এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বেচ্ছাচারে রাশ টানুক দল

    Dipankar Mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩১ অক্টোবর ২০১৬ | ২৪৮০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ১০:৪৭726579
  • না সেটা বলছিনা । তারা ওই ফাঁকিবাজ চুতিয়াদের প্রতি কমরেডশিপ প্রদর্শনটা বন্ধ করুক । ওটা কোথাও নিয়ে যাচ্ছেনা ।
  • b | 135.20.82.164 | ০১ নভেম্বর ২০১৬ ১১:০২726580
  • মুশকিল হল, কিছু কিছু প্রাইভেট সেক্টরের (যেমন বেসরকারী হাসপাতাল) জনগণ যত তেড়ে ফুঁড়ে নিষ্ঠাভরে কাজ করবে তত কাস্টমারদের জি মারা যাবে।
  • cm | 127.247.98.56 | ০১ নভেম্বর ২০১৬ ১১:১০726581
  • স্টেট ক্যাপিটালিজমের একরকম মানে জানতাম, আর কয়দিন আগে জানলাম চমস্কির প্রয়োগ। তারপর মনে হচ্ছে এই প্রাইভেটও একই জায়গা থেকে রসদ জোটাচ্ছে। সরকার বা গরীবের ট্যাক্সোতে আর দেশের প্রাকৃতিক সম্পদেই সব চলে। সরকারী কর্মচারীদের নাটবল্টু টাইটের সাথে বেসরকারীদেরও একই সাথে কষে দেওয়া যায়।
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ১১:১৯726582
  • একশোবার দেওয়া হোক । দেওয়া দরকার তো । মধ্যবিত্ত সেকশন হচ্ছে ক্যাপিটালিজম মডেলের সবচে বিপজ্জনক এরিয়া যারা একটা ফানেলের ঠিক মাঝখানে বসে আছে এবং চাইছে নানারকম থিওরি মাড়িয়ে কীকরে নীচের দিকে ট্রিকল ডাউন হওয়াকে আটকানো যায় , পুরোটাই নিজের ভোগে লাগে । মার্কেট ক্যাপিটালিজম আন্তে গেলেও আগে মধ্যবিত্তের পেছনে খ্যাপা কুত্তা লেলিয়ে দেওয়া জরুরি । নইলে পুরোটা এক জায়গায় গিঁট পাকিয়ে আটকে থাকবে । এদেরকে ছত্রভঙ্গ করে দিলেই মালকড়ি ঠিক নিচের দিকে নাব্বে ।
  • PT | 213.110.242.6 | ০১ নভেম্বর ২০১৬ ১১:২৭726583
  • "এই বেশি মাইনের কথাটা বলা হচ্ছে একটা মধ্যবিত্ত শ্রেনীর দিকে আঙ্গুল তুলে যারা বাম সরকারের চোখ বন্ধ ভোটার হয়েছিল এবং আনুগত্য দেখিয়েছিল এই কারণেই যে তাদের ঢেলে টাকা বিলি করা হয়েছিল মাইনের নামে ।"

    মধ্যবিত্ত শ্রেণীর ঠিক কতজন সরকারী কর্মচারী? কিন্তু কোন সরকারই তাদের ইচ্ছেমত সরকারী কর্মীদের মাইনে বাড়াতে কমাতে পারেনা। কাজেই বাম সরকারের "ঢেলে টাকা বিলি করা" বাক্যটি শুধু অতিশয়োক্তি নয়, সম্পূর্ণ অবাস্তব, অবান্তর ও কাল্পনিক (সব শব্দই পার্লামেন্টারিয়ান আশা করি!!)।

    আর ভোটের হিসেব যদি ধরা হয় তাহলে রাজ্যসরকারের সব কর্মচারী (x২) বামেদের ভোট দিলেও শুধু ঐ ভোটের সাহায্যে বামেদের ক্ষমতায় থাকার কোন সম্ভাবনাই নেই। তিনো সরকারও সরকারী কর্মচারীদের ভোটে জিতে ক্ষমতায় নেই। যাদের ভোট তাদের ক্ষমতায় রেখেছে তাদের গরিষ্ঠাংশই সরকারী চাকরী করে না। সেটা হয়না বলেই হিসেব বহির্ভূত টাকা বিলিয়ে মদ-মাংসের জোগান দিয়ে ভোটের আমদানির ব্যবস্থা এই আমলেই পুরোদস্তুর চালু হয়েছে।

    (অবিশ্যি সিয়াচিনের জুতোর হিসেবের চাইতে এই আলোচনাটা সহক্জতর ও হরিদাসের বুলবুলভাজার মত অনন্তকাল মুচমুচে থাকবে!!)

    "এটা কি কোনো যুক্তি হলো পিটি? বয়স তো বাড়ছে। শাক ঢাকতে ঢাক আমদানি করলে চলবে?"
    কারো কারো বয়স বাড়লেও লেখাপড়ার বহর বাড়েনা তাই তারা শিশু সুলভ কথা বলতেই থাকে। শুধু ডাক্তাদের পয়্সা খাওয়ানোর (ঘুষ?) প্রচেষ্টা নিয়ে খবর রাখার চেষ্টা করলেই শৈশব থেকে কৈশোরে উত্তরণ করা যায়।

    এটা বিদেশেঃ
    Excluding research payments, the drugmaker Pfizer appeared to have interactions with the most health care professionals last year 2014 about 142,600. AstraZeneca came in second with about 111,200. Johnson & Johnson and Forest Labs each had nearly 100,000. There are an estimated 800,000 to 900,000 active doctors in the United States.

    বিদেশে তবু হিসেব আছে, এদেশে?
    In India, gift-giving drives drugmakers' marketing
    http://in.reuters.com/article/india-pharma-kickbacks-idINDEE88G0A320120917
  • sm | 53.251.90.36 | ০১ নভেম্বর ২০১৬ ১৩:০৭726584
  • আপনি 30 -40 কোটি লোক কে কি করে বেশি অপরাধী বানাচ্ছিলেন ?
  • PT | 213.110.242.5 | ০১ নভেম্বর ২০১৬ ১৩:৪৮726585
  • এবার গোলপোস্ট সিয়াচিনে পাঠানোর সময় হয়েছে......
  • rabaahuta | 161.191.175.196 | ০১ নভেম্বর ২০১৬ ২০:৫১726586
  • সরকারী কর্মচারীদের মাইনে/সুযোগ সুবিধে বেশী? কাদের তুলনায়? কর্পোরেট গুলির তুলনায়? আইটি ইত্যাদি? অ্যাপ্রাইজাল চাকরী যাওয়া এইসব হয় বটে। আবার সরকারী কর্মচারীদের দুর্গম জায়গায় যেতে হয়, ভোটের ডিউটিতে গিয়ে ক্যাল খেতে হয়, ত্রিপুরায় তো একসময় পাহাড়ের দিকে অপহরন হওয়া বা গুলি খাওয়া খুব অপ্রত্যাশিত ছিল না। গ্রামে গঞ্জে মাইলের পর মাইল হেঁটে স্বাস্থ্যকেন্দ্র, সর্বশিক্ষা, অঙ্গনওয়াড়ি এইসব জায়গায় কাজ করতে যেতে হয়। পঞ্চায়েত প্রধানের খিস্তিও খেতে হয়। রাজনৈতিক দলগুলির বাওয়ালি ব্যালেন্স করতে হয়। সাহিত্যের ব্যাকগ্রাউন্ডের হেডমাস্টারমশাইকে অনুদানের ব্যালেন্সশিট মেন্টেন করতে গিয়ে নাকের জলে চোখের জলে হতে হয়। অ্যাকাউন্টসের লোক আবার কি।

    তা, সমসত্ত্ব তো আর কিছু নয়, অনেকেই লঙ্কায় যায়, রাবণও হয়।

    আর তারপর প্রতিদিন সরকারী কর্মচারীরা কেমন কাজ কর্ম করেন না সেই নিয়ে হাসি ঠাট্টায় যোগ দিতে হয়, লোকজন আবার সরকারী কর্মচারী নিয়ে গান লিখে বাজারও ধরে ফেলেনঃ)

    শহরে অবশ্য অনেক সুবিধেজনক জীবন। গ্রামে গঞ্জে আর কে যাচ্ছে।
  • sm | 53.251.91.253 | ০১ নভেম্বর ২০১৬ ২১:১২726587
  • কজন সরকারি কর্মচারী গ্রামে বা দুর্গম জায়গায় কাজ করে।ধরা যাক অঙ্গনওয়াড়ি বা আই সি ডি এস কর্মী।এনারা বা ড়ি বাড়ি গিয়ে কাজ করে;সত্য। কিন্তু এরা সব্বাই চুক্তি ভিত্তিক কর্মী। বেতন পায়না; মাসের শেষে অনধিক হাজার দুয়েক টাকা পায়।এদের স্যালারি নেই, ডি এ নেই ,পেনশন ও নেই।
    এদের সঙ্গে কর্পোরেশন বা মহাকরণে বসা সরকারি কর্মী দেড় তুলনা!
  • Blank | 213.132.214.87 | ০১ নভেম্বর ২০১৬ ২১:২১726589
  • সরকারী আপিস গুলো কি সব ই কোলকেতা, বোম্বাই, দিল্লী তে? গ্রামের দিকে কোনো আপিস নেই?
  • sm | 53.251.91.253 | ০১ নভেম্বর ২০১৬ ২১:২৩726590
  • আছে, কিন্তু সংখ্যায় কম।মফস্বলে বেশ কিছু আছে। সেখানে আবার সকারী কর্মচারী মানে একদম শের !
  • Rabaahuta | 76.87.84.66 | ০১ নভেম্বর ২০১৬ ২১:২৪726591
  • "কিন্তু এরা সব্বাই চুক্তি ভিত্তিক কর্মী। বেতন পায়না;"
    -এটা ভুল তথ্য।
  • PT | 213.110.242.5 | ০১ নভেম্বর ২০১৬ ২১:৩০726592
  • কত কম জেনে কত বেশী কথা বলা যায়!!
  • Blank | 213.132.214.87 | ০১ নভেম্বর ২০১৬ ২১:৩৩726593
  • মানে কোলকাতায় সরকারী আপিসের সংখ্যা বাংলার গ্রাম গুলোতে সরকারী আপিসের সংখ্যার চেয়ে বেশী !!
    কোলকাতার কাজ করা সরকারী কর্মচারীর সংখ্যা গ্রাম গুলোতে কাজ করা সরকারী কর্মচারীর চেয়ে বেশী !!
    নিন, কোলকাতার সাথে দুর্গাপুর আর শিলিগুড়ি ও জুড়ে দিলাম।
  • π | ০১ নভেম্বর ২০১৬ ২১:৩৮726594
  • হুতোর ৮ঃ৫১ এ ক।

    শহরের বাইরে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলিতে একবার আসুন একটু। দেখবেন কত সুখের জীবন।
  • sm | 53.251.91.253 | ০১ নভেম্বর ২০১৬ ২১:৫১726595
  • তাই নাকি?অঙ্গনওয়াড়ি কর্মীদের ডি এ ,পেনশন এগুলো আছে?
  • π | ০১ নভেম্বর ২০১৬ ২১:৫৬726596
  • আইসিডিএস কর্মী কেন দুহাজার পাবেন ?

    আইসিডিএসের হেল্পাররা কম পান। কিন্তু সেও দু হাজার নয়।

    ঘরে ঘরে গিয়ে কাজ করেন আশাকর্মীরা। তাঁরা সত্যিই খুব কম পান। কারণ তাঁরা সে অর্থে কর্মী নন, ভলান্টিয়ার আক্টিভিস্ট। ইন্সেন্টিভ মডেলে টাকা পান। এস সি এস টি বিপিএল এর হাসপাতাল ডেলিভারি হলে টাকা, গর্ভকালীন পরিদর্শন করালে টাকা, জ্বর হলে স্লাইড নিয়ে গেলে টাকা, স্লাইড ম্যালেরিয়া পজিটিভ হলে আরো টাকা, এইরকম মডেলে।
  • sm | 53.251.91.253 | ০১ নভেম্বর ২০১৬ ২২:০০726597
  • আই সি ডি এস কর্মীরা কত পান?
    তাদের কি সরকারি কর্মী বলতে যা বুঝি তাই মনে হয়?
  • PT | 213.110.242.5 | ০১ নভেম্বর ২০১৬ ২৩:২৪726598
  • ২০০৪ থেকেঃ
    New government employees will no longer get an assured pension, which is at present 50 per cent of their last drawn salary.
  • sm | 53.251.91.253 | ০১ নভেম্বর ২০১৬ ২৩:৪৩726600
  • নিউ পেনশন স্কীম টা কি? পেনশন কি উঠে গেছে- পিটি বাবু?
  • PT | 213.110.242.5 | ০২ নভেম্বর ২০১৬ ০০:১৪726601
  • নিজে লেখাপড়া করে নিন।
  • rabaahuta | 161.191.175.194 | ০২ নভেম্বর ২০১৬ ০১:১৯726602
  • এসেম, আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনক্রম নিয়ে এক্ষুনি রেফারেন্স নেই, তাই সুনির্দিষ্ট তথ্য দিতে না পারা পর্যন্ত, 'ভুল তথ্য' মন্তব্যের জন্যে সরি। 'তাদের কি সরকারি কর্মী বলতে যা বুঝি তাই মনে হয়' -এইবার সরকারী কর্মী বলতে কি বুঝি সেট একটা প্রশ্ন, সরকারী কাজ যাঁরা করেন তাঁরা সরকারী কর্মী, তাঁদের মধ্যে কে কম মাইনে পান কে বেশী পান সেইসব ভাগাভাগি কি করে হবে, হ্যাঁ, স্থায়ী কর্মী অস্থায়ী কর্মীর ভাগ হতে পরে। তবে অঙ্গনওয়াড়ী ইত্যাদিতে হেল্পার থাকেন, সুপার্ভাইজার থাকেন। ভিলেজ মাদার বলেও একটা পদ বোধয় আছে, তবে সেটা কোন বিভাগে জানিনা।

    গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়া জোটানো, মহিলাদের স্বাস্থ্যবিধি শেখানো, পরামর্শ দেওয়া, এইসব কাজ শিক্ষাবিভাগের স্থায়ী, ডিএ পেনশন ওয়ালা কর্মচারীরাও করেন, বালোয়াড়ি স্কুল চালান ইত্যাদি। এখন তাঁরা ঠিক কোন শ্রেণী/বিভাগে পড়েন তা জানা নেই। গাছের তলায় স্কুল চালান, একজন কর্মী পাঁচখানা স্বাস্থ্যকেন্দ্রে দৌড়োদৌড়ি করেন।

    সবাই মহান সেরকম কোন দাবী অবশ্যই নেই।

    'এদের সঙ্গে কর্পোরেশন বা মহাকরণে বসা সরকারি কর্মী দেড় তুলনা' - আলাদা ভাবে ই বাক্যটা তুলে নিলে আমি খুবই একমত। অসংখ্য সরকারী কর্মচারী আছেন যাঁরা বহু ঝামেলার মধ্যে অপ্রতুল পরিকাঠামোর মধ্যে কাজ করেন, এবং তাঁদের সংখ্যা মোটেই কম নয়।
    বক্তব্য হলো, সরকারী ড্রাইভার চল্লিশ আর অসরকারী দশ পায় বলে সরকারীর পয়সা কমিয়ে দেওয়ার বদলে দাবীটা উল্টো দিকে হলে ভালো হতো, মিনিমাম ওয়েজ ইত্যাদি বিষয়ে।

    তবে সিয়াচেনের ব্যাপারটা তুমুল হয়েছে।

    প্রঃ ঠান্ডা সেপাইরা কি বেশী মাইনে পয়?
    উঃ মার্কেটে জুতো চোর আছে।
  • Arpan | 104.13.22.117 | ০২ নভেম্বর ২০১৬ ০১:৫০726603
  • সরকারী কর্মচারীর বেতন কমাতে কেউ বলেনি তো? তবে পারফর্মেন্স বেসড ভেরিয়েবল কম্পোনেন্ট অবশ্যই থাকা উচিত একটা লেভেলের পরে।
  • rabaahuta | 161.191.175.195 | ০২ নভেম্বর ২০১৬ ০১:৫৩726604
  • 'একটা লেভেলের পরে' - হ্যাঁ, একমত।
  • একক | ০২ নভেম্বর ২০১৬ ০১:৫৪726605
  • কী মজার ! সিপিএম ক্ষমতায় এসে মধ্যবিত্ত সরকারী কর্মচারীদেরঢেলে টাকা বিতরণ করলো সেটা যেন সত্যি নয় ! মমতা যখন ক্ষমতাদখল করছেন তখন সরকারি চাকরির নিয়োগ এমনিতেই হাল খারাপ , কাজেই সরকারি চাকরি দেওয়া মমতার অস্ত্র ছিলোনা । এই চাকরি বিতরণ ও মধ্য শ্রেণীর মেইন বাড়ানোর ট্যাকটিকস শুধু সিপিএম নয় , সেই আমলে বরকত গনি খান থেকে তার আগের আমলে বিধান রায় ও করেছেন । এতো যে হঠাৎ সিয়াচেন থেকে অঙ্গনওয়াড়ি সবাইকে এনে মধ্যবিত্ত সরকারি কর্মচারীদের সাপোর্ট করতে হচ্ছে .......তো এতদিন তাঁরা সেই নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেসিকটুকু বাড়ানোর দাবিতে লরেন নি কেন ? ইউনিয়ন হয়েছে - কাজ বন্ধ করে সরকারি আপিসে ধর্ণা হয়েছে বাবুদের ডিএ আবড়ানোর তাগিদে । সেই ডিএ বেড়েছেও । তাহলে এই যাঁদের প্রসঙ্গ টেনে আপনারা নিজেদের মাছ ঢাকছে , তাঁদের মাইনে বাড়েনি ক্যানো ?

    আজ খুব দায় পড়লো , যেই পারফরম্যান্স ভিত্তিক ভ্যারিয়েবল কম্পোনেট এর কথা বলা হলো , অমনি সিয়াচেন আর অঙ্গনওয়ারিদের ডেকে আনার ? সুইট ব্যাপারস্যাপার বটে :))

    পিটি স্টাটিসকটিক্স খুঁজছেন সরকারি কর্মচারী কত কম । আরে কমে গেছে বলেই তো সরকারি কর্মচারীদের তোল্লাই দিয়ে ভোট পাওয়ার রাজনীতি আর কাজ করছে না । মমতা সেটা বুঝেই তাদের টাকা দিচ্ছে যারা কোনোদিন সরকারি আপিসে পরীক্ষায় পাস্ করবেনা বা আদৌ সেইসব সীটে নিয়োগ হচ্ছেনা বলে আর পরীক্ষা দেওয়াই ফিউটাইল ।
  • Rit | 213.110.242.6 | ০২ নভেম্বর ২০১৬ ০১:৫৫726606
  • একক দা,
    তবে সরকারি ও বেসরকারি যে চকুরেই হোক না কেন, দিনরাত গুরু করলে মাইনে কমিয়ে দেওয়াই উচিত। আমি সহমত। ;)

    জোকস অ্যাপার্টঃ ইকোনমিক্স টা কি গুরুর পাতায় কয়েকটা অ্যানেকডোট আর কয়েকটা লিংক দিয়ে সত্যি বোঝা সম্ভব? গোটা রাজ্যের প্রতিটি গ্রাম আর প্রতিটি পাড়া দেখে কেও কি কোনও কমেন্ট করছেন নাকি? অধিকাংশই নিজের ধারনা ও নিজের অভিজ্ঞতার কথা বলছেন। আর সেগুলো মুখোমুখি দাঁড়ালে পরস্পরবিরোধী মনে হলেও হয়ত সবগুলোই কিছুটা সত্যি।
    ঘুষখোর পুলিশ সত্যি, গরীব পুলিশও। পুলিশের ইডেনে, পূজোতে ফ্রী ডিউটি দেওয়াও সত্যি। প্রাইমারী টিচারের পঞ্চায়েতের বেগার খাটা, সেন্সাস করা, ভোট করানোও সত্যি। প্রবল এক্সপ্লয়টেশন সত্যি। তার পরেও মফঃসলের পূজোতে তুমুল বাজেট সত্যি। সরকারী ডাক্তারদের কম মাইনে ও বেশী দায়িত্ত্ব সত্যি। পাশে একজন পাইভেট প্র্যাকটিশনারের অনেক বেশী টাকাও সত্যি। একইভাবে প্রাইভেট টিউটরের অনেক বেশী টাকা দেখে স্কুল টিচারের কম / না পড়ানো ও সত্যি ও বাইরে টাকার বিনিময়ে পড়ানো ও সত্যি। স্কুলে কম / না পড়ানোতে স্টুডেন্টদের স্কুলে না যাওয়াও ও টিউশনি ডিপেন্ডেন্সও সত্যি। কলেজে ক্লাস না হওয়াই সত্যি। প্রচুর কোরাপশন, প্রচুর না পাওয়ার যন্ত্রনা সবই আছে।
    এবার সলিউশন বল। মডেল বানিয়ে কিছু সিমুলেশন করেই দেখা যাক না সাস্টেনেবল কিনা। নইলে অ্যানেকডোতের উপর ভিত্তি করে আরো ভালো কিছুই করতে হবে না। যেমন চলছে চলুক। বেশী ভালো করতে গিয়ে আরো বেশী খারাপ না করে বসি। গেম থিওরী দাদা। প্রচুর জটিল জিনিস।
  • একক | ০২ নভেম্বর ২০১৬ ০১:৫৯726607
  • সিপিএম জমানার মাঝামাঝি থেকে শিক্ষিত মধ্যবিত্ত বুঝে যায় সরকারি চাকরিতে ভবিষ্যৎ নেই । সীট কমছিল । আর নীচুর দিকে যে নিয়োগ হচ্ছিলো তার বেশিরভাগ পার্মানেন্ট নয় বা মাইনে কম । এটা বুঝেই শিক্ষিত মধ্যবিত্তরা বেসরকারি চাকরিতে ঝাঁপানোর রিস্ক নেয় । এই মাস ট্রান্সিশন টা আল্টিমেটলি এই জায়গায় দাঁড়ায় যে রাজ্যের একটা বড়ো ঙ্ঘসহ রোজগেরে চাকরিজীবী রাজ্যের বাইরে । বাকি পড়ে রইলো ছোট একটা অংশ যাদের তেল দিয়ে আর লাভ নেই । আর পড়ে রইলো বিরাট একটা অংশ যারা আইডার চাকরিবাকরি নেই বা সরকারি সংস্থায় থাকলেও পার্মানেন্ট নয় । এই জায়গা থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতির "পাইয়ে দেওয়ার " ফোকাস বদল যে এবার থেকে কাদের পাওয়ালে ক্ষমতায় থাকা যাবে । মমতা খুব বিচক্ষণতার সঙ্গে এটা বুঝেছেন এবং কাজে লাগিয়েছেন ।
  • s | 77.59.61.153 | ০২ নভেম্বর ২০১৬ ০২:০০726608
  • আমার এক বন্ধুই আছে। বামঘেঁষা। গত ২০ বছর ধরে সরকারী চাকরী করছে, এখন অফিসার গোছের কিছু।
    থাকে কলকাতায়, পোস্টিং বাঁকুড়া, তারপর পঃমেদিনীপুর, এখন কৃষ্ণনগর। আগে ওর বাবা মা জীবিত ছিলেন তখন বৌ বাচ্চা কলকাতায় থাকত, ও সপ্তাহান্তে যাতায়াত করত। এখন রোজ তিন তিন ছ ঘন্টা, কৃষ্ণনগর ডেলিপ্যাসেঞ্জারী করে। বামঘেঁষা হওয়াতে গত তিন বছর ধরে ট্রান্সফার ডিউ হওয়াতেও হয়নি।
    বাড়ীতে অসুখবিসুখ, বাচ্চার পরীক্ষা এসবে কিছু করতে পারে না। হয় ছুটি নাও, নয়ত সকাল ছটায় শুরু করে এগারোটা বারোটা নাগাদ ফের। ডেলি।
    এদের স্যালারিও ভেরিয়েবেল করলে এদের আরও এফিসিয়েন্ট করা যাবে, এককবাবু? বাস্তবের থেকে কি মাইলখানেক দুরত্বে থাকেন?
  • s | 77.59.61.153 | ০২ নভেম্বর ২০১৬ ০২:০২726611
  • কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের থেকে এখন গ্যাপ ৫২%। দুদলই একই বাজার থেকে বাজার করে।
  • একক | ০২ নভেম্বর ২০১৬ ০২:০২726609
  • সলিউশন এরকম সিস্টেমে আগাগোড়া বদলে আনা সম্ভব না । কারণ সেই বদল বিশাল সময় সাপেক্ষ । আমিতো প্রথমেই বললুম , মাআইনে কমাতে হবেনা , প্রাইভেট এর মতো ভ্যারিয়েবল কম্পোনেন্ট করে দিক । আর নীচু লেভেলে ওভারটাইম দিক , স্পেশাল ভাতা দিক । এতে যে কর্মী রা গ্রামে গ্রামে দৌড়োচ্ছেন তাঁদের সুরাহা হবে । আর ওপরের লেভেলের লোকদের পারফরম্যান্স দেখিয়ে মাইনে পেতে হবে ।

    ভ্যারিয়েবল কম্পোনেন্ট শুনেই তো এতো সিয়াচেনে মরুঝড় জেগে উঠলো :):):) নইলে আর বলছি কী ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন