এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বেচ্ছাচারে রাশ টানুক দল

    Dipankar Mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩১ অক্টোবর ২০১৬ | ২৪৮০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | 213.110.242.6 | ০২ নভেম্বর ২০১৬ ০২:০৫726612
  • ভ্যারিয়েবলটা ভালো অপশন। আমাদের চাকরী দিয়েই শুরু হোক। আমরা সিয়াচেনেও থাকি না। পুলিশ ফাঁড়িতেও না।

    নিচের দিকের গুলোতে ভ্যারিয়েবল টা কিভাবে হবে ভেবে বার করাটাই জটিল।
  • একক | ০২ নভেম্বর ২০১৬ ০২:০৫726613
  • আমিও আমার পরিবারের সঙ্গে থাকিনা ভাই :) পেটের দায়ে তিন জায়গায় তিনটে সংসার । মাস কী বছরের ওপর দেখা হয়না এমন ও হয়েছে । এসব নিদর্শন আমার কাছে কোনো মূল্য নেই । বহু বেসরকারি কর্মচারী দেশে বাচ্চা -বৌ ফেলে বিদেশের প্রজেক্টে গিয়ে মাটি কামড়ে বার্গার চিবুচ্ছে শুধু মাঝবয়েসিসে চাকরি খোয়াবে না বলে । দিস ইস ফ্যাক্ট । দিনকাল কঠিন । এভাবেই বেঁচে থাকতে হয় । কে বাস্তবের ক মাইল দূরে আছে এসব মন্তব্য ছুঁড়ে লাভ নেই ।
  • একক | ০২ নভেম্বর ২০১৬ ০২:০৭726614
  • নীচের দিকে ভ্যারিয়েবল করা সম্ভব না । ওখানে ইনসেনটিভ আর ওভারটাইম বাড়ানো ভালো । উঁচুতলার কর্মচারীকে এসি ফার্স্টক্লাস -চেয়ারকারের টাকা না দিয়ে নীচের দিকে ট্রাভেল এলাউন্স দিক যাতে তারা অন্তত স্কুটার কিনে তেল পুড়িয়ে গ্রামে গ্রামে ঘুরতে পারে। হোল হার্টেড সাপোর্ট করি ।
  • Rit | 213.110.242.6 | ০২ নভেম্বর ২০১৬ ০২:০৮726615
  • হুম। আর এটা ঠিক যে প্রফেসর-ডাক্তার-টিচারদের মাইনে অনেকটাই বেশী।
  • rabaahuta | 161.191.175.195 | ০২ নভেম্বর ২০১৬ ০২:০৯726616
  • 'ফার্স্টক্লাস -চেয়ারকারের টাকা না দিয়ে নীচের দিকে ট্রাভেল এলাউন্স দিক যাতে তারা অন্তত স্কুটার কিনে তেল পুড়িয়ে গ্রামে গ্রামে ঘুরতে পারে। ' অত্যন্ত একমত।
  • একক | ০২ নভেম্বর ২০১৬ ০২:১১726617
  • ওই লেয়ারটা ধরেই বেশি ! একজন কনস্টেবল এর মাইনে কী ভাব তো ! একজন সরকারি ডোমের ?

    কেস গোলমাল হলে বরখাস্ত কবে কনস্টেবল , ডাকাত ধরতে গিয়ে গুলি খাবে কনস্টেবল বা ম্যাক্সিমাম এ এস আই । এদিকে পায়ের ওপর পা তুলে থাকবে বিসিএস -আইপিএস ক্যাডার । তাদের সরকারি ভবনে একেকটা লং টেনিস কোর্ট ঢুকে যায় ।
  • Rit | 213.110.242.6 | ০২ নভেম্বর ২০১৬ ০২:১৭726618
  • আর সরকারের এখুনি এল টি সি তুলে দেওয়া উচিত। যাদের বেড়াতে যাবার নেশা তারা এমনিতেই যাবে। টাকা জমিয়ে যাবে। নইলে ঐ ৬০ বছরের রোগী চাকুরে, তার বৌ-বাচ্চা আর তার ৮০ বছরের বাবাকে নিয়ে ৩ দিনের জন্য লাদাখ যাচ্ছে এয়ার ইন্ডিয়া চড়ে। দিয়ে হোটেলে সপরিবারে রোগ ভোগ করে সবাইকে জ্বালিয়ে আবার ফেরত যাচ্ছে এয়ার ইন্ডিয়া তে। সরকারের ক্ষতি কম করে ২ লাখ টাকা ফর নাথিং।
  • Rit | 213.110.242.6 | ০২ নভেম্বর ২০১৬ ০২:২০726619
  • আগের অভিজ্ঞতা টা নিজের চোখে দেখা। আরো অনেককে চিনি যারা বেড়াতে ভালোবাসেন না। কিন্তু এল টি সি টা মার খাবে বলে এক্সোটিক যায়গায় বেড়াতে যান ও হোটেলে বসে থাকেন। এটা বন্ধ হওয়াই উচিত।
  • একক | ০২ নভেম্বর ২০১৬ ০২:২৩726620
  • এলটিসি একটা বিরাট গোলতা । ওটা টিঁকিয়ে রেখেছে এয়ার ইন্ডিয়াকে রেভেনিউ দেখিয়ে ঘুরিয়ে ঘরে টাকা ঢোকানোর জন্যে । আল্টিমেটলি লাভ কিছু হচ্ছেনা কারণ তারপরেও এয়ার ইন্ডিয়ার কোনো উন্নতি নেই ।
  • Rit | 213.110.242.6 | ০২ নভেম্বর ২০১৬ ০২:২৬726465
  • সেই আর কি? ঘুরিয়ে ঘুরিয়ে একগাদা খুড়োর কল।
  • Arpan | 100.207.7.60 | ০২ নভেম্বর ২০১৬ ০২:২৬726464
  • না, আজকে আর বার্গার চিবুচ্ছি না! ঃ)
  • π | ০২ নভেম্বর ২০১৬ ০৬:৫৭726467
  • পারফর্মেন্স বেসড প্রোমোশান অনেক সরকারি জায়গাতেই থাকে।
  • π | ০২ নভেম্বর ২০১৬ ০৭:০০726468
  • অঙ্গনওয়াড়িরা কর্মীরা ৮+ পান। যদিও সেটাও খুব কম মনে করি। যে পরিমাণ কাজ তাঁদের করতে হয়। এমপিডব্লু, এনএনএম , এঁদেরও শুরু এরকম হয়, পরে বাড়ে। কিন্তু কাজের চাপটা কখনো একটু সামনে বসে দেখে যাবেন। গ্রামীণ পিএচসিগুলোতে ডাক্তার, নার্সদের উপর চাপটাও।
  • cb | 192.70.13.63 | ০২ নভেম্বর ২০১৬ ০৭:১৯726469
  • কিন্তু দীপংকর বাবু যে ব্ল্যান্কেট স্টেটমেন্ট গুলি দিলেন তারপর উনি গেলেন কই?

    একক তো পাগলা জগাইয়ের ন্যায় লড়ে যাচ্ছে। লেখকের দেখা নেই ক্যান?
  • revolutionary | 15.196.1.129 | ০২ নভেম্বর ২০১৬ ০৭:৪৭726470
  • মাইনের কমবেশী কে ঠিক করে? বাজারে যে মাইনেয় লোক পাওয়া যায় সরকার তার চেয়ে বেশী দিলে ট্যাক্সপেয়ারের টাকার অপচয়। সরকারকে ট্যাক্সের অপচয় করার অধিকার কে দিয়েছে? সরকারী চাকরিতে নিরাপত্তা বেশী। সেই নিরাপত্তাটুকুর জন্য সরকারী চাকরির মাইনে বাজারের চেয়ে কম হওয়া উচিত। যে টাকা দিলে লোক পাওয়া যায়, তার চেয়ে এক টাকাও সরকার বেশী দিতে পারে না। দিলে ট্যাক্সপেয়ারের প্রতি অন্যায় হয়।

    গরীব লোককে দাতব্য করতে হলে সরকার সোজাসুজি করুক। মাইনের নাম করে একটা অলস ওভারপেড শ্রেনী বানানোর কি মানে হয়?

    সরকার বেশী মাইনে দিয়ে ভারতে বেসরকারী কর্মীর বাজার খারাপ করে দিয়েছে। এখন উপযুক্ত লোকের জন্য বেসরকারী কোম্পানীদেরও সরকারের সাথে কম্পিটিশন করে মাইনে দিতে হয়। সরকার বাজারের সাথে তাল রেখে মাইনে দিলে চীনের মত ভারতেও বেসরকারী ক্ষেত্র আরো কম্পিটিটিভ হত। এই এক পাল অকর্মা পুষে সরকার আরো বেশী করে ওভারপেড মধ্যবিত্ত বানাচ্ছে। তাতে সকলের ক্ষতি। ট্যাক্সপেয়ারের ক্ষতি, গরীবের ক্ষতি, ইন্ডাস্ট্রিয়াল হাউসের ক্ষতি। লাভ শুধু অলস মধ্যবিত্তের।
  • PT | 213.110.242.22 | ০২ নভেম্বর ২০১৬ ০৮:৫৯726471
  • "`সিপিএম ক্ষমতায় এসে মধ্যবিত্ত সরকারী কর্মচারীদেরঢেলে টাকা বিতরণ করলো সেটা যেন সত্যি নয় ! "
    ঠিক কি ভাবে "ঢেলে টাকা বিতরণ করলো" সেটাই তো বোঝার চেষ্টা করে যাচ্ছি!!

    "সিপিএম জমানার মাঝামাঝি থেকে শিক্ষিত মধ্যবিত্ত বুঝে যায় সরকারি চাকরিতে ভবিষ্যৎ নেই ।"
    আরো একটি অতিশয়োক্তি ও অর্ধসত্য। কেন্দ্রীয় সরকারী ক্ষেত্রে বহুদিন আগেই নোটিশ জারী হয়েছে লোক কমানোর জন্যে। তার সঙ্গে সিপিএমের কোন যোগাযোগ নেই। যতদূর মনে পড়ছে (ডকু দিতে পাচ্ছি না) মমতার রেলমন্ত্রীত্বের কালে একটি শ্বেতপত্র জাতীয় কিছু প্রকাশিত হয়। তাতে প্রতি বছর রেলে ১% করে কর্মী কমানোর প্রস্তাব ছিল।
  • PT | 213.110.242.22 | ০২ নভেম্বর ২০১৬ ০৯:১৮726472
  • ফাঁকা কথা বনাম সংখ্যা!! বুঝ লোক যে জান সন্ধান।

    "Figures bust myth India's bureaucracy is “bloated”

    Long reviled for being bloated, India's Central and State governments in fact have just a fifth as many public servants as the United States, relative to population. The figures raise doubts, ahead of a Union budget that is likely to slash social-sector spending, on whether the country has the personnel it needs to improve governance and ensure universal access to services like education and health.

    Data compiled from multiple sources, including a 2008 official survey, Right to Information applications, media reports and the 2011 census show, India has 1,622.8 government servants for every 100,000 residents. In stark contrast, the U.S. has 7,681. The Central government, with 3.1 million employees, thus has 257 serving every 100,000 population, against the U.S. federal government's 840.
  • π | ০২ নভেম্বর ২০১৬ ০৯:৪৩726473
  • সরকারি শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তো কাজের তুলনায় কর্মী অনেক কম। ওয়ার্কফোর্স অনেক বাড়ানো প্রয়োজন। ব্যাঙ্কের কর্মীদের কাছেও কাজের যা চাপ শুনি বা দেখি, সেখানেও বাড়ানো দরকার।
    কিছু লোকের মাইনে অনেক না বাড়িয়ে, লোক বাড়িয়ে কাজের চাপ কমালেও কাজের কাজ হয়।
  • de | 24.139.119.174 | ০২ নভেম্বর ২০১৬ ১৫:১৫726475
  • কেন্দ্রীয় সরকারী সমস্ত সায়েন্টিফিক অর্গ্যানাইজেশনেই অ্যানুয়াল অ্যাপ্রাইজাল আছে - সারা বছরের পারফর্ম্যান্সের ওপর গ্রেডিং দেওয়া হয় আর তার ওপরে প্রোমোশন ডিপেন্ড করে। এমনকি মাইনের একটা পার্টও গ্রেডিং ডিপেন্ডেন্ট।
  • Blank | 213.132.214.84 | ০২ নভেম্বর ২০১৬ ১৬:২১726476
  • এলটিসি না থাকলে তো ছোটবেলা থেকে বেড়ানোই হতোনা আমাদের। আর এলটিসি তে ফ্লাইট খুব উঁচু পোস্টের লোক ছারা কেউ পায় না।
    আর এলটিসি তে হোটেল হয় না, তাই এক্সোটিক হোটেল নিশ্চয় নিজের গ্যাঁটের পয়সা খরচা করে।
  • ke so cha | 174.100.41.2 | ০২ নভেম্বর ২০১৬ ১৭:৩৮726477
  • ব্ল্যান্ক ঠিক লিখেছেন। হোটেলে নিজের পয়সায় থাকতে হয়। ফ্লাইট এর পয়সা দেয় group A অফিসার দের। কাশ্মীর, আন্দামান, নর্থ ইস্ট ঘোড়ার কেস এ ফ্লাইট এর পয়সা সবাইকে দেয়। হোটেলের পয়সা নিজেকে দিতে হয়। other than IRCTC , Balmer Lawrie , ITDC কোনো প্যাকেজ নেওয়া allowed নয়। কেউ নিয়ে নিলে চার্জসীটেড হয়। ডিপার্টমেন্টাল অ্যাকশন ফেস করতে হয়। আমি এখন 117 জন লোকের এগেইনস্ট এ কেস ফাইনালিসে করছি। কি হ্যাপা।
  • সিকি | ০২ নভেম্বর ২০১৬ ১৯:০৭726478
  • না। তথ্যগুলো অর্ধসত্য।
  • cm | 127.247.96.156 | ০২ নভেম্বর ২০১৬ ১৯:৪০726479
  • কাল থেকে ন্যূনতম মাইনে দু লাখ করে দিলুম, সবার। চিন্তা নেই সাথে সব কিছুর দামও বাড়িয়ে দিচ্ছি নীট ফল শূন্য। অর্থনীতির বিশারদ কেউ লেখেননা কেন আমার মত আন্দাজে লিখলে সেই আগডুম বাগডুম বকাই হবে।
  • সিকি | ০২ নভেম্বর ২০১৬ ১৯:৪৪726480
  • একটু লিখি। আমিই ভুল লিখেছি - তথ্যগুলো অর্ধসত্য বলে। তথ্যগুলো সত্যি, তবে এর পরে আরেকটু গল্প আছে। এখন গ্রুপ এ-র নিচেও প্লেনে ট্র্যাভেল করতে পারে, প্রোভাইডেড তারা রিইমবার্স করতে পারবে তাদের এনটাইটেলমেন্টের অংশটুকুই। এটা এ বছরই চালু হয়েছে।

    মাঝে একটা বড়সড় গুপি নেমেছিল এলটিসি প্যাকেজ নামে। সম্ভবত এয়ার ইন্ডিয়াই (তখন ইন্ডিয়ান এয়ারলাইন্স ছিল) এলটিসি প্যাকেজ নাম দিয়ে ফুল যাওয়া-আসা-থাকা-খাওয়ার একটা প্যাকেজ বানাত, আর বিল করত শুধু প্লেন টিকিটের নামে - পুরো টাকাটাই। এই করে লোকে দিব্যি নেপাল ভূটানের মত ফরেন কান্ট্রিও ঘুরে এসেছে এলটিসিতে। পরে এসব জালিজোচ্চুরি ধরা পড়ে এবং এলটিসি-৮০ ফেয়ার চালু হয় এয়ার ইন্ডিয়াতে।

    এই যেমন নভেম্বরে আমরা কলকাতা যাচ্ছি এয়ার ইন্ডিয়ায়। দিল্লি কলকাতা এমনি টিকিটের দাম কত হবে? সাতাশশো? সাড়ে তিন হাজার? ম্যাক্সিমাম সাড়ে চার হাজার?

    এলটিসি ফেয়ার, এয়ার ইন্ডিয়া, দিল্লি টু কলকাতা, পারহেড তেরো হাজার তিনশো টাকা। তিনজনকার যাওয়া আসা মিলিয়ে আটাত্তর হাজার টাকা।

    চাপ নেই। সরকার ফেরত দিয়ে দেয় পুরোটাই।
  • Ke so cha | 130.59.35.112 | ০২ নভেম্বর ২০১৬ ১৯:৪৬726481
  • Apni please missing link gulo ba bhul tothyogulo correct kore din. Value addition is welcome. Facual mistake point out kore help korun.
  • cm | 127.247.96.156 | ০২ নভেম্বর ২০১৬ ১৯:৫৪726482
  • এই http://www.airindia.com/Images/pdf/WebFare.pdf হল এলটিসি ফেয়ার তার মানে এই নয় ঐ দামেই টিকিট কাটতে হবে। নিজে ওর চেয়ে কম দামে এয়ারইন্ডিয়ার টিকিট কেটে পরে ক্লেম করলেই হল।
  • Ke so cha | 130.59.35.112 | ০২ নভেম্বর ২০১৬ ১৯:৫৯726483
  • Apni thik bolchen sikida. Ebar MHA te 3 te pvt.airlines er sonhe meeting korechi. Tara boleche je oi 117 ta loker ticketgulo fake. Kono software use kore printed version e price bariye sei takay package niyeche era. Then HS er order e eder against DE korchi. Non entitled employee ra by air gele entitled class er hisebe reimbursement pabe. BTW apnio ki ke so cha?
  • সিকি | ০২ নভেম্বর ২০১৬ ২০:০০726484
  • কেসচা - লিখে দিয়েছি।

    সিএম - ঐ দামেই টিকিট কাটতে হয়, নইলে রিইমবার্স হয় না। ক্লেম সেই পরেই হয়, এলটিসিতেই কাটুন আর যাই করুন, কিন্তু এলটিসি-৮০ না হলে ক্লেম করা যায় না। আমি যদ্দূর জানি আর কি।
  • সিকি | ০২ নভেম্বর ২০১৬ ২০:০১726486
  • না আমি কেসচা নই, তবে একজন কেসচাকে হাড়ে হাড়ে চিনি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন