এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বেচ্ছাচারে রাশ টানুক দল

    Dipankar Mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩১ অক্টোবর ২০১৬ | ২৪৭৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 53.251.91.253 | ৩১ অক্টোবর ২০১৬ ২৩:৫২726546
  • রঞ্জন বাবু কেউই পরগাছা নয়। আমার বাড়িতেও কয়েকজন রাজ্য সরকারি কর্মী। কিন্তু ট্যাক্স পেয়ার হিসাবে দু তিনটি প্রশ্ন আছে।
    রাজ্য সরকারি কর্মীদের বেতন নিশ্চয় ট্যাক্স পেয়ার ফান্ড থেকেই যায়।
    প্রশ্ন হলো সরকারি ও ও সরকারি চাকুরীজীবি দের মধ্যে এতো বৈষম্য কেন ?
  • Du | 182.58.105.245 | ০১ নভেম্বর ২০১৬ ০০:০৬726547
  • মমতাকে অপাপবিদ্ধ রাখতে হবে কারন সব ভোটে, সব সিটে তিনিই তো একমাত্র প্রার্থী
  • Atoz | 161.141.85.8 | ০১ নভেম্বর ২০১৬ ০০:২৩726548
  • আহা, সব সরকারী কর্মচারী পদ বাতিল করে কন্ট্রাক্টে ওই সব কাজগুলো করিয়ে নিলেই হয়! আধা দামে কি তরো কমে হয়ে যাবে। কত টাকা বেঁচে যাবে সরকারের!
    সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে শিক্ষা, বিজ্ঞান, স্বাস্থ্য, ক্রীড়া, যুব, কল্যাণ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ---
  • revolutionary | 181.25.193.25 | ০১ নভেম্বর ২০১৬ ০৭:৩৬726549
  • একই কাজ করার জন্য যদি তিন-চারগুন টাকা কেউ পায় তাহলে তাকে পরগাছা ছাড়া আর কি বলে? সে টাকা ট্যাক্সপেয়ারের টাকা হলে তো আরো বেশী করে বলে। আগের সরকার গরীবের পেটে লাথি মেরে এইসব পরগাছাদের দিয়ে ভোট ব্যাংক বানিয়েছিল। এই লোকগুলো এলাকায় সবাইকে তুতিয়ে-পাতিয়ে বামেদের ভোট দেওয়াতো। মমতার জনপ্রিয়তার তুলনা নেই। তাই ওনার এইসব ভোটের দালালের দরকার নেই। উনি গরীবের জন্য করেন, তারাও ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করে। ভোটের বাক্সে ওনাকে প্রান ঢেলে ভোট দেয়। এই সরকারী কর্মচারী, শিক্ষক, এরা যদি এই টাকা পাবার যোগ্য তো সরকারী/সরকারী এইডেড চাকরি ছেড়ে গিয়ে প্রাইভেট জায়গায় রোজগার করে দেখাক না। বামফ্রন্ট এদের বসিয়ে খাইয়ে তেল বাড়িয়ে দিয়েছে। এখন দিদির রাজত্বে একটু তেল কমুক।
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ০৭:৫৩726550
  • সরকার বেস্ট ইন দ্য মার্কেট দিক অসুবিধে নেই । কিন্তু এখন অনেক সরকারি পদে যে মাইনে দেওয়া হয় সেটা মারাত্মক বেশি । বাজারদরের সঙ্গে সঙ্গতি রক্ষার একটা উদ্ভট মডেল আছে ওদের যেটা শুধুই মোটা ভাবে ভোগ্যপণ্যের বাজারদর দেখে কিন্তু একই কাজের বাজারমূল্য হিসেবে করেনা , এই করে করে বছর বছর মাইনে বাড়িয়েছে । ইটস জাস্ট টু মাচ । মাইনে কমানো হোক । সবচে ভালো হয় মাইনে না কমিয়ে যদি সিকস্তি পার্সেন্ট মাইনে ভ্যারিয়েবল করে দেয় । পারফরম্যান্স এর ওপর দেওয়া হবে সেটুকু । পারফর্ম করতে না পারলে ফোর্টি পার্সেন্ট নিয়ে সন্তুষ্ট থাকে । সরকারি চাকরিতে হায়ার এন্ড ফায়ার আনার অনেক আইনি জটিলতা আছে তাই সেই দাবি করছিনা কিন্তু ভ্যারিয়েবল ইনকাম পার্ট বাড়িয়ে দিতেই পারে ।
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ০৭:৫৭726551
  • এবং এইযে সরকারের কাঁড়ি কাঁড়ি মাইনে দেওয়ার নীতি এর জন্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সরকারি প্রোডাকশন ও সার্ভিস ইউনিট গুলোই । কাজের বাজারদর মেপে মাইনে না দিলে কোনোভাবেই সরকারি কোম্পানি তার প্রোডাক্ট বা সার্ভিস প্রাইসিং এ প্রাইভেট এর সঙ্গে পেরে উঠবেনা । ফলত একসময় গিয়ে প্রচুর লস খেয়ে তুলে দিতে বাধ্য হবে । খুবই শর্ট সাইটেড পপুলিস্ট রাজনীতির ফসল এটা । এর পেছনে একদল মন্ত্রী -আমলা রয়েছে যারা চায় টপ এডমিনিস্ট্রেশন ছাড়া সমস্ত সরকারি প্রোডাক্ট ও সার্ভিস কোম্পানি কে ধীরে ধীরে অলাভজনক ঘোষণা করে তুলে দিতে । ধ্যার ধ্যার করে মাইনে বাড়ানো তারই একটা ধাপ ।
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ০৭:৫৯726552
  • এবার কিছু শিক্ষক আর ডাক্তার এসে ঘোঁৎ ঘোঁৎ করবেন যে পারফরম্যান্স কীভাবে মাপা হবে ! ওনারা তো আকাশ থেকে টপকানো দেবতা , সব মাপকাঠির বাইরে :):):)
  • ট্রিডিঙ্গিপিডি | 127.194.229.243 | ০১ নভেম্বর ২০১৬ ০৮:০১726553
  • পার্ফরম্যান্স অবজক্টিভলি মাপা গেলে কর্পোরেটে অ্যাপ্রাইজাল নিয়ে এত তক্কো হত না। এই সিস্টেমটাই তো শুনছি আস্তে আস্তে উঠে যাবে।
  • ট্রিডিঙ্গিপিডি | 233.191.48.140 | ০১ নভেম্বর ২০১৬ ০৮:০৩726554
  • এই যাঃ। ঘোঁৎ ঘোঁৎ হয়ে গেলো
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ০৮:০৫726556
  • কোনো কিছুই ওরকম নিখুঁত করে "মাপা " যায়না । কিছু প্যারামিটার সেট করা হয় বাজার বুঝে সেগুলো টাইম টু টাইম পাল্টাতে থাকে । তাইবলে কোনো প্যারামিটার না রেখে উড়ো খৈ নীতি নেওয়া কাজের কথা না ।
  • ট্রিডিঙ্গিপিডি | 233.191.57.143 | ০১ নভেম্বর ২০১৬ ০৮:০৮726557
  • ঠিক বলা হয়নি। পার্ফরম্যান্সের দুটো অ্যাসপেক্ট - কোয়ালিটি, কোয়ান্টিটি। সেকেন্ডটা মাপা যায়, প্রথমটা নিয়েই চাপ। নিরন্তর চাপঃ-(
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ০৮:১১726558
  • নিরন্তর চাপ তো থাকবেই :( কোয়ালিটি এস্পেক্ট এর কেপিআই সর্বদাই পাল্টাচ্ছে কন্সিউমারের কোয়ালিটি সম্বন্ধে পার্সেপশনের উপর ভিত্তি করে । হয়তো ভবিষ্যতে অনেক ডায়নামিক সিস্টেম বানানো যাবে যা প্রতিমুহূর্তে কেপিআই তে নতুন নতুন ক্লাসিফায়ার আর তাদের ওয়েটেজ জুড়ে নিতে পারে । সিস্টেমটা থাকবেই । উন্নত হতে পারে অনেক । এখনকার মতো ধরাবাঁধা একসেট নামাবলী টাইপ ইন্ডিকেটর হয়তো থাকবেনা ।
  • কল্লোল | 116.216.149.62 | ০১ নভেম্বর ২০১৬ ০৮:১৪726559
  • আমি আগেই লিখেছি - Date:31 Oct 2016 -- 08:17 AM
    ক্ষমতা বড় বালাই। ক্ষমতায় থাকলে এরা ভিড় করে আসে। আর ক্ষমতায় থাকতে গেলে এদের প্রয়োজন। তাই এখানে ব্যক্তিগত সত তা, সদিচ্ছা এসব কোন কাজই করে না।

    মমতা তা বুদ্ধদেব বড় কথা নয়। তর্কের খাতিরে যদি মেনেও নেওয়া যায় যে মমতা আপাদমস্তক বদমাশ আর বুদ্ধদেব দেবদুত-সদৃশ, তাহলেও কোন তফাৎ হয় না। দুজনকেই কানে দেখতে হয়, সেটাই ক্ষমতার নিয়ম - এর ব্যতিক্রম হয় না।

    কাজেই "জাস্টিফিকেশন"এর জায়গাই নেই।

    ক্ষমতার বিরুদ্ধে আওয়াজ ওঠাতে হবে নিরন্তর। গতকাল ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ে যে আমায় সাথ দিয়েছে, আজ সে ক্ষমতায় গেলে, সেই মুহুর্ত থেকে তার বিরুদ্ধে সক্রিয় হতে হবে।

    নন্দীগ্রাম-সিঙ্গুর নিয়ে রাস্তায় নেমেছি যেমন, ঠিক তেমন সুদীপ্ত নিয়েও রাস্তায় ছিলাম ব্যাঙ্গালোর এসেফাই-এর সাথে আমার সামান্য সাধ্য নিয়েই। তাতে আমার কোন দ্বিধা-দ্বন্দ হয় নি।

    পিটি। মমতাই বিধানসভা ভাঙ্গচুরের মূল হোতা - একথা লিখতে আমার হাত কাঁপবে না। মূল বিষয় হলো মমতা দিব্যি জানতো। আমি তো কোথাও লিখিনি যে মমতা জানতো না।
    এসব ছেঁদো কথায় আমার কিছু এস যাবে না।
    কিন্তু সিপিএম ও বাম দলেরা বিরোধী ভূমিকা পালন না করে ক্যাবলা হয়ে কার উত্থানে সাহায্য করছে, জানো কি? বিজেপি নাকি খোদ তৃণমূলেরই।
  • PT | 213.110.242.5 | ০১ নভেম্বর ২০১৬ ০৮:১৬726560
  • "কিন্তু এখন অনেক সরকারি পদে যে মাইনে দেওয়া হয় সেটা মারাত্মক বেশি ।"

    সত্যি?
    সিয়াচীনের ঠান্ডায় সারাদিন থেকে দেশ পাহারা দেয় যারা তারা বিশাল মাইনে পায় বলে মনে হয়? দু একজন পন্ডিতকে ওখানে পারফর্মেন্স পাঠানোর জন্যে পাঠানো যায়?
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ০৮:৪৪726561
  • ধরলেন তো ধরলেন এমন একটা পয়েন্ট যেটা সবচে দুর্বল ! এ মাইরি আপনার পক্ষেই সম্ভব :):):)

    সিয়াচেনে ডিমিলিটারাইজেশন করানো নিয়ে চায়না আগেও বৈঠকে বসতে চেয়েছে । ওই এলাকায় যা এক্টিভিটির সম্ভাবনা আছে তা ড্রোন এবং স্যাটেলাইট দিয়েই ওয়াচে রাখা সম্ভব । তারপরেও সিয়াচেন কে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় কারণ একটাই । সেটা হলো মিলিটারি অর্ডার শ্যাওলায় ও তার থেকে পাওয়া কাটমানি । সব জিরো টেম্পারেচারে যে জুতো ব্যবহার করা হয় তার দাম নিয়ে কোনো আইডিয়া আছে ? কারা সিয়াচেন সার্কিটে সাপ্লাই করে , কোত্থেকে টাকা বেরোয় এবং এই অঢেল বাজেট ??

    শেষে কিনা সিয়াচেন :):)
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ০৮:৪৫726562
  • শ্যাওলায় == সাপ্লাই
  • $$ | 175.231.0.242 | ০১ নভেম্বর ২০১৬ ০৯:১৭726563
  • পার্টি হোলটাইমাররা কতো পায় পার মান্থ?
  • PT | 213.110.242.5 | ০১ নভেম্বর ২০১৬ ০৯:২১726564
  • শহরে থাকা পন্ডিতেরা এরকমই বলে থাকে কেননা তারা নিজেরা বা তাদের সন্তানেরা কেউই ঐ সব জায়গায় গিয়ে পন্ডিতি করতে চায় না। কি করলে কি হয় সেটা ঐ উত্তরপ্রদেশের চাষীর ছেলের পক্ষে জানা সম্ভব নয়। সে মিলিটারিতে যায় জীবন-জাপনের রসদের জন্যে। মিলিটারিতে জুতো সাপ্লাই দিয়ে কে পয়সা কামাচ্ছে সেটা নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। আমি ঐ চাষীর ছেলের মাইনেটা সাব জিরো ঠান্ডার তুলনায় "`মারাত্মক বেশি " কিনা বোঝার চেষ্টা করছিলাম।

    পুঃ আমি বেশ কয়েকটা বছর মাইনাস ১৫ থেকে মাইনাস ৩৫-এর মধ্যে কাটিয়েছি। কাজেই ঠান্ডায় বেঁচে থাকতে গেলে শুধু "সব জিরো টেম্পারেচারে যে জুতো ব্যবহার করা হয় তার দাম নিয়ে" নয়, প্রতিষ্ঠিত শহরজীবনের বাইরে সাব জিরোতে জীবনধারণ করা কতটা কঠিন সেটা নিয়ে বিস্তর লেকচার দিতে পারি। সেইজন্যেই "সবচে দুর্বল" ব্যাপারটা ধরেছি।
  • sm | 53.251.90.36 | ০১ নভেম্বর ২০১৬ ০৯:৪৬726565
  • পিটি আবার সেই সিয়াচিন আর মিলিটারির কথা তুললো। তুলতে হতোই; কারণ এছাড়া স্বপক্ষে আর কোনো যুক্তি নেই।
    কিছুতেই সরকারি; ঘুষ খোর- পুলিশ,ইঞ্জিনিয়ার,ট্যাক্স অফিসার,ঘুঘু মিউনিসিপালিটি কর্মী,ফাঁকিবাজ শিক্ষক,চিটিং বাজ ব্যাংক কর্মী,কাজে ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তার দের ধরবেন না।
    এরা সব্বাই সরকারি কর্মী। এদের সংখ্যা অসংখ্য। আর এরা বিভিন্ন রকম ফাঁকিবাজি, জালিয়াতি তে ওস্তাদ।
    খালি সিয়াচিনে যুদ্ধ রত জোয়ানরাই তো সরকার কর্মচারী নন।
    বেশ তো ফাঁকিবাজ সরকারি কর্মীদের বেতন কমিয়ে সিয়াচিনে জওয়ানদেরবেতন বহুগুন বাড়িয়ে দেওয়া হোক না কেন?
    মনে রাখবেন কয়েক হাজার মাইনে পাওয়া ড্রাইভার বা কারখানায় নিযুক্ত অসরকারি কর্মী ,খনির শ্রমিক
    এদের প্রাণ যাওয়ার রিস্ক কিছু কম নয়।
    কেন্দ্রীয় সরকার ন্যূনতম ওয়েজ কতো করেছে যেন!
  • ghushkhor fankibaj | 174.100.41.2 | ০১ নভেম্বর ২০১৬ ১০:০৭726567
  • সত্যম কি সরকারি সংস্থা ছিল?? গ্লোবাল ট্রাস্ট ব্যাঙ্ক কি পাবলিক সেক্টর ব্যাঙ্ক ছিল?? প্রাইভেট সেক্টর এ যারা কাজ করেন তারা সবাই পবিত্র নিষ্পাপ আর সরকারি কর্মচারীরা সব চোর জোচ্চোর ল্যাদখোর ঘুষখোর অলস ইত্যাদি ইত্যাদি এটা কি সুইপিং স্টেটমেন্ট নয়??
  • PT | 213.110.242.5 | ০১ নভেম্বর ২০১৬ ১০:১১726568
  • "কিছুতেই সরকারি; ঘুষ খোর- পুলিশ,ইঞ্জিনিয়ার,ট্যাক্স অফিসার,ঘুঘু মিউনিসিপালিটি কর্মী,ফাঁকিবাজ শিক্ষক,চিটিং বাজ ব্যাংক কর্মী,কাজে ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করা ডাক্তার দের ধরবেন না।"

    ঘুষটা দিচ্ছে কারা?

    তবে একটা ব্যাপার পরিষ্কার। যারা এইসব হাবিজাবি লিখে যাচ্ছে তদের বর্তমান সরকারি ব্যব্স্থা সম্পর্কে ধারণা প্রায় শুন্য!!

    কিন্তু শুধু তক্কের খাতিরেই, সারা দেশে সরকারী কর্মীর সংখ্যা কত? একটা সংখ্যা পেলাম যার সত্যতা জানি নাঃ
    38.76 lakhs are in central government alone according to 2001 census.
    50 lakhs are in PSU's (central and state combined) alone.
    Add to this state govt. and autonomous bodies (including central universities).
    It will be around two crore employees (maybe more), ie. around two percent of total population.

    সব্বাই ঘুষ খায় ধরে নিলে এই দাঁড়ায় যে মাত্র দু কোটি সরকারী কর্মচারীকে ৩০/৪০ (বা আরো বেশী) কোটি অপাপবিদ্ধ ভারতীয়রা ঘুষ দিয়ে বাঁচিয়ে রেখেছে।

    ন্যাক্কা........!!
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ১০:২১726569
  • না , কেও দাবি করেনি যে প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তারা পবিত্র নিষ্পাপ । তারাও মহা ল্যাদারু চুতিয়া । কিন্তু প্রাইভেটে আন্প্রদাক্তিভ হলে তাদের পোঙ্গায় লাথ মারার সুবন্দোবস্ত আছে , যেটা সরকারী সংস্থায় নেই । সারা জীবন শুধু ইউনীয়ন্বাজি করে পদ আঁকড়ে থাকা বা কাজ না করেও প্রথামাফিক মাইনে বেড়ে যাও এগুলো সরকারী ক্ষেত্রেই সম্ভব । তাই সরকারী ক্ষেত্রে পারফরম্যান্স মাপার ও সেইভাবে শ্রমের চলতি বাজারদর বুঝে পারিশ্রমিক ঠিক করার প্রয়োজন আছে । ব্যক্তিগতভাবে কেও সরকারী কর্মচারী মানে খারাপ বা বেসরকারী মানে ভগবান এরকম কিছু না । কিন্তু সরকারী কর্মচারীদের যেহেতু লাথ মারার বন্দোবস্ত নেই তাই একটা কমপ্লিট প্রিভিলেজড ক্লাস ।

    আর পিটি কে বলার , এই খবরের কাগজ পড়ে সিয়াচেন নিয়ে চিল্লানোর সঙ্গে একটু খোঁজ নিয়ে দেখুন , যে শুধু সিয়াচেন না , নিম্ন স্টেটাসের এবং রিস্ক জোনে কাজ করা কর্মচারীদের ক্ষেত্রে সরকারী মাইনে কত । ফার্নেসে বা খনিতে যাঁরা রিস্ক নিয়ে কাজ করেন তাঁদের মাইনেও খারাপ । একা সিয়াচেন না । এই বেশি মাইনের কথাটা বলা হচ্ছে একটা মধ্যবিত্ত শ্রেনীর দিকে আঙ্গুল তুলে যারা বাম সরকারের চোখ বন্ধ ভোটার হয়েছিল এবং আনুগত্য দেখিয়েছিল এই কারণেই যে তাদের ঢেলে টাকা বিলি করা হয়েছিল মাইনের নামে । তারা কেও কোনদিন সিয়াচেনে যায়না বা ব্লাস্ট ফার্নেসে কাজ করেনা । কাজেই , সেই সুবিধেভোগী শ্রেণীকে ঢাকতে সিয়াচেনের ভাট কার্যকরী হবেনা :) ওরা তেল খাওয়া মদ্যবিত্ত কোনো সিয়াচেন সৈন্য নয় , ওদের পারফরম্যান্সের প্রেসারে ফেলতে হবে এবং মাইনের নামে টাকা বিলোনো বন্ধ করতে হবে ।
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ১০:২৩726570
  • আর একটু সামলে , উত্তেজনার বশে এসব ন্যাক্কা ফ্যাক্কা বলবেননা । পাল্টা চার্জ এলে তো সামলাতে পারেননা তখন অসংসদীয় ভাষার অজুহাত দিয়ে কেটে পড়তে হয় । আগেও বহুবার দেখা আছে । সামলে খেলুন :)
  • sm | 53.251.90.36 | ০১ নভেম্বর ২০১৬ ১০:৩০726571
  • লাও, এবার যত দোষ 30-40 কোটি ঘুষ প্রদান কারীদের। ঘুষ খোর দের নয়। এটা কি কোনো যুক্তি হলো পিটি? বয়স তো বাড়ছে। শাক ঢাকতে ঢাক আমদানি করলে চলবে?
    যে সব সরকারি কর্মচারী দের কথা বললাম তারা কজন সিয়াচিন এ ডিউটি করে?
    প্রাইভেট এর ওপর মহলের কথা পরে লিখবো।
  • ghushkhor fankibaj | 174.100.41.2 | ০১ নভেম্বর ২০১৬ ১০:৩৬726572
  • একক দা আমিও কেন্দ্রীয় সরকারি কর্মচারী। আপনার অবসেরভেশন এর সঙ্গে অনেকটা সহমত। আমার অফিস এ যা দেখি রোজ বাইরে নিজের পরিচয় দিতে লজ্জা করে। তবে কিছু লোক কাজ করছে তাই সিস্টেম চলছে। বাকিদের জন্য আপনি যা বলছেন তাহাই সত্য।
  • | ০১ নভেম্বর ২০১৬ ১০:৩৭726573
  • হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা ভেরিয়েবল কম্পোনেন্টের নাম শুনেই মোজা একেবারে দাউদাউ।
    সিয়াচেনের সৈনিকরা একি ৫৬ ইন্ঞ্চি ঢাকতে গিয়েই ঝাড়েবংশে মরে সাফ হয়ে যাচ্ছে ওরা আর কতো লোকের ইসে ঢাকবে রে ভাই!!
  • সুসি | 188.32.24.196 | ০১ নভেম্বর ২০১৬ ১০:৪০726574
  • বিংশ শতাব্দীর মুক্তি দ্রষ্টা. মহান তাত্বিক শিবদাস ঘোষ এ ব্যাপারে অনেক আগেই ভবিষ্যতবানী করে গেছেন।
  • একক | ০১ নভেম্বর ২০১৬ ১০:৪১726575
  • কিছু লোকতো কাজ করেই । নইলে সিস্টেম এতদিনে পুরোটাই লাটে উঠে যেত । একচুয়ালি যে সামান্য শতাংশের লোক কাজ করে তাদের ঘাড়ে পা দিয়ে বাকি একটা বিশাল মাস জীবন কাটিয়ে দিচ্ছে গভ সেক্টরে । তার ফলে তাদের কাজ করাটা পসিটিভ দৃষ্টান্ত না হয়ে , করাপ্ট সিস্টেমটাকেই আরও টিঁকে থাকার শক্তি দিচ্ছে ।
  • b | 135.20.82.164 | ০১ নভেম্বর ২০১৬ ১০:৪৪726576
  • একক কি বলছেন তারাও কাজ বন্ধ করুক? খ্যাক।
  • ghushkhor fankibaj | 174.100.41.2 | ০১ নভেম্বর ২০১৬ ১০:৪৬726578
  • আমি কিছুদিন PMO তে ছিলাম। মনুদাদু আর লরেন বাউ দুজনের সময়েই ছিলাম। সে এক আজব দুনিয়া। প্রতিবাদ করলে ভয় দেখাতো। তাতেও না শুনলে মেমো ধরাতো। সাসপেন্ড করতো। মেন্টাল টর্চার তো করতেই। চোপ! ! সরকার চলছে!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন