এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | 160.148.14.8 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০১:১২65959
  • শাক্য দেখছেন রাইটিস্ট আর আমি দেখছি ডোনাল্ড ট্রাম্প সিন্ড্রোম। শাক্য নিশ্চই ডোনাল্ড ট্রাম্পকে খুব মন দিয়ে ফলো করছেন আর অনুপ্রানিত হচ্ছেন।
  • kc | 198.71.204.254 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫১65960
  • ডোনাল্ড ট্রাম্প না, আমার মনে হচ্ছে লেখক কাঙাল মালসাটে একটু বেশী আচ্ছন্ন হয়ে আছেন। নতুবা অপোনেন্টকে এতটা গান্ডু ভাবার রোমান্টিসিজমের খোরাক আসতনা বোধহয়।
  • lcm | 118.91.116.131 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০১:৫৯65961
  • এই সব লেফ্‌ট-রাইট ফালতু জিনিস, মার্চিং অর্ডার এক্সিকিউট করার সময় সিপাইরা করে থাকে।
  • বিপ্লবী | 56.166.179.50 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:০৭65962
  • প্রস্তাবগুলো সুন্দর আর সময়োপযোগী হয়েছে। কিন্তু কিছু খটকা থেকে যায়।

    প্রথম, একদিনের জন্য সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার কথা বলা হলেও প্লেন চলাচলের কথা বলা নেই এটা আশ্চর্যের। বন্ধের দিন সকাল থেকে এআরপোর্টের দখল নিয়ে বিদ্যুত সংযোগ কেটে দিতে হবে। এতে বাড়তি সুবিধে এই যে অনেকগুলো প্লেন ল্যান্ড করতে না পেরে ক্র্যাশ করবে। এতে বেশ কিছু ক্যাপিটালিস্ট একবারে মরবে কারন ক্যাপিটালিস্টরা ছাড়া কেউ প্লেনে চড়ে না।

    দ্বিতীয়, শুধু পুলিশ থানা ভাংচুরের কথা বলা হয়েছে অথচ আশ্চর্যভাবে আর্মি ব্যারাকগুলোর কথা বলা হয়নি। দেশের যতো আর্মি ফোর্ট, ব্যারাক আর গোপন ঘাঁটি আছে সবগুলো দখল করে সেগুলো ভাংচুর করতে হবে। এই যেমন ফোর্ট উইলিয়াম, ওটা দুপুর দুটোর মধ্যে মাটিতে মিশিয়ে দিতে হবে - তাহলে সিস্টেম জোর ভয় পেয়ে যাবে।

    তৃতীয়, লোডশেডিংএর সময়ে হাসপাতালে ছাড় দেওয়ার কথা হচ্ছে কেন? অ্যাপোলো আর ফর্টিসে যে রুগীরা চিকিৎসা করাতে যায় তারা আদ্যোপান্ত ক্যাপিটালিস্ট। তাদের জন্য কিসের ছাড়? আর সরকারি হাসপাতালে ছাড়ের তো প্রশ্নই নেই কারন লড়াইটা সরকারের বিরুদ্ধে। কয়েকটা মানুষের, তাও আবার কয়েকটা ক্যাপিটালিস্ট আর সরকারী চাকুরের প্রাণের কিসের দায় বুঝলাম না। আগুনখেকো বিপ্লবীদের কি কয়েকটা প্রাণের ভয় করলে চলে গো?
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩৬65963
  • অপোনেন্ট গান্ডূ কেন হবে? র‍্যাদার, অপোনেন্টের মতন ধুরন্ধর আর পাওয়ারফুল না হতে পারলে কোন মেসেজের-ই কোন সার্থকতা নেই
  • lcm | 60.242.74.27 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৫65964
  • ধুস্‌, অপোনেন্ট বলে কিছু নেই, এ সব ইলিউশন, যুদ্ধের সময় লোকে এরকম কাল্পনিক অপোনেন্ট তৈরী করে, কাউকে না পেলে আয়নাতে গুলি চালায়।
  • kc | 198.71.204.254 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৭65965
  • অপোনেন্টকে গান্ডু না ভাবলে, ওই "বনধ সফল করার দশটি বা পনেরোটি উপায়" ভাবার সময় অপোনেন্টের সম্ভাব্য হাম্পুর কথা কেন আসছেনা? তবে কি কোনও নতুন "শ্রেণী"চিন্তার প্রাদুর্ভাব হচ্ছে? এই সম্ভাব্য "শ্রেণী"টিকে কী বলা যায়? রোমান্টিক না প্রোভোকেটিউর? কোনটা?
  • sch | 113.42.159.57 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৯65966
  • শাক্যজিৎ আপনি কি ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধী না তার পক্ষে? খুব জানতে ইচ্ছে করছে
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫২65967
  • আমি ক্যাপিটাল পানিশমেন্টের তীব্র বিরোধী।

    কেসি, কথাটা প্রাদুর্ভাব নয়, আবির্ভাব। প্রাদুর্ভাব মানে আবির্ভাবের ঠিক উলটো। মানে মিলিয়ে যাওয়া।
  • kc | 198.71.204.254 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৭65968
  • আচ্ছা তাই হল। আবির্ভাব। ঠিক আছে?
  • জুলু সর্দার লোচবক্ষুলা | 215.174.22.27 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০১65969
  • প্রাদুর্ভাব মানে মিলিয়ে যাওয়া? এই মানেটা নতুন বেরিয়েছে?

    তো, অন্য সব ঠিকই আছে, তবে তিন চার বছর আগে ভাটিয়ালির সানন্দাচরিত্র ছিলনা এই ধারনার তীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম। অন্তত পাঁচ বছর আগে আমি, এই শর্মা, মাই হাম্বল সেল্ফ, সানন্দার কবিতার রেফারেন্স দিয়েছিলাম ভাতের পাতায়, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সহজে মুর্গী রান্নার রেসিপিও একটা দিয়েছিলাম, তবে কেউ প্রশংসা করেনি।
  • জোকার | 188.162.193.233 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০২65971
  • না না না না না!! তোমরা কেউ অ্যানার্কিকালি চিন্তা করতে পারছো না, শুধু বাজে বকে সময় নষ্ট কর্ছো। হোয়াই সো সিরিয়াস? আমার কথা শোনো। আমি বন্ধ সফল করার উপায় বলে দিচ্ছি। বার্কে এটম বোম লুকিয়ে রাখা আছে জানোতো? বনধের দিন সকাল সকাল একটা এটম বোম নিয়ে আসা হোক আর সেটা দিল্লি নিয়ে গিয়ে ফাটিয়ে দেওয়া হোক। সিস্টেম এমন ভয় পেয়ে যাবে যে হেগে ফেলবে। তুমি হাগো, আমি হাগি, এতে কি হয়? কেউ ভয় পায়? না। সবাই রুটিন হাগা হাগে, সব প্ল্যানমাফিক চলে। কিন্তু সিস্টেম যখন ভয় পায় আর সিস্টেম যখন ভয়ে হেগে ফেলে তখন আসে আসল অ্যানার্কি। হ্যাঁ।
  • জুলু সর্দার লোচবক্ষুলা | 215.174.22.27 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০২65970
  • ভাতের না, ভাটের। সানন্দার নাম শুনেই খাবার দাবার হয়ে যাচ্ছে। তাও ও তো সুখী গৃহকোণ বলিনি।
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৩65972
  • অপোনেন্ট তো হাম্পু দেবেই। জানা কথা। আপনি ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস দেখুন, সেখানেও কিন্তু স্টেট অপ্ররেসন নামিয়ে আনবে এই ভাবনায় মান্নুষ বসে থাকেনি। ডেস্ট্রাকটিভ কাজকম্ম শুরু করে দিয়েছিল।

    ব্যাপারটা হচ্ছে অপ্রেশন যদি স্যাচুরেশন পয়েন্তে চলে যায় তখন মানুষ আর উল্টোদিক থেকে কি রিঅ্যাকশন আসবে তার অপেক্ষায় বসে থাকে না। নিজের মতন করে রিঅ্যাক্ট করতে শুরু করে দেয়
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৫65973
  • তাই তো জানতাম। স্কুলে একবার আবির্ভাবের জায়গায় প্রাদুর্ভাব লিখেছিলাম বলে কেটে দিয়ে এই মানেটাই বুঝিয়েছিল
  • জুলু সর্দার লোচবক্ষুলা | 215.174.22.27 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৬65974
  • আরে না স্কুলের কথা বিশ্বাস করতে নেই, কি শেখাতে কি শিখিয়ে দেয়।
  • lcm | 60.242.74.27 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৭65976
  • ওরকম হয়। কারো কারো যারা সানন্দা পড়ে তাদেরকে রাইটিস্ট মনে হয়। কারো আবার যারা সার্ত্রে, নিৎসে পড়ে তাদেরকে এলিটিস্ট মনে হয়।
    কারণ অপোনেন্ট চাই, যুদ্ধ চাই, ছায়ার সঙ্গে কতক্ষণ যুদ্ধ করা যায়, দুপুরের দিকে তাবার আর সাইজও ছোট হয়ে যায়।
  • sch | 113.42.159.57 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৭65975
  • জেনে ভালো লাগলো যে আপনি ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধী। অর্থাৎ আপনি কখনোই চান না অকারণে লস অফ লাইফ হোক - রাষ্ট্রের প্রাণ নেওয়ার কোনো অধিকার থাকা উচিত না। আপনি চোখের বদলে চোখ জাতীয় হিংসার বিরোধী

    কিন্তু ওই শ্রী মুসার দশটি বাণী স্টাইলে যে প্রস্তাবগুলো দিয়েছেম তাতে কি কি লিখেছেন

    ১) "য়েকটাকে ধরে জ্বালিয়ে দিয়ে রাস্তার মোড়ে টাংগিয়ে রাখা হোক আর নিচে নোটিস দেওয়া হোক "অন্যেরা বেরলে তাদের-ও এই অবস্থা হবে"। - কিছু নিরীহ ট্যাক্সি ড্রাইভারের রুজি রুটি খাবেন - হয়তো কেউ জখমও হবে

    ২) "গোটা দেশে ইলেকট্রিসিটি বন্ধ রাখলে সেটা স্বপ্নের ধর্মঘট হবে" - শুধু হস্পিটাল না কিন্তু বাড়িতেও অনেক মুমূর্ষু মানুষ থাকেন - সারা দিন কারেন্ট না থাকলে, জল না পাওয়া যেতে পারে - এবং তাতে কারো প্রাণ যাওয়া অসম্ভব না

    ৩) " একটা পাউডার ভর্তি খাম জাস্ট ভয়ের চোটে একজন মানুষকে হার্টফেল করিয়ে দিতে পারে।" - খামগুলো প্রেসিডেন্ট বা মন্ত্রীরা খুলবে না কেউ - খুলবে কিছু নিরীহ কর্মচারী। তাদের মেরে কি হবে?

    আর লিস্টিং করলাম না...............

    স্ববিরোধিতা বুঝতে পারছেন? না পারলে আপনি একটা কাজ করুন - ওই কঙ্কাল কাণ্ডের পার্থবাবুকে যে সাইকোলজিস্ট তাদের একবার দেখিয়ে নিন। পার্থবাবু শুনলাম ভালো আছেন - আপনিও ভালো হয়ে যাবেন

    অল দি বেস্ট
  • byaang | 233.227.20.14 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৮65977
  • প্রাদুর্ভাবের মানে আবির্ভাবের ঠিক উল্টো?? প্রাদুর্ভাব মানে মিলিয়ে যাওয়া!!!!! যতদিন বাঁচি, ততদিনই শিখি।
  • kc | 198.71.204.254 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১০65978
  • অপ্রেশন স্যাচুরেশন পয়েন্টের উপরেই গেহে, কোনও দ্বিমত নেই। কিন্তু এই সিস্টেম একটা দরজা খুলে রেখেছে, যতনা খুলেছে, স্বপ্ন দেখিয়েছে তার থেকে বেশী। অপ্রেসড থেকে অপ্রেসরে ট্রান্সফরমেশনের সিস্টেম। আর তার গল্প। যতক্ষণ না এই জায়গাটাকে অ্যাটাক করা যাবে ততক্ষণ কোনও আশা নেই।
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১১65979
  • ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধী হওয়া মানে রাষ্ট্রের কারো প্রাণ নেবার অধিকারের বিরোধী হওয়া। তার সাথে নাশকতামূলক কাজের বিরোধ থাকা উচিত নয়। এগুলো খুব-ই বেসিক কথা। এটুকুও বুঝিয়ে দিতে হলে মুশকিল। এবিসিডি থেকে শুরু করতে হলে তো চাপ !! :(
  • lcm | 60.242.74.27 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৬65980
  • রাষ্ট্র কি মঙ্গল গ্রহের প্রাণী?
    রাষ্ট্র/প্রশাসন কুটিল মনে হলে, সেখানে জয়েন করো,চেঞ্জ ইট, ডু ইট।
    ক্ষমতায় থাকা সিপিএমকে অপদার্থ মনে হলে, সিপিএমে জয়েন করো, পাল্টাও। তিনোমুলকে দিনরাত গাল একটু কমিয়ে, বরং তিনোমুলে জয়েন করো, ডু ইট।

    নেটে থিওরি কপচে একটাই জিনিস হবে - বাট দ্যাট্‌স নট ব্যাড - আফটার অল, টাইম - পাস ইট।
  • kc | 198.71.204.254 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২০65981
  • শাক্যজিৎ, আমার কোচ্চেনটা? রোমান্টিক না প্রোভোকেটিউর? কোনটা?
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৬65982
  • রোমান্টিক এবং লাড্ডাইট
  • ... | 193.90.37.107 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৯65983
  • বাতেলাবাজটাকে লোকে এত পাত্তা দিচ্ছে। মাইরি।
  • জুলু সর্দার লোচবক্ষুলা | 215.174.22.27 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৫65984
  • কি মুশকিল, আপনার ইচ্ছে না হয় আপনি দেবেননা, লোকের ওপর রাগ করে লাভ আছে। লোক তো তুচ্ছ। আপনাকে শুধু শুধু লোকহিত ভাবতে গিয়ে পাত্তা দিতে না চেয়েও একটা পোস্ট খরচ করতে হলো।
  • robu | 122.79.38.56 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৭65985
  • নিজের পাত্তা পাবার ইচ্ছে। ওরম হয়।
  • robu | 122.79.38.56 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৯65986
  • লাড্ডাইট কী শাক্য?
  • a x | 138.249.1.198 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫১65987
  • যারা দাও ফিরে সে অরণ্যতে বিশ্বাস করে।
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫৪65989
  • মি নিজে লাড্ডাইট নই তবে যেকোনো প্রতিরোধ চেতনায় এবং চরিত্রে প্রথমে লাড-ই থাকে। এটা দেখেছি বারেবারে

    https://en.wikipedia.org/wiki/Luddite
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন