এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকার নির্বাচনী ফলের বিশ্লেষন-সামনে কোন আমেরিকা?

    bip
    অন্যান্য | ১০ নভেম্বর ২০১৬ | ৮৮৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 184.45.155.75 | ০২ এপ্রিল ২০১৭ ২১:৪৬723768
  • ধুর ছাই।



  • S | 184.45.155.75 | ০২ এপ্রিল ২০১৭ ২১:৫৪723769
  • আর ওবামাকেয়ারে তো পুরোপুরি ভাবে রিডিস্ট্রিবিউশন অব ওয়েল্থ কন্সেপ্ট অ্যাপ্লাই করা হয়েছে। তাই যাদের ইনকাম বেশি তাদেরকে বেশি প্রিমিয়াম দিতে হয়েছে যাতে ইন্সিওরেন্স কোম্পানি প্রি-একজিস্টিঙ্গ কন্ডিশন না দেখাতে পারে (ট্রাম্পও এটাকে সমর্থন করেছে) বা যাতে দুকোটি এমন লোক ইন্সিওরেন্স পায় যাদের আগে ইন্সিওরেন্স ছিলোনা।

    রিপাবলিকানদের নতুন বিলেও অনেক লোকেদের প্রিমিয়াম আরো বাড়বে, অনেক লোকেদের ইন্সিওরেন্স চলে যাবে, ইন্সিওরেন্স কোম্পানি গাদা গুচ্ছের জিনিস দিতে অস্বীকার করবে।
  • lcm | 83.162.22.190 | ০২ এপ্রিল ২০১৭ ২১:৫৫723770
  • তারপরে ধরো রাস্ট বেল্টে চাকরি।
    মিশিগান অটো ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট বেইল আউট মানি পেল। সরকারের খুব ভালো ডিসিশন। ইন্ডাস্ট্রি ঘুরেও দাঁড়াল। সরকারকে টাকা ফেরতও দিল। কোম্পানি-গুলো ২০০৭ এর থেকে প্রোডাকশনও বেশি করছে। প্রফিটও হচ্ছে। শেয়ার প্রাইস বেড়েছে।
    কিন্তু, ডেট্রয়েট ব্যাংকরাপ্টসি ফাইল করল। চাকরি কমে গেছে। মেশিন অটোমেশন। টেকনলজি।
    এদিকে জনতাকে ওবামা জ্ঞান দিচ্ছেন - লেখাপড়া করো, অংক শেখো, ক্যালকুলাস জানো। জনগণ কনফিউজ্‌ড্‌ ।
  • lcm | 83.162.22.190 | ০২ এপ্রিল ২০১৭ ২১:৫৯723771
  • S,
    হ্যাঁ, হেলথ্‌ কেয়ার কস্ট বাড়ছে বহুদিন ধরে, কিন্তু সেটার কিছু হচ্ছে না। প্রিমিয়াম বেড়েই চলেছে। কস্টের কোনো কন্ত্রোল নেই - দেড় মাইলের অ্যাম্বুলেন্স বিল আসে ৪০০০ ডলার। এটার কিছু হচ্ছে না।
  • S | 184.45.155.75 | ০২ এপ্রিল ২০১৭ ২২:০২723772
  • বুঝলাম না। ডেট্রয়েট ব্যান্করাপ্টসি ক্লেইম করেছে বলে লোকে অংক শিখে ক্যালিফোর্নিয়াতে বা নিউ ইয়র্কে বা টেক্সাসে চাক্রি করতে পারবেনা কেন? আর লোকে তো সিটি গভে চাকরি করেনা। করে তো প্রাইভেট কোম্পানিতে। এডুকেশন আর ইনকামের যে ডাইরেক্ট কোরিলেশন আছে সেতো পাবলিশ্ড ফ্যাক্ট।

    শুধুমাত্র ডেট্রয়েট ব্যাকরাপ্টসির ফলে তো আর সারা দেশে চাকরি কমেনি? কমেছে অন্য অনেক কারণে। অটোমেশন, আউটসোর্সিঙ্গ। এগুলো প্রত্যেকটাই ক্যাপিটালিজমের ফল। এখন লোকের আর ক্যাপিটালিজম ক্যাপিটালিজম খেলতে ভালো না লাগলে তো আর চলবে না।
  • S | 184.45.155.75 | ০২ এপ্রিল ২০১৭ ২২:০৯723773
  • লসাগুদা, হেল্থকেয়ার ইজ অ মেস। সেইটাকেই ওবামাকেয়ার দিয়ে কন্ট্রোল করার চেস্টা করা হয়েছিলো। নো ওয়ান ইজ ক্লেইমিঙ্গ দ্যট ইট ওয়াজ (ইজ) পারফেক্ট। বাট এভরিওয়ান শুড এগ্রি দ্যাট স্য ইন্টেন্ট ওয়াজ গুড। সাত বছর ধরে আরেকদল শুধু বিরোধিতা করে গেলো। অথচ আজকে হোয়াইট হাউস আর কঙ্গ্রেসের দুই চেম্বার হাতে থাকতেও নিজেদের বিল পাশ করতে পারলোনা। আমার তো মনে হয় ওদের কাছে কোনো বিলই ছিলোনা। একদল রিপাব্লিকান বললো যে নতুন বিল অলমোস্ট ওবামাকেয়ারের মতন। আরেকদল বললো যে ন্তুন বিলে ওবামাকেয়ারের ভালো জিনিসগুলো নেই - এই বিল সমর্থন করতে পারবো না। এদের ইন্টেন্ট নিয়ে কি বলবেন?
  • lcm | 83.162.22.190 | ০২ এপ্রিল ২০১৭ ২২:২১723774
  • এ নিয়ে ইকনমিস্ট-এ এক লেখা পড়েছিলাম। দারুণ অ্যানালিসিস ছিল। নলেজ ইকনমির চ্যালেঞ্জ। ডেভলপ্‌ড্‌ নেশনগুলির চ্যালেঞ্জ।

    পন্ডিতরা বলেছেন ইন্ক্রিজিং ইন্কাম গ্যাপের একটি বড় কারণ নলেজ ইকনমি। চাকরি কমে যাওয়া মানে কিন্তু, লাভ কমে যাচ্ছে তা নয়। ইনকাম গ্যাপ আরো আরো ওয়াইড হচ্ছে।

    শেষ বক্তৃতায় ওবামা একট রিগ্রেট করেছিলেন, যে ওর আট বছরের সময়কালে ইনকাম গ্যাপ আরো ওয়াইড হয়েছে, উনি কিছু করতে পারেন নি, এবং এর জন্যে উনি দুঃখিত।

    কিন্তু, যারা গ্যাপের অন্য দিকে আছেন তারা ডেসপারেট। তাদের কাছে বদ্ধ উন্মাদ ট্রাম্প-ই শ্রেয়। যাদের গত পোনেরো-কুড়ি বছর ওয়েজ বাড়ে নি, এদিকে হেলথ প্রিমিয়াম বেড়ে যাচ্ছে, হায়ার এড কস্ট বেড়ে যাচ্ছে - তাদের কাছে হিলারি,ট্রাম্প,ওবামা - এগুলো কয়েকটি নাম মাত্র।
  • lcm | 83.162.22.190 | ০২ এপ্রিল ২০১৭ ২২:২৮723775
  • S,
    এগ্রি, দিজ ইজ নট অ্যাবাউট ডেম্‌স্‌ ভার্সেস জিওপি।

    খেয়াল করেছ সুইডেন কি করেছে। ওরা কাজের সময় দিনে ৮ ঘন্টা থেকে কমিয়ে ৬ ঘন্টা করছে। যাতে সবার কাজ থাকে, এবং ইনকাম গ্যাপ কিছুটা কন্ট্রোল করা যায়। নইলে মেশিন অটোমেশনের ফলে সোশ্যাল ইম্‌ব্যালান্স তৈরী হবে। সুইডেনের জনসংখ্যা ১ কোটির কম বা কাছাকাছি। ওদের পক্ষে এরকম পরীক্ষা-নিরীক্ষা যত সহজে করা যায়, অন্য দেশের পক্ষে কঠিন।
  • dc | 167.51.70.119 | ০২ এপ্রিল ২০১৭ ২২:৩১723776
  • ট্রাম্পকে বদ্ধ পাগল বললে বেশ বড়ো ভুল হবে, বরং বলা উচিত প্যাথোলজিকাল লায়ার। আর পাগল আর মিথ্যেবাদীর মধ্যে কি ডিফারেন্স সেটা মনে হয় যারা গ্যাপের অন্য দিকে আছেন তারাও শিগগিরি টের পাবেন।
  • PM | 113.52.255.253 | ০২ এপ্রিল ২০১৭ ২২:৩২723778
  • S | 184.45.155.75 | ০২ এপ্রিল ২০১৭ ২২:৩৬723779
  • লসাগুদা, একদম খাঁটি কথা। এইসব অটোমেশন আর আউটসোর্সিঙ্গের ফলে এক্দল লোক ফুলে ফেঁপে ঢোল হয়েছে। জুনিয়ার মোস্ট কর্মচারী আর সিইওর ইনকাম গ্যাপ বেড়েছে বিশাল পরিমানে। কারণ জুনিয়ারটির চাক্রি যেকোনোদিন নট হয়ে যেতে পারে, তাই তাকে কম মাইনে দিয়েও রাখা যায়। অন্যদিকে এক্জ্যাক্টলি সেই কারণেই সিইওর বোনাস বেড়েছে। ১৯৯৫ সালে এসেন্পি ছিলো ৪৬০ মতন। আজকে ২৩৮০। এর মধ্যে কিন্তু দুবার ফল করেছে ২০০১-২০০২ তে আবার ২০০৮-২০০৯ তে। ফলে বড় ইন্ভেস্টররা গুছিয়ে কামিয়েছে। অথচ ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়তে দেওয়া হয়নি। কে বা কারা দেয়নি? ইন্ফ্যাক্ট বুশের আমলে বড়লোকেদের ট্যাক্স কাট করা হয়েছিলো। কাদের স্বার্থ দেখা হয়েছে? টী পার্টি কি করেছে?

    এইবারে বলুন যে লোকটির মাইনে বাড়েনি, কাজ অন্য দেশে চলে গেছে, আর তার জন্য ক্যাপিটালিস্টের পেট ফুলে ঢোল হয়েছে সেই লোকটা এতো কিছু ছেড়ে ট্রাম্পকে কেন ভোট দেবে? ট্রাম্পও কি ক্যাপিলিজমের ভিক্টিম? নাকি অন্য কিছু?

    খেয়াল রাখবেন পুরো ক্রাইসিসের জন্য দোষ দেওয়া হয়েছে মাইনরিটি, গরীব, ইমিগ্র্যান্ট, মুসলমান, এদেরকে।
  • sm | 52.110.135.213 | ০২ এপ্রিল ২০১৭ ২২:৪৩723780
  • দেড় মাইল এম্বুলেন্স এর বিল ৪০০০ ডলার!আমাদের দেশে তো নতুন এম্বুলেন্স কিনে ফেলা যাবে!
    এগুলো সরকার দ্যাখে না?ধরে বাটাম দেয় না?
    এদের একটা মমতা বা মদন দরকার ছিল।
  • S | 184.45.155.75 | ০২ এপ্রিল ২০১৭ ২২:৫৫723781
  • পিএম। ভিডিওটা দেখে বেশ মজা লাগলো। তাই জন্যেই কি আম্রিগাকে আবার গ্রেট করা জন্য ট্রাম্পকে ভোট দেওয়া হলো? ঃ)))))
  • lcm | 83.162.22.190 | ০২ এপ্রিল ২০১৭ ২২:৫৬723782
  • যে কারণে লোকেসোনিয়া/মনমোহনের পর মোদি/জেটলি-কে ভোট দেয়, জ্যোতি-বুদ্ধর পরে মমতা-মদন কে ভোট দেয়, মায়াবতী-অখিলেশ দের পরে অপশন থাকে যোগীবাবা।
    পিপ্‌ল হ্যাভ নো আদার অপশন। ঐ 'অপশন'-কে আমরা গালভরা নাম দিয়ে বাহ্‌ বাহ্‌ করি - ডেমোক্রেসি। যা দেখে পুতিন (রাশিয়া / চায়না) ফিক ফিক করে হাসে, ওরা ওই অপশন তুলে দিয়েছে। আর বাঙালি কবি গান বাঁধেন --
    ...
    সাবধানে সামলে থাকিস দিনকাল সর্বনেশে
    ওলো তোর সাধের হাসি বনপলাশী দ্যাখনহাসি 'ডেমোক্রেসি' যাবে ভেসে
    ...
  • S | 184.45.155.75 | ০২ এপ্রিল ২০১৭ ২৩:০৩723783
  • আমিও লিন্ক দিই নিউজরুম থেকেঃ
  • S | 184.45.155.75 | ০৩ এপ্রিল ২০১৭ ০০:০৫723784
  • S | 184.45.155.75 | ০৩ এপ্রিল ২০১৭ ০০:২৭723787
  • “The idea of Obamacare is … that the people who are healthy pay for the people who are sick,” Ryan said. “It’s not working, and that’s why it’s in a death spiral.”

    হা হা।
  • revolutionary | 114.200.20.46 | ০৩ এপ্রিল ২০১৭ ০৩:২৮723789
  • ডেমোক্র্যাটদের ক্লিন্টন উইং আর রিপাবলিকানদের মধ্যে খুব বেশী তফাৎ নেই সেটা আর একবার প্রমাণ হল। ওবামাকেয়ার থেকে গেল। ওবামাকেয়ার একটা আগাগোড়া কর্পোরেটপন্থী আইন। মানুষকে প্রাইভেট ইনসিওরেন্স কোম্পানীর থেকে হেলথ ইনসিওরেন্স কিনতে বাধ্য করে এই আইন। এই কোম্পানীগুলো আবার অ্যান্টি-ট্রাস্ট আইনের আওতায় আসে না। তার ফলে আমেরিকান ইনসিওরেন্স মার্কেট কয়েকটা কোম্পানী মিলে ভাগবাঁটোয়ারা করে নিয়েছে। সেখানে তারা মনোপলি প্রাইস দাবী করে। ওবামাকেয়ার গরীবের ঘাড়ে ধরে সেটা দিতে গরীবকে বাধ্য করে। কিছু লোক সেটাও দিতে পারে না। তাদের জন্য সদাশয় সরকারবাহাদুর আপনার মেডিকেয়ার ট্যাক্সের ওপর সারচার্জ আদায় করে ইনসিওরেন্স কোম্পানীর হাতে তুলে দেয়। এমন আইনে রিপাবলিকানদের আপত্তি থাকবে কেন? দু-পাট্টি মিলে ব্যাড কপ, গুড কপ খেলে, মিডিয়া পাবলিককে বোঝায় - ঐ দেখ, যুদ্দু হচ্ছে।

    সুপ্রীম কোর্ট নিয়ে কি হবে? শুমার নাটক করবে, কিন্তু শেষ অবধি ফিলিবাস্টার করবে না, বা চালিয়ে যাবে না। গোরসাচ খুবই প্রো-কর্পোরেট বিচারক। খানিক লাফ-ঝাঁপ করে কিছু একটা অজুহাত দেখিয়ে ডেমোক্র্যাটরা পথ ছেড়ে দেবে।
  • S | 184.45.155.75 | ০৩ এপ্রিল ২০১৭ ০৩:৩৮723790
  • "মানুষকে প্রাইভেট ইনসিওরেন্স কোম্পানীর থেকে হেলথ ইনসিওরেন্স কিনতে বাধ্য করে"
    আম্রিগায় আর কোত্থেকে ইন্সিওরেন্স কেনা যায় জানলে খুশি হবো। আর ইন্সিওরেন্স না থাকলে কি অবস্থা হয় সেইটাও বলে দিলে ভালো হয়।

    ডেমোক্র্যাটদের ক্লিন্টন উইং আর রিপাবলিকানদের থেকে ট্রাম্প ঠিক কি কি জায়্গায় আলাদা জানলে ভালো হয়। সেই জায়্গা গুলো ভালো না খারাপ?
  • revolutionary | 47.123.133.148 | ০৩ এপ্রিল ২০১৭ ০৩:৫৬723791
  • আমেরিকায় সিঙ্গল পেয়ার সিস্টেম নেই সে এই দুই সিয়ামিজ টুইন কর্পোরেট পার্টির দৌলতে। দুই ভাই মিলে সিঙ্গল পেয়ার আটকে রাখে, আর কুমীরের কান্না কাঁদে, তাই তো রে, আর কোথায় হেলথ ইনসিওরেন্স কিনবি? ইনসিওরেন্স না থাকলে তোর কি উপায় হবে? তাই তো তোর পেছনে আইআরএসকে লেলিয়ে দিলাম। ছেলের কলেজ ফান্ডের টাকা দিয়ে ইনসিওরেন্স কেন ভাই, নইলে কিন্তু আইআরএসের দরদী ডান্ডা।

    একটু মনে করিয়ে দেই ওবামাকেয়ারের ইতিহাস? রেগন একটা আইন সই করেছিল যাতে বলা হয় ইমার্জেন্সী রুমে কেউ গেলে তার চিকিৎসা করতেই হবে, সে পয়সা দিতে পারুক বা না পারুক (খেয়াল করবেন, রেগন)। তাতে হাসপাতালগুলো খুব খেপে যায়, তাদের ক্ষতি হচ্ছে। তখন হেরিটেজ ফাউন্ডেশন (বামপন্থী নাকি?) একটা পলিসি পেপার পাবলিশ করে যাতে এই ইনসিওরেন্স ম্যান্ডেটের কথাটা বলা হয়। তাহলে আর হাসপাতালের ক্ষতি হয় না। ক্লিন্টন এটা করার চেষ্টা করেছিল, কিন্তু পেরে ওঠে নি। সেই পলিসি পেপার থেকেই রমনিকেয়ার, যেটি পরবর্তীকালে ওবামাকেয়ার।

    জনদরদী হলে মেডিকেয়ার বাই ইন অপশন চালু করত। এভাবে হাত-পা বেঁধে কর্পোরেট কুমীরের মুখে ফেলে দিত না।
  • S | 184.45.155.75 | ০৩ এপ্রিল ২০১৭ ০৪:০০723792
  • আপনার ইতিহাসে ভুল আছে। হেরিটেজ ফাউন্ডেশন কানজারভেটিভ থিন্ক ট্যান্ক যারা রোনাল্ড রেগনের পলিসি ঠিক করতো। এখন আবার ট্রাম্প টিমের সাথে জুড়েছে।
  • S | 184.45.155.75 | ০৩ এপ্রিল ২০১৭ ০৪:০১723793
  • আর প্লিজ আপনার নামটা চেন্জ করুন। রাশিয়ান ট্রোলের মতন শোনাচ্ছে।
  • S | 184.45.155.75 | ০৩ এপ্রিল ২০১৭ ০৪:০৪723794
  • আর সিঙ্গল পেয়ার সিস্টেম একেবারেই বামপন্থী আইডিয়া। সেই জায়্গায় পৌঁছতে আম্রিগার আরো অনেক সময় লাগবে । বার্ণী আর ওয়ারেনের মতন ল'মেকাররা যতদিন না জনগনের মানসে/ মেইন স্ট্রিমে নিজেদের জায়্গা পাকাপাকিভাবে করে নিচ্ছে, তার আগে হবেনা। সামনের ইন্টেরিম ইলেক্শনে ওয়ারেন হারতেও পারে - এই তো অবস্থা।
  • revolutionary | 119.163.234.7 | ০৩ এপ্রিল ২০১৭ ০৪:১৩723795
  • সারা পৃথিবীতেই উন্নত দেশগুলোতে সিঙ্গল পেয়ার চলে। সেটাকে অতিবাম বলা যায় না। আপনি বলছেন আমেরিকা আপাততঃ সভ্য উন্নত দেশ নয়। মেনে নিলাম।

    আমার ইতিহাস ভুল নেই। আপনি একটু রিভিউ করে আসুন। না পেলে, এই সুতোতেই কেউ একটা ফোর্বসের একটা আর্টিকলের লিংক দিয়েছিলেন। সেটা খুঁজে নিন।
  • S | 184.45.155.75 | ০৩ এপ্রিল ২০১৭ ০৪:২১723796
  • সেই দেশগুলোতে কি ৩০ কোটি লোক থাকে? তাই সিঙ্গল পেয়ার ইম্প্লিমেন্ট করা আম্রিগাতে অত সহজ নয়।

    হেরিটেজ ফাউন্ডেশন সাইট থেকেঃ
    Free enterprise, limited government, individual freedom, traditional American values, and a strong national defense—promoting these principles is the mission of The Heritage Foundation, which we fight for every single day.
    এইটা ওদের মিশন। এগুলো বামপন্থার কথা বুঝি? তাছাড়া হেরিটেজ ফাউন্ডেশনের ফাউন্ডাররা সব নামজাদা কনজারভেটিভ লীডার্স যারা রেগন প্রেসিডেন্সিতে দাপিয়ে বেড়িয়েছে।
  • revolutionary | 119.163.234.4 | ০৩ এপ্রিল ২০১৭ ০৪:৫০723797
  • ৩০ কোটি লোক থাকলে সিঙ্গল পেয়ার হবে না কেন? রিস্ক পুল তো লোক বেশী হলেই বেশী ভাল কাজ করবে।

    আপনি খুব রেগে আছেন, তাই রসিকতাও দেখতে পাচ্ছেন না। বামপন্থী কথাটার পরে একটা কোশ্চেন মার্ক আছে। অর্থাৎ আমি বলতে চেয়েছিলাম, ওবামাকেয়ারের ইন্ডিভিজুয়াল ম্যান্ডেট আসলে দক্ষিণপন্থীদের আইডিয়া।
  • SS | 160.148.14.3 | ০৩ এপ্রিল ২০১৭ ১৮:৪২723798
  • এই টইটা দেখে আর পুরোনো কিছু পোস্ট পড়ে বেশ মজা লাগল।
    আর রেভোলিউশনারি চলে এসেছেন দেখছি। ঘুম ভেঙ্গে গেল এর মধ্যে? এখনো ২০২০ আসতে তিন বছর বাকি। আর একটু ঘুমিয়ে নিন। আর অন্য গ্রিন কমরেডদের কি খবর? কিস্টোন পাইপলাইন অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু। জিল স্টাইনের টিকিও দেখতে পেলাম না।
    আর আপনার সিলেক্টিভ অ্যামেনেশিয়া কাটলে ইতিহাসটা একটু ভাল করে ঝালিয়ে নেবেন। ১৯৯৩তে হেলথ কেয়ার ডিবেটের সময় যিনি পাবলিক অপশানের জন্যে সওয়াল করেছিলেন তার নাম হিলারি ক্লিন্টন। ২০১৬ এও ক্লিন্টন জিতলে পাবলিক অপশন যোগ হত ওবামাকেয়ারের সাথে। আপনি আর গ্রিন কমরেডরা সেই ইতিহাসটা মাথায় রাখলে ভাল হত। আর গরসেচ নিয়ে হোয়াইনিং দেখে আরো হাসি পাচ্ছে। হিলারি প্রেসিডেন্ট না হলে যে কোনো ট্রি হাগিং লিবেরাল নমিনেনেশন পাবেন, সেই কমন সেন্সটাও আপনাদের নেই। এই জয়েই বোধহই বিপ্লব আসি আসি করেও আর আ্সছে না। ইলেকশনস হ্যাভ কনসিকোয়েন্সেস। ইনফ্যাক্ট, আমি গরসাচের থেকেও ফিলিবাস্টার নিয়ে চিন্তিত।
    বিল মারের একটা কোট উল্লেখ করার লোভ সামলাতে পারছিনা, কালকেই শুনলাম। ইউ থট হিলারি ইজ অ বিচ, ট্রাই কার্মা। মার অবশ্য মাইক ফ্লিনকে বলেছেন, তবে আপনাদের জন্যেও অ্যাপ্লিকেবল।
  • SS | 160.148.14.3 | ০৩ এপ্রিল ২০১৭ ১৮:৪২723800
  • জয়ে নয়, জন্যে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন