এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | 126.202.202.138 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০২65941
  • আমার প্রশ্ন দে - র ১৫ ২৬এর বক্তব্যের পরিপ্রেক্ষিতে। দে একটু বলবেন?
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৩65942
  • গুরুতে দিনে দিনে রাইটিস্ট ভয়েসটা প্রাধান্য পাচ্ছে । এটা ৩/৪ বছর আগেও ছিল না। তবে সব জায়গাতেই বদল হচ্ছে আর গুরুই বা তার বাইরে থাকে কেন !

    ভাটিয়ালীর সানন্দার বা সুখী গৃহকোণের চরিত্র অর্জন করাটাও এই ট্রেন্ডের বাইরে নয়। সবকিছুই এক-ই স্পেক্টাকলের অংগ।

    দে, আমার আইডিয়াগুলো সবার জন্যেই। যেখানে যতটুকু যেরকমভাবে পৌঁছে দেওয়া যায় আর কি :)
  • তাতিন | 59.248.242.54 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৫65943
  • ইতোমধ্যে হাগু করাকে প্রতিবাদের মাধ্যম হিসেবে আদিবাসীরা ইউজ করেছেন কিন্তু
  • cm | 127.247.96.46 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৬65944
  • শাক্যর রাজনৈতিক সন্ত্রাস তথা রাজনীতির ধারণা পড়ে বিষ্মিত! নিশ্চয়ই কোন সাহেবে এমন লিখেছে। রেফারেন্স দিতে ভুলে গেছে মনে হয়।
  • pi | 233.176.12.61 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৭65945
  • এদিকে দেখলাম বাজারে এটা নেমে গেছে,
    'এইসময় বনধের বিরুদ্ধে দালালি শুরু করেছে । কাল কর্মস্থলে গিয়ে সেলফি তুলে পাঠাতে বলেছে [email protected] এ ।
    চলুন কালকে এদের ইনবক্স ভর্তি করে দেওয়া যাক, টয়লেট-সেলফি, কিচেন-সেলফি, ব্যালকনি সেলফি, রুফটপ সেলফি দিয়ে । বনধে ফাঁকা রাস্তার ছবিও পাঠান Ei Samay কে । বা যে যা খুশী দিয়ে ভরাতে পারেন ওদের ইনবক্স ।
    ওদের যে যে ছবি পাঠালেন, সেটা আমাদের এই ইভেন্টেও এসে পোস্ট করুন ।
    https://www.facebook.com/events/701284353349767/701637783314424/'
  • তাপস | 126.202.202.138 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:১১65946
  • শাক্য, গুরুর নাম উল্লেখ করলি রাইটিস্ট ভয়েসের ব্যাপারে? কথায় কথায় যাদের ভোট দিতে বলিস, সেই সিপিএমের মধ্যেকার রাইটিস্ট ভয়েস আর ফেসেস গুলো দেখতে পা। এত খণ্ডিত দেখিস না। না হলে আর্টিকুলেশনে গন্ডগোল থেকে যাবে।
  • তাপস | 126.202.202.138 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৮65947
  • সত্যের খাতিরে বলা উচিত - আরও গণ্ডগোল থেকে যাবে।
  • de | 24.139.119.171 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:২১65948
  • শ্রেণীর উল্লেখ আমি করিনি - শাক্য করেছেন - ক্ল্যারিফিকেশনের দায়টা তাই ওনাকেই ফরওয়ার্ড করলাম!
  • ... | 74.233.173.198 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৬65949
  • আচ্ছা সিটু বেঙ্গালুরু মুম্বাই এ বন্ধ সফল করতে পারত না? তবে যে বন্ধের পরদিন গণশক্তি তে পুরনো খালি অফিস এর এত ছবি থাকত, আসমুদ্রহিমাচল বন্ধ সফল :)
  • তাপস | 126.202.202.138 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৯65950
  • শাক্য কি গুরুকে হোমোজেনিয়াস শ্রেণি চরিত্র দিতে চেয়েছিল? আমি তেমন বুঝিনি। কিন্তু - এখানে কেন বলেন? ওখানে না বলে, এরকম বললে এখানকার শ্রেনী সম্পর্কে একটা ধারণা আছে বলে মনে হয়। সেইটা শাক্য কী করে বলবে? যিনি বলেছেন, তাঁরই বলা উচিত বলে মনে হয়।
  • জোকার | 188.162.193.233 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩২65951
  • হোক হোক সব হোক। তবে ইয়ে, বেড়ালের গলায় ঘন্টা বান্ধে কে? দশ দফা কর্মসূচী পালন করে কে? হাগুবীর শাক্যজিত একাই সব করবেন না আরো কেউ আছে? আমি আছি অবশ্য, আর কেউ?
  • তাপস | 126.202.202.138 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪১65952
  • এখানকার রেসিডেন্ট বলে যারা দীর্ঘদিন ধরে পরিচিত, তাঁরা বলতে পারবেন, ট্রোলিং আগের চেয়ে বেড়েছে কিনা? আমার মনে হয় বেড়েছে। এবং এইটা একটা রাইটিস্ট ট্রেন্ড। বাংলাদেশের ইস্লামিস্ট, ভারতের হিন্দুবাদীদের মধ্যে এই ট্রোলিং একটা খুব চালু অভ্যেস। সেটা আজকাল গুরুতে খুব বেশি হচ্ছে। এই ততপরতা যারা চালাচ্ছে, তাঁরা সবাই খুব বাইরের লোক সবসময়ে, এরকম তো নয়। কালচারটা অ্যাডাপ্ট করে ফেলছে।
  • হাতল | 208.7.62.204 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৩65953
  • পুরুষাংগ নাড়তে হলে আমি আছি মামা। তুমি আর হাগুবীর মিলে যেইনা খপোরের কাগজ আর টেলিফোন এক্সচেঞ্জের দখল নেবে আমি অম্নি মাগিগুলোকে ধরে ধরে পকাপক নাড়তে থাকব। পুলিশ ফুলিশ তো থাকবে না এক্কেরে হাম্পি সিন।
  • তাপস | 126.202.202.138 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৭65954
  • জিও। এই না হলে গুরু শ্রেণি?
  • ... | 74.233.173.198 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩৯65955
  • হাগুবীর একটা করে toi নামাচ্ছে আর গুরু এক ইঞ্চি করে জিজিতে ঢুকছে।
  • ভুপিন্দার | 75.49.14.165 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:১১65956
  • ট্রোলিং বাড়া রাইটিস্ট ট্রেন্ড কেন? অ্যানার্কিস্টরা ট্রোলিং করে অ্যানার্কি স্প্রেড করে। তাহলে এইটা একটা লেফটিস্ট ট্রেন্ড।
  • sch | 113.44.174.165 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩৮65957
  • এই যে দশ দফা দাবী - এগুলো কি করে এক্সিকিউটেড হবে - কারা করবে - সে বিষয়ে কি লেখক কিছু বলবেন। কেউ যখন টেলিফোন এক্সচেঞ্জের দখন নিতে যাবেন সেখানে কেউ বাধা দেবে না? লেখক মনে হয় সম্প্রতি রঙ দে বাসন্তী টাইপের মুভি দেখেছেন - এখনো ঢেকুর উঠছে। কি হয় এসব আল বাল লিখে?
  • Sakyajit Bhattacharya | 116.51.19.59 (*) | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫১65958
  • হ্যাঁ রাইটিস্টরা সব জায়গাতেই। সেইজন্যেই তো বললাম, সব জায়গায় যেখানেই দক্ষিণপন্থার বাড়বাড়ন্ত গুরু তার বাইরে থাকবেই বা কি করে ! সিপিএম হোক বা গুরু বা তিনু, শ্রেণী শেষ কথা বলে সবসময়
  • তাতিন | 125.118.27.155 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৬66025
  • ্সাধারণ ধর্মঘট ইটসেলফ কি একটা সন্ত্রাস নয়?
  • ঈশান | 183.17.193.253 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩৫66026
  • শাক্য বেসিকালি ধর্মঘট নয়, বিপ্লবের থিয়োরাইজেশন দিচ্ছেন। বিপ্লব-উপপ্লবে এরকমই হয়ে থাকে, সে কিছু নতুন কথা নয়। কিন্তু কোশ্নো হল বিপ্লব কি তবে নিকটে? আমার তো তা মনে হয়না। :-)

    তবে এর জন্য ব্যক্তি শাক্যকে গাল দেবারও কোনো মানে নেই। বেচারি থানা ভাঙতেও যায়নি, ইট মারতেও না। চাট্টি থিয়োরি নামিয়েছে। তার জন্য গাল খাবার হলে লেখা খাক, লেখক কেন?
  • তাতিন | 125.118.164.53 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫১66027
  • আমি যেটা বলার চেষ্টা করছি ধর্মঘট বিপ্লবের ডেমো টাইপের হবে, যে সম্পুর্ণোভাবে উতপাদন স্তব্ধ করে দেওয়ার একদিনের ডেমো। ওটা মাস্খানেক চালাণোর ধক থাকলে বিপ্লব ভাবা যাবে।
  • ঈশান | 183.17.193.253 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৮66028
  • আমরা কখনও চোখে না দেখলেও, এর কাছাকাছি একটা জিনিস হয়েছিল, বেশি দূরে নয়, ঘরের কাছে বাংলাদেশে। এরশাদ পতনের সময়। তখন অবশ্য নেট-ফেট ছিলনা। কিন্তু খবরের কাগজের রিপোর্টে যা পড়েছি, প্রতিদিন শহরে বিরাট বিরাট মিছিল হত, আর তার সঙ্গে টানা ধর্মঘট। সমস্ত স্তর থেকে বিরোধিতা এতটাই ছিল, যে, এরশাদের পক্ষে প্রশাসন আর চালানোই সম্ভব হয়নি।

    এবার, কথা হলঃ এক, এই মাত্রার বিরোধিতা অর্ডার মাফিক ম্যানুফ্যাকচার করা যায়না। থাকলে আছে, নইলে নেই। দুই, এই মাত্রার উদ্দীপনা না থাকলে লোকে নামবেই না। আর যদি নামে, সেটা একদিনের জন্য নামবেনা। এসবের ওই জন্যই কোনো রিহার্সাল হয়না। শুনেছেন কখনও, নেট প্র্যাকটিস করে কেউ বিপ্লব করতে নেমেছে? লেনিন থেকে চে সবারই একটাই চান্স ছিল, হয় ছক্কা নয় ফক্কা। (মাওদের অবশ্য আলাদা পন্থা, সেটা এই ধর্মঘটের মডেলে ফিট করেনা। আর আইসিসের মডেল জাস্ট জানিইনা)।
  • . | 75.49.14.71 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩২66029
  • ধর্মঘট হলো বিপ্লবের ডেমো? বাপ্পো, এটাও নতুন জানলাম।

    তা ইয়ে, বিগত ষাট বছরে কত ধর্মঘট হয়েছে? অন্তত ছশো? আর কতো ডেমো দরকার?
  • aranya | 83.197.98.233 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৭66030
  • 'ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধী হওয়া মানে রাষ্ট্রের কারো প্রাণ নেবার অধিকারের বিরোধী হওয়া। তার সাথে নাশকতামূলক কাজের বিরোধ থাকা উচিত নয়'

    - নাশকতামূলক কাজে কারো প্রাণ গেলে সেটা কি ঠিক আছে?
  • . | 75.49.14.71 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪১66031
  • আর ট্রোলিং প্রসঙ্গে, আমিও কিছু করেছি অন্য অনেকেও কিছু করেছে দেখলাম। অন্যদের কথা জানিনা, তবে ঈশানের পোস্ট পড়ে মনে হলো আমার দিক থেকে এটা বলে দেওয়া উচিত - লেখকের দশটা প্রস্তাব এতই বালখিল্য লেভেলের যে ট্রোলিং ছাড়া আর কিছু মনে আসেনি। বাচ্চা ছেলে বিপ্লব নিয়ে গরুর রচনা নামালে যা খোরাক করতে হয় সেটুকুই করেছি। (শুধু তিন নম্বর পয়েন্টটা দেখা যেতে পারে - একদিন স্টক এক্সচেঞ্জে বন্ধ করে নাকি শেয়ার মার্কেটে ধস নামাবে, আর তাতে নাকি গোটা দেশের অর্থনীতি বিপন্ন হবে!!!! এর কোন ভাবের জগতে থাকে?)
  • তাতিন | 192.156.64.34 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৪৪66032
  • ্ধর্মঘটের ইতিহাস ১০০ বছরের বেশী মনে হয়। বিগত ২০-৩০ বছরে প্রযুক্তির উন্নতিগুলোকে টার্গেট করেনি ধর্মঘট এবং সাফল্য পায়নি
  • . | 75.49.14.151 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০১66033
  • প্রযুক্তির উন্নতিকে টার্গেট করা ঠিক বুঝলাম না। প্রযুক্তির উন্নতি তো ধারাবাহিকভাবে হয়েই চলেছে, তার বিরুদ্ধে কিভাবে বন্ধ ডাকা হবে? ধরুন ইন্টারনেট। ভিন্ট সার্ফ যেদিন প্রথম টিসিপি/আইপি লিখলেন সেদিন সকালে কি বন্ধ ডাকতে হতো? বা যেদিন আইকান প্রতিষ্ঠা হলো সেদিন সকালে? টেলিকম কোম্পানি গুলো সে-মি-উই এর আর অন্য ব্যাকবোনগুলোর কেবল বসাচ্ছিল তখন কি টানা মসের পর মাস ধর্মঘট ডাকতে হতো? কোন দেশে এই ধর্মঘট হতো? এখনো বসিয়েই চলেছে, এখন ডাকলে হয়না? ইন্টার্নেট অফ থিংস আস্তে আস্তে তৈরি হচ্ছে। এই প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে কবে বন্ধ ডাকবেন?

    আবার ধরুন পাওয়ার জেনারেশন আর ডিসট্রিবিউশন। প্রযুক্তিগত উন্নতি হয়েই চলেছে। স্মার্ট গ্রিড হচ্ছে, বাড়ি বাড়ি এবার স্মার্ট মিটার বসবে। এগুলোর বিরুদ্ধে কবে বন্ধ ডাকবেন? না ডাকলে তো প্রযুক্তিগত উন্নতি হয়েই চলবে। কুড়ি তিরিশ বছর পর তো তখন আবার বলতে হবে এহেহে ইন্টারনেট অফ থিংস আর স্মার্ত গ্রিদ যখন চালু হচ্চিল তখনি বন্ধ যাকা উচিত ছিল।
  • তাতিন | 192.156.64.34 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৪:১০66034
  • যেটা বলছি, ধর্মঘট শুধু বাস ট্রেন আটকানো, কারখানার গেট আটকানো তে আটকে থেকেছে। ইন্টারনেট, পাওয়ার গ্রিড বা তারও আগে টেলিগ্রাফ, টেলিসম্প্রচার এসব আটকানোর কথা ভাবেনি
  • . | 75.49.14.89 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৪:২৫66035
  • সে ভাবেনি বটে। কিন্তু ইন্টারনেট, পাওয়ার গ্রিড, টেলিগ্রাফ, টেলিসম্প্রচার - এগুলো কি সত্যি আটকানো সম্ভব? মানে স্রেফ বিপ্লবিয়ানা দেখানোর জন্য একটা কিছু লিখে পোস্ট করে দিলাম, সেরকম না। প্র্যাক্টিকালি কিভাবে আটাকানো যায় বলে মনে হয়? ধরুন ইন্টারনেটে ইন্ডিয়া গর্মেন্টের সব সাইট একদিনের জন্য কিভাবে বন্ধ করবেন? অ্যানোনিমাসের সাহায্য নিলেও, আরো অনেক হ্যাকার একসাথে ডস বা রুট অ্যাটাক করলেও, প্র্যাক্টিকালি এটা করা কিভাবে সম্ভব?

    বা পাওয়ার গ্রিড একদিনের জন্য কিভাবে অচল করবেন? সত্যি সত্যি ভারতবর্ষে এরকম করা সম্ভব বলে মনে হয়? পাওয়ার গ্রিদ অচল করতে গেলে যে ম্যাসিভ পুলিশ আর আর্মি মবিলাইজেশন হবে তার কাউন্টার কিভাবে করবেন? যে হাজার হাজার লোক হতাহত হবে, গুলি খেয়ে মরবে তার দায়িত্ব কে নেবে? এদিকে রাষ্ট্র প্রাণ নিলে বিরোধিতা, ওদিকে নাশকতামূলক কাজ করতে গিয়ে যে একসাথে বহু প্রাণ যাবে (যাবেই, কারন রাষ্ট্র কড়া হাতে পাওয়ার গ্রিড আন্দোলনের মোকাবেলা করবেই, কারন ওটা রাষ্ট্রের লাইফলাইন), তার কোন বিরোধিতা নেই? শুধু হোক হোক হোক না লিখে একটু প্র্যাক্টিকালি বলবেন ইন্টারনেট, পাওয়ার গ্রিড, টেলিগ্রাফ, টেলিসম্প্রচার কিভাবে আটকাবেন?
  • . | 75.49.14.89 (*) | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০৪:৩১66036
  • তবে টেলিগ্রাফ কিভাবে আটাকাবেন সে না বললেও চলবে। শহরে এখন টেলিগ্রাফ খুব ব্যবহার হয় বলে মনে হয়না, সেখানেও ধারাবাহিক প্রযুক্তির হাত ধরে এসে গেছে ইমেল, টুইট আর হোআটসয়াপ। এগুলো কিভাবে আটকাবেন? গুগল আর ফেবু একদিনের জন্য বন্ধ? আবার অন্য বিপ্লবীরা বলে যে এগুলো হাতিয়ার করেই নাকি অ্যানার্কি স্প্রেড করতে হবে। মহা মুশকিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন