এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - আলো থেকে অন্ধকার

    Dipankar Patra লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মার্চ ২০১৬ | ১৬৭১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.251.91.253 | ১৮ মার্চ ২০১৬ ১১:৪৫705191
  • না, বিজয় মাল্যর মতোন ওত পাতা শিল্পপতির দরকার নেই।এই বিগ ফিস দের সংখ্যাই বেশি কিনা! কিছু মাঝারি, বড় শিল্পপতি অবশ্যই আছেন; যারা ব্যতিক্রম।ঠক বাছতে গ্রাম উজার। বরঞ্চ গরিব মানুষ দের কয়েক হাজার করে লোন দিলেও; মার যাবার সম্ভবনা কম। অন্তত পরিসংখ্যান তাই বলে।
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১১:৪৮705192
  • এইতো আবার সেই পুরোনো তক্কে ফিরে যেতে হবে। থাক।
  • pi | 174.100.1.222 | ১৮ মার্চ ২০১৬ ১১:৫২705193
  • সরকারি শিল্প কেন হওয়া সম্ভব না, বা পিপিপি মডেল,সেগুলোও একটু শুনতে চাই। আফটার অল, বেসরাক্রি শিল্প হলেও টাকা সেই লোনের ফর্মে সরকার থেকেই যাবে। ইন্ফ্রাস্ট্রাকচরও সরকারকেই বানিয়ে দিতে বলা হয়। তো, রইলো পড়ে কী ? ম্যানেজমেণ্ট ? সেখানে সরকারি উদ্যোগ এলে অপদার্থতা আসবে, কেবল এইটিই কি যুক্তি ? এদিকে যাঁরা বলেন শিল্প সরকারের কাপের চা কিছুতেই নয়, তাঁরা তো শিক্ষা, স্বাস্থ্য সরকারকে দেখতে বলেন। তো, সেখানে ম্যানেজমেণ্ট লাগেনা ? আর চাইলে সরকার ম্যানেজমেন্ট এফিশিয়েন্সি দেখাতে পারেনা, এও মনে করিনা। এছাড়াও, সরকারি-বেসরকারি মিলিত উদ্যোগের কথাও বলছি।
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ১২:০৯705194
  • সরকারের রোল কী? সেইটা নিয়ে অনেক তক্ক আছে। অনেকে মনে করেন শিক্ষা/স্বাস্থ্যও বেসরকারিকরণ হোক, হচ্ছেও। শিল্প আর শিক্ষা/স্বাস্থ্যর মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য আছে। পরের গুলো গভর্নেন্সের মধ্যে পড়ে, প্রথমটা না। দ্বিতীয়্টা ওয়েল্থ রিডিস্ট্রিবুইশনের অঙ্গ - সক্কলে ভাগ পায়। প্রথমটা শুধুমাত্র যারা ঐ কারখানার সাথে যুক্ত ইত্যাদি। প্রথমটাতে পুঁজিপতির স্বার্থ আছে - গাড়ির দাম বাড়লেও তেমন ক্ষতি নেই। পুঁজিপতির স্বার্থে দ্বিতীয়্টার দাম বাড়লে সাধারণ লোকের ঝামেলা - কারণ এগুলো সক্কলের দরকার হয়। এছাড়াও আছে কোরাপশান, কন্ট্রোল ইত্যাদির ব্যাপারগুলো।

    পিপিপি মডেলে বেশ কিছু কাজ হয়েছে। হচ্ছেও। ইন্ডিয়ান রেল একটা ভালো উদাহরণ। ইনফ্রাস্ট্রাকচার আর গাড়ির কারখানার মধ্যে পার্থক্য আছে। প্রথমটাতে সরকারের উদ্যোগ আর তদ্বিরের দরকার আছে। আর পিপিপি মডেল মনে হয় ইন্ডিয়াতে তেমন সফল হয়ে ওঠেনি - এক্সপেক্টেশনের থেকে কম।

    কিন্তু এতো গেলো ফেডারাল লেভেলের পলিসি। কিন্তু যেখানে আমরা জানি যে (ডেটা ছাড়াই বলছি) পবে শিল্প নেই, ফলে আন্ডার এমপ্ল্যমেন্ট বেশি, কেউ ইনভেস্ট করতে চায়্না, আর পুঁজি টানার ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন - সেখানে কবে সরকারি লেভেলে কি হবে সেইকথা ভেবে চললে তো মুশকিল। সরকার ক্রমশঃ এনেব্লারের ভুমিকার দিকে এগোচ্ছে, নিজেরা গভর্নেন্স ছাড়া আর কিছুই করবেনা। আগামী ১০-১৫ বছরে শিক্ষা আর স্বাস্থ্যের তুমুল বেসরকারীকরণ হলেও আশ্চর্য্য হবোনা।
  • dc | 132.164.182.108 | ১৮ মার্চ ২০১৬ ১২:১১705195
  • সরকারের কেন শিল্প করতে যাওয়া উচিত না, সরকার দ্বারা পরিচালিত শিল্পে কেন গ্রাউন্ডব্রেকিং ডিসরাপটিভ ইনোভেশন হবেনা, সরকারি শিল্প কেন প্রাইভেট ম্যানেজেমনেটের মতো অ্যাজাইল হবে না, সে অনেক বড়ো তর্কের ব্যাপার। এগুলো নিয়ে আগেও অনেক লিখেছি মনে পড়ছে।

    তবে দুয়েকটা উদাহরন দিতে হলে, ফ্লিপকার্টের মতো ডিসরাপ্টিভ কোম্পানি কোন রাজ্যের সরকার কখনো বানাতে পারবেনা। অ্যাপল বা মাইক্রোসফটের মতো কোম্পানি পৃথিবীর কোন সরকার বানাতে পারবে না। মানে এখনো অবধি এরকম কোন উদাহরন নেই, ভবিষ্যতে কি হবে জানিনা। উবের বা ডেকান এয়ারলাইন্সের মতো কোম্পানি কোন সরকার বানাতে পারবেনা। এইসব কোম্পানিগুলোর ম্যানেজমেন্টের যে এফিসিয়েন্সি সেটা সরকারি কোম্পানিতে দেখা যায়নি। শচীন বনসল, ছোট্টবেলার বিল গেটস আর স্টিভ জবস, এলন মাস্ক (টেসলা মোটর্স), এরা কোন সরকারি দপ্তরে কাজ করছে ভাব্তেও অদ্ভুত লাগে। (ডিঃ বনসল, বিল গেটস, মাস্কদের তুলনা করছিনা, কয়েকটা নাম মনে এলো তাই লিখলাম)
  • pi | 174.100.1.222 | ১৮ মার্চ ২০১৬ ১২:১৬705196
  • প্রশ্ন ছিল, শিক্ষা , স্বাস্থ্যের গর্ভনেন্সের জন্যও তো ম্যানেজমেণ্ট লাগে । সেটা নিয়ে। সেটা সরকার করুক চাইলে বা করতে পারবে মনে হলে শিল্প কেন নয়?
    শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব দিক দিয়ে তুলনীয়, একথা বলিনি।
  • dc | 132.164.182.108 | ১৮ মার্চ ২০১৬ ১২:২০705197
  • হ্যাঁ সরকারের মূল রোল হওয়া উচিত এনাবলার আর রেগুলেটরের। আমাদের দেশে সরকারের রেগুলেটর হিসেবে ভূমিকা অতি জঘন্য, এটা পাল্টাতে পারলে কাজে দেবে। তবে ই গভর্নেন্স, IoT, এগুলোর পেনিট্রেশন বাড়লে আগের থেকে একটু হলেও ট্রান্সপারেন্সি বাড়বে বলে মনে হয়। আর বেসিক শিক্ষা, স্বাস্থ্য খাতে সরকারী ব্যায় আরো বাড়ানো উচিত কারন এগুলো যেকোন দেশের জনগনের বেসিক রাইটসের মধ্যে পড়ে। আর বেসিক শিক্ষা বা স্বাস্থ্য পরিচালনা করতে অতোটা ইনোভেটিভ বা ডিসরাপটিভ হতে হয়না যেটা প্রাইভেট ম্যানেজমেন্টকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য হতেই হয়। মানে ফ্রি কম্পিটিশনের (সরকার দ্বারা রেগুলেটেড) অ্যাডভান্টেজ হলো হয় নিজেকে পাল্টাও, ইনোভেট করো, নাহলে মরো, এটা বেসিক শিক্ষা-স্বাস্থ্যতে সেরকম দরকার হয়না বোধায়।
  • pi | 174.100.1.222 | ১৮ মার্চ ২০১৬ ১২:৩০705198
  • সরকারি সিস্টেম যেমন চলছে, গুচ্ছ লালফিতের ফাঁস, ফালতু ফর্মালিটির পাহাড়, পঞ্চাশরকম পেপারওয়ার্ক করতে গিয়ে জান জেরবার হয়ে যাওয়া, এগুলো অবশ্যই এফিসিয়েন্সির অন্তরায়, কিন্তু এগুলো এরকমই কেন চলবে, বদলানো দরকার সেসব নিয়ে তো তেমন কথা উঠতে দেখিনা, যতটা দেখি সরকার অপদার্থ, সরকারের দ্বারা হবেনা ধরে নেওয়াতেই বা বলাতেই। ইন ফ্যাক্ট এই ব্যাপারগুলো শিক্ষা, স্বাস্থ্যেও এফিশিয়েন্সি অনেক কমিয়ে দেয়।
  • dc | 132.164.182.108 | ১৮ মার্চ ২০১৬ ১২:৫৪705199
  • ইয়ে সরকারে বদল এনে সরকার ব্যবসা করতে এগিয়ে আসবে, আর সে ব্যবসা যে আমলারা চালাচ্ছে তারা ইনোভেট করবে, মার্কেটের সাথে নিজেদের অ্যাডাপ্ট করবে, এটা বোধায় সম্ভব না। একজন এন্ত্রেপ্রেনিওর তার নিজের প্রফিটের সার্থে যেভাবে ভাববে, সরকারের অফিসে কাজ করে আর মাসে শেষে নিশ্চিন্ত মাইনে পেয়ে সেভাবেই ভাববে, যদ্দুর মনে হয় মানুষের সাইকোলজি এরকম ভাবে কাজ করেনা। এনিওয়ে, এসব থিওরেটিকাল তর্ক। আমার মনে হয়না এসব কখনো হবে, অবশ্যই এটা আমার নিজস্ব পারসেপশান।
  • sm | 53.251.91.253 | ১৮ মার্চ ২০১৬ ১৩:১০705201
  • আরে অনেক এন্ত্রপ্রেনোর আর শিল্পপতি তো দেখলুম। কিং ফিশারের ম্যানেজমেন্ট দেখলাম।রিয়াল এস্টেট; অনেক জায়ান্ট দের বিজনেস একুমেন দেখলাম।;সরকারের সাহায্য আর ব্যাঙ্কের লোন না ঝেড়ে ব্যবসা করতে পারলেই তো ল্যাঠা চুকে যেত। ওসব ইনোভেশনের গপ্প পরে শোনা যাবে খন।এই যে জিন্দাল রা বলছিল ৩৫ হাজার কোটি ইনভেস্ট করবে। তা, কোথা থেকে পাবে?নিজের পকেট থেকে দেবে? যদি সরকার লোন দেয়,তাহলে কোম্পানি ডুবলে, কি ভাবে টাকা আদায় হবে?
    ব্যান্ক বেসরকারী হাতে থেকে লাল বাতি জ্বেলে ছিল।কেন জ্বলেছিল? এবার সরকারী হাতে লালবাতি জ্বলবে। আবার বেসরকারী হাতে যাবে। ভিসিয়াস সাইকেল চলতেই থাকে।
  • শ্রী সদা | 212.142.113.69 | ১৮ মার্চ ২০১৬ ২২:১১705202
  • ধুর এসব নিয়ে তো কবেই নিদান হাঁকা হয়ে গেছে। যদ্দিন না ভালো বামপন্থী উদারমনস্ক বেনেভোলেন্ট শিল্পপতি জোটে তদ্দিন পশ্চিমবঙ্গে বেসরকারী বিনিয়োগ বন্ধ থাকুক। যাদের চাগ্রীবাগ্রী কেরিয়ার ইঃ করার ইচ্ছে তারা অন্যান্য পুঁজিবাদী রাজ্যগুলোতে যাক।
    আর তিনো সরকারের প্রতিশ্রুতিটা হাইট খোরাক ছিল।
  • পোক্যাপেপোপুটি | 117.167.116.228 | ১৮ মার্চ ২০১৬ ২২:১৮705203
  • এহেনেও আইওটি ঢুকসে? এইটা মাইরি এখন একটা সর্বঘটে কাঁঠালিকলা হয়ে গেছে, অল পার্ভেসিভ আইওটি। ইদিকে আমার এটার ওপর থেকে সন্দেহটা কিছুতেই যায় না।
  • S | 108.127.180.11 | ১৮ মার্চ ২০১৬ ২২:৩৭705204
  • সেকি শুধু শিল্পপতিরাই লোন নিয়ে লালবাতি জ্বালছে? সরকারের লোনের পরিমান কত? মাঝে মাঝে তো সরকারও লালবাতি জ্বালিয়ে দেয়। নেহাত এখনও মানি প্রিন্টিঙ্গের একছ্ত্র অধিকারটা আছে।
  • dc | 116.206.34.211 | ১৮ মার্চ ২০১৬ ২২:৫৭705205
  • আমার কিন্তু মনে হয় আইওটি এখনো শৈশব অবস্থায় আছে, কিন্তু এটারো বিরাট পোটেনশিয়াল। ইন্টারনেটের আদি যুগে যেমন আজকের ব্যাপ্তি বোঝা যায়নি, অনেকটা সেরকম। অবশ্যই আমি ভুল হতে পারি। তবে যখন কোটি কোটি নোড অনলাইন আর কানেকটেড হয়ে যাবে তাদের নিজেদের প্রসেসিং পাওয়ার থাকবে, তাদের সাথে ইন্টার‌্যাক্ট করবে ওয়্যারেবল ডিভাইসেস, তখন হয়তো আর একটা গেম চেন্জিং স্টেজ শুরু হবে।
  • pi | 233.176.39.7 | ১৮ মার্চ ২০১৬ ২৩:০৪705206
  • বুঝলাম না, খোরাকের কী হল।

    এগুলো তো হচ্ছে শুনেছিলাম।
    http://www.newsmen.in/news-item/bengal-govt-to-reclaim-land-of-two-closed-pvt-factories/

    কোন চ্যানেলে লোকজনকে বলতে শুনেছিলাম। এখন কী স্ট্যাটাস সেটা সর্কারের কাছে জানতে চাওয়ায় খোরাকের কী আছে ?

    আর এটা হলে তো দেখাই যাচ্ছে, বন্ধ কারখানার জমি টেকনিক্যালি নেওয়া সম্ভব। সেটাও এখানে এককালে লোকজন অসম্ভব বলেছিলেন।
  • dc | 116.206.34.211 | ১৮ মার্চ ২০১৬ ২৩:২২705207
  • আজ নাইকি একটা সুন্দর কথা বলেছে, লিভিং প্রোডাক্ট। নেক্সট জেনারেশন প্রোডাক্টসে আরো যতো এমবেডেড নোড ঢুকবে ততো আপনি ইমিডিয়েট এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে পারবেন। তারপর যদি বায়োকমপ্যাটিবল চিপ বেরোয় তো আপনি সেটা রিস্টে ইমপ্ল্যান্ট করে নিলেন, সেটা দিয়ে চারপাশের নোডস কন্ট্রোল করলেন। গুগল কার থেকে শুরু করে বাড়ির দরজা, এন্ডলেস পসিবিলিটি।
  • SS | 160.148.14.3 | ১৮ মার্চ ২০১৬ ২৩:৩১705208
  • হ্যাঁ, তারপর হ্যাকাররা কিম্বা বিগ ব্রাদার গভর্মেন্ট এসে আপনার থেকে কন্ট্রোল কেড়ে নিয়ে বাড়ির দরজা পার্মানেন্টলি বন্ধ করে দিল কিম্বা গাড়ি পাহাড়ের উপর থেকে খাদের ফেলে দিল। নিন, এবার কি কন্ট্রোল করবেন করুন !
  • potke | 126.202.123.124 | ১৯ মার্চ ২০১৬ ০১:০৯705209
  • আইওটি আর স্মার্ট সিটি-হেজে গেলাম মাইরি!
  • পোক্যাপেপোপুটি | 151.0.12.144 | ১৯ মার্চ ২০১৬ ০৬:৫৮705210
  • সাইবার ফিজিক্যাল সিস্টেমস কওঃ-D
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ০৬:৫৯705212
  • ঃ-)
  • পোক্যাপেপোপুটি | 151.0.12.144 | ১৯ মার্চ ২০১৬ ০৭:০০705213
  • এই যে আমি এখন খড়গপুরে এই নিয়ে ভাষণ দিতে যাচ্ছি। শনিবার সক্কালবেলা। খেয়েদেয়ে কাজ নাইঃ-(
  • ঠাকুর বলেছেন | 132.177.136.28 | ১৯ মার্চ ২০১৬ ০৮:৩৯705214
  • ওতে লোকশিক্ষে হয় :)
  • Arpan | 116.216.135.158 | ১৯ মার্চ ২০১৬ ০৯:০১705215
  • থেটার করতে যাচ্ছে?
  • পোক্যাপেপোপুটি | 117.167.104.61 | ১৯ মার্চ ২০১৬ ১৫:৪৬705217
  • সেল্ফ ড্রিভেন ন্যানো বানিয়েছে তো - লুরুতে। দুচারদিন আগেই খবরে ছিলো।

    ওদিকে গুগুলের ড্রাইভারলেস গাড়ি বে এরিয়াতে ট্রাককে ঠুকেছে।

    চাপটা সেখানে - ড্রাইভারলেস গাড়ি কাউকে ঠুকলে দায় কার? এখনো এর কোনো উত্তর নেই।
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ১৫:৫২705218
  • IoT কিন্তু শুধু সেল্ফ-ড্রাইভিং গাড়িও না। IoT মানে এর সাথে পুরো রাস্তায় এমবেডেড থাকবে অসংখ্য ট্রাফিক ম্যানেজমেন্ট নোড, যেগুলো নিজেদের মধ্যে কুয়েরি করে নিজেদের লোকাল এরিয়ার ট্রাফিক সম্বন্ধে ওয়াকিবহাল থাকবে। সেল্ফ-ড্রিভেন গাড়িটা সেই নোডগুলোকে কুয়েরি করতে করতে যাবে, নিজেই লাইট ট্রাফিকওলা রাস্তা বেছে নেবে কিন্তু আরোহী নিজের সেলফোনে রুটম্যাপ দেখে সেটা ওভাররাইডও করতে পারবে (যদি চায়)। আর হঠাত করে কোন ট্রাক উল্টে পড়তে যাচ্ছে দেখলে রাস্তার নোডগুলো ট্রাকের কোন একটা দিকের স্কিড কন্ট্রোল করার চেষ্টা করবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। যদি এড়ানো নাও যায় তো রাস্তায় অন্যান্যদের কন্ট্রোল করার চেষ্টা করবে যাতে ইমপ্যাক্ট মিনিমাইজ করা যায়। দুর্ঘটনা ঘটামাত্র এমার্জেন্সি সার্ভিসে এসএমএস পাঠাবে। IoT একেবারেই শৈশবে, কিন্তু অপরচুনিটি এন্ডলেস।
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ১৫:৫৫705219
  • হুঁ রোবট গাড়ি পেছন থেকে এসে ঠুকে দিলে কে দায়িত্ব নেবে, এটা বড়ো প্রশ্ন। অ্যাসিমভ দাদু আজ বেঁচে থাকলে মজা পেতো।
  • Arpan | 24.195.232.101 | ১৯ মার্চ ২০১৬ ১৬:১৫705220
  • গাড়ি আটক থাকবে, মালিক জরিমানা দিয়ে ছাড়াবে।
  • S | 108.127.180.11 | ১৯ মার্চ ২০১৬ ১৬:২৫705221
  • যদি গাড়ির প্রবলেমের জন্যে হয় তাহলে ম্যানুফ্যকচারের।
  • dc | 132.164.198.145 | ১৯ মার্চ ২০১৬ ১৬:৪২705223
  • কিন্তু গাড়িটা কাউকে চাপা দিলে? আরঃ

    ১। গাড়িটা দেখলো মেডিয়ানে ক্র্যাশ করলে গাড়ির একজন আরোহী মরবে কিন্তু রাস্তার তিনজনের প্রাণ বেঁচে যাবে। গাড়িটা মেডিয়ানে ক্র্যাশ করলো।

    ১। গাড়িটা দেখলো মেডিয়ানে ক্র্যাশ না করলে গাড়ির তিনজন আরোহীর প্রাণ বেঁচে যাবে কিন্তু রাস্তায় একজন পথচারী মরবে। গাড়িটা পথচারীকে চাপা দিলো।

    (দুটোই 0th ল মেনে)

    তাহলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন