এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কবিরা বাদ যায় ক্যানো : পুরুষতন্ত্র , সমাজবটিকা ও ধর শালাকে ধর

    একক
    অন্যান্য | ২২ জুন ২০১৬ | ৩২৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | 174.143.240.34 | ২২ জুন ২০১৬ ১৫:২৬707989
  • পুরুষরাই সভ্যতার অভিশাপ যা বুঝছি ঃ)
  • san | 11.39.24.228 | ২২ জুন ২০১৬ ১৫:২৯707990
  • কবিতায় জাতপাত ইত্যাদি কম আছে বলে আমার দুঃখে বুক ফেটে যাচ্ছে এমন না :-) নিজের বক্তব্য যথারীতি বোঝাতে পারিনি। অ্যাক্সেপ্টেন্স লেভেল এর তফাৎ নিয়ে কথা বলছি। এই আপনারা যাঁরা সেক্সিস্ট কবিতা নিয়ে রাগারাগি করলে উদারভাবে বলেন 'অত পলিটিকালি কারেক্ট থাকার সকলের সবসময় কিই বা প্রয়োজন' তাঁরাই অন্য অন্য ফর্মের পলিটিকালি ইনকারেক্ট কথা আদপেই মেনে নেবেন না । যেমন জাত তুলে গাল দিলে হাইলি কেসিদাই এসে আপত্তি তুলবেন :-) শুধু ক্রিমিনাল অফেন্স বলে সেটা ? মানে কোর্টে কেস হবার প্রভিশন না থাকলে যথেষ্ট অপমানজনক ভাবতেন না ? আমার ডাউট আছে। অন্যদুকে সেক্সিস্ট দু-এক লাইনের এগেন্স্টে কেউ আপত্তি তুললে আপনারা সেই আপত্তি নিয়েই খিল্লি করবেন। এই দুটো অবস্থান কনসিস্টেন্ট তো ?
  • dc | 132.174.123.174 | ২২ জুন ২০১৬ ১৫:৩৭707991
  • আগে অংক কষে দেখান পুরুষরা পরিবেশ দূষন বেশী করে, তারপর মানব।
  • kc | 204.126.37.130 | ২২ জুন ২০১৬ ১৫:৪৩707992
  • ঠিকই তো জাত তুললে গাল দিয়ে ভুত ভাগিয়ে দেব। সেত তো সানি। এই সানির জন্যই বোধহয় জেন্ডার স্টিরিওটাইপিং এ সবসময়েই গাল দিইনা। বিটিডব্লু, স্যানের মেঘদূত কেমন লাগে?
  • Ela | 174.143.240.34 | ২২ জুন ২০১৬ ১৫:৫৬707993
  • কবিতার ভাষ্য সবসময় ব্যক্তি টু ব্যক্তি হয় না তো, অনেক সময় কবি শুধু নিজের অনুভবটুকু ডকুমেন্ট করছেন বা শেয়ার করছেন (নাম লিখেছি একটি তৃণে/আমার মায়ের মৃত্যুদিনে)।

    আর ব্যক্তি টু ব্যক্তি হলেও স্টিরিওটাইপিং সবধরণের চলতে পারে তো। কেউ এমন লাইন লিখতে পারে, ফুটপাতে বসে থাক খদ্দেরের আশা নেই/ধূর্তবুদ্ধি ছক কেটে চলে/ নরুন শানিয়ে তুমি বসে থাক/কেউ এলে গলা কাটবে বলে (খুব খুব খাজা হল কারণ আমি তো আর কবি নই, কিন্তু বলছি যে চাইলে লেখা যায়)।

    জেন্ডার স্টিরিওটাইপিং সফট টার্গেট মনে হয়, কেউ কোর্টে নিয়ে যেতে পারবে না।
  • Ekak | 53.224.129.52 | ২২ জুন ২০১৬ ১৬:১১707994
  • ওভাবে সানি ধরলে তো সবই সানি ।

    "ওষুধে ডাক্তারে , ব্যধির চেয়ে আধি হলো বড়
    হলো যখন অস্থি জড়োজড়ো
    বললে তখন : হাওয়া বদল করো । "

    ডাক্তার দের সম্বন্ধে এরকম ভয়ঙ্কর উক্তি রবিবাবু লিখছেন কিকরে ? কারণ সানি তাকে স্পেস দিচ্ছে যে মানুষ ডাক্তার দেড় ওপর খাপ্পা কাজেই তোপ দেগে দাও ।
  • Ekak | 53.224.129.52 | ২২ জুন ২০১৬ ১৬:১২707995
  • *করছেন হবে , লিখছেন নয়
  • san | 11.39.24.228 | ২২ জুন ২০১৬ ১৬:১৪707996
  • মেঘদূত ? আহা কী ধ্বনিমাধুর্য !
    এরপরের তর্কের লম্বা সিকোয়েন্স অনুমান করতে পারছি , হায় :-( আবার কয়েক ফুট লম্বা পোস্ট টাইপ করতে হবে মনে হয় -

    মেঘদূত কেন আমার মহাভারতও খুব পছন্দ।
  • kc | 198.70.39.185 | ২২ জুন ২০১৬ ১৬:২২707997
  • :-))
  • pi | 233.176.42.51 | ২২ জুন ২০১৬ ১৬:২৬707999
  • জেণ্ডার স্টিরিওটাইপিং আর মিসোজিনিও তো এক জিনিস নয় রে বাবা। জাতের প্রসঙ্গ এনে দুটোকে গুলিয়ে দেওয়া হচ্ছে। স্টিরিওটাইপিং অবশ্যই পিতৃতান্ত্রিকতা থেকে আসে, আর আপত্তিকরও হতেই পারে, কবিতায় সেটা থাকা না থাকা নিয়ে লোকজনের ভালোলাগা খারাপলাগা থাকতে পারে, এলার ঐ ব্যক্তিগত অনুভবের যুক্তিও থাকতে পারে, কিন্তু স্টিরিওটাইপিং মানেই অন্যজনকে ছোট করা/তু্চ্ছতাচ্ছিল্য করা কেন হতে যাবে ? যিনি স্টিরিওটাইপিং করছেন মেয়েরা ঘরের কাজ করছে বলে তিনি খুবই সম্ভবতঃ ঘরের কাজের ওভারগ্লোরিফিকেশন করছেন, সেটা আপত্তিকর লাগতে পারে কিন্তু খামোখা ছোট করা/তুচ্ছতাচ্ছিল্যও বলবো না নিশ্চয়। আর না বললে খামোখা এর সাথে 'নিচু জাতকে ছোট করা/তুচ্ছতাচ্ছিল্য করার' র মত আপেল কমলালেবু মার্কা তুলনাও করবো না নিশ্চয়।
    করতে হলে মিসোজিনির সাথে করা হল, মিসোজিনির উদাঃ দেখিয়ে।
  • Ekak | 53.224.129.52 | ২২ জুন ২০১৬ ১৬:৩৩708000
  • এখানে কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে ধ্বনি আসে কোদ্দিয়ে ! কৈ উপন্যাস বা সিনেমার পিন্ডি চটকানোর সময় কাওকে বলতে শুনিনা তো যে সিনেমাটোগ্রাফি দুর্দান্ত বা এডিটিং নিখুঁত এসব শুনিনা । লোকে প্রথমেই ঝাঁপিয়ে কন্টেন্ট এর ঘাড়ে পরে যায় । এটা যে দোষ তা নয় , প্রশ্ন হলো সিনেমা উপন্যাসে যে ছাড় নেই তা কবিতাকে দেবো ক্যানো ? কেন কবিদের গলাতেও গামছা দেবোনা ?
  • san | 11.39.24.228 | ২২ জুন ২০১৬ ১৬:৫৪708002
  • একক ,
    ধ্বনিটা মেঘদূত বিষয়ে । মানে মেঘদূত কেমন লাগে বললে এই টই এর প্রসঙ্গ ছাড়াও বাকিটাও তো বলতে হয় :-) যা হোক এককের প্রশ্নের দুদিক দিয়ে উত্তর দিতে পারি। এক হল যে মানের সিনেমাটোগ্রাফি হলে আপত্তিকর কনটেন্ট ছাপিয়ে বলতাম 'কিন্তু সবকিছুর পরেও সিনেমাটোগ্রাফি দুর্দান্ত' সেই মানের সিনেমাটোগ্রাফি বাবা কেন চাকর বা বেলাশেষে এগুলোয় থাকেনা। ঐ ধরণের সিনেমাগুলোয় শুধু কনটেন্টই বটিকার ফর্মে বেচা হয় , এবং সেটাই আপত্তিকর লাগলে চিল্লামিল্লি বেশি হয়। তুলনায় বেশি সংখ্যক কবিতা সেই উচ্চতায় ওঠে , যেখানে কনটেন্ট সেক্সিস্ট হলেও কাব্যসৌন্দর্য থাকে। অল্পসংখ্যক সিনেমা হয়তো আছে , কিন্তু অল্পই।

    দুই হল ভ্যালুজ নিয়ত পরিবর্তনশীল। এখন কেউ ঈশ্বর গুপ্তের নকলে স্ত্রীশিক্ষা বিষয়ক কবিতা লিখলে কবিতা বলেই ছাড় পাবেন বলে মনে হয় ? আবার এখনকার ভ্যালুজ এর সাপেক্ষে নানাদোষে দুষ্ট হলেও পুরনো অনেক উপন্যাসও ছাড় পায় তো।
  • d | 144.159.168.72 | ২২ জুন ২০১৬ ১৬:৫৬708003
  • কবিতা টা কত পাতায়?
    আমি তো কবিতাটা এই টইতে তুলে দিতে বল্কলাম। :-(
  • san | 11.39.24.228 | ২২ জুন ২০১৬ ১৭:০৪708004
  • তিন নং টা ইয়ার্কি করেই বলি। কবিতার রিভিউ ফর্মালি বেরোয় না কিনা। ইনফর্মালি আলোচনা করলে সর্বত্র খুব ছাড় কবিরা পান না :-) সে তো প্রাক্তনও কত লোকে আপ্লুত হয়ে দেখছেন , বুদ্ধদেব গুহকে কত জনে আপ্লুত হয়ে পড়ছেন !
  • Ela | 174.143.240.34 | ২২ জুন ২০১৬ ১৭:০৬708005
  • বেলাশেষে সবদিক থেকেই অতিখাজা। বাবা কেন চাকর দেখা হয়নি। কিন্তু পাইয়ের সাথে আমি কিছুটা একমত। কারো গলাতেই গামছা দেওয়ার মানে হয় না। নিজেরাও কি ভুলভাল স্টিরিওটাইপিং করি না? কখনো করি না?
  • sch | 190.215.85.234 | ২২ জুন ২০১৬ ১৭:১০708007
  • আপনারা বিটুইন দ্য লাইনস পড়েন না - কবি বললেন

    "নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
    আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
    আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,"

    অর্থাৎ নারীকে উনি ছেড়েই দিয়েছেন, এই কেউ একজন নারী হতে হবে কোই বললেন । এ তো গে পার্টনারও হতে পারে। আপনারা চেঁচিয়ে গেলেন - জেন্ডার বায়াস নিয়ে - কবি অনেক এগিয়ে গেছেন ।

    san এর "সে তো প্রাক্তনও কত লোকে আপ্লুত হয়ে দেখছেন" কথাটা বড়ো ভালো লাগল। আপ্লুত মানে - উলুৎপুলুৎ পুরো - হল জুড়ে ফোস ফোশ - ভাবা যায় না
  • | 213.99.211.81 | ২২ জুন ২০১৬ ১৭:১০708006
  • ব্যাস লাইনে এসে গেছে!! ঃ)
  • Ekak | 53.224.129.52 | ২২ জুন ২০১৬ ১৭:১৬708008
  • তারমানে স্যান বলছেন যে , কবিতা তার বেসিক আর্ট এর জায়গাটা বজায় রেখে স্টিরিও টাইপ করে বলে ঐ অবধি পড়া যায় । সিনেমাগুলো সেটুকুও করছেনা । এইটাই তো আমার প্রশ্ন যে তাহলে ওসব দ্যাখেন কি করে ? একটা ভুলভাল ক্যামেরা ও সাউন্ড ওয়াল সিনেমা কয়েক মিনিটের বেশি দেখা তো বেশ কষ্টকর । তাও সেই সব কষ্ট বুকে চেপে যে দর্শককুল শেষ অবধি গোটা টা গেলেন এবং তারপর আবার তা কিসের স্টিরিও টাইপিং কতটা তাই নিয়ে আলোচনা করতে কলম বাগান , তাঁরা এতো উৎসাহ কোদ্দিয়ে পান যেখানে সিনেমা হিসেবেই সেটা খাজা ।

    খুব উৎকটভাবে লেখা ধ্বনিসংকেত হীন ছ্যাকরা ব্যাকরা কবিতা কোনোদিন আদৌ পুরোটা পড়ে দ্যাখেন ? কেও পড়েন না । তাহলে সিনেমা ওরকম পিতৃ দায় কাঁধে নিয়ে দেখতে তাঁদের কে বলে ? নাকি উল্টোদিক দিয়ে এটা ধরে নিতে পারি যে কবিতা একটা লিগ্যাসি আর্ট ফরম বলে জনগণ এর বেসিক মান নিয়ে কিছুটা হলেও সাক্ষর কিন্তু সিনেমার ক্ষেত্রে সেই সাক্ষরতাটুকুও নেই ?
  • Ekak | 53.224.129.52 | ২২ জুন ২০১৬ ১৭:৩১708010
  • স্টিরিও টাইপিং এর ভুল ঠিক বলে কিছু হয় নাকি ? ধরেন আপনার পোষা কুত্তা রাদ্দিন বিকট খাউখাউ করে চেল্লায় যা আপনার কানে বেশ মধুর কিন্তু বাকিদের প্রাণ যায় । আদর করে নাম রেখেছেন স্টিরিও । সে একদিন পটল তুললো । আপনি ব্যাজার মুখে লিখতে বসলেন

    স্টিরিও থেমে গেলো
    দুদিনের নিউমোনিয়াতে ,
    ঘন জ্বর , দাঁতের খিঁচুনি , থেমে গেলো
    আজ রাতে -
    বাজবেনা আর , স্টিরিও রা এইভাবে
    থেমে যায় , পৃথিবীর স্টিরিওরা
    এইভাবে , ঢাকা থাকে ডিজিটাল রাতের খাবার ।

    এবার আপনার এই ঘেউ কুত্তার মৃত্যতে কিন্তু পড়শিরা বিস্তর আনন্দ পেয়েছে । আজ তারা নিশ্চিন্তে ঘুমুবে । অথচ আপনি কী করলেন না টাইপিং করে স্টিরিও কে দুনিয়ার সব কুত্তার প্রতিনিধি করে দিলেন । পড়শী দেড় বাড়িতেও পোষা কুকুর আছে তারা অমন অসভ্য নয় । তারা তো এটাকে স্টিরিও টাইপিং বলবেই । বলবে না ? কিন্তু কবিতার তো এটাই ধর্ম যে ব্যক্তির অনুভূতিকে ভূমানুভুতি তে উত্তরণ ঘটানো !
  • san | 11.39.24.228 | ২২ জুন ২০১৬ ১৭:৪২708011
  • সাক্ষরতার পয়েন টা খুবই সম্ভব (বলে আমার মনে হয়)। অবশ্য স্তরভেদ তার মধ্যেও আছেই। বেলাশেষে দেখতে পেরেছেন এমন অনেকেই আবার বাবা কেন চাকর জাস্ট বসে দেখতে পারবেনই না ।
  • Ela | 174.143.240.34 | ২২ জুন ২০১৬ ১৭:৪৮708012
  • তাহলে কবিতা কী? ব্যক্তি টু ব্যক্তি না ভূমানুভূতিতে উত্তরণ? আর স্টিরিওটাইপিং টাই বা কী ব্যাপার? কুকুর ঘেউ করে এটাও স্টিরিওটাইপিং হতে পারে, মানে কোনও কুকুর হয়ত খাউখাউ করে।
  • dc | 132.174.123.174 | ২২ জুন ২০১৬ ১৭:৫৯708013
  • তাহলে মূল প্রশ্ন হচ্ছে, স্টিরিও টাইপিং না টাইপিং স্টিরিও - কোনটা আসলে বেশী ক্ষতিকারক?
  • একক | 53.224.129.52 | ২২ জুন ২০১৬ ১৮:০৪708014
  • ঘেউঘেউ খাউখাউ এগুলো তো আমাদের কান যেমন শোনে । স্টিরিও টাইপিং হলো সেই বিকট যন্ত্রনাদায়ক ঘেউ বা খাউ কে শুধু ভালো চোখে দেখা নয় সেটাই সমস্ত কুকুরের প্রতিনিধিত্ব বলে ধরা । যেমন কিনা টই এর প্রথম কবিতার মেয়েটি ভেবে ভাসাচ্ছে যে গায়ে হাত তোলা অগোছালো প্রাক্তন প্রেমিক টি হায় কোথায় গ্যালো ।

    "ব্যক্তি টু ব্যক্তি না ভূমানুভূতিতে উত্তরণ?"

    এ দুটো আলাদা নয় :) কবিতাকে সরাসরি ট্রানসেন্ড করান যায়না । প্রেম যেমন কখনই দুজনাতে হয়না তেমন কবিতাও ব্যক্তি থেকে ব্যক্তিতে গেলেও সরাসরি যায়না , মাধ্যম লাগে । কারণ কবিতার বিচরণ সুপারইগোর এরিয়াতে । সুপারইগো মানেই তৃতীয় একজন দর্শক । যাইহোক কবিতা কী এই আলোচনায় ঢুকতে চাইনা এখানে ,

    এখানে আলোচ্য হলো যে : আমরা প্রতিমুহূর্তে নিজের সংক্ষিত সীমিত অনুভব ও অভিজ্ঞতা দিয়েই গুষ্টিশুধ্ধুর বিচার করার চেষ্টা করি। উহাই স্টিরিও টাইপিং । আমার স্টিরিও মারা গ্যাছে মানে সোঁৱৰ স্ত্রীও মারা গ্যাছে । আমি ঘেউ ঘেউ মিস করছি মানে বিশ্বশুদ্ধ সবাই মিস করছে।
  • Ekak | 53.224.129.52 | ২২ জুন ২০১৬ ১৮:০৬708015
  • *সবার স্টিরিও
  • Ela | 174.143.240.34 | ২২ জুন ২০১৬ ১৮:১৪708016
  • 'মেয়েটি', মানে সব মেয়ে ঐরকম ভাবছে এটা কবি বলছেন না। ইন ফ্যাক্ট বেলাশেষেও কিছু লোকের গপ্প, এভাবে যদি ভাবি তাহলে কারো গলাতেই গামছা দেওয়ার দরকার পড়ে না।
  • Ekak | 53.224.129.52 | ২২ জুন ২০১৬ ১৮:২০708017
  • হ্যা , সে অভাবে ভাবলে তো বটেই ! ঐযে মহিলা বলছেন বাড়িতে থাকতে , বাথরুমের গন্ধ শুঁকতে ওনার ভাল্লাগে এগুলো তো সেভাবে দেখলে কিছু লোকের গল্পই । কোথাও বলা নেই যে আপনারাও বাড়িতে থাকুন । আপনারাও গন্ধ শুঁকুন । তাহলে লোকে এতো চেঁচাচ্ছে ক্যানো ?

    আর এভাবে দেখলে তাবৎ লেখালেখি থেকে সিনেমার কন্টেন্ট সবই একটা ঘেরাটোপ এর মধ্যে লিখিত বা চিত্রায়িত । কিছুজনের জন্যে খাটে । তাহলে লোকের এতো অসুবিধে ক্যানো ?

    এমনকি এই যে হরিয়ানার খাপ সেটাও একটা কৃষিভিত্তিক সমাজব্যবস্থা -তার লিগ্যাসি মূল্যবোধ -তার ন্যায় -অন্যায় বোধ এর উপর দাঁড়িয়ে । সেটা নিয়েই বা শহুরে লোকদের এতো গাত্রদাহ কিসের ?
  • ব্রততী | 226.218.134.12 | ২২ জুন ২০১৬ ১৮:২৫708018
  • "রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কোনখানে আছে প্রেমের প্রকৃত মুঠি,
    চোখ ও চুম্বন ? মেয়েমানুষের কাছে ? মূর্খ সন্তানের ভার
    তাদের বইতে হয়, ইহজন্মে তারা
    পুরুষের রৌদ্রছায়া ছুঁতেই পারে না"

    এই টইটায় ভাল ভাল কবিতা পড়া যাবে মনে হচ্ছে ।
  • সে | 198.155.168.109 | ২২ জুন ২০১৬ ১৮:২৭708019
  • দুটো জিনিস এক হলো? গন্ধ শোঁকা এবং খাপ?
    এমনকি গন্ধ শোঁকাতেও কোনো ঝামেলা নেই যতক্ষণ না সেটাকে নিয়ে সিনেমা বানিয়ে দর্শককে দেখিয়ে জাস্টিফাই করানোর চেষ্টা হচ্ছে। গন্ধ যিনি শুঁকছেন তিনি স্বেচ্ছায় শুঁকছেন। বড়জোর দুর্গন্ধ শোঁকাটা স্বাভাবিক কতটা সেটা জানতে মনোরোগের চিকিৎসক ডাকা যেতে পারে, কিন্তু খাপ পঞ্চায়েততো লোকজনকে জোরজার করছে তাদের ইচ্ছের বিরুদ্ধে। এদুটো জিনিসের কোন অ্যাংগেল থেকে তুলনা হচ্ছে?
  • san | 11.39.24.228 | ২২ জুন ২০১৬ ১৮:৩০708021
  • 'কিছু লোকের গপ্প' ভাবাতে পারাটা , লেখায়/সিনেমায় মরাল জাজমেন্ট চুঁইয়ে না পড়াটা এনশিওর করা লেখকের/ পরিচালকের দায় । দুষ্টের দমন শিষ্টের পালন কিম্বা সব পথভ্রষ্টেরা শেষে সঠিক রাস্তায় ফেরে ফর্ম্যাটে ছবি করলে ঐ জাজমেন্ট সবসময় এড়ানো যায় না , তখন লোকে নিন্দেমন্দ করে আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন