এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দিদির বাংলা যেমন দেখলাম

    bip
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১৭ | ৫৫০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.141.85.8 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৫:১৭727090
  • অ ব্যা প্যাঁ ??? ঃ-)
    নাম শুনেই তো বোঝা যাচ্ছে জনতা-ছাগলকে গলাকাটা দাম নিয়ে ঘাসপাতা খাইয়ে দেবে । ঃ-)
  • Arin Basu | ১৭ জানুয়ারি ২০১৭ ০৫:২৭727091
  • ঠিক বলেছেন, আমি লিখতে পারিনি, ওটার নাম হল "au bon pain", এবং এমনি হয়ত ambience ভাল, কিন্তু গলাকাটা দামে যা তা বিক্রি করে, সত্যি বলতে কি।
  • Atoz | 161.141.85.8 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৫:২৯727092
  • আরে দিল্লি এয়ারপোর্টে ঐরকম । একটি প্যাটিস কিনেছেন কি কেনেন নি, শখানেক টাকা গচ্চা যাবে ।
  • Atoz | 161.141.85.8 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৫:৩৩727093
  • অথচ চলছেও তো এইসব ব্যবসা ! জনতা-ছাগলকে খাওয়াতে পারলেই হল, ব্যাটারা ফতুর হয়ে নাচতে নাচতে বাড়ি যাবে আর গিয়ে শতমুখে গপ্পো করবে," জানেন কী খেলুম, আহা কী খেলুম! কী বা তার কেতা, কী বা তার স্টাইল! "
    ঃ-)
  • Abhyu | 85.137.9.162 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৫:৩৬727094
  • অ-ব-প্যাঁ। কবি তীর্থ ওর সামনে বসে দাবা খেলতেন। তবে কি সেটা দিদির বাংলায় নয় :)
  • Abhyu | 85.137.9.162 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৫:৩৬727095
  • * তবে কি না
  • Ekak | 53.224.129.41 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৫:৫১727096
  • au bon pain জঘন্যতম । ব্যাঙ্গালোরে আছে কয়েকটা , মাছি তাড়ায় । সিসিডি স্ট্যান্ডার্ড কফি শপ । ইন্ডিয়ান কোম্পানি হয়ে এতো বড় ব্যবসা ।
  • Ekak | 53.224.129.41 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৫:৫৩727097
  • আর আপনারা যা খাবারের দোকানের লিস্ট দিচ্ছেন এগুলো মিনিমাম বিশ বছরের পুরোনো হেজে যাওয়া জায়গা । কোয়ালিটির অভাব নষ্টালজি মাখিয়ে পুষিয়ে না নিয়ে গলা দিয়ে নাব্বেনা । অনেক নতুন ভালো খাবারের দোকান হয়েছে কলকাতায় । তাদের নাম দেখছি না ।
  • Abhyu | 85.137.9.162 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৬:২৬727098
  • গুরুর লোকেদের যা স্বভাব। বিপের ডীপ থট প্রোভোকিং জিনিস নিয়ে কারো মাথাব্যথা নেই, খালি খাবার ধান্দা।
  • PT | 213.110.242.21 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৮:০৯727100
  • বিপ যা দেখতে চান নাঃ
    "জনসংখ্যা পিছু পুলিশের সংখ্যায় দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার মধ্যে সবার পিছনে পশ্চিমবঙ্গ ৷ গুজরাত , তামিলনাড়ু , মহারাষ্ট্র , দিল্লি তো বটেই , এমনকি মধ্যপ্রদেশ , অন্ধ্রপ্রদেশ , বিহার , উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যগুলিতেও জনসংখ্যার নিরিখে পুলিশের সংখ্যা অনেক বেশি৷ গুজরাতে ৮৮৭ , তামিলনাড়ুতে ৬৩০ , মহারাষ্ট্রে ৬৭৯ , দিল্লিতে ২৭৫ জন পিছু এক জন করে পুলিশকর্মী রয়েছেন ৷ ......... পুলিশের গাড়ি , আবাসন , আধুনিকীকরণ এবং প্রশিক্ষণের দিক থেকেও অন্য রাজ্যগুলির তুলনায় পিছিয়ে এ রাজ্য ৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=29017&boxid=153923925
  • bip | 183.67.5.178 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:২৮727101
  • যা বুঝলাম, কোলকাতার লোকজন একদমই কোলকাতার বাইরে যায় না। ফলে আটভাট আবাপ, আনন্দের প্রতিবেদনে রাজনীতিকে দেখে। আমার শিকড় গ্রামে। সুতরাং ওখানে গিয়ে যা দেখেছি, সেটাকে অস্বীকার করার উপায় নেই।

    আর খাওয়ার ব্যপারের কয়েকটা নতুন জিনিস খেতে অনুরোধ করব। যা ভাল লাগল/

    গুড়ের আইসক্রিম। ভজহরি মান্নাতে খেলাম
    ফিসফিসের একটা আইটেম মাছের বড়া- অনেক মাছের বড়া পেঁইয়াজ দিয়ে ভাজা।

    তবে কিনা মাছের ক্ষেত্রে ফ্রেশ মাছের জবাব নেই। করিমপুরে বাল্যবন্ধুদের নিয়ে পিকনিক করলাম। এক বন্ধুর ২১ বিঘা জমিতে পুকুর। মাছের ব্যবসা। সে দিল চার কিলো হরেক রকমের টাটকা মাছ। দশটার সময় মাছ ধরে, এগারোটার সময় ভেজে, সোজা হুইস্কি দিয়ে পেটে। ওই টাটকা মাছভাজা-যা ফ্রিজে যাই নি, সেই টেস্ট ফিশ ফিশের ১০০০ টাকা দামের প্লেট ও দিতে পারবে না।

    বাঙালীরা যত মাছের পদ করে, সবগুলোই কেমন আনহেলদি মনে হয়। মাছের টেস্ট পেতে গেলে, জ্যান্ত ধর, ভাজ, সিঙ্গল মল্ট দিয়ে পেটে চালান কর। সেই টেস্ট আলাদা।
  • ?? | 97.118.94.2 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৩৬727102
  • (৪)

    সাম্প্রদায়িকতা বিশাক্ত সাপের মতন ফনা তুলছে। প্রতিটা হিন্দু ফ্যামিলিতে ধূলাগড় নিয়ে আলোচনা। কতশত লাশ নাকি রাস্তায় পড়ে আছে। অবশ্য এক্সাক্টলি কি করে কেউ এসব জানল, সেটা নিতে প্রশ্ন করলে, উত্তর নেই। সাম্প্রদায়িক গুজবের ফানুস বাতাসে। মুসলমানদের বিরুদ্ধে তীব্র আবেগে তৃণমূল সিপিএম বিজেপি ভেদাভেদ নেই। মুসলমান বিরোধিতার ভোটটা শুধু বিজেপির বাক্সে পড়ছে না-কারন বিজেপির নেতা নেই। তাছাড়া ওটা এখনো উত্তরভারতীয় গোবলয়ের পার্টি বাঙালীদের কাছে। ফলে বিজেপি এখনো মমতার কাছে সেই অর্থে কোন থ্রেট না। কিন্ত বিজেপির উত্থানের সব মশালা প্ল্যাটফর্ম প্রস্তুত। অপেক্ষা শুধু ভাল নেতার। "স" মার্কা দিলীপ ঘোষ মার্কা নেতা দিয়ে বঙ্গ বিজয় হবে না। অন্তত একজন ভাল বাঙালী নেতার দরকার বিজেপিতে-যা তাদের নেই এই মুহুর্তে।

    মমতা ব্যানার্জির সব ভাল কাজ জলে যাবে যদি না তিনি সাম্প্রদায়িকতাকে কড়া হাতে দমন করতে ব্যর্থ হন। অপারেশন বর্গার ফলে অনেক সম্পন্ন হিন্দু পরিবার মুসলমান ভাগচাষিদের কাছে জমি বেচতে বাধ্য হয়েছিল। সেই রাগটা ছিলই। এখন নানান গুজবে, প্রচারে সাম্প্রদায়িকতার বিশাক্ত সাপ ফোঁস ফোঁস করছে। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার যা চিরকাল ধরেই হয়ে এসেছে-ফেসবুকের কল্যানে এখন তা ঘরে ঘরে। এর সাথে মুসলমা জঙ্গি, আইসিসিস ইত্যাদির হাত ধরে পোলারাইজেশন খুব বাজে জায়গায়। আগে হিন্দুদের একটা অংশ মুসলমানদের দেখতে পারত না। সাম্প্রদায়িকতা বিরোধি প্রচুর হিন্দু ছিল। যাদের অধিকাংশই ছিল সিপিএম। এখন প্রায় পুরো অংশটাই মুসলমান বিরোধি। এদের অনেকেই আদি সিপিএম। বিজেপির খাতায় নাম লেখাতে বাকী আছে শুধু।

    সিপিএমের ভাঙন অব্যহত থাকলে হিন্দু ভোট আস্তে আস্তে বিজেপিতে জড় হবে-যদিও সেটা কঠিন করে তুলেছে, বিজেপি নিজেই-যাদের ক্যাডাররা ভীষন ভাবেই অসন্তুষ্ট দিল্লীর ওপরে।

    এই পোলারাইজেশনটা আজ না হলে কাল হতই। এখন বেশ দাঙ্গার আবহে বিরাট আকার নিয়েছে, যদিও এই ধরনের হিন্দুরা ভোট টা এখনো মমতা ব্যানার্জিকেই দিচ্ছেন। কারন আর যাইহোক দিদি কাজ করবেন এই আস্থাটা এখনো আছে। কিন্ত সিপিএম সম্পূর্ন ধ্বংশ হলে আখেরে লাভ বেশী বিজেপির, ক্ষতি তৃনমূলের।

    সিপিএম যে সম্পূর্ন অপদার্থ ছিল, সেটা দিদি হাতে নাতে করে দেখিয়েছেন। কিন্তু সেটাই না আবার তৃণমূলের কাল হয়। কারন সিপিএম ধ্বংশ হলে, সেই ভোট টার অধিকাংশ যাবে বিজেপিতে। আমি শুনলাম সেটা নাকি তৃনমূল বুঝেছে। তাই তারাই তাগদা দিচ্ছে সিপিএমের লোকেদের পার্টি অফিস খুলতে। অহ, এই দিনটা আসতই।

    ..........

    এগুলো সত্যি কথা? না বিপ লেজের নীচ থেকে বের করেছে?
  • বিপ | 183.67.5.178 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৪৪727103
  • ভাল কচুরি খেতে গেলে খান কৃষ্ণনগরে অধীরের কচুরি। সেই অধীর যে বিখ্যাত সরপুরিয়া সরভাজার জন্য। ওতভাল কচুরি ভূভারতে কেউ বানায় না। এটা নানান জায়গায় খেয়েই বলছি।

    কালনা কৃষ্ণনগরে অনেক দোকানেই ভাল কচুরি ভাজে। তবে অধীর আলাদা। মায়াপুরে গোবিন্দধাম রেস্টুরেন্টেও ভাল কচুরী খেলাম এবার।
  • ক্যাম্পা কোলা | 37.63.152.196 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৪৮727104
  • গুড়ের আইসক্রীম বিপ মনে হয় প্রথম খেলো।
  • dc | 132.164.228.113 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৫২727105
  • "তবে কিনা মাছের ক্ষেত্রে ফ্রেশ মাছের জবাব নেই। করিমপুরে বাল্যবন্ধুদের নিয়ে পিকনিক করলাম। এক বন্ধুর ২১ বিঘা জমিতে পুকুর। মাছের ব্যবসা। সে দিল চার কিলো হরেক রকমের টাটকা মাছ। দশটার সময় মাছ ধরে, এগারোটার সময় ভেজে, সোজা হুইস্কি দিয়ে পেটে। ওই টাটকা মাছভাজা-যা ফ্রিজে যাই নি, সেই টেস্ট ফিশ ফিশের ১০০০ টাকা দামের প্লেট ও দিতে পারবে না।

    বাঙালীরা যত মাছের পদ করে, সবগুলোই কেমন আনহেলদি মনে হয়। মাছের টেস্ট পেতে গেলে, জ্যান্ত ধর, ভাজ, সিঙ্গল মল্ট দিয়ে পেটে চালান কর। সেই টেস্ট আলাদা।"

    উলস, এটাই এই টইএর সেরা পোস্ট। সম্পূর্ণ একমত, পুকুর থেকে মাছ ধরে ভেজে পেটে চালান দেবার থেকে বেশী কিছু এই জীবন থেকে চাইনা।
  • ক্যাম্পা কোলা | 125.112.74.130 | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৫৩727106
  • মানে গুড়ের আইসক্রীম আর মাছের ডিমের বড়াকে নতুন উপাধি দেওয়াটা বছর দশেক টু লেট;-)
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৫৬727107
  • :) ভাগ্যিস বিপ বঙ্গে এল।
  • ক্যাম্পা কোলা | 131.241.218.132 | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:০০727108
  • বরং বিপ এখনো এই পোড়া দেশে অধিষ্ঠান করে থাকলে আর হাতে সময় থাকলে কস্তুরী ঘুরে এসো। কাঁচকি মাছের চচ্চরি, কচুপাতা দিয়ে চিংড়ি (নিজে এটা খাইনি কারণ অ্যালার্জী, তবে সবাই ভালো বলে), চষির পায়েস...
  • . | 193.82.199.156 | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:৩১727109
  • ওটা "মোহরানী" অরিণবাবু, সেই '৯০এর দশক থেকে আমরা খেয়ে আসছি।
  • PT | 213.110.242.4 | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:৫৮727111
  • "যা বুঝলাম, কোলকাতার লোকজন একদমই কোলকাতার বাইরে যায় না।"

    আরেকটা গা-জোয়ারী বক্তব্য।

    গত ১০-১৫ বছর ধরে ছাত্রদের বিয়ে ইত্যাদি অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট টাউন থেকে ১২০ থেকে ১৫০ কিমি দূরত্বে গাড়ী চড়ে গিয়েছি গ্রামের ভেতরে। অভিনেত্রীর গালের মত মসৃণ না হলেও গাড়ী চড়ে যাওয়ার মত রাস্তা দিব্য ছিল।

    আর বিষ্ণুপুরে অন্ততঃ বার চারেক গিয়েছি গত দশ বছরে মন্দির দেখতে। মাস দুয়েক আগেও ঐ রাস্তা ধরেই দূর্গাপুর গিয়েছি। মাঝে মাঝে জঘণ্য প্যাচ-আগেও ছিল, এখনো আছে।

    কাজেই কেউ কিছু দেখেনি, শুধু বিপই দেখেছেন এমন দাবী না করাই ভাল।
  • sm | 53.251.91.253 | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:০৫727112
  • ওই বিয়ে বাড়ির খাওয়া খেতে গিয়ে, গ্রামের রাস্তা কেমন অনুধাবন করতে গেলে; অন্ধের হস্তী দর্শন হবে। নিয়মিত বিভিন্ন জেলার বিভিন্ন গ্রামে যেতে হবে। তবেই বোঝা যাবে।শীতকালে গ্রামের রাস্তা আর বর্ষা কালে গ্রামের রাস্তার মধ্যে আকাশ পাতাল তফাৎ।
    যারা গ্রামে থাকেন, তারা কনফার্ম করতে পারবেন।
    যারা ভাড়ার গাড়ি চালায়; তাদের বক্তব্য হলো- অবশ্যই অনেক উন্নতি হয়েছে।
  • bip | 183.67.5.178 | ১৭ জানুয়ারি ২০১৭ ১১:১৪727113
  • বরং বিপ এখনো এই পোড়া দেশে অধিষ্ঠান করে থাকলে আর হাতে সময় থাকলে কস্তুরী ঘুরে এসো।

    >>
    না। এবার হল না-কস্তুরী টার্গেট করেছিলাম। হয়ে ওঠে নি। তবে চিংড়ির হরেক রকম পদ-কচু, পুঁই, লাউ- সব কিছুই খেয়েছি এবার। তবে বাড়িতে। কচু চিংড়ি অবশ্য আমেরিকাতেও বেশ ঘন ঘনই খাই। মানে যখন শাশুড়ি বা মা থাকেন আমাদের সাথে।
  • PT | 213.110.242.24 | ১৭ জানুয়ারি ২০১৭ ১৩:২০727114
  • দাঁড়ান মহায়!
    তিন চার ঘন্টা গাড়ীতে বসে থাকলেও রাস্তা সম্পর্কে কিছু জানা যায় না এমন তত্ব আপনে কোথায় পেলেন?
    আরো কোথায় গিয়েছি তাহলে জানিয়ে দিইঃ
    # বার চারেক কল্যাণী ইউনিভারসিটি
    # হালিশহর
    # খড়দা
    # সোদপুর
    আর এই সব ট্রিপগুলো-ই বিভিন্ন দিনে ও বিভিন্ন বছরে। কোনটাই কলকাতা থেকে নয়।
    এসবের পরেও রাজ্যের রাস্তা সম্পর্কে কিছুই জানা যায় না জেনে বিস্মিত হলাম। রাজ্য সরকার নিশ্চয়-ই কল্যাণী এক্সপ্রেসওয়ে না সারিয়ে মাছিভাঙ্গা গ্রামের রাস্তা সারাতে যাবে না!
  • Ekak | 53.224.129.55 | ১৭ জানুয়ারি ২০১৭ ১৩:৩৯727115
  • ধুর ধুর কোথায় পড়ে আছে পশ্চিমবঙ্গ । রাস্তার অবস্থা বুঝতে এতো তর্ক করতে হচ্ছে । লাস্ট টেন ইয়ার্সের পটহোল ডেটা -রোড কন্ডিশন -আরবান এরিয়াতে মোবিলিটি ডেটা এসব নেই তার মানে । কর্নাটকে কিন্তু এক ক্লিকে পেয়ে যাবেন । পুরো ডেটা বহুকাল ধরে স্যাটেলাইট ধরে রাখে । সেটাকে ইনফর্মেশন কনভার্ট করার ব্যবস্থা নেই পবতে । এই রাজ্য নিয়ে আবার তর্ক । পালং শাগের ক্যাশমেমো আর কাকে বলে !
  • Ekak | 53.224.129.55 | ১৭ জানুয়ারি ২০১৭ ১৩:৪৩727117
  • * ব্যক্তিগত অভিজ্ঞতার
  • ohh | 53.224.129.55 | ১৭ জানুয়ারি ২০১৭ ১৩:৪৩727116
  • ইটা লিখেই মনে হলো ডিমনির বাজারে পালংশাকের ও তো ক্যাশমেমো হচ্ছে । তাহলে হোক পব্র রাস্তার হাল নিয়ে ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে আলোচনা :):)
  • Arpan | 96.186.201.5 | ১৭ জানুয়ারি ২০১৭ ১৩:৪৬727118
  • ভাগ্যিস বিপ ছিল, না হলে নলেন গুড়ের আইসক্রিমের নাম ভূভারতে কেউ জানত?
  • sm | 57.11.116.172 | ১৭ জানুয়ারি ২০১৭ ১৪:০৩727119
  • এইরকম একতরফা তক্কো চালালে মুশকিল। জাতীয় সড়ক গুলো মেনটেইন করে কেন্দ্র। এর জন্য রাজ্য সরকার কে তদ্বির করতে হয় টাইম টু টাইম। যদি দু লেন কে চার লেন করতে হয় তাহলে উচ্ছেদ এর দ্বায়িত্ব রাজ্য সরকার এর।
    এগুলোতে বামেদের পারফর্মেন্স ছিল জঘন্য।
    বাকি থাকে গ্রামের ভেতরের রাস্তা বা লিংক রোড গুলো।
    এগুলোতে প্রচুর উন্নতি হয়েছে।
  • PT | 213.110.242.4 | ১৭ জানুয়ারি ২০১৭ ১৪:৫৬727120
  • কল্যাণী এক্সপ্রেসওয়ে রাজ্য সরকারের।
  • bip | 183.67.5.178 | ১৭ জানুয়ারি ২০১৭ ১৬:০৪727122
  • কল্যানী এক্সপ্রেস ওয়ে আগেও যেমন ছিল, এখনো তাই আছে। এবার কেন কালনা যাওয়া আসার পথে ওই পথে যাতায়াত আছে। ট্রাফিক খুব বেশী। তাই দিয়ে রাজ্যের হাল বোঝা যাবে না। তার জন্য গ্রামে গ্রামের রাস্তায় গাড়ি চালাতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন