এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কবিরা বাদ যায় ক্যানো : পুরুষতন্ত্র , সমাজবটিকা ও ধর শালাকে ধর

    একক
    অন্যান্য | ২২ জুন ২০১৬ | ৩২৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 53.224.129.59 | ২৩ জুন ২০১৬ ২০:২২707929
  • আপনার নেড়া মাথা নিয়ে যদি আমি গ্লোরিফাই করে কবিতা লিখি তাহলে অবসসই "মাথা নেড়া করে দেওয়া হোক " বলার যা রিপার্কেশন তা আমাকে সহ্য করতে হবে । রবিবাবুর সেই " পুরাও পুরাও দহন জ্বালা " মনে আছে তো ? বিশেষ প্রেক্ষিতে একজন সতীর দাহ নিয়ে নিখেছিলেন বললে কেও ছাড়বেনা । দু কথা শোনাবেই ।

    আর লেখা তো সবকিছুই থাকতে পারবে :) আমি কি ব্যান করতে বলেছি নাকি । আমি , কন্সিকোয়েন্স নেই , এই ধারণার বিরোধিতা করছি । কবি লেখক যা মনে হয় লিখুন । খিস্তি খেলে তখন না কাঁদলেই হলো । যাদের গায়ে লাগবে তারা তো দেবেই । দিল্লি রেপ কেসের পর এক উঠতি ফ্যাশন ডিজাইনার বাসের মধ্যে মোলেস্টেশন সীন সিমুলেট করে একটা ফ্যাশন শুট করেছিল । সেটাতেও তো সে কোথাও সবাই বাসের মদঃযে মোলেস্টেশনের শিকার হোক বলেনি । নিজের টিম নিজের ফটোগ্রাফার নিয়ে নিজের শুট নাবিয়েছে । সবাই তাকে রে রে করে তেড়ে গ্যালো ক্যানো ? দ্যাট ইস কন্সিকোয়েন্স। পাবলিক কনসায়েন্স মনে করে মোলেস্টেশন কোনোদিন ফ্যাশন স্টেটমেন্ট হতে পারেনা অতএব সেরকম কিছু প্রডিউস করলে তুমি কেস খাবা । পাবলিক যদি মনে করে আফ্রিকায় সেউফল আছে তো আছে নেই তো নেই । তুলে ধরছি সবার সামনে অথচ চেপে বলেই বলবো ব্যক্তিগত এটা স্পোর্টিং নয় , এই আর কি । এইজন্যেই উল্টোদিকের লোকগুলোও স্পোর্টিং নয় ।
  • Ela | 12.120.105.7 | ২৩ জুন ২০১৬ ২০:৩২707930
  • হেহে, আমার নেড়া মাথা নিয়ে গ্লোরিফাই করে কেউ কবিতা লিখছে এটা ভেবেই পেটগুলিয়ে হাসি পাচ্ছে। কিন্তু কথাটা সেইখানা নয়। ঐ কবিতায় আমার ইন্টারপ্রিটেশনে গ্লোরিফাই করা ধরা পড়েনি, আপনার বা অন্য কারও পড়তে পারে, আর সমালোচনা হতেই পারে, আপত্তি নেই।
  • san | 11.39.40.109 | ২৩ জুন ২০১৬ ২০:৩৯707931
  • সিনেমার/উপন্যাসের ন্যারেটিভ মানে তো ঘটনা প্লাস ইন্টারপ্রিটেশন। ঘটনা দেখাবে নাই বা কেন ? ঐ ইন্টারপ্রিটেশনেই যত গোলযোগ। ডোমেস্টিক ভায়োলেন্সকে আপনি রোম্যান্টিসাইজও করতে পারেন , সমস্যাজনক ট্রেন্ড বলেও দেখাতে পারেন। জাতপাতের ইস্যু নিয়ে শরৎচন্দ্রও লিখেছেন আর শীর্ষেন্দুও লিখেছেন - কার সহানুভূতি কোনদিকে না বোঝার কোনো কারণ নেই। ঈশান বা আর যারা নেম ড্রপিং করে লিস্টি করছেন তারাও এটুকু না বোঝার মতন নাইভ না যে আপত্তিগুলি ইন্টারপ্রিটেশনে বা অনভিপ্রেত মরাল মেসেজ গুঁজে দেওয়াতে :-) ঘটনার বিবরণে না।

    (এখানে আপত্তি বলতে অপছন্দ । ব্যানের দাবিতে আন্দোলন না -- গুরু বলে এই ডিঃ টি দিতে হল। অন্যত্র প্রয়োজন পড়েনা)।
  • Ekak | 53.224.129.53 | ২৩ জুন ২০১৬ ২০:৪১707932
  • এই সাইটিং কে ড্রপিং লেখার খিল্লি টা কাটান :) এবার কোনদিন অভ্যেসের বশে আপিসের ডকুমেন্টে লিখে ঝড় খাবেন :))) কবে থেকে শুরু হয়েছে নেম ড্রপিং !!
  • san | 11.39.40.109 | ২৩ জুন ২০১৬ ২০:৪২707933
  • :-D :-D
    ওকে , নেম সাইটিং।
  • Ekak | 53.224.129.53 | ২৩ জুন ২০১৬ ২০:৪৮707934
  • এবার যেটা কথা । "মেসেজ " সব ফর্মেই থাকে । যারা বোকার মতো গোদা গোদা করে মেসেজ গোঁজে তাদেরটা চোখে লাগে , গাল খায় । নইলে যে কোনো আর্ট ফরম একটা কন্টেন্ট কে বর্ণনা করছে মানেই তার বর্ণনার প্রসেসের মধ্যে দিয়েই মেসেজ যাচ্ছে । লিখছেন যখন , আপনার বিশেষণ -সর্বনামের নির্বাচন বলে দিচ্ছে আপনি ঐ ঘটনাকে কিভাবে ফোটাতে চাইছেন । খুব খুব কম সৃষ্টি আছে যেখানে এটাচমেন্ট লেভেল প্রায় নীল । এবং সেটা করতে গেলে লেখা বলুন আঁকা বলুন সেসব এতো এবস্ট্রাক্ট হয়ে যাবে যে সবার তা পোষাবেনা । কাজেই লেখক একটা এটাচমেন্ট রাখেন । ঐটাই বিপদের শুরু । এটাচমেন্ট থাকলে জাজমেন্ট মেসেজ এসব ও কোনো না কোনো ফর্মে আসবেই ।
  • Ela | 12.120.105.7 | ২৩ জুন ২০১৬ ২১:০৪707935
  • সেটা শুধু লেখা ইত্যাদি কেন, আমাদের প্রত্যেকের কথায় ও কাজে, দৈনন্দিনের সব কিছুতেই থাকে। ওটা বাদ দিতে পারবেন না।
  • জগবন্ধু | 203.189.117.180 | ২৩ জুন ২০১৬ ২১:০৭707936
  • আমাদের ইংরাজি পড়াইতেন বিষ্টুবাবু। জগবন্ধু তাঁহার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখনই তাঁহার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছে বই চাহিয়া লন। একদিন তিনি পড়াইবার সময় 'গ্রামার' চাহিলেন, জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলাট দেওয়া 'গ্রামার' খানা বাহির করিয়া দিল। মাস্টার মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন, "বইখানা কার ?" জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, "আমার"। মাস্টার মহাশয় বলিলেন, "হুঁ— নতুন সংস্করণ বুঝি ? বইকে-বই একেবারে বদলে গেছে।" এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন— 'যশোবন্ত দারোগা— লোমহর্ষক ডিটেকটিভ নাটক।' জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল। মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, "এই সব জ্যাঠামি বিদ্যে শিখছ বুঝি ?" জগবন্ধু আম্‌তা আম্‌তা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু মাস্টার মহাশয় এক ধমক দিয়া বলিলেন, "থাক্‌ থাক্‌, আর ভালমানুষি দেখিয়ে কাজ নেই— ঢের হয়েছে।" লজ্জায় অপমানে জগবান্ধুর দুই কান লাল হইয়া উঠিল— আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল যে, এটিও দাশু ভায়ার কীর্তি, সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ঐরূপ মলাট দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল।

    আমার মত পড়ুয়া ছেলেদের হ্যাটা করে পকার গুষ্টির তুষ্টি করা হয়েছে । প্রাণ খুলে গাল দিন । ছাড়া না পায় ।
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ২১:১১707937
  • ইয়ে, বলে রাখা ভাল, আমি যে 'নেমড্রপিং' করেছি, আণ্ডারালাইন করে বলেদি বাপু, তাতে কোনটায় গ্লোরিফাই করা হয়েছে, কোনটায় হয়নি তাও আণ্ডারলাইন করে লিখে দিয়েছি। করা হোক বা না হোক, শিল্পে সাহিত্যে তাই নিয়ে আপত্তি করার বিশেষ জায়গা দেখিনা।
    তবে স্টিরিওটাইপিং আর মিসোজিনিকে এক করে দিয়ে ঘেঁটে দেওয়া নিয়ে আপত্তি রাখি।
  • মোদ্দা কথা | 172.247.72.201 | ২৩ জুন ২০১৬ ২১:১৪707939
  • আমার পছন্দের ইন্টারপ্রিটেশন হতে হবে । লেখকের উচিত আমার সঙ্গে কথা বলে নেওয়া । আমি শরৎচন্দ্রের দলে না শীর্ষেন্দুর দলে জেনে নেবেন ।
  • ঈশান | ২৩ জুন ২০১৬ ২১:১৮707940
  • আমি আমার লিস্টি মরাল মেসেজের ইন্টারপ্রিটেশন নিয়েই করেছি। ঘটনার বিবরণ দিয়ে নয়। লিস্টিতে চোখ বোলালেই বোঝা যাবে। এবং আরও লিস্টি আসিতেছে। :-)

    পুঃ এই 'নেম ড্রপিং/নেম কলিং' সিরিজটা নোট করে রাখলাম। ভুল সবারই হয়। আমারও হয়। কিন্তু গুরুতে কারো-কারো 'ভুল ইংরিজি' নিয়ে অত্যধিক খিল্লি দেখেছি। আবার হলে পয়েন্ট আউট করব এই আরকি।
  • san | 11.39.40.109 | ২৩ জুন ২০১৬ ২১:২৩707941
  • ভুল ইংরিজি নিয়ে খিল্লি করলে কি হয়েছে ? একক তো আপিসের ডকুমেন্ট বলেটলে খিল্লি করলেন , তাতে কি আমার গায়ে ফোস্কা পড়েছে ? আমি বাপু আমার ভুল ইংরিজি / বাংলা ইত্যাদি নিয়ে খিল্লি করবার অনুমতি সানন্দে প্রদান করলাম ও নিজেও অন্যদের কখনও সখনও খিল্লি করব জানিয়ে রাখলাম।
    টপিক নিয়ে পরে লিখছি।
  • একক | 53.224.129.53 | ২৩ জুন ২০১৬ ২১:২৩707942
  • "তবে স্টিরিওটাইপিং আর মিসোজিনিকে এক করে দিয়ে ঘেঁটে দেওয়া নিয়ে আপত্তি রাখি।"

    আপত্তি তো এফায়ার এর মত জানানো যেতেই পারে :)

    কিন্তু ব্যপার টা এরকম ।

    নেগেটিভ স্টিরিওটাইপিং == মিসজিনি । কারন প্রথমত নেগেটিভ দ্বিতীয়ত কালেকটিভ(কারন স্টিরিও টাইপিং ) কাজেই খাপে খাপ মিসজিনি ।

    পসিটিভ স্টিরিও টাইপিং ও মিসজিনি ।

    কারন পসিটিভ বলে যা পুরুষরা দেখাচ্ছে : যেমন কিনা ঘর পোষা দের তোয়ালে এগিয়ে দেওয়া আদিখ্যেতা বা মেয়ে মানেই মাতৃভাব থাকবে এমন এক্সপেক্টেশন এগুলো তো এমনিতেই উঠতে বসতে গাল খায় তাই আদতে নেগেটিভ , আবার যেই স্টিরিও মারফত কালেকটিভ সেই হয়ে গ্যালো মিসজিনি ।
  • ঈশান | ২৩ জুন ২০১৬ ২১:২৮707943
  • অন্য দিকের লিস্টি।

    ১। সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস। অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু সব মনে নাই। আপাতত 'ভাল মেয়ে, খারাপ মেয়ে' থাক। অত্যধিক জেন্ডার স্টিরিওটাইপিং। পুং দের ভিলেন বানানো। মিস্যান্ড্রি বলবেন কিনা ভেবে দেখুন।

    ২। বাণী বসু। গান্ধর্বী। জেন্ডার স্টিরিওটাইপিং। ছাপোষা গেরস্ত পুরুষদের। মিস্যান্ড্রি বলবেন কিনা ভেবে দেখুন।

    ৩। মল্লিকা সেনগুপ্ত। অনেক কবিতা। আপাতত 'কন্যাশ্লোক'। বন্দে মাতরম এবং দুর্গাস্তোত্রের পাঞ্চ দিয়ে 'নারী'র স্টিরিওটাইপিং। পষ্টো করে বলা নেই, কিন্তু মহিষাসুরের জায়গা নিয়েছে, পুং ইশকুল মাস্টার। এরে কী কইবেন স্থির করুন।

    ৪। নবনীতা দেবসেন। এই লেখাটার রেফারেন্স দিতে পারবনা। ফেসবুকে প্রথম ও শেষবার পড়েছি। তাতে তিনি দাবী করেছিলেন, মহিলা লেখকদের লেখা পুরুষরা বাজে বলেন, কেবলমাত্র লেখকরা মহিলা বলেই। নিখুঁত কোট করতে পারলাম না। কেউ খুঁজে এনে দিয়ে লেবেল করে দ্যান।
  • নানামত | 173.172.38.173 | ২৩ জুন ২০১৬ ২১:২৯707944
  • আপ্নেরাও যেমন ! আরে যার যা অপছন্দের জিনিস, সে তাকে গাল দেবে । কেউ বিধবাবিবাহের ইস্তেহারকে, কেউ বাল্যবিবাহের নেমন্তন্নকে । কেউ বলবে মেয়ে মানে হতে হবে বাচেন্দ্রি পাল, কেউ বলবে বনলতা সেন (বাই দা ওয়ে, আমি 'দাড়ি তার কবেকার অন্ধকার বিদিশার নিশা' করে পড়ার চেষ্টা করেছিলাম, জমেনি) এ নিয়ে এত মাথা ফাটাফাটি করে হবেটা কি । আপনেরা চুলোচুলি করে জয়ের পকা বাছছেন, অথচ উনি বিস্কুট খেয়ে হাই তুলছেন দেখুনগে ।
  • একক | 53.224.129.53 | ২৩ জুন ২০১৬ ২১:৩০707945
  • স্টিরিও টাইপিং কিন্তু মিসজিনি নয় এরকম একটা উদাহরণ বোধ হয় এই বাক্যটি : " সুন্দরীরা পাদেন না "

    এই বাক্যে আসলে পসিটিভ না নেগেটিভ কোন ধরনের স্টিরিও করা হলো সেই নিয়ে সমাজ ও ব্যক্তির চাপান উতরে মিসজিনি ঘাবড়ে পালিয়ে গ্যাছে :|
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ২১:৩৪707947
  • মানে চব্বিশ ঘণ্টাই বিষম খেয়ে যেতে হবে। বিষম কষ্ট। মিসোজিনির জন্যও কষ্ট হচ্ছে ঃ(
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ২১:৩৪707946
  • তারমানে বাস্তবকে পোর্ট্রে করা মানেই মিসোজিনি।

    ঃ)

    মিসোজিনি সত্যিই এবার বিষম খাবে।
  • একক | 53.224.129.53 | ২৩ জুন ২০১৬ ২১:৩৭707948
  • মিসজিনি মানে এক কথায় কী ? শোইং নেগেটিভ এতিতিউদ ওর হেট্রেদ টু ওয়ার্ডস উওমেন এস কালেকটিভ । তা কারোর পারসনাল বাস্তব কালেকটিভ বাস্তবের ঘাড়ে চাপলে তো মিসজিনি হচ্ছেই ।
  • একক | 53.224.129.53 | ২৩ জুন ২০১৬ ২১:৪০707950
  • কাজেই যেই মুহুর্তে আমি কোনো স্টিরিও টাইপিং করছি অর্থাত পারসনাল কে কালেক্তিভে নিয়ে যাচ্ছি সেখানে মিসজিনির একশো ভাবগ সম্ভাবনা থেকে যাচ্ছে । কারন উল্টোদিকের লোকেদের হাতে রয়েছে তারা এটা পসিটিভ ভাববে না নেগেটিভ । নেগেটিভ ভাবলেই মিসজিনি । এ একদম সংগা ধরে ধরে বল্লুম । এতে যদি বিষম খায় তো মিসজিনি একটু জল খেয়ে আবার ভাবুক :)
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ২১:৪১707951
  • দহনের সফট কপি আছে ? শেষ দু তিনপাতার লেখাটা পাওয়া যাবে ?
  • dc | 132.174.71.137 | ২৩ জুন ২০১৬ ২১:৪৩707952
  • একক এর উদাহরনটা ঠিক স্টিরিওর উদাহরন মনে হলো না, বরং ড্যাম্পিং এর উদাহরন হতেও পারে।
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ২১:৪৫707953
  • কেউ বাড়ি ফিরলো, ঘরে বউ খাবার বেড়ে দিলো, এটা লেখা যদি মিসোজিনি হয়, তো, তো, তো, এটা মিসোজিনি কেন নয় সেই নিয়ে তক্কে আমি নেই বাপু ঃ)
  • একক | 53.224.129.53 | ২৩ জুন ২০১৬ ২১:৫১707954
  • কচুগাছ কাটতে কাটতেই ডাকাত হয় :) প্রথমে না খেয়ে থেকে বর কে ভাত বেড়ে দেবে । তারপর ঘোমটা মাথায় তুলবে । তারপর একদিন কালশিটে আড়াল করে পাশের প্রতিবেশিনী কে বলবে যাই হোক বাবা তোমাদের দাদার মত মানুষ হয়না !

    তারপর একদিন সিলিং ফ্যান থেকে ঝুলে পড়লে লেখক এক লাইন লিখবেন মরিয়া প্রমান করিলো মরে নাই !! এ যদি নেগেটিভ কে সুগার কোট করে মেসেজ দেওয়া না হয় তাহলে মেসেজ আর কাকে বলে ।
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ২১:৫৭707955
  • আজ অব্দি যত সাহিত্যে গৃহবধূ দেখিয়েছে, সব মিসোজিনিস্ট।
    সিনেমাও।

    পথের পাঁচালি কী পরিমাণ মিসোজিনিস্ট ভাবা যায়না। সর্বজয়ার নিদেনপক্ষে একটা সেল্ফ হেল্প গ্রুপের সদস্য হওয়া উচিত ছিল।
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ২১:৫৮707956
  • দাদু কেন গাল খাচ্ছেন না ? বহোত না ইনসাফি।

    ' এ গান যেখানে সত্য
    অনন্ত গোধুলিলগ্নে
    সেইখানে
    বহি চলে ধলেশ্বরী,
    তীরে তমালের ঘন ছায়া---
    আঙিনাতে
    যে আছে অপেক্ষা ক'রে, তার
    পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর॥

    --
  • pi | 24.139.209.3 | ২৩ জুন ২০১৬ ২২:০৩707957
  • আচ্ছা বিয়ে তো হেব্বি পিতৃতান্ত্রিক ব্যাপার বলে ফেমিনিজমের অনেক স্কুলই বলে।

    তো লোকজন নিজেদের গাল দেন তো ?
  • Ela | 12.120.105.7 | ২৩ জুন ২০১৬ ২২:০৯707958
  • ছি ছি কী একটা পলিটিক্যালি ইনকারেক্ট জীবন কাটাচ্ছি ভাবা যায় না। মিসোজিনিস্ট, মিসোঅ্যান্ড্রিস্ট, মিসো মিসো আরো অনেক কিছু।

    আত্মধিক্কারে মারা গেলাম (অন্য লোক দেখুন নেড়া মাথা গ্লোরিফাই করে কবিতা লেখার জন্য)
  • Ekak | 53.224.129.53 | ২৩ জুন ২০১৬ ২২:০৯707959
  • প্রো সেক্স / সেক্স পসিটিভ স্কুল এর কথা ওটা । তাঁরা নিশ্চই নিজেদের গাল দেন । বা আমার মতো মতো ভন্ড হতে পারেন যে কিনা জ্যোতিষী কেও খিস্তি করে আবার হাতে আংটি পরে । ভাট এ এসে লোকজন আবার হ্যান্ড শেখ করার সময় হাত দেখে মুচকি হাসে ।
  • Ela | 12.120.105.7 | ২৩ জুন ২০১৬ ২২:১৩707961
  • ঐ 'কালেক্টিভ' ডাইমেনশনটা কোথায় পাওয়া যাচ্ছে একটু জানান প্লিজ। মিসোজিনির উপর যা দুয়েকটা লেখা দেখলাম তাতে ওটা পেলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন