এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বেচ্ছাচারে রাশ টানুক দল

    Dipankar Mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩১ অক্টোবর ২০১৬ | ২৪৭৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dipankar Mukhopadhyay | ৩১ অক্টোবর ২০১৬ ০১:৪৫726462
  • পাড়ায়-পাড়ায় তৃণমূল কংগ্রেসের অাশীর্বাদ নিয়ে কিছু ক্লাব স্বেচ্চাচারে মেতেছে। এই ধরনের ক্লাবগুলির ওপর আশীর্বাদের প্রশ্রয় রয়েছে দলের এক শ্রেণীর ছোটো-বড়-মাঝারি নেতার, যাঁরা মুখ্যমন্ত্রীর কাছের মানুষ বলে নিজেদের প্রতিপন্ন করে ক্ষমতার অপব্যবহার করতে পছন্দ করেন। স্থানীয় থানা পর্যন্ত এই সব নেতার কথায় ওঠে-বসে। দীর্ঘদিন সাংবাদিকতা করার অভিজ্ঞতায় স্পষ্ট বুঝতে পারি, এই সব তৃতীয়, চতুর্থ শ্রেণীয় নেতার কর্মকাণ্ডের বিশেষ কিছুই জানতে পারেন না নেত্রী। বরং বলা ভাল, তাঁকে জানতে দেওয়া হয় না। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা আটকে জলসা করা, মধ্যরাত পর্যন্ত শব্দবাজি পোড়ানো, লাউডস্পিকারের সীমাহীন চিৎকার...আজকের মুখ্যমন্ত্রী, এক সময়ের অগ্নিকন্যাকে চিনি বলেই বলছি, তিনি এসব পছন্দ করেন না। সাধারণ মানুষের স্বার্থে ব্যঘাত ঘটিয়ে উচ্ছৃঙ্খল কোনও উৎসবেরই সমর্থক নন তিনি। এক সময়ের কট্টর সিপিএম সমর্থক, মমতার বাপবাপান্ত করা, লাল পতাকা কাঁধে নিয়ে মিছিলে হাঁটা ছেলেপুলেদের দেখি সব ভুলে রাতারাতি তৃণমূলের হয়ে গিয়েছে। এক শ্রেণীর মার্কামারা বামঘেঁষা প্রোমোটারকে ক্ষমতাসীন দলের মেজো-সেজো-ছোটো নেতাদের পা চাটতে দেখে করুণা হয়। কোনও দলের ভাবমূর্তি নষ্ট করতে এঁরা দু-বার ভাবেন না। কারণ, এই সব সামাজিক কীটপতঙ্গের কোনও রাজনৈতিক মতাদর্শ নেই। নিজেদের আখের গোছাতে এঁরা কোলের সন্তানকে পর্যন্ত গিলোটিনে চড়াতে দ্বিধাবোধ করবেন না। অতএব, সময় থাকতেই, এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সিপিএম দলটিরও কিন্তু, শেষের দিকে, এমন দশাই হয়েছিল।
  • কল্লোল | 116.206.152.169 | ৩১ অক্টোবর ২০১৬ ০৮:১৭726533
  • ক্ষমতা বড় বালাই। ক্ষমতায় থাকলে এরা ভিড় করে আসে। আর ক্ষমতায় থাকতে গেলে এদের প্রয়োজন। তাই এখানে ব্যক্তিগত সত তা, সদিচ্ছা এসব কোন কাজই করে না।

    আপনার এই অভিজ্ঞতাটি অমূল্য - দীর্ঘদিন সাংবাদিকতা করার অভিজ্ঞতায় স্পষ্ট বুঝতে পারি, এই সব তৃতীয়, চতুর্থ শ্রেণীয় নেতার কর্মকাণ্ডের বিশেষ কিছুই জানতে পারেন না নেত্রী। বরং বলা ভাল, তাঁকে জানতে দেওয়া হয় না।

    এটা শুধু তৃণ্মূল নয় যেকোন ক্ষমতাসীন দল সম্পর্কেই ব্যতিক্রমহীণভাবে প্রযোজ্য।
  • PT | 213.110.242.23 | ৩১ অক্টোবর ২০১৬ ০৮:২৩726544
  • "বরং বলা ভাল, তাঁকে জানতে দেওয়া হয় না।"
    কল্লোলদা, তুমিও!!?
    ভবানীপুর থানা থেকে লোচ্চাদের ছাড়ানোর জন্যে থানায় গিয়ে হুজ্জুতির কথা এমন্কি সাংবাদিকরাও ভুলে গিয়েছে দেখছি!! বিধানসভা লন্ডভন্ড করে যে (অ)রাজনীতির শুরু তার তো একটাই রাস্তা.....লুম্পেনিকরণ!!
  • ট্রিডিঙ্গিপিডি | 69.97.157.4 | ৩১ অক্টোবর ২০১৬ ০৮:২৪726555
  • জানেন না/জানতে দেওয়া হয় না - ডাউট ইট। সাংবাদিকতার অভিজ্ঞতা? ঃ-)
  • s | 108.209.202.160 | ৩১ অক্টোবর ২০১৬ ০৮:৩৮726566
  • জানেন না / জানতে দেওয়া হয় না। মাই ফুট। আর নেত্রীর জানার কি দরকার? পুলিশ আছে কি করতে? পুলিশকে পুলিশের কাজ নিরপেক্ষ ভাবে করতে দিলেই হয়। সৌমেন মিত্রকে তো দিদিই সরিয়েছে।
    ন্যাকা ন্যাকা পোস্ট দেখলে কেশরাজি অগ্নিদগ্ধ হয়ে যায়।
  • | ৩১ অক্টোবর ২০১৬ ০৮:৫৫726577
  • জানে না/জানতে দেওয়া হয়্না!! গাছন্যাকা আর কাকে বলে? এই চতুর্দিকে মিডিয়ার উপস্থিতির যুগে "আমি ভাল ওরা দুষ্টু' এই ন্যাকামোকে পাতি মিথ্যেকথা ছাড়া কিস্যু বলা যায় না।
  • একক | ৩১ অক্টোবর ২০১৬ ০৯:০৭726588
  • সবাই সব জানে । মমতা জানে না আর গুরুতে খবর এলো এরকম ভাৱৰ কোনো কারন নেই । কংগ্রেসি লুম্পেনরা চিরকালই অমার্জিত প্রকৃতির । এটাই সিপুএম এর লুম্পেন হলে টাকা খেত কলকাতায় , ভিত উঠতো বোলপুরে , বাড়ির নাম থাকতো রবিবাবুর কাব্যগ্রন্থের নামে । কংগ্রেসি লুম্পেন বলে অমার্জিত বিত্ত প্রদর্শন - লেয়ারে লাপ্পা চোখে দেখা যাচ্ছে । সামলাতে সময় লাগবে এসব । রাবনের গুষ্টিকে সামলানো রাবনের পক্ষেও কঠিন ছিল । এখানেও কেও বেশি বাড়াবাড়ি করে জেলে যাবে , কারো ডানা ছাঁটা হবে , টেক্স টাইম । ভালোই তো তদ্দিনে বিরোধী দোল এগুলোকে ইস্যু করেই উঠে আসুক । যদি সত্যি ইস্যু হয় বাংলার মানুষ নিশ্চই পাশে থাকবেন ।
  • revolutionary | 195.11.180.67 | ৩১ অক্টোবর ২০১৬ ০৯:৩১726599
  • রাস্তা আটকে পুজো-টুজো চিরকালই ছিল। আগের ওদের সময়ে হত না? রাস্তা আটকে পুজো করায় অন্যায়টাই বা কি? আপনাদের এলিট মধ্যবিত্তের একটু অসুবিধা হয়, আপনাদের নেকু-পুষু কানে বাজীর আওয়াজ খুব লাগে। একটা কথা বুঝুন, মমতা হলেন জননেত্রী, সাধারণ সাব-অলটার্ন মানুষের নেত্রী। উনি তো আর জ্যোতি-বুদ্ধের মত প্রেসিডেন্সিতে পড়া, বিলেতফেরত ব্যারিস্টার নন। উনি বস্তি থেকে লড়াই করে উঠে এসেছেন। ওনার রাজত্বে সাধারণ খেটে খাওয়া মানুষ একটু আনন্দ উৎসব করবে। আপনাদের অসুবিধা হলেও করবে। আপনারা ঘরে বসে কেঁউকেঁউ করবেন, কিন্তু কিছুই করে উঠতে পারবেন না। সরকারী কর্মচারীদের ডিএ না দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন নিরন্ন মানুষের আনন্দ-উৎসবের আয়োজন জননেত্রীর কাছে এইসব পরগাছা মধ্যবিত্তের বিলাসের খরচ যোগানোর চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ।

    যত তাড়াতাড়ি এসব বোঝেন ততই আপনাদের পক্ষে ভাল। আপনাদের গাড়ী বাড়ী বিলাসের খরচ আপনারাই যোগাড় করুন। সরকারের টাকা গরীবকে রিলিফ দিতে ব্যবহার হবে। সরকার সবটা দিতে না পারলে পাড়ার ক্লাবেরা, নেতৃর বিশ্বস্ত সৈনিকেরা আপনাদের কাছ থেকে চাঁদা তুলে পুজো, উৎসব করবে। নেত্রী এসব জানেন, এবং তিনি এটাই চান।
  • PT | 213.110.242.23 | ৩১ অক্টোবর ২০১৬ ০৯:৪০726610
  • তার সঙ্গে এইসবও এট্টু-আধ্টু হবে। মেনে নিলেই হলঃ
  • একক | ৩১ অক্টোবর ২০১৬ ১০:০৪726463
  • বাহ এত ভালো খবর ! আইবি অন ডিউটি :)
  • কল্লোল | 116.216.182.49 | ৩১ অক্টোবর ২০১৬ ১৩:৩৫726474
  • "জানতে দেওয়া হয় না" এটা খুবই সত্যি, এবং সাধারণভাবেই সত্যি। এমন কখনো-ই নয় যে শুধু মমতাকে জানতে দেওয়া হয় না, বুদ্ধদেব ও সিপিএম নেতৃত্বকেও জানতে দেওয়া হতো না।

    জানতে দেওয়া হয় না কথাটার মানে কি? ঘটনা সম্পর্কে অবহিত না থাকা? না, কোনভাবেই তা নয়। সুজেটের ধর্ষনের কথা মমতা জানতো না? কারা করেছে ইত্যাদি সব খবরই গেছে মিডিয়া থেকে। এরপর মমতা দুভাবে বিস্তারিত জানতে চাইবে - ১) পুলিশের থেকে, ২) দলের থেকে। তারা উভয়েই বলে দেয় - ওগুলো কোন ব্যাপার নয়। সামান্য কলগার্ল আর খদ্দেরদের ঝামেলা। এরকমই সব ব্যাপারে হয়। এটা বাম আমলেও একইভাবে হতো। সিঙ্গুরের জমি নিয়ে প্রশাসন ও পার্টির স্থানীয় নেতাদের রিপোর্টে কোথাও বলা হয়নি যে ঐ জমিগুলি খুবই উর্বর। বরং উল্টোটা বলা হয়েছে। ২০১১তে ভোটের ফল নিয়েও একই রকম খেলা হয়েছে।
    ক্ষমতার কিছু দায় থাকে। তাকে মেনে নিতে হয় ক্ষমতাসীনদের। তারা ব্যক্তিগতভাবে সৎ না অসৎ তাতে কিছুই এসে যায় না। সকলকেই আমলা-পুলিশ ও দল নির্ভর হয়ে চলতে হয়,সব জেনে বা না জেনে।
  • কল্লোল | 116.216.182.49 | ৩১ অক্টোবর ২০১৬ ১৩:৪০726485
  • আর ঠিক সেই কারনেই গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা এতো গুরুত্বপূর্ণ। সে ভূমিকাও ঠিকঠাক পালিত হয় না। কেউ সংকীর্ণ স্বার্থ দেখে, কেউ ক্যাবলা গোছের হয়ে থাকে।
  • PT | 213.110.242.23 | ৩১ অক্টোবর ২০১৬ ১৫:৫৭726496
  • তোমাকে কি এইসব লিখতেই হবে কল্লোলদা?
    যদিও জানতামই যে তুমি সিঙ্গুর টেনে আনবে। কিন্তু সিঙ্গুর প্রসঙ্গে জানা যায় যে বুদ্ধবাবু "নাকি" স্থানীয় কৃষক সভার মতামত নেননি। সংবাদপত্র বহুবার জানিয়েছে যে জ্যোতি বাবুও এই প্রশ্ন করেছিলেন। এসব সত্যি হলে এই দাঁড়ায় যে স্থানীয় কৃষক সভা (= স্থানীয় নেতা)-র মতামত না নিয়ে (বা উপেক্ষা করে) আলিমুদ্দিন সিঙ্গুরকে টাটার হাতে তুলে দেয়। এমনকি রেজ্জাক মোল্লাও নাকি এর বিরুদ্ধে ছিলেন।
    অর্থাৎ কিনা এইসব টুকরো খবর সত্যি হলে তোমার অব্স্থান খুবই পিছল জমিতে বিপজ্জনক হয়ে দাঁড়ায় (বা দাঁড়ায় না-পিছলে যায়)।

    আর যিনি কেষ্টাকে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে সমর্থন জানান তিনি নাকি কেষ্টার অক্সিজেনের অভাব ছাড়া আর কিছু জানতেন না----ওঃ মা-----গো!! কবে শুনব তিনি জানতেনও না যে বিধানসভা লন্ডভন্ড করা হবে!!
    তোমার কি হয়েছে কল্লোলদা?
  • | 212.142.90.163 | ৩১ অক্টোবর ২০১৬ ১৬:০৮726507
  • পিটি মাইরি কল্লোল দার বিশ্লেষনে ক‍্যাবলা গোছের টা দিলপে নিয়ে নিয়েছে‌‌।ঃ-)))))))=)
  • গোলা | 56.101.98.208 | ৩১ অক্টোবর ২০১৬ ১৭:২৮726518
  • হ কী ব নাকি?
  • + | 168.125.51.122 | ৩১ অক্টোবর ২০১৬ ১৭:৩৪726529
  • সাধারণত রাজনীতির টইতে লিখিনা। কিন্তু শুরুতেই কয়েকটা এমন লইন চোখে পড়ল যেমন

    'সাধারণ মানুষের স্বার্থে ব্যঘাত ঘটিয়ে উচ্ছৃঙ্খল কোনও উৎসবেরই সমর্থক নন তিনি। '

    'শহরের গুরুত্বপূর্ণ রাস্তা আটকে জলসা করা, মধ্যরাত পর্যন্ত শব্দবাজি পোড়ানো, লাউডস্পিকারের সীমাহীন চিৎকার।।।আজকের মুখ্যমন্ত্রী, ...., তিনি এসব পছন্দ করেন না।'

    এগুলো কোনো মনে হয়? বুদ্ধবাবু-জ্যোতিবাবু পছন্দ করত বলে কোনো প্রমাণ আছে নাকি (সিদ্ধার্থবাবুর জমানায় জন্মাইনি, জানিনা)?? শুধু শুধু মমতাকে এত ভালো প্রমাণ করার দায় কেন? কোনো উঁচু তলার নেতা-নেত্রীই অফিসিয়ালি এসব পছন্দ করেননা। কিন্তু এসব বন্ধ করলে আর উঁচু তলায় পৌঁছতে হবেনা।
  • কল্লোল | 116.216.180.75 | ৩১ অক্টোবর ২০১৬ ১৮:৫৪726530
  • বিধানসভায় গন্ডোগোল করা তৃণমূলের সিদ্ধান্ত ছিলো। মমতাও তার শরিক। কে বললো মমতা জানতো না?
    কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে গেলে নিজেদের জামানায় খারাপ কিছু ঘটলেই তাকে পুলিশ-প্রশাসন ও দলের থেকে খোঁজ নিতেই হবে। তখন পুলিশ-প্রশাসন ও দল (যেকোন আমলের মতো-ই) ওসব লঘু করে দেখায় বা অস্বীকার করে, ফলে মুখ্যমন্ত্রীরা সত্য জানতে পারেন না।
    শুধু সিঙ্গুর? ঐ যেমন, বুদ্ধদেব নাকি জানতো না নন্দীগ্রামে পুলিশ গুলি চালাবে।

    সেই কারনেই বিরোধী দলকে সজাগ থাকতে হয়, প্রতিবাদ-প্রতিরোধ করতে হয়, হল্লাগুল্লা করতে হয়। বাসের সামনের দরজা দিয়ে উঠে পিছনের দরজা দিয়ে নেমে যাবার মতো সার্কাস করলে হয় না।

    সুদীপ্তর শাহাদৎ ফক্কা হয়ে গেলো। সারদা-নারদা লোকে ভুলতে বসলো। সিভিক ভলেন্টিয়ার কেসে রাজ্যসরকারের হাইকোর্ট থেকে ল্যাজেগোবোরে হওয়া হাওয়ায় মিলিয়ে গেলো।
    বিরোধীতা ফিসফিস ফেরাইতে আটকে গেলো।
  • amit | 37.33.181.42 | ৩১ অক্টোবর ২০১৬ ১৯:৩৫726531
  • অর্থাৎ কিনা যত দোষ, সকলই বিরোধী ঘোষেদের। রাজা তথা মমতা কান দিয়ে দেখবেন, এসব তো কতোই হয়। বেচারাসিপিএম, মরে গিয়েও বারবার মরে প্রমান করতে হচ্ছে যে তারা জীবিত।
  • rabaahuta | 161.191.175.194 | ৩১ অক্টোবর ২০১৬ ২১:৩৪726532
  • সিপিএম ফিশফ্রাই খায় এই নিয়ে তো হাসি ঠাট্টা অনেক হয়েছে, আমিও করেছি। কিন্তু তার সঙ্গে মমতার জানাশোনার কি সম্পর্ক কে জানে।
    পার্কস্ট্রীট কান্ডে চামচারা বললো বাণিজ্যিক ঝামেলা, মুখ্যমন্ত্রীও সেই শুনে বিবৃতি দিয়ে দিলেন, অন্যপথে চলতে গিয়ে পুলিশকর্তা কেস খেয়ে গেলেন, এর থেকে যদি বুঝতে হয় মুখ্যমন্ত্রীকে 'জানতে দেওয়া হয়নি' বলে তিনি 'জানেন নি', তাহলে..., ইনফ্যাক্ট তাহলে যে কি সেটা আমার বোঝার সাধ্য নেই।

    জগ ছোড়া তাজা ছেলে, গুড় বাতাসায় অক্সিজেন, ধর্ষন সাজানো, হায় অপাপবিদ্ধ অজ্ঞানতা।
  • কল্লোল | 116.216.181.96 | ৩১ অক্টোবর ২০১৬ ২১:৩৮726534
  • কান দিয়ে দেখার দোষটা সব ক্ষমতাসীনেদেরই একচেটিয়া। বিরোধীরা ক্যাবলা হয়ে থাকলে, সেটা তো তাদের দোষ বটেই। তারা তো আছেই ক্ষমতাসীনেদের কান মলে দেওয়ার জন্যে। সে কাজটা না করে খালি মাথা চুলকালে হব্বে?
  • cb | 132.169.49.131 | ৩১ অক্টোবর ২০১৬ ২১:৫০726535
  • দীপংকর বাবু হ্যাজ সাম এক্সপ্লেনিং টু ডু। আশাকরি উনি লোকের পোস্নোগুলির জবাব দেবেন।
  • কল্লোল | 116.216.181.96 | ৩১ অক্টোবর ২০১৬ ২১:৫১726536
  • রবাহুতো। কেসটা হলো এরকম।
    আমি একটা ইস্কুলের সেক্রেটারী, সর্বেসর্বা। আমার সন্তানটি ইস্কুলে প্রচুর বাঁদরামী করে। অভিভাবকেরা মাস্টারদের/হেডুকে নালিশ করে। কিন্তু তাতে কোন লাভ হয় না। শেষে তারা আমায় নালিশ করলে, আমি কি করবো? সেই হেডু/মাস্টারদের ডেকে বলবো তো - এসব কি শুনছি? আপনারা কি করছেন? অ্যাঁ??? তারা আমায় বলবে - না, স্যার ওসব দুষ্টু লোকেদের রটনা। আমনার সন্তানটি এক্কেবারে ভালো ছেলে। তাই সকলে হিংসে করে ওর নামে ওসব মিছিমিছি বলে। মহাভারতের ধৃতরাষ্ট্র চরিত্র পড়া আছে তো। ক্ষমতাসীনেরা ওরকম হন - ব্যাতিক্রমহীনভাবে। তাই তাদের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ, প্রতিরোধ খুব জরুরী।
  • s | 77.59.60.122 | ৩১ অক্টোবর ২০১৬ ২২:০৪726537
  • অভিভাবকেরা মাস্টারদের/হেডুকে নালিশ করে। কিন্তু তাতে কোন লাভ হয় না।
    -------------------
    এটাই তো প্রশ্ন। লাভ হয়না কেন? নিশ্চয়ই হেডুকে বলা আছে যে আমার বাচ্চা গোলমাল করলে বকাবকি করবেন না।
    যদি বলা থাকত যে আমার বা অন্যের যার বাচ্চাই বাঁদরামি করবে, ধরে উদোম ক্যালাবেন, তাহলে আর অভিভাবকদের নালিশ করার দরকার পড়তো না।
  • sm | 53.251.91.253 | ৩১ অক্টোবর ২০১৬ ২২:১২726538
  • বিধগ্ধ্ব জনেরা রাজনীতি নিয়ে এতো নাইব কমেন্ট করছেন কেন? পব তে অধিকাংশ জনতা ;বিশেষত রাজনৈতিক নেতারা খালি ক্ষমতার পাশে থাকার জন্যই রাজনীতি করে। আদর্শ ফাদর্শ হলো মুখের কথা । সাধারণ জনতা জানে সরকারি দলের পাশে থাকলে তাকে কেউ ঘাঁটাবে না উপরন্তু কিছু লোকের পেছনে কাঠি করা যাবে।
    রাজনৈতিক নেতারা এক কাঠি ওপরে।
    যেমন লক্ষণ শেঠ যায় বি যে পি তে,রেজাকে মোল্লা যায় তিন মুলে,সুব্রত মুকুজ্জে যায় তৃণমূলে,মানস যায় তিনো তে।
    আজকে ভালো মন্ত্রিত্বের টোপ দেখলে সিপিএম এর ও অনেক পক্ককেশ নেতাই তিনো তে যোগ দিতে দৌড়োবে।
    নেতা দের চলতে হয় জনগণের পালস বুঝে।
    যেমন আমাদের পাড়াতে কালী পুজোয় তারস্বরে মাইক বাজলে বা শব্দ বাজি ফাটলে লোকজন আপত্তি করতে পারে কিন্তু এক পা দূরে বাজারের কালী পুজোয় এগুলো মাস্ট ।পয়সা ওয়ালা লোকজনের সংখ্যা ওখানে বেশি কিন্তু তার সঙ্গে রয়েছে প্রচুর সংখ্যায় শ্রমিক শ্রেণীর লোক।
    সব মিলিয়ে ওখানকার পুজোয় ওসব জিনিস আবশ্যিক। তো কাউসিলার কি করবে?ভোটার জন্য এদের কে সাপোর্ট দিতেই হবে।
    সুতরাং ঘুন পোকায় আক্রান্ত রাজনীতি থেকে এর বেশি এক্সপেক্টেশন রাখলে হতাশ হতেই হবে।
  • rabaahuta | 161.191.175.194 | ৩১ অক্টোবর ২০১৬ ২২:২২726539
  • বিরোধীদের বিরোধীতা করা উচিত এটা নিয়ে মতানৈক্য নেই।
    কিন্তু অপরাধ বিষয়ে গাম্বাটের মত (সাজানো/তাজা/অক্সিজেন) মন্তব্য করলে জানে না/জানতে দেওয়া হয় না - এইসব মন্তব্য মানা যায়না, খঞ্জ জাস্টিফিকেশন মনে হয়।

    সেটা সিপিয়েম করলেও মনে হতো, তৃণমূল করলেও মনে হয়। সাবাই অন্যায় করে বলে মমতার অন্যায়তা জাস্টিফায়েড হয়না তা বলার অপেক্ষা রাখে না ঠিকই, কিন্তু মমতার অন্যায় প্রসঙ্গে সিপিয়েমএর ফিশফ্রাই নিয়ে এলে মনে হয় মমতার জন্যে জাস্টিফিকেশন খোঁজা হচ্ছে, এইটুকুই।

    শাসকের অন্যায়টা প্রথমত শাসকের অন্যায়। বিরোধীদের নিষ্ক্রিয়তা দিয়ে তো এর জাস্টিফিকেশন হয় না।
  • sm | 53.251.91.253 | ৩১ অক্টোবর ২০১৬ ২২:২৩726540
  • # নাইভ।
  • PT | 213.110.242.6 | ৩১ অক্টোবর ২০১৬ ২২:৩৫726541
  • কল্লোলদা চায় না তিনূদের জাস্টিফাই করতে কিন্তু শেষ পর্যন্ত যা বলে তা জাস্টিফাই করার তুল্য হয়ে যায়।

    এই যেমন বিধানসভা লন্ডভ্ন্ড করা নাকি তিনূদের সিদ্ধান্ত ছিল-মমতা শুধু সেই সিদ্ধান্তের শরিক!! এমনতর বালখিল্যতম রাজনৈতিক ভাষ্য এমনকি জাগো বাংলাও ছাপায় না।
  • sm | 53.251.91.253 | ৩১ অক্টোবর ২০১৬ ২২:৪৯726542
  • ঠিক যেমন মহাকরণ অভিযান,নন্দীগ্রামে গুলি চালানোর ডিসিশন পুলিশ কর্তার সচিবের ছিল ;মুখ্য মন্ত্রীরা কিছু জানতো না।
  • PT | 213.110.242.6 | ৩১ অক্টোবর ২০১৬ ২৩:১১726543
  • কে জানে! সেইজন্যেই হয়্ত তিনি তিনোতে আশ্রয় নিয়েছেন!! অথবা একমাত্র তিনিই আসল ঘটনা জানেন। সেজন্যেই তাঁকে তিনোরা ভোটে হারার পরেও কি একটা উচ্চাসনে বসিয়ে রেখেছে।
  • ranjan roy | 132.162.202.230 | ৩১ অক্টোবর ২০১৬ ২৩:৩৪726545
  • সত্যিই রেভোলুশনারি বক্তব্য!'

    সরকারি কর্মচারিরা পরগাছা!
    কর্মচারির ডিএ মানে বাড়ি-গাড়ি-বিলাসের খরচ!
    আর সরকারি কর্মচারিরা ট্যাক্সো দেয় না!
    সেই টাকা রাস্তা আটকে আনন্দ উৎসবের জন্যে ক্লাবকে খরচা করতে দেওয়া হবে?
    তাদের ডিএ দেওয়া হবে না, আবার ট্যাক্সও নেওয়া হবে? সেই ট্যাক্সের টাকায় সাব-অল্টার্নের ফুর্তি হবে? একেবারে ভাতে-মারবো-পানিতে -মারবো কেস!
    ওদের খরচ ওদেরই জোগাড় করতে হবে? কী করে? ওরা না ছবি আঁকতে জানে? না কবিতা লিখতে? ওরা অতি অপদার্থ!
    বেশ হয় যদি মাননীয়া মুখ্যমন্ত্রী এইসব পরগাছা অকর্মণ্যদের একেবারে ফুটিয়ে দিয়ে দলীয় কর্মী বা সাব-অল্টার্নদের দিয়ে প্রশাসন চালান।
    বিনীত প্রশ্নঃ
    সরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদেরও ডিএ আটকে আছে। তাঁরাও কি পরগাছা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন