এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৩৬৩৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 122.160.41.29 | ২৬ মে ২০০৯ ২০:১০693436
  • সিন্ডারেলার গল্প শুনে মেয়ে স্টেপ মাদার জানে, স্টেপ সিস্টার জানে, কিন্তু ইকুইভ্যালেন্ট বাবাকে কী বলে, জানে না।

    সেদিন মাকে অনুযোগ করল, তুমি খুব বাজে মা, বাবা খুব বাজে বাবা, তোমরা খালি আমার স্টেপ মাদার, স্টেপ সিস্টার (খানিক পজ্‌) স্টেপ-বাবার মতো ব্যবহার করো।

    আমরা তো ভয়ে কাঁটা! কী কল্লাম রে বাবা!!

    মেয়ে আবার সরব হল, তোমরা কেন আমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে নাও? আমি ছোটো না? (মেয়ে নিজের সুবিধেমতো কখনও ছোটো, কখনও বড় হয়ে যায়)। আমি খেটে খেটে আর পারি না।

    আমরা স্তব্ধবাক। মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তোকে দিয়ে ঘরের কী কাজ করাই রে?

    মেয়ে অত্যন্ত তেজের সাথে উত্তর দিল, তুমি কেন সব সময় আমাকে বলো, কুতু রিমোটটা এনে দে, টিভিটা অন করে দে? তুমি নিজে রিমোট চালাতে পারো না?
  • intellidiot | 220.225.245.130 | ২৬ মে ২০০৯ ২০:২৬693437
  • হক কথা :-)
  • rimi | 24.42.203.194 | ২৮ মে ২০০৯ ০১:০৬693438
  • উফ্‌ফ এইটা ব্যাপক :-)))))
  • Arpan | 122.252.231.12 | ২৮ মে ২০০৯ ০১:২৫693439
  • মেয়ে একটি বিশেষ একটি শব্দবন্ধ শিখে মাঝখানে খুব বলছিল ক'দিন। সুর করে করে। নিজের মনে। ভাটে লিখেছিলাম একবার।

    দোষটাই আমাদেরই। যখন তখন মুখ ফসকে বলে ফেলেছি। কখন তুলে নিয়েছে খেয়ালও করিনি!

    মা খুব করে বোঝাল একদম বলতে নেই এইসব। বললেই মাংকি এসে ধরবে। এইসব।

    ভেবেছিলাম ভুলে গেছে। বাচ্চা তো আফটার অল।

    কিন্তু ভাবাই সার। সেইদিন কী একটা জিনিস আনতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, আর পরিষ্কার শুনলাম বলল "দু:শালা!' বলেই আমাদের দিকে তাকিয়ে একটা নার্ভাস স্মাইল দিল। আর আমরা অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করলাম, "দেখেছ! এখনো ঠিক মনে রেখেছে।'

    অবাক হবার তখনো বাকি ছিল। রাতে বাবা আর মা বিছানায় শুতে এসেছে মেয়ে একটু মুচকি হাসল। দুষ্টুমত। হেসেটেসে বলল "কী ভুলিনি? কী ভুলিনি?'

    ঘোর কলিকাল। পৃথিবীও আর দু'ভাগ হয় না!
  • dipu | 121.243.161.234 | ২৮ মে ২০০৯ ০৬:৫৫693440
  • :-))
  • Ishan | 173.26.17.106 | ২৮ মে ২০০৯ ০৯:৩১693441
  • বেশ বড়োবেলা পর্যন্ত আমার প্রশ্ন ছিল, বাবা-মারা কিকরে বাবা-মায়ের মতো হল। কোনো মুখ খারাপ করেনা, ট্রেনে টিকিট না কেটে ওঠেনা। সব ভালো-ভালো কথা বলে। ইত্যাদি ইত্যাদি।

    এখন বুঝতে পারি, সবই প্র্যাকটিস। :)
  • Blank | 170.153.65.102 | ২৮ মে ২০০৯ ১৫:০৩693442
  • শিশু শ্রমের বিরুদ্ধে সরব হোন সবাই :)
  • Blank | 170.153.65.102 | ২৮ মে ২০০৯ ১৫:০৪693443
  • অপ্পন দা, মুখে ফায়ারওয়াল বসাও একটা :)
  • Samik | 122.162.236.167 | ২৯ মে ২০০৯ ১১:০৯693444
  • মেয়ে বউ গেছে ব্যান্ডেলে। আমি এখানে একা। আজ সকালে স্কাইপ-এ চ্যাট হল। ব্যান্ডেলে আমার যে ঘরটা ছিল, সেই ঘরেই এখন কম্পুটা রাখা আছে। মেয়েকে বল্লাম সে কথা। মেয়ে কিছুতেই মানল না যে বাবার ব্যান্ডেলেও বাড়ি আছে। বাবার বাড়ি তো দিল্লি!

    তারপর আমি বললাম, কুতু, তোমার পাশে ঐ যে বেডটা আছে, ঐটাতে আমি ঘুমু কত্তাম। মা-ও সাপোর্ট করাতে মেয়ে একটু কনভিন্সড হল। এইবার ক্রস কোয়েশ্চেন।

    মেয়ে: ঐ ছোট্ট পিলো নিয়ে ঘুমোত বাবা?
    মা: হুঁউঁউঁউ।
    মেয়ে: আমার মতন ছোট্ট পিলো?
    মা: হুঁউঁউঁউ।
    মেয়ে: বাবা ঘুমিয়ে ঘুমিয়ে আমার মত পিঙ্ক পিঙ্ক ড্রিম্‌স দেখত?
    মা: হ্যাঁ, দেখত তো!
    মেয়ে: কার ড্রিম্‌স দেখত? মায়ের? না আমার?

    বউ একবার আড়চোখে নার্ভাসভাবে পাশে শ্বশুরকে দেখে নিয়ে প্রসঙ্গ বদলতে চাইল। কিন্তু মেয়ে থামবে কেন?

    খানিকক্ষণ কথা চালাচালির পর সাব্যস্ত হল, আমি পিঙ্ক পিঙ্ক ফেয়ারির ড্রিম্‌স দেখতাম।
  • Abhyu | 209.207.95.153 | ২৯ মে ২০০৯ ১১:৪৩693446
  • কুতু নামটা আমার খুব পছন্দ হল। গবলিনের পরেই।
  • Samik | 219.64.11.35 | ২২ জুন ২০০৯ ১৫:৪০693447
  • মেয়ে ব্যান্ডেলে দাদু ঠাম্মার তত্বাবধানে বসে বসে সহজ পাঠ প্রথম ভাগ পড়ে ফেলেছে। তাতে একটা কবিতা আছে,

    কালো রাতি গেল ঘুচে / আলো তারে দিল মুছে

    তার শেষের দিকে এক জায়গায় আছে:

    তারাগুলি নিয়ে বাতি / জেগে ছিল সারারাতি
    নেমে এল পথ ভুলে / বেল ফুলে জুঁই ফুলে

    এইটা পড়ে থেকে মেয়ের মনে খুব ভয় ঢুকেছে, তারাগুলো যদি সত্যিই নেমে আসে মাথার ওপর, যদি ভেঙে পড়ে? কী হবে? লোডশেডিংয়ে তাই উঠোনে ক্যাম্পখাট পেতে শুতেও তার খুবই আপত্তি। তারাগুলো খুবই "ডরাবনী'ভাবে আকাশে ঝুলে আছে।
  • rimi | 168.26.215.135 | ২২ জুন ২০০৯ ১৭:৫৪693448
  • :-)))
  • Arijit | 61.95.144.123 | ০৮ জুলাই ২০০৯ ১২:৪২693449
  • কাল নিজের এক্কেরে ছোট্টবেলার ভিডিও দেখে ঋতির কি হাসি - টি টচ্চে, টি টচ্চে (কি করছে)? কিন্তু ওটা যে ও নিজেই সেটা বুঝতে পারছে না - ওটা এট্টা বেবিইইই - বাকি সবাইকে চিনতে পারছে - ইভেন স্ক্রীণে না থাকলেও গলা শুনে "বাবা কি বলচে' - এসবও বল্ল।
  • arjo | 168.26.215.13 | ১৪ জুলাই ২০০৯ ১৮:০৮693450
  • স্ক্রিপ্ট - পুত্র
    টেকনিকাল ডিরেক্টর - মা
    আর্ট ডিজাইনার - মা
    প্রডিউসার অ্যান্ড মার্কেটিং - বাবা (কিছু একটা রোল তো নিতে হবে:))



    অজ্জিত সাম্পান এই এখন কদিন হল নিজেকে চিনতে পারে। নয়ত নিজেকে ঐ বেবিই বলত।
  • pi | 72.83.196.134 | ১৪ জুলাই ২০০৯ ১৮:৩৮693451
  • আরে ব্যাপক তো !
    হাততালি , হাততালি !!
    এই অ্যানিমেশনগুলো রিমিদির বানানো ?
  • dipu | 121.243.161.234 | ১৪ জুলাই ২০০৯ ১৮:৪৯693452
  • দারুণ :-)
  • arjo | 168.26.215.13 | ১৪ জুলাই ২০০৯ ১৮:৫৩693453
  • পাই, হ্যাঁ, এটা স্ক্র্যাচ নামক একটা সফটওয়ারে বানানো।
  • a x | 143.111.22.23 | ১৪ জুলাই ২০০৯ ২০:৪৪693454
  • একদম্‌ দুর্ধর্ষ্‌ !! মা আর বাচ্চার ভূমিকায় সম্পানের গলা বদলানো, ভাব বদলানো এতো মজার লাগল! আজকেই বুঁচিকে দেখাবো। সাম্পানের বয়স কত?
  • arjo | 168.26.215.13 | ১৪ জুলাই ২০০৯ ২১:৪৪693455
  • চার হবে আগামী ২০ তারিখে।
  • nv | 64.140.94.70 | ১৪ জুলাই ২০০৯ ২২:০২693457
  • আমার ছোটো ছেলেটা গতকাল (এখনো তিন হয়নি) হঠাৎ 'মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন' বলে উত্তেজিত হয়ে সোফাতে লাফ মেরে বসল। ওর চোখ টিভি-র দিকে। ঘুরে টিভিতে দেখি সোনিয়া সোটোমায়ার সেনেটে ঢুকছেন কনফার্মেশন হিয়ারিং-এর জন্য।
  • dri | 117.194.228.203 | ১৪ জুলাই ২০০৯ ২২:০৫693458
  • :-))
  • P | 78.16.49.10 | ১৪ জুলাই ২০০৯ ২২:১১693459
  • সাম্পানের স্ক্রিপ্ট প্রায় প্রোফেশনাল লেভেলের :-) সাংঘাতিক ভাল লাগল।

    আর nv-র পুঁটের দোষ কি। সেদিন ই তো কে যেন বলছিল জ্যাকো ক্রমে ক্রমে একটি কালো বাচ্চা থেকে একজন সাদা মহিলা হয়ে গেলেন।
  • Tim | 128.173.176.139 | ১৪ জুলাই ২০০৯ ২৩:২২693460
  • সাম্পানের ডায়লগ যা তা ভালো লাগলো! খুব মিত্তি! :-)
  • nyara | 64.105.168.210 | ১৪ জুলাই ২০০৯ ২৩:৩৬693461
  • সাম্পান নামক চার বছরের শিশুটির বাচিক অভিনয় শুনে আমি বাকরহিত। অসামান্য।
  • I | 59.93.196.221 | ১৪ জুলাই ২০০৯ ২৩:৫০693462
  • সাম্পান আর সাম্পানের মাম্মাম সত্যি জিনিয়াছ!!!
  • a x | 76.247.247.218 | ১৬ জুলাই ২০০৯ ০৭:২৬693463
  • আজ আমি আর বুঁচি বসে লিডিয়ার প্লে-লিস্ট থেকে আরো অনেকগুলো দেখলাম। কি ক্রিয়েটিভ কিন্তু সিম্পল আইডিয়াস সব!! এলিমেটারি দেখে এবং শুনে আমি চমৎকৃত। এত ভালো লাগল! একটা হ্যান্ডশেক সাম্পান আর তার মা-কে।
  • d | 117.195.41.63 | ১৬ জুলাই ২০০৯ ০৯:৩৩693464
  • অক্ষ'র কথায় আমিও খুঁজে খুঁজে দেখলাম। দুর্দান্ত। রিমিকে একটা "বিগ হাগ' আর সাম্পানকে চটকাই মটকাই (সাম্পান নাকি চটকায়িত হতে ভালইবাসে)
  • arjo | 24.42.203.194 | ১৬ জুলাই ২০০৯ ১০:০১693465
  • একি রে ভাই, এলিমেটারি আমার আইডিয়া। মানে মুভিটা আমার আইডিয়া। এলিমেটারি কে ঘোরানোর আইডিয়াই বা কার? ঘোরালই বা কে? না রসগোল্লাই হোক বা এলিমেটারি এবার থেকে পেটেন্ট নিতে হবে।
  • Arijit | 61.95.144.123 | ১৬ জুলাই ২০০৯ ১০:১০693466
  • ব্যাপক, এবং এন্থু আছে - জ্জিও। ছোটদের জন্যে সাইট যদি কখনো হয় এগুলোই কনটেন্ট হিসেবে কাজ করতে পারে।

    আমার কাছে কিছু ভিডিও তোলা আছে - ঋকের হ্যাণ্ড পাপেট শোয়ের - কিন্তু এন্থু নিয়ে মুভি বানানো...বাপরে।
  • Ishan | 173.26.17.106 | ১৬ জুলাই ২০০৯ ১০:১৮693468
  • যাতা যাতা। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন