এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিলো দ্য বেল্ট অথবা গুরুচরিত্র

    তাপস দাশ লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২১ মে ২০১৫ | ৯০৮৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • unclamp samples ebb | 195.26.182.41 | ২২ মে ২০১৫ ১১:২১675531
  • ইয়ে, কোদালকে কোদাল বলা হয়না সেটাই তো প্রথম অভিযোগটা ছিলো? তাইলে আবার কোদাল বলাকে হার্শ লাগছে কেন? (অ্যাজিউমিং এটা ঐ যশোধরা এবং ভ্রমণকাহিনী নিয়ে, এবং সাথে ডিঃ কাহিনের আর কমেন কোনোটাই দেখিনি)

    আমাদের ক্লাবে আমাকে সায়ন একবার বলেছিলো - তুমি নেচার তুলো না - ঠিকই তো বলেছিলো। না আছে ইকুইপমেন্ট, না চোখ।
  • শাক্য | 233.176.166.244 | ২২ মে ২০১৫ ১১:২২675532
  • ন্যাড়াদা, আরে আপনার নাম তো প্রথম আগের পোস্টে টানলাম। কারণ আপনি তার আগে আমার পা টেনেছেন বলে। তার আগে একবারো একটা পোস্টেও আপনার নাম করিনি। একা আপনার ওপর চাপাই-ও নি। সিঁফো কি করেছে তার ব্যাপার। আপনি ওই ওপরচালাকি এসব বললেন বলে মনে হল আপনার ডিফেন্স মেকানিজম হেভি অ্যালার্ট :D একদম ঢাল তলোয়ার নিয়ে রেডি থাকেন সর্বদা ।

    আর আপনি বেশ রুড কিন্তু। আগেও দেখেছি। নিজেকে সর্ব্বজ্ঞ্যানী পরম-পিতামহ ভাববেন না। রুডনেসটা ওখান থেকেই আসে
  • শাক্য | 233.176.166.244 | ২২ মে ২০১৫ ১১:২৭675534
  • মানে, আবারো। আপনার নাম উল্লেখ করিনি ইচ্ছে করেই কারণ ওটা আপনি একা করেন নি আর এই সিংগল আউট করার কোনো মানে দেখি না। হঠাত কিছুর থেকে কিছু নেই আপনি বললেন "শাক্য ওপরচালাকি করছে। নিজের বয়েস বুঝে অন্যের সাথে ডান্ডা-গুলি খেলুক"। মাইরি, আমার বয়েস আপনি জানেন কত? না জেনেই এই যে হুটহাট হাই-হ্যান্ডেড কমেন্ট করার অভ্যেস, এটা আসে যখন কেউ নিজেকে মহর্ষী দেবেন ঠাকুরের মতন একবুক লম্বা দাড়িওয়ালা পরম-ব্রাম্ভ সত্তরোর্ধ ঋষি ভাবে। আপনার বয়েস কত জানি না কিন্তু মাইরি আপনি সেটা নন। তাই জগত ও জীবন নিয়ে সুগভীর বাণীগুলো শুনব কেন? :) আপনি ওগুলো বলবেন আর কেউ আপনাকে ছেড়ে দেবে মহর্ষী বলে? ইয়ার্কি? :)
  • dc | 132.164.209.217 | ২২ মে ২০১৫ ১১:২৭675533
  • শাক্যবাবু ওপেন্টি নিয়ে যাসব লিখলেন সেগুলো ওপেন্টি থ্রেডে লিখলেই তো হয়, তাহলেই তো সেসব নিয়ে আলোচনা হয়ে যায় (ধরে নিচ্ছি অন্যরা সেসব নিয়ে আলোচনা করবেন)। ওগুলো ওখানে না লিখে এখানে লিখে সেটা কেন লেখা হচ্ছেনা, এই অভিযোগের মানে বুঝলাম না।
  • byaang | 120.224.212.189 | ২২ মে ২০১৫ ১১:২৮675535
  • মহর্ষি
  • শাক্য | 233.176.166.244 | ২২ মে ২০১৫ ১১:৩০675536
  • সরি। শিফট কী টা টিপে অভ্র টাইপ করার বাজে অভ্যেস আছে :(
  • byaang | 120.224.212.189 | ২২ মে ২০১৫ ১১:৩১675537
  • ব্রাহ্ম = braahma
  • sosen | 212.142.121.82 | ২২ মে ২০১৫ ১১:৩২675538
  • ব্যাস। সব আড্ডা ব্যক্তিগত হয়ে গ্যালো।
    শাক্য ওপেন্টি টইতে লেখো। যদিও এর পর কি আর কেউ সেখানে লিখবে? আরেকটু সমৃদ্ধতর লোক ডেকে আনতে হবে।
  • Abhyu | 118.85.88.75 | ২২ মে ২০১৫ ১১:৩৬675539
  • হ+ম, যদিও বলি ম+হ
  • ন্যাড়া | 172.233.205.42 | ২২ মে ২০১৫ ১১:৩৯675541
  • বয়েস আর জানব কী করে? লেখাপত্তর পড়ে মানসিক বয়েস আন্দাজ করে নিয়েছি। জ্ঞান শুনতে ইচ্ছে না হলে শুনতে কে দিব্যি দিয়েছে? তাও বলি, নিয়মিত ইশবগুল খেও। খুব বদহজম হয়েছে।
  • শাক্য | 116.205.39.28 | ২২ মে ২০১৫ ১১:৪৫675542
  • হুঁ খাব। আপনিও কুড়কুরে ভাজা দিয়ে ওল্ড মংক খাবার বদভ্যেস ত্যাগ করুন। সেনাইল মেন্টালিটি ওই ডায়েট থেকেই আসে।

    মাইরী, এত রুড না হলে হয়ত আপনার কথাগুলো বসে ভাবা যেত। আপাতত আব্বুলিশ দিয়ে গেলাম। এবার বালবাজারী যা করার চালিয়ে যান। আর উত্তর দিচ্ছি না
  • শাক্য | 116.205.39.28 | ২২ মে ২০১৫ ১১:৪৭675543
  • ওপেন টি নিয়ে চালানোই যায় কিন্তু লোকজন ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। পড়বে কি আর? আমি মনে হয় খান দুয়েক পোস্ট করেছিলাম। আর বিশেষ সাড়া দেখলাম না। এক-ই জিনিস নিয়ে আর কত আলোচনা হবে?

    তবে ওপেন টি একটা প্লেসহোল্ডার মাত্র। এই ট্রেন্ড আগেও দেখেছি, অন্য টইতেও। সমস্যা শুধুই ওপেন টি নিয়ে নয়
  • kc | 198.71.225.25 | ২২ মে ২০১৫ ১১:৪৯675544
  • তা এই শাক্য অ্যান্ড কোং এর দাবী টা কী? সরলভাবে তিন চার বাক্যে বলা যাবে? হ্যায় কোই?
  • dc | 132.164.209.217 | ২২ মে ২০১৫ ১১:৫২675545
  • ইয়ে, মানে লোকজন যা নিয়ে ইন্টারেস্ট পাবে তাই নিয়েই তো আলোচনা চালাবে। জোর করে তো আলোচনা চাপিয়ে দেওয়া যায়না। যদি অনেকে ওপেন্টি বা অন্য কোন কিছু নিয়ে আলোচনা চালাতে আগ্রহী হয় তো চালাবে, নাহলে না। অবশ্য সেটা নিয়ে কমপ্লেন করা যেতেই পারে।
  • unclamp samples ebb | 195.26.182.41 | ২২ মে ২০১৫ ১১:৫৪675547
  • এক কথায় নয়, তবে দুই চার কথায় -

    আমরা চিত্র অতি বিচিত্র
    অতি বিশুদ্ধ অতি পবিত্র
    ইঃ
  • শাক্য | 116.205.39.28 | ২২ মে ২০১৫ ১১:৫৪675546
  • দুই বাক্যে।
    পাতি আড্ডা শুধু নয়, সিরিয়াস আলোচনায় এনগেজমেন্ট এবং সেটার এক্সপ্যানশন।
    এক্সপ্যানশন মানে অচেনা লেখক কিছু লিখলে বা টই খুললেও তাকে ইগ্নোর না করে যদি অ্যাটেনশন ডিজার্ভ করে সেটুকু দেওয়া ।
  • unclamp samples ebb | 195.26.182.41 | ২২ মে ২০১৫ ১১:৫৭675548
  • অ্যাটেনশন ডিজার্ভ অতীব ভেগ কথা। কোনো টপিক আমার অ্যাটেনশন পাবে কিনা সেটা আমি ঠিক করবো। আর সেটা সকলের ক্ষেত্রেই সত্যি।
  • unclamp samples ebb | 195.26.182.41 | ২২ মে ২০১৫ ১২:০০675549
  • আর খিল্লিতে অ্যালার্জী থাকলে টই খুলে প্রথম পোস্টে লিখে দিন যে "ইহা সিরিয়াস ডিসকোর্সের বিষয়, এলেবেলে লোকের ছ্যাবলামি নিষিদ্ধ"
  • dc | 132.164.209.217 | ২২ মে ২০১৫ ১২:০১675550
  • কোন কিছু নিয়ে সিরিয়াস আলোচনা শুরু করার দাবী করা যেতেই পারে। এমন কি অন্য কেউ শুরু না করলে আপনিও শুরু করে দিতে পারেন। কিন্তু অন্যরাও তাতে এনগেজ করবে বা এক্সপ্যান্ড করবে, এটা প্রত্যাশা করা যায় মাত্র, তার বেশী না। কে কিসে এনগেজ করবে বা আদৌ এনগেজ করবে কিনা সেটা তো আর চাপিয়ে দেওয়া যায়্না।

    আর উল্টো দিকে ভাটে কিরকম আলোচনা হবে কি হবেনা, সানন্দা না অনুষ্টুপ, এটাও প্রত্যাশা করা যায় মাত্র, তার বেশী কিছু না।
  • kc | 198.71.225.25 | ২২ মে ২০১৫ ১২:০২675552
  • সিরিয়াস আলোচনা র ইন্টেলেক্ট নাই, আর এদিকে এনগেজড হতে হবে? এত বেশী আবদার কেন?
    আমি তো এতদিনেও কাছের লোকগুলোকে সিপিএম কে ভোট দেওয়াতে পারলামনা। আর এ এয়েছে সিরিয়াস আলোচনায় এনগেজ করতে। তাও আবার যাদের চেনেনা তাদের।
  • sinfaut | 11.39.60.115 | ২২ মে ২০১৫ ১২:০৩675553
  • এমন দাবীর কোন মাথামুন্ডু নেই শাক্য। এখানে ডাইভার্স ফিল্ডের লোক আসে, সবার সব কিছুতে ইন্টারেস্ট থাকবেও না। কিন্তু টইয়ে ঢুকে আলোচনা করার নামে প্যাঁক দেওয়া এবঙ সেটাও গুরুর অপরিচিত হলে আরও বেশি করে শুধু এইটুকুই মেনে নেওয়া যায় না। বাকি সব কিছু পার্সোনাল চয়েস।
  • শাক্য | 116.205.39.28 | ২২ মে ২০১৫ ১২:০৫675554
  • দাবী নয়। প্রত্যাশা।

    প্রতি ভোটেই আশা থাকে এবার সিপিএম জিতবে। সূর্য্যকান্ত সি এম হবেন। আর প্রতি ভোটেই হারে। :'( তবু প্রত্যাশা থেকেই যায়

    দাবী করার আর জায়গা কোথায় :( আশায় বাঁচে চাষা
  • dc | 132.164.209.217 | ২২ মে ২০১৫ ১২:০৮675555
  • হুঁ প্রত্যাশা করা ছাড়া আর কিই বা করতে পারি। প্রতিবার ভাবি এবার একটা বড়ো ইনক্রিমেন্ট পাবো, আর প্রতিবার ঃ-(
  • sinfaut | 11.39.60.115 | ২২ মে ২০১৫ ১২:০৯675557
  • আর এখানে প্রচুর সিরিয়াস টই লোকে যথেষ্ট মন দিয়ে পড়ে। কমেন্ট করেনা কারন সেই বিষয়ে তেমন জানা নেই বলে। এর মানে তো ইগ্নোর করা নয়।
  • unclamp samples ebb | 151.0.12.141 | ২২ মে ২০১৫ ১২:০৯675556
  • এ মাইরি আমারও প্রত্যাশা আছে আল থানিতে অ্যাওয়ার্ড পাবো। কিন্তু সেটা রিয়েলিস্টিক নয়। কোনটা রিয়েলিস্টিক আর কোনটা নয় সেইটা না চিনলে তো হেব্বি চাপ।
  • cm | 116.208.117.35 | ২২ মে ২০১৫ ১২:১৬675558
  • কেসিবাবুর নির্বিবাদী অ্যাটিচিউডে হবে না।

    আর শাক্যর প্রত্যাশা কি টই ডিপেন্ডেন্ট?
  • তাপস দাশ | ২২ মে ২০১৫ ১২:৫৮675559
  • সিকি এক জায়গায় লিখলে যে তুমি একাই, তোমার বক্তব্য রাখছ। সুতরাং এই বক্তব্যে তোমার নিশ্চিত সায় নেই - "তা এই শাক্য অ্যান্ড কোং এর দাবী টা কী?
    এখানে কোম্পানি ফরমেশন নিয়ে কাল থেকে কয়েকটা বক্তব্য এসেছে। সেগুলো খেয়াল করো।
    যথা "আর এই 'দল' 'কোর গ্রুপ' ইত্যাদি সম্পর্কে আমার একটা থিয়োরী আছে। যারা মোটামুটি নিজেরা অফলাইনে অন্যের সম্পর্কে খবরাখবর নেবার চ্ষ্টা করে কিম্বা নিজের পক্ষে লেখার জন্য লোক মোবিলাইজ করার চেষ্টা করে --- এই অভিযোগটা তারাই করে। নিজেরা করতে গিয়ে পাত্তা না পেলেই ভাবে অন্যে নির্ঘাৎ করছে তাকেই দলে নিচ্ছে না, অন্য কিছু যে হতে পারে সেই ভাবনাটাই তাদের আসে না" ।
    এই দুটো বক্তব্যে কি কিছু মিল আছে? নাকি আমি ভুল ভাবছি? এটা জিজ্ঞাসাই ।

    "তাপসবাবুর সমিস্যে খুবি সিরিয়াস। উনি ফেবুগুরুতে বড়হনু হয়েছেন।এখানে ওনাকে লোকে বেশি পাত্তা দিচ্ছে না।গুরুতে যে উনি বেশ গুরুতর এটা আপনাদের বোঝাতে পারছেন বলেইএত কষ্ট!দেখছেন না উনি গরিমার নিন্দে করেও মেধাদের সঙ্গে কাজ করেছেন বলে নেমড্রপও করে ফেলছেন।সমীহ না করলে আপনাদের কাপড়েচোপড়ে হয়ে যাবে,আইফোন,ফ্ল্যাট,ধন কিছুদিয়েই মোছা যাবে না;)
    ওনার দিকে একতু নজর দিন।আত্মবিশ্বাসের অভাব্টা স্নেহের স্পর্শে দূর করুন। আপনাদের সুবিধার জন্যেইকরুন,নইলে এই কষ্ট নিয়ে উনি যাবেন কোথায়?

    আপ্নার পোস্ট ফেবুগুরুতে পড়ি।এখানে আজ এসে টইখুলে ফেলার উদ্দেশ্যটা খুব সুবিধের বলে মনে হয়নিঃ)"
    এবং

    " যা বুঝলাম মোদ্দা কথা পুরানো লোকজনেরা লেখায় নতুনদের তথা ফেবুগুরুর মহতো মহীয়ানদের এখানে এসে খুব অসুবিধে হয়। "
  • potke | 190.215.33.187 | ২২ মে ২০১৫ ১৩:০২675561
  • অদ্ভুত সব প্রত্যাশা, ভাটে কেন রেসিপি নিয়ে আলোচনা হবে? কাফকা নিয়ে হবে না কেন?

    যাদের রেসিপি তে এত্ত অ্যালার্জি তারা নিরম্বু উপবাসে থাকেন নাকি রান্না নিয়ে আলোচনা কে সাব-আই কিউ মনে করেন?

    ক্ষি এলিটিসম মাইরি, এদিকে নন্দীবাবুর পুরনো থিসিস টুকে প্রব্ন্ধ নামানোর চেষ্টা!!
  • তাপস দাশ | ২২ মে ২০১৫ ১৩:০২675560
  • আর তোমাকে এবং হয়ত অন্য কারওদের আমার কথা বোঝাতে পারিনি। আমি বাইরে থেকে দেখা মানে গুরুর কোর নন কোর বিভাজন করতে চাইনি। ওটা একটু রাবীন্দ্রিক কেস ছিল (মাইরি, কুঁজোরও চিত হয়ে শোয়ার শখ হয়) - ওই যে, 'আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া' টাইপ
  • unclamp samples ebb | 195.26.182.40 | ২২ মে ২০১৫ ১৩:২১675563
  • একটা খটকা লাগছে। তাপসের কোট করা পোস্টটা যিনিই করে থাকুন (চিহ্ন দিয়ে) - "কাপড়েচোপড়ে হয়ে যাবে" ফ্রেজটা কি ইনটেনশনাল? আসলে এখানে এই ফ্রেজটা খুব রেয়ার, একজনই আপাতত ব্যবহার করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন