এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৩৬৩৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 59.93.216.79 | ০৩ জানুয়ারি ২০০৯ ২০:১৬693303
  • হে হে, এইটে অসা
  • S | 122.172.42.49 | ১৩ জানুয়ারি ২০০৯ ১১:০৪693304
  • পুত্র-মশাই তরতর করে বড় হয়ে যাচ্ছেন, তাই ভাবলুম চট্‌পট লিখেই ফেলি এখনকার গল্পগুলো। তিনি এখন আপার কেজি, তিনি এখন সাড়েপাঁচ। প্রাণের বন্ধু হল আরন। এবার পুত্র-মশায়ের নিজের বুলি কোট করছি
    "বাবা জানো তো, ক্লাসে আমি আর আরন সিনেমার গল্প করি"।

    "তাই নাকি! কোন সিনেমার গল্প কর?"

    "ও আমাকে একটা করে সিনেমার নাম বলে আর জানতে চায় আমি সেটা দেখেছি কিনা। আমিও ওকে একটা করে সিনেমার নাম বলে জিগ্গেশ করি ও সেটা দেখেছে কিনা। তোমরা তো আমাকে রব নে বানা দি জোড়ি দেখালে না, আরন আমকে ওটার গল্পটা বলে দিয়েছে। তুমি শুনবে রব নে বানা দি জোড়ির গল্পটা?"

    "হ্যাঁ শুনব। তাড়াতাড়ি বলে শুয়ে পড়"

    "শারুখ খান আর একটা গোঁফওয়ালা মানুষ, তার নাম জানি না, দুজনে মিলে একটাই মেয়েকে ভালোবাসতো। এটা কি কখনো হতে পারে বাবা? একটা মেয়েকে দুটো লোক কখনো ভালোবাসতে পারে?"

    এবার বাবার পালা ডেসপারেটলি প্রসঙ্গ পাল্টানোর। "তোমরা ক্লাসে এসব গল্প কর কখন? তোমাদের টিচার্‌রা তোমাদের বকে না?"

    "না আমরা যখন বোর হয়ে যাই , তখন গল্প করি"।

    "কখন তোমরা বোর হয়ে যাও?"

    "৫মিনিট পরে পরে আমরা বোর হয়ে যাই"

    ( যারা গোঁফওয়ালা মানুষের রহস্য বুঝতে পারেন নি, তাদের জন্য জানাই, শারুখের ডবল মেক আপের একটাতে গোঁফ ছিল, আরেকটাতে ছিল না, মানুষ একটাই। আরন সেটাকে আরেকজন মানুষ হিসেবে ধরেছে )
  • Blank | 203.99.212.224 | ১৩ জানুয়ারি ২০০৯ ১২:০৪693305
  • উরিত্তারা
  • nyara | 64.105.168.210 | ১৩ জানুয়ারি ২০০৯ ১৩:০৯693306
  • সাড়ে পাঁচেই এই? বড় হয়ে তো এক এক পিস হাতবোমা হবে। বড় হাতের এসের জন্যে সমবেদনা রেখে গেলাম।
  • r | 125.18.104.1 | ১৩ জানুয়ারি ২০০৯ ১৪:৩৫693307
  • পরশু রাতে পাশে শুয়ে আমার মেয়ে আমাকে প্রশ্ন করল- "বাবা, বড় হয়ে তুমি কি হবে?" এই বয়সে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে বুঝতে পারি নি। কোনোরকমে কাটিয়ে দেওয়ার পরে মেয়ের দ্বিতীয় প্রশ্ন- "বাবা, বড় হয়ে তুমি কাকে বিয়ে করবে?" বললাম- "মাকে জিজ্ঞাসা কর।"
  • san | 12.144.134.2 | ১৩ জানুয়ারি ২০০৯ ১৪:৪৭693308
  • কি কেচ্ছা :-)
  • sayan | 115.108.25.26 | ১৩ জানুয়ারি ২০০৯ ১৪:৫৬693309
  • ভুতুম কে পেত্থমবার দেখে আমারও মনে হয়েছিল এই ছেলেটা নিয়মিত কমপ্ল্যান খেলে হয়ত আরেকটু বাড়তে পারে।
  • M | 58.186.142.94 | ১৩ জানুয়ারি ২০০৯ ১৭:৪০693310
  • ঋভুটাকে দেখতে পুরো বাপ জ্যায়সা, সবাই ওর বাবার নাম বলে জুনিয়র বলে, একদিন জিগালো লোকে এমন কেন বলে? আমি বললাম তুমিতো পুরো বাবার মতো দেখতে কিনা, বলে কিনা তাহলে কি আমি বড় হয়ে গেলে সবাই ভাববে বাবা বুড়ো হচ্ছেনা কেন?

    এহেন ঋভু ছোট থেকেই স্পাইডারম্যানের ফ্যান, একদিন তখন ঐ প্রেপ ক্লাস বোধহয়, পিঁপড়ের কামড় খেয়ে বেজায় কাঁধছে, বললুম কিছু হবে না, এত্ত কাঁধছো কেন? তুমিনা ছেলে? বলে কিনা আমি যদি অ্যান্টম্যান হয়ে যাই? স্পাইডার কামড়ালোনা কেন?
  • S | 122.172.46.71 | ১৩ জানুয়ারি ২০০৯ ১৭:৪৯693311
  • রব নে বানা দি জোড়ির আরন-এর বন্ধুর নামটিও কিন্তু ঋভু ।
  • M | 58.186.38.107 | ১৩ জানুয়ারি ২০০৯ ১৯:০৬693313
  • ঋভু এখন দশ বছরের আর ও পৈলানে পড়ে, ক্লাস ফোর, বাই দ্য ওয়ে ছেলেরা ঠিক কোন বয়সে প্রেমে পড়ে? ওর বাবাকে শুধিয়ে ঠিক ঠাক উত্তর মিলছে না, আসলে ওর এক বান্ধবী ক্লাস থ্রীতে এসেছিলো ওদের স্কুলে, খুব তার গল্প শুনতাম, তার আবার টাইটেল কারাটি ছিলো, সেই নিয়ে বাবা বরবটির খবর কি সোনা ? প্রশ্নেই ছেলের সাথে ঝামেলা বেঁধে যেত, তো এই ক্লাসের মাঝে সে মেয়ে অন্য কোথাও চলে গেছে, আর আমার মুখচোরা ছেলেটা কিছু জিগালেই দীর্ঘশ্বাস ফেলছে।কি ঝামেলাই যে হয়েছে।
  • M | 58.186.38.107 | ১৩ জানুয়ারি ২০০৯ ১৯:৩৮693314
  • এই আগের বছর, আমার ভাইয়ের শ্বশুর বাড়ী গিয়ে দেখি দক্ষযোগ্য চলছে, কি না ভাইয়ের শালাবাবুর মেয়েটি, দু বছরের, তার ওষুধ পুরোটা অ্যাকোরিয়ামে ঢেলে দিয়েছে আর মাছেরাও টাটা করে উপরে চলে গেছে, আসলে ওষুধটা বেজায় তেতো,তো ওকে জিগালেই বলছে মাছেদের জ্বর হয়েছিলো তাই।
    আর ভাইয়ের ছেলে ভটকাই, সেটাও তখন দু বছরের, ভাই একদিন ফোন করে বলছে বলতো বাবান কত পর্যন্ত্য গুনতে পারে? ভ্যাবাচাকা খেয়ে জানলুম সে নাকি ইনফাইনাইট পর্যন্ত্য গুনছে,কি করে প্রশ্ন করে জানলাম নাকি এভাবে গুনছে, একটা, আর একটা ,আর একটা।সেটা এখন তিন বছরের, ভাইয়ের এবার বাগডোগরা পোষ্টিং, ওকে নিয়ে যাওয়া হয়েছে স্কুলের ইন্টারভিউয়ের জন্য, ব্যাটা পুরো বেঁকে বসেছে ও নাকি ঋভুর মতৈ হষ্টেলে থাকবে।
  • sayan | 115.108.25.26 | ১৩ জানুয়ারি ২০০৯ ১৯:৫১693315
  • "একটা, আর একটা' পড়ে খুব হাসলাম :))
  • kS | 122.170.21.233 | ১৫ জানুয়ারি ২০০৯ ১০:০৩693316
  • দারুণ সব গল্প
  • Blank | 203.99.212.224 | ১৫ জানুয়ারি ২০০৯ ১১:৩০693317
  • 'একটা, আর একটা ...' জ্জিও :)
  • raatri | 59.93.168.116 | ১৬ জানুয়ারি ২০০৯ ১৬:০০693318
  • -'একটা গল্প বলব?'
    -'বল'।
    -'শিকারী একটা গাছের উপরে বসে ছিল।আর একটা অ্যানিমাল আসছিল।কি যেন অ্যানিমাল,ও হ্যাঁ,মনে পড়েছে,টাইগার।গাছের তলায় একটা গোট বেঁধে রেখেছিল,টাইগার যেই ওটাকে খেতে এসেছে,শিকারী বন্দুক দিয়ে দুম দুম করে মেরে দিয়েছে,টাইগার মরে গেছে।দেখেছো,কি বদমাইশ শিকারী,টাইগার তো কিছুই করেনি!'
    -'গুলিটা কোথায় লাগল?'
    -'কপালে,কপাল ফুটো হয়ে গেছে।টাইগার পড়ে গেছে।তারপর,তিনটে বন্ধু ছিল ওর।এলিফ্যান্ট,চিতা আর লায়ন।ওরা এসে ওকে উঠিয়ে দিল।'
    -'কি করে?'
    -'তুলে দাঁড় করিয়ে দিল'।
    -'সে কি?এই তো বললি ও মরে গেছে!কপাল ফুটো হয়ে গেছে!'
    -'কপালের ফুটোটা একটু আঠা দিয়ে জোড়া দিয়ে দিল।তারপর ওরা সবাই মিলে শিকারীকে ঢিসুম,ঢিসুম করে মারল'।
    -'কেন রে?ওদের তো দাঁত,নখ এসবই আছে।খেয়েই তো নিতে পারে।'
    -'না,না,মারল।তারপর,ওদের কাছেও একটা বন্দুক ছিল।ঐটা দিয়ে শিকারীকে দুম,দুম করে গুলি করে দিল'।

    বুঝলাম,ছেলে বেজায় পশুপ্রেমী আর সাম্যে বিশ্বাসী।
  • pi | 69.251.184.3 | ১৬ জানুয়ারি ২০০৯ ১৮:৫৩693319
  • :D
  • raatri | 59.93.216.121 | ২০ জানুয়ারি ২০০৯ ২১:৫২693320
  • আর হ্যাঁ,পুউউরো হিন্দি সিনেমার ইস্টাইলে 'বদলে কি আগ'!!কোত্থেকে যে শিখলো!!
  • raatri | 59.93.216.121 | ২০ জানুয়ারি ২০০৯ ২১:৫৬693321
  • -'হোয়াট ইস ইয়োর নেম?'
    -'মাই নেম ইস উজান ঘোষ দস্তিদার'।
    -'হোয়াট ইস ইয়োর ফাদার্স নেম?'
    -'ডক্টর ইন্দ্রনীল ঘোষ দস্তিদার'।
    -'হোয়াট ইস ইয়োর মাদার্স নেম?'
    -'অফিসার সংগীতা ঘোষ দস্তিদার'।
    অত:পর,হা-হা-হা-হি-হি-হি-হো-হো-হো,আর কি?
  • raatri | 59.93.216.121 | ২০ জানুয়ারি ২০০৯ ২২:০৩693322
  • বললাম 'সব মানুষের মধ্যে ঠাকুর থাকে,জানিস টুংকাই?এই দেখ তোর গায়ে আমার পা লেগে গেছে,আমি তোকে নমো করলাম(হাত জোর করে)।আমার গায়ে যদি তোর পা লাগে,তুই আবার আমাকে নমো করবি।কারোর গায়ে পা লাগাতে নেই,ভুল করে লেগে গেলে নমো করতে হয়,বুঝলি?'
    তিনি বললেন 'ঠাকুর কেন আবার ঠাকুরকে নমো করবে?'
  • Arpan | 122.252.231.10 | ২০ জানুয়ারি ২০০৯ ২২:১১693324
  • এইটা বেস্ট!!
  • arjo | 168.26.215.13 | ২০ জানুয়ারি ২০০৯ ২২:১৪693325
  • এই ছেলে বড় হয়ে "জ্যাঠামশাই" হবেই হবে। :))))
  • bhuto | 122.172.11.18 | ২০ জানুয়ারি ২০০৯ ২৩:৩৭693326
  • তুঙ্কাই ব্যাটা এখন এইসব করছে। দাঁড়া এবার যাই।
  • Arpan | 216.52.215.232 | ৩০ জানুয়ারি ২০০৯ ১৪:৩৪693327
  • রবিবারের সকালে "ছুবি' আঁকার আসর। ড্রয়িং খাতার সাদা পাতা জুড়ে একটি গোল্লা বসল। তারপরে বাপের জিকে টেস্ট শুরু হল।

    মেয়ে: এইটা কী রে! (গোল্লাটা দেখিয়ে)
    বাপ: আপেল? (অনেক মাথা চুলকিয়ে)
    মেয়ে: মেঙ্গো!! (খিলখিল হাসি)
    বাপ: বেশ। মেঙ্গো, মেঙ্গো। মনে থাকবে।
    মেয়ে: আর ইটা? ইটা? (ইতিমধ্যে পাশে আরেকটা গোল্লা বসেছে। সেইটা দেখিয়ে)
    বাপ: এইটা মেঙ্গো।
    মেয়ে: অ্যাপেল!!! (আবার হাসি)

    (এইবার বাকিটা ইনফাইনাইট লুপে)
  • Arpan | 216.52.215.232 | ৩০ জানুয়ারি ২০০৯ ১৪:৪৩693328
  • ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমেই বিশাল একখানা বোম্বাই হাঁচি। একটুও অপ্রস্তুত না হয়ে বলে উঠলেন "আবার সদ্দি'!!
  • arjo | 168.26.215.13 | ৩০ জানুয়ারি ২০০৯ ১৯:২২693329
  • :))))) ব্যপক মজা পেলাম।

    আমাদের মাল্টিভ্যারিয়েট পড়াতেন কে বালাসুব্রমনিয়ম। তা মাল্টিভ্যারিয়েট নর্মাল আর উইশার্ট (মাল্টিভ্যারিয়েট কাই স্কোয়ার) ডিস্ট্রিবিউশানের প্রপার্টি ইত্যাদি প্রায় একরকম। তো, বালা আমাদের নিয়ে এমন খেলা করতেন। বোর্ডে একটা ছবি এঁকে প্রপার্টি বলতেন আর জিজ্ঞাসা করতেন বলতো বাচ্ছারা এটা কি আমরাও বলতুম ""আপেল"", বালা হাসতে হাসতে ""হল না হল না এটা মেঙ্গো""। তারপর আর একটা গোল্লা এঁকে ""বলতো এটা কি?"" সমস্বরে ""মেঙ্গো, মেঙ্গো"" হল না এটা ""আপেল""। একটা পুরো সেমিস্টার জুড়ে ক্লাসের প্রথমে মিনিট পনের এমন খেলা মানে র‌্যাগিং চলত।
  • r | 125.18.104.1 | ৩০ জানুয়ারি ২০০৯ ১৯:৪৭693330
  • ডুয়ার্সের সন্ধে। বাবা মা ডুয়ার্সে আদিবাসী-গোর্খা ঝামেলা নিয়ে আলোচনা করছে। মেয়ে বই পড়তে পড়তে কথাগুলো শুনেছে। তারপর।

    বাবা: আবার যুদ্ধ শুরু হল বলে।
    মেয়ে: কাদের যুদ্ধ?
    বাবা: পাহাড়ের লোক আর এখানকার লোকদের।
    মেয়ে: যুদ্ধ করবে কেন?
    বাবা: পাহাড়ের লোকদের একটা জায়গায় মিটিং করতে দিচ্ছে না। ওরা আবার মিটিং করবেই বলছে।
    মেয়ে: মিটিং করবে বলে যুদ্ধ?
    বাবা: হ্যাঁ, সেইরকমই।
    মেয়ে: মিটিং না করতে দিলে কেউ যুদ্ধ করে নাকি? (একটু গম্ভীর হয়ে) সবসময়ই ছোটো ছোটো জিনিষ থেকে বড় বড় যুদ্ধ হয়।
    বাবা: (স্বগত) খাইসে। (মেয়েকে) তুই জানলি কি করে?
    মেয়ে: টিঙ্কলে লেখা আছে।
  • Tim | 71.62.2.93 | ৩০ জানুয়ারি ২০০৯ ২০:১০693331
  • এইবার ছবি-টবি এঁকে শিশুটক বই করে বের করে দিলেই হয়! :)
  • raatri | 59.93.211.153 | ৩০ জানুয়ারি ২০০৯ ২১:৩৭693332
  • ফাটাফাটি সব গপ্পো!!
  • pi | 128.231.88.6 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৭:০২693333
  • খুব হাসলাম।
    তবে অপ্পন এবার কন্যাকে রং টং এঁকে দিয়ে নীল আর সবুজের এমনিতর ইনফাইনাইট লুপ চালাতে পারে । ;-)

  • Paramita | 64.105.168.210 | ৩১ জানুয়ারি ২০০৯ ০৯:২৬693335
  • গল্পগুলো দারুণ, আর পাই-এর কমেন্টও একদম হাহাহাহা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন