এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৩৬৩৪২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.192.108 | ০৭ আগস্ট ২০০৯ ০৬:৪৭693502
  • অহিংস শিকারীটা অসাধারণ। :-))))
  • pinaki | 131.151.102.250 | ১২ আগস্ট ২০০৯ ০৬:৩৯693503
  • আমার মেয়ে দিৎসা। বয়েস আড়াই। সেদিন দুপুরে খেতে বসেছি একসাথে। টেবিলের খানিকটা খালি জায়গায় হাত বুলিয়ে মেয়ে জিজ্ঞেস করল - বাবা, বলোতো এই জায়গাটা কেন থালি (খালি)? আমি বুঝতে না পেরে জিগালাম - কেন বল তো? মেয়ের জলদি উত্তর - কোনও জিনিস নেই বলে। আমি হাসতে হাসতে বউকে বল্লাম - এটা গুরুচণ্ডালীতে লিখতে হবে। মেয়ে সেই শুনে বলল - বাবা, এই গুরুচণ্ডালীটা আবার কোত্থেকে পেলে?

    বোঝো।
  • h | 203.99.212.224 | ১৪ আগস্ট ২০০৯ ১৪:০৩693504
  • আমার বউ খুব -ই সইত্যবাদী। এর মূল সাংস্কৃতিক কারণ দুটি। প্রথমত: তিনি সিলইট্যা, দ্বিতীয়ত: তিনি ঐতিহাসিক হওয়ার কারণে, নানা মতাদর্শের টানা পোড়েন-এ চার- এর দশকে আছেন, অর্থাৎ সহজ করে বলতে গেলে গান্ধী+রবীন্দ্র+সিপিআই বাই থ্রী। তো এমম্বিধ নানা কারণে তিনি পুঁটিরে একটা অলটারনেটিভ পদ্ধতিতে মানুষ করছেন, কিন্তু যেহেতু প্রোজেক্ট টি বিশেষ ভাবে লং টার্ম, তাই আপাতত: শুধুই ডারউইনীয় লম্ফন ও কিচকিচাবৃত্তি ছাড়া সে এখনো কিছুতে আত্মপ্রকাশ হতে ভরসা পায় না। অনেক কিছুই বলা যেত, শিশু প্রশ্ন করেছে মা আমি কি করে এলাম, অনেক কিছুই বলা যেত। মেলায় রাবড়ির দোকান থেকে নিয়ে এলুম বলে চটকে দেওয়া যেত, দাদা ঠাম্মা খোয়াই বেড়াতে গিয়ে হঠাৎ দ্যাখে তুমি দাঁড়িয়ে আছো আর বলছো আমি তাতু ভৌ ভৌ এর সঙ্গে খেলা করবো, এটা বলা যেত, নাগরিক ছোঁয়া দিতে গেলে, একটা ওয়ার্কশপ দেখিয়ে বলা যেত, তার পরে বিশ্বকর্মাককু তোমাকে লেদ মেশিনে মাপ নিয়ে ঝোঁক নিয়ে গোল করে চেঁছে পুছে আঠা দিয়ে চুল লাগিয়ে দিয়ে গেলেন, বলা যেত, বেম্মো বেম্মো ভাব আনতে গেলে বলা যেত, কোন এক মালি, এ বাড়ির ডাল খালি দেখে তোমাকে সাজু গুজু করে দিয়ে মাম্মার কাছে তোমায় নিয়ে এলেন কিম্বা বাঙালী রুপকথার প্রাইমর্ডিয়াল টাচ দিতে হলে বলা যেত, তার পরে তো চাঁদের মা বুড়ি বল্লেন, দেখি দেখি, আমার চাঁদের বন্ধু কে হবে কে হবে, বলে একটু খানি রাত্তির বেলার আলো ধরে, টিপিন কৌটয় পুরে, তোমায় বানিয়ে দিলেন। এসব -ই বলা যেত। কিন্তু বাদ সাধলো দুটি সমস্যা। প্রথমত: সিলেটে, সইত্য কথা গুপন থাহে না, ঝাঁটা যদিও বড় হয়েও হুরপাইন থেকে যায়, আর দ্বিতীয়ত: ৪০ এর দশকে বালিগঞ্জ প্লেসে বিজ্ঞানসম্মতি ছাড়া কথা বলা বারণ, নইলে যে কোনো মুহুর্তে স্বাধীন ভারতের শ্রমজীবি মানুষের-ও রূপ্‌কথার রাজপুত্রদের অপেক্ষায় বসে থাকার সম্ভাবনা।
    অতএব উনি বল্লেন, তুই তো ছোট্টো বেলায়, এই টুকু ছিলি, তখন আমার পেটের মধ্যে ছিলি, তার পরে ডাক্তার কাকু তোকে আমার পেটে থেকে বের করে দিল, তখন তুই বড় হয়ে গেলি।

    আমি একটু এমনিতে টেনশনে আছি, যে কোনো মুহুর্তে হয়তো প্রসঙ্গ ক্রমে আমারে হয়তো আরেকটু মৌলিক প্রশ্নের উত্তর দিতে হল, ভগবান করুন যেন ডেমো না চায়, আজকালকার মাইয়া, কম্পু আর টিভিতে রিয়েলিটি শিখছে, এমন সময় আমাকে সম্পূর্ণ নিশ্চিন্ত করে, পুঁটি প্রজন্মান্তর পদ্ধতি সম্পর্কে এ বয়সেই আরব্ধ তার অপার পান্ডিত্যর পরিচয় রেখে বল্লো, তকন মিষ্টি দিদিটা হিংসুটে দৈত্যকাকুর পেটের মদ্যে ছিল, কিন্তু ওখান থেকে বেরিয়ে এলো, কেন বলো তো? কেন? কারণ গোলাপ ফুলটা বাইরে শান্তিনিকেতনের বাগানে ফুটেছিল।

    আপাতত: ভালৈ আছি, হাড় কাঁপুনি থেমেছে। তবে লিভিং অন দ্য এজ।
  • dipu | 207.179.11.216 | ১৪ আগস্ট ২০০৯ ১৪:০৯693505
  • :-))))))))))
  • vikram | 193.120.76.238 | ১৪ আগস্ট ২০০৯ ১৪:১৭693506
  • ওয়াহ উস্তাদ ওয়াহ
  • d | 144.160.5.25 | ১৪ আগস্ট ২০০৯ ১৪:২৯693507
  • ও আচ্ছা, বোধি নিজের পেটটা নিয়ে চিন্তিত ছিল!
  • san | 121.50.4.34 | ১৪ আগস্ট ২০০৯ ১৪:৩৪693508
  • :-))))))
  • arjo | 168.26.215.13 | ১৪ আগস্ট ২০০৯ ১৮:১০693509
  • :))))

    সিরিয়াসলি হানুদার এই লেখা গুলো এতই উপভোগ্য যে প্রাবন্ধিক হানুদা কেমন মিইয়ে যায়।
  • A | 99.183.185.250 | ১৪ আগস্ট ২০০৯ ১৮:৩৭693510
  • হা হা...লিভিং অন দি এজ :))
  • Samik | 12.191.136.2 | ১৪ আগস্ট ২০০৯ ২০:৩৭693512
  • হনু, প্রকৃত প্রস্তাবে, ইয়ে ....

    নেহাৎ আকাশে বাতাসে ৩৭৭ নম্বর ভাইরাস, নইলে ঠিক হনুর ভুঁড়িতে এট্টু হাত বুলিয়ে দিতাম।
  • Du | 65.124.26.7 | ১৪ আগস্ট ২০০৯ ২২:০৪693513
  • :-)))
    আর হনু, বলবো কি এই সিলইট্যা আমিও ছেলেকে একই কথা বলেছিলাম। অত:পর সে আমার চেপ্টু ভুড়ি নিয়ে প্রায়ই অনুযোগ করতো এবং ভালো করে খেয়ে দেয়ে পেটুটা মোটা করতে বলতো - তবেই না লিটল ব্রাদার ভুড়ি থেকে বেরোবে!
  • rimi | 168.26.215.135 | ১৫ আগস্ট ২০০৯ ০০:২৪693514
  • :-)))))))

    ঠিক একই কথা আমিও সাম্পানকে বলেছিলাম। (যদিও আমি সিলেটি কিম্বা সত্যবাদী কোনোটাই নই)
    শুনে সাম্পান বলেছিল "Then one day you burped and out came me!"
    ডাক্তার হাসপাতাল কাটাকুটি এসব ওর পছন্দ হয় নি।
  • Ishan | 12.163.39.254 | ১৫ আগস্ট ২০০৯ ০০:৩৩693515
  • হনুর টেনশনের বিশেষ কারণ নাই। টিনটিনকেও এইটাই বলা হয়েছে। বেশ সিধেভাবেই নিয়েছে।

    কিন্তু গপ্পের শেষটা আমায় কেউ বুঝিয়ে দিলনা। :(
  • dd | 122.167.2.54 | ১৫ আগস্ট ২০০৯ ০১:০৯693516
  • অন্য প্রসংগ।

    শ্রী দাশগুপ্ত (মানে আমাদের হনুরে বাবা,উফ) নির্বিকল্প মজার লেখাটা টা কিন্তু দারুন ল্যাখেন।

    এই ফাজলামিটা উনি সিরিয়াসলি ভেবে দেখতে পারেন।
  • pi | 128.231.22.89 | ১৫ আগস্ট ২০০৯ ০১:১৩693517
  • আমিও বুঝি নাই :(
    কিন্তু লেখাটা ফাটাফাটি লেগেচে :)

  • arjo | 168.26.215.13 | ১৫ আগস্ট ২০০৯ ০১:২০693518
  • ওটা হিংসুটে দৈত্য পড়ে শিশু মনের কল্পনা। বা কোনো টিভি পোগ্গাম।
  • Ishan | 12.163.39.254 | ১৫ আগস্ট ২০০৯ ০১:৩৪693519
  • উঁহু। তাহলে মিষ্টিদিদি কে?

    একটা অন্য গপ্পো আছে। মিষ্টিদিদি এবং হিংসুটে দৈত্য সংক্রান্ত। আমি চাইছি হনু সাইডের সেই গপ্পোটাও লিখুক। :)
  • dri | 117.194.224.173 | ১৫ আগস্ট ২০০৯ ০৭:৪৯693520
  • মিষ্টিদিদি কে সেটা আন্দাজে বুঝতে হবে। মনে হয় পুঁটির কাজিন, শান্তিনিকেতনে থাকে। 'হিংসুটে দৈত্যকাকু', এই টাইট্‌লটা একটু আনফরগিভিং, তবে টেম্পার্ড বায় গোলাপফুল। ওতেই হবে।
  • omnath | 117.194.199.192 | ১৫ আগস্ট ২০০৯ ১৪:৫৯693521
  • সেলফিস জায়েন্টের গল্পের ছোটো মেয়েটা যে দৈত্যের বাগানের ফুল তুলতে আসত আর দৈত্য তাকে তাড়া দিত। ইত্যাদি। মানে আমি যা বুঝলাম।

    তবে ঈশান সম্পাদকীয় দায়িত্ব পালনে অতুলনীয়।
  • Pintu | 77.56.55.163 | ১৬ আগস্ট ২০০৯ ০৬:০৪693524
  • নাহ ---- বিয়ে টা তাড়াতাড়ি করে ফেলতে হবে --- আমিও তখন এখানে লিখব।
  • h | 61.95.144.10 | ১৬ আগস্ট ২০০৯ ০৮:২৯693525
  • হ্যাঁ নইলে পুরো আত্মজীবনীটাই এই শিশু টক ক্যাটেগরিতে পড়ে যাওয়ার সম্ভাবনা।
  • raatri | 59.93.254.59 | ১৬ আগস্ট ২০০৯ ১৩:০৪693526
  • h,
    টুংকাইকেও ঐ গপ্প বলা হয়েছে,নো টেনসান!!

    টুংকাই আজকাল 'ওস্ট,ফ্যস্ট,টারেং,পিস্ট,......' ইত্যাদি নানাবিধ শব্দাবলী জোরে জোরে বলে আমার দিকে এত্তো বড় জিভ বের করে বলে 'মাম্মা,অমার জিভটা ভালো হয়েছে?'(ওটা নাকি হল tongue twister। আমি কিনা একবার বলেছিলাম যে এতে জিভ ভালো হয়!!)
  • h | 203.99.212.224 | ১৭ আগস্ট ২০০৯ ০৯:১৫693527
  • আর্জোর মধ্যেই একমাত্র, আমার যথার্থ টীকাকার হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি :-)
  • rokeyaa | 203.110.246.230 | ২০ আগস্ট ২০০৯ ১১:৫২693528
  • আমার ভাগ্নে। তিন বছর হয়নি অ্যাখোনো। ওর স্কুলের কোনো এক বন্ধুকে তার মা জোর করে "নাড়ু' (নেড়ু) করে দিয়েছে। ওকেও সেই প্রস্তাব দিলাম। বল্লো, " তাহলে তো গরীব বাম্‌ভন হয়ে যাবো"।
  • teman keu na | 122.162.42.240 | ২০ আগস্ট ২০০৯ ১৪:৫৩693529
  • মেয়ের পরীক্ষার কোচ্চেনে এসেছে ইন্ডিয়ান মাইথোলজিতে কটি চোখের উল্লেখ আছে

    উত্তর : ২০টা

    মা : ২০টা? কি করে পেলি?

    মেয়ে : ইন্ডিয়ান মাইথোলজিতে হায়েস্ট নাম্বার অফ হেডস তো রাবণের। 10 হেডস না? তাহলে 20 eyes হোলো তো?

    মা (একাধারে হতাশ ও চমৎকৃত) : কিন্তু তোর টিচার কি বুঝবে?

    মেয়ে : don't worry। পাশে লিখে দিয়েছি কেন ২০টা

    মা এখন খাতা বেরোনোর অপেক্ষায়
  • teman keu na | 122.162.42.240 | ২০ আগস্ট ২০০৯ ১৫:০৭693530
  • মেয়ের বন্ধুর বোন হয়েছে। বন্ধুর মা সকলকে বুঝিয়ে বলেছে - I went to the hospital early in the morning, found this baby girl etc.... এর পরে একদিন আমি মেয়েকে মোল্লা নাসিরুদ্দিনের গল্প শোনাচ্ছি যেখানে নাসিরুদ্দিন তার ছেলেকে বলছে ভোরে ঘুম থেকে উঠে মর্নিংওয়াকে গিয়ে রাস্তায় একটা মোহর কুড়িয়ে পেয়েছে। সেই শুনে নাসিরের ছেলে পাশ ফিরে শুয়ে বলছে "তার মানে যে মোহরটা হারিয়েছে সে আরো আগে ঘুম থেকে উঠেছিল" এবং পাশ ফিরে ঘুমিয়ে পড়ছে।
    এমত ডেটা এনট্রির শেষে এক সন্ধ্যায় মেয়ের তার দিদুনের সঙ্গে দূরভাষালাপচারিতা -

    দিদুন : বা:, আজ তুমি বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছ? রোজ সকাল সকাল উঠবে এরকম কেমন!

    মেয়ে : I knowww didin. (নো ও ও তে প্রবল টান) তাড়াতাড়ি উঠলে ইউ ক্যান গেট সো মেনি থিংস! ফ্রম গোল্ড কয়েন টু বোনু। কিন্তু আমরা কোনোদিন পাবো না ওগুলো

    দিদুন : কেন?

    মেয়ে : আমি তো একা বাইরে যেতে অ্যালাউড না! আর মা তো খুউউউব ঘুমোয়। অনেক দেরি করে ঘুম থেকে ওঠে তো!

    :-(

  • dipu | 207.179.11.216 | ২০ আগস্ট ২০০৯ ১৬:০০693531
  • এইটা দারুণ :-)))
  • d | 144.160.5.25 | ২০ আগস্ট ২০০৯ ১৭:৫৭693532
  • "রাবণ' তো মনে হচ্ছে সঠিক উত্তর। শিশুটি বুদ্ধিমান নি:সন্দেহে।
  • T | 203.101.108.91 | ২০ আগস্ট ২০০৯ ১৮:২০693533
  • ছেলের সরল প্রশ্ন India-র Independence day হয়, তাহলে China-র কি Chinependence day হবে?
  • Arijit | 61.95.144.123 | ২০ আগস্ট ২০০৯ ১৮:২২693535
  • হাত মেলান স্যার - অ্যাফ্রিপেন্ডেন্স ডে, অ্যাম্রিপেন্ডেন্স ডে-র কথা শুনলাম বাড়িতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন