এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকার নির্বাচনী ফলের বিশ্লেষন-সামনে কোন আমেরিকা?

    bip
    অন্যান্য | ১০ নভেম্বর ২০১৬ | ৮৮৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 79.73.9.37 | ১৩ নভেম্বর ২০১৬ ১৭:৫৬723869
  • হাউ ডু উই নো ট্রাম্প ইজ গুড অ্যাট এক্সিকিউশন?

    হোয়াট হ্যাজ হি এক্সিকিউট?
  • PM | 149.5.228.86 | ১৩ নভেম্বর ২০১৬ ১৮:০০723870
  • বিপ কি ক্রিমিনাল রেস এর কনসেপ্ট আনছে আবার ?

    এরকম নীল লোক চোখের সামনে থাকলে লোকে লালকেই পছন্দ করবে ঃ)
  • aka | 79.73.9.37 | ১৩ নভেম্বর ২০১৬ ১৮:০৯723871
  • ভেরি স্যাড যে রেসিজমকে রেসিজম বলা যাবে না কারণ ট্রাম্প জিতেছে। সত্যি কত কিছু এন্ডোর্সড হচ্ছে এই জয়। কারণ ইলেকটোরাল কলেজ ভোটের জয়ই আসল তা দেয় পাওয়ার।

    আমেরিকান ডেমোক্রেসি যদি এর পরেও না ভাবে তাহলে আর কবে? একটা ব্রোকেন সিস্টেম।
  • PM | 149.5.228.86 | ১৩ নভেম্বর ২০১৬ ১৮:১১723872
  • এটা ইন্টারেস্টিং। ভোটিং প্যাটার্ন অ্যানালিসিস-

  • aka | 79.73.9.37 | ১৩ নভেম্বর ২০১৬ ১৮:১৪723873
  • অপেক্ষায় আছি কখন পরবর্তী প্রজন্ম এসে বলবে আই ওয়ান্ট টু গ্র্যাব দেম বাই পুসি, কিছু বলা যাবে না কারণ উহা প্রেসিডেন্টের লকার রুম টক।
  • bip | 183.67.5.178 | ১৩ নভেম্বর ২০১৬ ১৮:৩৩723874
  • সাদারা যা ভাবে -কালো এবং মেক্সিকান রা অপরাধি, বাজে লোক । ইনফ্যাক্ট যেসব বিজ্ঞাপনে ডিসক্রমিনেশন আনা যায় না যেমন ডেটিং সেখানে অধিকাংশ সাদা মহিলা, পরিস্কার লেখে, আফ্রিক্যান আমেরিকান্স, প্লিজ ডোন্ট কনট্যাক্ট।

    বর্তমান প্রগ্রেসিভ ন্যারেটিভঃ এগুলো সাদাদের রেসিজম । ম্যাটার এন্ডস হিয়ার।

    ডেমদের যা ন্যারেটিভ হওয়া উচিত ঃ কেউ জন্মিয়েই অপরাধি হয় না। অপরাধি হয় সঠিক পরিবেশ না পাওয়ার জন্য। সুতরাং বর্তমানে কালো এবং মেক্সিকানদের মধ্যে যে বেশী অপরাধি চালু আছে তার উচ্ছেদের জন্য দরকার, তাদের মধ্যে ভাল স্কুল, চাকরির ব্যবস্থা করা। ঘেটোগুলোকে ভেঙে উন্নত করা।

    ইনফ্যাক্ট ট্রাম্প যাও বা কাউন্টার ন্যারেটিভ কিছু দিয়েছে এই ব্যপারে ডেমরা শুধু রেসিজম বলে লাফাচ্ছে। ত লাফাও আর হারতে থাক।
  • বিপ | 183.67.5.178 | ১৩ নভেম্বর ২০১৬ ১৮:৩৭723875
  • অপেক্ষায় আছি কখন পরবর্তী প্রজন্ম এসে বলবে আই ওয়ান্ট টু গ্র্যাব দেম বাই পুসি, কিছু বলা যাবে না কারণ উহা প্রেসিডেন্টের লকার রুম টক।

    >
    শালা ৮০% আমেরিকান, এবং সম্ভবত এই পোষ্টদাতা আকা ও, পর্নহাব দেখে থাকেন। সেখানে এসব ত হামেশাই চলে। পর্ন ইন্ডাস্ট্রি সেক্সিস্ট এবং সেটা সকলে মিলে খাচ্ছে। অর্থাৎ লোকে সেক্সিস্ট মাল খাবে কিন্ত প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যিনি পর্ন শোতে রেগুলার গেস্ট ছিলেন, তিনি করলে দোষ। এগুলো ফেমিনিস্ট হিপোক্রাসি। আগে পর্ন বন্ধ করুক তাহলে। সেক্ষেত্রে ত ডেমরা পর্ন ইন্ডাস্ট্রির লবিস্টদের টাকা খায় সব থেকে বেশী । বরং রক্ষনশীল রিপাবলিকান সেনেটররা তাও পর্ন বন্ধ করার চেষ্টা করেছে।

    হিপোক্রাসির লিমিট থাকা উচিত।
  • bip | 183.67.5.178 | ১৩ নভেম্বর ২০১৬ ১৮:৪৮723876
  • হাউ ডু উই নো ট্রাম্প ইজ গুড অ্যাট এক্সিকিউশন?

    হোয়াট হ্যাজ হি এক্সিকিউট?

    >>
    ট্রাম্প রিয়াল এস্টেট যেসব বানিয়েছে, সেগুলো ভাল এক্সিকিউশনের উদাহরন। এগুলো অবশ্য বুঝতে গেলে একটু বিজনেসে থাকতে হবে। টাকা থাকলেই জিনিস বানানো যায় না। বিলিয়ান ডলার খরচ করে যা হেলথ কেয়ার ডট গভ বানানো হয়েছে, শুধু তার থেকেই বোঝা যায় ওবামা এডমিনিস্ট্রেশন খুব পুওর এক্সিকিউটর।ইউসপিটিও, স্টেট ডিপার্টমেন্ট-সবার ওয়েব সার্ভিসের করুন অবস্থা।

    এটাই সমস্যা সাধারন লিব্যারালদের। এদের অধিকাংশ চাকরিজীবি। সরকারের শিটশ্য শিট ওয়েব সাইটগুলোর সাথে তাদের যুদ্ধ করতে হয় না সারাদিন।
  • aka | 79.73.9.37 | ১৩ নভেম্বর ২০১৬ ১৮:৫৩723877
  • আমেরিকায় পর্ণ একটা ভ্যালিড ইন্ডাস্ট্রী। সেখানে একজন নিজের ইচ্ছেয় অভিনয় করে।

    http://m.huffpost.com/us/entry/8235036

    বুঝলাম না আমি পর্ণ দেখি কিনা তার সাথে কোন মেয়েকে তার ইচ্ছে বা অনিচ্ছের ধার না ধরে গ্র্যাব বাই দা পুসি দুটোর সম্পর্ক কোথায়?

    খুবই বেসিক তক্কো।

    দুখে কই, আসলে এটা হবারই ছিল শ্ধু ট্রাম্প জেতার অপেক্ষায় ছিল।

    আর আমি এখন আর পর্ণ দেখি না, বয়স হচ্ছে তো কদ্দিন আর ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বাচব বলুন।
  • PM | 149.5.228.86 | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৪১723879
  • বিপ মইরি পুরো তরমুজ ঃ)ঃ) এরকম কতো নিল তরমুজ ছিলো ডেমদের ?

    বিপ খুব শিগগির যখন লালদের ডোনেসন ডেবেন তখন এপাতায় একটু খবর দিয়ে যায়েন প্লিজ
  • lcm | 83.162.22.190 | ১৩ নভেম্বর ২০১৬ ২১:০৬723880
  • অন্য সব জিনিস বাদ দিয়ে দেখা যাক, ট্রাম্প কতটা "ট্যালেন্টেড" বিজনেসম্যান?

    এক্দল অ্যানালিস্টের মনে ট্রাম্প মোটেই এমন কিছু একেবারে বাহারি বিজনেসম্যান নন, এক মাথামোটা বিজনেসম্যান এবং প্রচুর জালি এবং লবি টবি করে ব্যবসা চালান। ইনোভেশন বা অরিজিনালিটির ধারে কাছে যান না।

    - ট্রাম্প সেল্ফ মেড নন, বাবার সম্পত্তির মালিক হন। প্রাইমারির সময় মার্কো রুবিও বলেছিলেন প্রায় ২০০ মিলিয়ন ডলারের সম্পত্তির উত্তরাধিকার পান আর্লি সেভেনিট্স-এ। ২০১৬ সালে যার সমমূল্য ১ বিলিয়ন ডলারের বেশি। সুতরাং, ট্রাম্প ঠিক জেফ বেজোস (আমাজন) বা ওয়ালটন (ওয়ালমার্ট) ক্যাটাগরির বিজনেসম্যান নন।

    - ট্রাম্পের কোম্পানি ৬ বার ব্যাংকরাপ্টসি (চ্যাপ্টার ১১) ফাইল করেছে। চ্যাপ্টার-১১ হল,
    Chapter 11 bankruptcy protection means a company can remain in business while wiping away many of its debts. The bankruptcy court ultimately approves a corporate budget and a plan to repay remaining debts; often shareholders lose much of their equity.
    একথা ঠিক বহু কোম্পানী নানা সময়ে নানা কারণে চ্যাপ্টার ১১ ফাইল করেছে। কিন্তু কোনো "প্রতিভাবান" ব্যবসায়ী এতবার ফাইল করেছেন বলে শোনা যায় না।

    - ট্রাম্প ইউনিভার্সিটি - করাপশন ফ্রম টপ টু বটম। গুগল করলেই দেখতে পাবেন - The president-elect has been party to some 4,000 lawsuits over the last 30 years and is currently facing 75 active lawsuits, according to analysis by USA Today newspaper.
    এই ৪০০০ ল স্যুটের সিংহভাগই ট্রাম্প ইউনিভার্সিটি কে কেন্দ্র করে।

    - রিয়েল এস্টেট বিজেনেসে ট্রাম্পের কোম্পানীর মিড্‌লম্যান ট্রানস্যাকশন বেশি, নিজেরা বানায় কন্সট্রাক্শন কম। ইউএস-এর টপ কমার্শিয়াল রিয়েল এস্টেট কোম্পানির মধ্যেও ট্রাম্প নাই। টপ রেসিডেন্সিয়াল প্রপার্টি বিল্ডারদের মধ্যে তো আরো নেই ।

    - আর ধনীতম ব্যক্তি? ফোর্ব্‌স্‌ ম্যাগাজিন প্রতি বছর ধনীদের লিস্ট বানায়, ২০১৬-র লিস্টে ট্রাম্প আছে ১৫৬ তম পজিশনে।

    ১৯৮৪ সালে ইউনিভার্সিটি অফ টেক্সাসের ডর্মের ঘরে বসে পার্সোনাল কম্পুটার অ্যাসেম্বলি করত মাইকেল। না, সে বিশাল ইনোভেটিভ কিছু করত না- পার্ট্‌স অ্যাসেম্বল করে কম্পু বানানো। কিন্তু সেই কাজ সে এত মন দিয়ে করে, কলেজ ছেড়ে দিয়ে নিজে কোম্পানি বানায়। আজ মাইকেল ডেল ফোর্ব্স লিস্টে ১৯ নম্বর ধনী ব্যক্তি।

    ক্যাপিটালিস্ট মার্কেট ইকনমি সিস্টেমের যে সফল স্বপ্নগুলো বারবার তুলে ধরা হয় উদাহারণ হিসেবে, তাতে মাইকেল ডেল আছেন, ট্রাম্প-ও ঢুকে পরেন - দুভার্গ্যজনক ভাবে।
  • aka | 79.73.9.37 | ১৩ নভেম্বর ২০১৬ ২১:২৫723881
  • আমি এই হিসেবটাও দেখেছিলাম যে ট্রাম্প বাপের কাছ থেকে যে ছোট্ট সম্পত্তি পেয়েছিলেন সেটা যদি ইন্ডেক্স ফান্ডে রাখত তাহলে তার পরিমাণ হত ৪ বিলিয়ন।
  • bhagidaar | 34.49.119.28 | ১৩ নভেম্বর ২০১৬ ২২:৩৯723882
  • ঐ পরিমাণ টাকা দিয়ে ব্যব্সা শুরু করে এই এতবার ব্যান্করাপ্টসি ফাইল করা যদি সফল ব্যব্সায়ীর নিদর্শন হয় ও ট্রাম্পের এক্সিকিউটিভ ক্যাপাবিলিটির দিগদর্শক হয়, আমেরিকা হ্যাস আ বাম্পি রাইড এহেড।
  • revolutionary | 195.100.84.82 | ১৪ নভেম্বর ২০১৬ ০১:০০723883
  • বিপ বেশ লেখেন। ওনার কথার সামারি মনে হল উনি বলতে চাইছেন ওসব ইডিওলজি বাদ দিন। আগামী দিনে কমপিটেন্ট লোকেরা শাসন করবে। হিলারীর সমর্থকেরাও ওনার সাথে এই ব্যাপারে একমত হবেন। শুধু কমপিটেন্সের কথা বললে কেন কর্পো ডেমরা ট্রাম্পের চেয়ে কম হবে বোঝা যায় না।

    কিন্তু বিপ মনে হয় আর একটা কথা বলতে চাইছেন। কমপিটেন্ট শাসককে কিছু কিছু ব্যাপারে লোককে খুশি করতে হবে। এই যেমন ওবামাকেয়ার তুলে দিতে হবে, ব্যাবসার ওপর ট্যাক্স কমাতে হবে, শিশুশিক্ষায় খরচ করতে হবে এই সব। এখানেও আমার মনে হয় হিলারী সমর্থকেরা বিপের সাথে একমত হবেন। অর্থাৎ বিপ বলতে চাইছেন ট্রাম্প আসলে হিলারী, শুধু কয়েকটা বোম্বাস্টিক কথা বলছেন। এই রেসিস্ট হোয়াইটদের ভোট পাবার জন্য। ট্রাম্প সম্পর্কে এ কথাগুলো খুব কথাগুলো খুব নতুন কিছু না। জেমস ফ্যালো আটলান্টিক মান্থলিতে লিখেছিলেনঃ

    “In many ways the performances of Donald Trump remind me of male chimpanzees and their dominance rituals,” Jane Goodall, the anthropologist, told me shortly before Trump won the GOP nomination. “In order to impress rivals, males seeking to rise in the dominance hierarchy perform spectacular displays: stamping, slapping the ground, dragging branches, throwing rocks. The more vigorous and imaginative the display, the faster the individual is likely to rise in the hierarchy, and the longer he is likely to maintain that position.”

    কথাগুলো অপমানজনক এবং পুরোটা সত্যি না। সে নিয়ে পরে লিখব।

    ট্রাম্পের পলিসি ও এক্সিকিউশন নিয়ে বিপ ডিটেল কিছু বলেন নি। এই ধরুন ওবামাকেয়ার নিয়ে ট্রাম্প কি করবে বলে বিপের মনে হয়?
  • SS | 160.148.14.2 | ১৪ নভেম্বর ২০১৬ ০৫:০৮723884
  • রেভোলুশনারির Date:12 Nov 2016 -- 07:06 AM
    এর পোস্টের প্রেক্ষিতে -
    প্রথমে ক্যারেন্স টমাস - টমাস কোনোদিন সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্যে কনভিক্টেড হন নি। অ্যানিটা হিলের অ্যালিগেশন এখনো অ্যালিগেশন। ডেমোক্র্যাটরা মেজরিটি ছিল তাই অ্যানিটা হিল অন্তত কমিটির কাছে নিজের বক্তব্য পেশ করতে পেরেছিলেন। রিপাব্লিকানরা মেজরিটি থাকলে সেটুকুও হত না। আপনি হয়ত সেনেট হিয়ারিং কে জুরি ট্রায়াল গো্ছের কিছু একটা মনে করেন, কিন্তু এটা জাস্ট একটা প্রফেশনাল অ্যাসেসমেন্ট। আর আমেরিকান জুডিশিয়ারি বলে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। টমাস জেহেতু কোনোদিন গিল্টি প্রমানিত হননি, তাই তাকে ইনোসেন্ট হিসাবেই ধরতে হবে। অ্যানিটা হিলকে আমি পুরোপুরি বিশ্বাস করলেও শুধু অ্যালিগেশনের উপর ভিত্তি করে নমিনেশন নাকচ করা বাস্তবে ফিজিবল নয়। "ডেমোক্র্যাট সেনেটারেরা হেরে যাবার ভয়ে অ্যানিটা হিলকে বাসের নীচে ছুঁড়ে ফেলে সুপ্রীম কোর্ট কনজারভেটিভদের হাতে তুলে দিয়েছিল" - এটা আপনার মনের মাধুরি হতে পারে, কিন্তু বাস্তব নয়।
    বার্ণি - ডিএনসি ছলে বলে কৌশলে বার্ণিকে তাড়ায় নি। প্রাইমারিতে বার্নি হিলারির থেকে প্রায় দু মিলিয়ন ভোট কম পেয়েছিলেন। হ্যাঁ, বায়াস ছিল। কিন্তু ডিএনসি লোকের হয়ে ভোট দিয়ে আসে নি। এটা মেনে নিতে বার্নিব্রো দের বুক ফেটে যায়। আপনি কি বলতে চান দু মিলিয়ান পপুলার ভোট বেশি পাবার পরেও সুপার ডেলিগেটদের উচিৎ ছিল বার্ণিকে নমিনি করা? তাহলে সেটা হত প্রকৃত রিগিং।
    আর বার্নির বেস হচ্ছে ইন্ডিপেন্ডেনেট আর হোয়াইট ব্লু কলার বেস। টিপিকাল ডেমোক্র্যাটিক বেস নয়। যারা টিপিকাল ডেমোক্র্যটিক বেস, তাদের মধ্যে হিলারি ওভারহোয়েলমিংলি জিতেছেন। বার্নি সব সময় দুটো ইস্যু নিয়ে কথা বলতেন, ওয়াল স্ট্রিট আর ট্রেড এগ্রিমেন্ট। এই দুটো ব্যাপার অবশ্যই হোয়াইট ব্লু কলার ভোটারদের প্রিয়। তাই তারা প্রথমে বার্নিকে আর পরে ট্রাম্পকে ঢেলে ভোট দিয়েছে। অ্যাস ইফ, হোয়াইট ওয়ার্কিং ক্লাস ছাড়া আর কোনো ওয়ার্কিং ক্লাস নেই। স্কুলে পড়তে পড়তে যে মেয়েটি প্রেগন্যান্ট হয়ে টিন এজ মাদার হয়ে গেল আর তার জেরে সারাজীবন ওয়েলফেয়ার নিয়ে চলতে হবে সেটা বার্নির কাছে কোনো ইস্যুই নয়। এদের ইকনমিতে কন্ট্রিবিউশন নিয়ে কতটা আলোচনা হয়েছে? এদের নিয়ে বার্নি কখনো একটা শব্দ খরচ করেন নি। রিপাবলিকান লেজিসলেচার একটার পর একটা স্টেটে অ্যাবর্শান, কনট্রাসেপ্টিভ বন্ধ করেছে এটা যেন কোনো সমস্যাই নয়। আর এই সাউথের স্টেট গুলোতে ডেমোক্র্যাটরা স্টেট বা কাউন্টি লেভেলে স্রেফ টিঁকে থাকার জন্যে লড়াই চালাচ্ছে, বার্নি একজন কোনো ডাউন ব্যালট ক্যান্ডিডেটের জন্যে একটা পেনি সাহায্য করেন নি বা এদের সমর্থনে কোনদিন র‌্যালি করেন নি। স্বভাবতই, এদের ভোটও পাননি। মোদ্দা কথা, যাকে ওবামা কোয়ালিশন বলা হয়, তার মধ্যে ১৮-২৫ বছর বয়েসি ছাড়া আর কেউই বার্নির সাথে ছিল না। বার্নি ওয়ান ইস্যু ক্যান্ডিডেট হয়ে নিজের ভুলেই প্রাইমারি হেরেছেন।
    এই হোয়াইট ক্লাস এমনিতেই ডাইং ডেমোগ্রাফিক। ব্যাক্তিগত ভাবে আমার মনে হয় এদের প্রাইওরিটি না দেওয়াই উচিৎ। রাস্ট বেল্টের যে সব কাজ বাইরে গেছে ট্রাম্পের বাবাও তা ফিরিয়ে আনতে পারবে না। আশা করছি চার বছরের মধ্যেই এদের ভুল ভাংবে। আর এদের ট্রাম্পকে ভোট দেবার পিছনে একটা বিরাআআআআট রেস আর জেন্ডার বায়াস আছে। সেটা স্বীকার না করা মূর্খামি।
    কিথ এলিসন যদি ডিএনসি চেয়ার হন তাহলে ভালই হয়। মিনিয়াপোলিসে থাকার সময় ওনাকে দু একবার ক্যাম্পাসে দেখেছি। জেনুইন ভাল লোক বলে মনে হয়েছিল।
    সবশেষে রেভোলিউসন নিয়ে দু একটা কথা। যখন নিজেই বলছেন ডেমোক্র্যাটিক পার্টি এলিট ক্লাসের পার্টি হয়ে গেছে তখন এদের কোটটেল ধরে পড়ে থাকা কেন? রিপাবলিকান ওরফে ট্রাম্প পার্টি আছে, গ্রিন পার্টি (এদের আমি স্কুইরেল পার্টি বলি। কারণ প্রতি চার বছর অন্তর এরা মিডিয়ার সামনে লম্ফঝম্প করে স্কুইরেলদের মত শীতঘুমে চলে যায়। আবার ২০২০ এর স্প্রিং এ এদের দেখা পাওয়া যাবে!) আছে। ডেমোক্র্যাটদের উপর পিগিব্যাক না করে নিজের পায়ে দাঁড়িয়ে রেভোলিউশন করা যাচ্ছে না? নিজের পায়ে দাঁড়িয়ে করলে অন্তত রেভোলিউশনের দৌড়্টা বোঝা যেত। কিন্তু হায়, সর্বহারাদের দিন গেছে। এলিট ক্লাস ছাড়া আর রেভোলিউশনও হয় না!
  • aka | 79.73.9.37 | ১৪ নভেম্বর ২০১৬ ০৫:৩৩723885
  • আমার আরও মনে হয় যে হিলারীর ক্যাম্পেইনের একটা অঙ্গশ বসে গিয়েছিল। তার দায় অবশ্য হিলারীরই।

    এই লেখাটা পড়তে পড়তে পড়তে এই পাতার কথা মনে পড়ছিল -

    https://www.theguardian.com/books/2016/nov/12/hillary-clinton-we-failed-her-sarah-churchwell?CMP=share_btn_fb

    হিলারী কেন খারাপ না 'ওর মুখ দেখলে দুধ কেটে ছানা হয়ে যায়, লিবিয়া, মিথ্যে কথা বলে, কত কি?

    এনিওয়ে বলে কোন লাভ নেই। আমেরিকা চিরকালই কনজারভেটিভ। আদর্শ ফাদর্শ তুলে দিন যা ভোট জিততএ লাগে তাই করুন। ট্রাম্প হচ্ছে এই দেশের জন্য আদর্শ প্রেসিডেন্ট। গিঙ্গ্রিচ আর পালিন ক্রমে আসিতেছে।
  • Du | 57.184.54.93 | ১৪ নভেম্বর ২০১৬ ০৫:৩৭723886
  • বার্নি ব্রোজ টার্মটা খুব একটা রেসপেক্টফুল নয়।
  • bip | 183.67.5.178 | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:১৭723888
  • ট্রাম্প বাবার কাছ থেকে কত টাকা পেয়েছিল, সেটা কেই জানে না। ট্রাম্প বলে ১ মিলিয়ান, ডেমরা বলছে ৪০। সত্যি কথা কেউ বলে না। সুতরাং ওইসব কথা থেকে কিছু হবে না। যেটা আমি দেখেছি, ট্রাম্প যেসব রিয়াল এস্টেট প্রজেক্ট করেছে, সেটা কিন্ত ভালো ভাবে শেষ করেছে। আমি এক্সিকিউশন বলতে সেটা বলছি। কেন বলছি। কারন আমাকে প্রোডাক্ট বেচে খেতে হয়, যার ওনেকটাই ওয়েব সার্ভিস। এই উইকেন্ডেও সকাল বিকাল আমি এবং আমার টিম মিলে খেটে চলএছি ইউজার এক্সপেরিয়েন্স ভাল করতে। ওবামা যেসব ওয়েব সার্ভিস আমাদের উপহার দিয়েছেন, হেলথ কেয়ার গভ ইত্যাদি-এগুলো আলফা প্রোটোটাইপ হিসাবেও আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ এক্সেপ্ট করবে না। এগুলো বেশ দুর্বল এক্সিকিউশনের উদাহরন।

    হ্যা, আমি ডেমোক্রাটিক পার্টির কার্ড হোল্ডার এবং পার্টি ফান্ডে চাঁদা দিই। এবং সেটা আগামী দিনে দেব কি না নির্ভর করছে, কারা পার্টি চালাচ্ছে। যদি লিজ ওয়ারেন, মিশেল এরা চালায় পার্ট- সঙ্গে আছি। বার্নির লেফট লিব্যারাল ফ্যাকশন পার্টি দখল করলে, একটা সিঙ্কিং শিপের সাথে থাকার মানে নেই। তাছাড়া আমি বামপন্থী অর্থনৈতিক এজেন্ডার সমর্থক ও নই। কারন ইউরোপে আমি থেকেছি। হ্যা, লাইফ কোয়ালিটি খুব ভাল। কিন্ত ওখানে আরেকটা গুগুল ফেসবুক বা আমি যা কোম্পানী বানাতে চাইছি তা হবে না। কারন কেউ কাজ করে না। বিপুল সোশ্যালসিকিউরিটির জন্য লোকজনের মধ্যে কাজ করার ইনসেন্টিভ নেই।
  • aka | 79.73.9.37 | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:১৯723890
  • জলে কুমীর, ডাঙ্গায় বাঘ, দেশে মোদী এখানে ট্রাম্প।

    ন্যান হিলারী সইল না যাদের এবারে অল্ট-রাইটদের হাতে চাপা পড়ুন। সাথে আছেন পেন্স, গিঙ্গ্রিচ, পালিন।
  • bip | 183.67.5.178 | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:২১723891
  • স্টিভ ব্যানন ট্রাম্প এডমিনিস্ট্রেশনের একটা স্ববিরোধিতা। এই ব্যানন লোকটা টি পার্টি ফেবারিট এবং রক্ষণশীল-ফিসকাল ডেফিসিটের বিরুদ্ধে। ট্রাম্প যা চাইছে-ট্যাক্স কমাও , ঢালাও টাকা খরচ কর সরকারি প্রোজেক্টে-যাতে ডেফিসিট আরো বাড়নে। এখন আমি বুঝতে পারছি না এই ব্যানন আর ট্রাম্পের মধ্যে ত কোন মিল নেই। তাহলে কেসটা কি? আসলেই ট্রাম্প বলে কিছু নেই-লোকটা জাস্ট শোম্যান-মাঝখান থেকে রিপাবলিকান পার্টি এখন সব ক্ষমতায় ?
  • aka | 79.73.9.37 | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:২৬723892
  • রিপাব্লিকান হলে খুশী হব এখন। বুশের মতন রিপাব্লিকান হলেও এর থেকে খুশী হব। ক্যাবিনেট দেখে আপাতত মনে হচ্ছে না।
  • revolutionary | 195.11.180.67 | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:৩০723893
  • SS খুব রেগেছেন। কোর্টে কনভিক্টেড হলে তবেই আপনি সেনেটে নমিনেশন আটকাবেন? বেশ। অর্থাৎ অন্যদিকে লোকটা যেই হোক না কেন আপনি নমিনেশন আটকাবেন না। যতই জনস্বার্থবিরোধী হোক, যতই মাঝারি মাপের জুরিস্ট হোক, তবু আটকাবেন না? তাহলে আপনার সুপ্রীম কোর্ট রক্ষার শপথ লোকে বিশ্বাসও করবে না। কি আর করা।

    এইখানে দেখুন বার্নি অ্যাবর্শন নিয়ে কি বলেছেনঃ
    Bernie Sanders opposes all abortion restictions. Hillary Clinton's stance is murkier.

    http://www.motherjones.com/politics/2016/03/hillary-clinton-late-term-abortions
    যতই রাগ করুন, লেখার আগে একটু দেখে নেবেন না কে কি বলে? আপনি কিনা দুম করে বলে দিলেন "স্কুলে পড়তে পড়তে যে মেয়েটি প্রেগন্যান্ট হয়ে টিন এজ মাদার হয়ে গেল আর তার জেরে সারাজীবন ওয়েলফেয়ার নিয়ে চলতে হবে সেটা বার্নির কাছে কোনো ইস্যুই নয়।" প্লীজ। এমনিতেই কর্পো ডেমদের বিশ্বাসযোগ্যতা খুব কম। এরকম করলে আমরা আর কি করব?

    তবে একটা কথা আমাকে বলতেই হবে, আপনার স্পষ্টবাদিতা প্রশংসার যোগ্য। আপনি মনে করেন রাস্ট বেল্টের ব্লু কলার ওয়ার্কারেরা এক্সপেন্ডেবল এবং ডেমোক্র্যাট পার্টির কোস্টাল এলিটের পার্টি হয়েই থাকা উচিত। হিলারিও সেরকমই মনে করেন, ডিপ্লোরেবল কথাটা ভোলার নয়। আমার মনে হয় না এরপর আপনার সাথে কোন আলোচনা হতে পারে, কেন না আমার আপনার ভ্যালু সিস্টেম আলাদা। আপনার নেত্রী আমার সমর্থন আশা করতে পারেন না। দেখুন, কিভাবে আপনার নেত্রীকে জিতিয়ে আনতে পারেন পরের বার।

    তবে আপনার লেখায় প্রফেশনাল ব্যাপারটা মিসিং। এই যেমন হোয়াইট ক্লাস ডাইং ডেমোগ্রাফিক, তাই তাদের পাত্তা দেবার দরকার নেই। কিন্তু আপনার মতে ১৮-২৫ রা বার্নির সমর্থক। তারাও কি ডাইং ডেমোগ্রাফিক?

    ডেমোক্র্যাটিক পার্টির কোটটেইল যদি থাকত তাহলে কি আর এতগুলো সেনেট, কংগ্রেস, গভর্নরশিপ হারে? ওটা একটা ডাইং এলিট অর্গানাইজেশন। আমরা দখল করে ভাল কাজে লাগাব, এই উদ্দেশ্য। ভিক্ষে-শিক্ষে নয়, দখল করব। হেরেছেন বলে মন খারাপ করছেন, করে নিন।
  • bip | 183.67.5.178 | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:৩৫723894
  • ভোটের মাস খানেক আগে হিলারী ক্যাম্পেইন থেকে এক ভদ্রমহিলা ফোন করলেন। ভাবলাম ভল্যুউন্টিয়ার হবে-কোন কাজের জন্য ডাকছে।

    ফোন করে বলে আজকে, ম্যাচিং ডে। মানে তুমি ৫০ ডলার দিলে, কোন এক সুপার প্যাক আরো ৫০ ডলার ম্যাচ করবে।একদম কর্পরেট কায়দা।

    আমি বল্লাম, আমি ত প্রতিমাসেই দিই-আমার ক্রেডিট কার্ডে অটোপেমেন্ট।

    সে বল্ল, সেত জানি। সেই জন্যেই ফোন করা। আফটার অল তুমি এমঙ্গ দ্য ডেডিকেটেড সাপোর্টার।

    মুশকিল হচ্ছে সেই দিন গোটা দিনটা পেনসিলভেনিয়ার রুরাল বেল্ট চষে এসেছি কাজের জন্য। গ্রামের বাড়িগুলো, রাস্তার ধারে সব ট্রাম্প পেন্স সাইন। হিলারি সাইন নেই। বুঝলাম বেশ খারাপ দিকে যাচ্ছে।

    আমি ওকে বল্লাম, আচ্ছা এই হিলারী ক্যাম্পেইনের টাকাটা যাচ্ছে কোথায়? আমি ত প্ল্যাকার্ড পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেখানে ট্রাম্প পোষ্টারে সব ছেয়ে যাচ্ছে।

    ভদ্রমহিলা বল্ল, আরে সেই জন্যই ত আমাদের টাকা দরকার।

    আমি বল্লাম মানেটা কি? হিলারী ক্যাম্পেইনে ট্রাম্পের চেয়ে ৩ গুন বেশী টাকা। ট্রাম্প ছেয়ে ফেলছে পোষ্টারে হিলারী ক্যাম্পেন কোথায় খরচ করছে টাকা টা?

    এই ভদ্রমহিলা গুটিয়ে গেল । বলে, দেখুন আমিত ক্যাম্পেইনার না-শুধু টাকার জন্য ফোন করেছি। এসব ব্যাপারে কিছু বলতে পারবো না।

    আমি বল্লাম মানে আপনি শুধু টেলিকলার? হিলারি টিমের লোক না।

    -না মানে আমি হিলারী টিমের লোক।

    -তাহলে জন পোডেস্টা কিংবা আপনার ম্যানেজারকে বলুন, আমরা যারা হিলারী সাপোর্টার তারা আতঙ্গিত। ক্যাম্পেইন ঠিক ঠাক হচ্ছে না।

    - আমি শুধুই টেলিকলার। টাকা দেবেন না দেবেন না?

    আমি বল্লাম
    -না দেব না। কারন যা বুঝছি ক্যাম্পেইন টাকা খরচ হচ্ছে আরো স্টাফ বাড়াতে। যারা উলটে আমাদেরকে টাকার জন্য আরো বিরক্ত করছে আসল ক্যাম্পেইন না করে। অতবড় মূর্খ আমি নই!

    এটা গল্প না। যা লিখলাম, তা হয়েছে এক্সাক্টল্লি।
  • bip | 183.67.5.178 | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:৪০723895
  • ২০০৮ সালের জানুয়ারী। ওবামা তখন হিলারি ক্যাম্পে আতঙ্ক ফেলে দিয়েছে। তখন হিলারির ইন্ডিয়ান আউটরিচ টিমের হয়ে কাজ করেছি। তখনও দেখেছি হিলারি ক্যাম্পেইন ভেগ-হিলারী কিছু লইয়ালিস্টদের ওপর ১০০% বিশ্বাস করে ছেড়ে দিচ্ছে-যারা গ্রাউন্ড রিয়ালিটি থেকে বিচ্ছিন্ন।
  • bip | 183.67.5.178 | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:৪৩723896
  • এর পরেও আরেকবার ও যদি হিলারী দাঁড়ায়, হিলারীকেই সমর্থন করব। কারন প্রোটেকশনিস্ট এপ্রোচ দিয়ে চাকরি বাঁচানো যাবে না। দরকার ইনোভেশন। হিলারি কিন্ত সেটাই বলেছিল। রাস্টিক বেল্ট শোনে নি। ক্যাম্পেইন ও সেখানে হয়েছে খুব দুর্বল।
  • SS | 160.148.14.2 | ১৪ নভেম্বর ২০১৬ ০৬:৫৫723897
  • রেভোলিউশনারি আসলে তার মানে স্কুইরেল পার্টি বা বকলমে ট্রাম্প সাপোর্টার। এতক্ষণে বোঝা গেল। বেশ, দখল করার চেষ্টা করে দেখুন। শীতঘুম ছেড়ে কিছু তো একটা তবু করবেন। তাহলে এবার বাই। আবার ২০২০ তে কথা হবে না হয়।
  • SS | 160.148.14.2 | ১৪ নভেম্বর ২০১৬ ০৭:১২723898
  • আর হোয়াইট ওয়ার্কিং ক্লাস জে ডাইং ডেমোগ্রাফিক সেটা আমি শুধু মনে করি না। সেনসাস ডেটা তাই বলে। ২০৪৫ নাগাদ এই দেশে নন-হোয়াইটরা মাইনরিটি হবে। আর হুপি গোল্ডবার্গ বা ওপরা, ঠিক মনে করতে পারছিনা কে, বলেছিলেন এই দেশে ৫৫+ হোয়াইট মেলরা, মানে বেবি বুমাররা যতদিন আছে, ততদিন এই দেশ থেকে রেসিজম যাবার নয়। আমিও একমত।
  • SS | 160.148.14.2 | ১৪ নভেম্বর ২০১৬ ০৭:১৩723899
  • সরি, ২০৪৫ এ নন-হোয়াইটরা মেজরিটি হবে।
  • ঈশান | ১৪ নভেম্বর ২০১৬ ০৭:২৪723901
  • এই রে। এইটা বুঝলাম না।

    ২০৪৫ সালে সাদারা মাইনরিটি হবে, তাই তাদের প্রায়োরিটি দেবার দরকার নেই? মানে এটা কি ২০৪৫ এর পরিকল্পনা? :-)

    দ্বিতীয়ত, কথাটা আপত্তিকরও বটে। মাইনরিটিদের সমস্যাকে প্রায়োরিটি দেবেননা? 'ডাইং ডেমোগ্রাফিক?' কালোরা তো ৫০% এর অনেক নিচে, ইতিমধ্যেই। ইতিমধ্যেই মাইনরিটি। তাদের সমস্যা সমস্যা নয়? প্রায়োরিটি দেবার প্রয়োজন নেই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন