এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমাদেরই মা বাবা

    Abhyu
    অন্যান্য | ০৫ জুলাই ২০১৫ | ৬৪৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 135.16.17.194 | ০৬ জুলাই ২০১৫ ১৫:৩১681053
  • দে। মেল করো।

    অভ্যু।
    কলা বা দুধ তো রেখে খাওয়া যাবে না। আমরা তো মাসে একবার দেই।
    হিসাবটা এককম ঃ
    চাল ৪০টাকা x ৩কিলো = ১২০ টাকা
    ডাল ১১৫টাকাx ২কিলো = ২৩০টাকা
    হরলিক্স ২০০গ্রাম = ১২০টাকা
    নুন ১কিলো = ৩০টাকা
    দুধ দিতে গেলে রোজ আধ লিটার দিতে হয়। তাতে খরচ বেড়ে যাবে প্রায় ৭০টাকা। আর তাছাড়া রোজ দুধ দেওয়া অর্গানাইজ করা বেশ চাপের।
  • Nupur | 212.54.102.201 | ০৬ জুলাই ২০১৫ ১৫:৫৬681054
  • আমি এক্জন নীপা। আমার মনে হয়, হরলিক্স না দিয়ে, তিন কিলো এক্স্ট্রা চাল বা দু কিলো এক্স্ট্রা চাল আর এক কিলো চিনি দেওয়া যেতে পরে। অথবা এক লিটার রান্নার তেল। হরলিক্স আমার-ও কেমন লাগছে।
  • কল্লোল | 135.16.17.194 | ০৬ জুলাই ২০১৫ ১৬:৩৮681055
  • ধন্যবাদ নূপূর (এই রেঃ বানান ঠিক আছে তো?)
    আমরা নিজেরা কথা বলবো।
  • kumu | 11.39.34.91 | ০৬ জুলাই ২০১৫ ১৬:৪২681056
  • ১৫০ টাকা ক্যাশ??
  • pi | 202.76.177.124 | ০৬ জুলাই ২০১৫ ২২:৫০681057
  • ছাতু।
  • Ekak | 24.99.227.31 | ০৬ জুলাই ২০১৫ ২৩:১২681058
  • হরলিক্স টা প্লেসিবো হিসেবে ঠিক আছে । মানুষ তো নিউত্রিষণ খায়না ,খাবার খায় । কিছু একটা সুস্বাদু/ব্র্যান্ডেড এবং চেটে খেলে বেশ টিভিতে দেখায় এমন জিনিস খাচ্ছি ফিলিং হওয়ার ও দরকার আছে ।
  • Abhyu | 118.85.88.75 | ০৬ জুলাই ২০১৫ ২৩:৩৮681059
  • কল্লোলদা, নূপুর বানান কিভাবে লিখতে হবে রবিঠাকুর বলে গেছেন, একটা গান আছে - নূঊঊঊপুর বেজে যায়

    জয় বাবা ফেলুনাথে মুমূর্ষুর ডায়ালগটা মনে করুন - ঠিক তার উল্টো সিকোয়েন্স।
  • কল্লোল | 111.63.200.65 | ০৭ জুলাই ২০১৫ ০৬:৫৪681060
  • অভ্যুমাস্টার। নূপুর বানান আর ভুল হবে না।\
    পাই। ছাতু এখানে ততো চলে না, কিন্তু রাগি দেওয়ার কথা ভাবা যেতে পারে। বন্ধুদের সাথে কথা বলবো।
    একক। ঃ-))
  • কল্লোল | 111.63.200.65 | ০৭ জুলাই ২০১৫ ০৮:২৪681061
  • দে। মেল করো। আমি ব্যাংক ডিটেল পাঠাবো।
  • কল্লোল | 111.63.200.65 | ০৭ জুলাই ২০১৫ ০৮:২৭681063
  • দে। সরি। বুঝতে পারিনি। মেল পেয়েছি।
  • Abhyu | 118.85.88.75 | ০২ আগস্ট ২০১৫ ০১:১৩681064
  • দমুদির লিংকটা বরং এইখানে থাক।
  • Abhyu | 85.137.3.102 | ০৬ মে ২০১৬ ০৭:২৫681065
  • Abhyu | 85.137.3.102 | ০৬ মে ২০১৬ ০৭:২৭681066
  • ছেলেদের অত্যাচারে ত্রস্ত অশীতিপর

    ব্যারাকপুর অন্য ছেলেদের কাউকে বাড়ি দিয়েছেন , কাউকে বিপুল পরিমাণে সোনার গয়না , কাউকে আবার সোনার দোকান গড়ে দিয়েছেন৷ পাঁচ ছেলের মধ্যে কিছু দেননি বড় ছেলেকে৷ তাই তাঁকে একটি বাড়ি দানপত্র করা মাত্র অশীতিপর বাবার উপরে বাড়ি বয়ে এসে অত্যাচার করছে অন্য দুই ছেলে৷ এমনই অভিযোগ নৈহাটির বাসিন্দা নিমাইচন্দ্র পালের৷ থানা -পুলিশও হয়েছে৷ কিন্ত্ত কখনও তাঁকে ঘরে তালা দিয়ে আটকে রাখা , কখনও মানসিক নির্যাতন করায় এখন ছেলেদের আতঙ্কে ঘুম ছুটেছে বৃদ্ধ নিমাইচন্দ্র পালের৷

    স্ত্রী পারুল পাল মারা গিয়েছেন বছরখানেক আগে৷ জীবনের একেবারে শেষ পর্যায়ে দুই ছেলে ও পুত্রবধূদের অত্যাচারে শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন নিমাই৷ চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট৷ রাতে ঠিকমতো ঘুম হয় না৷ টেনশনে ব্লাড সুগার বেড়ে গিয়েছে৷ হূদরোগের সমস্যা আরও বেড়েছে ছেলেদের আতঙ্কে৷

    ওপার বাংলা থেকে তেরো বছর বয়সে নৈহাটিতে আসেন নিমাই৷ সোনার দোকানের সামান্য কর্মচারী হিসেবে কাজ শুরু করেন৷ মাঝের কিছুদিন কলকাতায় কাটিয়ে নৈহাটির মিত্রপাড়ায় পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন৷ হাতের কাজ করে তিনি প্রচুর সম্পত্তিও করে ফেলেন৷ কালে কালে নৈহাটিতে প্রতিষ্ঠিত স্বর্ণব্যবসায়ী হিসেবে পরিচিত হন তিনি৷ বিয়ে করেন৷ স্ত্রী , পাঁচ ছেলে দুই মেয়ের সংসারে অভাব ছিল না৷ ছেলেমেয়েদের পড়াশোনা শিখিয়ে বিয়েও দেন৷ বিয়ে দেওয়ার আগে ছেলেদের কাউকে সোনার দোকান , কাউকে বাড়ি করে দেন , গত বছর খড়দহে ফ্ল্যাট কিনে চলে যান মেজ ছেলে সুজিত , তবে বাবার দেওয়া টাকাতেই নৈহাটি বাজারে তিনিও বড় মাপের সোনার দোকান গড়েছেন৷ নৈহাটি এলাকায় এনসি পাল জুয়েলার্স নামে তিন ছেলের জন্য সোনার দোকান করে দিয়েছেন তিনি৷ নিজের সারা জীবনের উপার্জনের অর্থ ছেলেদের মুখের দিকে তাকিয়ে , তাদের প্রতিষ্ঠিত করার জন্য খরচ করেছেন৷ ভেবেছিলেন , শেষ জীবনটা পাঁচ ছেলের সঙ্গে থেকেই কেটে যাবে৷ কিন্ত্ত বিধি বাম৷ স্ত্রী বেঁচে থাকতে তাঁরা থাকতেন ছোট ছেলে বিশ্বনাথের কাছে৷ নিমাই বলেন , ‘সেখানেও অশান্তি লাগিয়ে রাখত ছোট ছেলে আর বৌমা৷ বড় ছেলে বিশ্বজিতের কাছে চলে এলাম৷ স্ত্রী মারা যাওয়ার আগেই পাশের দোতলা বাড়িটি বড় ছেলের নামে দানপত্র করলাম৷ এই খবর দুই ছেলে প্রসেনজিত্ ও বিশ্বনাথ জানার পরেই শুরু হল লাগামছাড়া অশান্তি৷ ’ বিশ্বজিত্ বলেন , ‘বাবা আমার নামে ওই সম্পত্তি কেন দানপত্র করলেন এই নিয়ে দুই ভাইয়ের অভিযোগ৷ নীচের ঘরে ভাড়াটিয়া ছিল৷ ভাড়ার টাকা দিয়ে বাবার চিকিত্সা চলত৷ ওরা সেটাও বন্ধ করে দিল৷ ’ বাবার উপর অত্যাচারের প্রশ্ন শুনেই প্রসেনজিত্ ফোন কেটে দেন৷ বিশ্বনাথ অবশ্য বলেন , ‘অত্যাচারের বিষয়টি সম্পূর্ণ মিথ্যে৷ আর বড় দাদা বাবার সম্পত্তি পেলে আমি কেন বঞ্চিত থাকব ?’ তিনি অবশ্য বাবার অর্থে একটা দোকান পেয়েছেন বলে স্বীকার করেছেন৷
  • Abhyu | 106.32.178.171 | ০৭ মে ২০১৬ ০৭:২২681067
  • খবর দেখে অগ্নিশর্মা তিন ছেলে

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=22921&boxid=151848384

    এই সময় , ব্যারাকপুরঃ এক সময়ের ডাকসাইটে স্বর্ণ ব্যবসায়ী নিমাইচন্দ্র পাল তাঁর বড় ছেলেকে ন্যায়বিচার দিতে গিয়ে অন্য ছেলেদের কাছে কী ভাবে নির্যাতিত হচ্ছেন , সেই খবর ‘এই সময় ’ সংবাদপত্রে দেখে ক্ষিন্ত হয়ে ফের অশীতিপর বাবার উপরে চড়াও হওয়ায় অভিযোগ উঠল তাঁর ছেলেদের বিরুদ্ধে৷ অভিযোগ , সংবাদমাধ্যমে বিষয়টি জানানোয় নিমাইয়ের বাড়িতে এসে শুক্রবারও তাঁকে হুমকি দিয়েছেন তাঁর তিন ছেলে৷ বৃদ্ধকে ‘দেখে নেওয়া ’র হুমকিও দিয়েছেন তাঁরা৷ তাতে আতঙ্ক বেড়েছে বৃদ্ধের৷

    অভিযোগ , শুক্রবার খবর প্রকাশিত হতে দেখে নিমাইচন্দ্রের ছোট ছেলের স্ত্রী তাঁর কাছে যান৷ কিছুক্ষণ পরে বৃদ্ধের অন্য তিন ছেলে প্রসেনজিত্ , ইন্দ্রজিত্ ও বিশ্বনাথ একযোগে তাঁর কাছে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন৷ ত্রস্ত গলায় নিমাইচন্দ্র বলেন , ‘ছেলেদের এই অত্যাচারের পরে আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না৷ ’ ব্যারাকপুরের পুলিশ কমিশনার নীরজকুমার সিং বলেন , ‘নৈহাটি থানার পুলিশকে নির্দেশ দিয়েছি বিষয়টি খতিয়ে দেখতে৷ ওই বৃদ্ধের যাতে সুরক্ষা বিঘ্নিত না হয় , তা পুলিশ দেখছে৷ ’৷
  • | ০৭ মে ২০১৬ ০৯:৩২681068
  • :-(
    কিরকম যেন অবাক অদ্ভুত লাগে।
  • Tim | 108.228.61.183 | ০৭ মে ২০১৬ ১২:০৮681069
  • আর অবাক হইনা। এইই তো বেশিরভাগ, কোথাও কম কোথাও বেশি।
  • সে | 198.155.168.109 | ০৭ মে ২০১৬ ১২:৪৮681070
  • এইরকম একটা ঘটনা হয়ত একটু আলাদা, সেটা অবজার্ভ করছি এখন। হয়ত এড়ানো যেত। পরিণতি জানা নেই। সেইক্ষেত্রেও ছেলে অত্যন্ত লোভী স্বার্থপর এবং হিংস্র তৈরী হয়েছে। অত্যাচারের শিকার মা বাবা। মা সবচেয়ে বেশি অত্যাচারিত কিন্তু অপত্যস্নেহে কঠোর হতে পারছে না।
  • Cm | 127.247.96.42 | ০৭ মে ২০১৬ ১৩:০৬681071
  • মা, বাবার প্রতি ভালবাসা কৃতজ্ঞতা এসব কি স্বতঃস্ফূর্ত নাকি শেখাতে হয়?
  • সে | 198.155.168.109 | ০৭ মে ২০১৬ ১৩:১১681072
  • খুব সরলরৈখিক নয়। পারিপার্শ্বিকের প্রভাব, মূল্যবোধ, সামাজিক অবস্থান, বাপমা বাচ্চাকে কেমন করে মানুষ করছে, ইত্যাদি প্রভৃতির প্রভাব পড়েছে এই ছেলেটার ওপর। বাকিদের ব্যাপার জানি না।
  • cm | 127.247.96.42 | ০৭ মে ২০১৬ ১৩:২৭681074
  • সেক্ষেত্রে একদিন হঠাৎ করে সব থেকে সরিয়ে শুধু একজনের বিচার করতে বসলে কেমন অস্বস্তি হয়। নিজের দিকে তাকিয়ে প্রায় প্রতিটি ব্যবহারের কারণটুকু যখন খুঁজে পাই দেখি আমি আসলে বহুলাংশে অন্যদেরই বয়ে বেড়াই।
  • সে | 198.155.168.109 | ০৭ মে ২০১৬ ১৩:৩৯681075
  • আমি কারোকেই বিচার করতে বসিনি। সেরকম কোনো ইচ্ছেও নেই। হয়ত বোঝানোর ভুল হচ্ছে। কিন্তু যে কেসটা এই মুহূর্তে অবজার্ভ করছি সেটার পরিপ্রেক্ষিতেই বলা। যা দেখা যাচ্ছে, একজন ২১/২২ বছরের ছেলে এমন মানসিকতায় বিশ্বাসী যেটা ৫০ বছর আগেও হয়ত ছিলো না। ছেলেটির বন্ধু বান্ধব সঙ্গ ও ঐরকম। সেটা দেখে তার মা অবাক হয়ে যাচ্ছে। খুবই শকিং। এত পুরোনোপন্থি চিন্তাভাবনা কীকরে নতুন প্রজন্মের হতে পারে সেটাই বুঝতে অসুবিধে হচ্ছে। লোভ এবং স্বার্থপরতাকে জাস্টিফাই করতে সে ক্রমাগত পুরোনোদিনের ভ্যালু টেনে এনে ব্ল্যাকমেইল করে যাচ্ছে নিজের সুবিধেমত। তার ওপরে যোগ হয়েছে তার মায়ের অপত্যস্নেহ। নইলে অনায়াসে পুলিশে খবর দেওয়া যেত।
  • cm | 127.247.100.116 | ০৮ মে ২০১৬ ১২:৪৩681076
  • আমিও আপনাকে বলিনি, কিছুই জানিনা বলব কি করে। আপনিতো খোলা ভাবেই সব তথ্য সামনে রেখেছেন। আমি সাধারণভাবেই বলছি। শুধু এ ক্ষেত্রেই নয়, যখনি দেখি কোন রকম বিহেভিওরাল প্যাটার্নে অনেকেই আপত্তিজনক কিছু খুঁজে পান মনে এই প্রশ্নই জাগে, এই ভুল শেখা জিনিসের দায় আসলে কার। সামগ্রিকভাবে পরিপার্শ্বই দায়ী।
  • sm | 53.251.91.38 | ০৮ মে ২০১৬ ১৪:২৬681077
  • ওরে পাগোল, গীতা স্মরণ কর; পরমাত্মাই দায়ী।মনোকষ্টে আর ভুগিস নি।যা, ভালো করে ঘুনু কর।
  • একক | 53.224.129.42 | ০৯ মে ২০১৬ ০১:৪০681079
  • পড়লুম । খুব ঠিকঠাক লাগলো । এমনিতেই এই বাবা-মা কে দিয়ে বেবিসিটিং করানোর বিরোধী , তার ওপর এটা ঘটনা যে যত দিন যাচ্ছে কাপল দের বেশি বয়েসে বেবি হচ্ছে । ততদিনে তাদের বাবা-মা এরা বেশ বয়স্ক , নানান শারীরিক কমপ্লিকেসি।এদিকে প্রথম বিশ্বে বেবিসিটিং যথেষ্ট খরচসাপেক্ষ । সব মিলিয়ে পরিস্থিতির চাপে বুড়ো বাপ-মা স্যান্ডউইচ । না বলার সময় এসেছে ।
  • Tim | 108.228.61.183 | ০৯ মে ২০১৬ ০৪:২২681080
  • আমারো ঠিকই তো লাগলো। তবে যথারীতি কমেন্ট সেকশনে ভারতীয় ঐতিহ্যের ধারক ও বাহক বীরপুঙ্গবেরা বলে গেছে ঐ ফেমিলিতে নাকি বন্ডিং এর অভাব রয়েছে, তাই এই অবস্থা আর এর ফলে নাকি ভবিষ্যতে ঐ দম্পতির অসুবিধে হবে। ঃ-)
  • Bhagidaar | 34.49.119.28 | ০৯ মে ২০১৬ ০৯:২১681081
  • আবার ভবিষ্যত কি এনাদের? নাকি ছেলেদের কথা বলছে?
    যাই হোক বলাই বাহুল্য এই দম্পতিকে ১০০% সাপোর্ট করি। বিনা পয়সায় বুড়ো বাপ-মাকে দিয়ে ন্যানির কাজ করানো ভারতীয়্দের ও চীনেদের অভ্যাস।
    কিন্তু এদেশে থাকা একাধিক কাজিনের একাধিকবার ছানাপোনা হবার সময় তাদের বাপমা আসতে না পারায় দিব্ব্যি চালিয়ে নিতে দেখেছি, একটু পয়্সা খরচ হয়েছে। কিন্তু বুড়ো বাপমাগুলো ছমাসের সশ্রম কারাদন্ড থেকে রেহাই পেয়েছে।
  • Abhyu | 81.12.144.38 | ০৯ মে ২০১৬ ০৯:৩২681082
  • সশ্রম কারাদন্ড কারাদণ্ড শুধু বাবা মায়েরই নয়, অন্য লোককেও অনেক সময় ইণ্ডিরেক্ট ফল ভুগতে হয়। বাবা মা যদি তাঁদের অন্য ছেলেমেয়ের বাড়িও যান, তখনও সকাল সকাল উঠে ফোনে/স্কাইপে হাবিজাবি বকে যেতে হয় কারণ সেই সময় নবজাতকের পিতামাতা অফিস যাবার জন্যে তৈরী হচ্ছেন। এই রিমোট বেবিসিটিং যে কি ইরিটেটিং কি বলব।
  • Bhagidaar | 34.49.119.28 | ০৯ মে ২০১৬ ০৯:৪৩681083
  • স্কাইপে/ফোনে কথা কি বাচ্চাদের সঙ্গে? তাদের এনগেজড রাখতে যাতে বাবা-মা আপিস যাবার জন্য রেডি হতে পরে?
  • Abhyu | 138.192.7.51 | ০৯ মে ২০১৬ ০৯:৫৪681085
  • ইয়েস স্যার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন