এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ৭০০৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১১ নভেম্বর ২০১৬ ০৫:৪৪699579
  • আরেকটা কথা। ভোটের সংখ্যা দিয়ে কিছু বোঝা মুশকিল। এখনও পুরোটা এসেছে কিনা জানিনা। যা ডেটা পাচ্ছি, তাতে এইগুলো দেখা যাচ্ছেঃ

    ১। ২০১২ র থেকে ২০১৬ তে ২ মিলিয়ান মতো কম ভোট পড়েছে (১২৯ বনাম ১২৭ মিলিয়ন)।

    ২। "অন্যান্যরা" ২০১২ তে পেয়েছিল, ২% মতো ভোট। এবার মনে হয় ৫% বা তার চেয়েও একটু বেশি।

    এই কমপ্লেক্সিটি গুলো আছে।

    আরেকটা জিনিস দেখলাম। জেন্ডার লাইনে এবার মোটামুটি ভোট হয়ইনি। পুরুষদের মতই সাদা মহিলাদের মধ্যেও ট্রাম্প এগিয়ে। আবার কালো পুরুষদের মত মহিলাদের মধ্যেও হিলারি এগিয়ে। তবে এগুলো সেই আবার কাদের এক্সিট পোল ডেটা। :-)
  • pi | 233.176.53.207 | ১১ নভেম্বর ২০১৬ ০৭:৩২699580
  • ২০১২ থেকে ১৬ এ জনসংখ্যা কত বেড়েছে ? মানে % ভোট কত কমেছে জানতে চাইছিলাম। আর কোন এক গ্রুপে বা ডেমোগ্রাফিতে ভোট কমেছে জানা গেছে ?
  • pi | 233.176.53.207 | ১১ নভেম্বর ২০১৬ ০৭:৩৭699581
  • প্রচণ্ড কনফিডেন্ট, অন্যরা কেউ কিস্সু জানেনা বোঝেনা মার্কা নস্যাৎ করে দেওয়া ও নিজেরাই সব জানি মার্কা পুঙ্খানুপুঙ্খ চুলচেরা 'বিশ্লেষণ' করা, অঙ্ক কষা প্রেডিকশনগুলো আসুক না। পরে পড়ে কত নির্মল আনন্দ পাওয়া যায়। ঃ)
  • revolutionary | 209.249.223.67 | ১১ নভেম্বর ২০১৬ ০৮:৩৯699582
  • হিলারি পপুলার ভোটে জিতেছে তাই নিয়ে এত ফূর্তির কি আছে বুঝি না। উল্টো দিকে ক্যান্ডিডেট ট্রাম্প। যদি উল্টো দিকে একটু ভাল কেউ থাকত তো হিলারির কি অবস্থা হত? ভাবুন এমন কেউ, যে ট্রাম্পের ওয়াল স্ট্রীট বিরোধী রেটোরিক আয়ত্ত করেছে, কিন্তু ট্রাম্পের মত সবাইকে ক্ষেপায় নি। তাহলে হিলারির কি হত?

    সামনের সেনেট নির্বাচন নিয়ে আনন্দ এখনই করবেন না। ডেমোক্র্যাটেরা এই দু'বছর কি করে তার ওপর অনেক কিছু নির্ভর করবে। কর্মীদের উৎসাহ কতটা বেড়েছে সেই দেখে লোকে ভোট দেবে না। কর্পোরেট চামচা তো একা ক্লিন্টনরাই নয়, আরো অনেকেই আছে ডেমোক্র্যাটদের মধ্যে।
  • Ekak | 53.224.129.53 | ১১ নভেম্বর ২০১৬ ০৮:৫৩699583
  • এটাই এখনো লিবারাল রা হজম করতে পারছেন না । ট্রাম্প খুবই ভুলভাল একটা লোক প্রচন্ড বুলি কিন্তু তারপরেও ট্রাম্প ভোট পেলো কীকরে ? কতটা অপদার্থ এবং মাটির সঙ্গে যোগহীন প্রতিপক্ষ হলে এটা সম্ভব ? সমস্ত ট্রাম্প ভোটার দুষ্টু লোক রেসিস্ট এটা ভেবে স্বান্তনা পাওয়া যেতে পারে , তার বেশি কিছু নয় ।
  • aka | 79.73.9.37 | ১১ নভেম্বর ২০১৬ ০৯:০৫699584
  • ট্রাম্প ভোট কেন পেল?
  • ট্রিডিঙ্গিপিডি | 233.191.62.223 | ১১ নভেম্বর ২০১৬ ০৯:০৬699585
  • কিন্তু উন্নত দেশের অ্যানালিস্টরা ছাগল তত্ত্ব নামিয়ে ফেলছেন, এইটা কেমন যেন...:-p
  • Ekak | 53.224.129.53 | ১১ নভেম্বর ২০১৬ ০৯:০৮699587
  • আপাতত মাইক পেনসের দিকে তাকিয়ে আছি । লোকটা ব্যাপক ঠান্ডা মাথা হারামি । এন্টি গে । ট্রাম্প তো হাউ হাউ করে বকে কিন্তু মাইক কতটা ক্ষমতা পেয়ে কোথায় চুলকায় সেটা দেখা জরুরি ।
  • aka | 79.73.9.37 | ১১ নভেম্বর ২০১৬ ০৯:০৮699586
  • এক থ্রেডে দেখলাম হিলারী খারাপ তাই ভোটে হেরেছে, এখানে দেখি ট্রাম্প খারাপ তাই হিলারী পপুলার ভোটে জিতেছে। রিভোলিউশন গুলো এই করেই মাঠে মারা যায়। কি কনফুশন রে বাবা।
  • aka | 79.73.9.37 | ১১ নভেম্বর ২০১৬ ০৯:১২699589
  • মাইক পেনস হচ্ছে সেই ইন্ডিয়ানার গভর্ণর যে অ্যাবর্ট করলে পানিশমেন্টের পক্ষে, যে অ্যাবর্ট করলে ফিউনারাল করতে হবে বলে ফরম্যান জারি করেছে।
  • Ekak | 53.224.129.53 | ১১ নভেম্বর ২০১৬ ০৯:১৩699590
  • জানি । এই উদগান্ডুটা অনেকদিন রাডারে আছে :) এইচআইভি রিসার্চ থেকে টাকা তুলে নেওয়ার পক্ষে । সিগারেট খেলে ক্যান্সার হয়না দাবি করেছিল । ব্যাপক মাল একখানা :)
  • রোবু | 213.132.214.83 | ১১ নভেম্বর ২০১৬ ০৯:১৫699591
  • কিন্তু রোবু তো ঈশেনদাকে কিছু বলেইনি!! আর বার্ণির পক্ষেই তো বলছে!
  • d | 144.159.168.72 | ১১ নভেম্বর ২০১৬ ১০:২২699593
  • আমার জন্য কেন? :-O
    আমি তো রেগুলার ফলো করি
  • ট্রিডিঙ্গিপিডি | 127.194.30.46 | ১১ নভেম্বর ২০১৬ ১৩:০৬699594
  • আর মাইকেল মুরের প্রেডিকশন বহু আগে দিয়েছিলুম। তখন কে যে বল্ল যে উনি আগেরবার ওবামা হারবে প্রেডিক্ট করেছিলেন।
  • একক | 53.224.129.53 | ১১ নভেম্বর ২০১৬ ১৫:১৭699595
  • মুর একটা নিহিলিস্টচোদা , আমার মতই । যা যা খারাপ বলে সেগুলো হয় । ও ঠিক প্রেদিক্ষণ করেনা , নিয়তি গোনে বসে বসে :):):)
  • d | 144.159.168.72 | ১১ নভেম্বর ২০১৬ ১৬:৪৫699597
  • এটা চিপকে রাখি পরে মিলিয়ে দেখা যাবেখনে

  • Bhagidaar | 34.49.119.28 | ১১ নভেম্বর ২০১৬ ২০:৫০699598
  • এই আর্টিকল এর হেডলাইন যা তা মিললে তো "শুধু আমরা কেন ভুগবো, তোরাও ভোগ" সারা বিশ্বে কার্যকরী হবে, জনতা খুশি হবে।
  • SS | 160.148.14.1 | ১১ নভেম্বর ২০১৬ ২২:১৬699600
  • হ্যাঁ, এবার সেই জনতা, যারা ট্রাম্পকে দেখে খুশি তাদের নেক্স্ট চার বছর ধরে দেখে আমাদের খুশি হবার সময় আসছে।
  • Du | 57.184.54.93 | ১১ নভেম্বর ২০১৬ ২২:২৩699601
  • সবসময়েই কি খুশি হতে হবে? আর দেখাতে হবে যে জিতেছে সেই ঠিক। কোন রেসিস্ট এলিমেন্ট নেই এই জয়ে? কাল আর্ভিং (দেশিপ্রধান শহর) এ যে ছেলেকে আচমকা ম্যাকডোনাল্ডে ঘুষি মেরে ফেলে বলেছে "f ... muslims" সে আমার ছেলের বন্ধু।
  • Bhagidaar | 106.2.241.35 | ১২ নভেম্বর ২০১৬ ০১:০৭699602
  • খুশি হবে ট তো সার্কাস্টিক কমেন্ট ছিল।
  • Du | 57.184.54.93 | ১২ নভেম্বর ২০১৬ ০২:৪৫699603
  • তোমাকে না
  • Ekak | 53.224.129.53 | ১২ নভেম্বর ২০১৬ ০৩:০৭699604
  • নীলাঞ্জনের লেখাটা ঠিকঠাক লাগলো । আউটসোর্সিং এর কবলে ছিবড়ে হয়ে যাওয়া সব দেশের ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে । নিজে খেতে না পেলে কেই বা গ্লোবাল মার্কেট নিয়ে ভাববে । ভবিষ্যৎ বেশ ঝাড়পিটময় ।
  • Arpan | 100.207.167.235 | ১২ নভেম্বর ২০১৬ ০৩:২৪699605
  • এবং ভোটারদের আনপ্রেডিক্টিবল রিয়্যাকশন। বিগ ডেটা, সেন্টিমেন্ট অ্যানালিসিস, কনসিউমার বিহেভিয়ার ইত্যাদি দিয়ে প্রেডিকশন করার মডেল নিয়ে যত হইচই হোক না কেন, এখনো এসবের শৈশবাবস্থা চলছে। এমনকী খুব ছোট স্কেলে, প্রায় হোমোজিনিয়াস পপুলেশনেও চূড়ান্ত ভাবে ব্যর্থ হচ্ছে। দিল্লির গত বিধানসভা নির্বাচনই ধরা যাক না কেন।

    মস্তির ব্যপার। ঃ)
  • Arpan | 100.207.167.235 | ১২ নভেম্বর ২০১৬ ০৩:২৮699606
  • এটাকে আলাদা করে বলার কারণ এইটাই যে সেন্ট্রিস্ট মডেল এইসব টুল ইউজ করেই প্ল্যানিং করে এবং পলিসি এক্সিকিউশন করে। এই যেমন ডিমানিটাইজেশন নিয়ে অনেকদিন ধরে প্ল্যান প্রোগ্রাম বানিয়ে ঠিক গুরুত্বপূর্ণ কিছু বিধানসভা নির্বাচনের আগে জিনিসটা মার্কেটে ছেড়ে দেওয়া হল, আউটকাম পজিটিভ হবে এই আশায়। কিন্তু ব্রহ্মাও জানেন না গোপন সেই কর্মের ফলাফল কী হবে।
  • Ekak | 53.224.129.53 | ১২ নভেম্বর ২০১৬ ০৩:৪৪699607
  • এই পয়েন্টারগুলো সব ক্ষেত্রে খাটেনা । এগুলো নিয়ে আরও চিন্তাভাবনার প্রয়োজন । পিয়ার প্রেসার একটা বড় জিনিস যেটাকে ভাবা হতো ডিসিশন মেকার হিসেবে । দেখা যাচ্ছে পিয়ার প্রেসারে লোকে সোশ্যাল মিডিয়াতে একরকম বিহেভ করে ঠিকই , ডিসিশনটা মেক করে নিজের স্বার্থ বুঝে । বিশেষ করে থিংস লাইক মেডিক্যাল -পার্সোনাল সিকিউরিটি-ইলেকটোরাল চয়েস । বিরিয়ানি - ফোনের ব্র্যান্ডের মতো কনসিউমেবলস এর ক্ষেত্রে যে মডেল খাটে তাকে ধরে অন্য জায়গায় এপ্লাই করলে ফেইল করাই স্বাভাবিক ।

    অনলি পসিটিভ থিং ইস , এই পিয়ার প্রেসার জনিত লিবারেলিজম যদি ব্যক্তিগত স্বার্থের স্কেলিটন দিয়ে খানিকটা ব্যালান্স হয়ে যায় , লোকে কম মাস্ক ইউস করে প্রকাশ্যে ,বা ইউস করলেও মাস্কের ফিল্টার ফ্যাক্টরটা রীড করা যায় , তখন আবার মেশিন তাকে সিম্পল ওয়েতে বুঝে নিতে পারবে ।
  • lcm | 83.162.22.190 | ১২ নভেম্বর ২০১৬ ০৫:২১699608
  • গত বছর বার্নি বলেছিলেন ---

    "Let me be very clear. In my view, Democrats will not retain the White House, will not regain the Senate, will not gain the House and will not be successful in dozens of governor’s races unless we run a campaign which generates excitement and momentum and which produces a huge voter turnout.

    With all due respect, and I do not mean to insult anyone here, that will not happen with politics as usual. The same old, same old will not be successful.
    The people of our country understand that — given the collapse of the American middle class and the grotesque level of income and wealth inequality we are experiencing — we do not need more establishment politics or establishment economics.

    We need a political movement which is prepared to take on the billionaire class and create a government which represents all Americans, and not just corporate America and wealthy campaign donors.

    In other words, we need a movement which takes on the economic and political establishment, not one which is part of it."

    ~ Bernie Sanders August 28th, 2015
  • aka | 167.199.112.25 | ১২ নভেম্বর ২০১৬ ০৮:৪৫699609
  • বার্ণি এসব কথা ঠিকঠাকই বলেছিল। আর খুড়ো টেম্পো তুলতে পারে, হাই এনার্জী লেভেল।
  • ঈশান | ১২ নভেম্বর ২০১৬ ০৯:৫৫699611
  • বার্নি এখন ডেমোক্রাটিক পার্টি দখল করতে মন দিয়েছেন। ডিএনসি চেয়ারে বার্নির ক্যান্ডিডেট কিথ এলিসন।

    খুব ভালো কথা। কিন্তু দিগ্বিদিকে এই প্রোটেস্টগুলো হচ্ছে, নেতারা চেয়ার দখলের সঙ্গে এগুলোর একটা আধটায় গেলে পারেন। বাড়ি কাছেই একটা হয়েছে খবর পেলাম। আই এইট্টি বন্ধ করে দিয়েছিল ১৫ মিনিটের জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন