এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিদির বাংলা যেমন দেখলাম

    bip
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১৭ | ৫৪৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ক্যাম্পা কোলা | 233.191.37.200 | ১৬ জানুয়ারি ২০১৭ ১৯:২০727057
  • ট্যুর হলে আমি আছি। ক্ষিদে পেয়ে গেলো। আর এই এলাকায় দু চারটে ছবিও হবে।
  • Sankha | 57.15.37.10 | ১৬ জানুয়ারি ২০১৭ ১৯:২৪727058
  • সাধু সাধু। গাইডেড ট্যুর হলে আমাকে অবশ্যই ডেকো।
  • Sankha | 57.15.37.10 | ১৬ জানুয়ারি ২০১৭ ১৯:২৭727059
  • @ঋত্বিক
  • Sankha | 57.15.37.10 | ১৬ জানুয়ারি ২০১৭ ১৯:২৯727060
  • সাউথের একটা ফুডপাথ হবে না? @অভি
  • + | 168.125.51.122 | ১৬ জানুয়ারি ২০১৭ ১৯:৪৭727061
  • ৩ নং পয়েন্ট, ঐ স্কুলের কথাটা ক্রিসমাসের ছুটিতে কি বুঝেছেন বোঝাই যাচ্ছে।

    'প্রাইমারি স্কুলগুলোতে সর্বশিক্ষা মিশনের টাকাতে টাইলস বসানো বাথরুম। পানীয় জলের ব্যবস্থা। পর্যাপ্ত ঘর, চেয়ার টেবল সব কিছুই হয়েছে। এগুলো নিজের চোখেই দেখলাম। সরকার পাঠ্যপুস্তকগুলোও অনেক ভাল করেছে। রিপোর্টিং কম্পুটারাইজড । ফলে আস্তে ইংলিশ মিডিয়াম থেকে আবার সরকারি প্রাইমারী স্কুলের ওপরে ভরসা বাড়ছে। সিপিএম সরকারি শিক্ষাব্যবস্থা সম্পূর্ন ধ্বংস করে দিয়েছিল। শুধু শিক্ষকদের মাইনে বাড়িয়ে স্কুলগুলো বাঁচানো যেত না। দরকার ছিল পরিকাঠামো। সেই খাতে সিপিএম একদম খরচ করে নি। মমতা ব্যার্নার্জি আস্তে আস্তে সরকারি স্কুলগুলোকে পথে আনছেন।'

    স্বপ্ন দেখেছেন কিনা জানিনাঅ। আমার এক দিদির অভিজ্ঞতা বলি। দিদি একটি স্কুলের শিক্ষিকা হসনাবাদ ব্লকের। জুনিয়র হাই স্কুল (প্রাইমারী আর হাইস্কুলের মধ্যে বিপবাবু মিস করে গেছেন)। স্কুলে ৫-৮ এর বাচ্ছারা পড়ে (??)। ৮ অব্দি পাশ-ফেইল নেই, ক্লাশ ৮এর সার্টিফিকেট নিয়ে হাই স্কুলে ভর্তি হয় (তারা অধিকাংশই নিজের নাম সইও করতে পারেনা)। ১২ টায় ছাত্র-ছাত্রীরা স্কুলে আসে, মিড-ডে মিলের পর চলে যায় (সিস্টেম পাল্টানোর কথা ভাবলে স্থানীয় নেতারা আপনার স্কুলে আসার রাস্তা বন্ধ করে দেবে)।

    পর্যাপ্ত ঘর - ২টো ঘর। একটা ঘরে রান্না হয়, অন্য ঘরে ৫-৮ এর ক্লাশ
    পর্যাপ্ত শিক্ষক - ৩ জন (একজন বাংলা, একজন ঈংরাজী, একজন অংক)
    টাইলস বসানো বাথরুম - মাঠ টপকে পাশের এক বড় বাড়িতে বলা আছে, সেখানে যেতে হয়।

    এক-দুদিন এসে ভ্রমণ কাহিনী লেখাই ভাল নয়কি?
  • পরবাসী | 56.183.221.231 | ১৬ জানুয়ারি ২০১৭ ২০:১৫727063
  • বিপ আছে বলেই পশ্চিমবঙ্গের খবরগুলো ঠিকঠাক পাই।
  • PT | 213.110.242.24 | ১৬ জানুয়ারি ২০১৭ ২০:৩৩727064
  • পরিবর্তিত ও উন্নয়ন পরবর্তী পব-তে খাওয়া দাওয়ার পাট চুকলে এই সংখ্যাগুলো একটু নেড়েচেড়ে দেখবেনঃ

    Status on Primary Teachers under State & SSA as on 31st August, 2015
    শুন্যপদঃ ৩৫৮৬৬

    Status on Upper Primary Teachers under State & SSA as on 31st August, 2015
    শুন্যপদঃ ৪৪০১১

    http://www.newsatjobs.in/2015/12/shortage-of-teachers-in-primary-and.html
  • sm | 53.251.91.253 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:১০727065
  • ওটা শূন্য পদ হবে।
    কিন্তু অধিকাংশ লোকজনের পারসেপশন হলো শিক্ষা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হয়েছে ও পরিকাঠামোর উন্নতি হয়েছে।
    টেট পরীক্ষাত্রী রা চাকরি পেয়ে গেলে ,অবস্থার আমূল উন্নতি হবে আশা করা যায়।তবে সরকারের অর্থনৈতিক অবস্থা সসে মিরা।
  • ক্যাম্পা কোলা | 69.97.158.132 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:১২727067
  • আজ্ঞে ফুডপাথটাই তো ভালো হচ্ছিলো।
  • PM | 113.52.255.253 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:১৬727068
  • মাইরী।। পচ্চিমবঙ্গ টা কবে না বলে কয়ে এমোন সগ্গো হয়ে গেলো জানতেও পাল্লুম না ঃ( ভাগ্গিস বিপ পায়ের ধুলো দিলেন
  • sm | 53.251.91.253 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:২৪727069
  • পব তো বাম আমলে স্বর্গেই পৌঁছে গেছিলো। জানা যায় নি!কি আশ্চর্য্যির কথা !
  • + | 168.125.51.122 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:২৫727071
  • প্রথম পোস্তো পড়ে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম। পরে দেখলাম যে ফুডপাথের আলোচোনাটাই বেশি ভালোঃ) প্রথম পোস্ত ইগ্নোর করাই ভাল
  • dc | 181.49.206.49 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:২৫727070
  • পিটিদাও আপনার কয়েকটা ফেভারিট খাবার জায়গার নাম বলুন তো!
  • + | 168.125.51.122 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:২৭727072
  • শ্যামবাজারে গেলে শুধু কষা মাংস খেয়ে চলে এলে হবে?

    নিলাচলের চপ
    মিত্র কাফের কবিরাজী বা কাটলেট

    আর সকালে গেলে টাউন স্কুলের উল্টোদিকের রাস্তার (শিকদার বাগান?) কচুরী না খেলে কি করে হবে?
  • sm | 53.251.91.253 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:৩০727073
  • সে এক যুগ ছিল ।শিক্ষকরা তখন নিয়ম করে পার্টি অফিস যেতেন। মিটিং মিছিল থাকলে তো কথাই নেই। দলে দলে বিগ্রেড কাঁপিয়ে আসতেন। ছাত্ররা মন দিয়ে নিজেদের পড়াশোনা করে নিতো।
    আর ফিরে এসে মহান বিপ্লবের গল্প গাঁথা হতো।
  • dc | 181.49.206.49 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:৩৩727074
  • ভালো কচুরি বানায় বেশ কিছু জায়গায়। পদ্মপুকুরে খেতাম মনে পড়ছে, বালিগঞ্জে একটা দোকান ছিল, আর শেয়ালদার দিকেও বোধায় ভালো কচুরি খেয়েছি। আর যাদব্পুরে হিন্দুস্তান সুইটসে আগে ডালপুরি খুব ভালো বানাতো, তবে লাস্ট কিছু বছরে অনেক পাল্টে গেছে। গোলপার্কেও ভালো ডালপুরি-আলুর দম পাওয়া যেতো, দোকানটার নাম মনে পড়ছে না।
  • ক্যাম্পা কোলা | 69.97.158.132 | ১৬ জানুয়ারি ২০১৭ ২১:৫৯727075
  • মিন্টো পার্কের উল্টোদিকে ফুটপাথে পরোটা আলুদ্দম খেয়েছেন?
  • sm | 53.251.91.253 | ১৬ জানুয়ারি ২০১৭ ২২:০২727076
  • শিয়ালদা তে কচুরি মেলে প্রাচী সিনেমার গলিতে।ভালো চিকেন-মাটন পদ মিলবে মধ্যমগ্রাম ধাবাতে।
    এম্বার এর রান্না ভালো।
    থিয়েটার রোডের পিছনে গোল্ডেন পার্ক আর একটা হোটেলে আছে ,দুটোর ই রান্না ভালো।
    মনি স্কোয়সরে ফ্লেম এন্ড গ্রিল এর বাফে লাঞ্চ ভালোই।
    হায়াত এর কোয়ালিটি ঠিক আছে।
    আই টি সি সোনার বাংলার প্রিপারেশন আহামরি নয়। বরঞ্চ ওদের মিষ্টি আর ডেসার্ট ঠিক আছে।
  • dc | 181.49.206.49 | ১৬ জানুয়ারি ২০১৭ ২২:১৯727078
  • ক্যাম্পা, বোধায় না। মনে তো পড়ছে না। আপনারা মেট্রোগলিতে খেয়েছেন নিশ্চয়ই? আগে ওখানে খুব ভালো রুটি, পরোটা আর কষা, চাঁপ ইত্যাদি মিলতো।
  • PT | 213.110.242.5 | ১৬ জানুয়ারি ২০১৭ ২৩:০৫727079
  • dc
    বিশ্বাস করবেন কিনা জানিনা, ওপরে উল্লেখিত বিচিত্র সব খাবারের জায়গাতে আমি কখনো-ই খাইনি!!!
    এক, ট্যাঁকে উদ্বৃত্ব রেস্ত প্রায় ছিলনা বললেই চলে আর দুই, JU-তে পড়ার দৌলতে উত্তরের কোন জায়গাতেই যাওয়ার প্রয়োজন হত না। তদুপরি ৭০-এর মাঝ থেকে ৮০-র শুরুতে দেশত্যাগের সময় পর্যন্ত দক্ষিণে বিখ্যাত খানা-পিনার ব্যবস্থা সে রকম ছিল বলে মনেও করতে পারিনা।
    এমনকি কলেজ স্ট্রীটের কফি হাউসে জীবনে প্রথম (আর ঐ এক বারই -আজকে পর্যন্ত) কফি খাই বছর সাতেক আগে, ছেলেকে প্রেসীতে ভর্তির পরীক্ষা দেওয়াতে নিয়ে গিয়ে!!
    তাই এই সব লেখা পড়ছি, ঠোঁট চাটছি আর লিপিড প্রোফাইলটা ঘুরিয়ে-ফিরিয়ে দেখে ভাবছি যে এখন এইসব রিস্ক নেওয়া উচিত কিনা।
  • Saadhaaran | 195.156.172.140 | ১৬ জানুয়ারি ২০১৭ ২৩:৩২727080
  • বিপ,

    কত মাল খাইয়েছে দিদি এই মিথ্যাচারন গুলো করার জন্যে ????? নিজেকে জাস্ট বেচে দিলেন শেষে !!!!!!
  • PT | 213.110.242.5 | ১৬ জানুয়ারি ২০১৭ ২৩:৫৩727081
  • সম্ভব্তঃ গত ৬ বছরে একটিও নতুন উল্লেখযোগ্য রাস্তা হয়নি পব-তে। শুধু বামেদের গড়ে দিয়ে যাওয়া রাস্তাতে বারে বারে পিচ ঢালা হয়েছে। যত কালো পিচ তত কালো টাকার কাট মানি....
    "Nine states seem to be holding back India's race to achieve full rural connectivity by 2019.....a review of `Pradhan Mantri Gram Sadak Yojana' (PMGSY) found progress wanting in Chhattisgarh, Bihar, Rajasthan, Odisha, Uttarakhand and West Bengal,......"
    `http://timesofindia.indiatimes.com/india/9-states-stall-push-for-full-rural-connectivity-by-2019/articleshow/54399479.cms
  • sm | 53.251.91.253 | ১৭ জানুয়ারি ২০১৭ ০০:০৭727082
  • আমি তো চোখের সামনে দেখলাম এয়ারপোর্ট থেকে বারাসাত অবধি প্রায় সিক্স লেন রাস্তা হয়ে গেলো। আগে বারাসাত পৌঁছতে এক ঘন্টা লাগতো-এখন আধ ঘন্টায় যথেষ্ট।এন হেইচ ২৪ বা বারসাত - নর্থ বেঙ্গল -অনেকটা চার লেন হয়ে গেছে।
    পুরোনো দিল্লি রোড দক্ষিনেশ্বর থেকে মগরা অবধি সিক্স লেন হয়ে যাবে।কাজ প্রায় ৭০ শতাংশ হয়ে গেছে।
    গ্রামের দিকে প্রচুর কাঁচা ও মোরামের রাস্তা পাকা হয়ে গেছে। কি করে হয়েছে জানি না। কিন্তু বাম আমলে ছাল চামড়া ছাড়ানো ছিল অধিকাংশ রাস্তা।
  • bhagidaar | 106.2.241.35 | ১৭ জানুয়ারি ২০১৭ ০০:১৯727083
  • কচুরির ভাল খারাপ হয়না। কচুরি মানেই ভাল
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৭ ০০:৪৩727084
  • দিল্লির খাস্তা কচুরি বাদে। অখাইদ্য খেতে।
  • + | 92.6.21.11 | ১৭ জানুয়ারি ২০১৭ ০০:৪৭727085
  • বারাসাত অব্দি রাস্তা যেন কোন এমপি হতে দিচ্ছিলেন না?

    যাই হোক,

    খাস্তা কচুরি কি কচুরি নাকি!!! জল আর জলপাই।
  • amit | 213.0.3.2 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৩:৩৮727086
  • ইয়ে বলছিলাম যে কলকাতার সেরা দই কোনটা জানি না, কিন্তু এবার গিয়ে রুবি রাসবিহারী বাইপাস কানেক্টর এ একটা বলরাম মল্লিক খুলেছে, ওই এক্রোপলিস এর কাছেই, সেখানে একটা সর দই চেখে দেখলুম, আগে খাইনি কখনো , শুধু ভাঁড়ে বিক্রি করে, কেটে দেয়না। জব্বর লাগলো।
  • lcm | 83.162.22.190 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৪:১৯727087
  • অভি যেগুলো লিখেছে প্রায় সবই খেয়েছি, তবে ব্লসম তেমন কিছু লাগে নি, আর হাতিবাগান মোড়ে যে নতুন লেবানিজ ফাস্ট ফুড খুলেছে ওটাও তেমন সুবিধের নয়।
    আর, বিডন স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউ-র মোড়ের মিষ্টির দোকানটার লাল দই খেয়েছি, ভালো, কিন্তু কিছুতেই দোকানটার নাম মনে করতে পারছি না।

    আর অভি তো হেদোর এত কথা বলল, কিন্তু ওপাড়ার মিষ্টির দোকানের কথা বলল না।
  • Arin Basu | ১৭ জানুয়ারি ২০১৭ ০৫:০৫727089
  • সায়েব পাড়ায় গলা ভেজাতে গেলে দেখবেন পার্ক স্ট্রীট-লাউডন স্ট্রীটের ক্রসিং-এ অ-ব্যা-প্যাঁ নামে একটি কফি শপ আছে (আগে যেখানে music world ছিল), আমার অভিজ্ঞতা থেকে বলব, ওটাকে পারলে এড়িয়ে যাবেন। এদের চা-কফির মান মোটেই ভাল নয়, ছোট কাগজের কাপে ৬০ টাকা করে বিক্রি করে। নামে বটমলেস, কিন্তু ও জিনিস দু-তিন কাপের বেশী গলা দিয়ে নামাতে পারবেন বলে মনে হয় না, আমি অন্তত পারিনি। তার ওপর একটা প্লেন বেগেল, তার দাম ৩০ টাকা, কিন্তু তাকে টোস্ট করে খুব পাতলা এক লেয়ার ক্রিম চিজ দিয়ে দিতে বললে তার দাম হয়ে যায় ১৬০ টাকা! অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম মশাই, এ কাজটা করেন কি করে? অ-ব্যা-প্যাঁ যতদূর জানি একটি আমেরিকান কফি শপ চেন, তারা নিজের দেশেও কি এই একই রকম বাজে খাবার উদ্ভট দামে খাবার বিক্রি করে? বেকারীর কথা বলতে গেলে নাহুমের মনে হয় এখনো তুলনা হয় না, এদের "ডেট স্কোন" সত্যি অতুলনীয়, বহুদিন পরে খেয়ে মন ভরে গেল। সাইজে ছোট, কিন্তু অসামান্য খেতে। যদিও দোকানটা কেমন যেন ঝিমধরা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ।

    কফির কথায়, লেক রোডের উদুপী কাফের কফি ("ফিল্টার কাপি") বেশ ভাল, স্ট্রং, অনেকটা ভিয়েতনামের কফি রোবাস্টা কনডেনসড মিল্ক দিয়ে যেমন খেতে লাগে, সেই রকম। তুলনায় বানানা লিফের কফি ফিকে লাগল। চেন কফি শপের কফি কলকাতায় আমার ভাল লাগে না, দামেও পোষায় না। খুব সকালের দিকে লেক থেকে বেরিয়ে মহারাণী(?) বলে একটা রাস্তার ওপর চায়ের দোকান আছে, এদের দুধ-আদা দেওয়া চা বেশ ভাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন