এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৩৬৩৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • M | 59.93.169.32 | ২২ এপ্রিল ২০০৯ ১২:২৩693402
  • ঋভুটা দু বছর হষ্টেলে থেকে পুরো ঘেঁটে গেছে, সেদিন পড়াতে বসিয়ে মেজাজ গরম হয়ে গেলো,বললাম তোকে পড়াতে গেলে আমি বাবার নাম ভুলে যাবো, নির্বিকার ভাবে বাবার নামটা বলে দিয়ে বললো, যখন ই ভুলে যাবে বলো আমি মনে করিয়ে দেবো।:(
  • Blank | 59.93.196.5 | ২৬ এপ্রিল ২০০৯ ১৩:১৩693403
  • কবীর সুমন এসেছে প্রচারে। খোলা জিপে দাড়িয়ে হাত নাড়তে নাড়তে যাচ্ছে। আমার পিসতুতো দাদা তার ছেলেটাকে নিয়ে সাইকেলে বসিয়ে রাস্তা দিয়ে আসছিলো (ছুটকাটার ডাকনাম পুচকুড়ি)। তো পাশে কবীর সুমনের গাড়ি। সে আবার পুচকুড়ি টাকে দেখে ওর দিকে দুটো আঙুল নেড়েছে। তাতে পুচকুড়িটা ভারী খুশি।
    বাড়িতে এসে মাকে (বৌদি কে) বলছে 'জানো কবীর সুমন আমায় দেখে হাত নেড়েছে'। তখন বৌদি জিজ্ঞাসা করছে যে তুই কি করলি।
    পুচকুড়ির উত্তর 'আমি একটু হাসলুম। ওতো জানে না যে আমি সি পি আই এমের লোক।'

    (আর ১০ বছর বাদে আমাদের একটা ভোট বাড়লো আর কি )
  • Bratin | 117.194.99.6 | ২৬ এপ্রিল ২০০৯ ২৩:২০693404
  • :-))
  • rimi | 24.42.203.194 | ২৭ এপ্রিল ২০০৯ ০১:৫৬693405
  • হা:হা:হা: পুচকুড়ির বয়স কতো রে?
  • Tim | 71.62.2.93 | ২৭ এপ্রিল ২০০৯ ০২:১৯693406
  • :-))))))))))))
  • Shuchismita | 98.228.118.141 | ২৭ এপ্রিল ২০০৯ ০২:২৬693407
  • :))))))))))))

    আমাদের দেশে হবে এই ছেলে কবে
    তিনোমুল-সিপিএম নাকে খৎ দেবে
  • arjo | 168.26.215.13 | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৩৮693408
  • কাল রাতে সাম্পান আমাকে একটা গল্প বলেছে।

    সাম্পান: অনেক অনেক অনেক অনেক দুরে একটা গ্যালাক্সি আছে।

    আমি: তাই! কি নাম গ্যালাক্সিটার?
    সা: গ্যালাক্সিটার নাম হল, নাম হল টয়দা গ্যালাক্সি।

    আমি: তাই! তা টয়দা গ্যালাক্সিতে কটা প্ল্যানেট আছে?
    সা: তিনটে। একটা প্লুটো, একটা ভেনাস আর একটা মার্স। (অন্য কোনো প্ল্যানেট থাক বা না থাক প্লুটো থাকতেই হবে, প্লুটো সাম্পানের ফেভারিট প্ল্যানেট)।

    আমি: আর কটা মুন?
    সা: চারটে মুন। মুনগুলো ভেনাসের চারধারে বনবন করে ঘুরছে।

    আমি: কোন প্ল্যানেটে মানুষ থাকে?
    সা: না না না মানুষ নেই, কারণ কারণ প্রথম কথা আর্থ ছাড়া আর কোথাও জল নেই আর দ্বিতীয় কথা সানমামা নেই। (এখন সবকথাতেই এই প্রথম কথা, দ্বিতীয় কথা চলেছে)। জল না থাকলে মানুষরা সব মরেই যায়।

    আমি: আমরা কোন প্ল্যানেটে যাব?
    সা: আমরা প্লুটোয় যাব?
    আমি: কেন?
    সা: (এক নিশ্বাসে) কারণ প্লুটো আমার ফেভারিট। আর প্লুটো সান থেকে অনেক অনেক অনেক অনেক অনেক দুরে আছে।
    আমি: না আমরা ভেনাসে যাব।
    সা: ভেনাসে কি আছে?
    আমি: পাহাড় অনেকটা আর্থের মতন। আর ভলক্যানো আছে।
    সা: ভেনাসে কি জল আছে?
    আমি: না।
    সা: ভলক্যানো ইজ লাইক মাউন্টেন, ইট থ্রোস লাভা অ্যান্ড ফায়ার।
    আমি: তাই?
    সা: হ্যাঁ।
    সা: ভেনাসে আর কি আছে?
    আমি: আর তো জানি না।
    সা: না না আমাকে ভেনাসের গল্প বল।
    আমি: আর আমি জানি না। কাল জেনে এসে বলব।
    সা: আমি মামিকে বলে দিচ্ছি। (ছুট্টে বেরিয়ে গেল)। মামি মামি আজ্জো ভেনাস জানে না বলছে।
    মামি: হুঁ।
    সা: মামি মামি মামি আমি একটা উত্তর করছি। (মানে প্রশ্ন করছি)
    মামি: কি?
    সা: আজ্জো ভেনাস জানে না বলছে।
    মামি: ঠিক আছে এখন ঘুমিয়ে পড়, কাল ভেনাসের গল্প হবে।

    আমি এখন ভেনাস সম্বন্ধে গাঁত মারছি। আমাদের এখানে একটা স্পেস সেন্টার আছে। সেখানে খুব ভালো ভালো মুভি আসে। সেসব দেখেই এত জ্ঞান। সবই ভালো কিন্তু আমার চাপ হয়ে গেল।
  • Du | 65.124.26.7 | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৪০693409
  • :)) আজ্জো ডাকে নাকি?
  • Arpan | 122.252.231.12 | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৪৮693410
  • সেদিন শিশুটিকে তাড়াতাড়ি খেয়ে নেবার জন্য লোভ দেখানো হয়েছে। কী না, পাম্পাম খেয়ে নিলেই আমরা সবাই মিলে বেড়ু করতে যাব। এদিকে উইকেন্ড বলে বাবার চানটান তখনো করা হয়নি।

    খেয়েটেয়ে মুখ ধুয়ে এসে শিশুটি বাবাকে গাড়ির চাবিটি ধরাল। তার সাথে এল নির্দেশ - "চল। জামা পরে নে এবার।'
  • d | 121.245.188.49 | ২৮ এপ্রিল ২০০৯ ০৭:৫৭693413
  • বেশ হয়েছে! দাও আরো ভুজুংভাজুং।
  • r | 198.96.180.245 | ০৫ মে ২০০৯ ১৯:১৫693414
  • সেদিন মেয়ে খুব সিরিয়াসলি বাবা আর মায়ের বয়স জানতে চাইল। উত্তর শোনার পরে বলল- এটা একটু বেশি বেশি হয়ে গেল না! :-(
  • Samik | 122.160.41.29 | ০৫ মে ২০০৯ ১৯:২১693415
  • :-))

    বাবা যখন মায়ের কথা শোনে না, শিশু এসে মধ্যস্থতা করে, মা তোমার থেকে বড়ো, মায়ের কথা শুনতে হয়, তুমি মাকে দিদি বলে ডাকো।

    মা যখন বাবার কথা শোনে না, তখন শিশুর মধ্যস্থতা, বাবা তোমার থেকে বড়ো হয় না? বাবা তোমার ফ্রেন্ড হয় না?
  • san | 12.144.134.2 | ০৫ মে ২০০৯ ১৯:৩২693417
  • এহে সরি, এটা ভাটে যেত।
  • san | 12.144.134.2 | ০৫ মে ২০০৯ ১৯:৩২693416
  • আরে লোকে বলে আমার নাকি গোলমরিচ ফেটিশ। ঘন মুসুড্ডালে গোলমরিচ মেখে খেতে নাকি ভাল্লাগেনা তাদের। বা মাছভাজায়, ডিমভাজায়। এমনকি লেবুর সরবতেও নাকি তারা গোলমরিচ দেয়না। অদ্ভুত সব লোকজনের সঙ্গে আমি বাস করি মাইরি। কি আর বলব।
  • Ishan | 173.26.17.106 | ০৮ মে ২০০৯ ০৯:২৪693418
  • গপ্পো এক
    ---------

    পুত্র ছবি আঁকছে। আমার পোট্রেট। অনেকটা ভুতের মতো।

    -- বাবান।
    -- কি।
    -- ভিসেন্ট ভ্যান গো কে জান?
    -- কে?
    -- ভিসেন্ট না ভিনসেন্ট?
    -- ভিসেন্ট। ভিসেন্ট। খুব ভালো ছবি আঁকে। (স্কুলের শিক্ষা)
    -- কি ছবি?
    -- পোট্রেট আঁকে। সবার ছবিই এঁকে দিতে পারবে।
    -- সবার?
    -- তোমার ছবিও পারবে। আমারও পারবে। শুধু এমিলি(ইস্কুলের বান্ধবী)র পারবেনা।
    -- পারবেনা? কেন?

    এই জায়গায় খানিক বিরতি। ছবি আঁকা চলতে থাকে।

    -- ও তো খুব নড়ে। সেই জন্য।
  • dipu | 207.179.11.216 | ০৮ মে ২০০৯ ০৯:২৭693419
  • :-))
  • Ishan | 173.26.17.106 | ০৮ মে ২০০৯ ০৯:৩৪693420
  • গপ্পো দুই
    ----------

    পুত্রকে শুতে নিয়ে গেছি। আমি মিনিট দুই-তিন একসঙ্গে শুই। তারপর চলে আসি। সেদিন মিঠুও উপস্থিত। বলল, আমিও একটু গড়িয়ে নিই। ছেলে শুনে বলল: বোথ অফ ইউ?

    -- বুঝতে পারছিনা। বলি আমি। এখন আমাদের ভাষা অভ্যাসের সেশন চলছে। আমি বিকেল পাঁচটা থেকে আর ইংরিজি বুঝতে পারিনা।

    -- তোমরা দুজনেই?

    -- হ্যাঁ।

    ছেলে লাফ মেরে খাটে উঠে পড়ে। তারপর আমার দিকে তাকিয়ে: ডিড ইউ গাইজ ফল ইন লাভ?

    অস্বাভাবিক না, যে, শুনে, আমি ইংরিজি না বলার প্রতিজ্ঞা ভুলে যাই। মাথাটা একটু কেমন কেমন লাগে। -- হোয়াট ডু ইউ মিন বাই ফলিং ইন লাভ? আমি জিজ্ঞাসা করি।

    -- লাভিং ইচ আদার ভেরি মাচ। তারপর আমার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে।

    -- ইয়েস। বলি আমি।

    তাপ্পরে ছেলে বলে, -- হোয়াট অ্যাবাউট মি?

    দম বন্ধ করে বসে আছি, এরপরের সুসংবাদটার জন্য, এমন সময় অ্যান্টিক্লাইম্যাক্স হয়। ছেলে দাঁত বার করে বলে, আয়াম অলসো ইন লাভ উইথ মামা।
  • dipu | 207.179.11.216 | ০৮ মে ২০০৯ ০৯:৪১693421
  • :-))))))))
  • Arpan | 122.252.231.12 | ০৮ মে ২০০৯ ০৯:৪৭693422
  • :))
  • Samik | 122.162.236.93 | ০৮ মে ২০০৯ ০৯:৫৪693424
  • খি খি খি খি খি ...
  • d | 203.143.184.11 | ০৮ মে ২০০৯ ১১:০১693425
  • :)))))
  • san | 12.144.134.2 | ০৮ মে ২০০৯ ১১:৩৪693426
  • হোহোহোহোহোহোহোহো
  • Samik | 122.162.236.93 | ০৮ মে ২০০৯ ১২:৪৪693427
  • ছেলে কি জানে আজ মাতৃদিবস? :-)
  • Blank | 170.153.65.102 | ০৮ মে ২০০৯ ১৩:০৭693428
  • হে হে হে :)
  • Tim | 71.62.2.93 | ০৮ মে ২০০৯ ১৩:৫১693429
  • :-)))))))))))
    মামু শিশুটক বেস্‌ড বুবুভা লিখলে পারে একখানা।
  • pi | 69.143.119.233 | ০৮ মে ২০০৯ ১৪:০৭693430
  • উঁহু, কূটকচালি :-)
  • Du | 71.123.206.144 | ০৮ মে ২০০৯ ১৯:৩৬693431
  • :)) এটা বহুদিনের পেন্ডিং রিকোয়েস্ট
  • rimi | 168.26.212.163 | ০৮ মে ২০০৯ ২০:৫৯693432
  • ওফ্‌ফ!!! হাসতে হাসতে পেটে খিল ধরে গেলো :-)))))
  • Du | 65.124.26.7 | ০৮ মে ২০০৯ ২২:৪৩693433
  • ছেলে সেদিন চিন্তিত মুখে বলেছে ( সম্ভবত: কদিন বিবিসিতে দেশের খবর দেখার ফল) - মামা, ইউ নো দেয়ার আর টু ইন্ডিয়াজ । শুনে আমি অবাক। এ তো মামু হয়ে যাচ্ছে!
    জিজ্ঞেস করি - তার মানে ? দুটো ইন্ডিয়া আবার কি ?
    তার উত্তর - ওয়ান ইজ সিভিলাইজড অ্যান্ড সিটিজ - দি আদার ইউ নো, আই ডোন্ট মীন টু বি রুড বাট ইট ইজ পুয়োর , ভীলেজেস -- ( সম্রাট আকবরকে নিয়ে ভীষণ 'প্রাউড' ছোট্ট প্রবাসী দু:খমনে মাথাটা নীচু করে নেয়।

    মাঝে মাঝে রিসেশন ইত্যাদি নিয়েও তাদের চিন্তার কথা শুনতে শুনতেও ভাবি - ছোটরা আর সত্যিই ততটা ছোট নেই।
  • Bratin | 117.194.98.110 | ০৮ মে ২০০৯ ২৩:৪৯693435
  • @ ইশান, :-))))))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন