এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সেম সেক্স ম্যারেজ আইনসিদ্ধ হলে বহুবিবাহ কে রিকনসিডার করতে বাধা কোথায় ?

    Ekak
    অন্যান্য | ১৫ অক্টোবর ২০১৬ | ৯২৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | 233.191.49.43 | ১৫ অক্টোবর ২০১৬ ১৩:৫২720573
  • দুজন পার্টনারের ক্ষেত্রেই বহুবিবাহ বৈধ করা নিশ্চয়। সে অবস্থায় আলাদা করে বিয়ে করারই বা যৌক্তিকতা কী?
  • একক | 53.224.129.43 | ১৫ অক্টোবর ২০১৬ ১৩:৫৩720661
  • বহু বিবাহ শুনেই অনেকের মাথায় বাজে পরে কারো হাসি পায় । যদিও ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে এমন কিছু কেও বলেন না যা এই সময়ের সঙ্গে খাপ খায় । পৃথিবীতে আগে বহুবিবাহ ছিল তারপর "কেন " নেই সেসব ভ্যান্তারা অনেক শুনেছি , যেটা বেশিরভাগই আপন মনের কল্পনা । ওভাবে কোনো একটা নির্দিষ্ট সিঙ্গল কারণ মেনে বহুবিবাহ কমেনি । বিভিন্ন কারণ ছিল ।

    আমেরিকার কথা ধরা যাক । দেশটাতো বেসিক্যালি চলে চার্চ অফ ক্রাইস্ট এর কোড মেনে সে যতই লিবার্টি ফিবারটি বলুক । এরা বহুবিবাহ নিষিদ্ধ করেছিল কারণ চার্চ অফ ক্রাইস্ট ছিল মর্মন দের বিরুদ্ধে । আর মর্মনরা বহুবিবাহ করতো । ক্রাইস্টের নারী পুরুষ দ্বৈত ধারণার সঙ্গে মর্মনদের আচরণ যায় না তাই এদের পেছনে লেগে বহুবিবাহ নিষিদ্ধ করে দেওয়া হয় ।

    যদিও এরপরেও , ইউএসএ তে আইনি কাগজ ছাড়া বহুবিবাহ করা মর্মন এখনো আছেন , আছেন লিমিটেড পলিজিনি করা মাস্লেমরা এবং আফ্রিকানরা যাঁদের একটা অংশ এখনো বহুবিবাহ করে ।

    পলিএন্ড্রি আছে , যাযাবর সম্প্রদায়ের মধ্যে যেখানে প্রথম উদাহরণ হিসেবে উঠে আসবেন তিব্বতিরা । একটা করে বর আর সে পাহাড়ে চড়ে বেড়াচ্ছে সারাবছর এটা এফোর্ড করা তিব্বতি মহিলাদের পক্ষে গ্রহণযোগ্য না ।

    পশ্চিমি শহুরে সভ্যতাকে নকল করে তার এক বিবাহ আইন এমনভাবে সারা পৃথিবীতে চেপে বসেছে যে লোকে ভাবতেই ভুলে গেছে যে অন্যে "কাকে বিয়ে করবের" মতোই "কজনকে বিয়ে করবে" এটা নিয়ে নাক গলানোও অনধিকার চর্চা ।

    এখন আরেক দল আছেন , যাঁরা একটা "সামাজিক " ও সাইকোএনালিটিক কারণ দেখান । সামাজিক কারণ হচ্ছে বহুবিবাহ আইনসম্মত হলে কিছু লোক পলিজিনি বা পলিএন্ড্রি করবে তার ফলে সমাজের বাকিদের বর বা বৌ জুটবেনা । অনেকে সাইকোএনালিটিক কারণ দেখান যে এর ফলে যৌন ঈর্ষা তৈরী হবে পরিবারের মধ্যে । কথাটা ভুল না । শুধু পরিবারের মধ্যে না বাইরের লোকদের মধ্যেও হবে । অস্বীকার করার কিছু নেই ।

    ঠিক এই কারণেই উপরের টই টাইটেল টি বেছে নেওয়া , যাঁরা এতক্ষন ভ্রু কুঁচকে ভাবছেন এরকম কমলালেবু আর আপেলের তুলনার কী মানে , তাঁরা আপেল-কমলা কোনোটাই চেনেন না বলতে বাধ্য হচ্ছি । সেম সেক্স ম্যারেজেও কিন্তু বলা যায় যে মেয়েরা মেয়েদের বিয়ে করে নিলে হেটেরো ছেলেদের মেয়ে জুটবে কোদ্দিয়ে ? বা বলা যায় এতে বাকি হেটেরো দের ঈর্ষা তৈরী হবে । তো তাহলে আমরা কী সেম সেক্স ম্যারেজ আইনসিদ্ধ হতে দেব না ?

    একদিকে চাইবো সেম সেক্সের ব্যালা ......ওটা তো দুজন মানুষের পূর্ণ সম্মতিতে কন্ট্রাক্ট মাত্র , কী যায় আসে কার সঙ্গে করলো , তাদের সিদ্ধান্ত , অন্যদিকে বহুবাহের সময় পেন্সিল নিয়ে হিসেবে করতে বসবো কাদের পোটেনশিয়াল বর -বৌ কমে যাচ্ছে বা কাদের যৌন ঈর্ষা হচ্ছে ? কেন , সেম সেক্স ম্যারেজ একটু বেশি হেপ শোনায় বলে ? মেরিকাতে লাফালাফি হচ্ছে বলে ? ওরকম পটেনশিয়াল বর-বউ কমে যাওয়ার কাল্পনিক সংখ্যাতত্ব কিন্তু ওদিকেও খাড়া করা যায় । আমরা যারা তার পরেও সাপোর্ট করি , এই কারণেই করি যে ইন্দিভিজুয়ালের স্বাধীনতা কোনভাবেই গোষ্টির সংখ্যাতত্ব নিয়ে কার্ব হতে পারেনা ।

    নানান কিসিমের মানুষ আছেন । এই যেমন কেও লাফিয়ে পড়তে পারেন ....অমুক যাযাবর গোষ্ঠী পলিএন্ড্রি করে বলে আমাদের করতে হবে ? আমরা কী যাযাবর ? কেন আপনি যাযাবর না তো কী ........ওরা ছাগল চড়ায় আপনি হয়তো অনশোর ক্লায়েন্ট । পৃথিবীব্যাপী এতো যাযাবর আর কবে দেখেছে মানবসভ্যতা , যতটা হয়েছেঃ এই টেকনোলজির হাত ধরে ??

    পৃথিবী পাল্টাচ্ছে । কাজের নেচার পাল্টাচ্ছে । লং ডিসট্যান্স এ চলে যাচ্ছে -থাকছে মানুষ । হুলোর মতো নুলো বাড়িয়ে স্কাইপে মুখ দেখিয়ে ভাবছে এই বোধহয় সংসার । তো যারা সেভাবে সুখী থাকেন থাকুন না , কেও জোর করছেনা , ভিয়ার সেট কিনে প্রেম করুন গিয়ে :) কিন্তু যাকে সারা বছর তিনটে দেশের মধ্যে আধুনিক নোম্যাড হয়ে চড়ে বেড়াতে হয় তার তিন দেশে তিনটি বিয়ে থাকলে বাকি সমাজ -রাষ্ট্রের ঠিক কোনখানে ব্যাথা হয় শুনি ?

    ভাবুন । একটা ক্রিশ্চিয়ান মরালিটিকে আঁকড়ে ধরে থাকা এবং যুগোপযোগী ভাবনার দরজা নির্বোধের এইচটিটি দিয়ে বন্ধ করে রাখা খুব কাজের কথা নয় । বহুবিবাহ সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনার দরকার । কাওকে কোনো জোর নয় । এটা ভালো-সেটা খারাপ এর ব্যাপার ও নয় , কিন্তু দরজাটা খোলা রাখা জরুরি ।
  • একক | 53.224.129.43 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:০১720672
  • "দুজন পার্টনারের ক্ষেত্রেই বহুবিবাহ বৈধ করা নিশ্চয়। সে অবস্থায় আলাদা করে বিয়ে করারই বা যৌক্তিকতা কী?"

    সেটা তারা কিভাবে হ্যান্ডল করবে তাদেরকে বুঝতে দিলেই হয়না ? সরকার প্রভিশন খোলা রাখুক বহুবিবাহ করা যাবে । লেট পিপল সেটল হাউ টু ম্যানেজ ইট । একটু ঠান্ডা মাথায় ভাবুন যে অন্যের চয়েসে নাক গলিয়ে সেটার বৈধতা নিয়ে প্রশ্ন করাটাই : এমা ওদের তো দুজনেরই ইয়ে নেই তাহলে বিয়ে করার যৌক্তিকতা কী .. এই গোত্রের । ইটস শেম্ফুল । লেট দেম ডিসাইড যারা একটা বহুবিবাহ -র মাল্টি পার্টি কন্ট্রাক্ট এর মধ্যে যাবে । সরকারের কাজ দেখা যাতে কন্ট্রাক্ট মেন্টেন হয় , ব্যাস ।
  • অভি | 37.63.180.126 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:১২720683
  • আরেন্না, বৈধ মানে আমি আইনসিদ্ধ বলতে চাইছি। "অন্যের চয়েসে নাক গলিয়ে সেটার বৈধতা নিয়ে প্রশ্ন" এমন না। :-)
    হ্যাঁ, যেটা বুঝলাম, প্রতিটা বিয়েতে তার মানে নিজের মত করে একটা লিগ্যাল এগ্রিমেন্ট হবে। এতে সব কিছু বিস্তারিত লেখা থাকবে, এবং পরে কোনো পার্টনার অপরের সম্মতিতে তাকে আরো পরিমার্জিত বা সংশোধিত করতে পারে। এবং রাষ্ট্রের কাজ এই এগ্রিমেন্ট ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেটা দেখা, তাই তো? আগে একটা ব্যাপার পরিষ্কার করে নিই, এই বহুবিবাহের বা পরবর্তী বিবাহের সিদ্ধান্ত কি একজনই নিতে পারবে, নাকি পার্টনারের বা বাকি পার্টনারদের অনুমতিসাপেক্ষ?
  • নন্টে | 117.167.111.86 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:১৭720694
  • নির্ভর করছে বাকি পার্টনারদের সাথে কি কন্ট্রাক্ট আছে তার ওপর‍‍।
  • একক | 53.224.129.43 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:২২720705
  • এটা তো কন্ট্রাক্টের ব্যাপার । যে যেমন কন্ট্রাক্ট সাইন করে ইন্স্তিতিউসনে ঢুকছে । আবার পরেও মন বদলালে ডিভোর্স দিয়ে দিক না , কে আটকাচ্ছে ।
  • Rit | 213.110.242.7 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:২৬720716
  • এটা গ্রাফ থিওরীর জিনিস। স্টেবল ম্যারেজ প্রবলেম এর একটা জেনারেলাইজেশন বা এক্সটেনশন। একক দা, পেটেন্ট টা নিয়ে নাও।
  • অভি | 37.63.180.126 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:৩৬720738
  • বুঝলাম। এই ডিভোর্সের বৈশিষ্ট্যও কি এখনের মতোই হবে, নাকি আলাদা? এখনের মতো অ্যালিমনি পয়েন্টটা থাকলে তো বহুস্তরে বিপদ আসবে। আবার না থাকলে রাষ্ট্রকে বহুস্তরে দায়িত্ব নিতে হবে।
  • অভি | 37.63.180.126 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:৩৮720574
  • এখানেও অঙ্ক আছে! কি সব্বোনাশ!
  • Rit | 213.110.242.7 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:৩৯720585
  • অন দি পজিটিভ সাইড, হারিত-জারিত-লারিত-তমিতা-নমিতা-শমিতা দের হেক্সাগোনাল ডেলিকেট কেস গুলো এই মডিফায়েড স্ট্রাকচারে সলভ করা যাবে।
  • Rit | 213.110.242.7 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:৪০720596
  • অবভিয়াসলি। স্টেবল ম্যারেজ একটা ক্লাসিক্যাল প্রবলেম। লিংক টা খুলে দেখ।
  • অভি | 37.63.180.126 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:৫১720607
  • বাপস! কিন্তু হারিত জারিতের হিডিয়াস হেক্সাগন তো বহুবিবাহ দিয়ে সমাধান হচ্ছে না। যদি ধরে নিই সবাই মিলে একটা গ্রুপ ম্যারেজ করলো, তার পরেও তো একজনের যাকে ভালো লাগে, অন্যজন তো সেটা রেসিপ্রোকেট করে না। তার তো আরেকজনকে ভালো লাগে। এবার দুটো সম্ভাবনা। এক, ওই একজনকে ভালো লাগা, বা র‍্যাদার কোনো একজনকে ভালো না লাগা একটা সামাজিক নির্মাণ, এই মডেলে সেটা থাকবেই না। অথবা, একটু কম্প্রোমাইজ করে ভালোবেসে নিতে হবে।
    ডিঃ ইহা মূল সমস্যার সাথে সম্পর্করহিত। স্রেফ হারিত জারিতের কেস।
  • Rit | 213.110.242.7 | ১৫ অক্টোবর ২০১৬ ১৪:৫৫720618
  • সাইকো অ্যানালিসিস এর দায়িত্ব তুই নে। ওটা অ্যালগোর দায়িত্ব নয়। একক দা কি কোড লিখতে বসে গেলো নাকি?
  • অভি | 37.63.180.126 | ১৫ অক্টোবর ২০১৬ ১৫:০৪720629
  • দূর এতে আবার সাইকো-অ্যানালাইসিস এল কোদ্দিয়ে! একতরফা ক্ষেত্রে ম্যাচিংএর ক্রাইটেরিয়া অ্যাডজাস্টেড হচ্ছে কি করে? ইন ফ্যাক্ট ওই হিডিয়াস হেক্সাগনের শেষটা কিন্তু পরশুরাম করতে পারেন নি। বহুর একটা আভাস এসেছিল, কিন্তু লজিকে সামলাতে না পেরে ছেড়ে দ্যান, মামীর ধমকের আড়ালে। শরদিন্দুর রামধনের তো বৈরাগ্যই এসে গেল।
  • Ekak | 53.224.129.43 | ১৫ অক্টোবর ২০১৬ ১৫:০৭720640
  • না বসিনি :) আমি এলগোরিদম এর এই অংশটা "in this case, she rejects her current provisional partner who becomes unengaged " এখানে করে নিচ্ছি

    " শি অফারস ইচ অফ কারেন্ট পার্টনারস আ কহ্যাবিটরি এমেন্ডমেন্ট ইন দ্য প্রেসেন্ট কন্ট্রাক্ট উইথ আ থার্ড পার্সন ইন্ট্রোডিউসড , ইফ দ্য গাই রিজেক্টস শি রিজেক্টস হিম টু এন্ড বোথ অফ দেম স্টেস নো মোর কানেক্টেড টু ইচ আদার , বাট মে বি কানেক্টেড টু আদার মেন্ ওর উওমেন থ্রু সিমিলার কাইন্ড অফ কন্ট্রাক্ট "

    এইভাবে করে দেখছি , কী দাঁড়ায় :) ভারী ইন্টারেস্টিং । আর এভাবে ভাবলে , বিশাল পসিবিলিটি খুলে যাচ্ছে !
  • Rit | 213.110.242.7 | ১৫ অক্টোবর ২০১৬ ১৫:১০720651
  • একক দা,
    পেপার লিখলে আমাকে একটা অ্যাকনলেজমেন্ট দিও। ;)
  • Ekak | 53.224.129.43 | ১৫ অক্টোবর ২০১৬ ১৫:১৩720659
  • ঠ্যাং টেনোনা মাইরি :):) পেপার লেখা আমার যোগ্যতার জিনিস না । আমি একটা প্রব্লেম স্টেটমেন্ট খাড়া করি আগে ঠিককরে । কমপ্লেক্সিটি বের করি । পেপার লেখার লোক তুমি । আমি বড়োজোর তোমার পেপারটা লেখা হয়ে গেলে এটা বেস করে একটা "ওপেন ম্যারেজ এপ্স" বানাতে পারি যেটা বেস্ট স্টেবল ওপেন ম্যারেজ মডেল প্রেডিক্ট করবে ।
  • Rit | 213.110.242.7 | ১৫ অক্টোবর ২০১৬ ১৫:১৪720660
  • গুরু তো কোলাবোরেশনের পীঠস্থান হয়ে যাচ্ছে। সাধে কি আর লোকজন সারাদিন গুরু করে!
  • অভি | 37.63.180.126 | ১৫ অক্টোবর ২০১৬ ১৫:৩০720662
  • হ্যাঁ, পেপার লেখা, অ্যাপ বানানোর পরে আসবে অ্যাকটিভিস্ট আর অ্যাডমিনিস্ট্রেশন। ইমপ্লিমেন্ট হবে। তারও পর লিগাল সেলের লোকজন। আর সবকিছুর পর লোকজনের কারো কারো মাথায় তাঞ্ঝিম করলে আমার দান। আমার কোলাবোরেশন সুদূরপরাহত। :-(
  • Triptolemus | 69.97.158.162 | ১৫ অক্টোবর ২০১৬ ১৭:২৬720664
  • "হোপলেস" হেক্সাগন
  • ছোটোলোক | 198.155.168.109 | ১৫ অক্টোবর ২০১৬ ২৩:৪০720665
  • দুটো পয়েন্ট বলে যাই।

    ১) টইয়ের হেডিং বলছে, "সেম সেক্স ম্যারেজ আইনসিদ্ধ হলে..."। তা এর সঙ্গে বহু বিবাহের সম্পর্কটা কেমন তা কিন্তু বোঝা গেল না এতক্ষণ যা আলোচনা হয়েছে। সেম সেক্স ম্যারেজ নিয়ে দুটো কথা হোক। শুধু হেডিং এ লিখেই খালাস?

    ২) এই কথাগুলোই যদি বিপ লিখত, তাহলে কেমন রিয়্যাকশান হত সকলের সেটা ভাবছি।

    চলুক...
  • Rit | 213.110.242.23 | ১৬ অক্টোবর ২০১৬ ০০:২৭720666
  • ছোটলোক,
    ২ পয়েন্টটা একদম বিঙ্গো। একক দা বোধ হয় বড় হয়ে বিপ্পাল হতে চায়। ;)
  • Abhyu | 34.158.243.219 | ১৬ অক্টোবর ২০১৬ ০০:৩৩720667
  • বিপ্পালের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউণ্ড আর মেটিরিয়াল সাকসেসটা খেয়াল রাখবেন :)
  • Atoz | 161.141.85.8 | ১৬ অক্টোবর ২০১৬ ০৪:৩২720668
  • বিপ্পালকে ডাকুন।
    ঃ-)
  • ranjan roy | 192.69.127.20 | ১৬ অক্টোবর ২০১৬ ০৬:৩১720669
  • অভ্যু,
    আর বিপ পালের স্বঘোষিত 'মেয়ে পটানোর' ব্যপারটা? সেটা কি মেটেরিয়াল সাকসেসের মধ্যেই ধরা আছে?ঃ))

    ছোটলোক,
    ক।
    কিন্তু নিক বদলাবেন কি না ভেবে দেখুন।
    কারণ কাউকে ছোটলোক বললে নিজেকে বড়লোক ভাবতে হচ্ছে-- যা নই।ঃ((
  • নন্টে | 11.39.56.111 | ১৬ অক্টোবর ২০১৬ ০৭:৪৮720670
  • ছোটলোক নিক নিলেই তাদের প্রতিনিধিত্বের অধিকার জন্মায় কিনা তাও প্রশ্নযোগ্য।
  • dc | 120.227.225.181 | ১৬ অক্টোবর ২০১৬ ০৮:৫৭720671
  • ইয়ে, আমি ভাবছি একটা বিয়ে সামলাতেই সবার যা হিমশিম অবস্থা, তারপরে কি বহুবিবাহে আর কেউ ইন্টারেস্টেড হবে? বিশেষ করে ন্যাড়ারা?
  • নন্টে | 11.39.56.111 | ১৬ অক্টোবর ২০১৬ ০৯:০৫720673
  • তার জন্য মার্কেট সার্ভে করতে হবে। নতুন বেওসা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন