এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিশু টক (২)

    Samik
    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০০৬ | ৩৬৩৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 65.124.26.7 | ২৫ ফেব্রুয়ারি ২০০৯ ২০:১২693369
  • :)
  • rimi | 168.26.215.135 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ০১:০৪693370
  • দেশ থেকে এবার আমার খুব ছোটোবেলার একটা গল্পের বই সঙ্গে এনেছি। সাম্পান সেটা দেখিয়ে হঠাৎ আমাকে বল্ল - " যখন তুমি ছোটো ছিলে, আমি আর তুমি একসঙ্গে এই বইটা পড়তাম।"
    -"আমি যখন ছোটো ছিলাম তখন তো তুই ছিলিই না আমার সঙ্গে?"
    -"তবে কি আমি তখন বাবার সঙ্গে ছিলাম?"
    -"না, তখন তুমি কারোর সঙ্গেই ছিলে না।"
    -"That means I was lost! "
    সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলে গেল, চোখ ছল ছল করে উঠল।
    -"মাম্মি, তুমি যখন ছোটো ছিলে আমি সব সময় তোমাকে মিস করেছি।"
    এবার ভ্যাঁ...

  • pi | 128.231.22.89 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪২693371
  • :)
  • M | 118.69.149.157 | ২৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৩৫693372
  • বছরখানেক কি মাস কয়েক আগের ঘটনা, ভটুটা তখন বছর দুয়েকের, মিনা ওকে তারমধ্যেই ছোট হাতের আর বড় হাতের ABCD শেখাতে শুরু করেছে, একদিন ভাই বাজার এনেছে, তো তাতে টম্যাটোর মধ্যে একটা ছোট্ট টম্যাটো ছিলো, তাই দেখে ভটকাই নাকি প্রশ্ন করেছে, এটা কি ছোট হাতের টম্যাটো?
  • Mandira | 98.207.187.245 | ০৭ মার্চ ২০০৯ ২৩:২৫693373
  • আমার বড় মেয়ের সব সময়েই ভ্যারাইটি চাই... তো তার বোধ হয় মা মা করে ডাকতে আর ইচ্ছে করছেনা... তেনার নতুন দুটি ডাকের নমুনা:

    হেল্লো 31 (এরকম নাম্বার ধরে ডাকা cars মুভি দেখে অনুপ্রানিত...
    অনেকটা জেল এর কয়েদি কয়েদি ভাব আসে :( )

    ও কুইন (তার বাবার ডাক নাম রাজা, অতএব...
    শুনে চেয়ার থেকে পড়ে যাই আর কি :-I )

    ভয়ে ভয়ে আছি, আবার নতুন কি নামকরণ হয় ...

  • Binary | 70.64.8.206 | ১০ মার্চ ২০০৯ ১১:০৮693374
  • ইউটিব সার্চ কত্তে কত্তে, এইটা পেলাম,

  • Arpan | 216.52.215.232 | ১৬ মার্চ ২০০৯ ২০:৫৭693375
  • শিশুটি বাবার হাত ধরে বাজারে এসেছে। এককোণে বড় জ্যারিকেনের মধ্যে শিঙ্গি-মাগুর ইত্যাদি মাছ জিয়ে রাখা হয়েছে। সেইদিকে বাবার দৃষ্টি আকর্ষণ করে শিশুটির মন্তব্য:

    "কত্ত কত্ত ফিশ!'

    একটু পজ দিয়ে ...

    "সবাই ঝুপুস করে চান কচ্ছে।'
  • Arpan | 216.52.215.232 | ১৬ মার্চ ২০০৯ ২১:১০693376
  • শিশুটি রাতে ঘুমোতে চায় না। খেয়েদেয়ে ঘন্টা দুয়েক বই পড়ার অভ্যাস। তাকে বাধ্য হয়ে মাঝে মাঝে বলা হত (অন্ধকার বারান্দার দিকে দেখিয়ে) - ওই দ্যাখ, বড় মাঙ্কিটা আসছে। শুয়ে না পড়লে এক্ষুনি এসে ধরবে। ইত্যাদি।

    বলা বাহুল্য তাতে কাজ হচ্ছিল। এতদিন তাই জানতাম। হঠাৎ করে সেদিন দেখি বারান্দার দিকে তাকিয়ে শিশুটি বলছে - বড় মাঙ্কিটা, আয়!

    পুরো হাতে হ্যারিকেন।
  • Du | 74.7.148.7 | ১৬ মার্চ ২০০৯ ২১:৫৯693377
  • :)
  • Arijit | 61.95.144.123 | ১৭ মার্চ ২০০৯ ০৯:৩৩693379
  • হুঁ - মাঙ্কি না বলে আমরা বলি "রোসো' - ঠিক দুপুরবেলা, ভুতে মারে ঢেলা, ভুতের নাম রোসো, হাঁটু মুড়ে বসো। এখনও অবধি কাজে দেয় - হাত পা ছুঁড়ছে, শুচ্ছে না - রোসোর নাম শুনলেই চোখটা টিপে বন্ধ করে শুয়ে পড়ে আর বলে "বয়' (ভয়)।

    চিলিকা গেসলুম যখন তখন সমুদ্রের ঢেউ দেখে প্রচুর কেঁদেছিলো ঋতি। নৌকোতে ফেরার সময়ও। এখন - সেই থেকেই কিনা জানি না - বাথরুমে শ্যাম্পু করানোর সময় সাবানের ফেনা জমে থাকলে "বয় বয়' করে চেঁচায় আর কাঁদে। সেদিন ছবি আঁকছিলাম - একটা পাহাড়, বল্ল "পাড়া'। তারপর একটা মাঠ, বল্ল "মাট'। তাপ্পর গাছকে বল্ল "গাথ'। বাড়িকে বল্ল বালি। নদীকেও নদী বল্ল। যেই না একটা নৌকো এঁকেছি, অম্নি "বয় বয়' করে ঠোঁট ফুলিয়ে কান্না।

    এখন কি এত মনে থাকার কথা?
  • shyamal | 24.117.212.246 | ১৭ মার্চ ২০০৯ ০৯:৪১693380
  • আমার পুত্রের ছোটবেলায় একটা দুফুট লম্বা প্লাস্টিকের টি-রেক্স ছিল। তখন জুরাসিক পার্ক ১ বেরিয়েছে সবে। তা আমার এক বন্ধুর কন্যার তখন দুবছর বয়স। সে জানেওনা ঐ জন্তুটা কি, কিন্তু খুব ভয় পেত। জিগ্যেস করা হল, ওটা কি বল তো?
    বলল, বড় হাতি।
  • Arijit | 61.95.144.123 | ১৭ মার্চ ২০০৯ ০৯:৪৮693381
  • সেদিন রাতে খেতে বসেছি - তখনকার ঘটনা।

    একটাই রসগোল্লা ছিলো, বাকি কয়েকটা সন্দেশ। তো মা ঋককে বল্ল একটা রসগোল্লা আছে, তোকে দিচ্ছি (ঋক রসগোল্লা পছন্দ করে), রুটি খেয়ে নে লক্ষ্মী হয়ে। অম্নি ঋতি নিজের প্লেট দুই হাতে ওপরে তুলে ধরে "দুতোওওও দুতোওওও' (দুটো দুটো)।
  • d | 117.195.33.150 | ১৭ মার্চ ২০০৯ ২২:৪৭693382
  • সত্যি তো
  • m | 12.217.30.133 | ১৮ মার্চ ২০০৯ ০১:৩৮693383
  • অরি,
    ভয়ের কথাটা বাচ্চাদের সম্ভবত মনে থাকে।
    টিনটিন ৮-৯ মাস বয়েসে হঠাৎ ই ভ্যাকুয়াম ক্লিনার চালালেই কাঁদতে শুরু করেছিলো- চালালেই ওটার দিকে তাকিয়ে কান্না শুরু, থামিয়ে দিলেই চুপ।
    এরপর আমরা ওর চোদ্দ মাস বয়সে দেশে গেলাম- ফিরে দেখি সব প্রিয় খেলনাদের ভুলে গেছে- কিন্তু যেই ঐ যন্ত্রটা দেখলো-চোখ গোল গোল করে এক সেকেন্ড তাকিয়েই ভ্যাঁ করে কান্না।
  • Binary | 198.169.6.69 | ১৮ মার্চ ২০০৯ ০২:২২693384
  • মেয়েটা রোজ প্রিস্কুলে যায় ট্রেনে চড়ে। বাবার হাতে ব্যাগ। মেয়েটা জানালার ধারে বসে। একদিন একটা স্টেশনে অনেক্ষন ট্রেন দাঁড়িয়ে, বাবা অধৈর্য্য হয়ে,
    -- 'অতক্ষন দাঁড়িয়ে আছে কন বলতো ?'
    মেয়েটা, নিশ্চিন্ত মুখে, 'মনে হয় তেল ভরছে'।
  • Arpan | 122.252.231.12 | ২১ মার্চ ২০০৯ ০০:০৯693385
  • শিশুটি স্ট্রবেরি খেতে খুব ভালবাসে। খেতে গিয়ে গাল বেয়ে মুখ বেয়ে লাল রস গড়িয়ে পড়ে, পরনের জামাখানি মাখামাখি হয়ে যায়, যা খায় তার থেকে বেশি ফেলে। শিশুরা যেমন হয়।

    সেদিন কোন একটা কাজে আঠা খুঁজছিলাম। জরুরি একটা চেক পাঠাবার ছিল খামে ভরে। কিন্তু দরকারের সময় কিছুই তো পাওয়া যায় না।

    শিশুটির মাকে চেঁচিয়ে ডাকলাম আঠার স্টিকটা দেখেছে কিনা জানতে চেয়ে। ইতিমধ্যে নিজেও খুঁজে যাচ্ছি ড্রয়ার, বালিশের তলা, টিভির র‌্যাক। খুব তাড়া ছিল।

    তখুনি একদৌড়ে শিশুটি হাজির। এসেই ডাক, "বাবা, ও বাবা!' আমি ব্যস্ত ছিলাম তাই ওর দিকে না তাকিয়েই বল্লাম, "পাম্পাম, আঠাটা দেখেছ তুমি? কোথায়?'

    শিশুটি একগাল হেসে বলে 'এইত্তো! এইত্তো!' আমি চমকে উঠে পেছন ফিরে দেখলাম একগাল হাসি মুখে সে দু'হাত বাড়িয়ে দেখাচ্ছে আর বলছে 'এইত্তো আঠা!'

    তাকিয়ে দেখলাম, যা হয়, হাত ভর্তি আছে স্ট্রবেরির রসে।
  • raatri | 59.93.255.210 | ২১ মার্চ ২০০৯ ১২:০৯693386
  • দাদাভাইএর সাথে কি যেন মতানৈক্য হয়েছে,পেটে দিয়েছে ঢিশুম ঢিশুম ঘুসি।তার একটু পরে একটা গ্লাস নিয়ে খেলতে খেলতে কপাল গেছে কেটে।আমি বললাম-'দেখলি তো,দাদাভাইকে মেরেছিস,ঐ জন্য নিজেও ব্যাথা পেলি,যা দাদাভাইকে সরি বলে আয়।'বলল-'দাদাভাইকে তো মাঝেমাঝেই মারি।কোনোদিন তো কেটে যায় না।সেদিন তো ব্রাশ দিয়ে পেটে গুঁতো দিলাম,কিছু তো হল না।এটা এমনিতেই কেটেছে।'আর কি-ই বা বলি!!
  • Bratin | 117.194.96.79 | ২৩ মার্চ ২০০৯ ০২:০৫693387
  • আমার ভাগ্নি তিতলি এখন মামা র বাড়ি তে। সব বিষয়ে নজর। কালকে দিম্মা কে বলছে "তুমি দিন দিন কি হয়ে যাচ্ছো? কাপড় শুকোতে দিয়ে ক্লিপ দাও নি।এখুনি সব কাপড় উড়ে যাবে আর আমরা সবাই শেম শেম হয়ে যাব।
  • Samik | 122.160.41.29 | ০৩ এপ্রিল ২০০৯ ২৩:০৫693388
  • মেয়ে এখন নিজে নিজে মাউস ধরে ক্লিক করে ইউটিউবে কার্টুন, নার্সারি রাইম ইত্যাদি দেখছে।

    মেয়ের বয়েস চার বছর এক মাস।
  • Bratin | 117.194.98.247 | ০৩ এপ্রিল ২০০৯ ২৩:২৯693390
  • তিতলি ওর মার সাথে দোকানে গেছে। হঠাৎ এক বামন কে দেখে উত্তেজিত হয়ে " মা দেখো দেখো, বড়লোক টা কি ছোটলোক !!"
  • Arijit | 61.95.144.123 | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:৫৯693391
  • ঋতির নতুন কথা -

    (১) দিজে দিজে - সব কিছুই এখন "দিজে দিজে' (মানে নিজে নিজে) করতে হবে - খাওয়া, জুতো পরা, ঘুমনো।

    (২) চয়ে যাও - কারো ওপর রাগ হলেই বা কিছু পছন্দ না হলেই ধমকে "চলে যাও'

    (৩) পিউ গাগ্গা - রিশপ যাওয়ার পথে পিউ কাঁহা-র ডাক শোনা যাচ্ছিলো - নাম শোনার পর থেকে পাখি ডাকলেই "পিউ গাগ্গা'

    (৪) ঘুম পাড়ানোর সময় কিছুদিন "রোসো'-কে ডাকছিলুম। এবার রোসোর নাম বল্লেই তিনি চেঁচাচ্ছেন "রোসো আয়'।
  • raatri | 59.93.245.33 | ১৬ এপ্রিল ২০০৯ ১৯:৩৯693392
  • কিছুতেই ওষুধ খাবে না...দারুন অশান্তি...চেপেচুপে ধরেছি খাওয়াবার জন্য...বলল 'আমি কি চোর?'

    সেদিন ওকে ধরতে গেছি,ও হাঁটা দিয়েছে,আমার হাতে এসেছে ওর গায়ের চামড়া,সেখানেই টান পড়েছে।বলল-'আমার ছাল ছিঁড়ে দেবে নাকি?'
  • Samik | 122.160.41.29 | ১৬ এপ্রিল ২০০৯ ২০:২২693393
  • রোজ সকালে মেয়েকে চান করাবার সময়ে জামাকাপড় ছাড়িয়ে তেল মাখাই যখন, মজা করে রোজই বলি, "নেংটু পুঁটু'। আগে হেভি রেগে যেত, উত্তাল ক্যালাতো বাবাকে, তেল মাখাবার সময়ে । তাতেও যখন বাবা বলা ছাড়ল না, মা-কে এক দুদিন নালিশ করা হল, "মা, বাবা না, আমাকে নেংতু কুতু বলছে। মা বেচারি কি আর করে, মেয়েকে বুঝিয়েছে, বলে তো কী হয়েছে, পাত্তা দিবি না একবম বাবাকে।

    সেদিন বাবা আবার বলেছে তেল মাখাবার সময়ে। মেয়ে একবার রেগে গিয়েও মায়ের আপ্তবাক্য স্মরণ করে গম্ভীর মুখে বলল, "বলো বলো, আমি কী (আমার কী), আমি তোমাকে পাত্তাই দেবো না।'

    বাবা ঘেঁটে দই।
  • rimi | 168.26.215.135 | ১৭ এপ্রিল ২০০৯ ০০:৪৮693394
  • স্বপ্নকে বাংলায় স্বপ্ন বলে, সবাই জানি। কিন্তু ইংরিজিতে কি বলে? সাম্পান বলে "স্লিপার'স মুভি" (Sleeper's movie)। যারা পেইন্ট করে, তারা পেইন্টার, যারা টিচ করে তারা টিচার যদি হয়, তাহলে যারা ঘুমোয় তারা স্লিপার হবে না কেন? আর এই স্লিপাররা যে মুভি দেখে, তাই হল স্বপ্ন।
    এহেন একটি মুভিতে স্লিপার সাম্পান দেখেছে এক বিরা-আ-আ-ট জায়েন্ট ব্যাং, আমাদের ক্লোসেটের মধ্যে নাচছে। তার প্রিয় খাবার হল মানুষ। ব্যস মুভি এখানেই শেষ। সেই ব্যাং সাম্পানকে খেতে চায় নি, তাড়াও করে নি এমনকি। তবু এর পর তিন চারদিন ধরে সাম্পানের প্রবল ভয়, একা একা ক্লোসেট কেন, ঘরের যে কোনো জায়গাতেই যেতে পারেন না তিনি, যদি সেই ব্যাংটা এসে ঘাড়ে লাফিয়ে পড়ে?

  • rimi | 168.26.215.135 | ১৭ এপ্রিল ২০০৯ ০২:১৬693395
  • সাম্পান মাঝে মাঝে ট্রোল হয়ে আমাকে খুব ভয় দেখায়: "There is fire inside my tummy. If I eat you up, you will পুড় in my tummy"।
    অর্থাৎ কিনা, তুমি পুড়ে যাবে। ভিন্ন ভাষার কি চমৎকার মেলবন্ধন!!!!

  • Binaray | 198.169.6.69 | ১৭ এপ্রিল ২০০৯ ০২:২৩693396
  • দুটি প্রাক কৈশোর নয় বছরের বালিকাদের কথোপকথন

    প্রথম বালিকা : Cassy says in this book, that love hurts
    দ্বিতীয় বালিকা : Yes, I love my dad, and yesterday he stepped on a niddle। !!!
  • raatri | 59.93.194.15 | ২১ এপ্রিল ২০০৯ ২১:৩২693397
  • কি যা-তা কান্ড!!!এই বয়সে এসে identity crisis হবে নাকি??ছেলে সাংঘাতিক অভিমানী হয়েছে।কিচ্ছুটি বলা যাবে না।বললেই ঠোঁট ফুলে যাচ্ছে,গলা ধরে আসছে।ছোটোবেলায় বলতো-'তুমি দুষ্টু লোক!'।আজকাল বলছে-'তুমি চোর হয়ে যাচ্ছো!তুমি গুন্ডা হয়ে যাচ্ছো!এবার পুলিস ডাকতে হবে'।এক্কেরে কেলেংকারি যারে কয়!!

    আর তার নার্সারি ওয়ান থেকে নার্সারি টু হল,অথচ সে মায়ের থেকে বড় হতে পারল না-এটাই কি কি ধরনের সুবিচার??তাই জানিয়েছে-'আমার যখন নার্সারি ফাইভ হবে,তখন দেখবে আমি তোমার থেকেও বড় হয়ে যাব।ছাদের থেকেও বেশি লম্বা হয়ে যাব'।
  • raatri | 59.93.203.253 | ২১ এপ্রিল ২০০৯ ২২:৫৩693398
  • *'এটাই বা কি ধরনের সুবিচার?'হবে
  • d | 117.195.41.1 | ২১ এপ্রিল ২০০৯ ২২:৫৫693401
  • *ছাদের
  • d | 117.195.41.1 | ২১ এপ্রিল ২০০৯ ২২:৫৫693399
  • যা: ছদের চেয়েও লম্বা হয়ে গেলে তো আর ঘরে থাকতে পারবে না! তখন কি হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন