এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৩৬৩৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | 59.93.245.239 | ০১ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৩৭693336
  • মামুটা কি মিথ্যুক ! কথা দিয়েও লিখল না।
  • Arpan | 122.252.231.10 | ০১ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৫693337
  • মেয়ে মন দিয়ে টিভির সব অ্যাড দেখে। নাম কী জিগ্যেস করলেই আজকাল বলে - "পাম্পাম - টলার শাপার'!!
  • Arpan | 122.252.231.10 | ০১ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৯693338
  • অনেকক্ষণ ডাকাডাকি করেও যখন মা সাড়া দেয় না, তখন বাধ্য হয়েই তিনি ডাকতে শুরু করেন - "জুয়িতা, অ জুয়িতা। অ জুয়িতা!' বলাই বাহুল্য এইটি তিনি শিখে এসেছেন তাপ্তাপের কাছে। আর তাতে দিব্যি কাজ হয়!

    ডি: তাপ্তাপ = পাম্পামের ঠাকুমা
  • raatri | 59.93.193.42 | ০১ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:০৫693339
  • বাড়িতে একটা পেতলের ছোটো হুঁকো আছে-শোপিস।তাই নিয়ে বিস্তর গবেষণা-এটা কি,এখানে কি দিতে হয়,ওখানে কি রাখতে হয়,কোথায় মুখ লাগিয়ে টানতে হয় ইত্যাদি ইত্যাদি।যতোটা জানি বলার চেষ্টা করা গেল।সেই প্রসঙ্গে টোবাকো,সিগারেট,বিড়ি আরো আরো নামধাম শেখা হল।একদিন উল্টোদাঙ্গার ফুটপাথে খৈনি কুঁচোনো-ও দেখা হল।শেষে সুচিন্তিত মতামত-'যারা এ সব খায়,তারা দুষ্টু লোক।দাদুন দুষ্টু লোক।'অতএব ঝাঁপাই-'না,না,ঠিক দুষ্টু নয়,একবার খেলে আসলে বারবার খেতে ইচ্ছে করে।তোকে যদি বড় হয়ে বন্ধুরা বলে একবার খেয়ে দেখ,খাস না।তাহলেই বারবার খেতে ইচ্ছে করবে।'ভীষণ অবাক হয়ে বলে-'কই,রিপ্ত(দৃপ্ত),রেহান তো কোনোদিন এই সব খেতে বলেনা!'
  • Arijit | 61.95.144.123 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৪693340
  • ঋকের সঙ্গে টুঙ্কাইয়ের আলাপ করিয়ে দিয়ে বল্লাম - এই দ্যাখ একটা ভাই - ওর নাম টুঙ্কাই। টুঙ্কাই গম্ভীরভাবে বল্ল - উজান ঘোষদস্তিদার।
  • Ishan | 12.217.30.133 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২৪693341
  • টিনটিনের গপ্পো
    ---------------

    একটা বড়ো রাস্তা ছিল। তিনটে লেন দিয়ে যেত, তিনটে লেন দিয়ে আসত।

    রাস্তার ধারে?

    গাছ ছিল। অনেকগুলো গাছ মিলে একটা ফরেস্ট হয়েছিল।

    তারপর?

    একটা বেগুন গাছ ছিল।

    বেগুন গাছ?

    হ্যাঁ। আর টুনটুনি ছিল।

    এই গল্পে টুনটুনি কোত্থেকে এল?

    গাছে বসিয়ে দিলেই তো হয় বাবান।

    ও, তারপর?

    একটা রাজা ছিল। রাজা, টুনটুনি সবাই বেগুন গাছে থাকত। ভাবো একবার।

    রাজাও বেগুন গাছে?

    আর ওদের বেবিগুলোও থাকত। একটা ইয়েলো বেবি আর একটা পার্পল।

    রাজা গাছে থাকত কেন?

    ওরা বেগুন খেতে ভালবাসত তো। সারাদিন শুধু বেগুন খেতো।

    শুধু বেগুন? ফুরিয়ে যাবে তো।

    ওরা ওয়ালমার্টে চলে গেল তো।

    ওয়ামার্ট কেন?

    বেগুন কিনতে গেল তো।

    ওয়ালমার্টে বেগুন পাওয়া যায় নাকি? বেগুন দেখেছিস ওয়ালমার্টে?

    তাহলে কি হবে বাবান?

    আমি কি জানি?

    তুমি বানিয়ে বানিয়ে বল।

    ওয়ালমার্টে গিয়ে দেখে একটাও বেগুন নেই। তখন বেবিগুলো খুব কান্নাকাটি করতে লাগল। আমরা বেগুন খাব, আমরা বেগুন খাব বলে। তখন একটা দাদা এল (ওয়ালমার্টের কর্মীদের এটা কোড নাম), জিজ্ঞাসা করল কি হয়েছে? ওরা বলল একটাও বেগুন নেই কেন?

    বাবান।

    কি?

    আমার একটা আইডিয়া আছে।

    কি?

    দাদারা ওদের একটা সিড দিল।

    বেগুনের?

    হ্যাঁ। ওরা সেটা নিয়ে গিয়ে বসাল। বেগুন গাছ হল (এই জ্ঞানটি রোজ সায়েন্স কিড দেখার ফল, কে বলে টিভি দেখে ভালো কিছু হয়না?)।

    তারপর?

    ওরা রান্না করে খেয়ে নিল।

    একদিনেই?

    হ্যাঁ। তারপরে ওরা খুব হ্যাপি হল।

    (একটি এপিসোড সমাপ্ত। কারণ, মা "টিনু খাবে এসো' বলে হুঙ্কার দিলেন)
  • siki | 122.160.41.29 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০২693342
  • এমন বেগুনপ্রেমী রাজর রাজত্বে বাস করেও সুখ।
  • Du | 71.170.156.40 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১৫693343
  • লা-জবাব :)
  • Binary | 198.169.6.69 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১৯693344
  • অ্যাক্‌চুয়ালি, লাস্ট লাইনটা-ই ক্যাচ লাইন, ওটা ছাড়া কোনো গপ্পো শেষ করা যাবে নাআআআ :))
  • Mandira | 98.207.187.245 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৩৮693346
  • টিনটিন এর টুনটুনি র গপ্পো পড়ে খুব মজা পেলাম :)
  • Mandira | 98.207.187.245 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ২২:৪১693347
  • আমার ছোটো মেয়ের মুখে কথা ফুটেছে -- মা নয়, বাবা ও নয়, সারা দিন খালি "য়্যা গু য়্যা গু" করে চলেছে :)
  • raatri | 59.93.208.174 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৫693348
  • একটা ম্যাগাজিনে unusual foods-এ সাপ,কুমীর,ব্লোফিস আর টারানটুলা খাওয়ার কথা রয়েছে ছবিসহ।সেই নিয়ে শিশু মহা উত্তেজিত।কাল থেকে জনে জনে ডেকে সেই গল্প করা হয়েছে,অনন্ত লুপে প্রশ্ন হয়েছে,মায় বইটা নিয়ে রাতে ঘুমোনো হয়েছে।লোকে যত ঘেন্না পাবে,অবাক হবে তত তার আনন্দ।আজ সকালে উঠে কুমীর খাবে ঘোষণাই করে দিল।দিদিভাই বা দিদান নাকি রান্না করে দেবে।আমরা বললাম -বড়রা কি আর বাড়িতে ও সব ঢুকতে দেবে?তুই বাবা বাইরেই রান্না করাস আর বাইরেই খাস।প্রচন্ড রেগে গেল,চোখ গোলগোল করে গলা তুলে বলল-বাইরে বসে খাবো!!!আমাকে মশা কামড়াবে না??
  • Arijit | 61.95.144.123 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৪693349
  • ঋতি এখন খুব গম্ভীরভাবে এক-দুই-তিন বলছে - মানে প্রম্পট করলে আর কি। বইমেলা থেকে দুটো বই কেনা হয়েছে - একটা পু-বেয়ারের, সেটা দেখিয়ে টিগার আর আউউউউ (মানে owl)। দ্বিতীয় বই - তুতু আর ভুতু - সকালে ঘুম থেকে উঠেই - তুতু - দাদাই (অথবা তাতাই) - মানে নীচে গেলে দাদাই ওকে তুতু আর ভুতু পড়ে দেবে, বা তাড়াতাড়ি তুতু পড়ে দাও - এরকম কিছু - কারণ তাতাই = তাড়াতাড়ি।

    আরেকটা বইয়ে প্রজাপতির ছবি ছিলো - শেখানোর চেষ্টা হল প্রজাপতি - বেরলো ট্যাপাটেপি। কেন জিগায়েন না, তবে সেই থেকে সমানে ওই ছবি দেখিয়ে ট্যাপাটেপি চলছে।
  • rokeyaa | 203.110.243.21 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৮693351
  • আমার ভাগ্নে তো প্রজাপতিকে পিতলি বলে। বছরখানেক গুজরাতে ছিলো, তখনকার হিন্দির এফেক্ট।
  • Arpan | 216.52.215.232 | ১১ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৮693350
  • আমার মেয়ের এখন সাবলম্বী স্টেজ চলছে। সব কিছু নিজে করা চাই, যেমন রকিং চেয়ারের সিটটা অ্যাসেম্বল করা। আমারা কেউ হাত লাগাতে গেলেই বলবে "সরো'। কিছুক্ষণ চেষ্টা করেও যখন হয় না তখন এসে বলবে "বুঝিনি, বুঝিনি'!
  • . | 76.187.29.43 | ১২ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:৫০693352
  • Kindergartener: Mom,Why Jesus is so important?
    Mom
    : Because he was a very kind person, he used to help others a lot.
    Dad: Christians believe that he is the son of God.
    Kindergartener: Is that really true?
    Dad: ...It's true.
  • Arijit | 61.95.144.123 | ১৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৭693353
  • ঋতি সকলের সঙ্গে টেবিলে বসে খায় বলেই সম্ভবত: অন্যদের পাতে যা দেওয়া হয় ওকেও সেগুলো না দিলে চেঁচায় - "এট্টু এট্টু' বা কখনো "আমাকে' - ইত্যাদি বলে। তো রিসেন্টলি একদিন বেগুনপোড়া হয়েছে, এবং সেটায় বেশ কিছু কুচো লংকা, বেশ ঝাল বলে ওকে দেওয়া হয়নি। এবং তাই একচোট চেঁচিয়ে সেটা আদায় করা হল - না দিয়ে উপায় নেই। এবং সেটা বেশ তাড়িয়ে তাড়িয়ে খেলো - ঝাল লাগছে সেটা বোঝা যাচ্ছে - "ঝান ঝান' বলছে, অথচ ঠিক খেলো। সেরকম আচার, ধনে পাতার চাটনি - সবই ওকে দিতে হবে (এবং ও খায়), নইলে চিৎকার। বেশ খাদ্যরসিক। গুড।

    কদিন ধরে "পিচি'-র ওপর খুব টান - সমানে "পিচি পিচি' করছে (মানে পিসী, আমার দিদি)। সেদিন অগ্নিপরীক্ষা হচ্ছিলো - মা আর ঋতি দেখছিলো - সুচিত্রা সেনকে দেখে "পিচিইইইইই' - দিদি শুনে বল্ল আমাকে কেউ এমন কমপ্লিমেন্ট দেয় নি। বাবা বল্ল প্রীতি জিনটাকে দেখেও নাকি "পিচিইইই' করেছে;-)
  • rimi | 168.26.215.135 | ১৬ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৪৬693354
  • রোজই আমি কালো মার্কার পেন দিয়ে ছবি এঁকে দি আর সাম্পান সেটা ক্রেয়ন দিয়ে রং করে। সেদিন ও বল্ল - " এবার আমি একটা ছবি আঁকবো যাতে তুই সেটা কালার করতে পারিস।"
    আঁকা চল্ল, তার সঙ্গে গল্পও।
    - " দুটো মানুষ ছিল, তাদের নাম লো আর পো।" দুটো মানুষ আঁকা হোলো, অর্থাৎ দুটো গোল, তার মধ্যে আরো কিছু গোল (চোখ, নাক, মুখ ইত্যাদি), ব্যস, হাত পা কিছু নেই।
    -"লো গাছে উঠে একটা পাখির বাসা পাড়ল। আর সেটা ধুপ করে পড়ল পো-এর মাথায়।" এবার পো-এর মাথা হিজিবিজি দাগে ভরে গেলো, যেটা আসলে কি না পাখির বাসা।
    - "ব্যথা পেয়ে পো ভেউ ভেউ করে কাঁদল।" এবার পো-এর মুখে লম্বা লম্বা দাগ পড়ল। ওগুলো চোখের জল।
    -"আকাশ থেকে জোরে ছুটে এল একটা স্পেসশিপ। সো-ওজা ধাক্কা মারল পোকে।" এবার পো-এর ওপর স্পেসশিপ আঁকা হল।
    এভাবেই চলছিল। আমি বই পড়তে পড়তে হুঁ হাঁ করছিলাম। হঠাৎ চিল চিৎকার।
    -"মামি পো কোথায় গেল? পোকে দেখতে পাচ্ছি না কেন?"
    নানান রকম হিজিবিজি দাগে পো-এর মুখটি গেছে হারিয়ে।
    -"তুই নিজেই তো দাগ দিয়ে পোএর মুখটা নষ্ট করে দিলি?"
    -"না-আ-আ-আ, পো কোথায় চলে গেল? কেন পো কে দেখা যাচ্ছে না?" এবার সত্যি সত্যি চোখে জল, সেই সঙ্গে শুরু হল পা দাপানো। যত বলি, অন্য পাতায় নতুন করে পোএর ছবি আঁক, না।। এখানেই পোকে চাই। আমি অনেক রকম বোঝালাম,পাখির বাসা আর স্পেসশিপের ঘায়ে পোএর মাথা নিশ্চয়ই চুরমার হয়ে ভেঙ্গে গেছে? ফোঁপাতে ফোঁপাতে - "পো খুব স্ট্রং, ওর মাথা ভাঙ্গবে না..."
    শেষ পর্যন্ত আমি ক্রেয়ন দিয়ে ঐ হিজিবিজির উপরেই যথাসাধ্য রং বুলিয়ে পো, লো, পাখির বাসা এমন কি বাসায় পাখির বাচ্চা পর্যন্ত এঁকে দিলাম। তবে সে শান্ত হল। আবার সেই মাস্টারপিস ছবি সযত্নে দেওয়ালে টানানো ও হল সেলোটেপ দিয়ে।
    রাতে আবার বলল - " নিশ্চয়ই আমার মার্কারটা ম্যাজিক মার্কার। তাই পো খাতা থেকে বেরিয়ে পালিয়ে গেছিল।"

  • I | 59.93.210.214 | ১৬ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০২693355
  • ব্যাপক :)
  • a x | 143.111.22.23 | ১৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪১693357
  • রিমি আর রাত্রি মিলে একটা বাচ্চাদের বই লেখনা? গু:চ: প্রডাকশন। সেই কে একজন অ্যানিমেশনের ছবি দিয়েছিলেন, তিনি ছবি এঁকে দেবেন। যাস্ট টুকরো টুকরো ছোট্ট গল্প। এইরকমই।
  • pi | 69.143.113.39 | ১৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৯693359
  • হ্যাঁ, টিম ও বলছিল না এমনি কিছু, কদিন আগে ?
    টুংকাই, সাম্পান তো থাকবেই, অন্য পুঁচকেদের ও তো বেজায় বেজায় সব কাঁচা পাকা মিষ্টি মিষ্টি টক আছে। সেগুলো ও সব নেওয়া হোক। আর সংগে টুকটাক কার্টুন। কিম্বা পুরো কার্টুন ফর্মেই হোক, ছবিতে গপ্পো।
  • Paramita | 64.105.168.210 | ১৬ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৯693358
  • রিমি নিজেও খুব ভালো ছবি আঁকে। অ্যানিমেশন নিয়েও এক্সপেরিমেন্ট করছিল তো, ওর অর্কুট পাতায় আছে।
  • Du | 65.124.26.7 | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৪৩693360
  • গল্পটা তো খুবই মজার, আর রিমির লেখার ধরনটাও অনবদ্য।
  • Arijit | 61.95.144.123 | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২১693361
  • http://www.esnips.com/web/ToSharewithOthers

    দারুণ কিছু নয় - ঋকের দাদাইয়ের তৈরী কার্ড, তবে সেকেণ্ড আর থার্ড স্লাইডে কিছু মজা আছে।
  • Arijit | 61.95.144.123 | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৭693362
  • ঋতির নতুন খেলা বড়দের চটি পরে ঘুরে বেড়ানো - তাও উল্টো করে। মা বল্ল সব বাচ্চাই নাকি তাই করে - কে জানে, মনে নেই ঋক করতো কিনা। তো কাল ঋতিকে ওর নিজস্ব হাওয়াই চটি কিনে দেওয়া হয়েছে। কিন্তু ও সেটাকে বগলদাবা করে নিয়ে অন্যের চটি পরেই ঘুরবে। স্পেশ্যালি দাদার চটি - সেটাই চাই।
  • Arijit | 61.95.144.123 | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪০693363
  • ও, কাল ঋতি ঢিকুম শিখেছে - একটা খেলনা পিস্তল নিয়ে প্রতি মিনিটে সকলকে ঢিকুম করছে, আর সবাইকে মরে যেতে হচ্ছে। তারপর আবার তাকে ডেকে তুলে ঢিকুম;-)
  • I | 59.93.198.7 | ১৭ ফেব্রুয়ারি ২০০৯ ২২:০৩693364
  • অক্ষভমভঢ় কি অজ্জিত নাকি?
  • Du | 65.124.26.7 | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ০৪:০৭693365
  • পুরোনো এক শিশুর গল্প ( তাকে এখানে কেউ চেনেও) সে তখন ক্লাস ওয়ান বোধয়

    ভিখারী এসেছে বাড়িতে, তো চাল দিতে এসেছে সে।
    চাল পেয়ে ভিখিরী খুশি হয়ে তাকে বললো - খোকাবাবু , রাজা হও।
    গম্ভীর মুখে ছেলের উত্তর - আমাদের তো গণতন্ত্র, জানো না? রাজা আর কেউ হবে না।
  • Binary | 70.64.8.206 | ১৯ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:২৮693366
  • এইটা ইউনিভার্সাল গল্প।
    থানার বড়বাবু (সাদা পোষাকে) আর মেজবাবু (উর্দিতে) বাড়ীতে এসেছেন কোনো এনকোয়ারিতে, ছয় বছরের খোকা বাইরে খেলছে,
    'বাবাকে ডেকে দাওতো' শুনে খোকা 'বাবা বাবা, বাইরে একটা লোক এসেছে, আর একটা পুলিশ এসেছে'।
  • Arijit | 61.95.144.123 | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪২693368
  • নতুন সরগম - সাসা রেরে গাগা মামা পাপা দাদাই-দাদাই...ঋতির সৌজন্যে;-) (মা-মা, পা-পা হলে তাপ্পর নিশ্চয় দাদাই হবে)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন