাংদির সঙ্গে কিছু হিসাব নিকাশ করার আছে, ভুলি নাই, আমার আনন্দমেলার সোর্স ভাঙিয়ে, লুঠ করা ধন করে জড়ো কে হতে চাস সবার বড়, ইত্যাদি)। কিন্তু যে চাকরীবাকরী সামাজিকতা সানন্দা গুরুচণ্ডা৯ বাঁচিয়ে কৃচ্ছ করছে না, তাকে আমি ঠিক কিভাবেই বা গালটা দেবো?

    গুরু কর্তৃপক্ষকে দেওয়া যায় অন্যরকম লোক ধরে আনছে না বলে, কিন্তু আনলেও কি আর তিনি ভাটে লিখবেন? স্বতঃস্ফূর্ত ভাটে যে যার অবস্থান থেকে লেখে।

    তো অরণ্যদার ইতালি ভ্রমণ পড়ি, কেউ জম্পুইজলা বেড়িয়ে এলে তার অভিজ্ঞতা আরো তীব্র পড়বো। (গুরুতে কিন্তু জম্পুইজলা ঘোরা লোকও আছে, হুঁহুঁ)। কিন্তু যে শুধু ইতালীই গেছে সে আর কি করবে।
  • Atoz | 161.141.84.84 | ২৮ মে ২০১৫ ০৫:২৬675785
  • আরে একটুর জন্য সিপাহীজলা না নামতে পারা আমিই তো আছি। ঃ-)
  • Abhyu | 118.85.88.75 | ২৮ মে ২০১৫ ০৫:৩৯675786
  • আমার ভ্রমণগরিমাও কিছু কম নয়, কিন্তু সর্ষেগরিমা কিছু কম (দীর্ঘশ্বাস)। একবারই হেলসিঙ্কি বেড়ানোর গল্প লিখেছিলাম, সে একা দমুদি ছাড়া কেউই হয়তো মনে রাখে নি (দীর্ঘতর শ্বাস)। বলতে মনে পড়ল, বুনুর শিকাগো নিয়ে একটা ঘ্যামা লেখা ছিল, কোথায় কারো মনে আছে?
  • একক | 24.99.35.3 | ২৮ মে ২০১৫ ০৫:৫৮675787
  • হনুবাবুর বক্তব্যের সঙ্গে ব্যক্তিগত ভাবে সম্পূর্ণ সহমত যে যাই ফীডব্যাক আসুক লেখক লিখে যাবে । আমি নিজেও হাবজ্গাবজ লেখার সময় এভাবেই ভাবি।যে যাই বলুক তার মানে ম্যাও । আমিও যা বলছি ম্যাও । সর্ট অফ ইম্পোসড প্লেতনিস্ম এন্ড ইট ওয়ার্কস উইদিন ইটস ম্যাও রেঞ্জ ।

    কিন্তু এর একটা ইন্টারেস্টিং দিক আছে । এইযে লেখক দের দিক থেকে জিরো এক্সপেক্টেশন এটা কিছু লেখক হোল্ড করলে কালেক্তিভলি লেখকদের এক্সপেক্টেশন লেভেল কমে যায় । এখন এরকম সিস্টেমে দুজন এনটিটি পর্রস্পর পরস্পর কে "অসাধারণ " "কলম দীর্ঘজীবি হোক " "বাল হয়েছে " "অখাদ্য " ইত্যাদি বলতে থাকলে ওটাই সেট এক্সপেক্টেশন ব্যান্ড এন্ড ইট গিভস বার্থ টু এন ইকুইলিব্রিয়াম । পপিচু স্টেট । সে চুল্কাক বা কিল মারুক । এই ইনারশিয়া টা কিন্তু শুধুমাত্র এখানেই লেখার ফীডব্যাক নেয় বা ফীডব্যাক দরকার মনে করে এরকম লেখক দের পক্ষে খুব বাজে ।যারা কাউন্ট করি না তাদের কথা আলাদা । তবে এক্সপেক্টেশন টা ইনভ্যালিড না ।

    তবে ,আমার এটাও জানার ছিল গুরুর প্রকাশিত লেখার মান নিয়ে পাঠকদের কী অভিমত । মানে,ছাপানো । ছোটাই বলেছিলেন toi খুলতে কিন্তু বড় কাজের চাপে আছি বলে আর সেই বিস্তারে যাইনি । ফেবুগুরুর বৃহত্তর জনতার ও ফিডব্যাক চাই এব্যাপারে । গুরু অলরেডি একটা পাবলিশিং উইথ সোশাল মিডিয়া ব্যাকবোন নিয়ে দাঁড়িয়ে । বিপুল ফীডব্যাক আসা উচিত ।
  • Abhyu | 118.85.88.75 | ২৮ মে ২০১৫ ০৬:২৩675788
  • গুরুর প্রকাশিত লেখার মান বলতে কি? সম্পাদক অনুমোদিত লেখা না টই/ভাট সব মিলিয়ে? শুধুই বুলবুলভাজা বা "লেখা" (যার মধ্যে হোক আপডেটও পড়ে) নাকি শিবাংশু বাবুর বা রাণা আলমের টইকেও হিসেবে আনা হবে? আর আনা হলে কি সব টইকেই আনা হবে (যার মধ্যে একই লেখকের খোলা এক প্যারাগ্রাফের অনেকগুলো টইও পড়বে) ?
  • Abhyu | 118.85.88.75 | ২৮ মে ২০১৫ ০৬:২৪675789
  • আর ছাপানো বলতে কী কাগুজে গুরুর কথা হচ্ছে? তাহলে আগের পোস্টটা ইগনোর করুন।
  • Ekak | 24.99.158.83 | ২৮ মে ২০১৫ ০৬:৪৯675790
  • হ্যা,এত বড় স্পেকট্রাম না নিয়ে শুধু এডিটর'স চয়েস পার্ট টা ধরছি । ছাপানো গুরু । ওটুকুই আগে বোঝা যাক । নেট মিডিয়াতে বসে নেট মিডিয়াতেই প্রকাশিত লেখার ফীডব্যাক ধরতে গেলে গুরুর অনলাইন ফীডব্যাক মেকানিসম,ইন্টারফেস আদৌ এট পার কিনা সেই সব ব্যাপার এসে হিসেব জটিল হবে ।সব ছাপা পত্রিকা বা পাবলিশিং এর তো এরকম সাইট ও থাকেনা ।সেই মার্কেটে গুরু কী সাইটের সুবিধে নিতে পেরেছে ? রীদার্শিপ ,ফীডব্যাক বেড়েছে ছাপানো বই এর যাদের এরকম সাইট সাপোর্ট নেই সেই পত্রিকা দের তুলনায় ? এইসব আরকি । এই ধাপ টা পেরোলে তখন ভার্চুয়াল জগতে লেখার কথা আসবে ।

    আরেকটা কথা । গুরু সাইট কতজন ভিসিট করে ,তার মধ্যে কতজন পার্টিসিপেট করে ,তাদের এজ,জেন্ডার ,প্রফেশন প্যাটার্ন কী ,সপা:নীপা রেট্ ,রেসিও এসব ডেটা গুরুর ডেটাবেস থেকেই জানা সম্ভব ।লগইন না করলেও ।এডমিনরা জানেন ও হয়ত । কাজেই সেসব না জেনে বাইরে থেকে ফীডব্যাক কেন কম এর একমাত্রিক ব্যাখ্যা দেওয়া সম্ভব না । শুধু অনলাইন লেখালেখির ফীডব্যাক নিয়ে আলোচনা কেবলমাত্র তাত্বিকেই শুরু ও শেষ হতে পারেনা ।ডেটা দেখতে হবে।
  • Abhyu | 118.85.88.75 | ২৮ মে ২০১৫ ০৭:১৯675791
  • সেটা কি খুব কাজের প্রোপোজিশন? লাস্ট কাগুজে গুরু কবে বেরিয়েছে? এমনিতেও সেটা কতো ফ্রিকোয়েন্টলি বেরোয়?
  • Ekak | 24.99.158.83 | ২৮ মে ২০১৫ ০৭:৪০675792
  • বইমেলাতে প্রতিবছর ছাপা লেখা বেরুচ্চে যে । আগের লেখা পড়েচি নতুন সব পড়া হয়নি ।তবে কুলদা বাবু ,রূপঙ্কর বাবু এনাদের নতুন চটি বেরিয়েছে জানি তো ।
  • lcm | 118.91.116.131 | ২৮ মে ২০১৫ ০৭:৪৬675793
  • আমি সত্যিই বুঝতে পারছি না, একটা ওপেন/আনমডারেটেড পাতায় (ভাটিয়ালি, টইপত্তর) কি জিনিস থাকবে সেটা কিভাবে কন্ট্রোল করা সম্ভব? কি করলে, লোকজন অন্যের পিঠ না চুলকে শুধু নিজের পিঠ চুলকোবে, প্রত্যেক লেখায় প্রচুর কমেন্ট আসবে, বানান ভুল নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট বন্ধ হবে, খিল্লি পোস্ট কি করে উড়িয়ে দেওয়া যাবে একটা ওপেন সাইটে যেখানে কনটেন্ট সেন্সর করা হয় না।

    ওপেননেস কাম্‌স উইথ সাচ ক্যাওস্‌ - কিন্তু ক্যাওস তো ভালো - গুরুতেই তো ক্যাওস নিয়ে ঈশেনের চমৎকার থিওরি আছে।

    হঠাৎ লোকজনের হল কি? সেন্সরশিপ চায় নাকি? কি কেলো!
  • Abhyu | 118.85.88.75 | ২৮ মে ২০১৫ ০৭:৫৬675794
  • লেহ! ছিল কাগুজে গুরু, চলে এলো চটি। একক একটু ঠিক করে ডিফাইন করো না বাপু।
  • hzbz | 87.109.141.138 | ২৮ মে ২০১৫ ০৭:৫৮675796
  • গুরুতে রোজী মস্তি। দানব বলে নতুন লোক ভাতে কেন লিখবে। যেন জানেনা। ব্যাং আমার আইডি ঝেড়ে দিল তখন ওর হ্যা হ্যা হাসি পেয়েছিল.। এখানে আমাকে চল ফট বলা হলো মিথ্যে কথা বলে যাওয়া হলো সেও ও দেখতে পায়নি। দানব নামটা ভালো নিয়েছে। নতুন লোকের ভেজা ফ্রাই হলে মস্তি নেবে তারপর বলবে নতুন লোক কেন লিখবেনা ও জানেনা। হুল্লাট মস্তি।
    ঠিক আছে ক্যাও কর হয়ে যাক মস্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন