এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 127.194.225.186 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৩৭66037
  • লেখক শাক্য র প্রবন্ধ আমার খুব ই পছন্দ হয়েছে। (ব্যক্তি শাক্য কে নিয়ে কোন আগ্রহ নাই।) কেসি কেন বোর করছে বুজছি না, এমন প্রশ্ন করছে যেন নিজে তার উত্তর জানে না।

    অসংগঠিত শ্রমিক দের যা অবস্থা তাতে স্ট্রাইকিং পাওয়ার না বাড়লে তাদের সমস্যা আরো বাড়বে। এটা কে তাতিন আর শাক্য অ্যাদ্রেস করার চেষ্টা করছে আমি বুঝলাম না তাতে এত প্যাঁক দেওয়ার কি আছে?

    অসংগঠিত শ্রমিকদের যা অবস্থা, তাতে একটা বামপন্থী ছেলের রাগে গা জ্বলা উচিত, তাই হয়েছে, যা প্রাণে চায় লিখেছে।

    একটা কথা বলা দরকার, নির্বিষ-তম ধর্মঘটেও সরকার বা রাইট উইং ফোরস মোবিলাইজেশন কিসু কম করে না। অতএব কি হলে কি হবে গোছের চাপ সেটা নিয়ে একটা থিয়োরেটিশিয়ানের মাথা ঘামায়ে লাভ নেই। সেটা রণনীতি-রণকৌশল গোছের লোকেরা ঠিক করবে ঃ-)

    উন্নত টেকনোলোজি ইউজার / টেকনিশিয়ান দের মধ্যে আইডিওলোজিকাল পেনিট্রেশন না থাকলে এই কর্মসূচীর ১ শতাংশ ও সম্ভব না। কিন্তু এটাকে অসংগঠিত শ্রমিকের স্বার্থের পক্ষের প্রচারের অঙ্গ হিসেবে ভেবে নিতে আমার কোন অসুবিধে নেই। লাল সেলাম কমরেড তাতিন/শাক্য।
  • s | 60.158.184.196 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৫৩66038
  • আবাপ এটাকে না কার্টুন আঁকিয়ে আগামী রবিবাসরীয়তে 'দশটা উপায়' সিরিজে ছেপে দেয়।
    শাক্য কপিরাইট করে রাখুন আগেভাগে।
  • . | 75.49.14.80 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৫:০০66039
  • আচ্ছা এগারোতম প্রস্তাব দিচ্ছি। আফটার অল এসব তো থিওরি, কি হলে কি হবে গোছের চাপ তো নেই, তাই গল্পের গরু তালগাছে চড়লেই বা কি আর বুর্জ খলিফার মাথায় উঠলেই বা কি।

    চলুন একদিনের জন্য সব ক্রেডিট আর ডেবিট কার্ডের ট্রান্সাকশন বন্ধ করে দি। আরবিআইয়ের রিপোর্ট বলছে ২০১৪তে ক্রেডিট কার্ডে ১,৯০,০০০ হাজার কোটি টাকা খরচ হয়েছিল আর ডেবিট কার্ডে হয়েছিল ১,২১,৩০০০ হাজার কোটি টাকা। মাত্র একদিনের জন্য সব কার্ড বন্ধ করে দিতে পারলেও তার ইকনমিক ইমপ্যাক্ট ভেবে দেখুন! ও হ্যাঁ অনলাইন ট্রানসাকশনও বন্ধ করতে হবে কিন্তু। বন্ধ-বিপ্লবের হদ্দমুদ্দ হয়ে যাবে।
  • kc | 204.126.37.78 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৫:০৫66040
  • যাহ্‌ ক্কলা, আমি কোথায় বোর করলাম? তক্কের ফ্রেমে থেকেই তো তক্কটা বাড়াবার চেষ্টা কচ্ছিলাম। ট্রোলও করিনি, 'পেনিট্রেশন' তো নয়ই।

    "সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেঁড়ে ব্যাটাকে ধর" এই হয়ে গেল ব্যাপারটা। তবে ঈশান আমার মতে একমত হয়েছে এটা দেখে যারপরনাই উলুত্পুলুত হলাম।

    তবে শাক্যকে একটা লাল সেলাম দেওয়াই যায়। কিছু একটা ভাবছে বা ভাবার চেষ্টা করছে এটাই অনেক। আমি তো তাও করিনা। শুধু আঁটি বেঁধেই চলি।
  • utpal | 212.191.212.178 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৫:০৯66041
  • পাগলে কি না বলে ছাগলে কি না খায়
  • quark | 24.139.199.12 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৬:০৮66042
  • হুম! ইতিমধ্যেই মাসের শুরুতে দু-দিন ব্যাঙ্ক+এটিএম বন্ধ।
  • . | 75.49.14.159 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৭:১১66043
  • এই দেখুন অ্যামাজন কি শুরু করেছে - ওয়ান প্রেস রিঅর্ডারিং বাটন। এই বাটন কয়েকটা কিনে ঘরে রেখে দিলেই হল, তারপর ওয়াইফাইয়ে কানেক্ট করে যতবার প্রেস করবেন ততবার সেই প্রোডাকটটা রিঅর্ডার হয়ে যাবে। তাছাড়া ড্রোন ডেলিভারি তো আছেই। এই বেলা এই প্রযুক্তির উন্নতিগুলোকে টার্গেট করে ধর্মঘট ডেকে দিলে হয়না? নাহলে দশ বছর পরে যখন এই পরিষেবাগুলো শহরে বহুল ব্যবহৃত হতে থাকবে তখন কিন্তু হাত কামড়াবেন। ওদিকে ড্রাইভারলেস কার মার্কেটে এলো বলে, তখন ট্যাক্সি স্ট্রাইক কিভাবে হবে? চতুর্দিকে অহরহ প্রযুক্তির উন্নতি হয়ে চলেছে, এখন থেকেই বন্ধ ডাকতে শুরু না করলে পরে আফশোষ করবেন কিন্তু।
  • Ekak | 125.99.196.27 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৭:২৬66044
  • আমি শাক্যর থিওরি সর্বান্তকরণে সমর্থন করি । আগের থিওরি গুলোও । বারবার এসে বলার টেইম নেই । একবারে বলে গেলুম ।
  • Sakyajit Bhattacharya | 23.17.125.9 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৪66045
  • পাওয়ার গ্রিডের দখল নেওয়া যায়। দরকার শুধু পাওয়ার স্টেশনে একটা শক্তিশালী ইউনিয়ন।

    আর্মেনিয়াতে এই মুহূর্তে বিদ্যুৎ-মাশুল বিরোধী যে আন্দোলন হচ্ছে সেখানে জনগণ জাস্ট স্বতঃস্ফুর্তভাবে একটা পাওয়ার স্টেশন ক্যাপচার করে নিয়ে ইলেকট্রিসিটি স্টপ করে দিয়েছিল। পরে সরকার আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটায়। এই ২০১৫ সালের ঘটনা। রাশিয়া-চালিত এই পাওয়ার গ্রিড থেকে যে বিদ্যুৎ-সরবরাহ হয় সেগুলোর মাশুল আননেসেসারিলি বেশি। এর সাথে অন্যান্য ফ্যাক্টর আছে। জনরোষ প্রায় প্রতিদিন ছিটকে পড়ছে আর্মেনিয়ার রাজপথগুলোতে। একটা ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। ধাবমান মানুষের দিকে পুলিশ তীব্র গতিতে জলকামান ছুঁড়ছে আর সেই জলের ফোর্সে একদম সামনের সারিতে থাকা এক প্রোটেস্টার জাস্ট মাটি থেকে শুন্যে উঠে উলটে পড়ে যাচ্ছে। রেজিস্টান্স এবং অপ্রেশন, একটার তীব্রতা বাড়লে অন্যটার-ও বাড়বে এটা খুব জানা কথা। এরা হাত ধরাধরি করেই আসে।
  • h | 213.132.214.155 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৩66046
  • ইকি রে বাওয়া একটু মৃদু মত প্যাঁক দিয়েচি কি না দি ই চি, ওমনি আত্মগ্লানি।

    তো শাক্য র থিয়োরী তে দেখা যাচ্ছে, একটা বড় মাপের বিক্ষোভের পূর্বশর্ত আছে, অসংগঠিত শ্রমিকদের বা জনগণের দাবীতে সংগঠিত শ্রমিকদের শ্রমিক দের সমর্থন চাই। আমার এই থিয়োরী তে আপত্তি নেই, একটাই কারণে, অসংগঠিত লো ওয়েজ ওয়ার্কার দের অবস্থা জঘন্য এবং এর উন্নতিসাধনে যে কোনো প্রতিবাদী ভাবনা ওয়েলকাম, তবে এবার স্বতঃস্ফুর্ততা/পার্টি-ট্রেড ইউনিয়ন রিলেশনশিপ/কৃষি-শিল্প/শিল্পের বৃদ্ধি না হলে, শ্রমিক শ্রেণী বাড়বে কি করে/পৃথিবীর সবাই তো কারখানায় চাকরি করবে না, সেক্ষেত্রে ক্লাস অ্যালায়েন্স কি ভাবে গড়ে উঠবে কোনো নতুন তত্ত্বায়ন কেন হচ্ছে না ফাইনান্স ক্যাপিটাল এর আমলে, ইত্যাদি পরিচিত বাক্সগুলি থেকে আপত্তি এলেও আসতে পারে, (দ্রঃ শংকর গুহ নিয়োগীর স্মরণে রচিত প্রবন্ধ সমূহ)। মানে মজাটা হল, কে যে 'এগিয়ে থাকা' অংশ আর যে এগিয়ে আছে তার সংখ্যা যথেষ্ট কিনা এই ডিবেটে র দিকে একটা ডিজেনারেশন হতে পারে এটা কয়ে গেলাম। যে কনটেক্সটে এই পোবোন্দো লেখা, তার মূল উদ্দেশ্য ধর্মঘটী দের শক্তি বৃদ্ধি, তো সেটার দিক থেকে আশা করি আলোচক রা নজর হারাবেন না,
  • 0 | 105.211.101.225 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৩66047
  • ওব্বাবা পাওয়ার স্টেশন দখল করে ভারতবর্ষের পাওয়ার গ্রিড দখল করাও সম্ভব? আপনারা সত্যি খুব বড়ো মাপের থিওরেটিশিয়ান।
  • 0 | 105.211.101.225 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১০:১০66048
  • আচ্ছা দালাল স্ট্রীট দখল করে পিকেটিং করে ব্লক করে শেয়ার মার্কেটে ধস নামানো, এই থিওরিটাও একটু বুঝায়ে দ্যান না। আমি ভাবছিলাম মার্কেট বন্ধ করে দিলে ধস নামার জায়গাই থাকবেনা কারন ট্রেডিং বন্ধ থাকবে, তবে এটাও বোধায় থিওরেটিকালি করা সম্ভব। নাকি মার্কেট যেদিন খুলবে সেদিন ধস? আর শেয়ার মার্কেটে তো এমনিতেই মাঝে মাঝে ধস নামে পিকেটিং ছাড়াই, যদিও থিওরেটিকালি একটা লিমিটের বেশী ধস নামতে পারেনা কারন সার্কিট ব্রেকারে আটকে যায়, তা আপনার থিওরি কি সেই সার্কিট ব্রেকার ওভাররাইড করে আরো বড়ো ধস নামাবে? বলা যায়্না, থিওরি বলে কতা!
  • | 213.99.211.133 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১০:১২66049
  • কিন্তু ধস নামানোর জন্যে পাহাড় ই সব থেকে ভালো জায়গা নাকি? ঃ)
  • ঊমেশ | 118.171.128.168 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৯66050
  • কিছু কিছু মানুষ আছে, যারা নিজেদের খোরাক বানিয়ে সবসময় সবার নজরে থাকতে চাই।
  • 0 | 105.211.101.228 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৫66051
  • তা দালাল স্ট্রিটটাকে একটা পাহাড়ের মাথায় রিলোকেট করে সেখান দিয়ে গড়িয়ে দিলেই তো হয়, দিব্যি ধস নামবে। সবই যখন থিওরেটিকাল তখন থিওরেটিকালি রিলোকেট করে ফেল্লেই হয়।
  • 0 | 132.163.124.155 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৬66052
  • ওপরের "0" নিক্‌ থেকে লেখা পোস্টগুলো আমার নয়।
    যিনি পোস্টগুলো লিখেছেন তাকে বিনীত অনুরোধ, যদি অন্য কোনো নিক্‌ ব্যবহার করেন ভালো হয়। এই নিক্‌টি আমি দীর্ঘদিন ধ'রে ব্যবহার করছি।
  • aka | 80.193.101.216 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৯66053
  • এইটা আমি বুঝেছিঃ ধসটা আসলে পরের দিন নামবে। আগের দিন শ্রমিক আন্দোলনে দালাল স্ট্রীট বন্ধ। পরের দিন শ্রমীকের শত্রু ক্যাপিটালিস্ট ওঅ সাধারণ মানুষ যাদের কেউ কেউ শ্রমীকও বটে তারা বাজার খুললেই তেড়ে সব শেয়ার বেচতে শুরু করবে। কারণ মার্কেটের ওপর আস্থা কমবে। সব শেয়ার পেনি স্টকে পরিণত হবে, ইন্ডেক্স প্রায় জিরোর কাছে। বাজারে ধস। বেশ কিছু কোম্পানি লাটে উঠবে ইত্যাদি।

    তবে একদিনেত বনধে এত কিছু হওয়া মুশকিল। আর দুই বাজারে ধস আর ইকোনমিতে মন্দাও এক নয়। ইকনমি মন্দা হলে বাজারে ধস নামে কিন্তু উল্টোটা না।
  • h | 213.99.211.18 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৮66054
  • আকা, বোঝার চেষ্টা দেখে মরে যাই ঃ-))

    তোর শেষ সেন্টেন্সে তিনটে দিয়ে অবশ্যো টোকিয়ো র বাজারে মন্দা হলে কেন ভারতের বাজারে সম্পূর্ণ অন্য স্ক্রিপ্ট এ মন্দা আসবে এটা পুরোটা ম্যাপ করা সম্ভব না, যদি না বিশ্বাস করিশ ডিমান্ড দিয়েই পুরো ইনডেক্স মুভমেন্ট এমনকি অল্প সময়ের ব্যবধানেও নিয়ন্ত্রিত হয়।
  • Arpan | 116.197.138.21 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৯66055
  • ইন্টারনেট, টেলিফোন লাইন আর বিদ্যুৎ সরবরাহ ধসিয়ে দিলে আর দালাল স্ট্রীট দখল করার কোন দরকার আছে?

    থিওরেটিকালি মনে হয় নেই, কিন্তু স্পেক্টাকল ক্রিয়েট করতে চাইলে করা যেতেই পারে।
  • h | 213.99.211.18 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:১২66056
  • আমি যা দেখছি, শাক্যর সমালোচকরা বিপ্লব, বিক্ষোভ, বন্ধ, অর্থনীতি, বিদ্যুত বন্টন ব্যবস্থার নিয়ন্ত্রনলুপ্তি ইত্যাদি নানা বিষয়ে আলাদা আলাদা ওয়ার্কফ্লো/স্টোরিবোর্ডিং ইত্যাদি চাইছে, এবং অবশেষে বলছে, 'ইট ইজ নট কামিং আউট', ঠিক আমাদের কথা শুনে উচ্চ রিভিউয়ার রা যেমন বলে থাকেন ;-)
  • Arpan | 116.197.138.21 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৫66057
  • আর্মিকে হাত করুন, বাকি সব কুছ হো যায়গা।
  • Arpan | 116.197.138.21 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৬66058
  • সমালোচক না রে দাদা, কোলাবরেটর। ;-)
  • aka | 80.193.101.216 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৬66059
  • তবে চাকা বনধ করে আর লাভ নেই বাজার বন্ধ করুন। চাকা এখন পুরনো।
  • aka | 80.193.101.216 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৭66060
  • বা চাকা আর ফিরবে না। সবাই বাজারী
  • h | 213.99.211.18 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৮66061
  • চাপ হল, সেটা উগ্র হিন্দু দের একাংশ (যদি মালিগাঁও/অসীমানন্দ কেস মনে পড়ে) মাওবাদী, গুর্খা আন্দোলনের লোক, নাগা রেবেল রা সকলেই ভেবেছে/করেছে ও আংশিক করেওছে, কিন্তু বড় দেশ কোন একটা পদ্ধতিতেও কিসু হবে না, এবং পাশাপাশি অনেক কিসুই চলবে, তোগাদিয়া থেকে কিষেনজি পজ্জন্ত, সবসময়েই এটা হবে, এখন আমরা মেনস্ট্রীমে কতটা বাম-ভাবনা গুজস্ব করে দিতে পারি তার চেষ্টা করচি ;-)
  • ঈশান | 202.43.65.245 (*) | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৪৯66068
  • ইন্টারেস্টিং। বাধ্যতামূলক কাজকম্মো ইকনমিকালি ও করানো যায়। মানে গায়ের জোরে না দিয়ে। যেমন লোন রিপেমেন্ট ইত্যাদি। কিন্তু তাতে আমার কিছু কমপ্লেক্সিটিও আছে। এখন সময় নেই। পরে লিখব টাইম পেলে।

    শাক্যর এই লেখাটার একটা মজা আছে। বাক্সের বাইরের নানা জিনিসকে উস্কে দিচ্ছে। :-)
  • SS | 160.148.14.8 (*) | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৫:১৫66069
  • এই ধরণের কমিউনিটি সার্ভিস বাধ্যতামূলক করলে কাজের কাজ কম হবে। লোকে একটা গ্রাজ নিয়ে দায়সারা ভাবে এই সব কাজ করবে, কোনো রকমে সময়সীমা টুকু পার করার জন্যে। আর একটা উপায় হচ্ছে ইনসেন্টিভাইজ করা। যেটা আমেরিকায় কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশনে করা হয়। ভারতেও আইআইটি কমিউনিটি সার্ভিসকে অ্যাডমিশনের একটা ক্রাইটেরিয়া হিসাবে ধরতে পারে। তবে এটাও যে পার্ফেক্ট মডেল তা নয়। আমেরিকায় এশিয়ান কমিউনিটি এই ব্যাপারটা অনেকক্ষেত্রে বেশ মিস ইউজ করে।
  • pi | 24.139.209.3 (*) | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৫:৪০66070
  • ইন্সেন্টিভ দিয়েও করানো যায়। ফেবুতে কথা হচ্ছিল, বাইরে যেমন হয়, সোশ্যাল ওয়ার্ক করলে সিভি তে পলাক যোগ হয়, পরবর্তী অ্যাকাডেমিক কেরিয়ার বা চাকরিতে সুবিধা হয়, সেরকম কিছুর কথা। কিন্তু আমার এটাতে কেমন একটা অস্বস্তি লাগে। এটাকে কেরিয়ারের একটা সিঁড়ি বানাতে, সিভির পালক হিসেবে ভাবতে অস্বস্তি। যদিও অনেকেই এই সূত্রেই এসবে ইন্ভল্ভ হয়ে পড়ে দেখেছি, সেই ইন্ভলভমেন্ট আসার কথাই লিখেছিলামও, কিন্তু তাও এটাতে কোথাও যেন অস্বস্তি হয়।
    লোন রিপ্লে বা এখন অনেক জায়গায় ডাক্তারদের যেরকম ইন্সেন্টিভ দেওয়া হয়, সেই মডেলেও অস্বস্তি আছে কোথাও।
  • pi | 24.139.209.3 (*) | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৫:৫২66071
  • ওহ, SS এর পোস্ট দেখার আগেই লিখেছিলাম।

    তবে আমি ঠিক কোন সার্ভিস দেওয়ার কথা বলছিনা, একেবারে ঐ লোকজনের লাইফ লিড করার কথা বলছি। অল্প কিছুদিনের জন্য হলেও।
  • Sakyajit Bhattacharya | 116.51.135.158 (*) | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০৬:১০66072
  • পাইদির চিন্তাটা খুব ইন্টারেস্টিং। তবে এই লাইফ যখন কাটাবেই তখন কিছু কাজ করিয়ে নেওয়া যায়। ডাক্তারদের গ্রামে গিয়ে বাধ্যতামূলক কাজ করবার মতন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন