এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৩৬৩৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.89 | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:১৪693602
  • এই রে !
    বাঙালী বাদে পৃথিবীর তাবৎ বাচ্চা তালে বড় হয়ে রেসিস্ট আর সঙ্কীর্ণচিত্ত হয়?
    অর্থাৎ অবাঙালী মাত্রেই বাই ডিফল্ট রেসিস্ট আর সঙ্কীর্ণচিত্ত, ইহা ইনফারিত হইলো। :)
  • d | 59.161.11.39 | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:২২693603
  • হুঁ "সাধারণত:'। :)
  • san | 123.201.53.4 | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:২৭693604
  • :-)))))

    আমি অবশ্য গুচ্ছ বাঙালী বন্ধুবান্ধবীকেই দেখেছি যারা ছোটবেলা বা বড়বেলা কোনসময়েই সুকুমার রায় বা লীলা মজুমদার কিচ্ছুটি না পড়েও আদৌ রেসিস্ট বা সংকীর্ণচিত্ত হয়নি।

    ঋতিটক শুনলাম। কি মিষ্টি, কি মিষ্টি।
  • san | 123.201.53.4 | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৩৩693605
  • ইন ফ্যাক্ট আমার যেসমস্ত 'ট্যাঁশ' বন্ধুরা রয়েছে যারা জন্মে কোন বাংলা বইই ছুঁয়েছে কিনা সন্দেহ - অনেক ভেবেও তাদের মধ্যে রেসিস্ট বা সংকীর্ণমনা খুঁজে পাইলাম না। হায়।
  • d | 59.161.11.39 | ০৭ অক্টোবর ২০০৯ ২৩:৪০693606
  • না না রঞ্জনদা হলেন গিয়ে বেঞ্চমার্ক।

    কেসি, আপনি ঐ কোথা থেকে অংশটুকু বাদ দিয়ে করে দেখুন না।
  • tkn | 122.162.42.251 | ০৮ অক্টোবর ২০০৯ ০৭:২৬693607
  • সংকীর্ণমনা তো পোচ্চুরই দেখি। জিগিয়ে দেখতে হবে তারা সুকুমার রায় বা লীলা মজুমদার পড়েছে কিনা। না জেনে মন্তব্য করাটা ঠিক হবে না :-))
  • Arijit | 61.95.144.123 | ০৮ অক্টোবর ২০০৯ ১০:৩৪693608
  • কি বই পড়লে/না পড়েলে কি হয় জানি না, তবে জেনারেলি দুটোর মধ্যে ছোটটা বেশি গুণ্ডা হয়। উদা আমি। আর এখন তো চাক্ষুষ দেখছি ঋতিকে। ঋক যেগুলো এখন করে - যেমন গ্রিল বেয়ে বারান্দার রেলিং-এ উঠে ঝোলা, খাটের উঁচু দিক বেয়ে ওঠা, দেওয়ালে পিছন ঠেকিয়ে খাটের গায়ে পায়ের চাপ দিয়ে দেওয়ালে সেঁটে থাকা - সব ঋতিও করে। রেগুলার উল্টোচ্ছে, গুঁতো খাচ্ছে - আর দাদাইকে গিয়ে বলছে "নিকার দাও' (আর্নিকা বলতে পারে না), আর পরক্ষণেই ফের সেই কাজ করছে।
  • Samik | 122.160.41.29 | ১২ অক্টোবর ২০০৯ ১৬:০১693609
  • মেয়েকে সেদিন জিজ্ঞেস করা হল, বড় হয়ে কী হতে চাস? সস্নেহে নিজের কোলে শোয়ানো বার্বির দিকে চেয়ে বলল, "দিদি'।

    উত্তরপ্রদেশে বড় হচ্ছে। মাঝে মাঝে বড় চিন্তা হয়।
  • rokeyaa | 203.110.246.230 | ১২ অক্টোবর ২০০৯ ১৬:০৩693610
  • :))))
  • Arpan | 216.52.215.232 | ১২ অক্টোবর ২০০৯ ১৬:০৮693612
  • খুব স্টারানন্দ দেখছে? ;-)
  • rokeyaa | 203.110.246.230 | ১২ অক্টোবর ২০০৯ ১৬:১৩693613
  • এইরে! শমীকদার তো চাপ আরো বেড়ে যাবে!
  • I | 59.93.201.161 | ১২ অক্টোবর ২০০৯ ২২:২৬693614
  • d (ডম-ই তো?) ঠিকই বলেছে। শুধু এইসবই না, তারা বর্ণবিদ্বেষীও হয়। প্রমাণ চান? অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, তারপর ধরুন গে গোবলয়ে কেউ কি সুকুমার রায় পড়ে? না লীলা মজুমদার পড়ে?

    এইজন্যেই বাংলাদেশে ( প: বঙ্গ ইনক্লুডেড) রেসিস্ট ও সংকীর্ণমনা এত কম। ভালো ভালো লোকে ভত্তি।
    আর যারা এসবের ওপরে সুকান্ত, মায়াকভস্কি-ও পড়ে ফেলেছে, তাদের তো কোনো কথাই নাই। খালি মানুষের গালে চ্চু: করে চুমু খায়। শ্রেণী ছত্তুরকে দেখতে পেলে শুধু গাল ফুলিয়ে কিল দেখায়। শেক্ষপীর পত্তে পেলে তা-ও দেখায় না।
  • d | 121.245.169.42 | ১২ অক্টোবর ২০০৯ ২২:৫১693615
  • আহা আমার বক্তব্যের কেউ টীকা লিখেছে ... কি আনন্দ! :-D :-D
  • tkn | 122.163.79.38 | ১২ অক্টোবর ২০০৯ ২২:৫৫693616
  • ছোটো দু:খ ছোটো সুখ.. ছোটো দুটো হাসিমুখ :-))
  • Blank | 59.93.244.239 | ১৩ অক্টোবর ২০০৯ ০১:২৯693617
  • আমার এক স্কুলের বন্ধুর ভাগ্নের গপ্প। বছর ছয়েক বয়স সেটার। বাবা মায়ের সাথে বসে সিনিমা দেখছে। কোনো একটা সাহসী টাইপ সিনিমা। তো সেখানে একটু সাহসী জিনিস দেখাবে দেখাবে করছে, নায়ক নায়িকা বেশ কাছাকাছি এসে পরেছে।
    তো পুঁচকে টির বাবা সঙ্গে সঙ্গে চ্যানেল ঘুরিয়ে দিয়েছে। তক্ষুনি পুঁচকেটির কথা, 'চ্যানেল ঘোরাচ্ছো কেনো? এখন ওরা চুমু খাবে না'
  • pinaki | 131.151.102.250 | ১৩ অক্টোবর ২০০৯ ০১:৫১693618
  • এর কাছাকাছি অভিজ্ঞতা আমারও হয়েছে। একদিন জুলিয়া রবার্টস এর একটা সিনেমা দেখছিলাম। সেখানে একটি সিনে অন্তর্বাস পরিহিত জুলিয়া রবার্টসকে দেখে আমার মেয়ের প্রশ্ন - ""এব্বাবা, ঐ আন্টিটা কেন শুধু ইনার পরে রয়েছে?""
  • tatin | 130.39.149.146 | ১৩ অক্টোবর ২০০৯ ০২:৪৯693619
  • আর,তোমার প্রশ্ন কী ছিলো? ইনার-টা এখনো কেন পরে রয়েছে?
  • raatri | 59.93.192.193 | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:১৬693620
  • এসব গপ্পো গাদাগাদা পাওয়া যায়।কোনো পুঁটে ঠিক ঠিক জায়গা বুঝে মায়ের হাতে রিমোট তুলে দেয়।কেউ কেউ কার্টুনের কিসিং সিন দেখে হাসে,জিগালে বলে সুড়সুড়ি লাগছে।সত্যি!!কেউ কেউ জায়গামত ড্যাবড্যাব করে মায়ের দিকে চেয়ে থাকে তার রিঅ্যাকশান দেখবে বলে।যা তা এই পুঁটেরা!!
  • raatri | 59.93.192.193 | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:২২693621
  • তবে স্বল্পবাস প্রসঙ্গে আমার এক বন্ধুর পিসি যা দিয়েছিলেন,সেটা না বলে পারছি না।সুপারহিট মুকাবলা তখন দেখান শুরু হয়েছে সবে।স্বল্পবাস পরিহিতাদের-ও সবে দেখা যাচ্ছে তার অ্যাংকর হিসেবে।পিসি একদিন তাদের একজনের পোষাক দেখে আঁতকে উঠলেন 'ও কি!!ও জামাকাপড় ছেড়েছে কেন?পায়খানা পেয়েছে নাকি?'
  • r | 198.96.180.245 | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:২৮693623
  • এটা একটু কঠিন গল্প। শিশুশিক্ষার গল্প। শিশুরা কোথা থেকে যে কি শেখে!

    মেয়ে ভেজ নন-ভেজ এখনও ভালো বোঝে না। তার মা একটি ছোটোখাটো সংজ্ঞা দিয়েছে- গাছ ছাড়া অন্য কোনো লাইফ নষ্ট করে যে খাবার হয়, তাই নন-ভেজ।
    মেয়ে বলল- মা ভুল বলেছে।
    আমি ভাবলাম ডিমের কথা বলবে নিশ্চয়।
    মেয়ে বলল- লাইফ নষ্ট করবে কি করে?
    আমি বললম- কেন? মেরে বডিটাকে খেয়ে নিলেই তো আর কিছু থাকল না।
    মেয়ে- কেন? সৌল তো নষ্ট হয় না।

    টিভি-তে কি গীতার কার্টুন ভার্শন দেখায়?
  • Blank | 203.99.212.224 | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:৩৩693624
  • উরিত্তারা !!!!
  • Arijit | 61.95.144.122 | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:৪২693625
  • কৃষ্ণ, হনুমান, ভীম সব দেখায়। সেদিনকে দেখি ঋতি "টোটা বিম টোটা বিম' করে নেচে বেড়াচ্ছে। ডিসাইফার করে জানা গেলো ওটা "ছোটা ভীম'।
  • Arpan | 216.52.215.232 | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:৪৭693626
  • ছোটা ভীম আর কিস্‌না তো আমার মেয়ের ফেবারিট।
  • Arijit | 61.95.144.122 | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:৫৪693627
  • তা হবে না কেন - এযুগের ভীম, ক্রিকেট খেলে।
  • san | 121.50.4.240 | ১৩ অক্টোবর ২০০৯ ১৭:৫৭693628
  • আমি শুধু সোলসম্পর্কিত ডায়ালগ শুনে বাবামায়ের মুখের অবস্থা কল্পনা করার চেষ্টা কচ্ছি !!
  • Arijit | 61.95.144.122 | ১৩ অক্টোবর ২০০৯ ১৮:০২693629
  • মুখের অবস্থা আবার কি হবে - পরের বার স্টারমার্কে গেলে ত্রিপিটক-জুনিয়র খুঁজবে।
  • Samik | 219.64.11.35 | ১৩ অক্টোবর ২০০৯ ২০:২৯693630
  • আরো শুনবে? ক্রেশে বড় বড় মেয়েরা আমার মেয়ের সব বান্ধবী। তাদের থেকে মেয়ে এখন মুখে আলতো করে হাত চাপা দিয়ে হাসতে শিখেছে, এদিকে হাঁচি কাশির সময়ে মুখে হাত চপা দেবার কথা মনে থাকে না।

    আরও শিখেছে। হ্যান্ডসাম ছেলে দেখলে নাকি দূর থেকে (মুখে আঙুল ঠেকিয়ে, তারপরে দূরে সরিয়ে) এইভাবে ফ্লাইং কিস্‌ দিতে হয়। জিজ্ঞেস করলাম, হ্যাঁরে, হ্যান্ডসাম ছেলে কাকে বলে? তো মেয়ে বলল, যারা খুব স্মার্ট হয়, তাদের হ্যান্ডসাম বলে। মেয়ের স্মার্টের ডেফিনিশন হল, ভালো সাজগোজ করা। আমি যেদিন ইস্তিরি করা জামাপ্যান্ট পরি, মেয়ে বলে বাবা তুমি স্মার্ট লাগছো। তো, এক্ষেত্রে তাকে জিজ্ঞেস করলাম, তোর বাবা তা হলে হ্যান্ডসাম? মেয়ে বলল, না-না, তুমি তো বাবা। অন্য ছেলেরা হ্যান্ডসাম হলে তাদের এইভাবে ফ্লাইং কিস দিতে হয়।

    ক্কীদিঙ্কাল ক্কীদিঙ্কাল !! এর নাকি চার বছর সাত মাস বয়েস।
  • tkn | 122.163.79.38 | ১৪ অক্টোবর ২০০৯ ০৮:২৮693631
  • এই যে নিজে নিজে সব শিখে নিচ্ছে এ পাশ ও পাশ থেকে, এ কি তুমি, আমি, আমরা পারতাম?? চিরকাল মায়েরা বলে গেলো দেখে শেখ, দেখেও শিখিস না.. ইত্যাদি। কোথায় এট্টু পিঠ চাপড়ে বাহ, বেশ শিখেছিস বলবে তা না বুড়োদের মত কীদিঙ্কাল কীদিঙ্কাল করে কপাল চাপড়াচ্ছ !!!!!
  • raatri | 59.93.202.197 | ১৮ অক্টোবর ২০০৯ ১১:২৭693632
  • গোন্দুরা আমাদের জামাকাপড় ছেড়ে নেমে মাটিতে হামা দিতে শুরু করেছে।অজায়গায়-কুজায়গায় ঢুকে নোংরা মেখে আসছে।টুংকাইদাদা ওদের সামলাতে নাজেহাল!!আমি বললাম-'বাবু!বেবি মানুষ করা কি অতই সোজা!!তোমাকে আমরা কত কষ্ট করে মানুষ করলাম!' বলল-'আমি তো ছোটোবেলা থেকে মানুষই ছিলাম'।
  • Arpan | 122.252.231.12 | ১৮ অক্টোবর ২০০৯ ১২:২২693635
  • সাপবাজি দেখে মেয়ের মনে হেভি ফুত্তি (বাকিগুলিতে একটু ভয় পায়)। কাল থেকে খালি এক প্রশ্ন - "মা, স্নেকের চোখ কোথায়?'

    আলো দে মা, আলো দে। দীপবালীতে সবার চক্ষু উন্মীলিত হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন